Hothat eshechile by Tahsan | Monsuba Junction | Tahsan's Song | Music Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @sanminsultana
    @sanminsultana ปีที่แล้ว +16

    যখন থেকে তাহসানের গান শুনা শুরু করি তখন আমার গান গুলোর অর্থ বুঝে উঠার বয়স হয়নি, আজ যখন জীবনের সেই বয়স টা পার করছি মনে হচ্ছে তাহসানের প্রত্যেকটা গানের অর্থ হয়ত আামার অনুভূতি গুলোই বহন করে❤।

  • @najmultarafdarvlogs597
    @najmultarafdarvlogs597 3 ปีที่แล้ว +153

    সব ভালোবাসা পূর্ণতা পায় না, অপূর্ণতা একপ্রকার ভালোবাসা!!!
    ❤️ভালো থাক ভালোবাসা❤️

    • @umme6448
      @umme6448 3 ปีที่แล้ว +2

      Bahhhhh.....😊

    • @tamannatamu4409
      @tamannatamu4409 3 ปีที่แล้ว

      Right...

    • @atpromi7838
      @atpromi7838 3 ปีที่แล้ว

      Right

    • @petergomes7931
      @petergomes7931 2 ปีที่แล้ว

      Ektorofa valobasha sudhui nijer jar upor onno ar karo odhikar nei....

  • @r-9784
    @r-9784 3 ปีที่แล้ว +1666

    সে কখনো আর আমার হবে না। তবুও ভালোবাসি। কখনো আর ফিরে আসবে না। তবুও অপেক্ষা করি। কোনভাবেই মেনে নিতে পারি না সে অন্যকারো সংসার করছে আমাকে এত ভালোবাসার পরেও। সে আমাকে বলেছিল, আমি যেন কোন দিন অন্য কাউকে ভালো না বাসি। আমি আজও অন্যকাউ কে ভালোবাসতে পারিনি তাকে ভেবে। কিন্তু সে ঠিকই অন্যকারো ভালোবাসা পেয়ে আমাকে ভুলে গেছে। তবুও ভালো থাকুক আমার না হওয়া মানুষ টা।💔🥀

    • @hhshanto5922
      @hhshanto5922 3 ปีที่แล้ว +33

      অনেক সুন্দর করে লিখেছেন ।

    • @r-9784
      @r-9784 3 ปีที่แล้ว +9

      @@hhshanto5922 🙂💔🥀

    • @rinahossain8137
      @rinahossain8137 3 ปีที่แล้ว +6

      Hoyto aita ak part valobasha chelo

    • @r-9784
      @r-9784 3 ปีที่แล้ว +86

      @@rinahossain8137 হুম নাটকীয় জীবনে তার গল্পের শেষ ছিল এটা। আত্মহত্যা করতে চেয়েছি কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে আর করতে পারিনি। তারপর ভেবে নিলাম সে যদি ভালো থাকতে পারে আমাকে ছাড়া,তবে আমিও নিজেকে ভালো রাখার চেষ্টা করবো। সে-ও তো আমাকে কম ভালোবাসতো না। সে-ও আমার জন্য পাগল ছিল। সে যদি নিজের মা বাবার ইচ্ছায় অন্য কাউকে মেনে নিতে পারে তবে আমিও তার চলে যাওয়া সহ্য করতে পারবো। কিন্তু আমি ভালো নেই। তার স্মৃতি গুলো আমাকে প্রতিটি রাতেই কাঁদতে বাধ্য করে। আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে তার চলে যাওয়ার যন্ত্রণা।😩💔🥀

    • @MdAlamin-vv8ce
      @MdAlamin-vv8ce 3 ปีที่แล้ว +6

      😞

  • @rirfanurYT
    @rirfanurYT ปีที่แล้ว +7

    বৃদ্ধ বয়সে ঝাপসা চোখে অনেক সৃতির সাথে তোমার থাকাটাও একটা ভাগ্য আমার।
    ভালো থাকুক সে, পৃথিবীর সকল সুখ সৃষ্টিকর্তা তাকে উপহার করুক।

  • @sumitacharjee5481
    @sumitacharjee5481 2 ปีที่แล้ว +24

    তাহসানের প্রতিটি গানে কেন জানি অনুভুতির একটি ছোঁয়া থাকে, যেমন গুনী মানুষ তেমন গুনী মনস্তাত্ত্বিক গানের ছোঁয়া ❤️

  • @sinthiabushra2811
    @sinthiabushra2811 2 ปีที่แล้ว +103

    যাদের হারিয়ে যাওয়াই অনিবার্য তাদের সাথেই কেন যেন জিবনের সেরা মূহূর্তগুলি কাটে। প্রকৃতি এ দিক দিয়ে বড়ই নিষ্ঠুর🙂🙂

  • @FarjanaJui004
    @FarjanaJui004 3 ปีที่แล้ว +262

    কমেন্ট গুলো পড়লে ভাল্লাগে!
    আরেহ ভালোবাসলেই কি পেতে হয় নাকি? দূর থেকেও ভালোবাসা যায়!অনুভূতি মিশানো ভালোবাসার মজাই আলাদা!
    ভালোথাকুক সবার প্রিয় মানুষ গুলো!🖤

    • @moushomiislam6162
      @moushomiislam6162 3 ปีที่แล้ว +3

      🙂🥀

    • @neelachowdhury752
      @neelachowdhury752 3 ปีที่แล้ว +3

      Apu na pawyer kosto tibro apu sojjo korte pari na apu. Bisses kore take shopne dekhar por kase na pawya💔 bukta fete jay @royalsabbirsarker

