নেতাজি গুমনামী সাধু হতে পারেন না! তাহলে এই প্রশ্নের উত্তর কে দেবে?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2022

ความคิดเห็น • 275

  • @aduttatt
    @aduttatt ปีที่แล้ว +45

    নেতাজী সন্যাসী হবার জন্য বার বার ছুটে গেছেন। নেতাজী সেই পরিবারের ছেলে যে পরিবারের সদস্য ছিলেন বলরাম বসু। সকলেই জানি ওনার ওপর ছিল মায়ের স্নেহ আশীর্বাদ। আধ্যাত্মিকতার স্রোত ওই পরিবারে বইছিল। সুভাষ বোস প্রভাবিত হয়েছিলেন। ছোট থেকেই ওনার বীজ তৈরী হচ্ছিল। তিনি যখন সন্যাসী হবার জন্য বদ্ধ পরিকর, তখন ওনাকে ভারত পরিভ্রমণ করার নির্দেশ পেয়েছিলেন। সারা ভারত ঘুরে যখন দেখলেন নানা জাতি, বর্ণে, উচু নিচুশ্রেণীর মানুষ এ মানুষ বিভক্ত। ঘৃনা রয়েছে একে অপরের মধ্যে। সংঘবদ্ধ নয়। তখন মনের মধ্যে আলোড়ন হয় সন্যাসী হয়ে তিনি এই সংসারে কিভাবে সাধনা সিদ্ধি করবেন? তখন সেই ইচ্ছা ত্যাগ করে করে দেশ মা এর সেবা কে উচ্চ আদর্শে পরিণত করলেন। এমন ঘটনাই বিভিন্ন ক্ষেত্রে দেখান হয়েছে।
    সুভাষ সমগ্র তে ওনার লেখা পত্র, তরুণের স্বপ্ন বইটি পড়লে বোঝা যায় ওনার আধ্যাত্মিক সাধনার স্রোত কেমন ভাবে বইছিল। বইগুলি পড়ার অনুরোধ জানাচ্ছি। সকলকে পড়তে বলুন। তিনি শুধু বিপ্লবী সংগ্রামী ছিলেন না। একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। মেয়র হিসেবে কাজের দিকটি দেখুন। এখনকার প্রজন্মের অনেক কিছু শেখার আছে।
    নেতাজীর মধ্যে স্বামীজি পূর্ন মাত্রায় ছিলেন। বলা যায় স্বামীজি তার দেহ পোশাক ছেড়ে নেতাজী রূপে এসেছেন

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว +4

      খুব সুন্দর বলেছেন। তবে বিবেকানন্দ যখন মারা যান, নেতাজী খুব কম বয়সের তখন

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว +1

      খুব সুন্দর লিখেছেন, অনেক কিছু বললেন এইটুকুর মধ্যে, আপনার ও আরো কয়েকজনের কমেন্ট আমি আমার ডায়রী তে নোট করে রাখলাম। ধন্যবাদ

    • @basudebraha
      @basudebraha ปีที่แล้ว

      @@Bima-dl6qz হ্যাঁ কিন্তু ওখানে একটা গল্প আছে।

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      @@basudebraha কি গল্প, জানা নেই

