পরিপাটি সংসার | Poripati Songsar | চমক, বহ্নি, বর্ণমালা, পরশমণি |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • “পরিপাটি সংসার”
    আমাদের পরিণয়ের পুরো নয় বছর পূর্ণ হলো আজ। বিয়েবার্ষিকীর এই দিনটা নিজেদের মতন করে গান বানিয়ে উদযাপন করলাম।
    কথা, সুর: চমক হাসান
    কণ্ঠ: চমক, বহ্নি, বর্ণমালা, পরশমণি
    ভিডিও নির্দেশনা: ফিরোজা বহ্নি
    নয় বছরে আমরা দুজন থেকে চারজন হয়েছি। দেড় মাস আগে আমাদের কোল আলো করে এসেছে বর্ণমালার ছোট্ট বোন পরশমণি। ওকে সাথে নিয়ে এটা আমাদের প্রথম গান! ভালোবাসা চাই সবার!

ความคิดเห็น • 2.2K

  • @ChamokHasanSongs
    @ChamokHasanSongs  3 ปีที่แล้ว +2955

    আন্তরিক ধন্যবাদ সবাইকে। আমাদের উল্টোপাল্টা ঘরবাড়ি নিয়ে করা মজার গান এত মানুষকে ছুঁয়ে যাবে। এটা ভাবতেও পারিনি। ভালো থাকবেন সবাই। দোয়া রাখবেন আমাদের 'পরিপাটি সং--সার'-এর জন্য। ভালোবাসা রইলো।

    • @aryansworld9339
      @aryansworld9339 3 ปีที่แล้ว +47

      আরিয়ান আপনার সেই ছোট্ট বেলা থেকেই আপনার ভক্ত।
      ওর আপনার ঘুরঘুরান্তি টা বেশি পছন্দ, কতবার যে দেখেছে।!!

    • @TariqulIslam-ch6yk
      @TariqulIslam-ch6yk 3 ปีที่แล้ว +23

      আরো গান চাই,মনে হচ্ছে আপনার এই প্রতিভা কে অবমূল্যায়ন করছেন।

    • @jannatulhasanjuthi
      @jannatulhasanjuthi 3 ปีที่แล้ว +25

      আসলে বেশিরভাগ ই এ গানটার সাথে নিজ পরিবারের অবস্থায় মিল পাচ্ছি আমরা,তাই মনে গেঁথেছে।
      অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার গানটা উপহার দেয়ার জন্য। 😊

    • @tanvirhayder7717
      @tanvirhayder7717 3 ปีที่แล้ว +9

      mone holo akta sundor movie dekhlam...oshadharon

    • @shanjidaakter9697
      @shanjidaakter9697 3 ปีที่แล้ว +14

      আমার মেয়ে দিনে একবার হলেও গানটা শুনে আর সাথে সাথে গুন গুন করে। আল্লাহ আপনাদের সুস্থ আর সুখী রাখুন সব সময়।

  • @tinkubanerjee5348
    @tinkubanerjee5348 3 ปีที่แล้ว +406

    "এলোমেলো আমরা সবাই, তারই মাঝে স্বর্গ সাজাই" , ভীষণ দামী একটা কথা❤️

  • @arundhatiproma5492
    @arundhatiproma5492 3 ปีที่แล้ว +535

    কি অসম্ভব সুন্দর কথাগুলো....কি ভীষণ মিষ্টি এই পোড়াবাটি পরিপাটি সংসার টা🥰
    ঈশ্বরের কাছে প্রার্থনা রইলো, তিনি যেন দুহাত ভরে আশীর্বাদ করেন এই সুন্দরতম পরিবারটিকে❤️
    গণিতের মতো সুন্দর হোক আপনাদের জীবন।সিদ্ধ হোক জীবনের প্রতিটি সমীকরণ❤️

    • @sabitamalllick5144
      @sabitamalllick5144 3 ปีที่แล้ว +14

      চমৎকার প্রতিক্রিয়া। চমক হাসান আমার জুনিয়র, আমার ছেলের সিনিয়র। তাকে ভালোবেসেই আমাদের আনন্দ।

    • @nazmultaz3010
      @nazmultaz3010 3 ปีที่แล้ว

      @@sabitamalllick5144 th-cam.com/video/b94Wl9ttcaE/w-d-xo.html

    • @ShahImon
      @ShahImon 3 ปีที่แล้ว +1

      @@sabitamalllick5144 vcg

    • @sanjaypal6499
      @sanjaypal6499 3 ปีที่แล้ว +1

      অসাধারণ কমেন্ট

    • @parvinakther2555
      @parvinakther2555 2 ปีที่แล้ว

      @@ShahImon lkkppkl nj

  • @tapasbiswas9215
    @tapasbiswas9215 2 ปีที่แล้ว +8

    কতবার যে শুনলাম, দেখলাম। সহজ সুন্দর কথা, মন ভালো করে দেয়। প্রতিভা আর সৌন্দর্যের মিশেলে জমজমাট এক পরিবার।

  • @arnabbhattacharya7876
    @arnabbhattacharya7876 3 ปีที่แล้ว +141

    আমার মাতৃ ভাষায় লেখা এত সহজ অথচ এতো নির্মল কাব্যি আমায় যেমন আনন্দ দেয় তেমন ঈর্ষান্বিত করে তোলে... মনে হয় কই এদেশে তো এতো সহজ সুন্দর গান কেউ বাঁধেনা এখন!!!!!

