SSC Recruitment Case। সুপ্রিম কোর্টে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষকেরা!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 เม.ย. 2024
  • হাই কোর্টের এসএসসি রায়ের পরের দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে চাকরি হারানো শিক্ষকেরা কলকাতার শহীদ মিনারের সামনে জমায়েত করেন। সেখান থেকেই তাঁরা সুপ্রিম কোর্টে লড়ার প্রস্তুতি নিতে চলেছেন
    আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: www.anandabazar.com/video

ความคิดเห็น • 3.1K

  • @sobujdasgupoto7832
    @sobujdasgupoto7832 3 หลายเดือนก่อน +491

    যারা চাকরি পাইনি তাঁদের মধ্যে অনেক আত্মহত্যা করে ছে চাকরি পাইনাই বলে তাহলে তাঁদের পরিবারের এখন কেমন আছে কেউ কি খোঁজ নিয়েছে, দায় টা কার??????

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

    • @sukanyasdiary9448
      @sukanyasdiary9448 3 หลายเดือนก่อน +11

      sotti toh etodin kothy chilo

    • @bibhutibhushanroy7712
      @bibhutibhushanroy7712 3 หลายเดือนก่อน

      চাকরি হারানোর পরে আত্মহত্যার কথা মাথায় আসছে, আর যে যোগ্য প্রার্থীরা চাকরি না পেয়ে অনেকে আত্মহত্যা করেছেন তাঁদের হয়ে কি একবারও আওয়াজ তুলেছিলেন যে, যেসব অযোগ্যরা চাকরি পেয়েছে তাদের রিজেক্ট করে যোগ্যদের চাকরি দেওয়া হোক। শুনুন যে যতই তাফালিং মারুন না কেন, আপনারা অনেকেই যোগ্য হয়ে, উপযুক্ত কোয়ালিফাইং নাম্বার পেয়েও, সরকারি চামচাদের টাকা না দিয়ে চাকরি পান নি এটা ৯৯% নিশ্চিত। আর কে কতো টাকা দিয়েছে তাও আপনারা অনেকেই জানেন, পারলে সত্যিটা তুলে ধরুন, তারপর নিজের যোগ্যতা প্রমান করুন এবং চাকরি করুন।

    • @samsershaikh8980
      @samsershaikh8980 3 หลายเดือนก่อน +11

      আমরা না মরে বেচে আছি।

    • @flowerflower5197
      @flowerflower5197 3 หลายเดือนก่อน +2

      Thik

  • @MDABDULLAH-iz1jf
    @MDABDULLAH-iz1jf 3 หลายเดือนก่อน +77

    আমরাও পড়াতে চাই, আমাদের দায় কে নেবেন?? আমার কিভাবে চলছে খোঁজ নিয়েছেন?? 😭😭so খুব ভালো রায় দিয়েছেন বিচার পতি কে,, ধন্যবাদ 😊

    • @therambler420
      @therambler420 3 หลายเดือนก่อน +1

      স্বার্থপরের মত কথা বলেন,
      আপনি তো একজন শিক্ষক হওয়ার যোগ্য না 😂

  • @suranjandas9503
    @suranjandas9503 3 หลายเดือนก่อน +40

    যিনি বললেন "এর দায় বিচার ব্যাবস্থা হবে " - এর থেকে অনেক কিছুই প্রমাণ হচ্ছে ! এই সমস্ত শিক্ষা ব্যবস্থায় প্রচুর অযোগ্য , সংকীর্ণ মস্তিষ্কের , ছোটলোক মাস্টার রয়েছে !! যা বোঝা যাচ্ছে ঠিক ভাবে evaluate হচ্ছে না শিক্ষকতার চাকরিতে !! খুব শীঘ্রই শিক্ষা ব্যবস্থা মূল থেকে পরিবর্তন করা উচিত !

    • @BerabarHatchani
      @BerabarHatchani 3 หลายเดือนก่อน

      Sorkar dhoya tulsi pata

  • @bibhutibhushanroy7712
    @bibhutibhushanroy7712 3 หลายเดือนก่อน +25

    যিনি বিচার ব্যবস্থার ওপর দায় চাপিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন, তিনি সরকারের ওপর কোনো দায় চাপান নি, এর অর্থ উনি যোগ্য হলেও সরকারি চামচার সহযোগিতা ছাড়া চাকরি পান নি এটা ১০০% নিশ্চিত।

  • @MANIDEEPADUTTADUTTA
    @MANIDEEPADUTTADUTTA 3 หลายเดือนก่อน +659

    আমরাও পড়াতে চেয়েছিলাম। কিন্তু এই দুর্নীতির জন্য আমরা কিছুই পেলাম না,রাস্তায় বসে থাকা ছাড়া।

    • @basantisantra4895
      @basantisantra4895 3 หลายเดือนก่อน

      যোগ্যতা থাকলে বিকাশ রঞ্জনবাবু এবং অভিজিৎ গাঙ্গুলীর কাছে গেলেই একটা কেশ করতে বলতো আর সঙ্গে সঙ্গে আপনারও একটা চাকরি হয়ে যেতো। ঠিক যেভাবে অঙ্কিতা, অনামিকার চাকরি হয়েছে। তারপর ওরা যেমন আজ পথে বসে কাঁদছে আপনিও ওদের পাশাপাশি দাঁড়িয়ে কান্নাটা ভাগ করে নিতেন। খুব ভালোই হতো। অন্তত আপনার মতো একজন মেধাবী প্রার্থীকে ওরা পাশে পেত। চাকরি না পাওয়ার থেকে পেয়েও হারানোর কি যন্ত্রণা খুব ভালো করে টের পেতেন।

    • @jagadinduchakraborty8730
      @jagadinduchakraborty8730 3 หลายเดือนก่อน +19

      কি করে পড়াবে? শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড কি আছে এদের? সমস্ত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ এরাই নষ্ট করে দিচ্ছে কারণ কি করে পড়াবে?

    • @Anweshayoutubeshorts
      @Anweshayoutubeshorts 3 หลายเดือนก่อน +5

      🙏 tumar valo hoy
      Joy shri ram 🚩

    • @mousumiadhikary2627
      @mousumiadhikary2627 3 หลายเดือนก่อน +13

      এরা এখন টিকটক করুক

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 3 หลายเดือนก่อน +4

      ​@@jagadinduchakraborty8730era porabe A for amrela 😂😂😂

  • @Caringcrayons
    @Caringcrayons 3 หลายเดือนก่อน +83

    সত্যি বলতে যোগ্য অযোগ্য বিচার করা খুব কঠিন এই মুহূর্তে।। যারা অযোগ্য তারাও এখন অনেক কথা বানিয়ে বলবেন,, অনেক অজুহাত দেবেন।।

    • @SARUP74
      @SARUP74 3 หลายเดือนก่อน +1

      Ekdom thik ...ajjogo Rao vason debe aakhon

    • @niloysharma3558
      @niloysharma3558 3 หลายเดือนก่อน

      যান যারা টাকা ঘুষ দিয়ে চাকরি করছে লাখ লাখ কালো টাকা তাদের বিচার হবেই। আজ যোগ্য চাকরি চাকরিজীবীরা 2016 সালের যদি রাস্তার পাশে বসে থাকা ওই ছেলে মেয়ের গুলোর কান্না তাদের চোখে পড়েনি নিজেদের স্বার্থসিদ্ধি চরিতার্থ হয়েছে, এই ভেবে বসেছিল যদি তারা ওই ছেলে মেয়ে গুলোর পাশে গিয়ে দাঁড়াতো আজকে হয়তো তাদের এই দিন দেখতে হতো না তাহলে হয়তো সকল যোগ্যরাই চাকরি প্রার্থী হতো। তাই তুষের আগুনের নাই সত্যের বিচার হচ্ছে।

  • @rajandawndawn3714
    @rajandawndawn3714 3 หลายเดือนก่อน +17

    West bengal board er ami student ...আমি নির্ভয়ে
    সোচ্চার কন্ঠে জানাই এঁনারা যতই গলা বাজি করে নিজেদের সততার প্রমাণ দেন না কেন,
    শিক্ষকতায় এঁদের (যাঁরা চাকরিহারা শুধু তারা নন,maximum 98%west bengal teacher..ra teacher name কলঙ্ক) গাফিলতির চাকার নীচে আমার পৃষ্ট। সেই sob teacher er ra ekhon khub i rare jader porano tane every day school jete icche hoto.এরা সরকারের বেতন পোষিত নিছক রেশন dealer. ধিক্কার জানাই। এঁদের ব্যবহার er jonno amar school jete valo lagto no .Onke flaw ache west bengal er education system. আগে শিক্ষকরা যেন সদ্ব্যবহার এর পাঠ নিয়ে আসুন ,তার পর
    বিদ্যামন্দিরে যান।আপনারা ঠিক করে পারলে ,tuition naoer dorker pore na almost, support hoi.
    Nijeder change korun nahole west bengal hoejabe waste bengal.

