গাছের নিঃশ্বাস চলছে তো | কীভাবে গাছকে অক্সিজেন দেবেন | Oxygen Deficiency in Plants | RAJ Gardens|4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • গাছ কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে? না। গাছের অক্সিজেন দরকার হয় কেন? কীভাবে গাছ অক্সিজেন গ্রহণ করে? মাটিতে অক্সিজেনের অভাব হয় কেন? অক্সিজেন না পেলে তাদের কী সমস্যা হতে পারে? আমরা কোনও খরচ ছাড়া কি গাছকে অক্সিজেন দিতে পারি? সেটা কীভাবে সম্ভব? গাছের নিঃশ্বাস চলছে তো? কীভাবে গাছকে অক্সিজেন দেবেন? এসব প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওয়। অক্সিজেন না পেলে গাছ বাঁচবে না | কীভাবে অক্সিজেন দেবেন | যে যে বিষয় নিয়ে আলোচনা করেছি - গাছ কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, গাছের অক্সিজেন দরকার হয় কেন, কীভাবে গাছ অক্সিজেন গ্রহণ করে, মাটিতে অক্সিজেনের অভাব হয় কেন, অক্সিজেন না পেলে গাছের কী সমস্যা হতে পারে, কোনও খরচ ছাড়া কি গাছকে অক্সিজেন দিতে পারি, বিনা খরচে গাছকে কীভাবে অক্সিজেন দিতে পারি, আপনার গাছ কি অক্সিজেনের অভাবে ধুঁকছে, পর্যাপ্ত জল খাবার দেওয়া সত্ত্বেও কি দিন দিন নেতিয়ে পড়ছে, ঢলে পড়া গাছ ঠিক করবেন কী করে, মরতে বসা গাছকে বাঁচাবেন কী করে, হাইড্রোজেন পারঅক্সাইড, বাগানে হাইড্রোজেন পারঅক্সাইড, গাছে হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার, হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার, হাইড্রোজেন পারঅক্সাইডের গাছে ব্যবহার, অক্সিজেন না পেয়ে কি দম বন্ধ গাছের?
    Description - Can a plant survive without oxygen? NO. Why do plants need oxygen? How do plants absorb oxygen? Why is the soil lacking oxygen? What could be their problem if they do not get oxygen? Can we give oxygen to the plant without any cost? How is that possible? The answers to these questions will be found in today's video. Oxygen Deficiency in Plants | RAJ Gardens | 4K| oxygen deficiency in plants, oxygen deficiency symptoms in plants, solve oxygen deficiency in plants, oxygen deficiency effects in plants, how to give oxygen to plants, how to survive plants from oxygen deficiency, hypoxia in plants, What are the deficiency symptoms of oxygen in plants, plant injury due to oxygen deficiency in the root, cause of oxygen deficiency in plants, How to SAVE Almost DEAD Plant, Hydrogen Peroxide for plants.
    আমি কী দিয়ে ভিডিও শ্যুট করি-
    ক্যামেরা Canon EOS 1200D 18MP Digital SLR - amzn.to/3tR2ofN
    মোবাইল ফোন Mi Note 6 Pro (6GB RAM, 64GB Storage) - amzn.to/3jGhkJ1
    মোবাইল ফোন Samsung Galaxy M21 (6GB RAM, 128GB Storage) - amzn.to/374dPqE
    বাগানে কী কী ব্যবহার করি -
    হাইড্রোজেন পারঅক্সাইড - amzn.to/3m7k7fe
    ওয়েস্ট ডিকম্পোজার - amzn.to/3saF4rU
    হিউমিক অ্যাসিড - amzn.to/3vg6jSF
    গ্রিন মিরাকল - amzn.to/2TmIlIi
    জিঙ্ক - amzn.to/3fyCKXR
    জিপসাম - amzn.to/34y6lua
    ট্রাইকোডারমা ভিরিডি - amzn.to/3nYN2Dm
    ট্রাইকোডারমা হারজিয়ানাম - amzn.to/3we9pHH
    সয়েল পিএইচ মিটার - amzn.to/32yROgN
    হাইড্রোজেন পারঅক্সাইড - amzn.to/3m7k7fe
    ওয়েস্ট ডিকম্পোজার - amzn.to/3saF4rU
    FREE to SUBSCRIBE -
    / rajgardens
    It is a GARDENING CHANNEL.
    I, RAJATkanti BERA provide you with amazing Gardening news, photos, and videos, and will present a unique perspective on the Garden experience for FREE. You can share your experience and ask any questions about your problems.
    If you love to travel then you can visit my other TH-cam channel / rajatkantibera
    My blog is rajatkb.blogspo... to reading travelogues.
    My other Links -
    • / bipskitchentips
    • / rajatkantibera
    • / rajgardens
    • rajatkantispho...
    • rajatkb.blogsp...
    • Twitter - / berarajatkanti
    • Facebook - / rajatkanti.bera
    • Instagram - / berarajatkanti
    For more details please visit -
    / rajgardens
    NEW to my CHANNEL? - Read my About Section
    / @rajgardens
    Thank you All.
    #rajgardens #oxygendeficiencyinplants #oxygendeficiencysymptomsinplants #solveoxygendeficiencyinplants #oxygendeficiencyeffectsinplants #HydrogenPeroxideforplants

