54মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও থেকে অনেক কিছু শিক্ষতে পারছি, বিশ্বাস করেন ১০ সেকেন্ডের জন্যও ইস্কিপ করি নাই,সজল ভাই কে আমি অনেক আগে থেকেই চিনি ওনি ভালো মানের একজন ভ্যাটেরিনারির ডাক্তার, আমি সজল ভাইকে খুব ফলো করি
Both are legends. Hats off. পুরুষ কোয়েল নিয়ে যে মানবতার কথা বলেন সেটা আমি অন্য কোনো খামারির মুখে শুনি নাই। আমি খামার করলে পুরুষ কোয়েল শুধু এই মানবিক কারণেই করবো। আসলে মানবতা বুঝা একটা বড় ব্যাপার।
মাহমুদুল হক রিয়াদ ভাই, আপনি অনেক ভালো একটি ভিডিও করেছেন আর ডাঃ ভাই কে তো কি বলবো আসলেই একজন সাদা মনের মানুষ আল্লাহ আপনার সহায় হউক আমি আপনার পুরো ভিডিও টা দেখছি।
আমার ছোট একটা ফার্ম আছে। অনেকটা শখের বসেই দেশি মুরগী পালি। ফুল অটোমেটিক ইনকিউবেটরও নিজেই বানিয়ে নিছি। বাসায় হঠাত বলল পালার জন্যে ২ জোড়া কোয়েল কিনে দিতে। বললাম ২ জোড়া কেন? একসাথে ১০০ তুলে দিচ্ছি। পালতে থাকো। অনেকটা নেট প্রাকটিসের মতই অল্প করে তুলে আগে ট্রাই করে দেখি। ভিডিওটা দেখে অনেক কিছুরই ভাল আইডিয়া পেলাম। অসংখ ধন্যবাদ।
এই ভিডিওতেই আছে সম্ভবত। ২ দিন ক্যালসিয়াম, ২ দিন বাদ দিয়ে আবার ২ দিন জিংক, আবার ২ দিন বাদ দিয়ে ৩ দিন ইসেল। আমার অবশ্য এখন পাখি না। ইদুরের উৎপাতে পাখি বিক্রি করে দিছি
ভাই আমি তো বিদেশ থাকি দেশে ফিরে আমার কোয়েলের খামার করার খুব ইচ্ছা তো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য আমি না টেনে ফুল ভিডিওটা দেখেছি ভাইয়া এবং অনেক কিছু শিখতে পেরেছি আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ
মাহমুদুল ভাইয়া আপনার এই প্রতিবেদনটা আমি এক সেকেন্ডের জন্য টেনে টেনে দেখিনি পুরোটাই মনোযোগসহ দেখে আমি খুব আনন্দিত আপনি এ ধরনের প্রতিবেদন করার জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এই প্রতিবেদনটা আমাদের অনেক উৎসাহিত করেছে আপনাকে অনেক ধন্যবাদ ❤
জি ভাই বড় ভিডিও হলে অনেকে দেখেনা কিন্তু যার দরকার সে অবশ্যই দেখবে যেমন আমার দরকার ছিল আমি দেখেছি আর যার দরকার হবে না সে দেখবে না আপনি যে কথাগুলো জিজ্ঞাসা করেন এগুলো একদম আমাদের মতন করেই খামারি কে প্রশ্ন করেন তার জন্য আপনার কথাগুলো শুনতে এবং আপনার ভিডিও দেখতে বেশি ভালো লাগে ভাই আপনাকে ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাই আপনাদের ভিডিও গুলো দেখলাম অনেক ভালো লাগছে আপনারা যেভাবে পরামর্শ সহযোগিতা দিয়েছিলেন এভাবে কোন ভিডিও রে দেখিনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা রইলো