  • @ashishroy2806
    @ashishroy2806 3 หลายเดือนก่อน +23

    যেভাবে চাকরি পেয়েছ সেভাবেই চাকরি গেছে দুঃখ পাওয়ার কোনো কষ্ট নেই

    • @bapibiswas8520
      @bapibiswas8520 3 หลายเดือนก่อน +2

      এদের মধ্যে সবাই তো আর টাকা দিয়ে চাকরি পায়নি, বহু ক্যান্ডিডেট আছে যারা স্বচ্ছভাবে পরিশ্রম করে চাকরি পেয়েছে তারা কেন বাদ যাবে। আর আপনি কিভাবে ভাবছেন যে সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে । ভারতীয় সংবিধান অনুযায়ী যদি 100 জনের মধ্যে একজন নিরপরাধ মানুষ থাকে তাহলে তার যোগ্য বিচার হবে ।

    • @ux_98
      @ux_98 8 วันที่ผ่านมา

      @@bapibiswas8520 Bash ta mone hochhe tumio kheyecho

  • @railwaybala
    @railwaybala 3 หลายเดือนก่อน +80

    আমি তো পড়াশোনা করে দুর্নীতি র জন্য চাকরি ই পাইনি। তাহলে ভাবুন আমরা কি করে সংসার চালাচ্ছি। আমাদের সামাজিক অবস্থান কি?

    • @afsanahaque7677
      @afsanahaque7677 3 หลายเดือนก่อน +5

      একদম।
      আত্মহত্যার ভয় দেখাচ্ছে। সৎ ভাবে পেলে হাইকোর্ট কেনো সুপ্রিমকোর্ট বললেও বুক ফুলিয়ে বলতে পারতো এরা যে প্রমাণ হোক খাতায় সব কথা বলবে।
      কই কারো মুখে তো এই লাইন টা শুনতে পেলাম না।

    • @arunmitra1000
      @arunmitra1000 3 หลายเดือนก่อน

      sob kotaar chai tax payer er takaye secure sarkari chakri. Etoi jodi teacher hobaar shokh private school e chakri ne. Ta nebe na. sarkari takaye furti korbe saaraa jibon.

  • @darksoul422
    @darksoul422 3 หลายเดือนก่อน +267

    ন্যাকা মিটা কম করুন বুঝলেন তো। সবাই যদি যোগ্য হবেই তাহলে হাই কোর্ট পাগল হয়নি যে এরকম একটা পদক্ষেপ নেবে।

    • @arnabgaming7872
      @arnabgaming7872 3 หลายเดือนก่อน +16

      একদম একদম ,আপনার কথায় আমি ১০০% সহমত

    • @crazybapu7649
      @crazybapu7649 3 หลายเดือนก่อน

      sotti suicide korar nakami chodache....jara joggo hoyeo chakri payni tara kivabe diner por din andolon kore jachen tader man sonman nei.. naki tara manus na ....sudhu nijer vabchen didi... suicide ar humki kake dichen kore nen tate kichu lav hobe na

    • @abhinibeshghosh1742
      @abhinibeshghosh1742 3 หลายเดือนก่อน +6

      Court bachte parche na bolei eita diyeche

    • @chandranibhattacharjee7544
      @chandranibhattacharjee7544 3 หลายเดือนก่อน +3

      Akdom thik bolechen akhon sobai ei swachho

    • @tapasdatta8406
      @tapasdatta8406 3 หลายเดือนก่อน +2

      ​@@arnabgaming7872ekmot. Sobai bolche se joggo, bakira ojoggo. Keu ki vabe proman korbe se joggo?

  • @sundarranna4132
    @sundarranna4132 3 หลายเดือนก่อน +10

    আমি nine ten, eleven twelve দুটো তেই পাশ করেছিলাম, কিন্তু interview পর্যন্ত পৌঁছাতে পারেনি কারন 20 লক্ষ টাকা আমার কাছে নেই । ভাগ্যিস ছিল না,থাকলে হয়তো আমি ও এই ভুল টা করে বসতাম আর আজ আমাকেও এই দিনটার সন্মুখীন হতে হত। Depression থেকে নিজেকে বাঁচাতে আর নিজেকে ব্যস্ত রাখতে আমি you tube এ রান্না দেখাই বাড়ির কোন সাপোর্ট পাই না ঠিকই কিন্তু আমার খুব ভালো লাগে কারণ আমি রান্না ও ভালো পারি আমি চাই আমার রান্না অনেকের মধ্যে পৌঁছে দিতে। আপনারা সকলে আশির্বাদ করবেন যাতে আমি বাকি দিনগুলো এই ভাবেই কাটিয়ে দিতে পারি , কারণ আমার বয়স পার হয়ে গেছে আর পরীক্ষায় বসার সুযোগ পাব না।

    • @SumanaPaul
      @SumanaPaul 3 หลายเดือนก่อน

      ❤️

  • @afsanahaque7677
    @afsanahaque7677 3 หลายเดือนก่อน +21

    আত্মহত্যা এর পথ টা হয়তো বাছতে হতো না যদি সৎ পথে চাকরি টা নিতেন।
    কি করে বুঝবো বলুন আপনি যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছেন।চিৎকার করে লাভ নেই প্রমাণ করুন নাহলে যিনি এর পেছনে আছে তাকে ধরুন।

    • @popatlal97
      @popatlal97 3 หลายเดือนก่อน

      Suicide Kora bole blackmailing omg

    • @user-rk6kl3id5b
      @user-rk6kl3id5b 3 หลายเดือนก่อน

      Eakta pannel te 100% csam hote pare na....Amader bichar babosthar gafiloti je Amra asol chor der dhorte pari ni......Tar jhonno puro pannel batil eta puro tai Amanobik....Ajke oneakei shasok sherinir nijer Godi bachate oneak niroporadh der
      saja holo

  • @kakalisarkar8358
    @kakalisarkar8358 3 หลายเดือนก่อน +435

    মুখ্যমন্ত্রী কে হেফাজতে নেওয়া উচিত বলে আমরা মনে করি।

    • @priyavassarker8070
      @priyavassarker8070 3 หลายเดือนก่อน

      Nebe na Delhi te giye majhe sajhe blo*j*b diye ase

    • @cayocan1
      @cayocan1 3 หลายเดือนก่อน

      Er modhyeo nongra politics chaliye jachho! Haramjada partyr haramjada andhobhakta

    • @lakshmikantapandit1505
      @lakshmikantapandit1505 3 หลายเดือนก่อน +6

      Kichui hobe na voter bazar cholche 😅😅😅😅 supreme court ei ray cancel kore debe

    • @AjitDas-pf3kr
      @AjitDas-pf3kr 3 หลายเดือนก่อน +1

      TIK BOLECHEN

    • @KOUSHIKBARMAN-fk2xt
      @KOUSHIKBARMAN-fk2xt 3 หลายเดือนก่อน +1

      Vote result kobe

  • @sanjitpaul2311
    @sanjitpaul2311 3 หลายเดือนก่อน +23

    এরকম একটা কিছুর দরকার ছিল। নাহলে যোগ্যদের বাতিল করে অযোগ্যদের চাকরি হতেই থাকত। এখন অযোগ্য রা টাকা দেওয়ার আগে ভাববে। সবার মনে ঢুকে গিয়েছিল যে মেধা নয়, টাকা হলে চাকরি হয় কিন্তু এই রায় বহাল থাকলে সবার কাছে একটা বার্তা যাবে যে টাকা দিয়ে চাকরি কিনলে চাকরি বাতিল হয়ে যেতে পারে, বেতনের টাকাও ফেরত দিতে হতে পারে। এখান থেকে শুরু হয়েছে, সব জায়গাতেই যেন এরকম ব্যবস্থা নেওয়া হয়। বেতনের থেকেও সম্পত্তি কয়েকগুণ বেশি হয়ে যাচ্ছে সরকারী কর্মচারীদের। যার এগুলো দেখার কথা তারও একই অবস্থা।

  • @unpopularmusiclife_Ashismaji
    @unpopularmusiclife_Ashismaji 3 หลายเดือนก่อน +13

    এখন সবাই নিজেকে যোগ্য শিক্ষক বলে প্রমাণ করার চেষ্টা করবে।
    এখন এখানে সবাই বলবে
    "আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি"।

