মানবদেহে পাক পাঞ্জাতন কোথায়? নিগূঢ় গুপ্ত রহস্য প্রকাশ, পাগল আব্দুল আলীম চিশতি, @Porom Atma HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ค. 2021
  • প্রশ্নঃ (১) তাহলে কি সকল মানুষের মধ্যেই পাক পাঞ্জাতন বিদ্যমান?
    উত্তরঃ না, সকল মানুষের মধ্যেই পাক পাঞ্জাতন নেই। শুধু মাত্র সৎ চিন্তাশীল পাক পবিত্র মুমিনগণের মধ্যেই পাক পাঞ্জাতন বা পরম রূহ বা পরম আত্মা জ্যোতির্ময় রূপে বিদ্যমান। আর পাক পবিত্র মুমিনগণ-ই হচ্ছে এই বিলায়েতের যুগে অলী আউলিয়া, গাউস-কুতুব।
    যারা অন্ধ ও পথভ্রষ্ট তাদের মধ্যে পাক পাঞ্জাতন বা পরম রূহ বা পরম আত্মা নেই, তারা মানুষ রূপী জীব আত্মার অধিকারী। তবে কঠোর সাধনার মাধ্যমে এই পরম বস্তু লাভ করা তথা ধারণ করা সম্ভব।
    প্রশ্নঃ (২) এই কথাগুলোর দলিল কি?
    উত্তরঃ ইলমে মারেফত হচ্ছে বাতেনী ভেদ আর বাতেনী রহস্যের কোন দলিল থাকে না। যেমন- স্বপ্নযোগে মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করে কিন্তু ঘুম ভেঙ্গে গেলে তার ভ্রমণের কোন দলিল থাকে না।
    আজকের বিষয় : মানবদেহে পাক পাঞ্জাতন কোথায়?
    আলোচনায় : পাগল আব্দুল আলীম চিশতি
    ভিডিও কভার স্টুডিও - পরম আত্মা।
    একটি সাঁই বটতলা মিডিয়া
    মানবদেহে পাক পাঞ্জাতন কোথায়? নিগূঢ় গুপ্ত রহস্য প্রকাশ, পাগল আব্দুল আলীম চিশতি, @Porom Atma HD
    In discussion: Pagol Abdul Alim Chisti
    Video Cover Studio - Porom Atma HD
    Akti Sai Bot tola Media
    ________________________
    Porom Atma HD পরম আত্মা একটি আধ্যাত্মিক চ্যানেল। দেহতত্ত্ব - আত্মা তত্ত্ব - সৃষ্টিতত্ত্ব সহ ইলমে মারেফাতের গুপ্ত বিষয় বস্তু্র হাকিকত নিয়ে আলোচনার করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটি নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার করে যাবে ইনশাল্লাহ। সকল বন্ধুকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল।
    Porom Atma HD is basically a spiritual channel. Inshallah, our channel will broadcast regular programs to discuss the secret subject matter of knowledge including physiology - soul theory - creation theory. All friends are requested to stay with our channel.
    _____________________
    First Intro : First Intro Music created just for Porom Atma HD.
    Last Intro : Last intro Music add from TH-cam Audio Library.
    ______________________
    #পাক_পাঞ্জাতন
    #পাগল_আব্দুল_আলীম_চিশতি
    #দেহতত্ত্ব_সৃষ্টিতত্ত্ব_আলোচনা
    _____________________
    ❤ এই চ্যানেলটি অসাম্প্রদায়িক অর্থাৎ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল মানুষের জন্য একটি আধ্যাত্মিক চ্যানেল। এক মানুষের সাথে আরেক মানুষের হিংসা অহংকার মুক্ত করে গভীর প্রেমময় ভালোবাসার বন্ধন সৃষ্টি হলে তবেই এই পৃথিবীতে শান্তি বিরাজ করবে। আর এটাই হচ্ছে মানবধর্ম। অন্তিমকালে যার যার "নিজ কর্মফল দর্শন" ব্যতীত সেই ঘোর নিদানকালে কেউ কারো সাথে যাবে না। তাই আসুন ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ্‌ দর্শনের গভীর আকাংখা নিয়ে সকলে এক ও অদ্বিতীয় আল্লাহর একত্ববাদের প্রেমে সর্বদা মত্ত থাকি, সর্বদা নিজের আমলের কথা চিন্তা করি, মিথ্যা কথা না বলি, অন্য কারো সমালোচনা, গীবত না করি এবং সত্য সু-পথে চলি। আমি আল্লাহর প্রেমে, আল্লাহ্‌কে দর্শন করার আশায় আশায় পাগলের মত ঘুরছি। তাই নামের আগে যোগ হয়েছে মূর্খ অধম পাগল। আর এই অধম পাগল মানুষের কথা যদি কারো ভালো না লাগে, তাহলে ভিডিওটি ডিজলাইক দিবেন আর ভালো লাগলে লাইক দিবেন। যদি লাইকের তুলনায় ডিজলাইক % বেশি হয় তাহলে আমি ভিডিওটি সাথে সাথে ডিলেট করে দিব। প্রতিটি আলোচনা কুরআন, সহী হাদিস, ধর্মীয় শাস্ত্র থেকে এই চ্যানেলে নিয়মিত আলোচনা করা হয়। আমার ভুল ভ্রান্তি ক্ষমার চোখে দেখার জন্য সকলের নিকট বিনীত অনুরোধ রইল।
    সকল মানুষের শান্তি কামনাই হোক, সকল মানুষের একমাত্র মূল উদ্দেশ্য। আল্লাহ্‌ মহান।
    ______________________________
    ~ পাগল আব্দুল আলীম চিশতি।

