Sri Jagannath Ashtakam || Swami Sarvagananda || জগন্নাথাষ্টকং || Jagannath Swami Nayana Patha Gami
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025
- Sri Jagannath Ashtakam
Chanted By Swami Sarvagananda Maharaj
Jagannath Swami Nayana Pathagami Bhavatu Me
Note : শ্রীজগন্নাথাষ্টকং পুরী সফরে ভগবান জগন্নাথের প্রশংসায় আদি শংকরাচার্য রচনা করেছিলেন। ভগবান জগন্নাথের স্তবগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অষ্টকাম শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গিয়ে তাঁর পাঠ করেছিলেন।
জগন্নাথাষ্টকং পুন্যং যঃ পঠেত্ প্রযতঃ শুচিঃ ।
সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণুলোকং স গচ্ছতি ॥
Stotram Lyrics :
কদাচিত্-কালিংদী তটবিপিন সংগীতকরবো
মুদাভীরী নারীবদন কমলাস্বাদমধুপঃ ।
রমা শংভু ব্রহ্মাসুরপতি গণেশার্চিত পদো
জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে ॥ ১ ॥
ভুজে সব্যে বেণুং শিরসি শিখিপুছং কটিতটে
দুকূলং নেত্রাংতে সহচরকটাক্ষং বিলাশয়ন ।
সদা শ্রীমদ্বৃংদাবনবসতিলীলাপরিচয়ো
জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে ॥ ২ ॥
মহাংভোধেস্তীরে কনকরুচিরে নীলশিখরে
বসন্ প্রাসাদাংতস্সহজ বলভদ্রেণ বলিনা ।
সুভদ্রা মধ্যস্থস্সকলসুর সেবাবসরদো
জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে ॥ ৩ ॥
কৃপা পারাবারাস্সজল জলদ শ্রেণিরুচিরো
রমাবাণী রামস্ফুরদমল পংকেরুহমুখঃ ।
সুরেংদ্রৈরারাধ্যঃ শ্রুতিগণশিখা গীত চরিতো
জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে ॥ ৪ ॥
রথারূঢো গচ্ছন্ পথি মিলিত ভূদেবপটলৈঃ
স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপদমুপাকর্ণ্য সদয়ঃ ।
দয়াসিংধুর্বংধুস্সকল জগতা সিংধুসুতয়া
জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে ॥ ৫ ॥
পরব্রহ্মাপীডঃ কুবলয়-দলোত্ফুল্লনয়নো
নিবাসী নীলাদ্রৌ নিহিত-চরণোঽনংত-শিরসি ।
রসানংদো রাধা-সরস-বপুরালিংগন-সখো
জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে ॥ ৬ ॥
ন বৈ প্রার্থ্য়ং রাজ্য়ং ন চ কনকিতাং ভোগবিভবং
ন য়াচে হং রম্য়াং নিখিলজনকাম্য়াং বরবধূং
সদা কালে কালে প্রমথপতিনা চীতচরিতো
জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে || ৭ ||
হর ত্বং সংসারং দ্রুততর মসারং সুরপতে
হর ত্বং পাপানাং বিততি মপরাং য়াদবপতে
অহো দীনানাথং নিহিত মচলং নিশ্চিতপদং
জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে || ৮ ||
_______________________________________________
** Follow My Facebook Page :-
/ spmusicdevotional
** Please Subscribe My TH-cam Channel :-
/ spmusicdevotional
** Please Follow My Instagram Account :-
/ spmusicdevotional
**Join This Telegram For More Update :-
t.me/spmusicde...
Background Video Colleted By Videzzy
_______________________________________________
Disclaimer :-
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
#srijagannathashtakam #jagannathashtakam
#sarvagananda #swamisarvagananada
#spmusic #spmusicdevotional
এতো সুন্দর উচ্চারণ -এতো সুন্দর কণ্ঠ বারবার শুনতে ইচ্ছা হয়---সশ্রদ্ধ প্রণাম মহারাজ জী 🙏🌹🙏🌹🙏🌹
বা, খুব সুন্দর লাগলো। জগন্নাথ প্রভু জগতের মঙ্গল করুন। সবাই কোটি কোটি ভূমিষ্ট প্রণাম জানাই। মহারাজ জী গেয়ে ছেন সশ্রদ্ধ প্রণাম জানাই।
জয় জগন্নাথ ! জয় মা সুভদ্রা ! জয় বলরাম !
