তাহারে আমি ভালোবাসিয়াছি শতরূপে শতবার....কাশ্মীর সুন্দরী।প্রকৃতি মানুষকে উদার করে।ভুলিয়ে দেয় জাতপাত,উঁচু নিচ।প্রথম থেকে কয়েকটা ছবি খুব সুন্দর। বরফে ছোট ছোট মানুষ,পাহাড় মেঘের ছবি জলে।অসাধারণ।
আহারে জীবন_ আহা জীবন _ জলে ভাসা পদ্ম যেমন!! সত্যিই বরাবরের মত ভেসে চলছি তোমারি পথ ধরে, যে দিকে মন চায় এবং যতদুর দু চোখ যায়,,,,,,দাদা ভালবাসা নিও❤️❤️❤️বাংলাদেশ থেকে 💝💝💝
তোমার সঙ্গে অনেক কিছু হয়ে গেল আসার পথে। তাও তোমার মুখএর হাসি টা একই রয়ে যায় এইটাই তোমার ভিডিওর বেস্ট পার্ট.. সত্যি কাশ্মীর তো কাশ্মীরই এর কোনো তুলনা হয় না অপূর্ব... তোমার ভিডিও দেখলে মনে হয় নিজের চোখেই দেখেছি... অনেক ধন্যবাদ দাদা
সত্যিই ভিডিওটি অসাধারণ। কাশ্মীর উপত্যকা আমার দেশে অবস্থিত পৃথিবীর ভূস্বর্গ আমার দেশে আমি গর্বিত।অপুর্ব সুন্দর প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করলাম। ধন্যবাদ কৌশিক।
দাদাভাই আপনার ভিডিও যতই দেখি ততই মুগ্ধ হয় ❤️ আপনার ভিডিও দেখলে বোঝা যায় ইচ্ছা শক্তি মজবুত থাকলে কোনো কিছুই পরাজিত করতে পারে না তার একটা বিশেষ প্রমান দেখেছি গতবছর আপনার লাদাখ ভ্রমণের সোমোলিলি লেক পরিদর্শনের সময় আপনার যে পরিস্থিতি হয়েছিল তার পরেও আপনি হার মানেননি ! আপনার জন্য রইল শুভ কামনা অনেক অনেক ভালোবাসা এবং আমার পক্ষ থেকে আগাম ঈদের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন কে নিয়ে সুখে থাকুন ❤️❤️❤️❤️
ভিডিও টা দেখে মন ভরে গেল। 11সালে গিয়ে ছিলাম এই সময়,আবার ১১ বছর পরে কাশ্মীর ভিডিও দেখে সমস্ত সুন্দর স্মৃতি ফিরে পেলাম। এই ভিডিও টা দেখার জন্য অপেক্ষা করছিলাম, আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ🙏💕
Darun enjoy korlam... ki kore smy kete gelo.Garden ar choto chele ta k dekhe pol ar katha mone pore jachilo..khub sundor r ha tomar kobita besh upovoggo.