  • @samareshpal2177
    @samareshpal2177 3 หลายเดือนก่อน +34

    আজ আর না বলে থাকতে পারলাম না।
    1.আপনার তো শিক্ষক?
    2.কোট কি বলেছে ভালো করে দেখুন ।
    3.আপনারা যদি যোগ্য হন ,তাহলে অসুবিধা কথায়। আপনা দের নিয়ে তো আবারও পরীক্ষা হবে।
    4. আর গলা ফাটিয়ে যোগ্য যোগ্য বলতে হবে কেনো,যোগ্যতা থাকে তাহলে পাশ করবে।
    ****** 1মাস পরতো পরীক্ষা ,যোগ্য হলে চাকরি থাকবে। চাকরী টা যদি টাকা দিয়ে কিনে থাকেন তাহলে যাবে ****
    শিক্ষক হয়ে 1টা মাস ধৈর্য ধরেতে পারছেন না ?
    গাছ তোলাতে বছরের পর বছর ধর্ন চালিয়ে যাছে,তারযে এতো দিন যোগ্য হয়েও চাকরী হারা।
    ভাবুন শিক্ষক রা ।
    ওনেক শিক্ষক বলছে এরপর যদি পরীক্ষা হয় পাশ পারবো,......
    লজ্জা করে না

    • @juelhalsana6504
      @juelhalsana6504 3 หลายเดือนก่อน

      Dur sala ra bose bose salary niba lockdown a r akon natok korcho Dak kamon laga

    • @worldofsuspense8311
      @worldofsuspense8311 3 หลายเดือนก่อน +1

      Konodin govt job er exam diyechis?
      Jadi ditis, tahole eirakam abaal er mato katha baltis na

  • @RajeshKumar-zw3tt
    @RajeshKumar-zw3tt 3 หลายเดือนก่อน +109

    এই যে ১৮০০০ যোগ্য শিক্ষক বলে দাবি করছে তারা তো চাকরি পাওয়ার পর রাস্তায় বসে ১২০০ টা দিন যারা আন্দোলন করছে তাদের পাশে তো একদিনও দেখতে পেলাম না। ওদের নিয়ে কাওকে কথা বলতেও দেখা যায়নি।

    • @arunmitra1000
      @arunmitra1000 3 หลายเดือนก่อน

      sob kotaar chai tax payer er takaye secure sarkari chakri. Etoi jodi teacher hobaar shokh private school e chakri ne. Ta nebe na. sarkari takaye furti korbe saaraa jibon.

  • @B.D.290
    @B.D.290 3 หลายเดือนก่อน +123

    এর জন্য বিচারব্যবস্থা কেন? যারা যোগ্য ও অযোগ্যদের মধ্যে পার্থক্য করলো না, যারা আদালতকে বিভ্রান্ত করল, যোগ্যদের ঢাল করে অযোগ্যদের আড়াল করল, আর সব থেকে বড় কথা, যারা দিনে দুপুরে চাকরি চুরি করল (না করলে এই দিনটাই দেখতে হত না) দোষটা তাদের।

    • @akhilpandey578
      @akhilpandey578 3 หลายเดือนก่อน +4

      সঠিক কথা বলেছেন ভাই।।

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

  • @indrani8891
    @indrani8891 3 หลายเดือนก่อน +7

    ভারত বর্ষের সকল মানুষের কাছে হাত জোড় করে অনুরোধ করছি শিক্ষাকে সম্মান করুন, টাকা দিয়ে চাকরি করে সকল যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। কান্না বা চিৎকার করে অন্যায় চাপা পড়ে যাবে না।

  • @sanchitaghosh4861
    @sanchitaghosh4861 3 หลายเดือนก่อน +8

    শুধুমাত্র যোগ্যদের জন্য শুভকামনা।।🙏অনেকের চোখের জল পড়েছে। সেইসব পাপ এর ফল যেনো ঈশ্বর তাদের দেন। সুস্থ ভাবে বাঁচুন, সৎ ভাবে বাঁচুন।🙏

  • @gourab1085
    @gourab1085 3 หลายเดือนก่อน +158

    আজকে যাদের কাজ চলে গেছে বলে, যারা কষ্ট পাচ্ছে নিশ্চয়ই কষ্ট পাওয়ার মতনই কথা। কিন্তু একবার ভেবে দেখুন যে মানুষগুলো যোগ্য হয়েও এতদিন কাজ পাইনি, রাস্তা ঝড়ে জলের মধ্যে বসেছিল। এতগুলো দিন লড়াই করেছে তাদেরও কিন্তু মানসিক অবস্থা ভালো ছিল না। তখন কিন্তু তারাও মরে যাওয়ার মতন অবস্থায় ছিল, কেউ কেউ বলছে শুনছি আমি লোন নিয়ে বাড়ি বানিয়েছি, আমি লোন নিয়ে গাড়ি বানিয়েছি, এখন আমি লোন মেটাবো কি করে? কিন্তু একবার ভেবে দেখুন। সেইসব মানুষগুলো যারা এতদিন প্রাপ্য চাকরি না পেয়ে রাস্তায় ঝড় জলে মধ্যে বসেছিল তাদের কাছে পেট ভর্তি করে খাওয়ার টাকা পর্যন্ত ছিল না তাদের কথা একবার কারো তখন মনে পড়েনি কিন্তু যাই হোক এটা কোন মতেই বিচার ব্যবস্থার দোষ হতে পারে না,, বিচারক কোন মতেই যারা ন্যায্য চাকরি প্রাপক এবং যারা ঘুষ খেয়ে চাকরি নিয়েছে তাদের কোনমতে আলাদা করতে পারেনি। তার জন্য তাদের এই ব্যবস্থা নিতে হয়েছে এর জন্য দায়ী শুধু যারা এরকম ভাবে নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে

    • @Nilimesh-Majumder
      @Nilimesh-Majumder 3 หลายเดือนก่อน +6

      যোগ্য এবং অযোগ্য আলাদা করতে পারে নি, তার জন্য শাস্তি পেতে হবে সবাই কে?? এটা কি নিরপেক্ষতা বলে মনে হয় আপনার??
      হ্যাঁ যারা যোগ্য হয়েও চাকরি পাননি এতদিন ধরে তাই বলে কিছু যোগ্য প্রার্থী যারা চাকরি পেয়েছিলো, তাদের চাকরি খোয়াতে হবে এখন!! এটা সমস্যার সমাধান বলে মনে হয় আপনার??
      নিজের হল না তাই বলে অন্যদের হতে দেবো না??
      নিজের কষ্ট লাঘব করতে গিয়ে অন্যকে কষ্টের মুখে ফেলে দেবো এটা আর যাই হোক কখনো সমাধান হতে পারে বলে আমার মনে হয় না!!

    • @gourab1085
      @gourab1085 3 หลายเดือนก่อน

      @@Nilimesh-Majumder ঠিক আছে তাহলে আপনি বলুন যোগ্য প্রার্থী আর যারা যোগ্য প্রার্থী না তাদের আলাদা করা যায় কিভাবে? যেখানে রাজ্য সরকার কোনমতে সাহায্য করতে পারছে না বাধ্য হয়ে হাইকোর্ট এই রায় দিতে বাধ্য হল।

    • @driptaroy7486
      @driptaroy7486 3 หลายเดือนก่อน

      যারা যোগ্য বলে দাবি করেছে তারা কি হলফ করে বলতে পারবে যে ২৩ লাখ applicant দের মধ্যে তাদের থেকে যোগ্য কেউ নেই যে ভাবে দূর্নীতি হয়েছে তাতে মুড়ি মুড়কি এক হয়ে গেছে। আর যারা বলছে হাইকোর্ট দায়ী তারা নয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছে এখন ফেরাতে হবে বলে রাগ করছে আর নয়তো অযোগ্য কিন্তু বাড়িতে বাপ বা মা চটি চাটা সমর্থক তাই আত্মহত্যার হুমকি দিচ্ছে।

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

    • @cactusfullofthorns1514
      @cactusfullofthorns1514 3 หลายเดือนก่อน +4

      Jara pathe bose tarao joggo hote pare sothik evaluation korle...ei sob teacher thekeo besi rank hobe...ssc ke sob clear korte bolun na..tahole to dudh ka dudh r pani ka pani hoye jai

  • @shyamalmodak1734
    @shyamalmodak1734 3 หลายเดือนก่อน +48

    ধন্যবাদ তাদেরকে যারা আইনি লড়াইয়ের মাধ্যমে এই রায় দান করাতে সক্ষম হয়েছে, তাদেরকে শতকোটি প্রণাম জানাই । আপনাদের লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে, সেইসব চাকরিপ্রার্থীরা বিশেষভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ অনেকদিন ধরে চাকরির আশায় দিন গুনছে। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই আশায় এখন বুক বাঁধতে পারবে যে পড়াশোনা করলে স্কুলের চাকরি পাওয়া যায় । ঘুষ দিয়ে সেটার ভবিষ্যৎ অনিশ্চিত

