Ei Mom Jochhonay with lyrics| এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে | Arati Mukherjee

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @saregamabengali
    @saregamabengali  ปีที่แล้ว +63

    Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
    th-cam.com/video/VJftyTaCIio/w-d-xo.html
    #monerpassword #anupamroy

  • @NibeditaMukherjee-xc5gm
    @NibeditaMukherjee-xc5gm ปีที่แล้ว +77

    বাড়ির খোলা ছাদ .... তাতে স্নিগ্ধ জোছনার আলো ও হালকা বাতাস .….. সাথে প্রিয় বন্ধু কিংবা প্রিয় মানুষটার সাথে কিছু পুরোনো স্মৃতিচারণ এবং তাঁর সাথে মৃদু আওয়াজে চলতে থাকা এই গানটা....... Just onno leveler feelings যেটা ভাষায় প্রকাশিত নয়

  • @mainuddinahmed2531
    @mainuddinahmed2531 4 ปีที่แล้ว +141

    অদ্ভুত সুন্দর একটা গান। বাংলাভাষায় সবচেয়ে রোমান্টিক গানগুলোর একটা। ❤️❤️

  • @susantasarkar2989
    @susantasarkar2989 2 ปีที่แล้ว +37

    এইসব গান জন্ম জন্মান্তরে শুনলেও কোনো দিন পুরোনো লাগবে না । আর আরতি মুখার্জির কণ্ঠস্বরের কোনো তুলনা হয় না । উনি ঈশ্বর প্রদত্ত শিল্পী ।

  • @CricketNewsBangla
    @CricketNewsBangla 3 ปีที่แล้ว +515

    যখন ছোট ছিলাম তখন বাড়িতে না ছিল টিভি আর না ছিল মোবাইল কিন্তু একটা রেডিও ছিল !! আর রেডিও তে এই গান গুলো খুব শুনতাম!! আর দারুন লাগতো গান গুলো!!

    • @henayeasmin4240
      @henayeasmin4240 3 ปีที่แล้ว +3

      Lllllllllllllllllllllllll

    • @flowergirl102
      @flowergirl102 3 ปีที่แล้ว +11

      Ekhono TH-cam a search kore ai gaan gulo shuni odvut valo laga kaj kore 😇

    • @majharsk2711
      @majharsk2711 3 ปีที่แล้ว +13

      আমি🙋 ও, আপনার মতো শুনতাম রেডিওতে📻

    • @alokeshpanda1087
      @alokeshpanda1087 3 ปีที่แล้ว

      @@majharsk2711 র

    • @alokeshpanda1087
      @alokeshpanda1087 3 ปีที่แล้ว

      @@majharsk2711 র

  • @childhood2497
    @childhood2497 3 ปีที่แล้ว +46

    আমার খুব পছন্দের একটা গান।।❤
    অতুলনীয় বাংলা গান যা তুলনা হীন, সমস্ত খারাপ লাগা কে নিমিষেই দূর করে দিতে পারে এমন একটি গান এটি।।💓💓💓
    👌👌..........

  • @baiezid
    @baiezid 3 ปีที่แล้ว +235

    কি অনবদ্য সৃষ্টি আমাদের বাংলা গানের❤️❤️।
    অথচ এর লেখককেই আমরা অনেকেই চিনিনা,
    গৌরিপ্রসন্ন মজুমদার, নচিকেতা গোষ,আরতি মুখার্জি 'র অসাধারণ কেমিস্ট্রি। ❤️❤️❤️❤️

    • @sahebsaheb182
      @sahebsaheb182 3 ปีที่แล้ว +9

      স্বর্নযুগ ছিল, আর আসবে না

    • @somnathmaity2343
      @somnathmaity2343 3 ปีที่แล้ว +5

      Thanks bro. Eto valo information er jonno.

    • @smmusa8598
      @smmusa8598 2 ปีที่แล้ว +2

      Etarta k

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver 2 ปีที่แล้ว +1

      গোষ??????????//

  • @MdRobiul-dz7sm
    @MdRobiul-dz7sm 3 ปีที่แล้ว +29

    আহা কি অসাধারণ গানের গলা, আর গানের কথাগুলো 🥰
    গানটা শুনলে ভেতরটায় প্রশান্তি লাগে

  • @cr787rock
    @cr787rock 4 ปีที่แล้ว +96

    অসাধারন গান, কখনো পুরোনো হবে না। শৈশব মনে পড়ে গেল।

  • @nafisatabassumorpita2184
    @nafisatabassumorpita2184 4 ปีที่แล้ว +387

    যারা গানটি ডিজলাইক করেছে তারা বিকৃত মস্তিষ্কের মানুষ😒।। এই জেনারেশনের কিশোরী হয়েও এই কালজয়ী গানটি শুনছি।। খুব পছন্দের একটি গান❤