    • @shamsulhoque9878
      @shamsulhoque9878 2 ปีที่แล้ว

      Bbjtszk

    • @princessmumma8386
      @princessmumma8386 2 ปีที่แล้ว +4

      বাংলাদেশে ফসিলস নেই তো তাই

  • @Familyandfriends-KeyaChowdhury
    @Familyandfriends-KeyaChowdhury 3 ปีที่แล้ว +541

    কমবেশি সবার বাসা ই এরকম পরিপাটি সংসার 👨‍👩‍👧
    সুন্দর একটা গান 💖

    • @suptibasu1128
      @suptibasu1128 3 ปีที่แล้ว +7

      দারুন লাগলো। এরকম পরিপাটি সংসার আমাদেরো

    • @lkrahman9071
      @lkrahman9071 3 ปีที่แล้ว +3

      @@suptibasu1128 dg hd

    • @shahedrony57
      @shahedrony57 2 ปีที่แล้ว +1

      Lou kip

    • @kakalibarua97
      @kakalibarua97 2 ปีที่แล้ว +2

      ঠিক কথা

    • @arham5720
      @arham5720 2 ปีที่แล้ว

      @@lkrahman9071 ্্্👺 🧨💀🧨🍩🚓😄

  • @MuzahidKhanRafi
    @MuzahidKhanRafi 3 ปีที่แล้ว +305

    "কারণ ভাবছে ওরা আছে কোনো জঙ্গলের কাছে"
    "আজ সতেরোটা কম"
    অসাধারণ লাইন😍😍

    • @mdyamin3979
      @mdyamin3979 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @nazmultaz3010
      @nazmultaz3010 3 ปีที่แล้ว +2

      @@mdyamin3979 th-cam.com/video/b94Wl9ttcaE/w-d-xo.html

    • @shafinaztoru7531
      @shafinaztoru7531 3 ปีที่แล้ว +5

      এলোমেলো আমরা সবাই , এরই মাঝে আমরা সংসার সাজাই । সুন্দর কথাগুলো 💕

    • @NusratJAHAN1981
      @NusratJAHAN1981 3 ปีที่แล้ว

      You have the cutest family

    • @manishadas4105
      @manishadas4105 3 ปีที่แล้ว +1

      💞💞💞💞💞💞💞

  • @afnanayon892
    @afnanayon892 3 ปีที่แล้ว +16

    এমন পরিপাটি সংসার যেন সবারই হয়।যা অনাবিল আনন্দ আর ভালোবাসায় ভরা।যত্নে থাকুক তোমাদের এলোমেলো পরিপাটি সংসার।

  • @scorpioking2295
    @scorpioking2295 2 ปีที่แล้ว +39

    যাদের পরিবারে বাচ্চা আছে তাদের সকলেই এমনি পরিপাটি সংসার আছে। হৃদয় খোলা শুভকামনা রইলো আপনাদের জন্য।

  • @sutapasen2530
    @sutapasen2530 3 ปีที่แล้ว +3

    কি দারুণ আর মৌলিক চিন্তাধারা। খুবই ভালো লাগলো। আমার কাছে এটা একটা চমক।কি সুন্দর লিরিকস।

  • @NurunNaharLilian
    @NurunNaharLilian 3 ปีที่แล้ว +16

    কম বেশি দেশে বিদেশে যারা বিজি থাকে পড়াশোনা বা কাজ নিয়ে তাদের এতো পরিপাটি হওয়া সম্ভব না। তারপরও একটা জীবন চলে যায়। সংসার মানেই এলোমেলো আর গোছালো জীবনের গল্প। খুবই সুন্দর গানের কথা গুলো। পুরো পরিবারটাই একটা গান। অনেক শুভ কামনা ও ভালোবাসা রইল।

  • @KrishiBioscope
    @KrishiBioscope 3 ปีที่แล้ว +61

    কি দারুণ..................অধিকাংশ বাসাতে এমনি হয় বোধহয় ...
    শুভ বিবাহ বার্ষিকী