    • @basudebraha
      @basudebraha ปีที่แล้ว

      @@Bima-dl6qz
      #নেতাজী
      এই ঘটনা রামকৃষ্ণ মিশনের এক প্রবীন সন্ন্যাসীর মুখে শোনা।।
      ১৯৮৬/৮৭ হবে আমি তখন যুবক। এক সন্ধ্যায় প্রবীন সন্ন্যাসী আশ্রমের বাগানে দাঁড়িয়ে গল্প করছেন। আমি নেতাজী বিষয়ে জিজ্ঞেস করলাম তিনি বেঁচে আছেন কিনা ! মহারাজ স্মিত হেসে বললেন "কেন? কি বলবে ওনাকে! "
      অন্য বক্তারা কিছু বললেন।
      উত্তরে উনি বললেন," ওঁকে হিংসে করে কী করবি! ওঁর মধ্যে এক বিবেকানন্দ বাস করতেন। উনি কি আর সামান্য মানুষ।"
      মহারাজ বলে চললেন।
      নেতাজী তখন ৫ বছরের কাছাকাছি বয়স কট্টক এ আছেন। দুরারোগ্য এক ব্যধি আশ্রয় করেছে বালক সুভাষ কে। তাঁর পিতামহ বা সেই সম্পর্কের কেউ বাস করতেন ওঁদের গৃহ্রে। যিনি খুবই বিদ্বান, শাস্ত্র জ্ঞানী মানুষ ছিলেন অনেক সাধু মহাত্মার সাথে তাঁর যোগাযোগ ছিলো। যাঁকে অনেকেই আগে ভাগে বলেছিলেন, এই বালক বিরাট মহান হবে, বিশ্বসেরা হবে, তবে সল্পাযু দেখায়! এক বিরাট ফাঁড়া/ মৃত্যু যোগ দেখ যায়, বিরাট কোন দৈব শক্তি বা পরমপিতা করুণা হলে এই ফাঁড়া কাটবে।
      বৃদ্ধ কাউকে কিছু বলেন নি। নেতাজী বাড়ীর সামনেই দূর্গা পূজা হত। অনেকে বলেন ঐ পুজোটা ওঁদের পারিবারিক পুজো। কিন্তু যখন বালক সুভাষ শয্যাশায়ী তখন তিনি গীতা/উপনিষদ পাঠ শুরু করেন। তখন তাঁর এক অলৌকিক অনুভূতি হয।
      এই ঘটনার কিছু দিন পূর্বে বেলুড় মঠে স্বামীজি দেহত্যাগ করেন।
      তিনি ঘরের মেঝে আসন এ বসে পাঠ করছেন। দূরে বালক সুভাষ বিছনায় শুয়ে। এমন সময় প্রত্যক্ষ করেন বাড়ীর মধ্যে আলোর ছটা ; স্বামীজির মতোন এক গেরুয়া ধারী সন্ন্যাসী যাঁর সারা শরীর থেকে জ্যোতি ছড়িয়ে পড়ছে। আস্তে আস্তে সেই জ্যোতি যেন বালক সুভাষের মধ্যে মিলিয়ে গেল। এর কিছু দিন মধ্যে বালকের শারীরিক উন্নতি শুরু হয এবং বালক সম্পূর্ণ আরোগ্য লাভ করেন।
      বৃদ্ধ মানুষটি আর দেরী না করে রামকৃষ্ণ মঠের সাধুদের জানান।
      আমার সামনের বক্তা মহারাজ কিন্তু নেতাজীকে মহাদেব এর অংশ বলে বর্ণনা করেন। তাঁর দৃষ্টিতে সপ্তর্ষির অন্যতম বৃহস্পতি হলেন স্বামী বিবেকানন্দ যিনি রুদ্ররূপ অনেক ঘনিষ্ট শিষ্যরা তাঁকে দেখেছেন মহাদেব রূপে।
      পরে তিনি আমাকে আশ্বস্ত করে বলেন " ঐ তো উত্তরপ্রদেশ এর অযোধ্যা তে স্থানীয় লোকেরা ভগবানজী বলে যাঁকে জানেন তিনিই নেতাজি। অনেকে গুমনামী বাবাও বলেন।" আমি জিজ্ঞেস করলাম উনি স্বীকার করলেন ?
      মহারাজ আশ্চর্য হয়ে বললেন " উনি কেন অস্বীকার করবেন। উনি তো সন্ন্যাসী হবেন বলে বাড়ী থেকে একবার চলে গেছিলেন। বেলুড়ে শরৎ মহারাজের কাছে যেতেন। গহ্বর মন্দিরে বসে ধ্যান করতেন। কতবার সন্ন্যাসী হবার বাসনা ব্যাক্ত করেছেন। শরৎ মহারাজ রাজী হননি,বলেছিলেন ঈশ্বর আরো অনেক বড় কাজের জন্য তোমাকে এনেছেন। আমাদের #Allahabad #ramakrishnamission এর #haridwar মঠের সাধুরা দেখে এসেছেন। "
      আমাদের সাথে কথা বলতে বলতে নেতাজী উদ্দেশ্যে কপালে হাতজোড় করে প্রণাম করলেন।
      স্বামী লোকেশ্বরানন্দ কাছে এই রকমই গল্প শুনেছিলাম। এই একই ধরণের ঘটনা শ্রীঅরবিন্দ সাথে ঘটেছিল যখন উনি জেলে ছিলেন তখন উনি জেলের মধ্যেই স্বামীজি কে দেখেছিলেন এবং অরবিন্দ ঘোষ কে জেল থেকে দক্ষিন দিকে যেতে বলেছিলেন। পরে শ্রীঅরবিন্দ পরে পন্ডিচেরি তে গিয়ে উঠেন।

  • @AnimaDebnathJoardar
    @AnimaDebnathJoardar หลายเดือนก่อน

    75বছরে এটি আগেই দরকার ছিলো। আজ খুব খুশি ,আমাদের চোখে দেখে যেতে পারি মুখোশের দলগুলির একে একে মুখোশ খুলছে।
    জয় হিন্দ নেতাজী জিন্দাবাদ
    কুণাল তোমাকে অজস্র ভালবাসা r প্রণাম

