বুক পকেটে জীবন | Yash Rohan | Tariq Anam | Alongkar | Nishat Priom | Eid Natok | Bangla Natok 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @উপস্থাপকবাংলাদেশ
    @উপস্থাপকবাংলাদেশ ปีที่แล้ว +621

    নাটক দেখে আমাদের পরিবার এর কথা মনে পডে গেলো, ছোট বেলা আমিও বুজতাম না বাহিরের দুনিয়া অনেক কঠিন, ২ টাকা ইনকাম করতে যে দম ফাঠে,ভাবতাম আব্বু ইচ্ছা করে আমাদের জন্য কিছু করে না, কিন্তু আজ বাহিরের দেশে চাকরি করি, মাসে ৬০/৭০ হাজার টাকা ইনকাম করি, তাও পরিবার চলে না, কিন্তু আব্বু সেই ছোট একটা দোকান দিয়া আমাকে আবার ভাই বোন কে পডাশুনা করাতো, খাওয়াতো,, বাবার ভাই বোন দের কে দেখতো, এখন বুজি বাবা অনেক কস্ট করছে, কিন্তু আমি তার জন্য কিছু করতে পারি নাই, কেননা আমার বাবা তো ক্লাস ৬ এ থাকতেই মারা গেছে, বিনা চিকিৎসায়😢

    • @ismamasawda7209
      @ismamasawda7209 ปีที่แล้ว +20

      Oneker sathe mile jai amadr oneker jibon,allah amadr baba der vlo rakhun

    • @prantosarker186
      @prantosarker186 ปีที่แล้ว +4

      Kintu ami sob buje oo na bujar vaan korchi. Kintu kno emon korchi ta nije oo jani na, ekono ami amar baba ma k kosto dey. Allah konodin amay maff korben na.😭😭😭😭😭😭😭

    • @mr.potato7344
      @mr.potato7344 ปีที่แล้ว +4

      😥

    • @saeeb1Roni
      @saeeb1Roni ปีที่แล้ว +11

      নাটকটা দেখে বাবার জন্য দুই ফোঁটা পানি পরলো

    • @anikaislambristi1234
      @anikaislambristi1234 ปีที่แล้ว +2

      😭😭😭😭

  • @sazzadhossainsazzadhossain4896
    @sazzadhossainsazzadhossain4896 ปีที่แล้ว +41

    বয়সের ভারে ক্লান্ত কোনো বাবা যদি তার ছেলের কাছে ছুটি চায় এর চেয়ে কস্টের জীবন আর কি হতে পারে, তবে সকল বাবার ছেলেদের উচিৎ, বাবা ছুটি চাওয়ার আগেই নিজের কাঁধে দায়িত্ব নেওয়া, সমাজে অনেক ছেলেই আছে বাবার পরিশ্রমি শরিরটা দেখেও নিজে অলস ভাবে দিন পার করে।ভালো থাকুক সবার বাবারা।

    • @ziddigirl9398
      @ziddigirl9398 9 หลายเดือนก่อน +1

      Sudhu chele na meyeder keo ai kotha bolchi

  • @shahiekram895
    @shahiekram895 ปีที่แล้ว +36

    মন ছুঁয়ে গেলো। আমাদের মতো মধ্যবিত্তদের গল্প নিয়ে এই রকম আরো নাটক দেখতে চাই ❤

  • @RobinurHoqueRony
    @RobinurHoqueRony ปีที่แล้ว +10

    নাটকটা সত্যি অসাধারণ,
    মধ্যেবৃত্ত পরিবারের লোকেরাই বুঝতে পারে বাস্তবতা কতোটা কঠিন।
    চোখের সামনে ওনেক প্রিয় জিনিস হারাতে হয়।
    না পারা যায় কিছু করতে না পারা যায় সইতে 😥
    This is middle class family 🙂

  • @দ্বিপ্রহর-য৬ল
    @দ্বিপ্রহর-য৬ল ปีที่แล้ว +8

    বড্ড ক্লান্ত লাগে! একটু ছুটি দে বাপ!🥺
    বাবার এই অসহায়ত্ব টা না কলিজা ছিড়ে গেছে😭

  • @noyontarasonia502
    @noyontarasonia502 ปีที่แล้ว +98

    যারা মধ্যবিত্ত পরিবারের তারাই এই নাটকের গভীর মর্ম বুঝতে পারবে, বুকফাটা চাপা আর্তনাদ,,, অসাধারণ নাটক।