    • @ek8871
      @ek8871 3 ปีที่แล้ว +1

      @@neelachowdhury752 agulo vul

    • @ek8871
      @ek8871 3 ปีที่แล้ว +1

      Agulo vul

    • @rahulmukherjee3018
      @rahulmukherjee3018 3 ปีที่แล้ว +2

      Mon Chuuye gelo kotha gulo ❤️🙂
      Bhalo thakben shob shomoy ❤️

  • @imdadulhasanparvez5539
    @imdadulhasanparvez5539 2 ปีที่แล้ว +6

    সত্যিই হঠাৎ এসেছিলে। কিন্তু বুজতে পারিনি এভাবে একা করে চলে যাবে(টুকটুকি)।গানটা কত হাজার বার শুনিয়েছি তোমাকে।...শুধু একটা কথা বলতে চাই "এসো না তুমি আধার ভুলে আলোতে জড়িয়ে নেব মায়ার চাদরে" আমার মতো করে তোমায় কেউ ভালোবাস তে পারবে না। 💗ভালোবাসি💗

  • @videosworld5175
    @videosworld5175 3 ปีที่แล้ว +296

    সে হঠাৎ করেই জীবনে এসেছিলো
    আবার হঠাৎ করেই জীবন থেকে চলে গেলো 😔
    শুধু রেখে গেলো কিছু স্মৃতি যা আমায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে 😔প্রতিটা মুহুর্তে দিচ্ছে অসহ্য যন্ত্রণা 😔😔
    অনেক বেশি ভালোবাসি তাকে 😞😓

  • @mohammadullahbhuiyan4361
    @mohammadullahbhuiyan4361 2 ปีที่แล้ว +130

    তোমাকে পেয়ে গেলে এতো বিরহ মাখা গানটি শোনা হতো না প্রিয়।🙂
    স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে যখনই কেউ এই গানটি শুনতে এসে লাইক দিবে, নোটিফিকেশন পেয়ে এই আমি তোমায় ভেবে গানটি আবার শুনবো! 😔

  • @itsmeshishir7350
    @itsmeshishir7350 3 ปีที่แล้ว +161

    যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে! 🥀🙂
    তবুও ভালবাসাটা থেকে যায়. হয়তো আক্ষেপে নয়ত অপেক্ষায় 🖤🥀

    • @mobarokhossain4965
      @mobarokhossain4965 2 ปีที่แล้ว

    • @mdshekhrasel
      @mdshekhrasel 2 ปีที่แล้ว

      আজ থেকে আমার যোগাযোগ বিচ্ছিন্ন ও সম্পর্ক বিচ্ছিন্ন😭

    • @anikahossain8683
      @anikahossain8683 ปีที่แล้ว

      Sotty kotha 🖤🤍

  • @44mominislam26
    @44mominislam26 3 ปีที่แล้ว +39

    সত্যি টা হলো ভালোবাসা প্রকাশ পেলে অবহেলা বেড়ে যায় । কতোটা ভালোবাসি সেটা মন জানে।
    খুব মিস করি তোমাকে।

  • @moshiurrahman9183
    @moshiurrahman9183 2 ปีที่แล้ว +29

    জীবন যতই গড়াচ্ছে, ততই গানের কলিগুলো অর্থবহ হয়ে উঠছে!

  • @arishaahnaf4934
    @arishaahnaf4934 2 ปีที่แล้ว +71

    তাহসানের গানগুলো যতই শুনি ততই মনের ভেতরে চাপা পরে থাকা সেই অনুভূতি গুলো আবার জেগে ওঠে 🙂🙂💔
    ভালো থাক সেই মানুষগুলো যারা ভালো থাকবে বলে ছেড়ে চলে গেছে🙂🥀

    • @ajimkhan3313
      @ajimkhan3313 ปีที่แล้ว +1

      অনেক দিনের চাপা কষ্টগুলো বেড়িয়ে আসে😢

  • @rahulmukherjee3018
    @rahulmukherjee3018 3 ปีที่แล้ว +4

    Shotti "Bhalobasha hoyna mon er biporitey"❤️
    Tahsan Bhai ❤️❤️❤️
    Shob bhalobashar maanush gulo khub khub bhalo theko aar bhalo rekho ❤️❤️❤️

  • @ummehani3697
    @ummehani3697 3 ปีที่แล้ว +57

    When I fell in love ..this masterpiece touched me a lot ....now he's not with me but this song reminds me all that my innocent n pure feelings🖤

  • @saikatislamsazzad102
    @saikatislamsazzad102 2 ปีที่แล้ว +1

    ৩০ ডিসেম্বর ২০১৬, দিনটার কথা যখনই মনে পড়ে বুক ফেটে যায়, দুচোখ জলে ভেসে যায়,হারিয়েছে ফেলেছিলাম সেদিন,আবার ফিরেও পেয়েছি তিনটি বছর পরে, এখন সে আামার সহধর্মিণী।
    নিঃসঙ্গ সে তিনটা বছর আমার জীবনের একটা কালো অধ্যায় এই পুরো সময়টাতে তাহসান স্যারের গানই ছিলো নিত্যদিনের সঙ্গী।
    তার গানের প্রতিটা লাইন আমায় কাদিয়েছে, যন্ত্রনার মেঘে ভাসিয়েছে,সেই নির্মম কষ্টকে ভালোবাসতে শিখিয়েছে... আজও ভালোবাসি সেই দিন গুলোকে...
    ❤️ ধন্যবাদ তাহসান স্যার ❤️