ความคิดเห็น • 120

  • @nemairoybanerjee6916
    @nemairoybanerjee6916 2 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও অসাধারণ কাজে লাগে
    এবং গাছেরা দীর্ঘ জীবন লাভ করতে পারে।আমি আপনার ভিডিও নিয়মিত দেখি ও শিখি। শ্রদ্ধা রইল। 🙏

  • @pranabdatta3694
    @pranabdatta3694 2 ปีที่แล้ว

    osadharon sob tips pelam, onek diner proshner uttor pelam, khub e kaje lagbe

  • @moumitaadhikary4295
    @moumitaadhikary4295 2 ปีที่แล้ว

    Khub important video thanks

  • @arpitadasgupta7076
    @arpitadasgupta7076 2 ปีที่แล้ว

    খুব উপকৃত হলাম। ধন্যবাদ

  • @bharatiauddy250
    @bharatiauddy250 ปีที่แล้ว

    Darun kajer video khob upokare
    Lagbe amar dhonnobad dada
    Khob valo thakben apni

  • @souravbanerjee2425
    @souravbanerjee2425 ปีที่แล้ว

    লিংক দেওয়ার জন্য ধন্যবাদ। দেখলাম।
    কখনো মনে হলে Jivras আর Samras (মাল্টিপ্লেক্স) এর ওপর ভিডিও করলে ভালো লাগবে।
    🙏🏻

  • @samirkrdutta8888
    @samirkrdutta8888 2 ปีที่แล้ว

    আপনার এই ভিডিও খুব ভাল লাগল।

  • @sujaymondal1742
    @sujaymondal1742 2 ปีที่แล้ว

    অসাধারন, এই ভিডিও টা র খুবই প্রয়োজন ছিলো, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে , স্যার একটা প্রশ্ন ছিলো বলছি হিউমিক এসিড ও হাইড্রোজেন পার অক্সাইড কি একই কাজ করে, যদি না করে তাহলে হিউমিক্ এসিড দেওয়ার কতো দিন পর গাছে হাইড্রোজেন পার অক্সাইড দিতে পারবো, দয়া করে জানাবেন স্যার, খুবই উপকৃত হবো, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, প্রনাম স্যার🙏

  • @gardeningalotmore8929
    @gardeningalotmore8929 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো....🙏

  • @romanha9071
    @romanha9071 2 ปีที่แล้ว

    ধন‍্যবাদ

  • @puchighorui6276
    @puchighorui6276 2 ปีที่แล้ว +2

    এই ধরনের সমস্যার তখনই সৃষ্টি হয় যখন আমরা ইউটিউব ভিডিও দেখে গাছেদের ওপর অত্যাচার করি।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      আপনার মন্তব্যটি সঠিক হল না। আমাদের শরীর যেমন বিভিন্ন রোগে ভোগে, তেমনি গাছেদের ও বিভিন্ন রোগব্যাধিতে ভুকতে হয়। তাই আমরা চেষ্টা করি এই রকম সমস্যা কাটিয়ে কিভাবে গাছকে আরো তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায়। তবে কিছু মানুষের প্রশেষ ভুল থাকে অথবা কেউ সঠিকভাবে পরিচর্যা করতে পারেনা। তাই সমস্যাটা দেখা যায়।