সুললিত কণ্ঠে স্পষ্ট সংস্কৃত উচ্চারণে এই প্রভু- স্তুতি অসাধারণ লাগল।
জয় মহারাজ । প্রণাম নেবেন ।
মহারাজজীর গলায় শ্রীশ্রীঠাকুরের কৃপায় যেন মা সরস্বতীর অবস্থান । এত সুন্দর প্রতিটা গান ! মন ভরে যায়। আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
5:11
অপূর্ব রোজ এই গান শুনি ।মনটা হারিয়ে যায়। প্রণাম মহারাজ ❤।
এই মহারাজের যে কোনও পাঠ বা গান অন্য উচ্চতায় চলে যায়.....Awesome....প্রণাম মহারাজ-জী.....
Asadharon.If it translate it Bengali i would understand song s meaning.
Very true ..ato abedon ...
Joy Jagannath tomake amader shato koti koti koti pronam amader mangal koro Shanti dao please Om Sai Ram joy Sai Ram ❤❤❤❤❤❤❤
মহারাজের কণ্ঠে এতো সুন্দর ভাবে স্তোত্র গানের সুর মিলিয়ে এককথায় অনবদ্য।
প্রণাম মহারাজ।
শ্রীজগন্নাথ মহাপ্রভু,শ্রীবলরাম-সুভদ্রা তব শ্রীচরণে প্রণাম।বিনীত প্রণাম গ্ৰহণ করে বাধিত করবেন ,মহারাজ।
অপূর্ব,খুব সুন্দর ।
জয় জগন্নাথ। 🙏🙏🙏
মহারাজের কন্ঠে মা সরস্বতী সদা বিরাজ করেন ।🙏
জয় জগন্নাথ প্রভু ।।🙏🌹🌹🌹🌹🌹🙏
Translate to Bengali please.
মহারাজের সুললিত কণ্ঠে প্রভুর বন্দনা অসাধারণ ।জয় জগন্নাথ ।🙏🙏🙏🙏মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম ।
জয় জগন্নাথস্বামী নয়নপথগামী ভবতু মে
🌼🌸🌼🌸🌼
Jai Thakur Maa Swamiji Gurudev 🙏🏻🌹🌹🌹🌹🙏🏻অপুরব হয়েছে এই জগননাথ অষটকম্🙏🏻🌹
জয় জগননাথ 🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹❤️❤️❤️❤️
অপূর্ব। আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন পূজনীয় মহারাজ। মন ভরে গেল।
নমস্কার মহারাজ, বহু পূর্বে যে সুরেলা কণ্ঠ আমাদের মুগ্ধ করতো তা আজও হৃদয়গ্রাহী । বার বার শুনতে ইচ্ছে করে।
জয় জগন্নাথ , জয় মা, জয় স্বামীজী
যত বার শুনি ততই মুগ্ধ হয়ে যাই । এর বর্ণনা ক্ষমতা আমার নেই । আশীর্বাদ করুন মনের একটু ময়লা যেন দুর হয় । প্রণাম নেবেন । জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি ।
রথযাত্রা উপলক্ষ্যে পূজনীয় মহারাজকে জানাই সশ্রদ্ধ প্রণাম।🙏🙏🙏🙏🙏
জয় জগন্নাথ, জয়তু মহারাজ।
66
@@pranatipal8035 y
"জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমে"
অপুর্ব স্ত্রোত্রপাঠ।
মহারাজের সুরেলা কণ্ঠে স্ত্রোত্রপাঠ শুনে
মন প্রাণ ভরে গেল।
জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়।
জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব কি জয়।
জয় মহামাইকি জয়।
জয় স্বামীজী মহারাজ কি জয়।
তব শ্রীচরণকমলে শতসহস্রকোটি প্রণাম জানাই।
🙏🌿🌼💮🌼💮🌼🌿🙏
জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে🙏🌼🙏🌹🙏🌻🙏
জয ঠাকুর জয় মা জয় স্বামীজী তোমাদের শ্রীচরণ পাদপদ্মে আমার শত কোটি প্রণাম🙏🙏🙏 🌷🌺🌷জয় মহাপ্রভু জগন্নাথ দেবের জয়🙏🙏🙏🌷🌹🌷
মন শান্তিতে ভরে গেল 🙏🙏