এবারে আপনার কাশ্মীর ভ্রমণ সত্যিই এক অন্যরকম সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। এত সবুজ আর বিভিন্ন রঙের ফুলের মেলা দেখে মন ভরে গেল। আমরা যারা শহরে থাকি তারা এই সবুজ কে খুবই মিস করি। খুব ভাল লাগলো।
Thumnail টার মতোই সম্পূর্ণ ভিডিওটাই কৌশিক দা এর সব ভিডিও এর মতোই বিশেষ ভাবে আকর্ষণীয়.. সাবলীল এবং সুন্দর.. বাংলা ভাষার সুন্দর বুনন তোমার ভিডিও এর এক উপরি পাওনা.. তোমাকে কুর্নিশ কৌশিক দা.. খুব ভালো লাগলো.. ❤️❤️❤️
This man has proved everyone that he can entertain anyone without using derogatory words love you work❤️❤️subah subah apka video dekhakar achha lagta hai😄😄
কাশ্মীর গিয়ে ছিলাম। তবে তুষার মরসুমে নয়। পূজার ছুটিতে। তোমার উদ্যমী কন্ঠস্বর শুনে খুব ভালো লাগলো। সাথে ছড়া আকর্ষণ বাড়ালো। অনেক অদেখা দেখা হলো।ভূস্বর্গ ভ্রমণ আবার হলো।
আহা বরফে মোড়া কাশ্মীর দেখে আমার মতো ভ্রমনপিপাসু পর্যটকের মনের ভিতরে এক আন্দোলন শুরু হয়ে গেছে । টিউলিপ বাগান অসাধারণ । আমি গিয়েছিলাম তখন আমি ক্লাস টুতে পড়ি । টিউলিপ বাগান পুরো ভরে থাকে । কী সুন্দর সুন্দর । তোমার ব্লগের এই সুন্দর সুন্দর কবিতা মনে হয় স্বরচিত । তাই তো ভাই , কিন্তু জাস্ট ফাটাফাটি । তোমার ব্লগের এই ভাষ্য আমার খুব প্রিয় । কাশ্মীর সত্যি ভূস্বর্গ । প্রতিটা স্থানের ইতিহাস কী সুন্দর করে বুঝিয়ে বলো । হরি পর্বত দারুন । বাইরের ভিউ দারুন । তোমাকে দেখে ভাই রোজ শিখি । অসাধারণ এডিটিং । পুচকু কী সুইট । ফটোগ্রাফি ফেন্টাবুলাশ । সত্যি কতো পাখির কলরব । ডাললেকের লেজার শো দারুন । আমি সব ব্লগ দেখছিলাম । মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা , টিউশন করতে গিয়ে কমেন্ট করতে পারছিনা । আজ মেয়ে স্কুল যায় নি । সবাই মিলে তোমার ব্লগগুলো দেখছি । আজ প্রাণ খুলে কমেন্ট করছি । হয়তো কমেন্ট বড়ো হয়ে গেছে ।সরি । তবে ভাই সবার কথা জানি না । আমার কাছে ইস্ট আর ওয়েস্ট আমার ভাই কৌশিক ইজ বেস্ট । দারুন সিরিজ দেখছি মনে হচ্ছে । অনেক বড়ো হও । আমার পুরো ফ্যামেলীতে ট্রাভেল ব্লগ শুধু তোমারিই চলে ।
Koushik Da vlog er modhye tmr kotha gulo just alada level er hoy.....khub sundor sajhiye guchiye kotha gulo bolo, Jdi 1st time keo vlog dekhe se barbar tmr vlog dkhbei ata amar biswas Darun Dadaaa... Love from Tripura, Agartala
দারুণ লাগল, কৌশিক। যদিও আমি কিছুদিন আগেই ঘুরে এসেছি, তবে সময় এবং শারীরিক সক্ষমতার অভাবে, হরি পর্বত, হযরতবাল মসজিদ, দেখা হয়নি। বাদামওয়াড়ি গার্ডেন ও দেখা হয়নি।
goto November a ghure elam Kashmir tokhon kintu eto vir chhilona , khub valo vabe ghurte peyechi . Tourist er vir mukto Shanto Mughal Garden er soundorjo oporup .
