তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায় আমায় আলাপ হলো সেই গানেরই অন্তরাতে আকাশ যখন আষাঢ় মেঘের ছন্দে মাতে... কেয়া ফুলের পরাগ দিয়ে সোহাগ করে অলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে... তোমার আমার অনেক কথা সঞ্চারিতে শরৎ দোলে ফসল ভরা স্বর্ণালীতে তোমায় আমায় প্রণয় হলো গান ফুরোবার একটু আগে পৌষালি আজ ফুল ফাগুনের স্বপ্ন রাগে গান হলো শেষ তোমায় আমার মিলন রাঙা অলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে...
ছোটবেলায় এই গানগুলো মাইকে শুনতাম। তখন গানশোনার এত সহজ মাধ্যম ছিলোনা। মোবাইল ইউটিউব তো ছিল কল্পনাতীত। গান শোনার মাধ্যম বলতে রেডিও, টেলিভিশন আর ক্যাসেট প্লেয়ার। তাও সবার ঘরে ছিলনা এসব। তখন আমরা মাইকে শুনে শুনে গান মুখস্থ করতাম। তারপর হারমোনিয়াম নিয়ে সেটা গাইতাম। ❤❤
Tomar Aamar Pratham Dekha Song by Madhuri Chatterjee Lyrics তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে তোমায়-আমায় আলাপ হলো সেই গানেরই অন্তরাতে আকাশ যখন আষাঢ় মেঘের ছন্দে মাতে কেয়া বনের পরাগ নিয়ে সোহাগ করে অলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে তোমার-আমার অনেক কথার সঞ্চারিতে শরৎ দোলে ফসল ভরা স্বর্ণালীতে তোমায়-আমায় প্রণয় হলো গান ফুরোবার একটু আগে পৌষালী আর ফুল ফাগুনের স্বপ্ন রাগে গান হলো শেষ তোমার-আমার মিলন রাঙা হোলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে
অসাধারণ গান, অসাধারণ গায়কী!
আমরা ভাগ্যবান। এই গান অচেনা নয়। কৈশোর-যৌবনে এইসব গান শুনে বড় হয়েছি।
@@bharatpathik9036 সবার পরিচিত ও পছন্দের গান।
কি অপূর্ব গলা, অসাধারণ। গানের কথা ও সুন্দর
আহা সেই ছোটো বেলায় ফিরে গেলাম
বাহ্, পুরাতন গানের এতো পরিস্কার শব্দ পরিশোধন। শুনে খুব ভালো লাগলো।
Anekdin por shunlam ei gan. Ki sundar abeg die ganti geyechhilen Madhuri di.
জীবন ভর প্রিয় গান হয়েই থেকে যাবে গানটি। শিল্পীও ভীষণ প্রিয়।
সত্যিই তাই। ভাল থাকুন।
ঠিক কথা
Khub valo theko.❤❤❤❤❤
যেমন গানের কথা সেই রকম কণ্ঠ স্ব্ র
অপূর্ব ...সুন্দর। এ গান পুরোন হবার নয়।
গানের কথা যেমন, তেমনি দরদী কণ্ঠে সুরের মূর্ছনা, মনকে এক অনাবিল আনন্দে উদ্বেলিত করে, চির অক্ষয় এই সব গান
শুধু মৃদু সুরে গানটি শুনব,আর চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরে পড়বে।
প্রেম-সংগীতের এক আবেগ-প্রবণ
দরদি অসাধারন সুরেলা-বিচ্ছুরণ ।
কালজয়ী শ্রুতি-মধুর সংগীত ।
Incomparable! Heard from childhood and till date. One of my best singer
অপূর্ব। একমনে শোনার গান। খুব সুন্দর
Osadharon, remembering old days. At that time I was a school student.
আকাশবাণীর অনুরোধের আসরে এই গান অসংখ্যবার মন ভরে শুনেছি।
যত বার শুনি। তত বার মন টা ভরে যায়। এক অদ্ভুত আনন্দ পাই।
Jemon kathha, temon sur, aar Madhhuri di anoboddo.🙏
এই গান হৃদয় ছুঁয়ে যায়,🙏
Nostalgic...bigato diner katha mone pore jai... apurba Sangeet poribeshona... shilpi r proti binamra sroddha janai....🌹🌹🙏🙏
স্বর্ণ যুগের গান ❤ নস্টালজিক !!
❤💐🌷তুলনা নেই এই সব গানের
Darun ekta share onek Dhanyabad 🙏🙏
Khub sundor kore geyechen apni. Khub surela gala apnar.
@@gautamchaudhuri4777 মাধুরী চট্টোপাধ্যায় তো এই কণ্ঠের জাদুতেই আমাদের মোহিত রেখেছেন।
Uni ekjon legendary singer.....