    • @mdshoponahmed4139
      @mdshoponahmed4139 ปีที่แล้ว

      কথাটা ভালো বলেছো তাই একটা সাবস্ক্রাইব করে দিলাম

    • @sumonmedia1279
      @sumonmedia1279 ปีที่แล้ว +1

      ❤❤❤

  • @rieonshamim
    @rieonshamim ปีที่แล้ว +11

    মানুষ দেখে শুধু রোমান্টিক আর হাসির নাটক। এই সব নাটকের মূল্য এই সমাজের মানুষগুলোই দিতে জানেনা। পরিচালক সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটা বাস্তব জীবনের সত্য তুলে ধরার জন্য।আমার লাইফে দেখা সবচেয়ে সুন্দর একটা নাটক যেখানে পুরোটাই বাস্তব...!

  • @MithunDas-el1oe
    @MithunDas-el1oe ปีที่แล้ว +9

    সত্যি নাটকটা অসাধারণ। আসলেই মধ্যবিত্ত পরিবারের কি যে কষ্ট সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা বুঝে 😢😢😢😢

  • @himuislam974
    @himuislam974 ปีที่แล้ว +3

    নাটকের কাহিনিটা আসলেই অনেক মর্মান্তিক,এরকমই ঘটে আমাদের সমাজে। সমাজে যারা মধ্যেবিত্ত আছে তারাই জানে জীবনের মানে, নিম্নমধ্যবিত্ত পরিবারের কথা মাথায় আসলে পৃথিবী অন্ধকার লাগে। একজন বাবা জানে কিভাবে বাজার খরচ চালাতে হয়।একজন মা জানে কিভাবে সংসার গুছিয়ে রাখতে হয়।একটা ছেলে জানে প্রাপ্ত বয়স হওয়ার আগে তার কাঁধে দায়িত্ব তুলে নিতে হয়।
    যদিও এটা একটা নাটক তবে এখানে আমাদের সমাজের হাজারও মধ্যবিত্ত পরিবারের ক্ষুদ্র চরিত্র তুলে ধরেছে।
    আমি ধন্যবাদ জানতে চাই নাটকের সাথে জড়িত থাকা সকল ব্যাক্তিকে।

  • @minhazfazlul7846
    @minhazfazlul7846 ปีที่แล้ว +7

    আহারে জীবন আমাদের মত মধ্যবিত্তদের।।একমাএ আল্লাহ্র অশেষ রহমতে বেঁচে থাকা

  • @koushikdas1188
    @koushikdas1188 9 หลายเดือนก่อน +5

    আমার দেখা সবথেকে সেরা নাটক,এমন সামাজিক বা বাস্তব টাকে এতটা সুন্দর করে নাটকের আকারে ফুটিয়ে তুলেছেন ।
    সত্যিই অতুলনীয় ❤
    মধ্যবিত্ত যারা তারাই এই নাটকের যথার্থটা বুঝবে ।।

  • @mdnurulgallery2835
    @mdnurulgallery2835 10 หลายเดือนก่อน +6

    বর্তমানে জনপ্রিয় একজন অভিনেত্রা ইয়াস রোহান

  • @Chotoporda
    @Chotoporda ปีที่แล้ว +4

    কি অসাধারন গল্প............ এক কথায় দারুন। এমন গল্প নিয়মিত চাই

  • @mdsahin3190
    @mdsahin3190 ปีที่แล้ว +10

    একটি মধ্যবিত্ত পরিবারের বাস্তব জীবনের চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ

  • @shabujhosen7044
    @shabujhosen7044 ปีที่แล้ว +6

    বাবা নামক ছায়াটি যার মাথার উপরে নেই😌 সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর।
    বাবা তোমাকে অনেক ভালোবাসি ❤

  • @mdsifat9388
    @mdsifat9388 ปีที่แล้ว +7

    এই নাটকের ভিউ হওয়া উচিত ছিল কয়েক মিলিয়ন । অনেক সুন্দর নাটক হাজারো মধ্যভিত্ত পরিবার এর জীবন এর নিত্য দিনের গল্প

  • @hasnaakter7941
    @hasnaakter7941 9 หลายเดือนก่อน +6

    সত্যি মধ্যেবিত্ত পরিবার জানে জীবন কি জিনিস সত্যি অনেক কষ্ট লাগছে ভালোও লেগেছে 😢😢

  • @nazmulnirala787
    @nazmulnirala787 ปีที่แล้ว +6

    প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের কে এই নাটকটা একবার দেখা উচিৎ।
    বাবা, অনেক বেশি মিস করছি আপনাকে 🥲😭

