শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী থেকে পাঠ(প্রথম অধ্যায় )

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী থেকে পাঠ
    অনুকূলচন্দ্র চক্রবর্তী যিনি ঠাকুর অনুকূলচন্দ্র নামেও পরিচিত (১৪ সেপ্টেম্বর ১৮৮৮ - ২৬ জানুয়ারি ১৯৬৯) ছিলেন একজন বাঙালি ধর্মগুরু। অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক।[১] তিনি ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। ঝাড়খণ্ডের দেওঘরে মৃত্যুবরণ করেন। ইনি ইষ্টভৃতির মাধ্যমে অর্থ সংগ্রহের ব্যবস্থাপনা উদ্ভাবন করেন।
    অনুকূলচন্দ্র চক্রবর্তী

    অনুকূলচন্দ্রের ছবি
    ব্যক্তিগত তথ্যজন্ম১৪ সেপ্টেম্বর ১৮৮৮
    হিমায়তপুর গ্রাম (বর্তমান পাবনা জেলা, বাংলাদেশ)
    মৃত্যু২৭ জানুয়ারি ১৯৬৯ (বয়স ৮০)
    দেওঘর, দেওঘর জেলা, ঝাড়খণ্ড রাজ্য, ভারত
    জাতীয়তাভারতীয়দাম্পত্য সঙ্গীশ্রী শ্রী বড়মা
    (ষোড়শীবালা দেবী)সন্তানঅমরেন্দ্রনাথ চক্রবর্তী (পুত্র), বিবেকরঞ্জন চক্রবর্তী (পুত্র), সাধনা দেবী (কন্যা), সান্ত্বনা দেবী (কন্যা), Prachetaranjan Chakravarty (পুত্র), অনুকা দেবী (কন্যা)এর প্রতিষ্ঠাতাসৎসঙ্গঊর্ধ্বতন পদগুরুমা মনমোহিনী দেবী, হুজুর মহারাজ
    #শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী
    #পাবনা হিমায়েতপুর সৎসঙ্গ আশ্রম
    #দেওঘর সৎসঙ্গ আশ্রম
    #ওয়ার্ল্ড সৎসঙ্গ
    #বারাসাত সৎসঙ্গ
    #মধ্যমগ্রাম সৎসঙ্গ
    #হৃদয়পুর সৎসঙ্গ
    #মধুপুর সৎসঙ্গ

ความคิดเห็น •