  • @tanjinamahmud7832
    @tanjinamahmud7832 2 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাইয়া

  • @sohagsarkar7990
    @sohagsarkar7990 2 ปีที่แล้ว

    দাদা,, আমি আগেও বলেছি আমার ছাদ বাগানের গাছের অবস্থা বেশি একটা ভাল ছিলনা।কিন্তু যেদিন থেকে আপনার চেনেলটি পেয়েছি সেদিন থেকে প্রতিটি ভিডিও হয়তো কয়েকশো বার করে দেখেছি এবং তা আমার ছাদবাগানে প্রয়োগ করেছি।এখন বাগানটি সবুজে ছেয়ে গেছে, তাইতো সাহস করে আরও প্রায় ২০,০০০/টাকার নতুন গাছ লাগালাম। তাইতো আপনাকে আমার শিক্ষক হিসেবে গ্রহন করেছি। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবনা,, বেঁচে থাকুন আপনি বেঁচে থাকুক সবুজ হয়ে ধরণী।❤️❤️❤️❤️

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      আপনিও ভালো থাকুন সেইসঙ্গে আপনার বাগান। অনেক অনেক ধন্যবাদ 🙏🏼

  • @farjanamona4481
    @farjanamona4481 ปีที่แล้ว

    Nice 👍👍👍👍 video

  • @palashdatta9458
    @palashdatta9458 2 ปีที่แล้ว +9

    20-22 দিন হলো একটা মালটা গাছ লাগিয়েছি কিন্তু কোনো নতুন পাতা আসেনি...... পুরানো পাতাগুলোও ঝরে যাচ্ছে। এক্ষেত্রে কি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যাবহার করা যাবে?

    • @Musicwave895
      @Musicwave895 2 ปีที่แล้ว +3

      Gorai Kom jol din

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +3

      হ্যাঁ, দিতে পারেন। তবে এরপর জল দেওয়ার সময় ভালো করে দেখে নেবেন মাটি টা ভালোভাবে শুকিয়ে গেছে কিনা। মাটি ভেজা থাকলে একদম জল দেবেন না। একটু সময় দিন নতুন পাতা বেরিয়ে যাবে।

    • @palashdatta9458
      @palashdatta9458 2 ปีที่แล้ว +1

      @@rajgardens অসংখ্য ধন্যবাদ

  • @thesciencepointwithrajibsir1m
    @thesciencepointwithrajibsir1m 2 ปีที่แล้ว

    What a beautiful hand writing.

  • @aritram10
    @aritram10 2 ปีที่แล้ว

    Rajat babu emon ekjon youtuber bagani jini sotti khub poropkari.
    Uni bar bar video te bolen, amra jeno amader kono proshno onake facebook page jiges kori.
    Recently ami ek guccho aam gach related rapid fire question onar dike chure di, uni sob gulo uttor diye amay sahajjo korechen.
    Doya kore valo kore chobi diye proshno korben. Uni thik sahajjo korben.

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      আপনাদের পরিশ্রম এবং পয়সা কোনটাই যাতে বিফলে না যায় সেই চেষ্টা করি মাত্র। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ🙏🏼

  • @hemantaghosh6179
    @hemantaghosh6179 2 ปีที่แล้ว

    Thank You Sir, Problem er smy eirokhm ekta video upohar debr jnno... Peace lily tar onk gulo roots kintu valo ache, kno vbe bachano jbe ki??? H2O2 dia e o swatej hyni r sukiye o jaini tmn, khali jhimiye ache... R Aralia dwarf plant ta agr br o korechilm, hotat sukiye mara gachilo, valo Barty, barty onk ta boro hya. H2O2 diachilm lav hyni, Fungus prb vbe, mixed fungicide o spray korechilm, Soil o well-drained chilo, Ei plant er bonsai banano nia jodi ekta video banan to khubi valo hy...

