গান টি আগে কখনও শোনা হয়নি, আমারা আপনার কাছ থেকে বাংলা গানের ভান্ডার থেকে এরকম রুচিশীল গান শুনতে পাবো, সেই আশা নিয়ই অপেক্ষায় থাকি। কিন্ত দিদিভাই আপনার কথা শুনে মাঝে মাঝে শঙ্কা জাগে, যে আমরা কেনো আপনার গান থেকে বঞ্চিত হবো। আমরা শুধু আশায় রাখতে পারি----------
গভীর অনুভূতি এবং হৃদয় বিদারক বেদনার এই গান। প্রণব রায়ের যেমন অপূর্ব লেখা তেমনই অপূর্ব কমল দাসগুপ্তের সুর। গানটি আমার জন্ম সাল ১৯৪৬ এ অরিজিনালি প্রথম গেয়েছিলেন সত্য চৌধুরী। পরবর্তীকালে মাধুরী চ্যাটার্জী এবং ফিরোজা বেগম গেয়েছেন। যত দিন যাচ্ছে তোমার কণ্ঠস্বর আরও অনেক বেশি উন্নত ও পরিণত হচ্ছে। অসাধারণ তোমার গলার রেঞ্জ। অত্যন্ত দরদ দিয়ে গানটা তুমি ভীষণই ভালো গেয়েছো। বহু পুরনো দিনের এই অসাধারণ গানটি তোমার গলায় শুনে আমি অভিভূত হলাম। তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।♥️
"যেথা গান থেমে যায়।"শত ব্যস্ততার মধ্যেও গানটি হৃদয় দিয়ে বারবার শুনেছি। অনুভব করেছি। অনন্তকাল এই গান এই সুর এই কন্ঠ অব্যাহত থাকুক কামনা করি। ভীষণ ভালো লেগেছে। এই সুমিষ্ট কন্ঠ দরদী গান শোনার জন্য সারা জীবন অপেক্ষায় থাকবো। শুভকামনা প্রিয় শিল্পীর জন্য। 👑❤️
অসাধারণ গানটি গেয়ে মন আবারও কেড়ে নিলে মা পিয়ালী। তোমার গলায় এতো সুর ও দরদ যে কেউ শুনলেই মোহিত হয়ে যাবে। আবারও বলি মা সরস্বতী তোমার সঙ্গে সব সময়ই আছেন। খুব ভালো থেকো, যথাযোগ্য মযা'দা পাও জীবনে এই আমার কামনা এবং একান্ত ইচ্ছা। ঈশ্বর আমার এই আবেদন নিশ্চয়ই একদিন শুনবেন এ আমার দৃঢ় বিশ্বাস। আমার আশীষ নিও।
অসম্ভব সুন্দর গেয়েছো। এই পুরনো দিনের গান গুলো সত্যিই অসাধারণ আর এতো সুন্দর করে দরদ দিয়ে গেয়েছো। আমার ও পুরনো দিনের গানগুলো তোলার খুব নেশা। ভালো থেকো আর এভাবেই আমাদের অনেক গান উপহার দিবো।❤️
অপূর্ব অপূর্ব অপূর্ব গেয়েছো পিয়ালি মামনি । Rare collection. হারিয়ে যাওয়া গান একটি । আমি কোনো দিন শুনিনি । খুব ভালো লাগল । আমার আন্তরিক শুভেচ্ছা ও আশীষ রইল তোমার জন্য ।
পিয়ালীর গাওয়া এই গানের কথা ও সুর দর্শকদের মনে এক অনন্য ভালোলাগার আবেশ সৃষ্টি করলো সেই আবেশে মিশে আছে পিয়ালীর কণ্ঠস্বরের মাধুর্য আর গান গাওয়ার নিজস্ব স্বকীয়তা পিয়ালীর এত সুর আর এত গান এর সাথে দর্শকরা নিশ্চিত থাকবে থাকবে তাদের বিষন্নতা ভালোলাগা আনন্দ সব কিছু নিয়ে পিয়ালী স্বপরিবারে ভালো থাকবেন কুট্টুসকে অনেক আদর
