বেলপাহাড়ির লুকোনো অপরূপ জায়গা / কেতকী হ্রদ / শহুরে ব্যাস্ততা থেকে একদিনের শান্তির ঠিকানা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • ভাইফোঁটার রীতি সেরে সপরিবারে বেড়িয়ে পরেছিলাম জঙ্গলমহলের উদ্দেশ্যে । প্রথমেই আমরা যাই ঝাড়গ্রাম রাজবাড়িতে । তবে মন্দ কপাল ! কারণ ওখানে গিয়ে জানতে পারি এক অদ্ভুত নিয়ম, সেখানে রাত্রি যাপনের জন্য বুকিং করে না গেলে প্রবেশ করা যাবেনা । অগত্যা মন খারাপ নিয়েই ওখান থেকে বেরিয়ে আসি এবং কি করা যায় ভাবতে ভাবতেই ফোন করি অরিন্দম দা -কে যার জঙ্গলমহল হাতের তালুর মতোই পরিচিত । সেই দাদার সাজেশন মেনেই পৌঁছে গেলাম বেলপাহাড়ি।
    আমরা বেলপাহাড়ি পৌঁছে প্রথমে গেছিলাম ধাংগিকুসুম ভিউ পয়েন্টে । অপূর্ব সুন্দর জায়গা এই ধাংগিকুসুম , বেশ খানিকটা উতরাই পেরিয়ে নীচে পৌঁছতে হয় । সেই উতরাই এর দুপাশ জুড়ে ছিলেন কিছু শিল্পী দাদারা , যারা মূলত পাথর দিয়ে বিভিন্ন সুন্দর জিনিস বানিয়ে সেখানে বিক্রি করছিলেন । সেখানে আমরাও খানিক কেনাকাটা করলাম তারপরে আরও কিছুক্ষণ ঝর্ণা -র সৌন্দর্য উপভোগ করে ওপরে উঠে এসে ফোনে গুগল ম্যাপ টা অন করে দেখলাম এখান থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই রয়েছে ‘কেতকী হ্রদ । সময় নষ্ট না করে ডিজিটাল সিধুজ্যাঠা -র ভরসায় রওনা দিলাম দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে । সূর্য পশ্চিমে হেলেছে এমন সময়ে আমরা যেখানে এসে পৌঁছলাম সেখানে ধুঁ ধুঁ মাঠ আর জঙ্গল তবে আমার অত্যন্ত ভারসার গুগলজ্যাঠা যখন এই অবধি নিয়ে এসেছে তাহলে আশেপাশে কিছু তো আছে ; এই বিশ্বাসেই গাড়ি সেখানে রেখে আমি আর বাপি পায়ে হেঁটেই এগিয়ে গেলাম । তারপর মাঠ পেরিয়ে আল পথ হয়ে চাষি ভাইদের জিজ্ঞাসা করে প্রায় দু কিলোমিটার পথ পার করে এসে পৌঁছলাম কেতকী হ্রদের সামনে ।
    আহাঃ ! তারপর যা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিবোনা !
    ঝিঝি পোকার আওয়াজে ঘেরা নিঝুম শান্ত হ্রদ , হাওয়া যেখানে শরীর ছুঁয়ে ভুলিয়ে দিলো পথের সব ক্লান্তি ! প্রকৃতির এই রূপে জুড়িয়ে গেল আমাদের মন ।
    এখানে যেতে যেতে একসময় মনে হচ্ছিলো আদৌ কি সামনে কিছু দেখতে পাবো নাকি পুরোটাই ভোঁ ভাঁ!? তারপর এই দৃশ্য যখন দেখলাম তখন সবাইকে দেখানোর লোভ সামলাতে পারলাম না , তাই ভিডিও টা করেছিলাম।
    সবুজে ঘেরা একটুকরো স্নিগ্ধ জলরাশি , ব্যাস্ততা থেকে ফুরসত পেলে একদিনের জন্য ঘুরে যেতে পারো তোমরা , নিরাশ হবেনা এটুকু বলতে পারি । এখানে টেন্ট -এ রাত্রি যাপন বা ফ্যামিলি নিয়ে পিকনিক ও করা যেতে পারে , বেলপাহাড়ি থেকে এই কেতকী হ্রদের দূরত্ব ১৫কিলোমিটার ।
    আপাতত নিখাদ সৌন্দর্যে মোড়া ভিডিও টা রইলো !
    #Belpahari #Jhargram #travelvlog

ความคิดเห็น • 2

  • @sanjushreebhuinya7700
    @sanjushreebhuinya7700 ปีที่แล้ว +1

    After a long time ☺️
    Kintu ei look ta aladai ,ami voy peye jai,kemon jeno lok lok onno lok😣
    Great video