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      মনে হচ্ছে পিস লিলি রুটে সমস্যা হয়েছে। হালকা করে গোড়ার মাটি কিছুটা সরিয়ে কপার যুক্ত ফাংগিসাইড ব্লাইটক্স 1 চা চামচ শিকড়ের উপর ছড়িয়ে দিয়ে হালকা করে মাটি চেপে দিন। আর মাটি শুকনো না হলে একেবারে গোরায় জল দেবেন না।

  • @bajinmohantripura5781
    @bajinmohantripura5781 2 ปีที่แล้ว

    Sir Pata pure jaya pats holud hoye jaya ki karte hobe

  • @anirbanroy9873
    @anirbanroy9873 2 ปีที่แล้ว

    Ami gobor compost a gach lagiachi r drainage system a 2 inch puru bali chala nuri pathor diyechi...kintu somossa hocche pata holod hoye pore jacche r notun kuri r asche na ki kora jai jodi bolen

  • @madhumitadas7031
    @madhumitadas7031 2 ปีที่แล้ว

    দাদা, আম গাছে কি নিম খোল ব্যবহার করা যায় না ? এবিষয়ে একটু আলোচনা করলে খুব ভালো হয় ।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      এই কথা এখন প্রায় শুনছি। তবে আমি অনেক আগে থেকেই আমগাছের নিম খোল ব্যবহার করি, এখনো করছি। তাতে কোন সমস্যা দেখতে পাচ্ছিনা। এবার আপনি যেটা ভালো বুঝবেন তাই করবেন।

  • @sumananandy5228
    @sumananandy5228 ปีที่แล้ว +1

    Hydrojen parakcide chara ar ki babohar kora jai?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      ফাঙ্গিসাইড দিয়ে শোধন করে নিতে পারেন।

  • @dipanwitasengupta8618
    @dipanwitasengupta8618 2 ปีที่แล้ว +1

    দাদা আমার ছাদে পেয়ারা গাছে অনেক ফুল এসছিলো,কুড়ি ও হয়েছিলো।কিন্তু একদিন গিয়ে দেখলাম সব কুড়ি গুলো ঝরে পড়ে গেছে।একটাও নেই।কেনো এমন হোলো?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      রাসায়নিক কোন কিছু সার বেশি মাত্রায় প্রয়োগ করেছিলেন? না হলে তো এটা হওয়ার কথা নয়। কিছুদিন অপেক্ষা করুন নতুন করে আবার কুড়ি আসবে।

  • @ibrahimmolla8441
    @ibrahimmolla8441 2 ปีที่แล้ว

    বস একটা উত্তর দেন তো।আমি বাংলাদেশ থেকে। গাছে আসলে খাবার খায় পাতার উপর দিয়ে না পাতার নিচ দিয়ে।

  • @joydeepchakraborty2285
    @joydeepchakraborty2285 2 ปีที่แล้ว

    বরষার আগে টবের জবা ও গোলাপ গাছের গোড়ায় vermicompost দিয়ে mulching করে দিলে কি জল জমার সমস্যার কিছুটা সমাধান হয়? আপনার অভিজ্ঞতা কি বলে জানালে খুব উপকার হবে-

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      কোন সমস্যা হবে না।

    • @joydeepchakraborty2285
      @joydeepchakraborty2285 2 ปีที่แล้ว

      @@rajgardens আপনার অভিজ্ঞতা অনেক বেশি তাই মনে জোর পেলুম, অনেক ধন্যবাদ

  • @nobihazoratmahammod2020
    @nobihazoratmahammod2020 2 ปีที่แล้ว +1

    হইড্রোজেন পারোক্সাইড মাসে কই বার দিতে হবে?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      প্রয়োজন না হলে একবারও নয়।

  • @sanjoysardar5023
    @sanjoysardar5023 2 ปีที่แล้ว

    দাদা ছাদে গাছ পরিচর্যার জন্য কিরকম গাছ দিয়ে শুরু করা যেতে পারে...মানে আমার কোনোরূপ অভিজ্ঞতা নেই তাই

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      'কম যত্নে সারাবছর ফুল' এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওটি একবার দেখে নিন. এছাড়া আমার অন্যান্য ভিডিওগুলো ফলো করুন তাহলে একে একে সবই বুঝতে পারবেন.

  • @sanjibpramanick8212
    @sanjibpramanick8212 ปีที่แล้ว

    Dada apnake janai sador pronam apnar kache gach niye anek kichu jante parchi akta problem hoyeche Amar jamrul gacher pata lamba bhabe roll hoye gache ki korbo Jodi balen tahole badhito habo arakta Katha Amar f book ac nei Jodi w app jogajog karajay khub bhalo hay Jodi apnar kono asubidha na hay bhalo thakben Pronam neben

  • @Musicwave895
    @Musicwave895 2 ปีที่แล้ว

    Dada Fungicide deowar sothik somy ta kokhon Morning / Evening...? Ami Bluecopper Deabo kintu Bujteai par chena......please share korun.