  • @arpitagomes3856
    @arpitagomes3856 ปีที่แล้ว +15

    ব্যস্ততা শুধুমাত্র একটা বাহানা!
    কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পার..!! 🖤🌸

    • @Rakibsocial98gmailcom
      @Rakibsocial98gmailcom 2 หลายเดือนก่อน

      এই দুইটা লাইন আমি তাকে ৩ বছরেও বুঝতে পারিনি। আমার বিশাল আক্ষেপ। 🙂

  • @sumaiyaislam2008
    @sumaiyaislam2008 2 ปีที่แล้ว +6

    হঠাৎ এসেছিলে আমার জীবনে কখন যে এতটা ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। অতিথি হয়ে এসেছিলে অতিথি হয়েই চলে গেছো। ছেড়ে যাবার যুগে ভালো থাকুক সেই মানুষ গুলো যারা ভালোবাসার মূল্য না দিয়েই চলে যায় 🙂🙂

  • @কালোবাদর-0
    @কালোবাদর-0 ปีที่แล้ว +3

    হঠাৎ এসেছিলে চোখের আলোতে😢 ভালো বেসেছি তোমাকে প্রথম , চোখের আলোতে এসেছ যখন, ছিল হৃদয় জুড়ে প্রতিক্ষণে ,, তাহসান এর কিছু গান কিছু জীবিত লাশ এর বেচে থাকার অনুপ্রেরণা যুগায় , লিজেন্ড দের জন্য মাস্টারপিস😊😊😊😊

  • @nhasan72
    @nhasan72 3 ปีที่แล้ว +7

    ভালোসার মানুষ যতো ভুল করুক...সব কিছু একদিকে রেখে তার উপর ভরসা করা হয় সে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি সে ঠিক না হয় তবে তার প্রতি ভালোবাসাটা থেকে যায় কিন্তু হাত দিয়ে তাকে ধরে রাখা যায় না....! আমার প্রথম ভালোবাসাটা..????????!!!!!!

  • @mahmudul_kabir
    @mahmudul_kabir 3 ปีที่แล้ว +8

    হঠাৎ এসেছিলে চোখের আলোতে
    হারিয়ে ফেলেছি এক ঝলকে
    তবুও তুমি ছিলে চোখের কোণে
    আগলে রেখেছি বড় যতনে
    ভালোবেসেছি তোমাকে প্রথম
    চোখের আলোতে এসেছ যখন
    ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
    ভালোবাসা তো হয়না মনের বিপরীতে
    এটাই কি প্রণয়ের অনুভূতি
    তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি
    হঠাৎ তোমার ছায়ায় আহ্বান
    তাই ভুলে গেছি যা পিছুটান
    ভালোবেসেছি তোমাকে প্রথম
    চোখের আলোতে এসেছ যখন
    ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
    ভালবাসা তো হয়না মনের বিপরীত
    মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেনো
    তোমায় ঘিরে যে কত বেদনা
    এসো না তুমি আঁধার ভুলে আলোতে
    জড়িয়ে নিবো মায়ার চাদরে
    ভালোবেসেছি তোমাকে প্রথম
    চোখের আলোতে এসেছ যখন
    ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
    ভালোবাসা তো হয়না মনের বিপরীতে

  • @OiAN-0
    @OiAN-0 2 ปีที่แล้ว +22

    One side love নিয়েই বেঁচে থাকে হাজারো ONE side lover ☺️🥀

  • @sadiamehjavin2420
    @sadiamehjavin2420 3 ปีที่แล้ว +18

    ভালোবাসার অনুভূতি টা ভীষণ সুন্দর 🥰🌼 তার করা শাসন, ভালোবাসা,, অাবদার, ঝগড়া সব কিছু তেই যেনো ভালোবাসা লুকিয়ে থাকে

  • @ahmedamir4640
    @ahmedamir4640 2 หลายเดือนก่อน +2

    যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে,সম্পর্ক বিচ্ছিন হতে পারে
    তবুও ভালোবাসা'টা থেকে যায়,হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়!❤

  • @sadiyahasan4486
    @sadiyahasan4486 ปีที่แล้ว +7

    ২০১৭ সালে যখন আমি ক্লাস ৮ ছিলাম তখন আমি তার বোইন এর বিয়েতে গেছিলাম সেখানে আমাদের দুই জন এর দেখা, এত এত মানুষ ভিড় আমি আর সেই থাকিয়ে আছি এর পর থেকে আমাদের ভালো লাগা ভালো বাসা শুরু সবাই দোয়া করবেন সারাজীবন যেনো তারে আমি পেয়ে যায়🥰তাকে নিয়ে বলার ভাষা আমার নেই তবে আমি তাকে বিশ্বাস করে ঠকেনি,সব শেষ এইটাই বলতে চায় যতই কঠিন সময় আসোক না কেনো প্রিয় মানুষ টা কে কখনো ছেড়ে যাবে না

  • @mdfoyshalrahmanshohag5997
    @mdfoyshalrahmanshohag5997 3 ปีที่แล้ว +20

    আমিও তোমাকে বাস্তবে না দেখে ভালোবেসেছিলাম....! এটাই আমার প্রথম ভালোবাসা..! ব্যাট দিনশেষে কি ঘটলো, একটু ভুল বোঝাবুঝিতে সব শেষ হয়ে গেলো...! শুধু একটাই চাওয়া, ভালো থেকো সবসময় 🙂