  • @HaradhanRoy-s4z
    @HaradhanRoy-s4z 9 หลายเดือนก่อน +5

    অসাধারণ ছিলো।। ❤❤❤

  • @MDHARUN-zf6yp
    @MDHARUN-zf6yp ปีที่แล้ว +4

    এতো সুন্দর বাবে বাস্তবতা তুলে দরতে পারে নাটক যানা ছিলো না,, ধন্যবাদ সবাইকে ❤❤❤❤

  • @TanvirAhmed-jg3mr
    @TanvirAhmed-jg3mr ปีที่แล้ว +38

    তারেক স্যার পাপড়ি মেম ইয়াস ভাই নিশাত আপু অলংকার আপু একসাথে ..বুক পকেটে জীবন ..নাটকটা দেখে ভিষন ভালো লাগলো বাস্তবের সাথে অনেক মিল আছে সবার অভিনয় খুবই সুন্দর হয়েছে এ নাটকের পুরো টিমকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।

  • @masudmasud1772
    @masudmasud1772 ปีที่แล้ว +5

    আমার মনচায় অভিনেতার সবাইকে জমিয়ে কান্না করতে বিশেষ করে জিনি বাবার অভিনয় করেছেন তার জন্য কান্না পায় বুকটা ছিরে গেছে কি অভিনয়

  • @kawoser
    @kawoser ปีที่แล้ว +4

    TV তে মিস করেছিলাম । যাক আজকে সম্পুর্ন টা দেখা হয়ে গেলো 🎉🎉
    মধ্যবিত্ত পরিবারের একদম নিখাদ সত্য গল্প শুনালেন । খুবই দারুন হয়েছে 😊

  • @NurulIslam-os7ps
    @NurulIslam-os7ps ปีที่แล้ว +5

    জিবনে সত পথে রোজগার করা টিকে থাকা অনেক কঠিন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শত পথে আচি সামনে ও শতপথে থাকবো।

  • @sadiapayel6607
    @sadiapayel6607 ปีที่แล้ว +4

    তারিক আনাম খান দূর্দান্ত! কি অসাধারণ অভিনয় করলেন উনি! উনি যখন কাঁদলেন সেই সময়টা কাঁদালেনও।

  • @imamulimu6740
    @imamulimu6740 ปีที่แล้ว +4

    নাটক আর বাস্তবতা মিলেমিশে একাকার। কিছুকিছু দৃশ্যপটে গলা ভারী হয়ে এসেছিলো। অজান্তেই চোখের কোণে জল এসে উঁকি দিচ্ছিলো। সত্যিই অসাধারণ।

  • @sharifahmed9350
    @sharifahmed9350 ปีที่แล้ว +5

    মধ্যবিত্তের বাস্তব জীবনদর্শন!
    অনেক ভালো লাগলো ।
    আমাদের পরিবারও মধ্যবিত্ত,
    জীবনের পথে চলতে চলতে জীবনটাকে কেমন জানি দুর্বোধ্য মনে হয়।
    আবার মাঝে মাঝে ভালো ও লাগে এই জীবনটাকেই বাঅতি সাধারণভাবে যাপন করতে!!!❤🥺💔

  • @FahadMia-x6i
    @FahadMia-x6i ปีที่แล้ว +4

    নাটকটা আমাকে সত্যিই কাদিয়েছে,,অসাধারণ সত্যিকারের একটা নাটক,,,

  • @md.sumanahmed8380
    @md.sumanahmed8380 ปีที่แล้ว +4

    নাটকটায় বাস্তবতা একেবারে সুন্দর করে তুলে ধরা হয়েছে। চোখের জল আটকাতে পারলাম না।😢

  • @dolonahmed9422
    @dolonahmed9422 ปีที่แล้ว +6

    সত্যি অনেক নাটক দেখেছি তবেএই নাটক টা দেখার পরে চোখে পানি ধরে রাখতে পারলাম না। অসাধারণ ❤❤❤