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      যে কোন সময় দিতে পারেন তবে ছড়া রোদে কখনই কোন কিছু গাছে স্প্রে করবেন না.

    • @krishnakangshabanik9897
      @krishnakangshabanik9897 ปีที่แล้ว

      Dada amar ggacher gorai bhition poka ki korbo bolun

  • @mdmostofa-qh1iz
    @mdmostofa-qh1iz 2 ปีที่แล้ว

    ভাইয়া পেপে বাগানে ইমিডাক্লোরোপিডের সাথে কোন ছত্রাকনাশক ব্যবহার করলে ভাল হবে আর কতদিন পর পর স্প্রে করলে ভাল থাকবে গাছ প্লিজ রিপ্লে দেন

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      কপার অক্সিক্লোরাইড যুক্তি ফাংগিসাইড।

  • @sujatasengupta7800
    @sujatasengupta7800 2 ปีที่แล้ว +1

    একবার দিলেই কাজ হবে? না হলে কতবার কতদিন অন্তর দিতে হবে?

  • @rbs4974
    @rbs4974 2 ปีที่แล้ว +1

    Dada boro batabi gach lagiyechi 20 din holo but akhono new pata aseni ki korbo har guro npk Epsom diyechi but tobuo asche na

    • @palashdatta9458
      @palashdatta9458 2 ปีที่แล้ว +2

      হ্যা আমিও 20-22 দিন হলো একটা মালটা গাছ লাগিয়েছি কিন্তু কোনো নতুন পাতা আসেনি...... পুরানো পাতাগুলোও ঝরে যাচ্ছে। এক্ষেত্রে কি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যাবহার করা যাবে?

    • @rbs4974
      @rbs4974 2 ปีที่แล้ว

      Amar pata gulo jhore ni dada sob thik royeche but new pata asche na

    • @SamiranMelodyWorld
      @SamiranMelodyWorld 2 ปีที่แล้ว

      Jotodin na notun pata asche kono rokom sar deoyai uchit noy

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      গাছ লাগানো মানে নতুন পাতা এসে যাবে সেটা কোন কথা নয়। একটু সময় দিন। বৃষ্টির জল গাছে একটু পেলে নতুন পাতা তাড়াতাড়ি এসে যাবে।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      এটা দিতে পারেন। তবে জল যাতে বেশি না হয় সেদিকে খেয়াল করবেন একটু সময় দিন, নতুন পাতা এসে যাবে।

  • @ansumanchakrabarti8275
    @ansumanchakrabarti8275 2 ปีที่แล้ว +1

    আমার সাদা মুসান্ডা গাছের বৃদ্ধি থমকে গেছে। কি করা যায়। যদি কোনো সহৃদয় ব্যাক্তি বলেন তবে উপকৃত হবো।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      গাছটিকে আর একবার রিপর্ট করে দিন। ভালোভাবে মাটি তৈরি করে।

  • @somachakrabortyofficial869
    @somachakrabortyofficial869 2 ปีที่แล้ว

    দাদা পূজো করা তুলসী গাছের পাতা তে পোকা হচ্ছে সে কী করবো যদি একটু বলেন প্লিজ 🙏

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      নিম তেল স্প্রে করুন।

  • @bratatighosh1729
    @bratatighosh1729 2 ปีที่แล้ว

    আপনার পোস্ট নিয়মিত পড়ি এবং উপকার পাই । আমার প্রায় ১৫/২০ টা গাছ আছে । এদের মধ্যে দুটি কলকে ও একটি কুন্দ গাছ বেশ পুরোনো । গত বছর বর্ষার পর থেকে আর ফুল পাইনি । কাটাই ছাঁটাই করেও না । আমাদের আবাসনের অন্যান্য বাসিন্দাদের অত্যাচারে অতিষ্ট হয়ে ছাদ থেকে নামিয়ে বারান্দা এবং ব্যালকনিতে রেখেছি । তাও অনেক বছর হয়ে গেছে । ফুল ও দিচ্ছিল । বৃষ্টি র জল পায় । রোদ পড়ে ঘণ্টা পাঁচেক । অনেক পরামর্শও শুনেছি । লাভ হয়নি । আমি কি এখনও গাছগুলো বাঁচাতে পারি ?