Khub khub sundor laglo , koto koto purono , kotha r Sur ki asadharon, tomar golaye ato aabeg , tulona nai , mon vore galo, vison valo legeche , onek ashirbad r suvechha roilo, valo theko ❤️❤️
A long suppressed sob of languishment revived in your voice and incomparable lyric and tune combination. Actually our pathose queen is famous for digging out old haunting griefs. Salute to you mam
তুমি আমার থেকে অনেক ছোট কিন্তু বলতে বাধা নেই যে আমি তোমার গান শুনেই নতুন করে গান গাওয়ার প্রতি আকর্ষন খুঁজে পেয়েছি।আমি তোমার গানের নিয়মিত শ্রোতা। তোমার মতো এত দরদ দিয়ে গান গাইতে খুব কমই দেখেছি। তুমি আরো অনেক অনেক উন্নতি করবে।❤❤
আপনার কথস্বর এতটাই সুন্দর আমার মনে হয় এটা এক জন্মের নয় পূর্ব জন্যে আপনি নিশ্চই অনেক পূণ্য করেছেন আবার এ জন্মেও অনেক পূণ্য করছেন দুটো জন্মের পূণ্যের ফল। আপনি সঙ্গীত জগতের গর্ব আপনি আমাদের অহংকার
হৃদয় খুড়ে বেদনা আনা যেন আপনার সহজাত প্রতিভা। কেমন গাইলেন এ নিয়ে কোন শব্দ বন্ধ নাই বা প্রকাশ করলাম। কিন্তু প্রশ্ন জাগে এ গান আপনি বাছলেন কেন ? এ কোন অশনি সঙ্কেত নয় তো ! দর্শক শ্রোতাদের মাঝে এই ভাবে বিরাজ করুন, তাই সই । শুভেচ্ছান্তে,
এই গান ফিরোজা বেগমের কন্ঠে শুনেছি, আমার CD আছে। কিন্তু আপনার গান বেশি ভালো লাগলো, কারণ ফিরোজা বেগমের গানটা মাত্রাতিরিক্ত আবেগের প্রবাহ ও ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর মনে হয়। আপনিই সেরা। আপনার গানের আবেদন কী যেন নতুন সুরের মূর্ছনা জাগায়। Madam, আপনার কী CD (Audio বা DVD) পাওয়া যায়?
আমার ভুবন কান পেতে রয় স্বরত্মিকার গানেরও লাগিয়া..... এক হাতে মোর পূজার থালা আরেক হাতে মালা মন যা চাহে নাও তোমার মন যা চাহে নাও th-cam.com/video/Lo1gOhdpvn0/w-d-xo.htmlsi=JpDbBYC0e4vSeeax
ঈশ্বরের আশির্বাদ না থাকলে এমন কন্ঠ হতে পারে না আর নজরুল ভাবনায় 🙏 অপূর্ব।
অনেক ধন্যবাদ
গান টি আগে কখনও শোনা হয়নি, আমারা আপনার কাছ থেকে বাংলা গানের ভান্ডার থেকে এরকম রুচিশীল গান শুনতে পাবো, সেই আশা নিয়ই অপেক্ষায় থাকি। কিন্ত দিদিভাই আপনার কথা শুনে মাঝে মাঝে শঙ্কা জাগে, যে আমরা কেনো আপনার গান থেকে বঞ্চিত হবো। আমরা শুধু আশায় রাখতে পারি----------
গান আছে তাই জান আছে 😀
সুরে অভিব্যক্তিতে অনন্য বেদনা সঞ্চারি অনুভবের জাগরণে এই গায়কী অশেষ হয়ে থাকবে হৃদয়ে হৃদয়ে ।