  • @mohummadsabbir954
    @mohummadsabbir954 9 หลายเดือนก่อน +4

    জীবন যত সহজ মনে হয় আসলেই এতটা সহজ না😔
    ভালো লাগারমতো একটা নাটক🖤😊

  • @user-jkjosim
    @user-jkjosim ปีที่แล้ว +4

    নাটকের কোনো তুলনায় হয়না💔 দেখলাম আর কান্না করলাম😢জীবন আসলেই অনেক কষ্টের 😅

  • @alaminronbir2862
    @alaminronbir2862 10 หลายเดือนก่อน +2

    অসাধারণ ❤❤❤হাজার টা অশ্লীল নাটকের ভিড়ে এতো সাবলীল নাটক আহা প্রান জুড়িয়ে গেলো।।।কিছু মানুসের দুখ সারাজীবন থেকেই যায় সুখ খুজে পায় না।

  • @golammoula6738
    @golammoula6738 ปีที่แล้ว +5

    অসাধারণ একটি নাটক, যা বাস্তবতা ফুটে উঠেছে,,আমরা মধ্যবিত্ত এই কষ্ট নিয়ে বেচে আছি, জানিনা এই দেশে কবে শান্তি আসবে::

  • @motaherhimu8520
    @motaherhimu8520 10 หลายเดือนก่อน +7

    বাবা আজ ২৭ বছর বিদেশ। ব্র‍্যান্ডের পাঞ্জাবি, টি শার্ট গায়ে দেই। এই পর্যন্ত সংসারে একটা টাকা দেই নাই। ২৬ বছর শেষ। আব্বুর কথা অনেক মনে পড়ছে। আহারে জীবন! আল্লাহ সবাইকে ভালো রাখুক।

  • @tahmin3093
    @tahmin3093 ปีที่แล้ว +5

    বলার মতো ভাষা খুজে পাচ্ছি না।।এক কথায় অসাধারণ

  • @MikiKi-nf9ix
    @MikiKi-nf9ix ปีที่แล้ว +2

    এই নাটক টা দেখে বাবার প্রতি দ্বিগুণ ভালোবাসা বেড়ে গেল।ভালো থাকুক সব বাবারা❤

  • @mdshihabuddin4034
    @mdshihabuddin4034 9 หลายเดือนก่อน +3

    নাটকটা যতক্ষণ দেখলাম প্রথম অথবা শেষ পর্যন্ত সারাক্ষণ ফ্যামিলির কথা মনে পড়ল কারণ এই কাহিনীর মধ্যে আমার জীবনের অনেক কিছু জড়িয়ে আছে বাস্তবের সাথে মিলে গেল

  • @shanawaz4387
    @shanawaz4387 ปีที่แล้ว +4

    নাটক চিনেমা গুলো এমন বাস্তবধর্মী হওয়া দরকার যেনো এগুলো দেখে ছেলে মেয়েরা বাস্তবতা বুঝতে পারে এবং বুঝে জীবন চলতে পারে । সংসার যারা চালায় তারা কিভাবে চালায় কত ত্যাগ করে বাবা মা এগুলো বুঝা দরকার ।

  • @saariftravel5492
    @saariftravel5492 ปีที่แล้ว +5

    আমরা পরিবারের বড় ছেলে মধ্যে বিত্য , পরিবারের দায়িত্ব নেওয়া আমাদের কর্তব্য 👍👉🔔♥️

  • @MdRubel_136
    @MdRubel_136 ปีที่แล้ว +3

    এক কথায় নাটকটি অসাধারণ হয়েছে ❤❤পার্ট টু চাই

  • @techbangla16
    @techbangla16 ปีที่แล้ว +6

    আসলে নাটকটার মর্ম বুজবে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা 😢😢😢

  • @rohoulamin5805
    @rohoulamin5805 ปีที่แล้ว +3

    অসাধারণ বাস্তব জীবন তুলে দরছেন নাটকের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ নির্মাতা প্রতিষ্ঠান কে।

  • @niloynayeem208
    @niloynayeem208 ปีที่แล้ว +2

    আসলে কি বলবো,, ভাষা খুজে পাচ্ছি না, 😅 পরিস্থিতির সাথে মিলে গেল 💔🙂।

  • @abubakkorsiddik55
    @abubakkorsiddik55 ปีที่แล้ว +4

    প্রতিটি বাবা যে কত কষ্ট করে,,আমরা সন্তান রা বুঝি না আমাদের শখ আল্লাদ সব পূরণ করার জন্য বাবা যে সারাদিন কত কষ্ট করে।

  • @mdyasinbk7647
    @mdyasinbk7647 ปีที่แล้ว +4

    বেশি কিছু বলার মূহুর্ত এখন নেই 😢 এটাই আমাদের জীবন, মধ্যবিত্ত পরিবারের প্রতি দিন এভাবে চলে😢