Koushik bhai darun laglo.....ami april 2022 e solo 7 days er kashmir trip korechi.....asadharon feeling sotti bhusargo.....ghurlam gulmarg,sonmarg, pahalgam, doodhpatri and local sight seeing at srinagar💓💞💕💗💖
অসাধারণ ভাবে কাশমীর ়আমাদের উপহার দিলেন যা কৌশিক আমাদের দিতে পারেন shankaracharya মনদির দেখার ইচছা ছিল যা আপনি আমাদের দিলেন,আৃপনাকে thanks জানাবো না ভগবানের কাছে কামনা করি আপনি যেন চিরকাল ়এই রকম ়ভিডিও ৃআমাদের উপহার দি়য়ে যান
তোমার তিরুপতি ব্লগ থেকে তথ্য নিয়ে তিরুপতি কাল দর্শন করে আসলাম। চেন্নাই মেট্রো জার্নি টু এয়ারপর্ট তোমার ভিডিও থেকে হেল্প পেয়েছি। বেনারস টাও তোমার ব্লগ দেখে করেছি। Thanks a lot 😊
কাশ্মীর হয়েছে দীঘা
পেলাম না খুঁজে খুঁজে মাছ ভাজা
facebook.com/twk1987 (আমার ফেসবুক পেজ এ আপডেট থাকবেন)
Tai to dekhchi, Kashmir r Dighar moddhe kono difference nei. Bas, mach vaja pawa gelei hoye jeto.
Tumi akbar naihati jn a aso
দারুন
ওইখানে কি ড্রোন উড়াবার পারমিশন নেই? টিউলিপ গার্ডেনে ড্রোন শট গুলি অপূর্ব হত। যাইহোক ভূস্বর্গ কাশ্মীর। এর তুলনা নেই।
@@shreyanchakraborty2917 নাহ্.. আমার ড্রোন Registration করা আছে Govt of India র Portal এ তবু অনুমতি পাইনি
Oshadharon tulip bagan r protita jaigai apnar bachon vongi te jaiga gylo ro sundor lage ... Porer opekhai roilam
3 din dhore wait korchilam video tar jonno...finally
Love from Bangladesh 🇧🇩
My favourite travel channel of whole india.
Apni Bangladesh er kon jella theke?
@@mahmudaakter9776 Natore...apni...?
@@fardinarannya8374 Companiganj! Chattogram!
@@mahmudaakter9776 oo...accha
Chittagong a shitakundo chini sudhu...oikhane beraite gechilam
তাহারে আমি ভালোবাসিয়াছি শতরূপে শতবার....কাশ্মীর সুন্দরী।প্রকৃতি মানুষকে উদার করে।ভুলিয়ে দেয় জাতপাত,উঁচু নিচ।প্রথম থেকে কয়েকটা ছবি খুব সুন্দর। বরফে ছোট ছোট মানুষ,পাহাড় মেঘের ছবি জলে।অসাধারণ।
আহারে জীবন_ আহা জীবন _ জলে ভাসা পদ্ম যেমন!! সত্যিই বরাবরের মত ভেসে চলছি তোমারি পথ ধরে, যে দিকে মন চায় এবং যতদুর দু চোখ যায়,,,,,,দাদা ভালবাসা নিও❤️❤️❤️বাংলাদেশ থেকে 💝💝💝
সম্পূর্ন গাইডলাইন কাশ্মীর ভ্লগ। এক অভিজ্ঞপূর্ণ ভিডিও। ভালো লাগলো
"সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি"। সত্যি বলতে ব্যাখা করার কোন ভাষা নেই। তুমি এই রকম থেকো। কাশ্মীর।
Free Kashmir Azadi
Go Back Army India
Asadharon laglo aajker parbo. Monta darun bhalo hoye galo. Porer porber opekkhai roilam.