    • @rupalianan4555
      @rupalianan4555 3 ปีที่แล้ว

      Ami tmake Kono vul bujhini.....r hmm ami valoi achi...tmio valo theko

    • @salimkhzsshan6346
      @salimkhzsshan6346 ปีที่แล้ว

      ❤❤

  • @InkeyadShanto
    @InkeyadShanto 3 ปีที่แล้ว +145

    গানটা ৭ বছর আগে ফিরিয়ে নিয়ে যায় কলেজের সুন্দর দিন গুলায়.. 💔

  • @shahanajhira9462
    @shahanajhira9462 3 ปีที่แล้ว +14

    Tahsan Tomar voice a Akta alada Santi ache....onno rokom sundor Akta voice tomar .......,🥰🥰🥰 Love you so much bro........take love❤️❤️❤️❤️

    • @hossainmohamedmilon1734
      @hossainmohamedmilon1734 3 ปีที่แล้ว +1

      তবুও তো তোমার মিথিলা আফা বুইড়া বেটার সাথে চলে গেছে

  • @jonayedmahmud4349
    @jonayedmahmud4349 ปีที่แล้ว +3

    কঠিন Song...rElaX mInD❤❤❤❤

  • @Blackforest1232
    @Blackforest1232 2 ปีที่แล้ว +5

    ২০১৫ সালের কথা এই গানটা সারাদিন শুনতাম, Nokia Button মোবাইল। বিকেলে নদীর পারে বসে শুনতাম School Life ❤️

    • @Shishirshariar
      @Shishirshariar 2 ปีที่แล้ว

      নদীর পাড়ে বসে গান শুনা, গান গাওয়া কবিতা পড়া কবিতা লেখা এসব আমার অনেক সুপ্ত বাসনার অন্যতম একটি। আমার খুব শখ ছিল একটা নির্জন প্রাকৃতিক সুন্দর নদীর পাড়ে একা বসে প্রিয় কেহ থাকলে থাকলো না হয় একা সময় কাটাবো কিন্তু কোথায় রইলো কী, দৈনন্দিন গতানুগতিক জীবনযাপন ও কি কেন করেছি ভালোবেসেছি নাকি বাসিনী, কেন বেসেছি কেন বাসিনী এসবের ব্যাখা বর্ণনা দিতে দিতে এতেই কোন একটি ভালো মুহুর্ত কাটাতে পারি নাই দশটি বছর।

  • @suhanrahman3721
    @suhanrahman3721 3 ปีที่แล้ว +18

    কি লিখবো তা আমার জানা নেই কিন্তু সবার ভালোবাসার কমেন্টগুলা পড়ে নিজেকে শান্তনা দিচ্ছি আমরা ভালোবাসার কাঙাল 🙃🖤

  • @habibullahbahar2852
    @habibullahbahar2852 3 ปีที่แล้ว +52

    হ্রদয়ে জুড়ে থাকা মানুষ টাহ হ্রদয়ে ঠিকিই থাকে🙂
    কিন্তু সময়টাহ বদলে যায়😥
    সময়ের নিয়মের কাটায় ভেষে উঠা ছন্দগুলো গান হয়ে ফিরে আসে🤗
    মনে পড়িয়ে দেয় স্মৃতি মাখাকিছু মুহুর্ত 😌
    ভালোথাকুক সময়ের মানুষগুলো😇যে কোন দিনে এসে কোন সময়ে হারিয়ে গেছে😔
    ভালোবাসি তাহসান ভাই তোমার প্রিয় হাসি তোমার প্রিয় ছন্দ🥰
    ফাস্ট টাইম জুড়ে দিলাম কোন গানে, আমার কিছু ছন্দ🙂

  • @masudhossain4084
    @masudhossain4084 ปีที่แล้ว +4

    না পাওয়ার আকাঙ্খা অনেক কষ্ট দেয়💔।কিন্তু এই না পাওয়া ভালোবাসাটা ভয়ংকর রকমের সুন্দর হয়।

  • @marziaprothoma2958
    @marziaprothoma2958 2 ปีที่แล้ว +9

    ভালবাসা দুনিয়ার অন্যতম সুন্দর বিষয়, যতক্ষণ বিচ্ছেদ না ছুঁতে পারে।❤️

  • @anikbhowmik2737
    @anikbhowmik2737 2 หลายเดือนก่อน

    আমাদের কাটানো মুহুর্ত লাইফের বেষ্ট একটা পার্ট ছিল, তার চঞ্চলতা,তার সাথে চায়ের কাপ এ মুহূর্ত, তার মায়াবী চোখের চাহনি সত্যি ভীষণ ভেবে আকৃষ্ট করেছিল,,অপূর্ণ হয়ে রয়ে গেল সবটাই 😭😭
    fairy queen 👸

  • @kanizfatemakhan19
    @kanizfatemakhan19 3 ปีที่แล้ว +22

    সত্যি হঠাৎ এসেই চলে গেলে ভালোবাসা শিখিয়ে দিয়ে🙂🥀

  • @Skelly1613
    @Skelly1613 2 ปีที่แล้ว +7

    আজও তাকে অনেক ভালোবাসি : ) -- ডাকবে না তুমি আমায় জানি কোনদিন .... তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন.... ✨️🥀

  • @nazneenkarim5105
    @nazneenkarim5105 3 ปีที่แล้ว +4

    অপূর্ব সুন্দর গান। প্রথম প্রেম এর জন্য perfect কথা।

  • @onikalamha6289
    @onikalamha6289 2 ปีที่แล้ว +4

    প্রতিদিন শুনি এই গান টা একবার হলেও । একটা আজব অনুভূতি আছে এখানে। কিছু মায়া, কিছু টান আছে। মানুষিক প্রশান্তির জন্য এই গানটি যথেষ্ট 😇😇😇