    • @homanaldebbarman8529
      @homanaldebbarman8529 3 ปีที่แล้ว +5

      🙋✌Mon juria galo

    • @nafisatabassumorpita2184
      @nafisatabassumorpita2184 3 ปีที่แล้ว +1

      @@homanaldebbarman8529 😊❤️

    • @snigdhabhattacharyaballav702
      @snigdhabhattacharyaballav702 3 ปีที่แล้ว

      th-cam.com/video/CLN6W9BWVqE/w-d-xo.html

    • @santanuhazra1520
      @santanuhazra1520 3 ปีที่แล้ว +10

      Absolutely...☝🏻👍একেবারে যথাযত বলেছ...👏👏আমার মনেহয় এই Dislike করা মালগুলো, Honey Singhএর 4-Bottle Vodka আর Dhinchaak Pujaর Die-Hard Fan...!! 😄🤣🤣😂😂😜😜👍👍

    • @nafisatabassumorpita2184
      @nafisatabassumorpita2184 3 ปีที่แล้ว +3

      @@santanuhazra1520 hehehe hae🥴

  • @arghyapaul601
    @arghyapaul601 2 ปีที่แล้ว +74

    There is no doubt about why Bengali is the Sweetest Language in the world! ❤️

    • @promiakter2097
      @promiakter2097 ปีที่แล้ว

      ❤❤❤❤

    • @sayancs450
      @sayancs450 ปีที่แล้ว

      ❤❤❣️❣️❣️❣️❣️

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 5 หลายเดือนก่อน

      To you yes, but for a tribal, his language is the sweetest.

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 5 หลายเดือนก่อน

      Taliban mentality, all languages are sweet.

  • @dr.swapanroy5790
    @dr.swapanroy5790 4 ปีที่แล้ว +53

    আমাদের কলেজ জীবন আবার ফিরে পেলাম। ভাগ্যিস আরতি দেবী এই গান গেয়ে ছিলেন।

  • @bodhisatya1
    @bodhisatya1 3 ปีที่แล้ว +39

    ছোট বেলার পুজোর প্যান্ডেল এর কথা মনে মনে পড়ে গেলো।। কত আন্তরিকতা দিয়ে গাওয়া একটা গান।।

    • @amalmaity6106
      @amalmaity6106 2 ปีที่แล้ว +1

      নিজেকে একা মনে হওয়া থেকে বাঁচলাম। আমার মত করে ভালো লাগা আরও অনেকের আছে, নিশ্চিত।

    • @বাংলারমাঝে-ন১হ
      @বাংলারমাঝে-ন১হ 2 ปีที่แล้ว

      Hmmm Amaro💞

    • @montiadwi4006
      @montiadwi4006 7 หลายเดือนก่อน

      ❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏😭😭😭🌷🌷🌺🌺🐤🐤🐤🐣🐣🐣🦚🦚🦚🦚🌨️🌨️🌨️🌌

  • @sabyasachihaldar5928
    @sabyasachihaldar5928 5 ปีที่แล้ว +285

    অসাধারণ এক ভালোবাসার কথা বলে এই গান❤
    আর 2020 তে কে কে শুনছো??

  • @gopalshaw9005
    @gopalshaw9005 9 วันที่ผ่านมา +1

    তোমার তো সবই ছিল নিজেকে ভারতের তথা বলিউডে প্রতিষ্ঠিত করার মতো অসাধারণ প্রতিভা। কিন্তু কেনই বা সেই দিকেই তোমাকে আমরা দেখতে পেলাম না?এখনো তুমি পারো সেই জায়গায় যেতে, শুধুই জেদ রাখো। আমরা নিশ্চয়ই সেই ২০০৭ সালের অনিক কে আবার দেখতে পাবো,যে মৃগনাভের মতো তার সুগন্ধ ছড়িয়ে দিকে দিকে বার্তা দেবে, আমি হারিয়ে যাইনি ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rajhamsa1066
    @Rajhamsa1066 2 ปีที่แล้ว +5

    আসলে আগে সবাই ছিল প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব !!! তাদের অসাধারণ অধ্যবসায়, তাদের বহুদিনের চর্চা এবং তাদের গুরুরাও ছিলেন এক এক অসাধারণ প্রতিভাসম্পন্ন অতিমানব !! যেনাদের অস্তিত্ব আজ বোধহয় শেষ , আর এই রকম চিরোনুতন গানেরও সৃষ্টির ইতি হয়েছে !!

  • @sultanaakter7725
    @sultanaakter7725 2 ปีที่แล้ว +5

    আহা!! কি চমৎকার কথাগুলো ❤️❤️কথা,সুর আর কন্ঠের চমৎকার মেলবন্ধন ❤️❤️কখনো পুরনো হবে না এ গান❤️হারিয়ে যাবো একদিন 🙁কিন্তু কালের পর কাল এই গানগুলো শুনতে আসবে আমার মতো অসংখ্য শ্রোতা❤️❤️

  • @nishakhatun2040
    @nishakhatun2040 4 ปีที่แล้ว +21

    ❤❤❤❤❤ rate ghumate jaoar agee ETA sunle ghum ta just awesome hoy....and sokal Tao darun fresh lage