  • @lalcahnmondol
    @lalcahnmondol ปีที่แล้ว +2

    কঠিন বাস্তব এর নাটক,, এমন নাটক পুরস্কার দেওয়া দরকার ❤,,

  • @MdSumon-mh5si
    @MdSumon-mh5si ปีที่แล้ว +5

    তারিক আনামের জন্য নাটক দেখা।
    উনার প্রতিটি কাজই অসাধারণ

  • @rafidulislam7313
    @rafidulislam7313 ปีที่แล้ว +4

    শেষ টা দেখে চুমুকে গেছি।🥺
    সুন্দর ভালোবাসা এতো খারাপ হয়,, বাস্তবে এমন শিকার হচ্ছে ৫০% পরিবার।
    তবুও দিন শেষে একটা কথায় বলবো।
    আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি❤

  • @NoName-g9l5d
    @NoName-g9l5d 10 หลายเดือนก่อน +4

    অনেক অনেক কান্না করেছি নাটক টা দেখে নাটকের বড়ো ছেলেটা আমি যে লাইক দিবো আমার কান্না করার জন্য নাটক টা দেখবো 😢😢

  • @saariftravel5492
    @saariftravel5492 ปีที่แล้ว +3

    আমরা পরিবারের বড় ছেলে মধ্যে বিত্য পরিবারের দায়িত্ব নেওয়া আমাদের কর্তব্য 👍👉🔔♥️

  • @saidatakuar5420
    @saidatakuar5420 ปีที่แล้ว +3

    সত্যি নাটক টা অসাধারণ ❤
    নাটক টা দেখে কখন যে চোখ দিয়ে পানি বের হয়ে গেলো বুঝতেই পারিনি😢
    আব্বুর কথা মনে পড়ে গেলো😢😢

  • @MahmudHasan-li2dw
    @MahmudHasan-li2dw 9 หลายเดือนก่อน +1

    আমার লাইফে দেখা নাটকের মধ্যে এটি অন্যতম সেরা নাটক 🖤 এখানে আমাদের মতো মধ্যবিওদের জীবনি ফুটে ওঠেছে 😊

  • @mdrahathowlader3149
    @mdrahathowlader3149 6 หลายเดือนก่อน +6

    নাটক টার ভিউ হবার কথা ছিল ২০মিলিয়ন কিন্তু আমাদের বাংলাদেশ বলে কথা। প্রেম,ভালবাসা নাটকের প্রতিই বেশি আকৃষ্ট।

  • @JahirulIslam-o9t
    @JahirulIslam-o9t ปีที่แล้ว +3

    এই প্রথম নাটক দেখে চোখে পানি এলো।পুরো বাস্তবতা নাটক জীবন নিয়ে।

  • @nayandas4883
    @nayandas4883 ปีที่แล้ว +5

    আমিও মধ্যবিত্ত আমার সাথে বাস্তবতা ও নাটক মিল আছে 😢😢😢

  • @MHTitas-r2p
    @MHTitas-r2p 10 หลายเดือนก่อน +2

    নাটকটা অনেকের বাস্তব জীবনের সাথে মিলে ঝায়,নাটকে বর্তমান পরিস্থিতি খুবি সুন্দর ভাবে তুলে ধরেছে,কথা সংলাপ গুলো অসাধারন,বিসেষ করে বাবার যায়গা থেকে তার কথাগুলো অসম্ভব সুন্দর ছিল,আসলো বাংলা নাটকের তুলনা কোন কিছু দিয়ে হয় না,ধন্যবাদ পরিচালক সহ সকল অভীনেতাদের কে,আমাদের কে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য,ইয়াস রহমান আমার খুবি পছন্দের একজন অভীনেতা❤তার অভীনয় কথা বলার স্টাইল আমার খুবি ভাল লাগে,তার সব নাটক ইউটিউব এ সার্চ করে দেখি

  • @kaisarhamid3204
    @kaisarhamid3204 ปีที่แล้ว +2

    কি নাটক রে ভাই পুরা ৩০ মিনিট চোখের কোনায় পানি চিলো..ধন্যবাদ পুরা টিম সবাইকে ❤️

  • @sahidasahida3061
    @sahidasahida3061 ปีที่แล้ว +1

    ইয়াস রোহান প্রতিটি নাটক হ্নদয় ছুঁয়ে যায় অনেক অনেক ভালো লাগলো 😢😢😢😢 কান্না ধরে রাখতে পারলাম না 😢😢😢😢😢😢