  • @fabihatamanna3392
    @fabihatamanna3392 2 ปีที่แล้ว +10

    যেদিন আব্বা মারা যাওয়ার ৪০ দিন সেদিন আঘাত করে ৪ বছর থাকা মানুষটা চলে যায়💔
    চলে যায় বলতে আমিই বিদায় দিয়েছিলাম আমার মায়ের গায়ে হাত তোলার অপরাধে💔🙂
    তার কাছ থেকে পাওয়া কষ্ট ও বাবা হারানোর বেদনা ২ ব্যাথা সামলাতে সামলাতে যখন খুব একা হয়ে যাই,সেই তখনি মনের ডোরে কেও উকি দেয়।💕
    এই প্রথম কেও এমন ভাবে বুঝে গেলো,প্রতিটা সত্য যেনো বাধা ছাড়াই বলতে পারতাম,প্রতিটা কষ্ট ভুলিয়ে দিয়ে নিজের মায়ার চাদরে আমায় আগলে নিলো,বুঝলো আমার চোখের ভাষা,মুগ্ধ হলো আমার চাহনিতে,এমন তো ৪ বছর পাশে থাকা মানুষটাও কোনোদিন আমায় দেখেনি,সেভাবে বুঝেনি💔
    আমার শেষ ভালোবাসা আমার সাথে ছিলো মাত্র ৪ মাস,কিন্তু কেন জানি মনেহয়,৪ মাস দিয়ে আমার সমস্ত ভালোবাসার পূর্ণতা দিয়ে চলে গেলো।
    হুট করে কেনো যেনো চুপ হয়ে গেলো🙂
    তবুও ভুলতে পারিনা সেই হঠাৎ এসে হঠাৎ চলে যাওয়া মানুষটাকে💖
    তাকে ভালোবাসার অনেক কারণ পেলেও,ভুলে থাকার মত একটা কারণ ও পেলাম না💔🙂

  • @freelancerdipu99
    @freelancerdipu99 หลายเดือนก่อน

    গান খুব একটা বেশি শোনা হয় না, তবে যতটুকু শুনি এই তাহসানের গানই শুনি। সেই ২০০৮ সাল থেকে 🙂🙂

  • @SaifsNotification
    @SaifsNotification 2 ปีที่แล้ว +18

    তোমাকে হারানোর পর প্রলয়ের অনুভূতি অনুভব করেছিলাম। একটা ছোট্টখাটো প্রলয়। যা দুমড়ে মুচড়ে দিয়েছে/দিয়েছিলো/দিচ্ছে আমায়। জানিনা আমায় ছাড়া কেমন আছো, কিভাবে আছো- বাট যেভাবেই থাকো না কেনো, ভালো থেকো।
    আসলে তোমায় এখন ভালোবাসি কি বাসিনা, এই উত্তরটা নিজেকে দিতেও ভয় পাই। তবুও অবশ্যই দিনশেষে সুযোগ পেলে তোমার চোখের দুরন্ত মায়ায় হারিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করবো না।

  • @FatemaKhatun-qw5yp
    @FatemaKhatun-qw5yp 7 หลายเดือนก่อน

    কি যে অনুভুতি, যার কাছে হেরে গেছে আমার পুরোটা জীবন। কেনো এত ভালোবাসলাম বারবার একটা কথাই মনে হয়।শুধু তাকে ভালোবেসে এই নিজেকে অপরাধী ভাবলাম আজীবন। ভালো থেকে আমার না পাওয়া ভালোবাসা। জীবনে যা পাওনি আর যা চেয়েছো সবই তোমার হোক।

  • @tamannamehzabinkhoshbu2124
    @tamannamehzabinkhoshbu2124 2 ปีที่แล้ว +8

    কমেন্ট গুলো পড়লে মনে হয় এই পৃথিবীর সকলের ভালবাসাই অসমাপ্ত রয়ে গেল😊💔 এই গানটা প্রতিদিনই শুনি☺️ খুব ভালো লাগে 😔☺️🌼💖

  • @mariammazhar8011
    @mariammazhar8011 2 ปีที่แล้ว +2

    সব ভালোবাসা পূর্ণতা পায় না। অপূর্ণতাও এক প্রকার ভালোবাসা। ❤️ ভালো থাকুক সকল ভালোবাসা। ভালো থাকুক তারা যারা মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখায় এবং চুরমার করে দেয়।🥀 ভালোবাসাতো তখনই পূর্ণতা পায় যখন সে তাকে না পাওয়ার সংশয় থেকেও দূর থেকে ভালোবাসতে জানে🌹

  • @nikitasaha3961
    @nikitasaha3961 2 ปีที่แล้ว +15

    সে নিজের ইচ্ছেতে এসেছিল আবার নিজের ইচ্ছেতেই চলে গেলো.. জানিনা কেনো এসে মায়া বাড়িয়ে গেলো... বড্ডো ভালোবেসে ফেলেছিলাম...সে শুধু স্মৃতি গুলো রেখে গেছে... স্মৃতি গুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে... যে আমাকে বলেছিলো সে কখনো অন্য কারোর হবে না সে শুধু আমার সাথেই থাকবে কিন্তু আজ আর সে আমার সাথে নেই... জানি সে আর আসবে না তবুও তাকে ভালবাসি। আসবেনা জেনেও অপেক্ষা করি 🙂🥀