  • @drdipakmodak1838
    @drdipakmodak1838 ปีที่แล้ว +2

    এই গানগুলো ছোটবেলায় যখন শুনতাম তখন মনে হতো
    স্বপ্নের এক দেশ থেকে যেন গানগুলো ভেসে আসছে।আহা! কি স্বপ্নের দিন ছিলো ছোটবেলাটা! এখন তো যাবার সময় হয়ে এলো।

  • @অভিলাষটিভি
    @অভিলাষটিভি 3 ปีที่แล้ว +20

    গান: এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি (১৯৭৮)
    অ্যালবাম: All Time Greats-Arati Mukherjee
    গায়িকা: আরতি মুখার্জি
    লিরিক্স রচনা: গৌরীপ্রসন্ন মজুমদার
    সঙ্গীত পরিচালনা: নচিকেতা ঘোষ
    লিরিক্স>>>
    এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি।
    এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি।
    দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা-জরি।
    এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি।
    জাফরানি ওই আলতা ঠোঁটে,
    মিষ্টি হাসির গোলাপ ফোটে,
    মনে হয় বাতাসেরঐ দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ ধরি।
    দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা-জরি।
    এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি।
    এই রূপসী রাত আর ঐ রূপালী চাঁদ
    বলে জেগে থাকো,
    এ লগন আর কখনো ফিরে পাবে নাকো।
    মখমলের ঐ সুজনি ঘাসে,
    বসলে না হয় একটু পাশে,
    মনে হয় মহুয়ার আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি
    দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত আকাশে সলমা-জরি।
    এই মোন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি।
    ও ও ও ও এসো না গল্প করি।

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 5 หลายเดือนก่อน

      মোন is not the right word

  • @efootball_lover003
    @efootball_lover003 2 ปีที่แล้ว +5

    বাংলা রোমান্টিক গানের লিস্টে এই গানটি সবসময় ওপরের দিকে থাকবে।।।।

  • @susmitabanerjee7277
    @susmitabanerjee7277 2 ปีที่แล้ว +2

    ছোটোবেলায় ফিরে গেলাম। কতো স্মৃতি জড়িয়ে আছে এই সমস্ত গানের সাথে। এখন তো শুনি কত গায়ক - গায়িকাই জাতীয় পুরষ্কার পান কতো গান গেয়ে। কিন্তু সেই সব পুরষ্কার প্রাপ্ত গান গুলোকেও না গাবিতা মনে হয় এই সব কালোজয়ী গানের কাছে। গৌরিপ্রসন্ন মজুমদার, অন্নদাশঙ্কর রায়, কিংবা পুলক বন্দোপাধ্যায়ের মতন গীতিকার ও নেই আবার নচীকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত দের মতো সুরকার ও নেই। এখনকার সলীল চৌধুরী , রাহুল দেব বর্মন হতে চাওয়া কিছু সঙ্গীত পরিচালক এসে শ্রোতা সাধারণের রুচির মান টাকেই টেনে নীচে নামিয়ে দিয়েছেন অনেকখানি। সবাই গান এখন নিজেই লেখে, নিজেই সুর দেয় আবার নিজেই গায়। সবচেয়ে বড় কথা জন সমক্ষে গান কে নিয়ে আসা তো এখন খুব সোজা। টাকা পয়সাও তেমন লাগে না, আবার গান শিখতেও লাগে না। ইউ টিউবে একটা চ্যানেল খুলে ফেললেই হোলো। এইরকম একটা অবক্ষয়ের যূগে যেখানে গান শেখার কোনো দরকার পড়ে না, সাধনার কোনো দরকার পরে না, এমনি এমনিই শিল্পী হয়ে যাওয়া যায় --- তেমন একটা সময়ে আরতি মুখোপাধ্যায়ের মতো প্রিয় শিল্পী র এত মিষ্টি একটা গান শোনালেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও অনেক গান শোনান।

  • @musfiqursiam1172
    @musfiqursiam1172 4 หลายเดือนก่อน +3

    আমি এই জেনারেশনের কিশোর হয়ে শুনছি। আমার জেনারেশনের যারা এই গান শুনে তারা এর অর্থই বুঝে না। ওদের ঘুম পায়। কিন্তু ওরা বুঝবে কীভাবে এই গানের অর্থ, বোঝার জন্য আলাদা মস্তিষ্কের দরকার। যা আমার আছে ❤❤😇😇

  • @debaratipaul7497
    @debaratipaul7497 4 ปีที่แล้ว +18

    অনেক দিন আগে গান🎶 টা FM 📻এ শুনেছিলাম 😌.......তখন শুনে অদ্ভূত সুন্দর লেগেছিল 🥰আজ হঠাৎ করে মনে পরে গেল🙃✨ তাই চলে আসলাম আবার সেই অদ্ভুত💖 সুন্দর অনুভূতির💕 সাক্ষী হতে❤️😻

  • @MonosishKunti
    @MonosishKunti 4 ปีที่แล้ว +4

    অসাধারণ এই গানের তুলনা হয় না। শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের মতো আবেগ দিয়ে এই গানটা আর কেউ গাইতে পারবে না।

  • @btsarmy-ne2hg
    @btsarmy-ne2hg ปีที่แล้ว +21

    অপূর্ব কন্ঠ. যা আর কখনই হয়তো ফিরে আসবে না. অপূর্ব সুন্দর lyrics
    অনবদ্য শিল্পী ❤❤❤❤❤❤

    • @PrabirkumarHazra-i9h
      @PrabirkumarHazra-i9h 2 หลายเดือนก่อน +1

      Uni kintu ekhono jibito.