  • @parthanandy7714
    @parthanandy7714 ปีที่แล้ว +4

    অপূর্ব পরিপাটি হৃদয়ের মানুষ এমন আনন্দময় জীবনযাপনের শিক্ষা সত্যি বেঁচে থাকাকে স্বার্থক করে তোলে

  • @jayasarkar4950
    @jayasarkar4950 3 ปีที่แล้ว +34

    গান টা ভীষণ মন ছুঁয়ে গেলো... মনে হলো এটা যেনো আমার সংসারের গান...আমার ও দুই কন্যা.. বড় টি 7 বছর..ছোট টি 5 মাস..দুটি কে নিয়েই এই গানের মতোই দিন কাটছে...খুব ভালো থাকবেন আপনারা...অনেক অনেক শুভেচ্ছা আপনাদের...💐

    • @mdsahadat3404
      @mdsahadat3404 3 ปีที่แล้ว

      Very nice

    • @tapankumarbanik4909
      @tapankumarbanik4909 2 ปีที่แล้ว

      ভীষন ভাল লাগল তাই বারবার শুনতে থাকি

  • @ahnafmohtasim1999
    @ahnafmohtasim1999 2 ปีที่แล้ว +143

    আমরা খুবই গর্বিত যে যুক্তরাষ্ট্রের মতো দেশে থেকেও নিজের সন্তানকে আপনি এবং আপনার স্ত্রী বাংলা ভাষাই মুখ্য ভাষা হিসেবে শিখেয়েছেন। আমরা বাইরে থাকেন এমন অনেক গুণী ব্যাক্তির চরিত্রেই এই গুণটি দেখি না

    • @joujiaakter8824
      @joujiaakter8824 ปีที่แล้ว +4

      য🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉😂🎉🎉🎉

    • @sumaiyaakter5276
      @sumaiyaakter5276 ปีที่แล้ว

      ​@@joujiaakter8824অং

  • @MrsHomemakerBD
    @MrsHomemakerBD 3 ปีที่แล้ว +33

    অসাধারণ পরিপাটি সংসার আপু+ভাইয়া।।ছোট্ট মনির নাম পরশমণি 🥰 মাশাল্লাহ 💞💞

  • @rahmatantasnim2168
    @rahmatantasnim2168 3 ปีที่แล้ว +269

    আপনার পরিবার বর্তমান সময়ের একটি আদর্শ পরিবার ভাইযা এবং আপু। আল্লাহ আপনাদের এমনই হাসি খুুশি দিন সবসময় রাখুন। ❤❤

    • @sm1233-e4u
      @sm1233-e4u ปีที่แล้ว +1

      😊😊

    • @happysblog9295
      @happysblog9295 11 หลายเดือนก่อน

      🥔🥔😅😊😊​@@sm1233-e4u

  • @rounokalam6461
    @rounokalam6461 3 ปีที่แล้ว +112

    আজ আমার পছন্দের
    দুই জুটির বিবাহ বার্ষিকী❤❤
    ১.আমার বাবা-মা❤❤
    ২.চমক ভাই ও বহ্নি আপু❤❤
    অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল দুজনের জন্য 🌺🌺

  • @prasenjittanchangya5917
    @prasenjittanchangya5917 2 ปีที่แล้ว +25

    আপনাদের পরিপাটি সংসারের মাঝে ডুব দিয়ে কখন যে নিজেই বেখেয়ালিপনা হয়ে গেছি তা টেরই পেলাম না। সত্যি অভাবনীয় আর সাবলীল । ছোট্ট সোনামণিদের জন্যে আমার অফুরন্ত উদ্বেল ভালোবাসা 🥰🥰🥰

    • @nasmujib
      @nasmujib ปีที่แล้ว

      😅😅

  • @BeautifulIndia1
    @BeautifulIndia1 2 ปีที่แล้ว +2

    Besh bhalo legeche

  • @মিলনকুমাররায়নওদা

    সবচেয়ে সুখী পরিবার। সত্যিই আপনার পরিবারের সদস্যরা আপনাকে পেয়ে সুখি।

  • @priankaroy5728
    @priankaroy5728 3 ปีที่แล้ว +4

    আমার ১৮ মাসের ছেলে আপনার এই গান শুনে হাত তালি দেয় খুশিতে। তার ও পছন্দ এই গানটা। 🙂🙂 ধন্যবাদ আপনার পরিপাটি সংসারকে।

  • @supriyachoudhury6673
    @supriyachoudhury6673 3 ปีที่แล้ว +70

    চমৎকার!! ❤️❤️❤️❤️
    এভাবেই আজীবন সুরে সুরে ভরে থাকুক এই পরিপাটি সংসার। ❤️❤️

  • @shereenshirin5081
    @shereenshirin5081 ปีที่แล้ว +1

    মনে পড়লেই দেখি।কত সাবলীল!!একটুও মেকআপ নাই, সবটাই ঘরোয়া সাধারণ কিন্তু তবুও অসাধারণ 🥰🥰🥰 কারোর নজর যেন না লাগে এ সংসারে।আল্লাহ ভালো রাখুক।