Amazing video chokh juriye gelo... osadharon laglo video ❤❤
ভিডিও অনবদ্য, নতুন করে কিছু বলার নেই, অসম্ভব রকমের সুন্দর। তবে মামা আর্থের বিজ্ঞাপন কিন্তু নজরকাড়া
কৌশিক, সবচেয়ে দুর্দান্ত কিছু ফটোগ্রাফি দেখলাম। দারুন একটি ভিডিও।
1st সেমিস্টারের রেজাল্টের টেনশন থেকে বাঁচতে তোমার ভিডিওই ভরসা 🥺🥲
"বাঙালির ভ্রমণ একদিন পার করুক
সোনার মাইলস্টোন "-This line hits me differently ❤
❤❤❤❤
তোমার সঙ্গে অনেক কিছু হয়ে গেল আসার পথে। তাও তোমার মুখএর হাসি টা একই রয়ে যায় এইটাই তোমার ভিডিওর বেস্ট পার্ট.. সত্যি কাশ্মীর তো কাশ্মীরই এর কোনো তুলনা হয় না অপূর্ব... তোমার ভিডিও দেখলে মনে হয় নিজের চোখেই দেখেছি... অনেক ধন্যবাদ দাদা
ঠিক, কৌশিক এর মুখের হাসি টি খুব ভালো
সবসময় হাসি মুখ।
জীবনের প্রতি ওর একটা ঔদাস্য ভরা ঔদ্ধত্য আছে
পজিটিভ অ্যাটিটিউড।
সত্যি কৌশিক দা তোমার ব্লোগের প্রশংসা করার মত শব্দ আমার কাছে নেই।👌👌♥️♥️♥️♥️♥️
Durdanto laglo... tomar presentation kotha aar kobita .... oshadharon laglo. God bless u..
সত্যিই ভিডিওটি অসাধারণ। কাশ্মীর উপত্যকা আমার দেশে অবস্থিত পৃথিবীর ভূস্বর্গ আমার দেশে আমি গর্বিত।অপুর্ব সুন্দর প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করলাম। ধন্যবাদ কৌশিক।
All credit goes to INDIAN ARMY for this peaceful KASHMIR♥️♥️♥️
দাদাভাই আপনার ভিডিও যতই দেখি ততই মুগ্ধ হয় ❤️
আপনার ভিডিও দেখলে বোঝা যায় ইচ্ছা শক্তি মজবুত থাকলে কোনো কিছুই পরাজিত করতে পারে না
তার একটা বিশেষ প্রমান দেখেছি গতবছর আপনার লাদাখ ভ্রমণের সোমোলিলি লেক পরিদর্শনের সময় আপনার যে পরিস্থিতি হয়েছিল
তার পরেও আপনি হার মানেননি !
আপনার জন্য রইল শুভ কামনা অনেক অনেক ভালোবাসা
এবং আমার পক্ষ থেকে আগাম ঈদের শুভেচ্ছা
ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন কে নিয়ে সুখে থাকুন ❤️❤️❤️❤️
ভিডিও টা দেখে মন ভরে গেল। 11সালে গিয়ে ছিলাম এই সময়,আবার ১১ বছর পরে কাশ্মীর ভিডিও দেখে সমস্ত সুন্দর স্মৃতি ফিরে পেলাম। এই ভিডিও টা দেখার জন্য অপেক্ষা করছিলাম, আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ🙏💕
Just WOW! blog Osom, Fantastic, Wonderful blog
অসাধারণ সুন্দর হয়েছে মুগ্ধ আবার ও
Darun enjoy korlam... ki kore smy kete gelo.Garden ar choto chele ta k dekhe pol ar katha mone pore jachilo..khub sundor r ha tomar kobita besh upovoggo.