    • @triparnadasdutta4171
      @triparnadasdutta4171 2 ปีที่แล้ว

      Apni gach gulo k notun matite die dekhte paren...borsha kale repoting korun notun khabar meshano mati die .

  • @bijoydas8381
    @bijoydas8381 2 ปีที่แล้ว

    Amar Ekta Lanka gather ache prochur fool asche. Kentucky Sab pool jhore jacche. Ki korbo Jodi Bolen khub bhalo Hoi.

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      'টবের গাছে কেজি কেজি বেগুন' এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে তাতে যেসব খাবার প্রয়োগের কথা বলেছি সেইগুলো লঙ্কা গাছে প্রয়োগ করুন।

  • @rohitrahaman9654
    @rohitrahaman9654 2 ปีที่แล้ว +1

    Hydrogen peroxide dile ki good bacteria gulo o mara jai?

  • @mouankis5521
    @mouankis5521 2 ปีที่แล้ว

    sir ami apnar chanel a notun. apnar protak ta video amr vison valo lageche. apnar kache ekta somossa niya asachi. online a jodi ami soil kini seta ki valo hobe ar nile konta valo hobe please atar opore ekta video korun ata ami o amr onk bondhu support pabe. amader adike soil ar kub somossa please apnar kache request please atar opore ekta video korun...

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      সয়েল না কিনে ভার্মি কম্পোস্ট কিনতে পারেন। এতে সরাসরি যে কোন গাছ বসানো যাবে। মাটি কিনলে সেই মাটিতে আবার সার মেশানোর ব্যাপার থাকে। না হলে স্রেফ পটিং মিডিয়াও কিনতে পাওয়া যায় তাতেও গাছ লাগানো যায়।

    • @mouankis5521
      @mouankis5521 2 ปีที่แล้ว

      apnar kache amr kub kore request etar opore ekta video korun ki vabe ki kore amra plant bosabo kiki plant bosale valo hoy detail a ekta please video korun..

  • @moynulhossain4854
    @moynulhossain4854 2 ปีที่แล้ว

    দাদা, নিম খোল জিনিস টা কি? একটু বুঝিয়ে বলবেন?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      নিম গাছের ফল মেশিন এই পেশায় করার পর যে অবশিষ্টাংশ পড়ে থাকে সেটাই নিম খোল. ঠিক তেমনি সরষে থেকে সরষের তেল বেরিয়ে যাওয়ার পর যে খোসা পড়ে থাকে সেটাকে সরষের খোল বলে.

  • @shnjidakuddus3487
    @shnjidakuddus3487 2 ปีที่แล้ว

    ভাই, একটা নীলকানত মনি লতা গাছ লাগিয়েছি।গাছ টা বেচে আছে কিনতু পুরোনো পাতা গুলা পরে যাচছে হলদে হয়ে।বাচাতে চাই গাছটাকে।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      গাছটিকে শেমিডে রাখার ব্যবস্থা করুন। মাটিতে জলটা দেখে দিন। এর মধ্যে বৃষ্টি হলে বাইরে বের করে দেবেন। আমার ফেসবুক পেজে গাছটির ছবি তুলে পাঠাতে পারেন।

  • @barnalibanerjee3785
    @barnalibanerjee3785 2 ปีที่แล้ว

    আমার পাতিলেবু গাছের সবুজ পাতার শিরা হলুদ,বাকি অংশে সবুজে হলুদ ছিট।এখন পাতাগুলো অনেকটা সোনালী রঙের হয়ে এসেছে।আজ পাতা ঝরা শুরু হয়েছে। কি করবো বূঝে উঠতে পারছিনা। আপনি একটু গাইড করলে খুব উপকার হয়। 🙏🏻

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      আমার ফেসবুক পেজে গাছটির একবার ছবি তুলে পাঠান।

    • @samirmitra7039
      @samirmitra7039 ปีที่แล้ว

      রাজ গার্ডেন কি আর বলবে? নিজের বাগানের যে রকম দুর্দশা চলছে তাতে গাছ নিয়ে উপদেশ দিলেও কেউ দেখবেনা @ শুনবেও না।
      উনি যে রেটে ভাষন দিচ্ছে তাতে একটা বড় সার এবং কীটনাশক এর গোডাউন বানলেও ঐ গাছপালা ও হিটকিমারা অবস্থাতেই থাকবে।