Thank you so much for surokar are gitikar er naam dewar jonno. Ai gaan to maximum lok ra durokar are gitikar er naam charai upload kore diyechen.
ধন্যবাদ। গীতিকার, সুরকারের নাম না জানলে অসম্পূর্ণ মনে হয়।
@@ritwikbhattacharya1826 হ্যাঁ।
তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায় আমায় আলাপ হলো সেই গানেরই অন্তরাতে আকাশ যখন আষাঢ় মেঘের ছন্দে মাতে... কেয়া ফুলের পরাগ দিয়ে সোহাগ করে অলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে... তোমার আমার অনেক কথা সঞ্চারিতে শরৎ দোলে ফসল ভরা স্বর্ণালীতে তোমায় আমায় প্রণয় হলো গান ফুরোবার একটু আগে পৌষালি আজ ফুল ফাগুনের স্বপ্ন রাগে গান হলো শেষ তোমায় আমার মিলন রাঙা অলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে...
পুরোটা লেখার জন্য ধন্যবাদ। অসাধারণ এই গানের কথাগুলি।
Vule vora
Keya fuler / keya boner
Onek kotha/ onek kothar
Poushali aj / poushali ar
Milon ranga oli/ milon ranga holi.....
Vul kothay gaaner perfection aase na..
Very excellent Thank to Madhuri chattopadhyay
"0" sadharan ❤.
কেমন যেন বেঁচে উঠলাম মনে হল।
অসাধারণ গান। এই গানের গীতিকার কে? আমরা আজ যারা প্রৌড় তারা অত্যন্ত সৌভাগ্যবান এই সব শিল্পী দের গান শুনে বড় হয়েছি। প্রনাম দিদিকে।
গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়।
She was a very good singer, remembering our old days.
ছোটবেলায় এই গানগুলো মাইকে শুনতাম। তখন গানশোনার এত সহজ মাধ্যম ছিলোনা। মোবাইল ইউটিউব তো ছিল কল্পনাতীত। গান শোনার মাধ্যম বলতে রেডিও, টেলিভিশন আর ক্যাসেট প্লেয়ার। তাও সবার ঘরে ছিলনা এসব। তখন আমরা মাইকে শুনে শুনে গান মুখস্থ করতাম। তারপর হারমোনিয়াম নিয়ে সেটা গাইতাম। ❤❤
@@jeweldas7204 এসব সোনার গান।
💗ভালোবাসা অবিরাম💗
যেমন গীতিকার সুরকার ও শিল্পী
অপূর্ব🙏❤
Darun boleche ❤❤❤❤❤❤❤
খুব প্রিয় একটা গান
মন ভরে গেল।
অসাধারণ
What a beautiful song!
সর্ন্য যুগের গান ❤
সুন্দর
Oshadharon gaan sonalen apnar friend hoye gelam.invite to my family
Asadharan.
ছোট বেলার ফেভারিট গান...
এই " তোমার " কল্পনাই থেকে গেলো।
@@nirmalbose2286 আহা
Apurba
Very melodies song
🥀 দারুন শুনলাম আমি।🥀23.07.2024.
কোথায় গেল সেসব দিন
বারবার শুনলেমনভরেনা
Ki je apurbo. Purono dine gulir katha mone pore jay
Tomar Aamar Pratham Dekha
Song by Madhuri Chatterjee
Lyrics
তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে
বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে
তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে
তোমায়-আমায় আলাপ হলো সেই গানেরই অন্তরাতে
আকাশ যখন আষাঢ় মেঘের ছন্দে মাতে
কেয়া বনের পরাগ নিয়ে সোহাগ করে অলিতে
বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে
তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে
তোমার-আমার অনেক কথার সঞ্চারিতে
শরৎ দোলে ফসল ভরা স্বর্ণালীতে
তোমায়-আমায় প্রণয় হলো গান ফুরোবার একটু আগে
পৌষালী আর ফুল ফাগুনের স্বপ্ন রাগে
গান হলো শেষ তোমার-আমার মিলন রাঙা হোলিতে
বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে
তোমায়-আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে
অনেকের উপকার হবে গানের কথা লিখে দেওয়ায়। ধন্যবাদ।
Pranam Madhuri di Madam
❤❤ 🇧🇩
মন্ত্রমুগ্ধ
😊gitosri.sondhya mukherji binomro srodhya tumi sodhya tara hoe akase ujwol drubotara tumi chile acho thakbe
Sandhya Mukherjee non Madhuri Chatterjee.
Allaws happy couple.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
A gan amder sompod
❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
A gan ar hobe na.Shilpike pronam
Ki. Kantha. Kikatha kisur. ErMadhurychatterjee. Atulania oner kono kono. Gan. Sandhya didir. Gan. Manehae. Pranamsurokar. Kabi. O. Didike