আমারও একই অনুভূতি হয়েছিল
Dada always waiting for your video.....khub iccha roilo Kashmir jaor
asadharon Tulip phooler somaroho, apurbo Nishat baganer rup o beguni nilche phoolguli, sundar kella, apurbo masjid , apurbo dal lake-e light and sound
এবারে আপনার কাশ্মীর ভ্রমণ সত্যিই এক অন্যরকম সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। এত সবুজ আর বিভিন্ন রঙের ফুলের মেলা দেখে মন ভরে গেল। আমরা যারা শহরে থাকি তারা এই সবুজ কে খুবই মিস করি। খুব ভাল লাগলো।
Khub valo laglo koushik…Tomar Kashmir Bhromon khub valo lagche
কাশ্মীর কে যতই দেখি ততই রোমঞ্চিত হয়। দারুন লাগলো ভিডিও টি,
Asadharon, Apurbo, bhishon valo hoyeche video ta Koushik da
তোমার এই ভিডিও দেখে মনটা ভরে গেল।তারসঙ্গে ভালো লাগলো ভাই তোমার ছন্দ মেলানো কথা। অপূর্ব টিউলিপ ফুলের বাগান,নিশাত বাগান, বাদাম বাগান। এইসব কিছুর প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। একসঙ্গে অনেকগুলো পাখির ডাক শুনে খুব ভালো লাগলো। তুমি সবকিছু এতো সুন্দর করে দেখালে ভাই যে কোনটা ছেড়ে কোন্ টা নিয়ে লিখবো ভেবে পারছি না। তবে কাশ্মীর সব সুন্দর। এইভাবে এগিয়ে যাও । ভালো থেকো ভাই।
Khub valo information diyechen thanks
Thumnail টার মতোই সম্পূর্ণ ভিডিওটাই কৌশিক দা এর সব ভিডিও এর মতোই বিশেষ ভাবে আকর্ষণীয়.. সাবলীল এবং সুন্দর.. বাংলা ভাষার সুন্দর বুনন তোমার ভিডিও এর এক উপরি পাওনা.. তোমাকে কুর্নিশ কৌশিক দা.. খুব ভালো লাগলো.. ❤️❤️❤️
আমি কাশ্মীরে গেছিলাম এই এপ্রিল মাসে সব থেকে ভালো লাগলো টিউলিপ বাগান আর পেহেলগাও
Nice
অপূর্ব সব দৃশ্য দেখছি
ফাটাফাটি হয়েছে দাদা
আহা !! খুব এনজয় করছি ❤️❤️ অপূর্ব সুন্দর কাশ্মীর যেখানে বারবার যেতে ইচ্ছে করে ।
কাশ্মীর নিয়ে যেন আমাদের স্বপ্নের শেষ হয় না,কত কল্পনা। কত ইচ্ছে।
কাশ্মীর এতো সুন্দর। মনে হচ্ছে কেন শিল্পীর রং তুলিতে আকা একটা পটভুমি। কি চমৎকার দৃশ্য। দেখলেই মন ভরে যায়।কাশ্মীর নিয়ে আপনার কবিতাটি ভালো লাগছে ❤️♥️♥️
This man has proved everyone that he can entertain anyone without using derogatory words love you work❤️❤️subah subah apka video dekhakar achha lagta hai😄😄
THANKS DEAR
নতুন আর কি বলবো।
তোমার চোখে 2006 এর স্মৃতি ফিরে পেলাম।অপূর্ব কাশ্মীর বারবার যাওয়া যায়।
Tomar video gulo sotti khub valo lage ....Onek onek valobasa roilo dada ❤️
ভাই কাশ্মীর নিয়ে কবিতা টা দারুন লাগলো। আমার ঘোরা কাশ্মীর আপেল এর সময়। এখন নতুন করে সাজিয়েছে আবার একবার যাবার ইচ্ছে আছে।
Asadharon Potography TarSathe Beautiful Scenario Mugdho Kara Paribes. 🙏🌹🌺💐👌😍
Sotti kaushik Babu khub sundor video o tar sathe apner kotha,khub valo laglo,amar Kashmir tour are kothe mona pora galo.
টিউলিপ গার্ডেন দেখে মন ভরে গেল.... পরবর্তী ভিডিওর অপেক্ষা করে থাকবো...... কাশ্মীর অপূর্ব👌👌👌👌
কাশ্মীর গিয়ে ছিলাম। তবে তুষার মরসুমে নয়। পূজার ছুটিতে।
তোমার উদ্যমী কন্ঠস্বর শুনে খুব ভালো লাগলো। সাথে ছড়া আকর্ষণ বাড়ালো। অনেক অদেখা দেখা হলো।ভূস্বর্গ ভ্রমণ আবার হলো।
ফুলের বাগান গুলি দেখে মনটা ভরে গেছে ,আর তোমার কি নিল রং খুব পছন্দের ,👌👌👌সুন্দর লাগল
অসাধারণ, আমি মুগ্ধ তোমার ভিডিও দেখে।এভাবেই খুশি থেকো।আর সবাই কে তোমার ভিডিও র মাধ্যমে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিও।
কাশ্মীর সত্যিই অপূর্ব, সেখানে দাদাকে খুব ভাল লাগল। বিশ্বের দ্বিতীয় স্বর্গ....
