Success Story of Dinesh Karthik

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • দীনেশ কার্তিকের জন্ম ১৯৮৫ সালের ১ জুন ভারতের চেন্নাই শহরে। তাঁর পুরো নাম কৃষ্ণকুমার দীনেশ কার্তিক। বাবার নাম কৃষ্ণকুমার ও মায়ের নাম পদ্ম। তাঁর ছোট ভাইয়ের নাম ভিনেশ। দীনেশের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, ওজন আনুমানিক ৬৫ কেজি।
    জন্ম চেন্নাইয়ের তেলেগু পরিবারে হলেও বাবার চাকরির সুবাদে ২ বছর কুয়েত থেকেছেন। কুয়েত থেকে ভারতে ফিরে মাত্র ১০ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন। দীনেশের ক্রিকেটে হাতেখড়ি হয় তাঁর বাবার কাছে। দীনেশের বাবা ফার্স্ট ডিভিশন ক্রিকেটার ছিলেন। পারিবারিক চাপে দীনেশের বাবার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। তাই বাবা হিসেবে তিনি চেয়েছিলেন দীনেশের অবস্থা যেনো তাঁর মতো না হয়। সেজন্য ছোট বয়স থেকেই তিনি দীনেশকে ক্রিকেট ট্রেনিং করানো শুরু করেন তিনি। সেসময় কৃষ্ণকুমার ছোট্ট দীনেশের দিকে লেদারের বল জোরে জোরে থ্রো করতেন, আর দীনেশ কার্তিক ব্যাটিং করতেন। এভাবেই শুরু।
    কার্তিক প্রথম দিকে একজন ব্যাটসম্যান ছিলেন। পরবর্তীতে তামিল নাড়ু ইউথ টিমে যেয়ে উইকেট কিপিং করা শিখেন। ধীরে ধীরে তাঁর ক্রিকেটীয় দক্ষতা বাড়তে থাকে। ১৯৯৯ সালে তামিল নাড়ু অনুর্ধ-১৪ দলে সুযোগ পান। মাত্র ১ বছরের ব্যাবধানে অনুর্ধ-১৬, অনুর্ধ-১৮, অনুর্ধ-১৯ দলে খেলে ফেলেন তিনি। ২০০২/২০০৩ সিজনে তামিল নাড়ু মূল দলের হয়ে ঘরোয়া লীগে অভিষেক হয় দীনেশের।
    পরবর্তীতে ২০০৪ সালের ৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ODI ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন। প্রথম ম্যাচেই ইংলিশ অভিনায়ক মাইকেল ভগানের ক্যাচ মিস করেন, অবশ্য সেই ম্যাচেই স্ট্যাম্পিং করে মাইকেল ভগানকে আউট করেন তিনি। ওপেনিং থেকে ৭ নাম্বার পজিশন পর্যন্ত সব পজিশনেই তিনি ব্যাটিং করেছেন।
    ২০০৭ সালে ছোট বেলার বন্ধু ও প্রেমিকা নিকিতা ভানজারা কে বিয়ে করেন দীনেশ। মাত্র ৫ বছরের মধ্যেই নিকিতা দীনেশের থেকে আগ্রহ হারাতে থাকে এবং দীনেশের সতীর্থ মুরালি বিজয়ের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। দীনেশ কার্তিক জানার পর ২০১২ সালে তাদের ডিভোর্স হয়।
    পরবর্তীতে ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতীয় স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকালকে বিয়ে করেন। ২০২১ সালের ২৮ অক্টোবর তাদের টুইন ছেলের জন্ম হয়। তাদের নাম রাখা হয় কবির পাল্লিকাল কার্তিক ও জিয়ান পাল্লিকাল কার্তিক।
    ২০০৮ থেকে এখন পর্যন্ত আইপিএল এর সবগুলো আসরেই খেলেছেন তিনি। ২০২২ আইপিএলে ৫ কোটি ৫০ লাখ রুপির বিনিময়ে RCB দলের হয়ে খেলছেন। এখন পর্যন্ত আইপিএল থেকে দীনেশ কার্তিকের মোট আয় ৮১ কোটি ৪২ লাখ রুপি। ক্রিকেট খেলার পাশাপাশি ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও কার্তিক তাঁর ক্যারিয়ার শুরু করেছেন। ২০২১ সালের মার্চ থেকে SKY SPORTS এর সাথে যোগ দিয়েছেন তিনি।
    Dinesh Karthik, Dinesh Karthik Bio, Dinesh Karthik Biography, Dinesh Karthik Bangla Bio, Dinesh Karthik Lifestyle, Dinesh Karthik Family, Dinesh Karthik Past life, Dinesh Karthik Wife, Dinesh Karthik Story, Dinesh Karthik Life Story, Dinesh Karthik IPL 2022

ความคิดเห็น •