জগতের নাথ দয়া করো, দয়া করো মঙ্গল করো।
Maharaj pranam neben🙏 Apurbaaaa ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আহা কি অপূর্ব 👏😍হরি বোল
জয় জগন্নাথ 🙏🙏🙏 জয় জগন্নাথ 🙏🙏🙏 জয় জগন্নাথ 🙏🙏🙏
প্রণাম মহারাজ🙏
জয় জগন্নাথ প্রণাম মহারাজ
Maharaj apni aamer bhaktipurna pranam neben. Bhalo thakben Maharaj. Joy Maa
আজ রথের দিনে আপনার কণ্ঠ বাহিত জগন্নাথ এর স্তব শুনিয়া মুগ্ধ হলাম । ❤💐💐🌷🏵️🙏🙏🙏
জয় জগন্নাথ🙏। এমন সুমধুর স্নিগ্ধ কণ্ঠে বর্ণনা আগে কখনো শুনিনি। সশ্রদ্ধ প্রনাম মহারাজ। কবে আপনার শ্রীঢরন ষ্পর্শ করতে পারব জানিনা। শ্রীশ্রী ঠাকুরের কৃপায় আপনি সুস্থ থাকুন
জয় জগন্নাথ , জয় মহাপ্রভু, কৃপা করো হে প্রাণনাথ🌼🙏🌼🙏🌻🌻🙏🌼
জয় জগন্নাথ মহাপ্রভুর জয় হোক 🙏🙏🙏,
মন্দির গেটে আপনার গীতা পাঠ শুনতে ছুটে যেতাম, এখন ইউ টিউবে ই তা শুনতে পাই, আজ রথযাত্রা উপলক্ষে আপনার এই শ্রী জগন্নাথ অষ্টাকম শুনে খুব আনন্দ পেলাম । ভালো থাকবেন মহারাজ 🙏🙏🙏। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা 🙏🙏🙏
মন্দির গেট বলতে নরেন্দ্র পুর ?
जगन्नाथ स्वामी महाप्रभु🙏🙏🌹🌹🚩🚩
জয় জ্গন্নাথ জয় বলদেব জয় মাতা সুভদ্রা
Ami roj shuni...sokal-sondhe... Jyano feel kori Sreekhetro ... Amar bhishon fav PURI...ki omogh akorshon....sei chhotobelay .... Jogonnather ki boro 2 chokh.... Aha!!
@@swagatabanerjee5118হ্যাঁ, নরেন্দ্র পুর
কী অপূর্ব স্তোত্র অপূর্ব কণ্ঠস্বর মন ভরে গেল।প্রণাম নেবেন মহারাজ 🙏🙏
🙏🙏🙏🙏
আপনার গলায় গাম্ভীর্য্যতা এবং স্পষ্ট উচ্চারণ এক অনির্বচনীয় প্রশান্তিতে পর্যবসিত করলো মহারাজ।
ব্যাখ্যা করলে বাধিত হবো মহারাজ।।
প্রণাম সহ বিশেষ আবেদন রাখলাম মহারাজ।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
জয় ঠাকুর জয় মা আমাদের সবার শত কোটি প্রনাম নাও 🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderful, Swamiji we are grateful for such an amazing presentation. Joy Thakur, Joy Ma, Joy Swamiji, Joy Jagannath 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
Joy Guru
জয় জগন্নাথ
অপূর্ব মহারাজ ।প্রণাম নেবেন মহারাজ 🙏🙏
মহারাজ,জী আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনার, দীর্ঘ আয়ু অপূর্ব আপনার কন্ঠে মধূর ঝর্ণা,
Khub valo laglo sunte Maharaj .joy Thakur joy Maa joy Swamiji joy Maharaj sabaike amer pronam janai
জয় জগন্নাথ 🙏🙏 অপূর্ব স্তোত্রপাঠ ,🙏🙏 প্রণাম মহারাজ।
নীরবতায় মুগ্ধতা রেখে গেলাম।
খুবই সুন্দর।
মন কেরে নেই।
জগন্নাথ নিজের মনের মধ্যে বসবাস করে।
Please🙏🙏🙏🙏🙏 Google pay...
অপূর্ব স্তোত্র পাঠ। প্রনাম নেবেন মহারাজ। জয় জগন্নাথ 🙏🙏🙏🙏
Joy Jagnnath.Very beautiful post.I convey my heartiest congratulations and pranam to Maharaj ji.