অশেষ ধন্যবাদ
@@PialyKunduOfficial ❤️
খুব সুন্দর লাগলো সুমধুর কণ্ঠ স্বরে। 👍
গভীর অনুভূতি এবং হৃদয় বিদারক বেদনার এই গান। প্রণব রায়ের যেমন অপূর্ব লেখা তেমনই অপূর্ব কমল দাসগুপ্তের সুর। গানটি আমার জন্ম সাল ১৯৪৬ এ অরিজিনালি প্রথম গেয়েছিলেন সত্য চৌধুরী। পরবর্তীকালে মাধুরী চ্যাটার্জী এবং ফিরোজা বেগম গেয়েছেন। যত দিন যাচ্ছে তোমার কণ্ঠস্বর আরও অনেক বেশি উন্নত ও পরিণত হচ্ছে। অসাধারণ তোমার গলার রেঞ্জ। অত্যন্ত দরদ দিয়ে গানটা তুমি ভীষণই ভালো গেয়েছো। বহু পুরনো দিনের এই অসাধারণ গানটি তোমার গলায় শুনে আমি অভিভূত হলাম। তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।♥️
অশেষ ধন্যবাদ
👍💕💘💝💞👌
"যেথা গান থেমে যায়।"শত ব্যস্ততার মধ্যেও গানটি হৃদয় দিয়ে বারবার শুনেছি। অনুভব করেছি। অনন্তকাল এই গান এই সুর এই কন্ঠ অব্যাহত থাকুক কামনা করি। ভীষণ ভালো লেগেছে। এই সুমিষ্ট কন্ঠ দরদী গান শোনার জন্য সারা জীবন অপেক্ষায় থাকবো। শুভকামনা প্রিয় শিল্পীর জন্য। 👑❤️
অশেষ ধন্যবাদ
অসাধারণ, অসাধারণ গেয়েছেন মা, হৃদয়ের গভীরে ঢুকে গেছে
অনেক ধন্যবাদ
অদ্ভূত,অবিশ্বাস্য, অতুলনীয় তোমাৱ গলা।হৃদয় কাঁপিয়ে দেয়।গানেৱ যোগীনী তুমি।
ধন্যবাদ
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো , গানটা খুব দরদ দিয়ে পরিবেশন করলে
অসাধারণ গানটি গেয়ে মন আবারও কেড়ে নিলে মা পিয়ালী। তোমার গলায় এতো সুর ও দরদ যে কেউ শুনলেই মোহিত হয়ে যাবে। আবারও বলি মা সরস্বতী তোমার সঙ্গে সব সময়ই আছেন। খুব ভালো থেকো, যথাযোগ্য মযা'দা পাও জীবনে এই আমার কামনা এবং একান্ত ইচ্ছা। ঈশ্বর আমার এই আবেদন নিশ্চয়ই একদিন শুনবেন এ আমার দৃঢ় বিশ্বাস। আমার আশীষ নিও।
অশেষ ধন্যবাদ
অসাধারণ সঙ্গীত পরিবেশনা।
ধন্যবাদ
Pialy Kundu Official - Jetha Gaan Theme Jay ॥ যেথা গান থেমে যায় ॥ Old Bengali Sad Song ॥ Pialy - Besh Valo Laglo Gaanti
Thanks
অসম্ভব সুন্দর গেয়েছো। এই পুরনো দিনের গান গুলো সত্যিই অসাধারণ আর এতো সুন্দর করে দরদ দিয়ে গেয়েছো। আমার ও পুরনো দিনের গানগুলো তোলার খুব নেশা। ভালো থেকো আর এভাবেই আমাদের অনেক গান উপহার দিবো।❤️
ধন্যবাদ অনেক
ভীষন খুশী ভীষন সুন্দর অনুভূতি।দারুন গাইলেন।❤❤❤❤
ধন্যবাদ অনেক
কি অসাধারণ গাইলে দিদি,, প্রাণ জুড়িয়ে গেল। বাংলাদেশ থেকে বলছি । ভীষণ ভক্ত আমি তোমার গানের। ভালো থেকো
ধন্যবাদ অশেষ