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

  • @shubhramukherjee42
    @shubhramukherjee42 3 หลายเดือนก่อน +20

    একদম সঠিক রায় এসেছে।
    তোমরা নিজেদের শিক্ষক শিক্ষিকা বলে পরিচয় দিচ্ছ।
    অথচ, যাদের কারণে এই পরিস্থিতি তাদের বিরুদ্ধে কোনো কথা নেই কেন?
    তারমানে, তোমরা আত্মবিশ্বাসী না।
    তোমাদের উচিত ছিলো সরকার কে চাপ দিয়ে কোর্টে আসল OMR জমা দেওয়ানো।
    তখন কেন চুপ করে বসেছিলে?
    কোর্ট তো বারবার সেই তথ্য প্রমাণ সহ চেয়েছিলো।

  • @cchakraborty2160
    @cchakraborty2160 3 หลายเดือนก่อน +4

    এই প্রতিবাদ, এই বেদনা, এই দুশ্চিন্তা সব কিছুই নীরব ছিল যতক্ষন অন্যেরা সহ্য করছিল... আর আজ পথে ঘাটে সহানুভূতি কুড়ানোর প্রতিযোগিতা...
    বেশ ভালো, এগিয়ে চলুন।
    আমরা নই তবে আমাদের গর্মেন্ট আপনাদের প্রতি খুব সহানুভূতিশীল ...

  • @sudiptahalder4950
    @sudiptahalder4950 3 หลายเดือนก่อน +123

    যারা বিচার ব্যবস্থা কে দোষী করছে, আসলে তারা অর্থের বিনিময়ে চাকরিটা পেয়েছে। এখনো বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যায়নি।স্যালুট মহামান্য হাইকোর্ট কে।

    • @KyariKatha
      @KyariKatha 3 หลายเดือนก่อน +1

      Early retirement niye kono judge kono nirdishto party join korchhe... R bichar byabostha bikri hoini !!! Very good... Andhera kayam rahe...😅

    • @g.s.bangla4565
      @g.s.bangla4565 3 หลายเดือนก่อน +8

      Tor eto patche keno ??? Koto taka diye chakri peyechis ??​@@KyariKatha

    • @KyariKatha
      @KyariKatha 3 หลายเดือนก่อน +1

      ​@@g.s.bangla4565... Keno tui taka diye o pasni ??? 😂😂😂

    • @abhinibeshghosh1742
      @abhinibeshghosh1742 3 หลายเดือนก่อน +2

      ​@@KyariKatha😂😂 4th june er por darana supreme Court tao niye nebo eto besi toder bok bok toh 😂

    • @Mr.PalUncut
      @Mr.PalUncut 3 หลายเดือนก่อน +4

      উনি বিচারক থাকাকালিন যা রায় দিয়েছে প্রতিটি সঠিক। কিন্তু ওনার মনে হয়েছে এবার রাজনীতিতে আসা উচিত তাই গেছে কিন্তু ওনার রায়গুলোতো আইন মে​নেই দিয়েছেন @@KyariKatha

  • @SukamalSarkar-ft1en
    @SukamalSarkar-ft1en 3 หลายเดือนก่อน +266

    আত্মহত্যা করতে হবে না আপনারা প্রত্যেকের বাড়ি থেকে আর দুজন করে নিয়ে চোরেদের বাড়ি ঘেরাও করুন

    • @babygirlmahisvlog9824
      @babygirlmahisvlog9824 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @dilipkumardeb6411
      @dilipkumardeb6411 3 หลายเดือนก่อน

      Atmahatter humki etao TMC sikhe diechhe

    • @nurabul239
      @nurabul239 3 หลายเดือนก่อน

      Suvendu r bari gherao korte hobe

    • @sukantamahata9764
      @sukantamahata9764 3 หลายเดือนก่อน

      😆😀😁😂😃😃😄😄😅

    • @Smile-el9no
      @Smile-el9no 3 หลายเดือนก่อน +11

      যে যাকে টাকা দিয়েছে সেখানে, গিয়ে তাদের আক্রমণ করছে না কেনো? দুজনেই সমান অপরাধী। তবে যতদূর মনে হয় যোগ্য ব্যক্তি র চাকরী আবার ফিরে পেতে পারে।

  • @arindamsunshine
    @arindamsunshine 3 หลายเดือนก่อน +2

    স্বচ্ছভাবে নিযুক্ত যোগ্য শিক্ষকদের প্রতি এটা চরম অন্যায় হচ্ছে। তাঁদের প্রতি পূর্ণ সহানুভূতি রইলো।

  • @RupchandSoren-yi7dg
    @RupchandSoren-yi7dg 3 หลายเดือนก่อน +6

    আমিও চাকরি করতে চেয়ে ছিলাম, টাকার জন্যে করতে পারেনি তাহলে আমি কি করবো। আমার মতো আরো অনেকেই আছেন। আপনার অপরাধ একটাই মুখ্যমন্ত্রী কে টাকা দিয়েছেন ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। টাকা তো আপনাদের অনেক আছে, ঘুষ দিয়ে চাকরি নিতে পারেন, চাকরি করে বা কি লাভ। যারা যোগ্য প্রার্থী তারাই নিবেন।

  • @sudipmaity2114
    @sudipmaity2114 3 หลายเดือนก่อน +42

    ওওও নিজেরা পেয়ে বেশ খুশি ছিলেন আর য়ারা এত দিন রাস্তায় বসে চোখের জল ফেলছিল তাদের পাশে দাঁড়াতে তো কাউকে দেখিনি যদি আপনারা সুশিক্ষিত।

    • @rinkughosh90
      @rinkughosh90 3 หลายเดือนก่อน

      Sedin Jodi ora apnader support korto...taholei clear hyejeto Kara onyai vabe peyeche...lorai ta easy hoto...so court ke dos na diye oder uchit pisi bhaipo ke fasi kathe jholano....

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

    • @trinamitraghosh4266
      @trinamitraghosh4266 3 หลายเดือนก่อน +1

      একদম ঠিক

    • @pratyushdey7706
      @pratyushdey7706 3 หลายเดือนก่อน

      Thik bolechen

  • @sunandaroy1294
    @sunandaroy1294 3 หลายเดือนก่อน +405

    কেউ আত্মহত্যা করলে তার দায় বিচার ব্যবস্থার হওয়া উচিত না সেই সরকারের শীর্ষ নেতৃত্বের হওয়া উচিত যাদের প্রত্যক্ষ মদতে এই নিয়োগ হয়েছে?

    • @tarapadabiswas6391
      @tarapadabiswas6391 3 หลายเดือนก่อน

      আত্মহত‍্যার ভয় না দেখিয়ে অন‍্য কিছু কর 8 বৎসর তো চাকরী করলে। এখন অন‍্যদের সুযোগ দাও। রাজ‍্যে কোটি কোটি বেকার ছেলে রয়েছে। চাকরীর অভাবে তারা বিয়েও করতে পারেনি।

    • @Trueasmr-y3c
      @Trueasmr-y3c 3 หลายเดือนก่อน

      Momotar podotayg dorkar

    • @pkk5612
      @pkk5612 3 หลายเดือนก่อน +28

      this lady must have gotten the job by paying money

    • @priyavassarker8070
      @priyavassarker8070 3 หลายเดือนก่อน

      Suicide korle seta niyeo politics korbe eto joghonno era

    • @momsmania8780
      @momsmania8780 3 หลายเดือนก่อน +17

      are charun to...erao jane.....dos chotir...

  • @trinathmondal4957
    @trinathmondal4957 3 หลายเดือนก่อน +1

    যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ যারা সৎভাবে চাকুরী গিয়েছে, তাদের প্রতি আমি সমব্যথী জ্ঞাপন করি।

  • @Astrologer-qz5rf
    @Astrologer-qz5rf 3 หลายเดือนก่อน +2

    Need a proper investigation by the court for 2012,2014,2017 primary teacher recruitment also.

  • @Ghosh1
    @Ghosh1 3 หลายเดือนก่อน +129

    যারা যোগ্য প্রার্থী ছিল তারা যখন এতদিন ধরে সুসাইড করেনি তখন তোমরা কেন সুসাইট এর ধমকি দিচ্ছে

    • @amitsantra9518
      @amitsantra9518 3 หลายเดือนก่อน +3

      তারমানে কেউ চাকরী পেলেই সে মাটি মাল দিয়ে পেয়েছে?তাহলে এরপর যারা চাকরী পাবে ধরেই নেবেন সবাই মাটি মাল??

    • @swapankumar7239
      @swapankumar7239 3 หลายเดือนก่อน

      ভয় e esob bole nejeder sahos barachhe.