এই মুহূর্তে ২০২০ এর পবিত্র ৩০ রোজার মধ্য রাত প্রায় ৩টা ২৫মিনিট। আর কিছুক্ষণ পরেই পবিত্র ( ঈদ মোবারক ) এঁর অপরূপ ভোর,তারপর আনন্দ হৈ চৈ... এঁর আগেই আপনার এই কোয়েল পাখি বিষয়ক ভিডিও নিজে দেখে নিজেই অবাক হলাম পুরা ৫৪.মিনিট ১৭ সেকেন্ড এর ভিডিও আমি কি ভাবে দেখলাম...? তা ও মনোযোগ সহকারে,হের উপর ৫ থেকে ৬ টি বিজ্ঞাপন দেখলাম Free তার মানে ভিডিওটি তে যথেষ্ট পরিমান খাঁটি পরামর্শ ও দিক নির্দেশনা আছে কোয়েল পাখি লালন_পালন এঁর বিষয়ে। যে বিষয় গুলি জানা থাকলে নতুন খামারিদের জন্য অত্যান্ত সহজ হবে কোয়েল ও কোয়েল খামার পরিচালনা করা। তাই আর দেরি না করে Subscribed করে দিলাম সু-পরামর্শ দেয়া আপনার এই চ্যানেলটি...ধন্যবাদ।
মাহমুদুল ভাইয়া আপনাকে এই ধরনের ভিডিও করার জন্য অসংখ্য ধন্যবাদ আর সজল ভাইয়ের জন্য হাজার হাজার হাজার ধন্যবাদ এবং হাজার সালাম সজল ভাইয়ের কথাগুলো প্রকৃত ফার্মার এর জন্য খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ আসলে সজল ভাই যে তথ্যগুলো দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একজন ফার্মার এর জন্য তাই আবারও হাজারো সালাম ও ধন্যবাদ সজল ভাইয়ের জন্য
Vai ami 1hajar pakhi niye ekti khamar suru korte cai.. apnar vediota deke valo laglo..vai ami sir er sate jogajog korte cai tu kivabe korbo... Bolle kub valo hotu amr jonno.. thank you..
Mahmud Vai happy new year in the near future Vai Amar ai firm korar icche kindly boben aoner blogger video playlist kino sequel pachi na kindly sequel gulu arrange korben rby part 1 2 and such ok .. and obshoi video ourp dekbo ..facotyry owner from Uttara thanks and bye
এতো লম্বা ভিডিও কেউ দেখতে চায়না । কিন্তু যারা কোয়েল খামার করার ইচ্ছে পুসান করছেন । তাদের বলছি পুরু ভিডিও টা দেখা উচিত । আর খামারি ভাইকে বলছি । আমি আপনার সাথে কথা বলতে চাই । যদি সম্ভব হয় । রিপলাই দিয়েনা ।কথা গুলি ভালো লাগছে
আমার whattsapp গ্রুপের লিংক chat.whatsapp.com/HKW64b473ubAhXkZ4nQpFn
আমার মনে হয় কোয়েল পাখির সব চেয়ে বেষ্ট পতিবেদন,ধন্যবাদ আপনাকে আন্তরিকতার জন্য আমার খুব ভাাল লাগল**
54মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও থেকে অনেক কিছু শিক্ষতে পারছি, বিশ্বাস করেন ১০ সেকেন্ডের জন্যও ইস্কিপ করি নাই,সজল ভাই কে আমি অনেক আগে থেকেই চিনি ওনি ভালো মানের একজন ভ্যাটেরিনারির ডাক্তার, আমি সজল ভাইকে খুব ফলো করি
Both are legends. Hats off. পুরুষ কোয়েল নিয়ে যে মানবতার কথা বলেন সেটা আমি অন্য কোনো খামারির মুখে শুনি নাই। আমি খামার করলে পুরুষ কোয়েল শুধু এই মানবিক কারণেই করবো। আসলে মানবতা বুঝা একটা বড় ব্যাপার।
মাহমুদুল ভাই আপনার মূল্য বান কথা গুলো মন দিয়ে শুনলাম। আল্লাহ আপনার মঙ্গল করুন।
আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও দেখে অল্প কিছু কোয়েল পাখি পালন শুরু করেছি ১২০ পিছ কোয়েল পাখিতে মাসে ২৫ শ টাকা ইংকাম হচ্ছে 😊😊✔✔
মাশাল্লাহ।
অবিশ্বাস্য ব্যাপার,, কোথায় আপনার বাসা
এটা কি সত্য নাকি ভাই?
