পৃথিবীতেই পাওয়া গেল নরকের দরজা | Gates Of Hell | নরকের দরজা |
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- পৃথিবীতেই পাওয়া গেল নরকের দরজা | Gates Of Hell | নরকের দরজা |
#outstandingfacts #narak #gatesofhell #doortohell #turkmenistan #darvajagascrater
তুর্কিমেনিস্তানের রাজধানী আশগাবাত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, যার নাম হচ্ছে দারভাষা। সাদামাটা এই গ্রামটিতে বাস করে তেকে উপজাতির প্রায় ৩০০ জন মানুষ। এই গ্রামে গেলে দেখতে পাবেন হাড় হিম করা এক দৃশ্য। দেখবেন, বিশাল একটি গর্ত যার ভেতরে জ্বলছে গনগনে আগুন! শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে গোলাকার সেই গর্তের ব্যাস হল প্রায় ৭০ ফিট! তেকে উপজাতির লোকেরা এই জায়গাটিকে খুব ভয় পায়। তারা যায়গাটিকে শুধু এড়িয়ে চলে তা না, তারা এর নাম দিয়েছে নরকের দরজা।
দরভাজা গ্যাস ক্রেটার নরকের দরজা নামেও পরিচিত। এটি তুর্কমেনিস্তানের ডারওয়েজে একটি গ্রামে অবস্থিত। কিছু তুর্কমেন ভূতাত্ত্বিকদের মতে, এই স্থানটি 1971 সালে সোভিয়েত ইঞ্জিনিয়ারদের দ্বারা চিহ্নিত করা হয়েছিল। তারা এর নীচে তেলের মজুদ খুঁজে বের করার কথা ভেবেছিল। o তেল অ্যাক্সেস করার জন্য, সোভিয়েতরা ভিতরে ড্রিলিং শুরু করেছিল কিন্তু ঘটনাক্রমে, তারা একটি প্রাকৃতিক গ্যাসের পকেট খুঁজে পেয়েছিল এবং নীচের মাটিটি একটি বড় গর্তে ভেঙে পড়েছিল।
গর্তটি প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত করছিল যা দ্রুত আশেপাশের শহরে ছড়িয়ে পড়তে পারে। তাই গ্যাসের বিস্তার রোধ করতে তারা আগুন দেওয়ার সিদ্ধান্ত নেয়। আশা করছি কয়েক সপ্তাহের মধ্যে গ্যাস জ্বলে উঠবে। এটি 50 বছর হয়ে গেছে এবং গর্তটি এখনও জ্বলছে।
.........................Disclaimer...........................
Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976, allowance is made for “fair use” for Purposes such as criticisms, comment, news, reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips that balance in favor of fair use.
...........................................................................
এই বৈচিত্র্যময় পৃথিবীর অনেক তথ্যই আমরা জানি না । প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ধরনের পরিবর্তন । ব্যস্ততা বা অনিচ্ছার কারনে এই পৃথিবীর অনেক তথ্যই আমাদের অজানা রয়ে গেছে । তাহলে চলুন জেনে নেই সেই সব মজাদার তথ্য।
আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও গুলোকে অবশ্যই লাইক করে দেবেন।।
এরকম মজাদার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্কাইব করে দিতে পারো।।
বাংলার ইউটিউব কে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ।।
সবাই ভালো থাকবেন,সুষ্ট থাকবেন আর এই ভাবে সব সময় পাশে থাকবেন।।
🙏ধন্যবাদ 🙏
Copyright Matter
👇👇
My Email 🆔 = ad9033135@gmail.com
My Tech TH-cam Channel = / thebengalknowledge
My Vlog TH-cam Channel = / @bongboyavijit
My Instagram I'd = I'm on Instagram as @avijitdas4735. Install the app to follow my photos and videos. www.instagram....
My Facebook Page = / the-bengal-knowledge-1...
My Twitter account= Av...
Nice information
Thanks
সরি আমি একজন ছোট্ট ছেলে।
Video Ta Share Kore Dao..... ❤❤🥰🥰
তবে আমারও TH-cam চেনেল আছে।
Bha Khub Valo....... ❤❤🥰🥰
এভাবে কথা বলেন কেন।
আমি আরো Improve করার চেষ্টা করছি....শুধু তোমাদের একটু ভালোবাসা দরকার তার পর আরো ভালো ভালো ভিডিও করবো..... ❤❤🥰🥰