  • @anjanasaha6280
    @anjanasaha6280 ปีที่แล้ว

    Amr barir gachh gulo r pata holud hoye hoyechhe.. ki koronio

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      গাছের ছবি তুলে আমার ফেসবুকে পেজে পোস্ট করবেন।

  • @barnalidas6899
    @barnalidas6899 2 ปีที่แล้ว

    Dada borsha asche r amar duto tinte gacher patar colour o fakashe hoe geche, ei gach guloi ki eta use korbo? R sob gachhei ki ektu kore eta dite pari ? Ektu bolben plz

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      বৃষ্টির কারণে মাটি সবসময় ভেজার জন্য গাছের পাতা একটু ফ্যাকাশে হয়ে যায়। চিন্তার কিছু নেই। h2o2 প্রয়োগ না করে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করতে পারেন। গাছে কোন সমস্যা হলে তবেই প্রয়োগ করবেন না হলে দরকার নেই।

    • @barnalidas6899
      @barnalidas6899 2 ปีที่แล้ว

      @@rajgardens ok thank u dada

  • @gayetribiswas3182
    @gayetribiswas3182 2 ปีที่แล้ว

    Dada proti month a jodi sob dhoron ar plant a H202 di jatay oxygen ar ovab na hoy tahole plant ar ki kono khoti hobe? precaution jodi ni....

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      এটা করার দরকার নেই. যখন প্রয়োজন হবে তখনই দেবেন.

    • @gayetribiswas3182
      @gayetribiswas3182 2 ปีที่แล้ว

      @@rajgardens ok

  • @videocreatorrifat1087
    @videocreatorrifat1087 2 ปีที่แล้ว

    আমার আম, লেবু গাছ বড় টবে বোনার কারণে গাছ বাড়ছে না তাই আমার সন্দেহ দূর করার জন্য মাটি খুড়ে দেখি লেবু ও আম গাছের শিকড় অনেকটা ডেমেজ হয়ে গেছে মানে শিকড়ের কোনো বাড় বাড়তি নেই তাই আমি ছোট পলি ব্যাগ নতুন মাটি দিয়ে ওই গাছগুলো বসিয়েছি এখন কি ওইগাছের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইড দিবো কি??

    • @Musicwave895
      @Musicwave895 2 ปีที่แล้ว

      Gorai parle Traicodarma din

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      পলিব্যাগে না লাগিয়ে ছোট মাটির টবে লাগাতে পারতেন। এখন যখন লাগিয়ে ফেলেছেন আর সরানোর দরকার নেই। তবে জলটা খুব মেপে বুঝে দেবেন। হাইড্রোজেন পারঅক্সাইড দিতে পারেন। কোন অসুবিধা নেই।

    • @videocreatorrifat1087
      @videocreatorrifat1087 2 ปีที่แล้ว

      @@rajgardens একটা ছোট টবে লাগিয়েছি আরেকটা কালো পলি ব্যাগে লাগিয়েছি। যাই হোক ওইগাছগুলোর গোড়ায় ও পাতায় কি ১ লিটার পানিতে ৫ মিলি মিশিয়ে হাইড্রোজেন পার অক্সাইড স্প্রে করবো কি

  • @mysecretdoor
    @mysecretdoor 2 ปีที่แล้ว

    Ami বারান্দায় tobe মরিচ গাছ লাগিয়েসি মরিচ গাছে প্রচুর ফুল দরে ar গাছ ভালো মোটা তাজা কিন্তু ফুল ঝরেপড়ে ami এখন কি করব please আমাকে বলবেন

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      মরিচ গাছের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে।

  • @saikatroy1426
    @saikatroy1426 2 ปีที่แล้ว

    আমার পুনে ভ্যারাইটি জবা গাছের পাতা, ভিতর দিকে বেঁকে নৌকা মোতো হয়ে যাচ্ছে। একটা দুটো ফুল হচ্ছে। প্রতিকার জানালে উপকৃত হৈ।