Maa Pialy, Bedonar Gaane Tomar Tulona Nei. God bless you. Always be happy. Go on... 🎉🎉🎉❤❤
Many thanks
অপূর্ব অপূর্ব অপূর্ব গেয়েছো পিয়ালি মামনি । Rare collection. হারিয়ে যাওয়া গান একটি । আমি কোনো দিন শুনিনি । খুব ভালো লাগল । আমার আন্তরিক শুভেচ্ছা ও আশীষ রইল তোমার জন্য ।
অশেষ ধন্যবাদ
অসাধারণ সুন্দর দরদ ভরা পরিবেশনা, ভালো থেকো নিরন্তর।
ধন্যবাদ
তোমার অপূর্ব কন্ঠে দারুন লাগলো গানটি।❤❤❤❤
ধন্যবাদ অনেক
এতো দরদ দিয়ে গাও মধুর কণ্ঠস্বরে প্রতিটা গান আলাদা একটা মাত্রা পায়।
❤️💐❤️
অশেষ ধন্যবাদ
পিয়ালীর গাওয়া এই গানের কথা ও সুর দর্শকদের মনে এক অনন্য ভালোলাগার আবেশ সৃষ্টি করলো সেই আবেশে মিশে আছে পিয়ালীর কণ্ঠস্বরের মাধুর্য আর গান গাওয়ার নিজস্ব স্বকীয়তা পিয়ালীর এত সুর আর এত গান এর সাথে দর্শকরা নিশ্চিত থাকবে থাকবে তাদের বিষন্নতা ভালোলাগা আনন্দ সব কিছু নিয়ে পিয়ালী স্বপরিবারে ভালো থাকবেন কুট্টুসকে অনেক আদর
অশেষ ধন্যবাদ
আপনার গান প্রতিদিনই আমাকে শুনতেই হচ্ছে..... আপাতত এইটুকুই, ভালো থাকুন ।♥️
🙏🙏🙏🙂
Excellent Perfermence Piyali.God Bless U.❤👍
Thanks
Piyali mam so outstanding outstanding singing
Many many thanks
@@PialyKunduOfficial welcome 🌸
অসাধারণ সঙ্গীত; এবং অপূর্ব পরিবেশন ।
ধন্যবাদ
অনিন্দ্য সুন্দর পরিবেশন, খুব খুব ভালো লাগল..
অশেষ ধন্যবাদ
Khub khub sundor laglo , koto koto purono , kotha r Sur ki asadharon, tomar golaye ato aabeg , tulona nai , mon vore galo, vison valo legeche , onek ashirbad r suvechha roilo, valo theko ❤️❤️
Many many thanks
অনেক আদর দিলাম। আমার মনের মতো তোমার presentation.ভালো থেকো।
ধন্যবাদ অনেক
A long suppressed sob of languishment revived in your voice and incomparable lyric and tune combination. Actually our pathose queen is famous for digging out old haunting griefs. Salute to you mam
Thanks a lot
খুব ভালো গাইলেন।অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ
Unpredictable singing which dominated by Pialy
ভীষণ ভীষণ ভালো হয়েছে। একখানা শিপ্রা বসুর গান হোক। ভালো থেকো। 💖
অনেক কটা গেয়েছি, ঠুমরী গজল প্লে-লিস্টে পাবেন
দারুণ ❤
Thanks
অসাধারণ,খুব সুন্দর হয়েছে
Many thanks
আমার অতি প্রিয় গান। আপনার কন্ঠে অসাধারণ লাগলো গানটি।
ধন্যবাদ
অসাধারন, অপূর্ব, খুব সুন্দর ধন্যবাদ ম্যাডাম