  • @jitdasjd2562
    @jitdasjd2562 3 หลายเดือนก่อน +37

    এত দিন কোথায় ছিলেন আপনারা, যারা দু বছর রাস্তায় বসে তাদের এসে এক বার দেখেছিলেন কেমন আছেন তারা সেই কষ্টের দিন গুলো, দু বছর বিনা পরিশ্রম করে মাইনে নিয়ে ছেন, এক বার ও কি সেই দিন ভেবে ছিলেন তাদের ও পরিবার আছে

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

  • @suranjandas9503
    @suranjandas9503 3 หลายเดือนก่อน +3

    আর আমরা তো পড়াশোনার লাইন ছেড়ে ,কঠিন কেন্দ্র সরকারি চাকরি পাওয়ার জন্য লড়াই করছি !! 99% মাস্টার খালি আরাম করবো এই মানসিকতা নিয়ে এসেছে বলেই আজ এই অবস্থা !! এই চাকরি তে এত দুর্নীতি হওয়ার একটাই কারণ কাজ হীনতা , আরাম , দায়িত্বহীনতা !!

  • @GNculture-jj9nm
    @GNculture-jj9nm 3 หลายเดือนก่อน +1

    সব নিয়োগ পদ্ধতি বাতিল করে নতুন করে নিয়োগ করা দরকার।
    এস এস সি পরীক্ষা বোড্ বাতিল করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা উচিত।
    নতুন বোড্ গঠন করে নিয়োগ করা দরকার।
    হাইকোর্ট ও সুপিমকোটকে অসংখ্য ধন্যবাদ সঠিক রায়ের জন্যে।

  • @rajeshsarkar2768
    @rajeshsarkar2768 3 หลายเดือนก่อน +154

    যে দিদি বললেন আমরা যে কোন মুহূর্তে আত্মহত্যা করতে পারি, এর দায় বিচার ব্যবস্থা হবে। আপনি কি একটু ভুল বললেন না? এর দায় বিচার ব্যবস্থা কেন এর দায় রাজ্য সরকার।

    • @rumanandi9809
      @rumanandi9809 3 หลายเดือนก่อน +14

      Sei Didi Mone hochhe taka diyechen....

    • @AnitaBiswas-nf6fr
      @AnitaBiswas-nf6fr 3 หลายเดือนก่อน

      Dos sarkarer hok r jari hok, jara genuine vuktovugi tara, rajniti korle tader cholbe na

    • @suranjandas9503
      @suranjandas9503 3 หลายเดือนก่อน

      ওনার কথা শুনে যা মনে হলো , ওনার শিক্ষকতা করার ন্যূনতম যোগ্যতা নেই !!

    • @shuvrashekharhazra7275
      @shuvrashekharhazra7275 3 หลายเดือนก่อน +10

      ওটা হয়তো ঘুষ দিয়েছে😂😂

    • @learningpoint9214
      @learningpoint9214 3 หลายเดือนก่อน

      Ei Mona hoi taka dea dhuka6ilo

  • @vivekroy1244
    @vivekroy1244 3 หลายเดือนก่อน +2

    আন্দোলন টা করুন সঠিক ডকুমেন্ট গুলো জানো কোর্ট e পেস করে,
    সঠিক কাগজ থাকলে কোর্ট সঠিক বিচার অবশ্যই করবেন

  • @BikiDas-bi7kb
    @BikiDas-bi7kb 3 หลายเดือนก่อน +1

    Khub sundor Decision. Salut High court

  • @rameshmahato2373
    @rameshmahato2373 3 หลายเดือนก่อน +315

    ন্যকা কান্না করে দূর্নীতির চাকরি ঢাকতে পারবেন! গান্ধীমূর্তির পাদদেশে বসে থাকা তাদের কথা একবারও ভেবেছেন?

    • @sumanparia6872
      @sumanparia6872 3 หลายเดือนก่อน +3

    • @sudiptadas6016
      @sudiptadas6016 3 หลายเดือนก่อน

      তাদের দূর্নীতির জন্য এরা দায়ী?

    • @sayandebghosh2681
      @sayandebghosh2681 3 หลายเดือนก่อน +4

      bhalo bolechen

    • @snehasishmaity6454
      @snehasishmaity6454 3 หลายเดือนก่อน +2

      Right

    • @rifanishamollah7639
      @rifanishamollah7639 3 หลายเดือนก่อน +5

      Gandhi murtir padodeshe giye tader degree ar result dekhe esechen naki? J eder songe tulona korechen? Ki kore janlen je eder theke valo result? Ar panel batil mane tara o chakri pabe na..

  • @Rituparna686
    @Rituparna686 3 หลายเดือนก่อน +270

    সবাই যদি যোগ্য হয়... তাহলে অযোগ্য কারা...🤔

    • @paramitaroy9089
      @paramitaroy9089 3 หลายเดือนก่อน +16

      Sob aksathe mishe jete chaiche.

    • @Rituparna686
      @Rituparna686 3 หลายเดือนก่อน +9

      @@paramitaroy9089 Hm tai mone hochhe

    • @ganitprobha9307
      @ganitprobha9307 3 หลายเดือนก่อน +4

      ​@@Rituparna686
      5K ঘুমিয়ে ছিলেন ? এনারা বাকি ১৯k এর মধ্যে একজন।

    • @snehasishmaity6454
      @snehasishmaity6454 3 หลายเดือนก่อน +2

      100 percent right

    • @KyariKatha
      @KyariKatha 3 หลายเดือนก่อน

      Jara 53 peyechhe... written a... List dekho

  • @bhaskarBasuChaudhury
    @bhaskarBasuChaudhury 3 หลายเดือนก่อน +1

    সরকারি স্কুলে তো পড়াশোনা হয় না !!
    মাস্টার মশাইরা প্রাইভেট টিউশনে ব্যস্ত থাকেন!!
    চারিদিকে ফাঁকা স্কুল পড়ে আছে !
    সেখানে স্কুল টিচারের দরকার কি ?
    এনারা আবার পড়াবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন !!

  • @bikashtrainlovers
    @bikashtrainlovers 3 หลายเดือนก่อน +1

    আশা করছি সুপ্রিম কোর্ট ব্যাপার ত বুঝবে অযোগ্য আর যোগ্য বিচার করবে ❤❤❤❤

  • @subirdas9810
    @subirdas9810 3 หลายเดือนก่อน +26

    সবাই দলবদ্ধভাবে গিয়ে যাদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাঁদের জনসমক্ষে হাজির করুন।

  • @pujaghosh4185
    @pujaghosh4185 3 หลายเดือนก่อน +23

    আপনারা তো সাদা খাতা জমা দিয়েও চাকরি করছিলেন ...এরকম কিছু হবে ভাবতে তো অবাক লাগবেই । একবার তাদের কথা ভাবুন যারা দীর্ঘ আট বছর হলো রাস্তায় বসে আছে .... কার সাথে ন্যায় হচ্ছে কার সাথে অন্যায় বোঝা যাচ্ছে না ঠিকই ,কিন্তু ওয়েস্ট বেঙ্গল র পরিস্থিতি খুব খারাপ ।

  • @kadarhossain6672
    @kadarhossain6672 3 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগছে আমার।তোমরা টাকা দিয়ে চাকরি করবে আর ট্যালেন্ট ছেলে মেয়েরা বসে থাকবে। যাইছে তাই অবস্থা,ঘুষ দিয়ে এসএসসি
    বোর্ড ৯ বছর পরীক্ষা হয় না,আমার জীবন থেকে৯ বছর চলে গেল ফি রিয়ে দিতে পারবেন।

  • @trinathmondal4957
    @trinathmondal4957 3 หลายเดือนก่อน +1

    যোগ্যদের চাকুরী প্রার্থীদের চাকুরী যারা কিনেছিলেন তারা নাম বলুক কারা চাকুরী বিক্রি করেছিলেন তাদের নাম বলুন। OMR sheets কেন রাজ্য সরকার দিচ্ছে না। রাজ্য সরকার এই কর্মসূচির মূল দায়ী।

  • @Smile-el9no
    @Smile-el9no 3 หลายเดือนก่อน +43

    আপনারা যোগ্য কিনা প্রমাণ করুন। যোগ্য হলে ভয় কিসের। রাস্তায় চেঁচামেচি না করে পরীক্ষার জন্য উঠে পড়ে তৈরি হোন।

    • @muktimandal9458
      @muktimandal9458 3 หลายเดือนก่อน +2

      Hmm

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

    • @rumanandi9809
      @rumanandi9809 3 หลายเดือนก่อน +1

      Akdom thik kotha

    • @koushani95
      @koushani95 3 หลายเดือนก่อน

      জীবনে একটা এক্সামে বসলেও গাধার মতন কমেন্টটা করতেন না....