  • @fouziarahman2054
    @fouziarahman2054 ปีที่แล้ว +5

    এত সুন্দর অভিনয়, এত সুন্দর করে বাস্তবতাকে তুলে ধরেছে।তবুও লাইক,ভিউ এত কম কেন???
    মন ছুঁয়ে গেছে নাটকটা🙂
    চোখের পানি ধরে রাখতে পারিনি🙂
    আমাদের চারপাশে এমন লাখো মধ্যবিত্ত রাতের আঁধারে কাঁদছে। কিন্তু তাদের কান্না আমাদের চোখে পড়ে না।তাদের কান্না নিয়ে নিউজ হয় না। উচ্চবিত্ত কাঁদলে টিভির হেড লাইনে চলে আসে।নিম্নবিত্তকে নিয়ে পত্রিকায় লেখালেখি হয়,এতজন মানুষ মানবেতর জীবনযাপন করছে। 😊
    কিন্তু মধ্যবিত্তদের চোখের পানি এভাবে আড়ালেই থেকে যায় যুগের পর যুগ ধরে😅

  • @md.shahanuralam1527
    @md.shahanuralam1527 ปีที่แล้ว +2

    এক কথায় মধ্যবৃত্ত মানেই বুক পকেট জীবন😢🥀🖤!!

  • @worldnews4392
    @worldnews4392 ปีที่แล้ว +4

    হতাশায় ডুবে আছে এই শহরের মধ্যবিও পরিবার গুলো😭 তবে হ্যাঁ কান্না আসলেও, কান্না করা যাবেনা😭 ভালো থাকুক এমন বাবারা, ভালো থাকুক আমাদের পরিবারের মতো এমন পরিবারগুলো😭🤲

  • @didarulislam3601
    @didarulislam3601 ปีที่แล้ว +2

    এত বাস্তবধর্মী নাটক আমি জীবনের প্রথম দেখলাম। পরিচালক সাহেবের,অসংখ্য ধন্যবাদ।

  • @naimmiah-mh8zp
    @naimmiah-mh8zp ปีที่แล้ว +4

    অনেক ধন্যবাদ এরকম একটা নাটক উপহার দেয়ার জন্য 😢

  • @mdmijanvai5790
    @mdmijanvai5790 ปีที่แล้ว +5

    নাটকটি সময় উপযোগী। জিবনে হাজারো মানুষ এই পরিস্থিতির সাথে যুদ্ধ করে আসছে। নিজের সব ইচ্ছা, আবদার, আকাঙ্ক্ষা সব কিছু ভুলে গিয়ে পরিস্থিতির সাথে লড়াই করে চলছে। 😓😓

  • @mdmirajraj-n5x
    @mdmirajraj-n5x ปีที่แล้ว +3

    সত্যিই চোখে পানি চলে আসলো😢

  • @Nasimalfarhan
    @Nasimalfarhan ปีที่แล้ว +2

    এক কথায় অসাধারণ একটি নাটক। মধ্যবিত্ত পরিবারের মানুষ নাটকটা দেখে কান্না করতে বাধ্য

  • @shohelmia2422
    @shohelmia2422 ปีที่แล้ว +5

    পৃথিবীর সেরা অভিনেতা মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

  • @ashishchakraborty6984
    @ashishchakraborty6984 ปีที่แล้ว +2

    মধ্যবিত্ত পরিবারের জীবনবেদ । অসাধারণ উপস্থাস্পনা । স্বল্প সঞ্চয়ের মাটির পাত্র নিয়ে দুই স্বামী স্ত্রী র কাড়াকাড়ি মনে থাকবে । মন ছুঁয়ে গেলো ।

  • @sojibsr1830
    @sojibsr1830 ปีที่แล้ว +4

    অসাধারণ 😮

  • @RitaBarua-g8u
    @RitaBarua-g8u 10 หลายเดือนก่อน +4

    আমার মতো কে কে ইয়াস রোহানকে পছন্দ করেন

  • @ShahanajRupa-g5g
    @ShahanajRupa-g5g 10 หลายเดือนก่อน +3

    জীবনের সাথে মিলে গেল কিছুটা।নীতি, আদর্শ আর আত্মসম্মান এই ৩ টা জিনিস মধ্যবিত্তদের আছে। আর কিছু নেই। তাদের সমস্যা চাইলে কেউ সমাধান করতে পারে না আবার চাইলেও বের হতে বা মুক্ত হতে পারে না।