অশেষ ধন্যবাদ
খুব খুব ভালো লাগলো❤❤❤❤❤
ধন্যবাদ
Asadharon
Thanks
Awesome singing. Tribute to legend Satya Chowdhuri and Kamal Dasgupta. Thank you
Many thanks
Splendid ♥️☺️♥️
Thank you
Excellent!👌👌❤️❤️
Thanks
Excellent
Thanks
পিয়ালী সব সময় এত কষ্টের গান করো কেন।
🙂🙂
এই গানটা আমি ফিরোজা বেগমের কণ্ঠে অনেকবার শুনেছি। তুমিও খুব সুন্দর গেয়েছো।
ধন্যবাদ
ভাষা নেই! অপূর্ব অপূর্ব অপূর্ব
অশেষ ধন্যবাদ
সুর ও গানের কথা গুলি খুব ভালো লাগলো
তোমার গলায় গানটা অসম্ভব সুন্দর লাগল।এটা প্রনব রায়ের লেখা বলে জানতাম না।আমি নজরুল গীতি বলেই জানতাম।
ধন্যবাদ অনেক
১৯৪৬ জন্ম তপন ব্যানার্জি। উনার মিষ্টি মতামত পড়ে মনে হলো লিখতেই শিখি নি। অসাধারণ। ভাষা হারিয়ে ফেলেছি।
ধন্যবাদ
খুব সুন্দর তবে আরো একটু করুন সুর হলে ফাটাফাটি হতো তা হলেও খুব সুন্দর হয়েছে আমি নব্বই বছরের বুড়তো তাই পুরোনো দিনের গান মন কোথায় যেন চলে যায়
Thank u
অসাধারণ গেয়েছেন গানটা খুব সুন্দর
Thank u
খুব সুন্দর হয়েছে 👍 👍 👍
ধন্যবাদ
Khub sundor hoyeche kintu amar kache notification ase na Kano
Bell icon ta press kore all select kore rakhun
অসাধারণ সুন্দর পরিবেশন।
ধন্যবাদ অনেক
তুমি আমার থেকে অনেক ছোট কিন্তু বলতে বাধা নেই যে আমি তোমার গান শুনেই নতুন করে গান গাওয়ার প্রতি আকর্ষন খুঁজে পেয়েছি।আমি তোমার গানের নিয়মিত শ্রোতা। তোমার মতো এত দরদ দিয়ে গান গাইতে খুব কমই দেখেছি। তুমি আরো অনেক অনেক উন্নতি করবে।❤❤
অশেষ ধন্যবাদ, গান গেয়ে যান 🙏
Excellent.
Many thanks!
হদয়ের শান্তি তোমার কন্ঠের মাদকতা।
অশেষ ধন্যবাদ
অসাধারণ অনেকের মত গানটি
শুনি নাই আমার কাছে অনেক ভাল
লেগেছে তোমাকে অনেক ধন্যবাদ ভাল থাকবে
অশেষ ধন্যবাদ
আপনার গান যেন কখনো না থেমে যায়, থমকে দাঁড়ায় না যেন কখনো।
ধন্যবাদ অনেক
এই গানটি আগে কখনও শুনেছি বলে মনে পড়ছে না। কার গাওয়া? ভারি সুন্দর গেয়েছেন। ❤
ফিরোজা বেগম
অশেষ ধন্যবাদ
Very nice..
Thanks a lot
খুব সুন্দর
অনেক ধন্যবাদ
Asadharon ❤️
Bhison bhalo laglo ❤
Thanks
আপনার কথস্বর এতটাই সুন্দর আমার মনে হয় এটা এক জন্মের নয় পূর্ব জন্যে আপনি নিশ্চই অনেক পূণ্য করেছেন আবার এ জন্মেও অনেক পূণ্য করছেন দুটো জন্মের পূণ্যের ফল। আপনি সঙ্গীত জগতের গর্ব আপনি আমাদের অহংকার
অশেষ ধন্যবাদ
Eta abar beshi hoye gelo
Ta hole indrani Sen gailey ki bol ben.....