ความคิดเห็น • 306

  • @nasrinsultana8515
    @nasrinsultana8515 3 ปีที่แล้ว +18

    আপনার ইউ টিউব এর ভিডিওর বিষয়বস্তু খুব উচ্চস্তরের। এই সকল বিষয় নিয়ে আলোচনা বুঝতে আল্লাহর অশেষ রহমতের প্রয়োজন। আল্লাহ পাক কুরআনের প্রকৃত জ্ঞান যাদের দিয়েছে তারাই এসব বিষয়ে বুঝতে পারবে। যারা শোহাদায়ে কারবালা ও ইমাম হোসেন আ: এর ত্যাগ ,সৎতা এবং অপরপক্ষে লোভী ইয়াজিদি মুসলমান ও আমাদের দেশের দালাল মোল্লাদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে তারাই এসব বিষয়ে বুঝতে পারবে। দয়া করে আপনার উচ্চারণ সুন্দর করবেন।

  • @md.ashrafalimondol5110
    @md.ashrafalimondol5110 ปีที่แล้ว +8

    মারহাবা ইয়া আহলে বাইত পাক পাঞ্জাতন (সা: আ:) ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @golammostofa8743
    @golammostofa8743 2 ปีที่แล้ว +5

    অল্প শিক্ষা ভয়ংকর মুখস্থ কথা ছাড়ো।

  • @mkoliullah1049
    @mkoliullah1049 2 ปีที่แล้ว +18

    সহী আলোচনা এগিয়ে যান মানুষ যেন সঠিক পথ চিনতে পারে।

  • @jamalhossain184
    @jamalhossain184 2 ปีที่แล้ว +4

    আপনি মুসলমান হয়ে থাকলে কোরআন অথবা হাদিস থেকে কথা বলুন।

  • @alinaafrinrubaba6023
    @alinaafrinrubaba6023 ปีที่แล้ว +9

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আমিন

  • @MGENERALTV

    জাহেরি ও বাঁতেনি বিষয় গুলো নিয়ে আলোচনা করেন

  • @mdpranto1241

    আমি মারফত এর মানুষ

  • @md.abdulhannan7961

    দেহের মাঝে অনাবশ্য' ও পূর্ণিমা কখন ও কি ভাবে হয

  • @user-xv4ln7rp8n

    Ponchoto totho ke

  • @sabinasanuara5332
    @sabinasanuara5332 2 ปีที่แล้ว +4

    অত্যন্ত ভাল লাগল দরদী

  • @saifuzzaman1841
    @saifuzzaman1841 ปีที่แล้ว +2

    জয় গুরু, জয় গুরু , জয় গুরু অনেক মূল্যবান কথা বলেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথাগুলো শুনে অনেকেই উপকৃত হবেন।🌹🌹🌹❤️❤️❤️

  • @RafiqulIslam-ho1gu
    @RafiqulIslam-ho1gu ปีที่แล้ว +3

    সঠিক আলোচনা।

  • @yeasinmiah6468
    @yeasinmiah6468 2 ปีที่แล้ว +8

    জয় গুরু। ভাই জান খুবই গুরুত্বপূর্ণ আলচনা করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @benzirhossain5978
    @benzirhossain5978 3 ปีที่แล้ว +10

    নিশ্ব ভাবিয়া রবে, মানব সৃষ্ট রবে

  • @afrozaafroza9915
    @afrozaafroza9915 2 ปีที่แล้ว +3

    Shubanallah🥰🥰🥰onek sundor akta alochona amr...baba pir r Kotha sathe mile..gese...dhonnobad❤️❤️❤️❤️

  • @saidulmia2413
    @saidulmia2413 2 ปีที่แล้ว +2

    মার্হাবা ভালো লাগলো সুন্দর করে আলাপ আলোচনা করলেন লাক কুটি শুকরীয়া পেম ভক্তি শ্রদ্ধা রইলো

  • @safiabegum3918
    @safiabegum3918 3 ปีที่แล้ว +6

    জয় গুরু অনেক সুন্দর আলোচনা আপনার চরনে হাজার ছালাম

  • @mdtitu2536
    @mdtitu2536 ปีที่แล้ว +3

    Nice video