নবীওয়ালা রাস্তায় এসব শেকায়েতের কোন অবকাশ নেই। হজরতজী দা.বা ❤

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • যাকাত সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত?
    30-03-2023
    যাকাত সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু খুব সহজ থাকা উচিৎ।
    যাকাত ছাড়া নামাজ নিষ্ফল:
    আমরা যারা নামাজ পড়ি তাদের একটা বড় গ্রুপ কিন্তু যাকাত আদায়ের গুরুত্ব সেভাবে উপলব্ধি করি না!
    অথচ কোরআনে ইসলামের তিনটি স্তম্ভ ইমান নামাজ এবং যাকাতের কথা বার বার একসাথে বলা হয়েছে। ইমান নিয়ে যেখানে কথা বলা হয়েছে নামাজের কথা যেখানে বলা হয়েছে যাকাতের কথাও বার বার বলা হয়েছে। নামাজ এবং যাকাতের কথা কোরআনে ১৬টি সূরায় ২৮ বার একসাথে বলা হয়েছে।
    যাকাত আদায় হচ্ছে একটা অলঙ্ঘনীয় ফরজ। এই ফরজ লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। বিখ্যাত আলেম ইমাম আল ইরাকি হিজরি অষ্টম শতকে চমৎকার করে বলেছেন, যারা এই তিনটি স্তম্ভের আন্তরিক যত্ন নেবে- ঈমান, নামাজ এবং যাকাত, রোজা ও হজ তারা পালন করতে পারবেন অনায়াসে।
    ইমাম আল আয়ানি হিজরি নবম শতকে যাকাতকে নামাজের অংশীদার করেছেন। অর্থাৎ যাকাত ছাড়া নামাজ হচ্ছে নিষ্ফল। আপনার যদি যাকাত আদায়যোগ্য সম্পত্তি থাকে এবং আপনি যদি যাকাত আদায় না করেন তাহলে আপনার নামাজ নিষ্ফল।
    যারা নামাজ থেকে যাকাতকে আলাদা করবে তাদেরকে খলিফারা মুসলমান বলেই গণ্য করেন নি!
    যে কারণে প্রথম খলিফা হযরত আবুবকর নবীজীর ওফাতের পরে যে মুসলমানরা যাকাত দিতে অস্বীকার করেছিল যে, আমরা নামাজ পড়ব সবকিছু করব যাকাত দেবো না। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। বলেছিলেন, যারা নামাজ থেকে যাকাতকে আলাদা করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব।
    অর্থাৎ খলিফারা তাদেরকে মুসলমান বলেই গণ্য করেন নাই। অতএব যাকাতযোগ্য সম্পদ থাকলে যাকাত অবশ্যই আদায় করবেন। যাকাত নিয়ে কোনো গড়িমসি করবেন না।
    যাকাত আদায়ের জন্যে এই রমজান মাস হচ্ছে সবচেয়ে ভালো মাস। অতএব যাকাত সেভাবে আদায় করবেন এবং তাতে সবদিকেই আপনার জীবন ইনশাআল্লাহ বরকতময় হবে।

ความคิดเห็น • 2