    • @lollipop7102
      @lollipop7102 ปีที่แล้ว

      apner cmt kotha gulo amr o moner line💔
      valobashi onk bashi akhono🫶❤

    • @aimusicpr
      @aimusicpr 4 หลายเดือนก่อน

      ভাই, ভালোবাসা প্রকাশ পাবে তখনই যখন পকেট ভরা অর্থ থাকবে। এছাড়া সব মিথ্যে।

  • @tanzimahmedsagor2527
    @tanzimahmedsagor2527 3 ปีที่แล้ว +4

    সব ভালোবাসা পূর্নতা পেয়ে গেলে মনে রাখি না পড়ে আমরা। আর তাই মনে রাখার জন্যই হয়তো কিছু ভালোবাসা পূর্নতা পায় না💔🥀।তবুও ভালো থাকুক ভালোবাসা❤️

  • @ajantadas5324
    @ajantadas5324 3 ปีที่แล้ว +18

    Akta manus ato Creative ki vabe hoy sata onk na thakle jantam na...osomvob valo akjon Singer

  • @Mr.Farhan-v3r
    @Mr.Farhan-v3r หลายเดือนก่อน +1

    Remember if you lose a person you will get a person but you will not get that person. Remember if you lose one you will get a thousand but you will not get that one 💔🥀

  • @trinascollection102
    @trinascollection102 ปีที่แล้ว +3

    প্রিয় হিমু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অভিনয় করার জন্য😅হটাৎ করেই এসেছিলে আবার হটাৎ করেই চলে গেলে .....////🌸

  • @atifarahman6968
    @atifarahman6968 2 ปีที่แล้ว +2

    Osomvob, voyonkor silo amr valobasa Tai hoito arokom hoise.

  • @mdrohitrasel
    @mdrohitrasel 7 หลายเดือนก่อน +10

    কে কে আমার মতো 2024 সালে গান টা সুনছেন..👈🏻

  • @xahidxohan8340
    @xahidxohan8340 3 ปีที่แล้ว +12

    সত্যিই সে হঠাৎ এসেছিলো
    আবার চলে গেছে😭
    ভালথাকুক ভালবাসা ❣️
    জীবনে তার সাথে কথা না হলে হয়ত বুঝতাম না কাউকে প্রচন্ড ভালবাসার পর ছেড়ে গেলে এত টা কষ্টে থাকতে হয়।
    ১১/০৭/২০২১

  • @ROMIZ1296
    @ROMIZ1296 3 ปีที่แล้ว +5

    অনেক দূরের পথের ঠিকানা টা আজ দূরে সরে গিয়েছে। কত না অপেক্ষা, কত না দিনের হিসেব মিলিয়ে একটু কাছে আসা । কিছু কথা,হাতে হাত রাখা। সব কিছুই কি এভাবে হারিয়ে যাবে! ফ্যামিলি প্রব্লেম কি আমাদের দুজনার ভালোবাশা কে হারিয়ে দেবে? যদি আর একটু সময় দিতে😔
    ভালোবাশি তোমায়, অনেক বেশি ভালোবাশি তোমায়😔

  • @a.i.apelkhan3472
    @a.i.apelkhan3472 6 หลายเดือนก่อน

    ভালোবাসা তো হয়না মনের বিপরীতে..... মন খারাপ এর জন্যে ধন্যবাদ তাহসান 🌿

  • @mdsaifulislam712
    @mdsaifulislam712 3 ปีที่แล้ว +6

    এই গানটা আমার জীবনের অন্যতম একটি স্মৃতি। ভালোবেসেছিলাম এই গানের অনুভূতিতে মিশে গিয়ে। গানটা প্রথম সেই মানুষটাই আমাকে শুনিয়েছিলো। আজ সে নেই। কিন্তু গান আর গানের স্মৃতিতে সে এখনো মিশে আছে। ভালো থাকুক যুগ যুগ ধরে ভালোবাসা 😔❤️

  • @Couplevibes_with_amritayan
    @Couplevibes_with_amritayan 2 ปีที่แล้ว +1

    Ekdin jibon e amon ekta manush asbe.. Je hath dhorbe sobar sathe lorbe.. Support korar jonno ekta manush o na thakle, se hobe last man standing and will never quit..

  • @mdshaheenislam9817
    @mdshaheenislam9817 3 ปีที่แล้ว +6

    বারবার শুনি তবুও শুনতে ইচ্ছে করে কি আছে তাহসানের গানের মাঝে

  • @ahsinjahan4138
    @ahsinjahan4138 5 หลายเดือนก่อน +1

    তার জন্য অপেক্ষা করা,তার পছন্দের গান শুনার সময় তারে আরো বেশি মনে পরা,হঠাৎ মনে পরা সেই প্রতিদিন কথা বলার সুন্দর সুন্দর স্মৃতি।আর যখন মনে পরে এখন আর কথা হয় না, তার জন্য অনিশ্চিত অপেক্ষা করা।কখনও এইভাবে হঠাৎ ছেড়ে যাবে সেইটা বুঝে উঠতে না পারা , মন খুলে ভালোবাসি কথাটা বলে উঠতে না পারার থেকে কষ্ট হয়তো আর কিছু নাই😅😅

  • @nusratmahbuba5967
    @nusratmahbuba5967 ปีที่แล้ว +3

    মানুষগুলো হারিয়ে যায় কিন্তু তাদের বলা কথাগুলো রয়ে যায়, আর কথাগুলো কখনো হাসায়, আবার কখনো মন খারাপের কারণ হয়!❤️

  • @shariyarnayemofficial7858
    @shariyarnayemofficial7858 2 ปีที่แล้ว +2

    আমার না পাওয়া ভালোবাসা,
    রেখে দিও যন্ত করে..
    দুইজনের খুবই প্রিয় ছিল তাহসান আর মিথিলা, তারা দুইজন আজ ভিন্ন পথে হাঁটে সাথে আমরাও😊