    • @btsarmy-ne2hg
      @btsarmy-ne2hg 2 หลายเดือนก่อน

      @@PrabirkumarHazra-i9h ofc.. 🙏🏻

  • @skafsarali876
    @skafsarali876 2 ปีที่แล้ว +9

    এখনও ঘরের মৃদু আলো জালিয়ে এই গানটি চালিয়ে দিয়ে শৈশবের স্মৃতি তে ফিরে যায়।

  • @angeltanusree7368
    @angeltanusree7368 3 ปีที่แล้ว +26

    আরতী ম্যামের সেরা অ্যালবাম।। অসাধারণ গান।।

  • @monirulislam8187
    @monirulislam8187 4 ปีที่แล้ว +129

    কার কার এই গানটি মন ছুঁয়ে গেছে

    • @vivoindia7370
      @vivoindia7370 3 ปีที่แล้ว +1

      আমার ছুয়ে গেছে মনটা।

    • @debuadhikari5351
      @debuadhikari5351 3 ปีที่แล้ว +2

      আমার খুব ভালো লাগে

    • @soumi.d5848
      @soumi.d5848 ปีที่แล้ว +1

      Amer 💙

    • @jaydippandamahapatra3304
      @jaydippandamahapatra3304 ปีที่แล้ว +1

      আমারও 💙💙

    • @babliray4945
      @babliray4945 7 หลายเดือนก่อน +1

      Amr ❤❤

  • @suprabhatmajee9186
    @suprabhatmajee9186 หลายเดือนก่อน +2

    Wow What a excellent melodious voice of tone Sweety of great singer Aarati Mukherjee sung

  • @dalibasu6036
    @dalibasu6036 3 ปีที่แล้ว +5

    Oppurbo misti didir voice.tar songe gaaner lyrics ossadharon.Superrrrb singing 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️

  • @indranilsarkar9308
    @indranilsarkar9308 2 ปีที่แล้ว +2

    একদম ছোট্ট বেলা থেকে শুনে আসছি এই অপূর্ব মধুর সঙ্গীত।
    আজ আমার ১৭ বছর বয়স খুব ইচ্ছে হলো গানটিকে সোনার। চিরকাল অমর হয়ে থাকবে এই সুর ও সঙ্গীত কণ্ঠী। 💖

  • @mdrajibahmed2694
    @mdrajibahmed2694 5 ปีที่แล้ว +76

    মনের কথাগুলো গানের মাধ্যমে পৌঁছানোর এক অসাধারন অনুভূতি

  • @cbshowrob5230
    @cbshowrob5230 2 ปีที่แล้ว +2

    ষখন মনে ভালোবাসা উঁকি দেয়।তখন কতো ভাবেই না আবেগ গুলো কে প্রকাশ করতে ইচ্ছে করে।এই গানের মধ্য দিয়ে মনের অব্যক্ত কথা মালাকে সুরের মূর্ছনায় ফুটিয়ে তুলেছেন শিল্পী। ♥️♥️

  • @ShashiRahman
    @ShashiRahman 2 ปีที่แล้ว +7

    আজ থেকে ১২ বছর আগে এই গান টা বাবার সাথে প্রথম শুনেছিলাম "সেদিন ছিলো প্রচন্ড বৃষ্টি "! সেদিন কোনো ফিল হয় নি। তবে আজ ফিল করছি।
    আজ বৃষ্টির দিনে বৃষ্টির গান শুনছি, কী যে অনুভূতি ব্যক্ত করার মতো নয়!!!🥰🥰🥰

    • @acharyaashis342
      @acharyaashis342 2 ปีที่แล้ว

      আপনি যে বৃষ্টির কথা বলছেন সেটা এই গানের মধ‍্যে তো কোথাও দেখছি না। জ‍্যোৎস্নার মধ‍্যে বসে গল্প করার ব‍্যাপারটাকে ওভাবে বলা হয়েছে। কথাগুলো ঠিক করে শুনলে গানটা আরো ভালো লাগবে।

    • @psPato
      @psPato ปีที่แล้ว

      @@acharyaashis342 that girl thinks...if it's raining then it's a romantic atmosphere....it doesn't have to connected with the song:/

  • @AbhirupMondalOfficial
    @AbhirupMondalOfficial 3 ปีที่แล้ว +11

    পুরোনো দিনের গান এক আলাদাই অনুভূতি সৃষ্টি করে মনের মধ্যে।
    তার জন্যেই বলা হয় যে Old is gold ❤️❤️❤️

  • @rifathasan7418
    @rifathasan7418 3 ปีที่แล้ว +28

    এই গান কখনো পুরনো হবার নয় ❤️❤️

  • @neeladridhar
    @neeladridhar 6 ปีที่แล้ว +70

    One of the finest song in the history of Bengali musical journey. What a sweet lyrics ! Mind blowing ! Arati Mukherjee, one of the top most singer in Indian music fraternity. Salute !