  • @mdfoysolmiah5376
    @mdfoysolmiah5376 ปีที่แล้ว +7

    এই নাটকটি যদি অপুর্ব অথবা আফরান নিশু করতো তাহলে হয়তো ভাইরাল হতো,,, কিন্তু তাদের চেয়ে হাজার গুন ভাল অভিনয় করছে ইয়াস রুহান এক কথা অসাধারণ,, সবার অভিনয় সুন্দর হয়েছে।

  • @ahmedtanvir5567
    @ahmedtanvir5567 ปีที่แล้ว +4

    😪😪😭😭 চোখে পানি চলে এসেছে,,,খুব ইচ্ছা করছে অনেক জোরে চিৎকার করে কাদতে কিন্তু উপায় নেয়

  • @MdSalim-jc9vd
    @MdSalim-jc9vd ปีที่แล้ว +3

    এই নাটকটা আসলে অনেক সুন্দর😂😂😂😂😂😂

  • @tanishamaha6372
    @tanishamaha6372 ปีที่แล้ว +4

    নাটকা অনেক সুন্দর ❤ কিন্তু অনেক কষ্টের ও 😔

  • @নাহা-Rouza
    @নাহা-Rouza ปีที่แล้ว +3

    ইয়াশ রোহানের নাটক গুলো খুব সুন্দর হয়

  • @BanditaRoy-bg8ry
    @BanditaRoy-bg8ry ปีที่แล้ว +3

    ভারত থেকে বলছি সত্যি অসাধারণ 👍🏼❤️🇮🇳🇮🇳

  • @SirajulIslam-hs7jf
    @SirajulIslam-hs7jf ปีที่แล้ว +3

    এই বাস্তবতা গুলো শুধু মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাই বুঝে😢😢

  • @sagarsamadder7100
    @sagarsamadder7100 9 หลายเดือนก่อน +3

    আমার দেখা জীবনের সেরা একটি নাটক।

  • @helalahmef594
    @helalahmef594 ปีที่แล้ว +2

    কি বলবো আসলে ভাষা হারিয়ে ফেলেছি, চোখের কোনে জল এসে গেছে, বুকটা ছটফট করছে 😢😢😢😢💔💔🥹🥹🥹

  • @engineermonirhossain7627
    @engineermonirhossain7627 ปีที่แล้ว +4

    এক নাটকে একটি বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হলো

    • @miskatsorif9382
      @miskatsorif9382 ปีที่แล้ว

      ঠিক খানকির পোলা 😮😮

  • @saykotosman6358
    @saykotosman6358 ปีที่แล้ว +3

    নাটক টা আমার জিবন এর সাথে ও কিছু কিছু মিলে। বলার ভাষা নেই বাবারা আমাদের জন্য অনেক কস্ট করে পৃথিবীর সব পুরুষ খারাপ কিন্তু একটাও খারাপ বাবা নেই। আই লাভ ইউ বাবা ❤❤

  • @tofazzalhossain9644
    @tofazzalhossain9644 ปีที่แล้ว +1

    বাস্তবতার সাথে অনেক মিল।অসাধারণ একটা নাটক। অনেক মানুষের জীবনের বাস্তব গল্প খুঁজে পাওয়া যায়।

  • @afsarasamiha7345
    @afsarasamiha7345 ปีที่แล้ว +5

    এই নাটক গুলো দেখলে এটা স্পষ্ট হয় যে, শুধু বাবাদের ইনকাম এ সংসার চলে না, সাথে মা এর ইনকাম এরও প্রয়োজন হয় এবং ভার্সিটি তে উঠতে উঠতেই ছেলে মেয়েদের নিজেদের ইনকাম শুরু করতে হবে নিজেদের শখ আহ্লাদ পূরণ করার জন্যে। আর অবশ্যই অবশ্যই প্রেম করা যাবে না, নিম্নমধ্যবিত্ত জীবনে প্রেমে পড়া একটা অভিশাপ। ধন্যবাদ পরিচালককে এমন বাস্তবধর্মী নাটক তৈরি করার জন্য।

  • @Officials-Rasel-ahad
    @Officials-Rasel-ahad ปีที่แล้ว +2

    আমি এই নাটক এর,,,, ২ য়,,, পাঠ চাই চাই চাই,,,,, কারণ এই নাটক টা আমাদের অনেক কের জীবন পালটাই দিছে😢😢😢😢😢😢😢😢😢