হ্যা এটাই সত্য,
কেননা আমার নিজেরও খামার রয়েছে।@@rumykarim8478
Alhamdulliah
আমি ও ৫০০ পাখী দিয়ে খামার শুরু করতে চাই।আপনার ভিডিও টাকা দেখে ভালো লাগলো।
খামারির ফন নমবর দেন
পুরো ভিডিওটা দেখলাম ❤
ইন শা আল্লাহ আমি সরাসরি যোগযোগ করবো। অনেক ভিডিও এর মধ্যে এটা অনেক তথ্যনির্ভর ভিডিও।
মাহমুদুল হক রিয়াদ ভাই, আপনি অনেক ভালো একটি ভিডিও করেছেন আর ডাঃ ভাই কে তো কি বলবো আসলেই একজন সাদা মনের মানুষ আল্লাহ আপনার সহায় হউক আমি আপনার পুরো ভিডিও টা দেখছি।
আমার ছোট একটা ফার্ম আছে। অনেকটা শখের বসেই দেশি মুরগী পালি। ফুল অটোমেটিক ইনকিউবেটরও নিজেই বানিয়ে নিছি। বাসায় হঠাত বলল পালার জন্যে ২ জোড়া কোয়েল কিনে দিতে। বললাম ২ জোড়া কেন? একসাথে ১০০ তুলে দিচ্ছি। পালতে থাকো। অনেকটা নেট প্রাকটিসের মতই অল্প করে তুলে আগে ট্রাই করে দেখি। ভিডিওটা দেখে অনেক কিছুরই ভাল আইডিয়া পেলাম। অসংখ ধন্যবাদ।
মেডিসিন কি কি খাওয়ান
@@poripori6994 তেমন কিছুই না। ভিটামিন, ইসেল আর জিংক ২ দিন পর পর
নিয়মটা যদি ভালো করে জানাতেন
এই ভিডিওতেই আছে সম্ভবত। ২ দিন ক্যালসিয়াম, ২ দিন বাদ দিয়ে আবার ২ দিন জিংক, আবার ২ দিন বাদ দিয়ে ৩ দিন ইসেল। আমার অবশ্য এখন পাখি না। ইদুরের উৎপাতে পাখি বিক্রি করে দিছি
ধন্যবাদ আপনাকে আন্তরিকতার জন্য আমার খুব ভাাল লাগল দোয়া রহিল।
অনেক সুন্দর কথা বলছে বড় ভাই মন ভরে গাছে আমার ধন্যবাদ এতো সুন্দর ভিডিও দেওয়ার জন্য
স্যালুট বস খামারি একটা মাল এ
খুব অভিজ্ঞ ব্যাক্তি।
সম্পুর্ন ভিডিও দেখলাম,,,,যাই হক আমার অনেক কিছু ধারনা পালটে গেলো,, ধন্যবাদ রিয়াদ ভাই
ইনশাআল্লাহ আগামী রমজানের আগ দিয়ে শুরু করবো
সময় নিয়ে পুরো ভিডিওটা দেখলাম, সত্যিই উদ্যোক্তাদের জন্য অনেক শিক্ষনীয়
সুপার ভাই . সব কিছু একদম ক্লিয়ার করে বলা হইছে . আশা করবো গরুর , কবুতর , মুরগি খামার নিয়া প্রতিবেদন দিবেন . ধন্যবাদ আপনাকে
পশ্চিমবঙ্গের থেকে বলছি। খুব সুন্দর প্রতিবেদন। সজল স্যার এর বোঝানোর / উত্তর ও আপনার প্রশন্ খুবই প্রশংসনীয়।
কোয়েল নিয়ে আরোও জানতে এই পোস্টটি পড়তে পারেন agronews24.com/কোয়েল-পাখির-খামার/
@@MAHMUDULHOQUERIAD many many thanks sir
khub valo lag lo, onek kichu jante parlam. avabe keu bole na. many many thanks both of you.