    • @shhidayeasmin6147
      @shhidayeasmin6147 5 ปีที่แล้ว +4

      For a few Bengali songs, Aroti has surpassed Lota. Along with Takhon tomar ekush bacchar, it is one of the finest songs of our music industry . Her husky voice takes me to a fairyland .Kudos to Aroti . Long live her legacy.

    • @snigdhabhattacharyaballav702
      @snigdhabhattacharyaballav702 3 ปีที่แล้ว

      th-cam.com/video/CLN6W9BWVqE/w-d-xo.html

    • @subhasishdas7983
      @subhasishdas7983 3 ปีที่แล้ว +2

      এই গানটি উত্তমকুমার শখ করে গেয়েছিলেন। রেকর্ড পাওয়া যেত। এখন সার্চ করে দেখিনি ।

  • @diyaghosh5240
    @diyaghosh5240 3 ปีที่แล้ว +1

    Kono prosonsai bodh hoy jothesto noy ei gantir jonno.just simply mind-blowing.

  • @indranilchakraborty33
    @indranilchakraborty33 4 ปีที่แล้ว +15

    what a heart touching song. Kudos to Ms Mukherjee for singing this mesmerizing song. Liked it when i was a kid. Now at middle age the fondness has not diminished .

  • @ashokekumarroy2199
    @ashokekumarroy2199 2 ปีที่แล้ว +2

    এই সব সুন্দর মিষ্টি কন্ঠ, রোমান্টিক সুর ও কথা। আজকের দিনে দূর্লভ। আমরা গর্বিত এনাদের মতো গুনি শিল্পী ও গানের সুরকার ও কথা শিল্পী পেয়েছিলাম।

  • @mohammedsarkar6921
    @mohammedsarkar6921 2 ปีที่แล้ว +4

    মেজো কাকার রেডিওতে গান গুলো শুনেছি।
    ২০০৯ সালে যখন মোবাইল কিনেছিলাম তখন মেমোরি কার্ডে এই গুলো তুলেছিলাম।
    মনটা যেনো আবার জাগ্রত হলো
    ❤️🌹🇧🇩

  • @hkmusic2485
    @hkmusic2485 2 ปีที่แล้ว +1

    আহা কি অসাধারণ গায়কী। কথা সুর আর মিউজিক। সবকিছু মিলে অনবদ্য সৃষ্টি।

  • @visioncreation6547
    @visioncreation6547 3 ปีที่แล้ว +4

    প্রকৃতির মাধ্যমে প্রেমের এমন প্রকাশ সত্যিই অসাধারন ❤️

  • @biswajitpramanick7449
    @biswajitpramanick7449 8 หลายเดือนก่อน +2

    গানটি যতবার শুনি ততবারই গানটির প্রতি প্রেমে পরে যায়। সব সময় মনের মানুষটি কে গানটি উপহার দিতে চায়।❤️❤️

  • @mrinalkantidas6785
    @mrinalkantidas6785 3 ปีที่แล้ว +22

    Beautiful lyrics, melodies, outstanding singing, amazing 🙏👍

  • @AbuSufian-jd6rr
    @AbuSufian-jd6rr 5 หลายเดือนก่อน +1

    অস্থির লেভেলের অনুভুতি,, প্রেমে পরার আগ মুহুর্তের মত

  • @tanujasarkar8144
    @tanujasarkar8144 ปีที่แล้ว +3

    বহু বছর আগে যেমন মিষ্টি লেগেছিল আজ অনেক বছর পর শুনে এক রকম লাগলো। অপূর্ব!!

  • @imranahmed7416
    @imranahmed7416 2 ปีที่แล้ว +2

    শৈশবে গানটা রেডিওতে শুনতাম, আহ কি অনবদ্য সৃষ্টি, বাংলা ভাষায় এত মিষ্টি গান প্রজন্মের পর প্রজন্ম অনন্ত কাল অব্দি রুচিশীল মানুষের একটা পছন্দের গান হয়ে থাকবে। আরতি মুখার্জী 🖤

  • @subhraprakashchakraborty597
    @subhraprakashchakraborty597 2 ปีที่แล้ว +12

    Maturity is when you fall in love with these old classics.
    This song will be remembered....💖

  • @rjhassan2821
    @rjhassan2821 3 ปีที่แล้ว +1

    Ahh ! Kemon jeno Sopner duniyatey bar bar hariye jai ami.. Osadharon ❤️
    Jokhon chuto sisu chilam ai ganta amar Uncle er tape recorder e sunty peyechi r thik tokhon ami tar kole 😅!