  • @sinhamiti8285
    @sinhamiti8285 2 ปีที่แล้ว +5

    আসলে মানুষের জীবনে ভালোবাসা একবারই আসে।আমি হয়তো তার মতো আর কাউকেই কখনো ভালোবাসতে পারবো না।আর সেও আমার মতো কাউকে ভালোবাসতে পারবে না।💝💝

  • @Kms_Ratul
    @Kms_Ratul ปีที่แล้ว +2

    আমার প্রথম ভালো লাগার মানুষ টির কথা মনে পড়া এই গানটির মাঝে! ❤️😄

  • @s.mshihab3577
    @s.mshihab3577 2 ปีที่แล้ว +11

    Everybody: You are my love at first sight.
    Meanwhile তাহসান: ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে এসেছো যখন।🙂

  • @neel.creation.officials
    @neel.creation.officials 7 หลายเดือนก่อน

    যাদের হারিয়ে যাওয়াই অনিবার্য তাদের সাথেই কেনো যেন জীবনের সেরা মূহুর্তগুলো কাটে। প্রকৃতি এদিক দিয়ে বড়ই নিষ্ঠুর।

  • @shaminaafrose5238
    @shaminaafrose5238 3 ปีที่แล้ว +68

    ভালোবাসা হয়না মনের বিপরীতে....
    তারিখ ১৩ জুন ২০২১ এ কমেন্টা রেখে গেলাম

  • @NadiyaSultana-s8h
    @NadiyaSultana-s8h 8 หลายเดือนก่อน

    Valobasar shohor Chittagong😍😍.... R valobasar manush o Chittagong er......🥰🥰
    Tobe...Take pabo na kokhono

  • @bakulsarker4205
    @bakulsarker4205 2 ปีที่แล้ว +11

    It's 3:40 but still i listening 🎧 this song . Whenever I listen this automatically Tears come to my eyes 🥀🥀💔💔 .

  • @masumbillah8353
    @masumbillah8353 2 หลายเดือนก่อน +1

    ২০১৪ তে এসেছিলে চোখের জ্বলকে 😌

  • @sabbirmahabub9426
    @sabbirmahabub9426 3 ปีที่แล้ว +16

    আমাকে ভালোবাসে ছেড়ে না গিয়ে অন্তত, ঘৃনা, করুণা করে হলেও পাশে থাকতে,,
    আমি ঠিকই তোমাকে আমার সবটুকু ভালোবাসা উজাড় করে নিজেকে বিলিয়ে দিতাম 😪
    সুদীর্ঘ সময়ের পথ চলায় ভালোবাসা না খুঁজেই কি অবস্থান খুজে ছিলে???
    তোমাকে আমি আমার অবস্থানের দৃড়তায় কিনতে পারিনি,, 💔💔
    আসলেই ভালোবাসা হয় না মনের বিপরীতে 🥀🥀🖤

  • @misssuborna187
    @misssuborna187 2 ปีที่แล้ว

    Majhe majhe tumake bujhi na keno :) best line 💫

  • @coity07
    @coity07 2 ปีที่แล้ว +3

    সত্যি,,করো হাত ধরে অনেক টা পথ চলার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন। তাও চলতে হয়
    কখনো কখনো কাছে আসার জন্য দূরে যেতে হয়,, এটাই নিয়তি 🖤💔

  • @fatemaakther7934
    @fatemaakther7934 3 ปีที่แล้ว +2

    হঠাৎ করে চলে যাবে ভাবিনি আপনারা কেন এমন কোরলেন,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️গানটা খুব হৃদয় লাগে❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MstKamona-wp1jz
    @MstKamona-wp1jz ปีที่แล้ว +5

    🖤🖤ভালো বেসেছি তোমাকে প্রথম,,, চোখের আলো তে এসেছ যখন,,, ছিলে রিদয় জুরে প্রতিক্ষণে,,,, ভালোবাসা তো,,, হয় না মনের বিপরীতে!!! 🤍🤍🤍!!!!!

  • @rinkuchatterjee8352
    @rinkuchatterjee8352 ปีที่แล้ว +1

    Asadharan. Anek bar dekhechi.

  • @mdnazamuddin8619
    @mdnazamuddin8619 3 ปีที่แล้ว +4

    protombar sunlam. Kub valo lagce❤️❤️

  • @ishraqulhussainsoykot1925
    @ishraqulhussainsoykot1925 ปีที่แล้ว +1

    এই গানগুলো বারবার মনে করিয়ে দেয় জীবনে কেউ একজন ছিল আগলে রেখেছিল। মানুষটা আমাদের সাথে নেই এখন আর। গানগুলো তাদের কথা মনে করিয়ে দেয়। ভালথাকুক আমাদের ভাল লাগার ভালবাসার মানুষ গুলো 💔

  • @safinraj342
    @safinraj342 3 ปีที่แล้ว +12

    Really heart touching 😍

  • @himunofficial
    @himunofficial 3 หลายเดือนก่อน

    এই গানটা শুনলে বার বার প্রাক্তনের কথা মনে পড়ে এবং একটা আবেগ কাজ করে। ভালো থেকো প্রাক্তন মন থেকে দোয়া করি তোমাকে। 😪

