Most welcome! অভিনন্দন। আমন্ত্রণ রইল তোমায় আমার কবিতা কাননে, সময় যদি পাও একবার এসে দেখে যেও। যদি লাগে এতোটুকু ভালো অনুরোধ রইল আমার কবিতা কাননের সদস্য হয়ে সঙ্গে থেকো।
Most welcome! অভিনন্দন। আমন্ত্রণ রইল তোমায় আমার কবিতা কাননে, সময় যদি পাও একবার এসে দেখে যেও। যদি লাগে এতোটুকু ভালো অনুরোধ রইল আমার কবিতা কাননের সদস্য হয়ে সঙ্গে থেকো।
দিদি আপনার কণ্ঠে এই কবিতা শুনতে চাই। খুব বেশি কিছু চাইনা প্রিয়ো নীল শাড়ির মাধুর্যতা, কাচের চুড়ির ঝংকার, কাজল চোখের মায়াবী চাহনী কিংবা শাড়ি ম্যাচ করে কালো টিপ ও পড়তে হবে না! তুমি শুধু একবার আমার দিকে ফিরে চেয়ে দেখো, আমি আমার সব ব্যথা ভুলে যাব। খুব বেশি কিছু চাইনা আমার সাত সুমুদ্রের বিশালতা, উদার বুকের শীতলতা কিংবা কোমল ঠোঁটের উষ্ণ ছোঁয়া, তুমি শুধু রুক্ষ ঠোঁটে একবার আমার দিকে চেয়ে হেসে দেখো, আমি আমার সব ব্যথা ভুলে যাব। আমাকে নিয়ে মাঝ রাতে রিকশায় ঘুরতে হবে না। বিলাস বহুল রেস্টুরেন্টের কোলাহল , পার্কের নীরবতা কিংবা রাত জেগে সিনেমা এসব কিছুই চাইনা আমার! তুমি শুধু আমার কাছে এসে একটু বসো, আমি আমার সব ব্যথা ভুলে যাব। আমাকে খুব বেশী ভালবাসতে হবে না মধ্য রাতের নির্জনতা খুন করে বুকের কপাট খুলতে হবে না! কোমল বাহুর উষ্ণ আবেশে আমাকে জড়াতে ও হবে না। তুমি শুধু আমাকে একটু ছুয়ে দেখো, আমি আমার সব ব্যথা ভুলে যাব। আমাকে খুব বেশী ভালবাসতে হবে না। শেষ বিকলের নিঃসঙ্গতায় আমার পথের সঙ্গী ও হতে হবে না। তুমি শুধু একবার আমার নাম ধরে ডেকে দেখো, আমি আমার সব ব্যথা ভুলে যাব। কবিতাঃ সব ব্যথা ভুলে যাব কলমেঃ পবন চন্দ্র মজুমদার
Most welcome! অভিনন্দন। আমন্ত্রণ রইল তোমায় আমার কবিতা কাননে, সময় যদি পাও একবার এসে দেখে যেও। যদি লাগে এতোটুকু ভালো অনুরোধ রইল আমার কবিতা কাননের সদস্য হয়ে সঙ্গে থেকো।
অসাধারন আবৃত্তি ❤❤❤
ধন্যবাদ। 😊
অসাধারণ খুব সুন্দর ভীষণ ভালো ❤️❤️❤️❤️🙏
ধন্যবাদ । 😊
Most welcome! অভিনন্দন।
আমন্ত্রণ রইল তোমায়
আমার কবিতা কাননে,
সময় যদি পাও
একবার এসে দেখে যেও।
যদি লাগে এতোটুকু ভালো
অনুরোধ রইল
আমার কবিতা কাননের
সদস্য হয়ে সঙ্গে থেকো।
দারুণ! ✨️ অসাধারণ!! 💛 রক্তে শিহরণ তুললো 🔥
স্নেহ ও ভালোবাসা নিস।
Baah ❤️🌱
ভালোবাসা নিও....
Most welcome! অভিনন্দন।
আমন্ত্রণ রইল তোমায়
আমার কবিতা কাননে,
সময় যদি পাও
একবার এসে দেখে যেও।
যদি লাগে এতোটুকু ভালো
অনুরোধ রইল
আমার কবিতা কাননের
সদস্য হয়ে সঙ্গে থেকো।
Khub bhalo laglo ❤
ভালোবাসা নিও....
দিদি আপনার কণ্ঠে এই কবিতা শুনতে চাই।
খুব বেশি কিছু চাইনা প্রিয়ো
নীল শাড়ির মাধুর্যতা, কাচের চুড়ির ঝংকার,
কাজল চোখের মায়াবী চাহনী
কিংবা শাড়ি ম্যাচ করে কালো টিপ ও পড়তে হবে না!
তুমি শুধু একবার আমার দিকে ফিরে চেয়ে দেখো,
আমি আমার সব ব্যথা ভুলে যাব।
খুব বেশি কিছু চাইনা আমার
সাত সুমুদ্রের বিশালতা, উদার বুকের শীতলতা
কিংবা কোমল ঠোঁটের উষ্ণ ছোঁয়া,
তুমি শুধু রুক্ষ ঠোঁটে একবার আমার দিকে চেয়ে হেসে দেখো,
আমি আমার সব ব্যথা ভুলে যাব।
আমাকে নিয়ে মাঝ রাতে রিকশায় ঘুরতে হবে না।
বিলাস বহুল রেস্টুরেন্টের কোলাহল , পার্কের নীরবতা কিংবা রাত জেগে সিনেমা এসব কিছুই চাইনা আমার!
তুমি শুধু আমার কাছে এসে একটু বসো,
আমি আমার সব ব্যথা ভুলে যাব।
আমাকে খুব বেশী ভালবাসতে হবে না
মধ্য রাতের নির্জনতা খুন করে বুকের কপাট খুলতে হবে না!
কোমল বাহুর উষ্ণ আবেশে আমাকে জড়াতে ও হবে না।
তুমি শুধু আমাকে একটু ছুয়ে দেখো,
আমি আমার সব ব্যথা ভুলে যাব।
আমাকে খুব বেশী ভালবাসতে হবে না।
শেষ বিকলের নিঃসঙ্গতায় আমার পথের সঙ্গী ও হতে হবে না।
তুমি শুধু একবার আমার নাম ধরে ডেকে দেখো,
আমি আমার সব ব্যথা ভুলে যাব।
কবিতাঃ সব ব্যথা ভুলে যাব
কলমেঃ পবন চন্দ্র মজুমদার
Most welcome! অভিনন্দন।
আমন্ত্রণ রইল তোমায়
আমার কবিতা কাননে,
সময় যদি পাও
একবার এসে দেখে যেও।
যদি লাগে এতোটুকু ভালো
অনুরোধ রইল
আমার কবিতা কাননের
সদস্য হয়ে সঙ্গে থেকো।