  • @bijoydas2821
    @bijoydas2821 3 ปีที่แล้ว +7

    হয়তো গানের কথাগুলো খুবই সাধারন, কিন্তু কোনো সন্দেহ নেই সেই কথাই যখন সুরের মাধ্যমে আমাদের কানে আসছে, তা সরাসরি হৃদয়কে স্পর্শ করছে। গড় পরতা গানের থেকে একটু আলাদা এবং কথাগুলো একেবারে আমাদের নিজেদের মনের কথা বলেই বোধহয় মনকে এমনভাবে নাড়া দিয়ে যাচ্ছে। বারবার শুনতে মন চায় ৷ এই পরিপাটি সংসার এমনই পরিপূর্ণ হয়ে থাকুক সুরের মুর্ছনায় ৷ ভালো থাকবেন সবাই।

  • @akterulalamtinu
    @akterulalamtinu 3 ปีที่แล้ว +12

    মাগো-
    এলোমেলো আমরা সবাই
    এরই মাঝে স্বর্গ সাজাই
    অসাধারণ ভাই
    আমৃত্যু অটুট থাকুক এই বন্ধন।

  • @ahelikarmakar1639
    @ahelikarmakar1639 3 ปีที่แล้ว +13

    আপনাদের এই গান আমার ৮ বছরের মেয়ে এত ভালো লেগেছে যে ও খেতে বসে ঘুমোতে যাবার সময়.. ভুল বলছি ওর কেনো আমারও এতটাই প্রিয় যে সারাদিন এ অন্তত 10 টাইমস আমরা এই গানটা শুনিইইইই।

  • @sadiadisha1670
    @sadiadisha1670 3 ปีที่แล้ว +64

    বিনীতা বর্ণমালা ❤ প্রমীতা পরশমনি!
    নাম দুইটা খুবই সুন্দর আর ইউনিক ❣

  • @Simplelifestylewithshakila
    @Simplelifestylewithshakila 3 ปีที่แล้ว +1

    Onk sundor....❤️❤️❤️❤️akdom tik amader moto...amaro tik 2 pori..ace akdom choto choto....onk alomelo....amar family o.....😇😇😇😇😇

  • @sayansil8111
    @sayansil8111 2 ปีที่แล้ว

    খুব সাধারন কথা গুলো, এতো অসাধারন ভাবে উপস্থাপিত হয়েছে যে মন ছুয়ে গেছে। চমক, বহ্নি, বর্নমালা ও পরশমণি সবার থেকেই, এরকম, খুব সাধারন কথায় ও মন ছুয়ে যাওয়া মিস্টি সুরে মনে থাকার মতো গানের অপেক্ষায় রইলাম।

  • @shailapervin2335
    @shailapervin2335 3 ปีที่แล้ว +5

    অনেকদিন পর বহ্নির সংসার ও গান শোনলাম,দেখলাম।নুতন আরেক রাজকন্যা এলো।অনেক ভালো লাগলো। সবাই ভাল থেকো।

  • @shyamolidas7080
    @shyamolidas7080 3 ปีที่แล้ว +9

    এত্ত সুন্দর ♥
    এমন সংসার দেখলে সংসার করতে মন চাওয়াটা দোষের কিছু নয়। 😒

  • @mushratmoinshorna9201
    @mushratmoinshorna9201 3 ปีที่แล้ว +10

    বর্ণমালা পুরাই একটা ভালোবাসা, কুটু একটা বাচ্চা, মাশাল্লাহ ❤️❤️

  • @tanzilajannatlifestyle9156
    @tanzilajannatlifestyle9156 7 วันที่ผ่านมา

    সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ মায়াশা আল্লাহ, খুব খুবই ভালো লাগলো এই গানের সাথে অভিনয় টি❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🌹🌹🌹🌹🌹🌹

  • @AnowerHossainBD
    @AnowerHossainBD 3 ปีที่แล้ว +2

    বাস্তব ও সুন্দর সুন্দর কথা দিয়ে কি মজার গান। আল্লাহ আপনার পরিবারের সবাই ভালো রাখুন।

  • @mehedihasan-nq2im
    @mehedihasan-nq2im 3 ปีที่แล้ว +9

    সত্যি আপনাদের দেখে আমি একপ্রকার শক্তি পাই! যে শক্তি আমাদের নতুন ভাবে বাঁচার অনুপ্রেরণা জাগায়। আমি যখন একটু কষ্টে থাকি বা আনমনা হয়ে হয়ে থাকি তখন আপনাদের ভিডিও গুলা দেখি ! এবং আমার শত কষ্ট কোথায় যেন পালিয়ে যায়!
    ধন্যবাদ আপনাদের!