মহারাজের কণ্ঠে এতো সুন্দর লাগছে আমাদের সকলের মন ভরে গেল।মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম।
মন ভরে গেলো স্বামীজি।প্রনাম নেবেন।
মহারাজ জীর শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম।জয় জগন্নাথ।
প্রণাম মহারাজ,কথামৃত র গান গুলোর সবকটি শুনতে পেলে বড়ো আনন্দ হতো🙏🙏🙏🙏
জয় জগন্নাথ!ঠাকুর, মা,স্বামী জীর শ্রী পাদপদ্মে ভূলুণ্ঠিত প্রণাম নিবেদন করি।পূজ্যপাদ মহারাজ কে ও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এত সুন্দর জগন্নাথ বন্দনা শোনানোর জন্য।💮💮💮🙏🙏🙏
Khub khub valo laglo.Maharajer sab ghan e valo lage.pranam Maharaj.
জয় জয় শ্রী জগন্নাথ স্বামী🙏🙏🙏.... সশ্রদ্ধ প্রণাম নেবেন মহারাজ.... আপনার গান শুনে আমার প্রতিটি দিনের সূচনা হয়.... আপনার অসাধারণ ভক্তিরসময় কন্ঠস্বর স্তোত্রটিকে এক অসামান্য মাত্রা প্রদান করেছে......আপনি ভীষণ ভালো থাকুন মহারাজ এই কামনা করি.....🙏🙏🙏
Maharaj aapnake ssradho valtipurno pronam janai khub bhalo laglo
Excellent. Pranaam maharaj.
ওঁ জয় জগন্নাথ।
🚩🚩Jai Shree Ram🚩🚩
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🙏🌺🌸🌹💐🌷🌴🪴🙏
প্রনাম মহারাজজি প্রানমন ভরে গেল।জয় জগন্নাথ প্রভু।
Joy Jagannath Deb joy joy 🙏. Apurbaaaa Maharaj. Pranam neben 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অপূর্ব।
অপূর্ব সুন্দর লাগলো।
এক স্বর্গীয় অনুভূতি!
জয় জগন্নাথ 🙏🙏🙏
খুব ভালো লাগলো। রথযাত্রা উপলক্ষে মহারাজকে জানাই সশ্রদ্ধ আভূমি প্রণাম।
রথ যাত্রা উপলক্ষেমহারাজকে সশ্রদ্ধ প্রণাম
মহারাজের ঐশ্বরিক সুরো প্রভাবে মানব
হৃদয় -মন্দিরে স্বয়ং বামনদেবের অবস্থিতির
অনুভব ঘটে।মা ঠাকুর স্বামীজীর জয়।
প্রণাম মহারাজ।
জয় জগন্নাথদেবের জয় 🙏
জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি 🙏
খুব ভালো লাগলো মহারাজ🙏
Joy jagannath
Khub valo laglo maharaj
Pronam neben
Fantastic voice pravuji.
Jai jagannath .
Hare Krishna
Beautiful kubsundar laglo aponar gan 🙏🙏🙏
খুব সুন্দর একটি
খুব সুন্দর ভালো লাগলো
মহারাজের উচ্চারণ ও ভাব মন কে অন্য জায়গায় নিয়ে চলে যায় l🙏🏼🙏🏻🙏🏽
আজ রথের দিন আপনার অপূর্ব সঙ্গীতসুধা পান করলাম। প্রণাম মহারাজ।
সত্যিই এই মহারাজ এর গলায় জগন্নাথদেবের শুনতে শুনতে চোখে জল আসে ।
ধ অসাধারণ গান শুনলায
।
জয় জগন্নাথ স্বামী🙏🌼🙏🌹🙏🌻🙏
Osadharon 🙏. Pronam Maharaj
Jai jaginnath🙏🙏🙏🙏🙏🙏
Apurbo. Joy Jagannath deb Bolodeb suvodra debi namah
জয় জগন্নাথ মহাপ্রভু।। 🙏🏽
জয় জগন্নাথ। মহারাজের কণ্ঠে গাওয়া স্ত্রোত্র অসাধারণ লাগলো। 🙏🙏
Jay JAGANNATH bhishon bhalo laglo saradha pranam MAhARAJ
জয় জগন্নাথ স্বামী। মহারাজ এর চলনে স্বস্রদ্ধ প্রনাম।🙏🙏🙏
মহারাজ জী ঠাকুরের কাছে প্রার্থনা জানাই আপনার দীর্ঘ আয়ু।
