যে ভুলে সেক্স ফেরোমন ফাঁদে কৃষকের সর্বনাশ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • সেক্স ফেরোমন ফাঁদ
    বর্তমান বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব পোকা দমন পদ্ধতি হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে পোকা দমন । এ পদ্ধতিতে প্লাষ্টিকের বক্স ব্যবহার করা হয় যার দু পাশে ত্রিকোনাকৃতি ফাঁক থাকে। ফাঁদে ব্যবহৃত টোপটিতে স্ত্রী পোকার নিসৃত গন্ধ কে কৃত্রিমভাবে ১০০গুন বৃদ্ধি করে দেয়া থাকে যাতে প্রাপ্তবয়স্ক পুরুষ পোকা বক্সের ভিতরে বা আশে পাশে স্ত্রী পোকা আছে ভেবে খুজতে থাকে। একসময় উড়তে উড়তে বক্সের সাবান পানির মধ্যে হয়রান হয়ে পড়ে পোকাটি মারা যায়। এভাবে প্রাপ্ত বয়স্ক পুরুষ পোকা মারার মাধ্যমে কীড়া পোকার বংশবৃদ্ধি বন্ধ করার মাধ্যমে পোকা দমন করা হয়। বিশেষ করে ফল ও কান্ড ছিদ্রকারী পোকার লার্ভা/কীড়া দমনের জন্য এ জৈবিক পদ্ধতি খুবই কার্যকরী।
    সেক্স ফেরোমন ফাঁদ তৈরির উপকরণঃ
    ফেরোমন লিউর, প্লাষ্টিক বৈয়াম, তার, সাবান গুড়া, পানি ও বাঁশের খুটি।
    ফাঁদ তৈরি ও স্থাপন পদ্ধতিঃ
    ১. প্লাষ্টিক বৈয়ামের ত্রিকোনাকার ভাবে কাটা অংশের মাঝ বরাবর তার দিয়ে ফেরোমন লিউর / টোপটি ঝুলিয়ে দিতে হবে।
    ২. গাছের সম উচ্চতায় ফেরোমন ফাঁদটি দুটি খুটির সাহায্যে শক্তভাবে বেধেঁ দিতে হবে। তবে যেহেতু ক্ষতিকর পোকা ফল ও ডগা ছিদ্র করে সেজন্য ফুল ও ডগার কাছাকাছি বক্সটিকে রাখতে হবে।
    ৩. বক্সটির/বৈয়ামের ভিতরে কর্তিত অংশ( ২-৩ সে.মি.) পর্যন্ত গুড়া সাবান মিশ্রিত পানি দিতে হবে।
    ৪. কর্তিত অংশ উত্তর - দক্ষিন মুখ করে ঝুলাতে হবে।
    ৫। ফেরোমন লিউর / টোপটি যাতে সাবানের পানিতে না ভিজে যায় সেজন্য পানির কিছুটা উপরে রাখতে হবে।
    ৬। বৃষ্টির পানিতে যাতে ফেরোমন লিউর / টোপটি না ভিজে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
    ৭। বিভিন্ন কোম্পানী দুইপাশে ত্রিকোনাকার বক্স তৈরী করে বাজারজাত করছে। তাছাড়া ২লিটার পানির বোতলের দুপাশে আগুনে গরম ছুরি দিয়ে খুব সহজেই ফাঁদ বক্স তৈরী করা যায়।
    Visit করুন 👇
    অতন্দ্র জরিপের চাক্ষুষ পদ্ধতি
    ( • অতন্দ্র জরিপের চাক্ষুষ... )
    অতন্দ্র জরিপের হাত জাল পদ্ধতি
    ( • অতন্দ্র জরিপের হাত জাল... )
    বালাইনাশক রেজিস্ট্যান্স টেকসই কৃষির জন্য প্রধান হুমকি
    ( • বালাইনাশক রেজিস্ট্যান্... )
    মরিচের পাতা কুকড়ানো সমস্যা
    ( • মরিচ গাছের পাতা কুঁকড়া... )
    কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা দমনে কার্যকরী সমাধান
    ( • কুমড়া জাতীয় ফসলের মাছি... )
    টুংরো ভাইরাসের কার্যকরী সমাধান ( • ধানের টুংরো ভাইরাস দমন... )
    সঠিক বালাইনাশক চেনার উপায় ( • সঠিক বালাইনাশক চেনার উপায় )
    বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার কার্যকরী সমাধান
    ( • বেগুনের ফল ছিদ্রকারী প... )
    যে ভুলে সেক্স ফেরোমন ফাঁদে কৃষকের সর্বনাশ ( • যে ভুলে সেক্স ফেরোমন ফ... )
    ধানের আইলে ফসল চাষ ( • আইল ফসলঃ ধানের আইলে বর... )
    লিচুর বাগ, লিচুর নতুন আতঙ্ক ( • লিচুর বাগঃ লিচুর নতুন ... )
    আলু এবং ভূট্টা একসাথে চাষ, বাঁচবে সময় দুই মাস ( • আলু এবং ভূট্টা এক সাথে... )
    আমনের সুপার ভ্যারাইটি AZ7006 ( • আমনে সুপার ভ্যারাইটি ব... )
    আমন ধানের উন্নত জাত সমূহ কী কী
    ( • রোপা আমন মৌসুমের উন্নত... )
    স্বল্প মেয়াদি রোপা আমনের জাত এবং সরিষার ফলন বৃদ্ধিতে করনীয়
    ( • স্বল্পমেয়াদী রোপা আমনে... )
    আধুনিক প্রযুক্তি নির্ভর আগামীর কৃষি ( • আধুনিক প্রযুক্তি এবং য... )
    সবজির ঝরে যাওয়ার সমাধান মাত্র ১০০ টাকায় ( • সবজি ঝরে যাওয়ার সমাধান... )