খুব সুন্দর একটা প্রতিবেন। দেখে খুব ভালো লাগে
সততা এবং মানবিকতা, সব মিলিয়ে একটা অসাধারণ মানুষের অসাধারণ ভিডিও দেখলাম💝💝💝, ভাই আমারও অনেক শখ কোয়েলের ফার্ম করার, আমি ৬/৭ টা পালছিলাম
সজল ভাই ও মাহমুদুল ভাই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।
কোয়েল নিয়ে আরোও জানতে এই পোস্টটি পড়তে পারেন agronews24.com/কোয়েল-পাখির-খামার/
ভাই আমি তো বিদেশ থাকি দেশে ফিরে আমার কোয়েলের খামার করার খুব ইচ্ছা তো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য আমি না টেনে ফুল ভিডিওটা দেখেছি ভাইয়া এবং অনেক কিছু শিখতে পেরেছি আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ
আমি কখনো কোনো ভিডিও তে লাইক দেই নি। আজ প্রথম কোনো ভিডিও তে লাইক দিলাম কারন এই ভিডিও টি আসলেই উপকারী।
ধন্যবাদ ভাই
@@MAHMUDULHOQUERIAD 😍
1 second o kete dekhini khub valo laglo tottopuro kotha thanks both of you
খুব সুন্দর একটা প্রতিবেদন
২ জনকে অসংখ্য ধন্যবাদ
ভাই অনেক মোনজোগ দিয়ে এই ভিডিওটা দেকলাম খুব ভালো লাগলো সৌদি থেকে
খুবই ভালো লাগলো।এরকম অভিঙ্গ লোকদের ভিডিও১ঘন্টা হলেও ভালো লাগে।
মাহমুদুল ভাইয়া আপনার এই প্রতিবেদনটা আমি এক সেকেন্ডের জন্য টেনে টেনে দেখিনি পুরোটাই মনোযোগসহ দেখে আমি খুব আনন্দিত আপনি এ ধরনের প্রতিবেদন করার জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এই প্রতিবেদনটা আমাদের অনেক উৎসাহিত করেছে আপনাকে অনেক ধন্যবাদ ❤
অনেকে বড় টাইম দেখলেতো ভয়েই দেখে না। চেষ্টা করি যত বেশি ইনফরমেশন দেয়া যায় তত বেশি উদ্যোক্তাদের লাভ হবে।
জি ভাই বড় ভিডিও হলে অনেকে দেখেনা কিন্তু যার দরকার সে অবশ্যই দেখবে যেমন আমার দরকার ছিল আমি দেখেছি আর যার দরকার হবে না সে দেখবে না আপনি যে কথাগুলো জিজ্ঞাসা করেন এগুলো একদম আমাদের মতন করেই খামারি কে প্রশ্ন করেন তার জন্য আপনার কথাগুলো শুনতে এবং আপনার ভিডিও দেখতে বেশি ভালো লাগে ভাই আপনাকে ধন্যবাদ
Bhai numberta to delan na.
Ctg kothai khamar phn number ta din
আমি তো অনেক কিছু ব্যাক করে আবার দেখছি।
সুন্দর ভিডিও আমি এই মাএ দেখলাম। এখন থেকে নিয়মিত ভিডিও দেখতে পাবো তো।
আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাই আপনাদের ভিডিও গুলো দেখলাম অনেক ভালো লাগছে আপনারা যেভাবে পরামর্শ সহযোগিতা দিয়েছিলেন এভাবে কোন ভিডিও রে দেখিনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা রইলো
আমার মনে হয় কোয়েল পাখির সব চেয়ে বেষ্ট পতিবেদন
এই মুহূর্তে ২০২০ এর পবিত্র ৩০ রোজার মধ্য রাত প্রায় ৩টা ২৫মিনিট।
আর কিছুক্ষণ পরেই পবিত্র ( ঈদ মোবারক ) এঁর অপরূপ ভোর,তারপর আনন্দ হৈ চৈ...
এঁর আগেই আপনার এই কোয়েল পাখি বিষয়ক ভিডিও নিজে দেখে নিজেই অবাক হলাম
পুরা ৫৪.মিনিট ১৭ সেকেন্ড এর ভিডিও আমি কি ভাবে দেখলাম...?
তা ও মনোযোগ সহকারে,হের উপর ৫ থেকে ৬ টি বিজ্ঞাপন দেখলাম Free
তার মানে ভিডিওটি তে যথেষ্ট পরিমান খাঁটি পরামর্শ ও দিক নির্দেশনা আছে কোয়েল পাখি লালন_পালন এঁর বিষয়ে।
যে বিষয় গুলি জানা থাকলে নতুন খামারিদের জন্য অত্যান্ত সহজ হবে কোয়েল ও কোয়েল খামার পরিচালনা করা।
তাই আর দেরি না করে Subscribed করে দিলাম সু-পরামর্শ দেয়া আপনার এই চ্যানেলটি...ধন্যবাদ।
ধন্যবাদ ভাই। আপনার কমেন্ট আরও ভালো কাজ করার অনুপ্রেরনা যোগাবে।
আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? দয়াকরে আপনার ফোন নাম্বার টা দিবেন।