  • @Abdulkarim-bf2jt
    @Abdulkarim-bf2jt 3 ปีที่แล้ว +12

    বাহ্ কত সুন্দর গানের সৃজন করলেন !
    অনেক ভালো লাগল ,,, পোড়াবাটি সংসার,,,পরিপাটি

  • @mampidas8403
    @mampidas8403 3 ปีที่แล้ว +9

    মন ছুঁয়ে গেল। আপনার গানের কথায় কবি সুকুমার রায়ের কথা মনে পড়ে যায়। সুরও অসাধারণ। আপনাদের সংসার এমনই সুন্দর থাকুক।
    🥰🙏from India

  • @mschaity3172
    @mschaity3172 2 ปีที่แล้ว +2

    বর্ণমালা খুব মেধাবি ঠিক বাবার মার মতোই। আমার পছন্দের বর্ণমালা।
    অনেক ভালোবাসা।

  • @Soul_sparks-143
    @Soul_sparks-143 5 หลายเดือนก่อน +1

    Chomok হাসান,, নামের মতোই তিনি সবাইকে হাসান 😂😂,, মাশাআল্লাহ 🎉

  • @saeedabdullahmillat1376
    @saeedabdullahmillat1376 3 ปีที่แล้ว +51

    পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া এবং ভালোবাসা থাকলে পোড়াবাটি সংসারও পরিপাটি হয়ে যায়।..

  • @shaktidas4775
    @shaktidas4775 3 ปีที่แล้ว +6

    এ বছর আমাদের ও নয় বছর হলো, আমরা ও দুজন থেকে চারজন হলাম, আমাদের ছোট বেবিটাও হলো ২০ অক্টোবর ২০২১ এ।
    দারুণ মিল💖🥰

  • @ikrii_IAN
    @ikrii_IAN 3 ปีที่แล้ว +4

    ‘বুয়েটে পড়বো না’ থেকে ‘পরিপাটি সংসার’ - এক কথায় দারুণ চমক ভাইয়া, সত্যিই দারুণ!!!😍😍😍

  • @sarbarisarkar2418
    @sarbarisarkar2418 3 ปีที่แล้ว +2

    কি মিষ্টি এই video টা! এ তো সব সংসারের কাহিনী 😀

  • @tomakhondokarkhondokar2780
    @tomakhondokarkhondokar2780 ปีที่แล้ว +1

    Jokhoni suni choker pani dhore rakhte pari na..ami gorbito ami Bangladeshi❤❤

  • @sumanmondal3799
    @sumanmondal3799 3 ปีที่แล้ว +29

    ""আরে ওকথার কিবা দরকার""🤣🤣
    গানটা তিনবার করে শুনলাম। খুব ভালো লাগলো।❤❤❤
    চমক স্যার সবসময়ই আমাদের চমকে দেয়।❤❤

  • @ushmijeba
    @ushmijeba ปีที่แล้ว +4

    বাবা মা বাচ্চা তিনজনেই লিজেন্ড😍

  • @nammiislam886
    @nammiislam886 3 ปีที่แล้ว +13

    কি মিষ্টি,কি আদুরে,কি সুন্দর আপনারা।চোখ জুড়িয়ে যায়।সবসময় ভালো থাকুন।সবাই আপনাদের মতো ভালো থাকুক❤️

  • @sumanaadhikary9893
    @sumanaadhikary9893 2 ปีที่แล้ว +1

    Darun laglo video ta 👍💞🎈🌞

  • @sanji8173
    @sanji8173 2 ปีที่แล้ว +2

    আমার বাংলা ভাষা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সুমধুর ভাষা।

  • @SANIYASVLOG29
    @SANIYASVLOG29 3 ปีที่แล้ว +4

    এতো বার শুনেছি। যত শুনি ততই ভাল লাগে। thanks Chamok hasan vaiya.

  • @aung0106
    @aung0106 3 ปีที่แล้ว +8

    ঘরবাড়ি সংসার নিয়ে এমন সুন্দর গান জীবনে কল্পনাও করিনি শুনব ! চমক ও তাঁর বউ এবং তাঁর ফুটফুটে দুই মেয়ের জন্য অনেক অনেক শুভ কামনা ও অফুরন্ত ভালবাসা ❤️❤️❤️❤️❤️❤️❤️ সবসময় এমন হাসি-খুশি সুন্দর থেকো ও ভাল থেকো এই আশির্বাদ রইল নিরন্তর !