  • @masudulislam1828
    @masudulislam1828 3 ปีที่แล้ว +41

    পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা আমার বাংলাভাষা❤️

    • @atanugaming9392
      @atanugaming9392 3 ปีที่แล้ว +2

      Ekdom jara bangali tarai jane

    • @masudulislam1828
      @masudulislam1828 3 ปีที่แล้ว

      @@atanugaming9392 yes

    • @a.n.m.bazlurrashid5133
      @a.n.m.bazlurrashid5133 3 ปีที่แล้ว

      💓💓💓

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 5 หลายเดือนก่อน

      This is Taliban mentality, not a very healthy one.
      All languages are equally sweet, whoever speaks them.

  • @sathiyabhowmik5693
    @sathiyabhowmik5693 2 ปีที่แล้ว +1

    আহা....... মন জুড়িয়ে গেল😌😌😌😌😌☺☺☺☺😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @samarsarkar4674
    @samarsarkar4674 4 ปีที่แล้ว +31

    কি বলবো, এই গান আর হবে না। অনবদ্য।

    • @Rajeshrideb
      @Rajeshrideb 3 ปีที่แล้ว

      Pran bhorey gello...

    • @skyblue3305
      @skyblue3305 3 ปีที่แล้ว

      google ------------- faithfreedom ali sina challenge
      google ---------- faithfreedom ali sina articles
      google --------- internet archive ali sina debates

    • @ruhanijahan3868
      @ruhanijahan3868 3 ปีที่แล้ว

      গানটির লেখক গৌরী প্রসন্ন মজুমদার যিনি কফি হাউজের সেই আড্ডাটাসহ অনেক জনপ্রিয় গানের লেখক।

    • @snigdhabhattacharyaballav702
      @snigdhabhattacharyaballav702 3 ปีที่แล้ว

      th-cam.com/video/CLN6W9BWVqE/w-d-xo.html

  • @navyenduchakraborty6172
    @navyenduchakraborty6172 4 ปีที่แล้ว +6

    অনবদ্য সুর, গায়কী আর কথার মেলবন্ধন।

  • @nadiatulirany6015
    @nadiatulirany6015 3 ปีที่แล้ว +6

    21 August, 2021 সুন্দর চাঁদ উঠেছে আজ আকাশে! সাথে এই গান ❤️

  • @subhasishdas7983
    @subhasishdas7983 3 ปีที่แล้ว +2

    কেমন যেন লাগে গানটা শুনলে ।যৌবনের হারিয়ে যাওয়া দিন গুলোর কথা মনে পড়ে,কত সুখস্মৃতি জেগে ওঠে। মনটা ভারাক্রান্ত হয়ে যায়। কত রাত জেগে এই গানগুলো শুনতাম ক্যাসেট প্লেয়ার এ!!

  • @BiswajitMondal-yl2md
    @BiswajitMondal-yl2md 4 ปีที่แล้ว +21

    সত্যিই আরতি মুখোপাধ্যায় এক নক্ষত্র

  • @MarufReza_11
    @MarufReza_11 6 หลายเดือนก่อน +2

    একবিংশ শতাব্দীর জেনারেশনেও গানটি ভীষণ জনপ্রিয়। 😊

  • @saimarashid312
    @saimarashid312 3 ปีที่แล้ว +6

    লিরিক টাতেও কত সৌন্দর্য ❤️

  • @mdmazedulislam3374
    @mdmazedulislam3374 3 ปีที่แล้ว +8

    আমার প্রিয় সেই মানুষ টা শেষবারের মতো তার নিজের কণ্ঠে এই গান টি আমাকে শুনিয়েছে। খুব ভালো লাগে আজো আমি শুনি 💞💝

  • @srikantasanpui7446
    @srikantasanpui7446 4 ปีที่แล้ว +6

    অনবদ্য কথা, অসাধারণ সুর। ধন্যবাদ।👏👏👏

  • @zafrinamansur6285
    @zafrinamansur6285 5 ปีที่แล้ว +2

    Ki romantic akta gaan..Tar upore jemon lyrics..Temon aarti mukhopadhyay er golar kaj..Onnotomo shera gaan..

  • @sanjidaakhi7210
    @sanjidaakhi7210 2 ปีที่แล้ว +3

    গান শুনতে গেলে এই গানটা শোনার লোভ কিছুতেই ছাড়তে পারি না।যত শুনি শুনতেই ইচ্ছে করে ❤️

  • @sahinmiah5804
    @sahinmiah5804 3 ปีที่แล้ว +13

    হারিয়ে গেলাম শৈশব সময় টাতে।

  • @Kamrul-222
    @Kamrul-222 ปีที่แล้ว +5

    সুন্দর লাগলো। মহানায়কের কণ্ঠে এ গানটাও খুব চমৎকার লাগে।💚🎧

  • @debasisbar2692
    @debasisbar2692 3 ปีที่แล้ว +3

    আমার এই গানটা এত ভালো লাগে যে আমি গানটা দিনে 50 বার শুনি thanks for this song

  • @britikanasamanta1485
    @britikanasamanta1485 3 ปีที่แล้ว +4

    ছোটো বেলায় এই গানটা খুব শুনতাম আর অন্য এক আলাদা দুনিয়ায় ভেসে যেতাম।

  • @Ratnajeet
    @Ratnajeet 3 ปีที่แล้ว +2

    আহা !! কী সুন্দর গানের কথা ! কন্ঠের তুলনা হয় না ।

  • @goalsfromgoats-gfg8327
    @goalsfromgoats-gfg8327 2 ปีที่แล้ว +23

    2022 এ যারা এ গান শুনছেন, তাদের মিউজিক টেস্ট অন্য লেভেলের❤️

  • @bidishashit6540
    @bidishashit6540 4 ปีที่แล้ว +3

    গানের ছন্দ,কথা,সুর,.....এক কথায় অনবদ্য,,,.যেন ছোটবেলায় হারিয়ে যাই.....