  • @knowledgeiseverywhere1765
    @knowledgeiseverywhere1765 3 หลายเดือนก่อน +44

    সত্যি ই এটা অন্যায়।।।। টাকার বিনিময়ে চাকরির দরকার।।।। তবে বিচার ব্যবস্থা ঠিক থাকবে বাংলার মানুষের কাছে

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

  • @lollipop-jt7sh
    @lollipop-jt7sh 3 หลายเดือนก่อน

    বলো হরি হরিবোল , এবার দেখ কেমন লাগে ,,, বলছেন আমাদের কি হবে তাহলে আমাদের অজানা ভবিষ্যৎ দের কি ভাবে চলছে ,,,, ভয় দেখাবেন না। মরে যেতে কেউ বলছে না ,,,,,বেঁচে থাকতে হবে এটাই জীবন ❤

  • @rabbihasangazi5983
    @rabbihasangazi5983 3 หลายเดือนก่อน +10

    Thank for Calcutta highcourt. For right JAJMENT.

    • @Rdbiswas44
      @Rdbiswas44 3 หลายเดือนก่อน +2

      Please correct the spelling i. e Judgement

    • @kayesimrul
      @kayesimrul 3 หลายเดือนก่อน

      @@Rdbiswas44😂😂😂😂😂

    • @sritamasinharoy8228
      @sritamasinharoy8228 3 หลายเดือนก่อน

      Judgement…. SSC r exam diechilen Naki? 😂 na peye thakle thank god! 😂

  • @jmm391
    @jmm391 3 หลายเดือนก่อน +55

    এটা হচ্ছে গান্ধী মূর্তির পাদদেশ বারোশো দিনের আন্দোলনকারীদের অভিশাপ। এখন রাস্তায় বসে থাকতে কেমন লাগে।

  • @sksahabuddin007
    @sksahabuddin007 3 หลายเดือนก่อน +110

    দুর্নীতি করে চাকরি নেওয়ার আগে এটা ভাবা উচিত ছিলো

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

  • @janhatdadabhaiclub4105
    @janhatdadabhaiclub4105 3 หลายเดือนก่อน

    বিচারক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ❤️

  • @susantamahato5445
    @susantamahato5445 3 หลายเดือนก่อน +85

    কালি ঘাটে গিয়ে এই সব কথা মানাই।কোট কে স্বাগত জানাই

  • @purnachandramondal9802
    @purnachandramondal9802 3 หลายเดือนก่อน +37

    সরকার কে দায়ী না করে যারা বিচার ব্যবস্থা কে দায়ী করছেন তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বোজায় যাচ্ছে

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

    • @rumanandi9809
      @rumanandi9809 3 หลายเดือนก่อน +1

      Akdom thik kotha

  • @baidyanathtudu7287
    @baidyanathtudu7287 3 หลายเดือนก่อน

    Khub bhalo raay diyechhen bicharpati.

  • @rajendrapathak7034
    @rajendrapathak7034 3 หลายเดือนก่อน +1

    The state government must take responsibility.
    Shame Shame .

  • @nilanjankumarbasu4409
    @nilanjankumarbasu4409 3 หลายเดือนก่อน +80

    sucide এর ভয় দেখিয়ে বিচার ব্যবস্থাকে ব্ল্যাকমেল করা যাবে না । স্বচ্ছ হলে পরীক্ষা দিতে ভয় কি ?

    • @AshdulShaikh-cn9un
      @AshdulShaikh-cn9un 3 หลายเดือนก่อน +1

      2016 er pora tomar sob mone ache

    • @skaltaf6105
      @skaltaf6105 3 หลายเดือนก่อน +1

      সাববাশ

    • @nayonnayo3654
      @nayonnayo3654 3 หลายเดือนก่อน

      ​@@AshdulShaikh-cn9unjara 1000 din dhore dhornai ache tader monobol ta ek bar vab

    • @bikachprasunchandra4023
      @bikachprasunchandra4023 3 หลายเดือนก่อน +2

      সচ্ছ ভাবে চাকরী পেলে ভয় নেই তাদেরঅধিকাংশেরই চাকরী হবে কোর্টের পরিষ্কার বলা উচিত

    • @KyariKatha
      @KyariKatha 3 หลายเดือนก่อน +2

      6 bochhore oneke 2to bachchar maa baba... Porashuna kore tara running candidate der sathe tekka debe bolchho ?? Bah darun IQ toh tomar 👏

  • @nurujjamansahajee167
    @nurujjamansahajee167 3 หลายเดือนก่อน +57

    যোগ্য হোক বা অযোগ্য টাকা ছাড়া কেউ চাকরি পায় নি।
    শুনছি অরিজিনাল ও এম আর এস এস সি নষ্ট করে দিয়েছে কিন্তু সি বি আই এর কাছে আছে। সাময়িক আপনাদের অসুবিধা হচ্ছে ভবিষ্যতে কোনও অসুবিধা হবে না। চাকরি যোগ্যরাই পাবেন। আদালতের রায় কে সম্মান জানান ।

    • @user-rf3fu2ey7h
      @user-rf3fu2ey7h 3 หลายเดือนก่อน

      Tor bap taka dieche

    • @hedaichowdhury2432
      @hedaichowdhury2432 3 หลายเดือนก่อน

      CBI এর কাছে নাই তাই তো গোটা পেনাল বাতিল

  • @KalkiAvataroffuture
    @KalkiAvataroffuture 3 หลายเดือนก่อน +2

    যারা ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলো তাদের চাকরি গেলো ... এটা কোথাকার ন্যায় বিচার ?? যারা রাজনীতি করছে এই চাকরি নিয়ে, মানুষের জীবনে নিয়ে খেলা করছে তাদের কথা ভেবে পুরোপুরি ভোট বয়কট করুন ...
    এই অন্যায় অবিচার আর কতদিন চলবে পশ্চিমবঙ্গবাসীর সাথে ??

  • @unscriptedgora3909
    @unscriptedgora3909 3 หลายเดือนก่อน +28

    সরকারকে প্রশ্নটা করুন।

    • @জীবনী
      @জীবনী 3 หลายเดือนก่อน +4

      Ekdm thik, seta korar sahos nei, era sobai taka die chakri korche, guarantee die bolchi

  • @xyzbty
    @xyzbty 3 หลายเดือนก่อน +53

    সবাই বলছে আমি সত ভাবে চাকরি পাইছি তাহলে অন্যায় করলো k😢😢😢 ami বলবো তোমরাও ধর্ম তলার মত Delhi te giya ধরনা তে বসো তোমাদের কাছে যথেষ্ট টাকা আছে

    • @subhajitghosh7779
      @subhajitghosh7779 3 หลายเดือนก่อน +5

      But রায় দিয়েছে তো High court ?? এখানে delhi তে বসে কি হবে??

    • @KyariKatha
      @KyariKatha 3 หลายเดือนก่อน

      Marks er list ta hath a achhe ?? 53 written a peyechhe tader k chena jachhe na? Eita o jodi bojhar khomota thake tahole ei sob bhul bhal comment er likhte parbe tomra...pass korata r hobe na a jonme....

    • @beautyinbarishromanceinrai9512
      @beautyinbarishromanceinrai9512 3 หลายเดือนก่อน +3

      ​@@subhajitghosh7779 ota Delhi na kalighat hobe, sorbonash er mul oikhane

    • @abhinibeshghosh1742
      @abhinibeshghosh1742 3 หลายเดือนก่อน

      Delhi te gele juto mere tarabe, je kaj ta koreche tar bari jan delhi jache

  • @rathinmandal2622
    @rathinmandal2622 3 หลายเดือนก่อน

    শিক্ষা জগতের সঙ্গে যুক্ত সমস্ত প্রকার লোককে যোগ্য প্রার্থীদের হয়ে আন্দোলনে যুক্ত হওয়া উচিত।

  • @Bharatio853
    @Bharatio853 3 หลายเดือนก่อน +18

    পুনঃমূল্যায়নে অংশগ্রহণ করাতে এতো ভয় প্রমান করে আপনারাও অযোগ্য ছিলেন চাকরি কিনেছেন।

  • @sarmisthabhattacharya-ky2up
    @sarmisthabhattacharya-ky2up 3 หลายเดือนก่อน +235

    নেতারা টাকা নিয়ে চাকরি দিয়ে যে অপরাধ করেছে, ততোধিক অপরাধ করেছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। অতএব শাস্তি তো পেতেই হবে।

    • @macrotechfilterall5396
      @macrotechfilterall5396 3 หลายเดือนก่อน +4

      Mamata r system anujai, exam deouar por OMR sheet ta destroy kore deoa hoy, natun OMR sheet banate hoy, okhane je jemon taka debe take sairokom number die chakri korte hobe, keu protibad korle take Police custody te nie attachar koro. Aar eaisob korar main strength hoche 37% Muslim vote aar 6% Hindu cut money vote total 43% vote nie power enjoy korche. Muslim der be aaini kaj korar dialoo anumoti. Hindu meye rape korte pele aar ki chai.