মাহমুদুল ভাইয়া আপনাকে এই ধরনের ভিডিও করার জন্য অসংখ্য ধন্যবাদ আর সজল ভাইয়ের জন্য হাজার হাজার হাজার ধন্যবাদ এবং হাজার সালাম সজল ভাইয়ের কথাগুলো প্রকৃত ফার্মার এর জন্য খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ আসলে সজল ভাই যে তথ্যগুলো দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একজন ফার্মার এর জন্য তাই আবারও হাজারো সালাম ও ধন্যবাদ সজল ভাইয়ের জন্য
দাদা আপনার চ্যানেলের কথাবার্তা গুলি খুবই ভালো আমিও চেষ্টা করছি আবার আপনার মত কথা বলে ভিডিও করতে
ধন্যবাদ, ইনশাল্লাহ পারবেন 😊😊
@@MAHMUDULHOQUERIAD ধন্যবাদ দাদা
@@MAHMUDULHOQUERIAD sajal bhai ar number ta den
আপনাদের ভিডিও টা খুব ভাল লাগল, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
মাশাল্লাহ,, গুড আইডিয়া,
অসাধারণ অনেক সুন্দর আলোচনা, ধন্যবাদ।
ভালো পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই
অভিজ্ঞদের আলোচনার মজাই আলাদা,,,
কোয়েল নিয়ে আরোও জানতে এই পোস্টটি পড়তে পারেন agronews24.com/কোয়েল-পাখির-খামার/
Ata kun jaiga
আলহামদুলিল্লাহ ভাই অনেক তথ্য পেলাম। ধন্যবাদ
দোয়া করবেন
মাহমুদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ
Sss
রিয়াদ ভাইর আলোচনা এবং উপস্থাপননটা খুব অসাধারণ লেগেছে। একজন খামারির যত প্রশ্ন থাকতে পারে তা আপনি নিখুঁত ভাবে করেছেন।
কোয়েল নিয়ে আরোও জানতে এই পোস্টটি পড়তে পারেন agronews24.com/কোয়েল-পাখির-খামার/
অনেক সুন্দর আলোচনা। অনেক ভালো লাগলো।
Doctor babu khub sundor kotha bolechen
Good idea bro V V thanks
ভাই আমি ভিডিও টা দেখেছি অনেক ভালো লাগছে অনেক কিছু শিখলাম Thanks big brather
কোয়েল নিয়ে আরোও জানতে এই পোস্টটি পড়তে পারেন agronews24.com/কোয়েল-পাখির-খামার/
খুব ভাল লাগলো ভাই আলোচনা।
ভালো পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই
Sojol vaier you tube ba fb link ta dile vlo hoi....onk sundor vedio....vlo laglo vai.....
একজন প্রকৃত সৎ মানুষ ...
অসাধারণ ভাই খুব সুন্দর ছিল ভিডিও টা
Riad vai best akta video
Lot of thanks sojol and riad vai
কোয়েল নিয়ে আরোও জানতে এই পোস্টটি পড়তে পারেন agronews24.com/কোয়েল-পাখির-খামার/
Bai,
Onek balo legese..
পুরো ভিডিও দেখলাম ভালো লাগলো
ভাই আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগলো।
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কথার সাতে আমি একমত।
ধন্যবাদ জানাই খুব সুন্দর ধন্যবাদ
Vay you give to good idea and dessition. 100 pakhy farm. All description for farm. From DUBAI.
ভাই আপনারকে অনেক ধন্নবাদ
অনেক কিছু জানলাম
আমার ভার্সিটির বড় ভাই 😍। সজল ভাইকে দেখে অনুপ্রাণিত হয়। শুরু করার ইচ্ছায় আছি। কিন্তু এখনো পারলাম না। 😥
ভাই সজল ভাইয়ের নাম্বার আছে?
২০১৯ সালের ভিডিও ২০২৪ সালে দেখছি তাও সম্পুর্ন আমি এমনি ৫ মিনিটের ভিডিও হলেও স্কিপ করি কিন্তু ৫৪ মিনিটের ভিডিও একটু ও স্কিপ করি নাই😊
আসসালামু আলাইকুম আমি পুরো ভিডিও টি দেখলাম
Vai apnar video gulo onak vlo lagca... Agiya jan
ভিডিওটার তুলনা হয়না সত্যিই।
Vai ami 1hajar pakhi niye ekti khamar suru korte cai.. apnar vediota deke valo laglo..vai ami sir er sate jogajog korte cai tu kivabe korbo...
Bolle kub valo hotu amr jonno..
thank you..