  • @himanshuhalder3766
    @himanshuhalder3766 ปีที่แล้ว +10

    উনি বরদাচরন মজুমদারের কাছে থেকে ক্রিয়া যোগেও দীক্ষিত ছিলেন।

  • @sanray7569
    @sanray7569 ปีที่แล้ว +24

    সন্ন্যাসী সেনাপতি - ভারত মাতার জন্য সব রকম দুঃখ হাসি মুখে মেনে নিয়েছেন ।

  • @kosturibanerjee8722
    @kosturibanerjee8722 ปีที่แล้ว +84

    কার এতো অসুবিধা? কেন এমন পাগলের কথা? কার স্বার্থে ঘা লাগছে? আর কতদিন এমন চলবে? এরপর আর কি প্রমান লাগে? নেতাজী কাদের জন্য এমন কষ্টময় জীবন বেছে নিলেন? জাগো বাঙালী জাগো, না হলে এ পাপ ঘুচবে কিভাবে, এতো লজ্জা রাখবো কোথায়?

    • @debadipchanda2876
      @debadipchanda2876 ปีที่แล้ว +14

      এটাই এই রাজ্যের দুর্ভাগ্য, বিভিন্ন ক্ষেত্রে যোগ্য মানুষ তার প্রাপ্য থেকে বঞ্চিত.....

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว +6

      একদম ঠিক বলেছেন। কিসের অসুবিধা?

    • @subhajitmanna5420
      @subhajitmanna5420 ปีที่แล้ว

      এখানে চন্দ্র বোসকে দারুন ভাবে চেটে দেওয়া হল
      Thank you sir @Kulan_bose Sir

    • @triptihalder8440
      @triptihalder8440 ปีที่แล้ว +5

      Akdom thik bolechhen👍

    • @rishitsdairy8367
      @rishitsdairy8367 ปีที่แล้ว

      এটা শুধুমাত্র আমাদের বাঙালির লজ্জা নয়, এটা আমাদের রাষ্ট্রীয় লজ্জা আমাদের যদি একটু লজ্জা বোধ থাকতো তাহলে আমাদের লজ্জায় মুখ লাল হয়ে যেত। আমাদের মাথায় হেড হয়ে যেত।

  • @bapi26820
    @bapi26820 ปีที่แล้ว +5

    খুব ভালো দিয়েছেন। তবে এদের তাতে কিছু যায় আসে না।একটা কথা কিছুতেই বুঝতে পারিনা so called বাড়ির লোক ওঁনার যে কি সমস্যা কে জানে??? কিছু লোকের এতটাই স্বার্থ জড়িত ওঁনাকে স্বীকার করে নেবার জন্য যা খুশি তাই বলে চলেছে। তবে এভাবে আর বেশিদিন চলা যাবে না। সরকার / so called বাড়ির লোক স্বীকার করতে বাধ্য হবে একদিন। অনেক ধন্যবাদ কুনালদা কে। জয়হিন্দ 🙏🙏🙏

  • @goutamroychowdhury8677
    @goutamroychowdhury8677 ปีที่แล้ว +7

    খুব সুন্দর প্রতিবেদন। এটা নেতাজির পরিবারের লোকজন যারা নেতাজি কে নিয়ে ব্যাবসা করে যাচ্ছে তাদের শোনা উচিত।

  • @bapiburman8112
    @bapiburman8112 ปีที่แล้ว +8

    আপনি আমার থেকে অনেক ছোট তাও বলছি আপনাকে আমি খুবই শ্রদ্ধা করি আপনার কাজের জন্য. নির্ভীকভাবে এগিয়ে যান ভাই. আমরা সাধারণ মানুষরা, নেতাজী প্রেমীরা আপনার সঙ্গে আছি.

  • @dipakghoshroy2643
    @dipakghoshroy2643 ปีที่แล้ว +7

    স্বামীজী এবং নেতাজী সুভাষচন্দ্র হলেন একমাত্র ভারতবর্ষের আদর্শ 🙏🙏

  • @sudiparoychowdhury3048
    @sudiparoychowdhury3048 ปีที่แล้ว +8

    আর কত বোঝাতে হবে এই সত্যটা মানুষকে।আমরা বাঙ্গালিরা আজও ঘুমিয়ে আছি।

  • @akubhattacharya1372
    @akubhattacharya1372 ปีที่แล้ว +6

    What a presentation 👍🏽👍🏽👌🏽👌🏽 it is not only a good presentation it's a hammer on the part of the beneficiary family. We expect more....Kunal go ahead 👍🏽

  • @subhasiskar4337
    @subhasiskar4337 ปีที่แล้ว +5

    দাদা যা দিয়েছেন। ঠিক করেছেন। আসলে যারা জেগে ঘুমায় তাদের জাগাবেন কি ভাবে?