  • @bilkismistry6671
    @bilkismistry6671 3 ปีที่แล้ว +5

    একটা মন খারাপের সন্ধ্যে, ফাঁকা ছাদ একা আমি তখন মন বলছে মরে গেলেই বেশ হয় আর ঠিক তখনই এই গান মুঠোফোনে বেজে ওঠে, আমি আবারও বেঁচে ফিরি 🤍

  • @shimuscooking97
    @shimuscooking97 3 ปีที่แล้ว +5

    গান যেন জীবনের পাতাগুলো বাতাসের মতো উড়িয়ে দেয়,কিছু সময়ের জন্য

  • @JushnaAkter-o9o
    @JushnaAkter-o9o ปีที่แล้ว +3

    পুরোনো হলেও গান টা খুব ভালো লাগে আমার কাছে।❤❤❤

  • @utpaldutta5091
    @utpaldutta5091 3 ปีที่แล้ว +7

    সৃতিচারণ শ্রেষ্ঠ উপহার ❤️

  • @dipikamondal6544
    @dipikamondal6544 6 ปีที่แล้ว +21

    অসাধারণ মিউজিক কম্পোজিশন এবং ততটাই সুন্দর একটি গান।।

  • @conceptprojectconsultancys399
    @conceptprojectconsultancys399 2 ปีที่แล้ว +27

    Even after 43 years the appeal of this song remains unchanged. Some songs transcend the time & some singers become legends!

    • @tipu562001
      @tipu562001 2 ปีที่แล้ว

      L}"kkzkzkzkzkzkzkzhkvkzhzkxkxgkgkxzkgkxhhzkghgkzkzhzkzkzzhzkkzzkkzkxkxkzkkzxkkzkxhxglXkzkzkzkxkkzxjxkxxkxzvkhkxglhkxxkkxkxzvkxhlzkkxkxxhzxhxkkxzhxjxkxxgkgkhzhlXkkxxjhkgkxkkzkzkzkzkzkzkzzhkzzkzkzzkzzhkzzkkzkzkzkzhkzkzkzzhzhzkkzzhzkzhzkzkzkzkzzkkzhzkzxjzkcjzkzzvkzkkvkzkzkzzkkzhzkkvkhzzhhkzxkzhzkvkvkzkzkzzkkckkzklxkxkkzkkzzzkkxkzkvkkzxkkzgkkzkzzkzkkkzzkzzkkhkzkzkzzkkzzkzxkkkkxvkvkkzkkkzkkzkzkglGkzkkhzkkzkzkhkzgkgggxkglzzkkz-gkg-z-k-zgggg-ggg----ggggggggkzgj-(zklvvkzgzkkzzkkckgkvkv[avow owe avow owe avow owe yuk ooze ooopen

    • @juanitanarne3105
      @juanitanarne3105 2 ปีที่แล้ว

      for sure.Thanks

  • @MiltonKhaan
    @MiltonKhaan 3 ปีที่แล้ว +3

    অনবদ্য সৃষ্টি ! হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য 🖤

  • @alokkumarbiswas6173
    @alokkumarbiswas6173 2 ปีที่แล้ว

    যেমন কথা তেমন সুর আর সেই সাথে শিল্পীর অপূর্ব গায়কী - অনবদ্য ভালো লাগা। চিরকালীন সৃষ্টি।

  • @diaislam3771
    @diaislam3771 6 ปีที่แล้ว +16

    Onk Sundor Gaan❤❤❤

  • @aritrasengupta2870
    @aritrasengupta2870 2 ปีที่แล้ว +9

    I still stick to this song at 92.7 Big F.M..so lovely, nostalgic 🥺❤️❤️

  • @ranjanamondal1248
    @ranjanamondal1248 4 ปีที่แล้ว +7

    মন ছুঁয়ে যাওয়র মতো গান,মন ভাল হয়ে গেল

  • @avijitnag9327
    @avijitnag9327 4 ปีที่แล้ว +27

    She has the sweetest voice ❤️❤️❤️

  • @gourangaray8204
    @gourangaray8204 5 หลายเดือนก่อน

    এই রকম সুন্দর গানগুলোর সাথে এই backround video bhishon বেমানান। এই রকম আরো অনেক কালজয়ী গানে একইরকম দেখলাম। Saregama Bangla r e byapare যত্নশীল হওয়া উচিৎ।

  • @susmitascorner3411
    @susmitascorner3411 4 ปีที่แล้ว +7

    Ever green💚💚💚 Ever gorgeous and mystic♥️♥️♥️

  • @syedaaneesfatema9048
    @syedaaneesfatema9048 6 ปีที่แล้ว +17

    Thanks for uploading the song. Nice song. 👍👍

  • @sandipanbhattacharyya4510
    @sandipanbhattacharyya4510 4 ปีที่แล้ว +12

    আরতি মুখার্জির জয় হোক

  • @JushnaAkter-o9o
    @JushnaAkter-o9o ปีที่แล้ว +2

    অসাধারন গান টা❤❤❤

  • @manashranjanmisra
    @manashranjanmisra 4 ปีที่แล้ว +30

    Yes, I wish I were flying on the wings of a bird sent by the heaven and whispering with my lost love whole night retracing our broken path!