Mahmud Vai happy new year in the near future Vai Amar ai firm korar icche kindly boben aoner blogger video playlist kino sequel pachi na kindly sequel gulu arrange korben rby part 1 2 and such ok .. and obshoi video ourp dekbo ..facotyry owner from Uttara thanks and bye
ভাই অনেক ভালো লাগলো আপনার কথা গুলো
ধন্যবাদ
৫ বছর আগের ভিডিও দেখে নতুন করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি
ভাই অসাধারণ ভিডিও অনেক ধন্যবাদ আপনারা দুইজনকে।এত সুন্দর ভাবে বুজানোর জন্য।
কোয়েল নিয়ে আরোও জানতে এই পোস্টটি পড়তে পারেন agronews24.com/কোয়েল-পাখির-খামার/
Good video Vai thanks for your video
আসলে ভাই এভাবে ই প্রতিবেদন করা উচিৎ,সবকিছু খুলে বলা।
ভাই আপনাদের কথায় অনেক মানুষ লস থেকে বেছে যাবেন আল্লাহ আপনাদের কে ভাল রাখুক
দোয়া করবেন ভাই
ধন্যবাদ ভাই আপনাকে কারণ আমি করতে চাই আমার এই কথা গুলো জানা দরকার ছিল আপনাকে অনেক ধন্যবাদ
কোয়েল নিয়ে আরোও জানতে এই পোস্টটি পড়তে পারেন agronews24.com/কোয়েল-পাখির-খামার/
ডাঃ সজল ভাই, আসসালামুআলাইকুম। আশা করি ভাল আছেন। আপনার প্রতিবেদনটি দেখলাম। মাশাআল্লাহ। অতি চমৎকার ! আমি আপনার বইটি ক্রয় করতে চাই। বইটির নাম + আপনার ট্রেনিং সেন্টারের পূর্ণ ঠিকানা যোগাযোগের মাধ্যম সহ। সর্ব শেষে বিশেষ অনুরোধ রইল আপনার মোবাইল নম্বরটি দেওয়ার জন্য। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।
Good news and good video, thanks brother
Really nice thanks a lot for your support
Narayanganj ar bitor apnar jana mota kono koyel from acha ki. & j khane koyel er baccha otpadon kora hoy?
Mahmud vai vai apnar blog to vet old pls ai vet doctoer info dan amio koel kinbo vey soon ..
আসসালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো
আলহামদুলিল্লাহ
দেখে অনেক কিছু শিখলাম
ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি ভাই ভালোবাসার শ্রদ্ধেয় বড় ভাই আপনাকে ধন্যবাদ ভাই,,
এতো লম্বা ভিডিও কেউ দেখতে চায়না । কিন্তু যারা কোয়েল খামার করার ইচ্ছে পুসান করছেন । তাদের বলছি পুরু ভিডিও টা দেখা উচিত । আর খামারি ভাইকে বলছি । আমি আপনার সাথে কথা বলতে চাই । যদি সম্ভব হয় । রিপলাই দিয়েনা ।কথা গুলি ভালো লাগছে
কোয়েল নিয়ে আরোও জানতে এই পোস্টটি পড়তে পারেন agronews24.com/কোয়েল-পাখির-খামার/
Dada ami kolkata thaki kub valo video
Bro very good presentation and information really impressed
Watching from UAE
অসাধারণ অসাধারণ ভিডিও
apnr sb video golai dekhi....ami Saudi Arab thaki amio akta krte cai
কোয়েল নিয়ে আরোও জানতে এই পোস্টটি পড়তে পারেন agronews24.com/কোয়েল-পাখির-খামার/
ভাই আপনার কথা গুলো খুব ভালো লাগছে কিন্তু আপনার মোবাইল নম্বর টা তো দিলে ভালো হতো
ধন্য বাদ আপনাকেও
ভাই খুব ভালো লাগলো ভাই যুগাযুগের মাধ্যম
টা দিলে খুব উপকৃত হব
খুব ভালো কথা বলেছেন দাদা
India
Riyad vaiya apnk onk onk tnx erokom video korar jonno...onk kiso shikhte parlam...shamne theke aro chai
my pleasure
১০০ ভিডিও দেখার চেয়ে একটা দেখাই ভালো
ভাই আমি দেশের বাইরে থাকি অনেক দিন ধরে এখন ভাবছি দেশে ফিরে একটা কুয়েল পাখির খামার করবো ভাবছি আপনার পরামর্শ চাই
Very nice fram
অনেক ভাল তথ্য
Alhamdulillah valo laglo
Thanks
অসাধারণ অপনার পরামর্শ
Khub valo laglo
রিয়াদ ভাই একটুও না টেনে পুরো টা সময় নিয়ে দেখলাম