  • @tanimadutta1697
    @tanimadutta1697 ปีที่แล้ว +13

    গুমনামী বাবা ই যে নেতাজি তা আমার মতো যারা নেতাজি ভক্ত তারা বিনা সংশয়ে স্বীকার করে নিয়েছে ,যে যাই বলুক কিছু আসে যায় না, তোমার ব্লগের অপেক্ষায় থাকি, অনেক অনেক ধন্যবাদ

  • @kuttibittu3217
    @kuttibittu3217 ปีที่แล้ว +4

    আমরা বড় সার্থপর। আমরা রাজনীতি করতে পারি ধান্দার জন্য অর্থের জন্য চেষ্টা করবো। কিন্তু যে মানুষ টা আমাদের স্বাধীনতা দিল। তার জন্য একটুও ভাবলাম না। কত কষ্ট লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছেন।

  • @rishitsdairy8367
    @rishitsdairy8367 ปีที่แล้ว +2

    কুনাল দা খুব সুন্দর একটা উপস্থাপনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি তো নেতাজি সাধু এটা আমরা কি করে মানতে পারি !আমরা এই কারণে মানতে পারি না কারণ আমরা খুব মডান হয়ে গেছি;। আমাদের হাতে যে মোবাইল ল্যাপটপ কম্পিউটার চলে এসেছে ,আমরা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করি। ওভার কনফিডেন্স মানুষকে তো ডুবাই, আমরা ডুবতে রাজি কিন্তু সত্যি কে সত্যি বলে মেনে নেব ছি ছি ছি ছি ছি !এ তো আমার মেরুদন্ড ভেঙ্গে যাবে ,মাথা হেড হয়ে যাবে, এটা কি করে করতে পারে? যে যতই বলুক না কেন নেতাজি ছিলেন আপদ মস্তক এক আধ্যাত্মিক স্পিরিচুয়াল মানুষ তার মনন শৈলী যদি আমরা একটু যদি পর্যালোচনা করি তাহলে পুরোটাই বুঝতে পারবো ,তিনি ছিলেন একাধারে স্বামী বিবেকানন্দ প্রকট যুক্তিবাদী মানুষ প্রকট আত্মনির্ভরতা প্রকট আত্ম সংযম আমাদের ভারতীয় ট্র্যাডিশনকে মনে করিয়ে দেয় ।অন্যধারে তার মানসিক দৃঢ়তা, তার মানসিক সচেতনতা তার সংস্কৃতি বোধ দেশের প্রতি কর্তব্য দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা সমস্ত কিছু একজন ভারতীয় প্রবাদ প্রতি মহাপুরুষের ছাপ রেখে যায়। তাই যারা এটা প্রমাণ করতে চায় যে নেতাজি ছিলেন একজন এম পোস্টার! তাদেরকে সহানুভূতি জানানো ছাড়া আর কোন ভাষা আমাদের জানা নেই কারণ আপনাদের সহযোগিতায় বিশেষ করে চন্দ্রচূড় ঘোষ কুনাল বোস কাপিল কুমার অনুজ ধর পূরবী রায় এই সমস্ত গবেষকদের বিভিন্ন গবেষণায় যে বিজ্ঞানসম্মত ঐতিহাসিক সত্যগুলো উঠে এসেছে ,যা সম্পূর্ণ পরিষ্কার দিন এবং আলোর মত । তাই আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে ভগবান জি আসলেই ছিলেন নেতাজী ছিলেন। এবার আমাদের সেই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ে নামতে হবে, সামাজিক লড়াই ,রাজনৈতিক লড়াই ,আত্ম বলিদান এর লড়াই, সমস্ত কিছুকেই আমাদেরকে বরণ করতে হবে সেই মহান মানবের জন্য। আমাদেরকে আরও সংযমী আরো হতে হবে মানসিকভাবে।

  • @kamalkrishnamandal7809
    @kamalkrishnamandal7809 ปีที่แล้ว +8

    তাইতো, ঠিক কথা।
    কিন্তু লোকটা বেচে থাকলে আমাদের গোপন ব্যবসার কি হবে ।
    কাজেই , আদর করলাম বৌকে,
    বাচ্চা এলো কি করে?

  • @sandippaul8525
    @sandippaul8525 ปีที่แล้ว +2

    গুমনামী গুমনামী বলবেন না পরিচয়টা বলুন.......
    অসাধারণ উপস্থাপনা

  • @sanjoysarkar9079
    @sanjoysarkar9079 ปีที่แล้ว +9

    Kunal babu and keshab babu both of you are doing the right thing to rich the goal. Netaji is out and out a greatest spiritual personality.His spiritual personality is browned the level of common man.Have anyone seen the Dc or dead body of Bhagwanji?.