হাসির কিছু নেই। শরীর খারাপ হতেই পারে। তুমি ভালোই গেয়েছো। হ্যাঁ গলা একটু বসা লেগেছে ঠিক। কিন্তু আমার ভালো লেগেছে। ভালো থেকো
অনেক ধন্যবাদ 🙏
আপনি,এত সুন্দর গান কি করে গাইলেন ?
ধন্যবাদ
Opurbo poribeshon
Many thanks
Excellent 🎉🎉🎉
Thanks
Apurba laglo
Thank you
বালাই ষাট, গান থামবে কেনো.... এই গান এই সুর এই কন্ঠ কখনোই থামবে না, তা ইউটিউব যতই অসহযোগিতা করুক না কেন..
😀😀😀
প্রতিটি গানের আশায় থাকি।
🙏😀😀
👌👌👌👌
❤❤❤
যাষ্ট অনবদ্য
ধন্যবাদ অনেক
Good.very good
Thanks
খুব ভালো করে গান গায় তবে ইয়ার ফোন টা না থাকলে ভালো হতো
ওটাই মাইক্রোফোন
Didi very nice
Thanks a lot
ভাষা হারা
অশেষ ধন্যবাদ
হৃদয় খুড়ে বেদনা আনা যেন আপনার সহজাত প্রতিভা। কেমন গাইলেন এ নিয়ে কোন শব্দ বন্ধ নাই বা প্রকাশ করলাম। কিন্তু প্রশ্ন জাগে এ গান আপনি বাছলেন কেন ? এ কোন অশনি সঙ্কেত নয় তো ! দর্শক শ্রোতাদের মাঝে এই ভাবে বিরাজ করুন, তাই সই । শুভেচ্ছান্তে,
ভয় নেই, জান থাকলে গানও থাকবে 😀
@@PialyKunduOfficialSo kind of you. You are intelligent enough. So we shall never be deprived of your songs. Thank you so much.
❤️👍
👍💕💘💝💞👌
Gouri Keder Bhatt. Naiba holo.......Gankhani suntay chai
বুঝলাম না
💕💐
এই গান ফিরোজা বেগমের কন্ঠে শুনেছি, আমার CD আছে। কিন্তু আপনার গান বেশি ভালো লাগলো, কারণ ফিরোজা বেগমের গানটা মাত্রাতিরিক্ত আবেগের প্রবাহ ও ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর মনে হয়। আপনিই সেরা।
আপনার গানের আবেদন কী যেন নতুন সুরের মূর্ছনা জাগায়।
Madam,
আপনার কী CD (Audio বা DVD) পাওয়া যায়?
কী সব বলছেন.. ফিরোজা বেগমের গান ঘ্যাঙর ঘ্যাঙর?? Internet থাকলেই কী যা খুশি লেখা যায়??
@@PialyKunduOfficial ধন্যবাদ 😊😊
এখন কেমন আছো ? আচ্ছা তোমার কি থাইরয়েড চেক করিয়েছে ? থাইরয়েড বেশি থাকলে অনেক সমস্যা হয়
Ache.. anekdin
@@PialyKunduOfficial ঠিক, অনেক দিন মানে প্রায় কিছু বছর হবে নিশ্চিত, থাইরয়েডের জন্যই তোমার সমস্যাটা হয় বেশি ...
Aaha maa ki sonale go maa tumi amr guru meye tai gorbo bodh kori
অশেষ ধন্যবাদ
আমার ভুবন কান পেতে রয় স্বরত্মিকার গানেরও লাগিয়া.....
এক হাতে মোর পূজার থালা
আরেক হাতে মালা
মন যা চাহে নাও
তোমার মন যা চাহে নাও
th-cam.com/video/Lo1gOhdpvn0/w-d-xo.htmlsi=JpDbBYC0e4vSeeax
ei duto gaaner jonyo onurodh roilo :)
th-cam.com/video/N7SW-BzOMJE/w-d-xo.html
th-cam.com/video/WfJEcZL4Xho/w-d-xo.html
Ore baba re. Ai gaan gaite gele amake 100 bar janmo nite hobe 😃