  • @indranarayanchakraborty1021
    @indranarayanchakraborty1021 3 ปีที่แล้ว +8

    কী যে ভালো লাগল দাদা, কি বলব। বহ্নিদি, বর্ণমালা আর পরশমণি কে অনেক অনেক ভালোবাসা।

  • @nownaisp9930
    @nownaisp9930 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লেগেছে, খুব ! একেবারেই সত্যি এবং বাস্তব চিত্র।

  • @nainaparveen324
    @nainaparveen324 3 ปีที่แล้ว +1

    খুবই ভালো লাগলো আপনাদের পরিপাটি সংসার... ভীষণ সুন্দর টিম... সবচেয়ে ভালো লেগেছে বেবি কে....কি সুন্দর সবার সাথে তাল মিলিয়ে গাইছে, অসাধারণ একটি ব্যাপার..... বেবি কে কাছে পেলে অনেক অনেক হামি দিয়ে দিতাম। 🤣😙😃😅🥰🤩

  • @-kothakolishaoni950
    @-kothakolishaoni950 3 ปีที่แล้ว +11

    কি মিষ্টি গান আর এই পরিবার।।।
    Love from Howrah 🇮🇳

  • @amitkumarsaha5469
    @amitkumarsaha5469 3 ปีที่แล้ว +15

    শুভ বিবাহ বার্ষিকী। এরকম ভাবেই পোড়াবাটি আর পরিপাটি করে কাটুক আপনাদের জীবন।

  • @MusicalChandrani
    @MusicalChandrani 3 ปีที่แล้ว +8

    আপনার প্রতিটি গানে আপনার পরিবারের প্রতি অসীম ভালোবাসা প্রকাশ পায়।এরকম ভাবেই হেসে খেলে জীবন কাটুক আপনাদের।

  • @LaboniSen-xy7cn
    @LaboniSen-xy7cn 3 ปีที่แล้ว +2

    কতবার যে শুনলাম.....
    শুভকামনা নিরন্তর..

  • @shinyashmi3009
    @shinyashmi3009 3 ปีที่แล้ว

    Ki j misti gaan ta...100 bar sunleo bore hobo naaa...khub sundor..

  • @faridhossain8525
    @faridhossain8525 3 ปีที่แล้ว +4

    গানের কথা ও সুরের ভিন্নতা গানটিকে অসম্ভব সুন্দর করে তুলেছে।

  • @sudeshnabhattacharya1285
    @sudeshnabhattacharya1285 3 ปีที่แล้ว +21

    মন ভরে গেল এত সুন্দর সুরেলা পরিপাটি সংসার দেখে। ঈশ্বরের সব আশীর্বাদ বর্ষিত তোমাদের উপর👍👍

  • @shellystinyworld7838
    @shellystinyworld7838 3 ปีที่แล้ว +6

    গানটা আমাদের সবার জিবন সংসারে বাচ্চা হবার পর ঘটে থাকে। গানের প্রতি লাইন খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল । আপনার কাছে আরো সুন্দর সুন্দর গান ভবিষ্যতে পাবো আশা রাখছি। বর্ণমালা + পড়শমনির জন্য ভালোবাসা রইলো 💖💖🇧🇩🇧🇩

  • @apasister
    @apasister 3 ปีที่แล้ว +1

    "শুধু কি আমরাই এমন,তোমরা".... অসাধারণ।

  • @FarhanaZamanLiza
    @FarhanaZamanLiza 2 ปีที่แล้ว

    খুবই মজার আর সুন্দর একটি গান। সত্যিই ভালো লাগলো।

  • @keyachatterjee6736
    @keyachatterjee6736 3 ปีที่แล้ว +5

    আপনার গান প্রথম শুনেছিলাম আমার ছেলের কাছে এই মায়াবী চাঁদের আলোয় খুব ভালো লেগেছিলো আর এটা শুনে মনে হলো আমার প্রথম জীবনের পোড়াবাটি সংসারের গল্পই শুনছি

  • @koushikbanerjee4783
    @koushikbanerjee4783 2 ปีที่แล้ว +16

    দাদা আপনার ট্যালেন্ট সত্যিই প্রশংসার যোগ্য, কত সুন্দর ভাবে আপনি লিরিকস লেখেন, কত সিম্পিল কিন্তু খুব সুন্দর ছন্দের, খুবই চিত্তাকর্ষক প্রেজেন্টেশন আপনার, আমার বিশ্বাস আপনার ট্যালেন্ট একদিন আপনাকে অনেক উঁচুতে পৌঁছে দেবে 👍👍👍👍👍

  • @indrojitbiswas1670
    @indrojitbiswas1670 3 ปีที่แล้ว +11

    অন্তরের গভীর ভালোবাসা রইল পরিপাটি সংসারের জন্য। এবং অবশ্যই শুভ বিয়ে বার্ষিকী।

  • @sharminnahar5546
    @sharminnahar5546 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর এইপরিপাটিস্্সার