1st view ,1st comment
Darunnnn
শ্রীনগর ভ্রমণের ভালো গাইড লাইন তৈরি করে দিয়েছো। খুব ভালো লাগলো দাদা। তবে কাশ্মীর ভূস্বর্গের সৌন্দর্যকে সিকিমের সৌন্দর্য যথাযথ টেক্কা দেওয়ার মত।
দাদা তোমার ভিডিওর অপেক্ষায় থাকি সব সময়,,, বাংলাদেশ থেকে দেখছি।
আহা বরফে মোড়া কাশ্মীর দেখে আমার মতো ভ্রমনপিপাসু পর্যটকের মনের ভিতরে এক আন্দোলন শুরু হয়ে গেছে । টিউলিপ বাগান অসাধারণ । আমি গিয়েছিলাম তখন আমি ক্লাস টুতে পড়ি । টিউলিপ বাগান পুরো ভরে থাকে । কী সুন্দর সুন্দর । তোমার ব্লগের এই সুন্দর সুন্দর কবিতা মনে হয় স্বরচিত । তাই তো ভাই , কিন্তু জাস্ট ফাটাফাটি । তোমার ব্লগের এই ভাষ্য আমার খুব প্রিয় । কাশ্মীর সত্যি ভূস্বর্গ । প্রতিটা স্থানের ইতিহাস কী সুন্দর করে বুঝিয়ে বলো । হরি পর্বত দারুন । বাইরের ভিউ দারুন । তোমাকে দেখে ভাই রোজ শিখি । অসাধারণ এডিটিং । পুচকু কী সুইট । ফটোগ্রাফি ফেন্টাবুলাশ । সত্যি কতো পাখির কলরব । ডাললেকের লেজার শো দারুন । আমি সব ব্লগ দেখছিলাম । মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা , টিউশন করতে গিয়ে কমেন্ট করতে পারছিনা । আজ মেয়ে স্কুল যায় নি । সবাই মিলে তোমার ব্লগগুলো দেখছি । আজ প্রাণ খুলে কমেন্ট করছি । হয়তো কমেন্ট বড়ো হয়ে গেছে ।সরি । তবে ভাই সবার কথা জানি না । আমার কাছে ইস্ট আর ওয়েস্ট আমার ভাই কৌশিক ইজ বেস্ট । দারুন সিরিজ দেখছি মনে হচ্ছে । অনেক বড়ো হও । আমার পুরো ফ্যামেলীতে ট্রাভেল ব্লগ শুধু তোমারিই চলে ।
🙏🙏🙏
Darun dada. Ar thanks aivabe choto khato prottek ta information ar khoroch er hisab ta দেয়ার jonno. ❤️
osadharon tomar kobitar chondo gulooo besh bhalo
খুব সুন্দর কাশ্মীর ভিডিওটি।আমার খুব ভালো লাগল 👌👌👍👍
খুব সুন্দর দৃশ্য। এক কথায় অনবদ্য। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম। ❤
অবশেষে প্রতীক্ষার অবসান হল ! এই ভিডিওটার অপেক্ষায় সকাল থেকে বসে ছিলাম। ধন্যবাদ কৌশিকদা, কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলে, তা তোমার ক্যামেরার মাধ্যমে জানতে পারলাম। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম। ভালো থেকো দাদা ।
Tomar travel vlog sottie khub sundor 👍 sab vdo guloe dakhi,.... Darun bhaba explain koro.,... 👍
উফ্....... আমার কিছু বলার নেই...... কি বলব বুঝতে পারছিনা....... দারুন ❤️❤️❤️
Koushik Da vlog er modhye tmr kotha gulo just alada level er hoy.....khub sundor sajhiye guchiye kotha gulo bolo,
Jdi 1st time keo vlog dekhe se barbar tmr vlog dkhbei ata amar biswas
Darun Dadaaa...