  • @sayaksc3590
    @sayaksc3590 ปีที่แล้ว +2

    Baah khub bhalo laglo 👌👌❤ Abaro durdanto porbo..Kathagulo besh bhalo laglo..Kunal da, Keshav babu dujonei sothik..Aste aste oneek kichhu samne aschhe..rohosyer udghaton hok..Hats off to you khub bhalo kaaj korchho..Joy Netaji 🙏🙏🙏 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤

  • @sayantanbrahma7378
    @sayantanbrahma7378 ปีที่แล้ว +13

    Netaji is Netaji no compromise 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤❤❤

    • @subhajitmanna5420
      @subhajitmanna5420 ปีที่แล้ว +2

      এখানে সুভাষচন্দ্র বসু এর নাতি চন্দ্র বোসকে দারুন ভাবে চেটে দেওয়া হল

  • @saumyasarkar4489
    @saumyasarkar4489 ปีที่แล้ว +4

    প্রশ্নটা তো সহজ ❤️ উত্তরটা আজও অজানা ❤️ জয় হিন্দ ❤️

  • @rinkujha5003
    @rinkujha5003 ปีที่แล้ว +1

    অপেক্ষায় রইলাম। আমি সব কিছু ভগবানজী সম্পর্কে জানতে পেরেছি আপনার মতো নেতাজী কে নিয়ে যারা research করছেন তাদের থেকে। আমি বিশ্বাস করি উনিই নেতাজী সুভাষচন্দ্র বসু। আপামর ভারতবাসীর নেতাজী।। জয়তু নেতাজী।। জয় হিন্দ।।

  • @rajamukherjee6018
    @rajamukherjee6018 ปีที่แล้ว +4

    Very thought provoking message...

  • @dharanidharmanna4535
    @dharanidharmanna4535 ปีที่แล้ว +4

    ঈশ্বরের কাছে আপনার সাফল্য প্রার্থনা করি। এগিয়ে চলুন।

  • @bimalbhattacharya856
    @bimalbhattacharya856 ปีที่แล้ว +2

    .... কোটি মানুষের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি.... ভাবতে ভুলে গেছে , নয়তো অসৎ hoye geche

  • @rahimali6300
    @rahimali6300 7 หลายเดือนก่อน

    কুনাল ভাই তোমাকে স্যালুট

  • @goutamghosh9699
    @goutamghosh9699 ปีที่แล้ว +1

    যেই মানুষটা ভারতবর্ষের মূল চেতনা , আত্মাকে জেনেছে ও বুঝেছে সেই মানুষটা আধ্যাত্মিক হলে অবাক হওয়ার কিছু নেই ৷ যারা অবাক হচ্ছে তারা নেতাজীকেও বুঝতে পারেনি আর ভারতবর্ষকে বুঝতে পারা তো তাদের কাছে আশা করা যায়না ৷ ভারতবর্ষের মূল চেতনা থেকে আধ্যাত্মিকতাকে পৃথক করা যাবে না ৷ স্বামী বিবেকানন্দ, ঋষি অববিন্দকে পড়া উচিত ৷

  • @ujjalsaha7769
    @ujjalsaha7769 ปีที่แล้ว

    অপূর্ব, আচ্ছা বালক ব্রহ্মচারী সুভাষকে নিয়ে অনেক মন্তব্য করেছেন, তার অনেক ভিডিও ইউটিউবএ আছে, এই নিয়ে একটা ভিডিও করলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো।🙏

  • @sanjaymitra8856
    @sanjaymitra8856 ปีที่แล้ว +9

    Very very good observation, we are with you, we want new revolution for Netaji, we want to know the truth, very good job sir, we salute to u...

  • @DhritimanBhowal
    @DhritimanBhowal ปีที่แล้ว +1

    Such a tremendous effort man. Keep it up. We are with you. Joy Netaji.

  • @SrabantaMandal
    @SrabantaMandal ปีที่แล้ว +3

    Eto gulo manus er research work gulo britha noi....sob research gulo thekei ja bojha jai...netajiy Gumnami Baba.... Sob interview gulo dekhe khub bhalo lglo....asa korchhi khub joldi sotto udghaton hbe.... Netaji k niye erm ekti alochana er series k sundor vbe manus er kchhe tule amar jnne ank ank dhonyobad dada❤️❤️Kunal Da hat's off to you for your kind initiative to reveal the truth.

  • @narayandebnath4082
    @narayandebnath4082 ปีที่แล้ว +1

    Thank you very much
    Excellent research.
    Wish you great great success in your quest .

  • @krishnenduroyadhikary3576
    @krishnenduroyadhikary3576 ปีที่แล้ว +2

    The Bose 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arpitatagore6766
    @arpitatagore6766 ปีที่แล้ว +1

    আপনার প্রচেষ্টা যেন সফল হয়

  • @ashokekumarnag7776
    @ashokekumarnag7776 ปีที่แล้ว +2

    An execellent video with heart touching. Thank you.

