জয়দেবপুর মাথাভাঙ্গা।। সৌন্দর্যে ঘেরা অপরূপ এই গ্রামের দৃশ্য ।।The scenery of this beautiful village
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ต.ค. 2024
- জয়দেবপুর মাথাভাঙ্গা।। সৌন্দর্যে ঘেরা অপরূপ এই গ্রামের দৃশ্য ।।Joydevpurআথ3. The scenery of this beautiful village is surrounded by beauty.
Joydevpur Mathabhanga village is located in Mathabhanga union of Homna upazila in Comilla district of Bangladesh. The Meth Path of this village has not yet been touched by modernity like the villages of the 90s. However, the scenery of this village is incredibly beautiful. Rishipara place is very beautiful in Joydevpur Mathabhanga. However, the villagers of Rishipara of Jaydevpur Mathabhanga are still deprived of state facilities, the village road is fine, but no vehicles ply on that road. Young children in Rishipara walk several miles to the primary school to study. Pregnant women and the elderly have to be carried on foot to the doctor when they are sick. You will see the beauty of this village and the complete view of this village, I hope you will like it very much.
বাংলাদেশের কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নে অবস্থিত এ জয়দেবপুর মাথাভাঙ্গা গ্রামটি। এই গ্রামের মেঠ পথ সেই ৯০ দশকের গ্রাম গুলোর মতন এখনো আধুনিকতার ছোঁয়া পায়নি। তবে এ গ্রামের দৃশ্য অসম্ভব সুন্দর। জয়দেবপুর মাথাভাঙ্গার মধ্যে ঋষিপাড়া জায়গাটি অনেক সুন্দর। তবে জয়দেবপুর মাথাভাঙ্গার ঋষিপাড়ার গ্রামবাসী এখনো রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত গ্রামের রাস্তা হয়েছে ঠিক আছে তবে সেই রাস্তায় কোন গাড়ি চলে না। ঋষিপারার ছোট বাচ্চারা প্রাথমিক বিদ্যালয়ে কয়েক মাইল পায়ে হেঁটে যায় পড়ালেখা করার জন্য।গর্ভবতী মহিলারা এবং বৃদ্ধরা অসুস্থ হলে ডক্টরের কাছে নিতে হলেও কাঁধে করে পায়ে হেঁটে নিয়ে যেতে হয়। এই গ্রামের সৌন্দর্য এবং এ গ্রামের সম্পূর্ণ দৃশ্য আপনারা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
#জয়দেবপুর_মাথাভাঙ্গা #হোমনা #কুমিল্লা #কুমিল্লা #বাংলাদেশ
• GRAM CHARA OI RANGA MA...
পলাশ
Thanks
Welcome
খুব ভালো লাগলো দেখে তবে কি জানেন গ্রামের মানুষদের যতই সহজ-সরল ভাববেন ততই মনে করেন নিরবে বাশ দিয়ে যাবে।আলাভোলা চেহারার ভিতর একেকটা কালনাগ।
ভাই কেউ যদি দুনিয়াতে খারাপ করে তার বিচার একমাত্র আল্লাহ পাকই করবেন সব তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ভালো-মন্দ বুঝার জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ভালো যারা তারও আল্লাহর বান্দ খারাপ যারা তারাও কিন্তু এক এ আল্লাহরই বান্দা তাই আমরা মানুষ হয়ে মানুষকে কখনো নিন্দানো ঠিক না।
ধন্যবাদ আপনার মুল্যবান সময় থেকে একটু সময় করে আমার এই মন্তব্য দেখার জন্য। আমি কিন্তু মানুষকে নিন্দা করে কথা বলিনি, শুধু এটাই বললাম যে মানুষের ভিতরের চেহারাটা ভয়ংকর।
আসলে গত দশ বছরে এই সুন্দর গ্রামের সুন্দর মানুষগুলোর কাছ থেকে এত পরিমান আঘাত এসেছে যেটা বলার মত নয়। ভালো থাকুক সোনার বাংলাদেশের ভালো মানুষগুলো। 🌹
ওপারচর মাদ্রাসা আসেন পশ্চিপারা
যদি উপারচর পশ্চিমপাড়ার দিকে যাই তাহলে যাব ইনশাল্লাহ