    • @babygirlmahisvlog9824
      @babygirlmahisvlog9824 3 หลายเดือนก่อน +2

      100%❤❤❤

    • @skhelalbasir3485
      @skhelalbasir3485 3 หลายเดือนก่อน

      তাহলে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য র‌ইলোনা।বার্ড ফ্লু যাদের হয়েছে, তাদের আলাদা না করে সকলকে মেরে ফেলার নির্দেশ।এ কেমন বিচার?

    • @KyariKatha
      @KyariKatha 3 หลายเดือนก่อน +4

      What about those who got the job genuinely ?? Oder sasti deoar odhikar k dilo ??

    • @bipulbiswas1929
      @bipulbiswas1929 3 หลายเดือนก่อน

      বাগ কমিটির এক জন সদস্য জানালেন যে এই চাকরি কি ভাবে পেলে, উত্তর আসছে খুব কেদে ছিলাম।

  • @user-nk1985
    @user-nk1985 3 หลายเดือนก่อน

    অযোগ্য দের খুঁজে বার করুক আদালত

  • @rafinayeasmin7322
    @rafinayeasmin7322 3 หลายเดือนก่อน

    Sobar lecture khub sunlam..boli tobe, jara chakrir aasai bose ache etodin tader boyos ta periye gelo...tader bela...!!!

  • @bhabeshchandramanna5562
    @bhabeshchandramanna5562 3 หลายเดือนก่อน +151

    কিন্তু যারা টেট পাশ করে রাস্তায় তারা যদি আত্মহত্যা করে। তবে কি হবে, তোমাদের ঘুষের চাকরি।

    • @naturelover1430
      @naturelover1430 3 หลายเดือนก่อน +1

      Sobar ki gusher chakri???

    • @user-nb5lg7jh6z
      @user-nb5lg7jh6z 3 หลายเดือนก่อน +5

      ​@@naturelover1430না । আর কেউ বলে নি সবাই ঘুষ দিয়েছে তাহলে বিচার ব্যবস্থা কে কি করে দায়ী করে এই মহিলা যারা ও এম আর সীট প্রকাশ করল না যারা ০ পেয়ে চাকরি করেন তারা দায়ী হলো না দায়ী হলো বিচার ! আদালত সঠিক ভাবে বাতিল করেছে ঠিক করেছে

    • @its_daiti
      @its_daiti 3 หลายเดือนก่อน

      Anek kre6e to dekhben 17 er 6ilo..ebr 22 er majheo anekei korbe dekhben r ktodn esb sojjo krbe??dirgho 5 yrs hoyei gelo r kto??

  • @bhaskarghosh1308
    @bhaskarghosh1308 3 หลายเดือนก่อน +22

    দিদি আমরাও আপনার গলাবাজি করতে পারিনি বলে চোখে র সামনে দিয়ে আপনারা যোগ্য হয়েছেন।।।

  • @KasturiDhar-lj9ne
    @KasturiDhar-lj9ne 3 หลายเดือนก่อน

    ভালো কিছু করার জন্য এটা মেনে নিতে হবে

  • @bishakhadutta8859
    @bishakhadutta8859 3 หลายเดือนก่อน

    কে যোগ্য কে অযোগ্য সেটা প্রমাণ হোক.......আপনাদের সবাই যোগ্য বললে তাহলে অযোগ্য কে রইলো.......যে যোগ্য ঠিক বেরিয়ে আসবে........

  • @rajkumargiri1934
    @rajkumargiri1934 3 หลายเดือนก่อน +11

    এতদিন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে ছিল, আর এখন চাকরি হারারা রাস্তায় বসে রোদন করছে। এই সব কিছুর জন্যই আমাদের এই ডাইনি বুড়ি কে তার দায়িত্ব নিতে হবে।❤❤❤🎉🎉🎉

  • @sujantalukder9039
    @sujantalukder9039 3 หลายเดือนก่อน +202

    দুর্নীতি করে চাকরি পেয়ে,এখন আত্ম হত্যা করলে কি হবে ? তার চেয়ে ভালো আত্ম হত্যা না করে সত পথে বাঁচার চেষ্টা কর।

    • @KyariKatha
      @KyariKatha 3 หลายเดือนก่อน +19

      Sobai durniti korechhe???? Eita IQ level 😅

    • @shanihasda3350
      @shanihasda3350 3 หลายเดือนก่อน +1

      Emotional blackmail

    • @sunilhansda9015
      @sunilhansda9015 3 หลายเดือนก่อน

      Durniti kore chakri peyea ,akon atohotta korle ki hobe ? Bharchar chesta koro.

    • @soumyajitguhathakurta7878
      @soumyajitguhathakurta7878 3 หลายเดือนก่อน

      ​@@KyariKathatahole jaakna kalighater talirchala nobanno k gherao koruk jader jonne aj ae sob hoche tader k juto dia marun

    • @anindyachatterjee4765
      @anindyachatterjee4765 3 หลายเดือนก่อน

      @@KyariKatha apni ki kore janlen je sobai durniti koreni?

  • @SuccessofLove
    @SuccessofLove 3 หลายเดือนก่อน

    অবৈধভাবে চাকরিটি নেওয়ার সময় এটা মনে রাখা উচিত ছিল। আপনাদের জন্য যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে সেদিকে আপনাদের ভ্রুক্ষেপ আছে? আপনারা বলছেন সংসদ চালাবেন কি করে যারা যোগ্য তাদের সংসার কি করে চলছে সেটা কি একবার ভেবে দেখেছেন? আপনারা তো বেশিরভাগই অযোগ্য। এর থেকে বেরোনোর একটাই পথ যাদেরকে টাকা দিয়েছেন তাদের বাড়ি ঘেরাও করুন। তাদের নাম সামনে আনুন। আপনাদের লজ্জা লাগছে না ক্যামেরার সামনে এসে কথা বলতে। সবাইকে বলছি না যারা অযোগ্য তাদেরকেই বলছি

  • @asharalo6623
    @asharalo6623 3 หลายเดือนก่อน

    প্রশাসন ঠিক করেনি যেরকম ভাবে করা দরকার ছিল আর বিচারের রাইট টাও ঠিক হয়নি কোন কিছুই মানুষের জন্য কল্যাণকর হয়নি

  • @swarnalatamondal7796
    @swarnalatamondal7796 3 หลายเดือนก่อน +48

    বিচার ব্যবস্থা কেন দায়ী হবে?২৩লাখ কি অপরাধ করেছে,যারা সত্য জানতে পারবেন না।এর জন্য দায়ী সরকার,যোগ্যরা নিশ্চিত চাকরি পাবে। আদালতের মাধ্যমে।

  • @subhajitmondal9790
    @subhajitmondal9790 3 หลายเดือนก่อน

    এই প্রথোমবার সঠিক বিচার হোয়েছে ভাই
    বিচারহোয়েছে

  • @debolinadeysarkar7176
    @debolinadeysarkar7176 3 หลายเดือนก่อน +24

    দায় বিচারব্যবস্থার নয় দায় সরকারের যারা দূর্নীতি করেছে একজনকেও দেখলাম না সরকারকে প্রশ্ন করতে আদালতকে প্রশ্ননা করে সরকারকে প্রশ্ন করুন

    • @KyariKatha
      @KyariKatha 3 หลายเดือนก่อน

      CBI 5k er opor ghush diye job er Katha boleche... Oi 5k er opor action neoa uchit chhilo na ki?? Jara genuinely job peyechhe tader sashti deoar odhikar k dilo ???

    • @Drwatson1097
      @Drwatson1097 3 หลายเดือนก่อน

      ​@@KyariKathaকে জেনুইন ছিল সেটা প্রুফ করার দায় কার??এসএসসি দিনের পর দিন ঘুঘু দেখিয়ে এসেছে। রায়ের কপি পড়ে এসে কথা বলুন।ন্যাকা সেজে লাভ নেই। যদি ফ্রেশ ভাবে নিয়োগ হত এসবের প্রশ্নই ছিল না। এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে।

    • @abhinibeshghosh1742
      @abhinibeshghosh1742 3 หลายเดือนก่อน +2

      ​@@KyariKathakhub BJP r upor kosto barche bolun 😂 5k to 6k kno durniti kore dhukbe 🤣 r ssc bolchei na ke asol ke nokol tai sobar chakri batil

  • @monojitpaul5483
    @monojitpaul5483 3 หลายเดือนก่อน +24

    3 মাসের মধ্যে পুনরায় পরীক্ষা হওয়া উচিত। তারপর দেখা যাবে কার কত যোগ্যতা। ক্যামেরার সামনে ন্যাকা কান্না কেঁদে তো ছার পাওয়া যাবে না।

    • @hedaichowdhury2432
      @hedaichowdhury2432 3 หลายเดือนก่อน +3

      Good vai darun kotha bolechis

    • @koushani95
      @koushani95 3 หลายเดือนก่อน

      এত গাধা কেন আপনি??