  • @rajkumardas820
    @rajkumardas820 ปีที่แล้ว

    Manab Rupe Ishwar.....
    Ishwar Rupe Manab.....
    Netaji.....Subhas Chandra Bose.....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @tathaihilalisec-croll32arp5
    @tathaihilalisec-croll32arp5 หลายเดือนก่อน

    Thank you very much ai vedio gulo korar jonne.ami mani Amar mon mane .bhagoban ji neta ji.

  • @chandankarmakar8360
    @chandankarmakar8360 ปีที่แล้ว +5

    সঠিক উপস্থাপনা

  • @somamanna3098
    @somamanna3098 ปีที่แล้ว +1

    kunal babu ,your attempt regarding subhas ch bose

  • @grandcanyon1000
    @grandcanyon1000 ปีที่แล้ว +3

    Very very good, you have hit the nail on the head. Simply Daroon. I'm sure it will rub chilli on some people

  • @samirchoudhuri7027
    @samirchoudhuri7027 ปีที่แล้ว +2

    Very well presentation with classical sattire. Will members of the Bose Family explain that an imposter wss so important

  • @DipankarChatterjee-sccs
    @DipankarChatterjee-sccs ปีที่แล้ว +2

    নেতাজির রহস্য যদি সামনে আসে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মনে হওয়া, একটা সর্বভারতীয় পার্টির আর কোন অস্তিত্ব থাকবে না । পার্টিটির নাম আমি করলাম না, তবে তারা বংশ পরম্পরা এদেশের শাসনব্যবস্থাকে প্রভাবিত করে চলেছে। তাই জন্যেই নেতাজির রহস্য সরকারিভাবে বার করায় এত বাধা।

  • @rajdiproy8153
    @rajdiproy8153 ปีที่แล้ว +5

    সপাটে দিয়েছেন ❤️❤️

    • @sangeetaduttabanik.
      @sangeetaduttabanik. ปีที่แล้ว +2

      একদমই...এটারি খুব খুব প্রয়োজন ছিলো...👍❤️

  • @shikhamandal4187
    @shikhamandal4187 ปีที่แล้ว

    Ei vabe egiye jao 🙏...amar mone hoy Bharat varsher somashtha Mishon gulo jodi Government er shathe mamla kore tahole amra sobai sob jante pari.

  • @goutammajumder530
    @goutammajumder530 ปีที่แล้ว +1

    Satto samne asbe ekdin na ekdin ebong samne ante badhya hobe Government of India ! Jayatu Netaji ✊

  • @nirmalyaray7343
    @nirmalyaray7343 ปีที่แล้ว +1

    Excellent kunal

  • @arkoq5
    @arkoq5 ปีที่แล้ว +2

    One of a gem from your treasure.....
    Respect and full support...
    Ekta onurodh,apni hindi te obossoi video korben tate aro besi manusher kache pouchano jabe..sathe please sei video gulor topic tatei please bangla teo video kore upload korben...hats off to your research...

  • @speritualchannel8597
    @speritualchannel8597 ปีที่แล้ว +2

    দাঁত গুলো এখন কোথায় আছে।
    original ইলেট্রোফেরোগ্রম প্রকাশের
    জন‍্য hcতে case করা দরকার।

  • @surupasaha6124
    @surupasaha6124 ปีที่แล้ว +1

    জয়হিন্দ, জয়তু নেতাজি🙏🙏🙏

  • @samirchoudhuri7027
    @samirchoudhuri7027 ปีที่แล้ว +1

    Very good presentation with classical satire. Will the members of the Bose family explain that an imposter(Gumnami Baba) was so important a person that disclosure of his Electro-pherogram will jeopardise India's Soverignity,Integriety and relations with foreign countries. Will they also explain why Ms Lalita Bose,Netaj's niece ,a congress person submitted petition in Allahabad High Court represented by the then renouned advocate,Sri Robin Mitra,in 1986 and Court ordered for proper preservation with catalogue of Gumnami Baba's belongings in Faizabad treasury. Will they explain further how the character of the ashes kept in Renkoji temple changed from fine ashes with a gold embeded half-burnt tooth(as stated by Habibur Rahaman) to large un burnt bones with minimum ash.
    It is clearly evident that who is doing business on Netaji's name.

  • @parthaghosh3365
    @parthaghosh3365 ปีที่แล้ว

    Netaji firechilen kintu sadhin deshe paradhin hoye upay chilo na ato nongra politics r sikar hoyechilen onar moto manush...Neheru Gandhi aro anekjoner nognramo r porinoti atai chilo...ai to amader desh airkm lok er sartho tyag er ultimate result...kunal keep it up you are voice of India salute bhai

  • @Rabivocals_1243
    @Rabivocals_1243 ปีที่แล้ว +4

    Netaji is a devotee not like common man

  • @bRANdON___
    @bRANdON___ ปีที่แล้ว +1

    Too much love for someone can make a person like this which can be clearly observed in Kunal Dada 100%
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kabitadutta6160
    @kabitadutta6160 ปีที่แล้ว

    Wonderful man.Nami Manush hay o Anami theke ghelen.🙏🙏🙏.