Khoob valo laglo Swamijir gan.🙏🙏🙏🙏🌺
প্রনাম🙏 জগন্নাথ
খুব সুন্দর। 🙏👏🌻💐
Osadharon ....atto priyo...🙏🙏🙏
জয় জগন্নাথ 🙏🙏
অপূর্ব মহারাজ ।প্রণাম নেবেন মহারাজ 🙏🙏
Apurbakanthaapnarmaharajpranamnaben
@@sukumarmahapatra7500 অপূর্ব
জয় জগন্নাথ 🙏🙏
কি অপূর্ব, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বিনম্র প্রণাম স্বামীজী।
মহারাজের গলায় মা ঠাকুর বা অন্য সব গান গুলো শুনে মন ভরে যায়। প্রণাম নিও জগন্নাথ স্বামী তোমার রাতুল চরণে শতশত কোটি ভক্তি পূণ'প্রণাম। মহারাজ জী শ্রদ্ধা পূণ'প্রণাম নিবেদন করি। জয় ঠাকুরের জয়🌹🌹🌹 জয় মা🌹🌹
Onar nibedon to sobsomoy Shrutimoshur. .... Ato sundor uchharon .. bhokti jyano upche porchhe . Sob e Thakur er kripa ...👌👍🙏🙏🙏
Pronam pronam swamijike anobodyo mugdhokora montro uchharan. Spell bound
JOY 💖 JAGANNATH MAHA PRABHU SATOKOTI PRANAM JANYE ❤❤❤...JOY MAHARAJ 💖 SATOKOTI PRANAM JANYE ❤
প্রণাম মহারাজ। অপূর্ব মন্ত্র উচ্চারণ।
জয় জগন্নাথ মহাপ্রভু জয় ঠাকুর শতকোটি প্রনাম তোমার শ্রীচরনে।🌼🌼🌼🌼🙏🙏🙏🙏প্রনাম মহারাজ 🙏🙏
Bar bar sunte icche kore apnar heart touching voice ,pronam neben,
Apurba laglo Pranam maharaj
খুব সুন্দর হয়েছে গান। শুনে মন ভরে গেল।
Joy jagannath.
জয় জগন্নাথ, প্রণাম মহারাজ 🙏
জয় জগন্নাথ। প্রনাম মহারাজজী। অপূর্ব লাগলো,
আপনার এই স্তব গান শুনে চোখে জল আসে । কি দরদ কি ভক্তি - ভাবনার মেলবন্ধন আপনার কন্ঠে। প্রভু জগন্নাথের অশেষ কৃপা আপনার ওপর বর্ষিত হয়েছে। আপনি রুপে কার্ওিক কন্ঠে সরস্ততি। জয় জগন্নাথদেব, মা সুভদ্রা , প্রভু বলভদ্র। ডাক্তার গঙ্গোপাধ্যায় (74 yrs.) কলকাতা - 34. আমার শশ্রদ্ধ প্রনাম আপনাকে
🌞♥️🙏🏻♥️ রাধা রাধা ♥️🙏🏻♥️🌞 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ♥️🙏🏻♥️🌞 জয় জয় জয় জয় ভগবান শ্রী শ্রী জগন্নাথদেব ♥️🙏🏻♥️🌞 জয় জয় জয় জয় ভগবান শ্রী শ্রী বলদেব ♥️🙏🏻♥️🌞 জয় জয় জয় জয় মাতা শুভদ্রা মহারাণী জীঊ কী জয় ♥️🙏🏻♥️🌞 জয় জয় জয় জয় ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীঊ কী জয় ♥️🙏🏻♥️🌞 জয় জয় জয় জয় শ্রীমতী রাধারাণী জীঊ কী জয় ♥️🙏🏻♥️🌞 রাধা রাধা ♥️🙏🏻♥️🌞 রাধা রাধা ♥️🙏🏻♥️🌞 রাধা রাধা ♥️🙏🏻♥️🌞 জয় জয় জয় জয় ভগবান শ্রী শ্রী রাধামাধব জীঊ কী জয় ♥️🙏🏻♥️🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
Joy pravu Ramkrishna joggonath!
Jay Jay Shri RadheRadheKrishna Hare Bhagwan Namostute Thakur
🙏🙏 khuuuuub shundor.
এত মধুর কণ্ঠ যে মন ভরে গেল অসাধারণ
অপূর্ব। প্রণাম। মহারাজ।
জয় জগন্নাথ
স্বভক্তি প্রনাম নেবেন মহারাজ আমার।
জগন্নাথ স্বামী গানটি মহারাজের কন্ঠ এ খুব ভালো লাগলো। মহারাজ কে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই।
অপূর্ব । 🙏