ความคิดเห็น • 21

  • @kbd2061
    @kbd2061  2 ปีที่แล้ว +4

    আসসালামু আলাইকুম,
    আপনার কৃষি বিষয়ক যেকোনো ধরনের প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন। আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো।
    ধন্যবাদ

  • @sheikharafatislamnihad4386
    @sheikharafatislamnihad4386 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ সুন্দর তথ্যের জন্য। বেগুনের পোকার জন্য কোন কম্পানির ফেরোমন লিউর ভালো কাজ করে? এবং কৃষক ভাইয়েরা কোথায় থেকে এই লিউর কিনতে পারবে?
    ধন্যবাদ।

    • @kbd2061
      @kbd2061  2 ปีที่แล้ว +4

      বেগুনের জন্য ইস্পাহানির BSFB লিউর ভালো কাজ করবে। প্রতি ২.৫ শতক জমির জন্য ১ টি, প্রতি ৬০ দিন পর লিউর পরিবর্তন করতে হবে।
      ইস্পাহানীর পরিবেশক এখন মোটামুটি বড় বালাইনাশক দোকান গুলোতে থাকে।

    • @sheikharafatislamnihad4386
      @sheikharafatislamnihad4386 2 ปีที่แล้ว +1

      @@kbd2061 অনেক ধন্যবাদ।

  • @Soheloutsider
    @Soheloutsider 2 ปีที่แล้ว +3

    গুড....সম্ভবত তরমুজ খেতে বেশি ব্যবহার করা হয়।

    • @kbd2061
      @kbd2061  2 ปีที่แล้ว +1

      কুমড়া জাতীয় ফসলের জন্য ফেরোমন ফাঁদ খুবই ভালো প্রযুক্তি। এই বিষয়টি নিয়ে একটা ভিডিও আসবে।
      তাছা আমের মাছি পোকা, বেগুনের ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ কমিয়ে আনার জন্য ফাঁদ গুলো কাজ করে।
      ধন্যবাদ ভাই

  • @aburaihan5462
    @aburaihan5462 4 หลายเดือนก่อน

    ‌বেগুন গা‌ছের জন‌্য কি লিউর ব‌্যবহার করব

  • @AbusaadImran
    @AbusaadImran 2 หลายเดือนก่อน

    এই তাবিজের মেয়াদ কতদিন?

  • @Newstv570
    @Newstv570 ปีที่แล้ว +1

    ভাই ইস্পাহানি একটি প্যাক নিচি।কিন্তু এটি ডিজিটাল।মুখ বন্ধ করা। মুখ কি খুলবো?

  • @liftup9397
    @liftup9397 ปีที่แล้ว +1

    ধানের জমিতে কিভাবে ব্যবহার করা যায়?
    ধন্যবাদ

  • @deepdas1616
    @deepdas1616 10 หลายเดือนก่อน +1

    নতুন ফেরোমন বেরিয়েছে ভাই জল লাগে না

    • @kbd2061
      @kbd2061  10 หลายเดือนก่อน

      হ্যাঁ।

  • @TajulNazma
    @TajulNazma 2 ปีที่แล้ว +2

    কৃষকদের জন্য খুবই উপকারী নির্দেশনা।
    ধন্যবাদ, ভাইজান।

    • @kbd2061
      @kbd2061  2 ปีที่แล้ว

      ধন্যবাদ সাথেই থাকুন।

  • @mamuns.r8265
    @mamuns.r8265 5 หลายเดือนก่อน

    আমার গাছের ঝিঙা কড়া অবস্থাই লাল হয়ে পচে যাচ্ছে এর সমাধান কি

  • @a.t.m.obaidulislamhafiz9730
    @a.t.m.obaidulislamhafiz9730 2 ปีที่แล้ว +1

    Excellent and helpful for farmers 👍

    • @kbd2061
      @kbd2061  2 ปีที่แล้ว

      ধন্যবাদ সাথেই থাকুন।

  • @Moriomakterbdinfo
    @Moriomakterbdinfo ปีที่แล้ว

    Assa koto tuko guro saban deya lagbe 1 litre panite,, table chamoch hiseb kore bolle subidha hobe,,?

    • @kbd2061
      @kbd2061  ปีที่แล้ว

      ২-৩ গ্রাম

  • @amalbaidya1836
    @amalbaidya1836 6 หลายเดือนก่อน

    দাম কতো

    • @kbd2061
      @kbd2061  6 หลายเดือนก่อน

      প্রতি ০৩ শতকে বক্স + ফেরোমন ১০০/- মতো খরচ হবে