  • @MohammadShovon-ce4nl
    @MohammadShovon-ce4nl ปีที่แล้ว +4

    নাটক টা সত্যি অনেক ভালো লাস্ট চোখে পানি আসলো মধ্যবিত্ত কষ্ট এমনি

  • @RipanChakma-c4s
    @RipanChakma-c4s ปีที่แล้ว +1

    বাংলা দেশের নাটকগুলো যতই দেখি ততই মুগ্ধ হই ❤❤❤

  • @mdariyan513
    @mdariyan513 ปีที่แล้ว +3

    জদিও এটা নাটক তবুও এটা বাস্তব❤

  • @thomas-babu
    @thomas-babu 7 วันที่ผ่านมา +1

    এটি একটি অসম্পূর্ণ গল্প সঙ্গে প্রতিটি অসম্পূর্ণ পৃষ্ঠায় একটি নতুন গল্প। এটি শেষ নয়, একটি নতুন যাত্রার শুরু।

  • @ummeyjubeda2585
    @ummeyjubeda2585 ปีที่แล้ว +3

    নাটক এতো সুন্দর হতে পারে না দেখলে বিশ্বাসই করতাম না।

  • @AfranOsmani4632
    @AfranOsmani4632 ปีที่แล้ว +2

    খুব বাস্তব ধর্মী নাটক। ধন্যবাদ পরিচালককে,এবং নাটকে অভিনেতা ও অভিনেত্রীদের।

  • @mdsahlom6769
    @mdsahlom6769 10 หลายเดือนก่อน +4

    চোখে পানি আটকে রাখতে পারলাম না 😢😢

  • @anwarHossain-be7ll
    @anwarHossain-be7ll ปีที่แล้ว +1

    নাটকের কাহিনীটা আমাদের জীবনের সাথে অনেক মিল আছে জেনি কাহিদা লিখেছেন তাকে অনেক ধন্যবাদ এটাই বাস্তবতা আর এটাই জীবন এভাবেই বেঁচে থাকতে হবে আমাদের সবার😢😢😢

  • @Najim_Uddin
    @Najim_Uddin 9 หลายเดือนก่อน +12

    নাটকের ভিউ দেখে অবাক হচ্ছি।।সত্যিই রুচির দুর্ভিক্ষ চলতেছে
    এই নাটক ভিউ না হলে আর কোনটা ভিউ হবে???ব্যাচেলর পয়েন্ট নামের অশ্লীল নাটক গুলো???? 😡😡

  • @mohammedsohel353
    @mohammedsohel353 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ আমি সবসময় সুখী জীবনে কোন কিছুর অতিরিক্ত আশা করি না

  • @rahadahmed1181
    @rahadahmed1181 ปีที่แล้ว +2

    বাস্তব সত্য তুলে এনেছেন নাটকের মাধ্যমে সকলের অভিনয় অসাধারণ হয়েছে।

  • @islamahmed3725
    @islamahmed3725 ปีที่แล้ว +3

    প্রতিটা মধ্যেবিও পরিবারের বড় ছেলে প্রতি নিওতো হাজার ও শ্রম দিয়ে পরিবারের মুখে হাসি ফুটায় 😊

    • @mdkhukon1007-p4q
      @mdkhukon1007-p4q ปีที่แล้ว

      মনে হয় আপনি পরিবারের বড় ছেলে 😢

  • @AbulkalamAzad-lx1tm
    @AbulkalamAzad-lx1tm ปีที่แล้ว +2

    খুবি সুন্দর ও শিখা মুল্ক একটা নাটক এতে হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষা নিবে কাউকে বিশ্বাস করার আগে ১০০ বার বাববে আরেকটা কথা কখনো কোনো কিছুতে লুভ করতে নেই বাবার সংসারে জেমন ই থাকুনা কেন আলহামদুলিল্লাহ ❤❤❤বাবা মানে গাছের ছায়া শক্ত ডাল লাভ ইউ বাবা 😢😢😢 আর এ নাটকের ২য় পাট বানালে আর সুন্দর হবে নাটকের শেষটা হয়নি

  • @rokibuddin1356
    @rokibuddin1356 ปีที่แล้ว +3

    বড্ড ক্লান্ত লাগে,একটু ছুটি দে বাপ!😓
    বাবার এই অসহায়ত্ব কথাটা নাহ কলিজা ছিড়ে গেছে।💔😭