    • @mirmosaddequehossain2780
      @mirmosaddequehossain2780 4 ปีที่แล้ว +4

      Bhai I had no love matter, you all express your love feelings nicely. I was married by the instructions of my parents, so I am a hadarum.

    • @atulseye
      @atulseye 4 ปีที่แล้ว +5

      Manash you have reflected my views ankit this song
      The best song till date

    • @RAJ-gi2pk
      @RAJ-gi2pk 4 ปีที่แล้ว

      @@mirmosaddequehossain2780 Jai Shri Ram vai❤

    • @snigdhabhattacharyaballav702
      @snigdhabhattacharyaballav702 3 ปีที่แล้ว

      th-cam.com/video/CLN6W9BWVqE/w-d-xo.html

    • @samarpitamaitra1744
      @samarpitamaitra1744 หลายเดือนก่อน

      ​@@mirmosaddequehossain2780😂

  • @KLANTIK1
    @KLANTIK1 4 ปีที่แล้ว +2

    One of my most favourite songs.
    সত্যিই এই গানটি যতবার শুনি, ততবারই আরো বেশি করে প্রেমে পড়ে যাই। 💓💓💓

  • @khairulbasharshovon950
    @khairulbasharshovon950 3 ปีที่แล้ว +5

    এই মোম জোছনায়❤️এতো সুন্দর লিরিক সত্যি আধুনিক গানে পাওয়া দুষ্কর

  • @md.alaminislam2510
    @md.alaminislam2510 5 ปีที่แล้ว +2

    অসাধারণ একটা গান গানটি আমার কাছে অনেক ভাল লাগে এই পুরনো দিনের সৃতি মনে পরে যায় 😯😯😯

  • @arifmainul2655
    @arifmainul2655 4 ปีที่แล้ว +8

    কি ভাষায় বিশেসায়িত করি এই গানকে!

  • @DebaratiMusicSinger
    @DebaratiMusicSinger 2 ปีที่แล้ว

    Anobaddo srishti 👍✌asadharon gaan 👍✌aroti mukherjee amar attonto priyo shilpi ki j modhu dhala kontho a ha ha. 🙏

  • @kalyanmajumdar4729
    @kalyanmajumdar4729 4 ปีที่แล้ว +9

    You all are listening? One of the greatest of the century. A dreamy confluence of talents..

  • @amitsaha9923
    @amitsaha9923 ปีที่แล้ว

    জখন ছোট ছিলাম অনেক শুনছি।।।এই গান টা।।।আমার বাবার খুব প্রিয় ছিলো গান টা.....
    হটাৎ করে আজ কেন জানি গান টা শুনতে মনে চাইলে....।।

  • @linenexcelmodal
    @linenexcelmodal 2 ปีที่แล้ว +5

    What a song it is ! What a chemistry of singer, lyricist and music director! It will be Einstein invention if we can deliver linen blends with such immaculate perfection 🙏

    • @mysalfgourab7685
      @mysalfgourab7685 2 ปีที่แล้ว

      আমার খুব পছন্দের একটা গান খুব ভালো লাগে এই গান টা শুনতে

  • @TrishaDas_official
    @TrishaDas_official 2 ปีที่แล้ว +1

    গানটা আসলেই অসাধারণ ❤️। গানটা আমিও কভার করেছি 💖💖। খুব ভালো লাগে

  • @ratnaadhikary7488
    @ratnaadhikary7488 3 ปีที่แล้ว +3

    অসাধারণ গান.❤❤❤

  • @somachakraborty475
    @somachakraborty475 5 หลายเดือนก่อน

    আজ পূর্ণিমা আমাদের রুমের পরে খোলা ছাদ এটা কী যে স্বর্গ আমার কাছে সেটা বলে বোঝানো যাবে না.. এত সুন্দর চাঁদ টাকে দেখে মনটা ভর গেল, এতসুন্দর প্রকৃতি আমাদের কে উজার করে দেয় আহা কী অপূর্ব তুমি তোমার জোছনা মন প্রণ ভরে গেল ❤❤❤❤
    আমার সঙ্গি আমি আমার মত করে আমি ভালো থাকি, এমন ভাবে বাঁচতে চাই তোমার বুকে তোমাকে জরিয়ে মুগ্ধ করা পৃথিবী❤❤❤❤❤
    তাই গানটা শুনতে ভীষণ মন চাইলো মন ভরে গেল❤❤❤❤❤❤❤