আপনার কন্ঠে না শুনলে রবীন্দ্রনাথ কে হয়তো এভাবে চেনা হতো না কোনদিন। আপনি এবং রবীন্দ্র সংগীত...আলাদা করতে পারি না। সেজন্যে আর কারো কন্ঠে রবীন্দ্র সংগীত ও শোনা হয় না কখনো।
বয়সে হয়ত আমি বড় হতে ও পারি তবুও আপনার শিল্পীসত্বাকে প্রণাম।এই নাহলে রবীন্দ্রসংগীত ! ঈশ্বর আপনাকে গুরুদেবের সংগীত পরিবেশনের জন্য ই পাঠিয়েছেন।আপনার দীর্ঘায়ূ কামনা করছি ।ধন্যবাদ।
Even though I do not understand the words and meaning, it feels very soothing and peaceful, like sailing a small boat on that tranquil beautiful lake here in this picture :)
না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।
ওগো, কে আছে চাহিয়া শূন্য পথপানে--
কাহার জীবনে নাহি সুখ, কাহার পরান জ্বলে॥
পড় নি কাহার নয়নের ভাষা,
বোঝ নি কাহার মরমের আশা,
দেখ নি ফিরে--
কার ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ'লে॥
--- রাগ: ইমন-ভূপালী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
মুগ্ধ হয়ে শুনলাম.... শুধু শুনলাম ম্যাম।
Khub bhalo geyechhen.
আহা সুরের বন্যা ❤️❤️
খুব ভালো দরদ দিয়ে গেয়েছেন !🌷🌷🌷🙏🙏🙏
মুগ্ধ হয়ে শুনলাম।
আপনার কন্ঠে না শুনলে রবীন্দ্রনাথ কে হয়তো এভাবে চেনা হতো না কোনদিন।
আপনি এবং রবীন্দ্র সংগীত...আলাদা করতে পারি না। সেজন্যে আর কারো কন্ঠে রবীন্দ্র সংগীত ও শোনা হয় না কখনো।
বয়সে হয়ত আমি বড় হতে ও পারি তবুও আপনার শিল্পীসত্বাকে প্রণাম।এই নাহলে রবীন্দ্রসংগীত ! ঈশ্বর আপনাকে গুরুদেবের সংগীত পরিবেশনের জন্য ই পাঠিয়েছেন।আপনার দীর্ঘায়ূ কামনা করছি ।ধন্যবাদ।
মন ছুঁয়ে গেছে , প্রনাম দিদি প্রনাম । আমার দিদির জন্য শুভকামনা রইল । শুভরাত্রি ।
অসাধারণ সুন্দর গায়কী।
Mind Blowing. Commendable.
শিল্পীর জন্য অনেক শুভকামনা।
এই গানটা আমার খুব প্রিয় এক গান.... আপনার কন্ঠে আরো যেন শ্রুতিমধুর লাগলো 🙏🏻
Tomar sumadhur kanther gaan jeno 'canopy of green foliage ' er kaaj kare.
Even though I do not understand the words and meaning, it feels very soothing and peaceful, like sailing a small boat on that tranquil beautiful lake here in this picture :)
অসাধারণ....!❤
মন ছুয়ে গেল...... অসাধারণ।
অনেক শুভ কামনা।
Excellent presentation with your spellbound voice.
What a wonderful tranquil rendition 🙏🙏
আহা... খুব খুব ভালো লাগলো ❤️
অনেক ভালোবাসা 💕
Rezwana, simply good
অপূর্ব...
🌿❤️🌿 Ossas valolaga ❤️🙏
💛