  • @nitaichowdhury7834
    @nitaichowdhury7834 ปีที่แล้ว +2

    কোথায় স্বর্গ কোথায় নরক , কে বলে তা বহুদুর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানষই সুরা-সুর ।
    ।। শুভ চিন্তক ।।

  • @Zebon-h9d
    @Zebon-h9d 3 ปีที่แล้ว +5

    কতটা ভালোবাসা থাকলে এমন সংসার হয় ভাবা যায়?? অনেক ভালোবাসা রইল ভাই আপনাদের জন্য।

  • @santoshmondal8749
    @santoshmondal8749 3 ปีที่แล้ว +67

    বাংলা গানের নতুন অধ্যায় বাঙালি দের মধ্যে নিয়ে আসছে!! ❤🔥❤
    চমক হাসান স্যার🔥🔥 😊🙏

  • @syedaishratnajia685
    @syedaishratnajia685 3 ปีที่แล้ว +12

    আহা! কী দারুণ লাগলো! মনটা যেমন ভরে গেলো, চোখটাও তেমনি জুড়িয়ে গেলো! অভিনন্দন !! শুভকামনা নিরন্তর।

  • @voiceofbd5660
    @voiceofbd5660 3 ปีที่แล้ว +1

    এতো সুন্দর গান আজি শুনলাম..এই সংসার যেন আজীবন এমন মধুমাখা থাকে..!

  • @neelashabiswas8569
    @neelashabiswas8569 2 ปีที่แล้ว

    Khub osadharon at gaan ....tomader porabati poripati songsar ta ...♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰

  • @mhmahadi6608
    @mhmahadi6608 3 ปีที่แล้ว +2

    ছোট্ট একটা পরিবার নিয়ে পুরো গানটা অনেক ভালো লাগছে😍❤️

  • @linaafroz5555
    @linaafroz5555 3 ปีที่แล้ว +5

    গান টা অসম্ভব সুন্দর, খুব ভালো লেগেছে। এক্কেবারে বাস্তব ধর্মীয় গান

  • @shrabanidhara3495
    @shrabanidhara3495 2 ปีที่แล้ว +7

    ❤ *ভারত* থেকে অভিনন্দন জানাই। 💐💐
    *বাবা ও বেবি* সিনেমাতে আপনার গান শুনলাম। তার পরেই আপনাকে খুঁজে পেলাম। কি মিষ্টি যে লাগলো বলতে পারবোনা। ❤

  • @nandinisarkar5860
    @nandinisarkar5860 3 ปีที่แล้ว +2

    ঠিক বলেছো বর্নমালা আমাদের বাসাতেও কেউ এলে আমরা এরকম করেই গোছাতে শুরু করি😄😄 এতো সুন্দর কথা, সুর, বার বার শুনছি, আমার বাড়িটাকেই যেন দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ আপনাদেরকে এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য

  • @taniaakondo6521
    @taniaakondo6521 2 ปีที่แล้ว

    যতবারই গান টা শুনি ঠিক ততবারই গান টার ভালো লাগে এতো সুন্দর নিখুঁত ভাবে কেউ হয় তো গান টা কে তুুলে ধরতে পারতো না,অামারও দুই টা মেয়ে এই গানের মাঝে যেন আমার পরিবার টা কে দেখতে পাই, অসংখ্য ধন্যবাদ চমক ভাইয়া আর প্রাণপ্রিয় আপু,আর মিষ্টি সোনা দুই টা বাচ্চাকে অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল।

  • @altaifurrahman7520
    @altaifurrahman7520 3 ปีที่แล้ว +5

    অসম্ভব ভালো লাগলো গানের কথা গুলো!
    বর্ণমালা-পরশমণি এবং আপনাদের সু-সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি!

  • @labanyabarua4251
    @labanyabarua4251 3 ปีที่แล้ว +6

    কতবার যে গানটা শুনেছি 🥰🥰🥰এতোটা ভালো লাগে গানের কথাগুলো 🥰🥰🥰🥰অনেক অনেক শুভকামনা ❤️❤️❤️❤️

  • @sujanpaul6327
    @sujanpaul6327 2 ปีที่แล้ว +24

    মন ছুঁয়ে গেছে , আপনার পরিপাটি এই সংসারের প্রতি অনেক ভালোবাসা রইল ।
    আপনার গানগুলো অসাধারন , ভালো থাকবেন ... আর দুটো মা কে উম্মা...