  • @farzanaakter8291
    @farzanaakter8291 2 ปีที่แล้ว +3

    পুরাতন স্মৃতি মাখানো গানটা।একসময় অনেক শুনতাম।এখনো খুব ভালো লাগে।

  • @PreetilataPall
    @PreetilataPall ปีที่แล้ว +1

    হঠাৎ,প্রথম,ছিলে,বিপরীতে❤️✨

  • @tahabiahmed6815
    @tahabiahmed6815 3 ปีที่แล้ว +3

    হঠাৎ এসেছিলে চোখের আলোতে
    হারিয়ে ফেলেছি এক ঝলোকে।
    তবুও তুমি ছিলে চোখের কোহনে। 💔🥀

  • @arpib2927
    @arpib2927 2 ปีที่แล้ว +1

    Valobashar manush ta valo thakuk...amk valobashuk ba na basuk...ami valobashi ...eta ekantoi amr dayitto bole mone kori...❣️

  • @aruprd10
    @aruprd10 ปีที่แล้ว +7

    ভালো থাকুক সেই বিশেষ মানুষগুলো, যারা মরীচিকা হয়ে এসেছিলো কোনো একদিন, সময় বা বাস্তবতার নির্মম পরিহাসে যারা বদলে গেছে, যারা থাকবে বলেও থাকতে পারেনি নতুনের ভিড়ে। হেরে যাওয়া প্রতিটা প্রেমিকের চোখের জলের প্রতিটা ফোঁটা তাদের জীবনে যেন আশির্বাদ হয়ে ফিরে আসে,
    ভালো থেকো প্রিয় 💖 ভালোবাসি তোমায় 🤗💘

  • @amritdas8157
    @amritdas8157 ปีที่แล้ว +2

    অসাধারণ গানটা ❤কমেন্টা রেখে গেলাম কেউ আইসা কমেন্ট এ লাইক দিবে আবার শুনবো ❤❤

  • @alyasha6117
    @alyasha6117 3 ปีที่แล้ว +14

    - ভালবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে এসেছ যখন!
    - ছিলে হৃদয় জুড়ে প্রতি ক্ষনে ভালবাসা তো হয় নাহ্ মনের বিপদের! 🙂💔🥀

    • @Shayan21006
      @Shayan21006 3 ปีที่แล้ว +4

      বিপদে না, " বিপরীতে "

    • @ahanaam874
      @ahanaam874 3 ปีที่แล้ว

      ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে এসেছ যখন...!
      ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে,,ভালবাসা তো হয় নাহ মনের বিপরীতে...

    • @rupaislam7437
      @rupaislam7437 3 ปีที่แล้ว +1

      @@ahanaam874 Oww

    • @ahanaam874
      @ahanaam874 3 ปีที่แล้ว

      @@rupaislam7437 ☺️

  • @bmjkisunbawm0269
    @bmjkisunbawm0269 ปีที่แล้ว +4

    2023 সালের এই গানটা কে কে শুনছেন 😢😢

  • @mdjowelrana1274
    @mdjowelrana1274 3 ปีที่แล้ว +1

    Valo vasi khob valo ...one side love😔😔

  • @shreyatithisday4668
    @shreyatithisday4668 3 ปีที่แล้ว +11

    কিছু কিছু ভালোবাসা দূর থেকেই সুন্দর.. 💔

  • @মাতৃত্ব
    @মাতৃত্ব 2 วันที่ผ่านมา

    ২০২৫ সালে এসে শুনতে ছি আর পুরোনো দিন গুলো কথা খুব মনে পড়ে ইস যদি আবারও ফিরে যেতে পারতাম আগের দিন গুলো তে😭😭😭😭

  • @mousumi90472
    @mousumi90472 2 ปีที่แล้ว +3

    "ভালোবেসেছি তোমাকে প্রথম "🖤🥀

  • @mishuminar7692
    @mishuminar7692 3 ปีที่แล้ว +6

    কখন কার জন্য মায়া ভালোবাসা সৃষ্টি হয়ে যায় সত্যি 💚❣ MS 😍

  • @rayhanahmedrony-f6z
    @rayhanahmedrony-f6z ปีที่แล้ว +2

    এই গান গুলোই এখনও আমাকে বাঁচিয়ে রেখেছে ❤️🥀

  • @ashiqurrahman322
    @ashiqurrahman322 3 ปีที่แล้ว +4

    Osadharon onuvuti jokhon shur hoye jhore pore... setai bujhi gaan ❤🧡💛💚💙💜

  • @jobayermubarak9844
    @jobayermubarak9844 2 ปีที่แล้ว +1

    এমন একটি এটি যেটা শুনলে প্রতিটা মানুষের তার প্রাক্তন কে একবার হলেও মনে করাই দে 🌹

  • @nurunnaharshova6657
    @nurunnaharshova6657 3 ปีที่แล้ว +6

    সে কখনো আমার হবে না।তা জেনে কি ভালোবাসা বন্দ করে দিব ।কখনো ই না। বরং তার প্রতি আরো শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। আমাকে বাস্তবতা সম্পর্কে অবগত করেছে।thank you ❤️. তাকে

  • @mdashaburrahman8708
    @mdashaburrahman8708 ปีที่แล้ว +1

    ভালোবাসা তুমি কেন এতো নিষ্ঠুর 😓😓
    কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এসে
    এক সময় সব শেষ করে দিয়ে চলে যাও😢😢😢

  • @ibrahimhossainapu4922
    @ibrahimhossainapu4922 3 ปีที่แล้ว +10

    গানটা যত শুনি ততোই ভালো লাগে,,,,কেমন যেন একটা আবেগ কাজ করে 🌜🌜

  • @farhaferdousprottasa6568
    @farhaferdousprottasa6568 2 ปีที่แล้ว +1

    ভালোবেসি তোমাকে প্রথম
    চোখের আলোতে এসেছো যখন।
    Relatable 💣