  • @shampadutta6253
    @shampadutta6253 3 หลายเดือนก่อน +1

    উফ্ কি দুঃখ রে😊

  • @nooralam6934
    @nooralam6934 3 หลายเดือนก่อน

    অযোগ্য দের অবশ্যই চাকরি বাতিল করতে হবেই হবেই

  • @Abdul-ch8rf
    @Abdul-ch8rf 3 หลายเดือนก่อน +80

    আপনাদের মধ্যে অনেকেই টাকা দিয়ে চাকরি করছেন কেন,,

    • @madhukar9124
      @madhukar9124 3 หลายเดือนก่อน +8

      99.999% bolen

    • @kakalisarkar8358
      @kakalisarkar8358 3 หลายเดือนก่อน

      সকলকে অনুরোধ কালিঘাটে র ঐ পেতনী টাকে টেনে বের করুন। ফাঁসি দিন ওকে

    • @KyariKatha
      @KyariKatha 3 หลายเดือนก่อน

      Ei proshno ta adalot r cbi k keno korchho na ?? Ora incapable oporadhider identify korte r oder byarthotar bojha boibe Tara o jara genuinely job peyechhe ?? Kothakar bichar eita?
      Marks er list ta parle ekbar khule dekho... 2minute o lagbe na bujhte j kader job taka diye.... Written a sobai Ora 53 peyechhe...ei samanno analysis ki cbi pareni bolchho.... Sob perechhe.... Just lok sabha vote er somoy natok korchhe sob organisation...

  • @anaghyanandy7265
    @anaghyanandy7265 3 หลายเดือนก่อน +18

    Apnader sobar chakri valid seta prove korte parben? OMR er copy RTI kore SSC er kache chan. Apnader kono merit list nei. Ar apnader OMR jara evaluate koreche sei company er evaluation korar kono legal eligibility nei. OMR er hardcopy nei. Hard copy destroy korar age tar scanned copy ba mirror image er kono backup rakha nei.

  • @user-fq3lk3ft1j
    @user-fq3lk3ft1j 3 หลายเดือนก่อน

    এই সমস্যার জন্য পুরোপুরি রাজো সরকার দায়ী।

  • @nisthapari6572
    @nisthapari6572 3 หลายเดือนก่อน +38

    কে যে যোগ্য, কে যে অযোগ্য বোঝা খুবই মুশকিল, পুরো জগাখিচুড়ি 😮
    এখন সবাই বোঝাতে চাইছেন তারা
    যোগ্য😮😮😮

    • @soumighoshsunshine5482
      @soumighoshsunshine5482 3 หลายเดือนก่อน +2

      Sei

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

    • @Apu193
      @Apu193 3 หลายเดือนก่อน

      যারা মিডিয়ার সামনে এসে, গলা ফাটাচ্ছে তারাই টাকা দিয়ে চাকরি পেয়েছে

    • @MANIDEEPADUTTADUTTA
      @MANIDEEPADUTTADUTTA 3 หลายเดือนก่อน +1

      এটা আপনি ঠিক বলেছেন

  • @shafiquealam9723
    @shafiquealam9723 3 หลายเดือนก่อน +12

    লোন নিয়ে যে বাবা মা সন্তানদের চাকরির আসাই পড়িয়েছেন। এবং তারা সত্যি যোগ্য রাস্তায় ১০০০দিন যাবত অনশন করছেন তাদের কি দোষ। তাদের বাড়িতে অসুস্থ বাবা মা নেই?। ইনকম করার কেউ নেই? তাদের ইনকাম দরকার নেই। তাদের টাকার দরকার নেই?

  • @KakaliRoyvlog1931
    @KakaliRoyvlog1931 3 หลายเดือนก่อน

    এই টাকা চাকরি, চাকরি চুরি এই সব কারনে SSC টাই উঠে গেলো।তার কারনে আর পরীক্ষা ও দিতে পারলাম না আর টাকা নেই বলে চাকরি ও পেলাম না। আমাদের জীবন টা তবে কি নিয়ে বেঁচে আছি।

  • @enjoylifebangla2470
    @enjoylifebangla2470 3 หลายเดือนก่อน

    যারা বিচার ব্যবস্থা র দিকে আংগুল তুলছেন আগে, এটা মুখ ফুটে মিডিয়া তে বলে যান ভোট টা কোথায় দিতেন 🫣🫣

  • @user-cr9hr1qh8i
    @user-cr9hr1qh8i 3 หลายเดือนก่อน +32

    High Court Rai thik ache. Kintu apnara Mamata Banerjee k prosno korun.

  • @swarajsharma6507
    @swarajsharma6507 3 หลายเดือนก่อน +8

    যেখানে শিক্ষা মন্ত্রী জেলে সেখানে এই সব ন্যাকা কান্না অবাস্তব 🙏 এবারে আসল খেলা হবে 😂

    • @saptarshi9719
      @saptarshi9719 3 หลายเดือนก่อน

      Jai sree ram

  • @examready9598
    @examready9598 3 หลายเดือนก่อน

    The Honourable court should find a way to retain the qualified teachers in their job.

  • @soumiyasengupta
    @soumiyasengupta 3 หลายเดือนก่อน

    ঠিকই আছে , সমাজে অনেক কিছু দেখার আছে ,,,

  • @PR-hx9ci
    @PR-hx9ci 3 หลายเดือนก่อน +21

    " অন্যায় যে করে আর অন্যায় যে সহে ..." এতদিন কি করছিলে মামনি ?
    তোমার আশেপাশে অনেকেই পয়সা দিয়ে চাকরি পেয়েছে, পয়সা দিয়ে ট্রান্সফার নিয়েছে, তোমরা জানতে না ? চুপ করে ছিলে কেনো ?

  • @riku8818
    @riku8818 3 หลายเดือนก่อน +15

    এতো দিন যারা রাস্তায় ছিল? তাদের jiboner dam ছিল না?

    • @user-mj3cn4bo8g
      @user-mj3cn4bo8g 3 หลายเดือนก่อน

      করোনাতে কোটি কোটি মানুষ মানুষ মোরেছে দেশের কিছুই হয়নি।25000 হাজার চাকরি চোর মোরলে দেশের উপকার হবে।কোনো খোতি হবেনা দেশের।

    • @arnabjanacreation8583
      @arnabjanacreation8583 3 หลายเดือนก่อน +1

      Akdom

  • @dipambwitachowdhury9371
    @dipambwitachowdhury9371 3 หลายเดือนก่อน

    Ami nije joggo hoyeo aj 2018 theke empanelled aktai, seta akhono jhulche dhornai, sekhane ojoggo vhorti tahole amdr ki obostha vhebechen?

  • @dipubag1195
    @dipubag1195 3 หลายเดือนก่อน

    হাইকোর্টের রায় সঠিক রায়

  • @iamanonymous587
    @iamanonymous587 3 หลายเดือนก่อน +9

    যতই বলুক আবার মা মাটি মানুষের সরকার জিতে প্রমান করবে দুর্নীতির প্রশ্নেও মানুষ আমাদের সঙ্গে আছে, এবং মানুষের আশীর্বাদ মাথায় নিয়েই আরও বড় দুর্নীতি ভবিষ্যতে আমরা করতে পারব বলে আশাবাদী। 💚💚💚💚💚

    • @user-wl5qh7qn1d
      @user-wl5qh7qn1d 3 หลายเดือนก่อน

      চোরেদের ভোট দিলে এই জিনিস ঘটতে বাধ্য

  • @indianraj578p
    @indianraj578p 3 หลายเดือนก่อน

    Khub valo hoyeche.

  • @laltuchakraborty8776
    @laltuchakraborty8776 3 หลายเดือนก่อน

    যারা চাকরি পেয়ে ঘর সাজিয়েছেন,গাড়ি কিনেছেন,নিজে সরকারি স্কুলে শিক্ষক হয়ে নিজের বাচ্চা দের ইংলিশ মিডিয়াম এ ভর্তি করেছেন ,লন নিয়ে নিজের স্বার্থ পূরণ করেছেন, তাদের কি হবে