    • @haimantidey9291
      @haimantidey9291 2 ปีที่แล้ว +1

      This is happening with my Pune jobas too. I lost about half a dozen Pune jobas. Soil is compacted. Pune variety জবার লাল মাটি এক্কেবারে জমাট বেঁধে গাছের দম বন্ধ করে দিচ্ছে। প্রচন্ড গরমে জল না দিলেও চলেনা। বেশীর ভাগ নার্সারি কিচ্ছু বলেনা। খালি 'নিয়ে যান , নিয়ে যান ' । Raj Gardens vedios will perfectly guide you for such problems. 😊

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      ধন্যবাদ

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      'নার্সারি মতো সিক্রেট খাওয়ার জবা গাছের' এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটি দেখে সেই মতন খাবার প্রয়োগ করুন। সেইসঙ্গে ভালো কোন একটি কীটনাশক সপ্তাহে একবার করে সারা গাছে স্প্রে করে দিন দু'তিনবার।

    • @saikatroy1426
      @saikatroy1426 2 ปีที่แล้ว

      Onek onek dhonyobad, Aapnar ans peyei aami khub khusi.

  • @tanmoypachal2208
    @tanmoypachal2208 2 ปีที่แล้ว

    স্যর আমার জবা গাছের পাতা সাদা রঙের হয়ে গেছে?কি করব

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      এটা গাছের ক্লোরোসিস এর সমস্যা। এই নিয়ে রিসেন্ট একটি ভিডিও পোস্ট করেছি। সেই ভিডিও দেখে পরিচর্যা করুন।

  • @tanmoypachal2208
    @tanmoypachal2208 2 ปีที่แล้ว

    Sar Amar gachar mati ta chacho hocha ki osud dabo

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      মাটিতে কেঁচো থাকা ভালো কোন ওষুধ দিতে হবে না।

  • @sovanbiswas9344
    @sovanbiswas9344 2 ปีที่แล้ว

    আমার অ্যাপল গাছের নতুন পাতা বেরোচ্ছে কিন্তু সেগুলো পুরো সাদা, কী ভাবে এই সমস্যা সমাধান হবে। প্লিজ জানাবেন

    • @sujatasengupta7800
      @sujatasengupta7800 2 ปีที่แล้ว

      এক সমস্যা।আপেল গাছের পাতা পুড়ে যাচ্ছে।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +2

      ভালো কোন মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে স্প্রে করুন।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      গাছটিকে শেডের মধ্যে রাখুন।

    • @sovanbiswas9344
      @sovanbiswas9344 2 ปีที่แล้ว

      @@rajgardens ok dada

  • @bazlurrahman8749
    @bazlurrahman8749 ปีที่แล้ว

    H2o2 কথায় পাব?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      ওষুধের দোকানে খোঁজ করুন।

  • @rbs4974
    @rbs4974 2 ปีที่แล้ว

    Ai medicine ta vlo gach ke deya jabe

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      না, সমস্যা হলে তবেই দেবেন ।বাকি অন্য যে কাজ গুলোর কথা বলেছি সেগুলো করবেন।

  • @biyasghosh3187
    @biyasghosh3187 ปีที่แล้ว

    আমরা যারা গাছ লাগাতে ভালোবাসি তারা সবসময়ই চাইবোগাছ যাতে ভালো থাকে,যারা চাইবে না তারা তো নানা রকম Comment করবেই।

  • @RajuSk-lp5lu
    @RajuSk-lp5lu 2 ปีที่แล้ว

    PEPE,GACHH,Pata,,holud,,hoye,sukiye,jachchhe

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      জল বেশি হলে বা খাবার কম হলে এমন হয়... আপনার কোন সমস্যা হচ্ছে খুঁজে বের করুন।

  • @noyansk5851
    @noyansk5851 2 ปีที่แล้ว +1

    কি খবর বলো

  • @manoshinaskar5461
    @manoshinaskar5461 2 ปีที่แล้ว

    আমার 1 বছর পুরনো গাছে কী করলে ফুল আসবে

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      কি গাছ কিছুই তো বললেন না?

  • @Ami_Bangali
    @Ami_Bangali 2 ปีที่แล้ว +1

    ভুলভাল তথ্য দিলে unsubscribe করে দেব।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +2

      আসলে ভুলের ভুলভুলাইয়ার মধ্যে বাস করলে সঠিক তথ্যকেও ভুল বলে মনে হয়। তাই একথা বলছেন। unsubscribe করে দিতে পারেন।