  • @tanimachatterjee8887
    @tanimachatterjee8887 3 ปีที่แล้ว

    দারুণ দারুণ, কী যে ভাল লাগে এই গানগুলো, অনেক শুভেচ্ছা,ভালবাসা।

  • @jannatsvlogsinbd7763
    @jannatsvlogsinbd7763 3 ปีที่แล้ว +2

    যেন সবার পরিবারের কথা গুলোই তুলে ধরা হয়েছে ❣️

  • @shrijoeesmom6564
    @shrijoeesmom6564 3 ปีที่แล้ว +5

    আমার সংসার আপনাদের থেকেও ভীষন পরিপাটি না দেখলে বুঝতে পারবেন না দাদা। তারপরেও এটাই আমাদের সুখের সংসার ❣️

  • @zunayedjewel
    @zunayedjewel 3 ปีที่แล้ว +6

    আপনাদের দেখে বিয়ে করতে ইচ্ছে করছে। শুভ বিবাহ বার্ষিকী ❤️

  • @farjanahaquemeghla8166
    @farjanahaquemeghla8166 3 ปีที่แล้ว +8

    মিষ্টি একটা পরিবার ❤️

  • @ananyasharmin5711
    @ananyasharmin5711 2 ปีที่แล้ว

    আমার মেয়ে দেড় বছর বয়স থেকে গানটি দিনে অনেকবার শোনে। প্রতিদিন খাওয়ার সময় হলে বলে "পরি সমসা" দাও।
    এখন ওর বয়স ১ বছর ৯ মাস মাত্র।
    আমারও ঠিক এমনই পরিপাটি সংসার।সেদিন ৪/৫ দিন পর অনেক খোজাখুজি করে নেইল কাটার পেয়েছি।৩ টা নেইল কাটার আছে, তবু খুঁজে পাই না।
    প্রতিটি জিনিসই খুব গোছানো আমাদের।

  • @IIT_Shahid
    @IIT_Shahid 10 หลายเดือนก่อน +2

    এ রকম আরো সুন্দর সুন্দর গান চাই....... আমার মেয়ে সাবার ( ৩ বছর বয়স) এর পক্ষ থেকে কমেন্ট।

  • @aysharahman5201
    @aysharahman5201 3 ปีที่แล้ว +5

    পরিপাটি সংসার পোড়াবাটি সংসার😍😍
    এত সুন্দর এতততত মিস্টি গানটা!!😍😍
    বিবাহবার্ষিকীর শুভেচ্ছা💕💗

  • @aminunnaharmukti9820
    @aminunnaharmukti9820 3 ปีที่แล้ว +6

    মা শ আল্লাহ। কি সুন্দর সংসার ❤️❤️

  • @tojaya82
    @tojaya82 3 ปีที่แล้ว

    Darun darun... Khub enjoy korlam. Sotti amra sobai kom besi emni r amder sansar. ❤️❤️❤️

  • @malabikabasu2255
    @malabikabasu2255 2 ปีที่แล้ว

    Apurbo asadharan ....antorikota tai boro kotha ....tiptop thaka jay baireta ...mon ta I asol ....chaliye jao tomra ....r o boro hao ...misti modhur sonsar er jonno anek shuvechha r valobasa

  • @daliaguha6061
    @daliaguha6061 2 ปีที่แล้ว +15

    সাধারণের মধ্যে অসাধারণ একটি গান বেঁধেছেন ভাই, আপনার গলাটি ভারী সুরেলা, একটা নির্মল আনন্দ ও ভালোলাগার ছোঁয়া অন্তরটা শীতল হয়ে গেল। আরো অনেক গান শোনার প্রতীক্ষায় রইলাম। আপনাদের পরিপাটি সংসারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।😍😍😍😍😍🙏🙏🙏

  • @sworup.
    @sworup. 3 ปีที่แล้ว +7

    এ সংসার চিরজীবী হোক ❤️❤️

  • @sudiptabhattacharya1088
    @sudiptabhattacharya1088 3 ปีที่แล้ว +8

    আপনাদের অনেক অভিনন্দন জানাই পরিবারে নতুন সদস্য আসার জন্য। এভাবেই হাসিখুশি থাকুন আপনারা।💜

  • @MDOmar-jf2ro
    @MDOmar-jf2ro หลายเดือนก่อน

    বিনোদন কতটা মার্জিত আর ক্রিয়েটিভ হতে পারে তা আপনাদের থেকে সত্যি শিক্ষনীয়! দোয়া ও ভালোবাসা রইলো!

  • @jhumasen2420
    @jhumasen2420 3 ปีที่แล้ว

    এরি মাঝে স্বর্গ সাজাই........ superb 👌👌👏👏👏👏

  • @jonyhowlader160
    @jonyhowlader160 3 ปีที่แล้ว +5

    দাদা খুব ভালো লাগলো। ঈশ্বর আপনাদের এভাবেই সুখী রাখবে প্রার্থণা করি। শুভ বিবাহবার্ষিকী ❤️❤️❤️