ভুট্টার ফল আর্মিওয়ার্ম পোকা ধ্বংস হবে মাত্র ২৫০ টাকায় ১০০% গ্যারান্টি।
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024
- ভুট্টার ফল আর্মিওয়ার্ম পোকা ধ্বংস হবে মাত্র ২৫০ টাকায় ১০০% গ্যারান্টি।
#ভুট্টাচাষ #ভুট্টারপোকা #কৃষিসেবা৮৮৯৯#ভূট্টা ফসলের "ফল আর্মি ওয়ার্ম" (Fall Army Worm) পোকা দমনে করনীয় :
#ক্ষতির ধরন/আক্রমনের লক্ষণ:
এই পোকা ভূট্টা গাছের ৫-৬ পাতা অবস্থায় ডগার গোড়ার মধ্যে আক্রমণ করে কচি পাতা খায় এবং আক্রান্ত গাছেভেজা লাল বাদামী রঙের মল দেখা যায়। ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এরা মোচা পর্যায়ে আক্রমণ করলে ভূট্টার কচি মোচা ছিদ্র করে ভিতরে প্রবেশ করে দানা খেয়ে ফেলে। ফলে ফলন কমে যায়।
#এই পোকার কীড়ার জীবনচক্রে ৪র্থ থেকে ৬ষ্ঠ ধাপে এদের খাদ্যের চাহিদা অনেক বেড়ে যায়। এক রাতে পুরো ফসল বিনষ্ট করতে পারে।
#আক্রমণের আগে কৃষক ভাইদের করণীয়:
#ভুট্টার বীজ শোধন করা
যেমন: ফরটেনজা ৬০০ এফএস (সিনজেনটা) ২.৫-৩ মিলি + ৪-৫ মিলি পানি মিশিয়ে ১ কেজি বীজের সাথে ১-২ মিনিট একটি পলিব্যাগে ঝাকিয়ে নিতে হবে যাতে বীজের গায়ে প্রলেপ পড়ে। এরপরে ৩০ মিনিট ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং ঐ দিনই বীজ বপন করতে হবে।
ফরটেনজা দিয়ে এভাবে বীজ শোধন করলে চারা গজানোর পরে ২০-২২ দিন পর্যন্ত ফল আর্মিওয়ার্ম এবং কাটুই পোকার আক্রমণ হবে না।
#একই জমিতে বার বার ভুট্টা আবাদ না করা।
#ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে।
(বিঘাপ্রতি ৫ টি ফেরোমেন ফাঁদ ৫০ মিটার দুরে দুরে "ফল আর্মি লিউর" (ইস্পাহানি) "হে লিউর" (হেকেম বাংলাদেশ) স্থাপন করতে হবে)
#আক্রমণের পরে কৃষক ভাইদের করনীয়:
#ভুট্টার চারা গজানোর সাথে সাথে ভূট্টার ক্ষেত পরিদর্শন করা এবং পোকা আক্রমনের লক্ষণ দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
#আক্রান্ত ক্ষেতে সেচ দেয়ার সময় সম্ভব হলে প্লাবন সেচ দিতে হবে।
#সম্ভব হলে আক্রান্ত গাছ হতে ডিম বা সদ্য প্রস্ফুটিত দলবদ্ধ ক্রীড়া চিহ্নিত করে বের করে মেরে ফেলতে হবে।
#আক্রমণের মাত্রা শতকরা ২০ ভাগ হলে রাসায়নিক কীটনাশক স্প্রে করা। যেমন
#ফউলিজেন (ইস্পাহানি কোম্পানি) ৫ মিলি ১৫ লিটার পানিতে মিশিয়ে বিকেলে স্প্রে করতে হবে। #অথবা
#বায়ো-বিটিকে (ইস্পাহানি কোম্পানি) লিটারে ১.৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
এছাড়াও
#স্পিনোসেড গ্রুপের কীটনাশক যেমন:
#ট্রেসার ৪৫ এসসি (অটো ক্রপ কেয়ার)
#হারবা ৪৫ এসসি (ইনতেফা)
#শিশির ৪৫ এসসি (এমাগ্রিন কেয়ার)
#ব্লে-ডন ৪৫ এসসি (ব্লেসিং এগ্রোভেট)
#বেস ৪৫ এসসি (অরণ্য ক্রুপ কেয়ার)
যে কোন একটি কীটনাশক প্রতি পানিতে ০.৪ মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন। #অথবা
#সাকর্সেস ২.৫ এসসি (অটো ক্রপ কেয়ার) প্রতি লিটার পানিতে ১.৩ মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।
#লুফেনিউরন+এমামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক
#হিমাম ৫০ ডাব্লিউ ডিজি (ইনতেফা)
#ফুলটাইম ৫০ ডাব্লিউ ডিজি (এসিআই)
#লুফেন্ডার ৫০ ডাব্লিউ ডিজি (সিমবায়োসিস)
#ডেনিমফিট ৫০ ডাব্লিউ ডিজি (সিনজেনটা)
#এইমপাওয়ার ৫০ ডাব্লিউ ডিজি (এগ্রিকালচারার ইনপুট)
যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।
গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য ধন্যবাদ
ধন্যবাদ ভাই
p3355
সারি থেকে সারি দূরত্ব কতো টুকু এবং চারা থেকে চারার দূরত্ব কতটুকু
২২ -১০
বাজার আপডেট দিয়েন।
ইনশাআল্লাহ কাল দিবো
P3355৷৷ ৪১ শতাংশ জমিতে কতো কেজি বিজ লাগবে।
৩ কেজি +
P3355 প্রাইস কত
আপাতত ১০০০+
ক্যারেট ২.৫ ইসি,আর প্রোক্লেম ০৫ এসজি,কাজ কি হবে, ভুট্টার বয়স ২০ দিন,
কি পোকা
@mafiur8899 কাটুইপোকা,আর ডগা ছিদ্রকারী
@AlAminHossain-fw6x হবে