  • @worldupdate6510
    @worldupdate6510 ปีที่แล้ว

    Kunal da ke ami joto ta chini asadharon form a ache 😊😊ai video tai onek kichu Sona jai jeta Kunal da sochor achor bole 💖💖💖dada love you 😘😘😘

  • @suchetachatterjee705
    @suchetachatterjee705 ปีที่แล้ว +2

    Jai Hind 🇳🇪🙏
    Jai Netaji 🙏

  • @sukumarsilroy500
    @sukumarsilroy500 ปีที่แล้ว

    Kunal you are actual Netaji lover.

  • @subirroy9778
    @subirroy9778 ปีที่แล้ว +1

    নেতাজী ভারতীয় না হয়ে আমেরিকান হলে তিনি যোগ্য সম্মান পেতেন।

  • @Singasong548
    @Singasong548 ปีที่แล้ว

    Kunal sir apni sabai ka dakun 23january 2023 sabai ek hoya ek jai gai darea protibad kori...

  • @mitadutta436
    @mitadutta436 ปีที่แล้ว +1

    আপনি এগিয়ে যান। আমরা আপনার সাথে আছি। সত্য একদিন প্রকাশ পাবে।

  • @smondal8843
    @smondal8843 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই আপনাকে।বাস্তব কথা বলার জন্য।

  • @amitavabhattacharya3809
    @amitavabhattacharya3809 ปีที่แล้ว +1

    কুনাল, আপনার আজকের প্রতিবেদনে আমি আমাকে খুঁজে পেলাম। কিভাবে বোঝাতে পারবো না। আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে সম্ভব?

  • @subratasarkar1440
    @subratasarkar1440 ปีที่แล้ว

    খুব সুন্দর Sarcasim এর মাধ্যমে ভাল পারিবেশন বিশেষ করে দ্বিতীয় অংশ i প্রথম অংশের বক্তাগণ কারা-সে পরিচয় ঠিক বোঝা গেল না i sound টা স্পষ্ট নয়i

  • @papiyaghosh5446
    @papiyaghosh5446 ปีที่แล้ว

    পুরোটা শুনলাম । খুব ভাল লাগল।

  • @subarnaganguly7481
    @subarnaganguly7481 ปีที่แล้ว

    Apnake binomro pronam apni apnar kaj korun Ami apnar pasey achi. ❤️

  • @madhuchhandachatterjee8661
    @madhuchhandachatterjee8661 ปีที่แล้ว +1

    ভাই আপনার ভিডিও দেখলাম আমার তো মনে হয় দেশের সাধারণ মানুষ সবাই বুঝেছে ভগবান জী কে ছিলেন দুঃখ হল আটের দশক পর্যন্ত উনি বেঁচে ছিলেন তাকে সামনে আনা হল না রহস্য রয়ে গেল এর উন্মোচন খুব প্রয়োজন। আমার তো মনে হয় আমার মত সাধারণ ভারতবাসী তাই চান আর জানার অধিকার আমাদের আছে ।

  • @sukumarsilroy500
    @sukumarsilroy500 ปีที่แล้ว

    Exactly so Kunal.Go on your own research.

  • @debojeetdas4511
    @debojeetdas4511 ปีที่แล้ว +1

    JAY HIND. NETAJI ZINDABAD.🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @anishkumarbayen5398
    @anishkumarbayen5398 ปีที่แล้ว

    Darun bolecho Dada. Gopendra babur kathagulo o khub valo laglo. Onar face to face interview nao please.

  • @dibyendughosh9700
    @dibyendughosh9700 ปีที่แล้ว

    Kunal u r working nice. Just carry on.

  • @dolibiswas1289
    @dolibiswas1289 ปีที่แล้ว

    Ami apner video Dhakete khub agrohee

  • @debasishdas5934
    @debasishdas5934 ปีที่แล้ว

    জাগো জনগণ জাগো 👌👍👍👍

  • @kalyankumarsen706
    @kalyankumarsen706 ปีที่แล้ว +1

    গুমনামি বাবা কে উনার কোথায় ঘর মা কে বাবা কে কোথা থেকে এলেন এটার প্রমান চাওয়া হোক

  • @manohargoswami4320
    @manohargoswami4320 ปีที่แล้ว +1

    Even I have that confusion that why Government don't want to make public of the DNA report of Gumnami baba if he is not Netaji. Besides several other reasons, it is one vital clue to compel us to think that Gumnami baba was none but our beloved hero "Netaji".

  • @Barnachora1978
    @Barnachora1978 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে, মুখোশ খুলে দিন দাদা !!

  • @MrSouvickadak
    @MrSouvickadak ปีที่แล้ว +1

    Outstanding......

  • @adityaghosh6676
    @adityaghosh6676 ปีที่แล้ว

    Hey bharat matar beer putra tomake shata koti pranaam jai hind bande mataram. Kunal da toomi ja korcho seta satyai vrabable carry on we r always support you chokhe jal vare jai yei pabitra manusher kono feelings k desh moolya dilona. Aamra eta bishwas kori goomnami baba ba vhagwaan ji aamader netaji.

  • @sangeetaduttabanik.
    @sangeetaduttabanik. ปีที่แล้ว

    Darunn Darunn Darunn Bolechooo...👏👏👏👏👏👏👏👏👏👏...Eirokomii Dewaa Uchitt...Anekeii Anekk Kichuii Bolbee...!!!
    Amii 10 Minutess Poree Dekhtee Niyechii...Aktuu Breckk Chiloo Majhee...Arr Startingg Eii 31 Number'ss Ee Likee 👍 Korechii...😊😊😊😊...

  • @ishitasarkar5794
    @ishitasarkar5794 ปีที่แล้ว

    প্রণাম নেতাজি

  • @BanshiRuidas-mw5zk
    @BanshiRuidas-mw5zk ปีที่แล้ว

    Aro jante chai dada❤

  • @70mmscreenmedia2
    @70mmscreenmedia2 ปีที่แล้ว

    Sotti amra khub swarthopor bharatiya....
    Ami maani gumnaami babai swoyong Netaji Subhash Chandra Bose....

  • @saquikhandoker3579
    @saquikhandoker3579 9 หลายเดือนก่อน

    100 percent correct😊

  • @subratanath7607
    @subratanath7607 ปีที่แล้ว +1

    Jay hind 👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @Indranil0099
    @Indranil0099 ปีที่แล้ว

    Amra bangali
    Ami jani uni k chilen
    Ami biswas kori
    R beshidin dhore sotti take chepe rakha jai na
    Netaji firbe kina jnina kintu onar adorsho onar durdorshitar rastai sei Bharat jonmo nebe jetar sopno uni dekhechilen

  • @chemistryblog961
    @chemistryblog961 ปีที่แล้ว

    দারুন লাগলো🙏

  • @politicswallah
    @politicswallah ปีที่แล้ว

    Nomoskar

  • @payelbrahma2008
    @payelbrahma2008 ปีที่แล้ว +1

    GUMNAMI BABAI NETAJI SCB.1000% SURE.

  • @anjalighatak4108
    @anjalighatak4108 9 หลายเดือนก่อน

    Ro anek jante chai bhison valo lage netaji smbondhe jante bhai amader ro onar smbondhe janao .onar ei kaster jonno amra santite bas korchi ei dese tobuo keno aswikark korche ! aneke?eto amader lajja .

  • @arpanjana3934
    @arpanjana3934 ปีที่แล้ว

    Egiye jan

  • @silviaghosh6678
    @silviaghosh6678 ปีที่แล้ว +1

    শেষের প্রশ্নটা আপামর ভারতীয়রা জানতে চান! দয়া করে সঠিক পরিচয়টা আমাদের জানান ভারতীয় সরকার।

  • @gopinathmondal5939
    @gopinathmondal5939 ปีที่แล้ว +1

    UNCOMPROMISE CHARACTER IS netaji

  • @arkabanerjee1627
    @arkabanerjee1627 ปีที่แล้ว +1

    Netaji.. really..a mystery..vaghawanji..is Netaji....

  • @user-yw8js6vn4k
    @user-yw8js6vn4k 10 หลายเดือนก่อน

    Amar biswas uni amader netaji subhash Chandra Bose❤❤❤❤❤❤

  • @AR-007
    @AR-007 ปีที่แล้ว +2

    Dada Bimal nandi part 3 video ta plz uploade koro plz... 🙏

  • @bhaskarghoshroy3946
    @bhaskarghoshroy3946 ปีที่แล้ว +1

    তবে হাবিবুর রহমান দোষী নয়। ওনাকে, নেতাজি ই হয়তো এরকম নির্দেশ দিয়েছিলেন। ঐকথা বলতে।

  • @souviknandi4480
    @souviknandi4480 ปีที่แล้ว

    Onek prosno roilo

  • @soumenchakraborty1057
    @soumenchakraborty1057 ปีที่แล้ว

    ঐ মহামানব আসে বই টা অনেক খুজেছি, পাইনি,কীভাবে পাব?

  • @learnfromyourlife5522
    @learnfromyourlife5522 ปีที่แล้ว

    Apnar voice ta khub eco hoche, sound quality ta problem hoche.
    Otherwise I always support u.

  • @sanjaynandi465
    @sanjaynandi465 ปีที่แล้ว

    Your right dada. Thank you.

  • @bhaskar3829
    @bhaskar3829 ปีที่แล้ว

    👌👌👌