Love from Tripura, Agartala
কবিতাটা ❤️❤️ সেরা ছিল bro 👍👍 beautiful/ nice vlog ❤️❤️
Excellent picturisation nd description, thank you for the same.
দারুন হয়ছে কৌশিক এক কথা তুমি মহান
দারুণ লাগল, কৌশিক। যদিও আমি কিছুদিন আগেই ঘুরে এসেছি, তবে সময় এবং শারীরিক সক্ষমতার অভাবে, হরি পর্বত, হযরতবাল মসজিদ, দেখা হয়নি। বাদামওয়াড়ি গার্ডেন ও দেখা হয়নি।
Osadharon video.. Kashmir jawar jnno mon chai bar bar
ছোট ও মধ্যবয়সে দু বার কাশ্মীর গেছি,আপনার ভিডিও দেখে আবারও অনুপ্রাণিত হচ্ছি
Neel jamata darun maniyeche tomai Koushik.
দারুণ জায়গায় দেখে মোন টা ভরে গেল যাওয়ার ইচ্ছে আছে জানিনা কবে তা পুরন হবে 💕❣💕❣
Khub valo laglo........tomar sob video khub valo laga.......
তুমি এতই সহজ সরল ভাষায় পরিবেশন কর এবং দেখা ও খুব ভালো লাগে।
Apner ghora guli khub sondor lage Best of luck
Darun laglo Kousik Babu. Sanga Apnar Katha...
goto November a ghure elam Kashmir tokhon kintu eto vir chhilona , khub valo vabe ghurte peyechi . Tourist er vir mukto Shanto Mughal Garden er soundorjo oporup .
Kashmir er prakitik sobha monomugdhokor.Darun presentation.Amar chokhe tumi bangalir shrestho youtuber.Khub bhalo theko Koushik sustho theko.Amra sobai tomar songhe achi..
super bro.......blue dress ta tomak just fatafati lage.....kintu akta cha er cup thaka dorkar 6ilo....very nice..... 👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️
Khub sundar laglo aaj ker vlog ta ....bhalo thakben dada.
Ato sundar katha gulo bolen... Mon ta bes khusi hoye jay 🥰
কবিতা টা সুন্দর হইছে
Ami dada 3rd April habbi Tulip 🌷 ful paychi , অসাধারণ ফুল পেয়েছি এবং টাটকা..
এক কথায় অনবদ্য। একবার যাবোই যাবো কাশ্মীর।
Koushik bhai darun laglo.....ami april 2022 e solo 7 days er kashmir trip korechi.....asadharon feeling sotti bhusargo.....ghurlam gulmarg,sonmarg, pahalgam, doodhpatri and local sight seeing at srinagar💓💞💕💗💖
এপ্রিলের ১৮--২০তারিখের মধ্যে টিউলিপ কি দেখা যাবে?
আজকের ভিডিও টা অসাধারন হয়েছে ধন্যবাদ দাদা
Very nice video good your work is beautiful niceee good video amazing
Khubi bhalo laglo.... R o anek egiye jao... Subho kamona roilo.... Karimpur theke dekhchhi...
তোমার volg গুলো ভালো লাগে দেখতে❤
খুব সুন্দর জায়গা টা ফুল গুলো দেখতে পেয়ে মনটা ভালো হয়ে গেলো ❤️
২০১৩ সালের এপ্রিল মাসে গেছিলাম কাশ্মীর। সব স্মৃতিগুলো আবার মনে পড়ছে। (বেলঘরিয়া নিমতা থেকে অভিক মজুমদার বলছি)।
Darun laglo vi koushik tomar kabita.Tomar satha Kashmir ta khub enjoy korlam ❤💐
খুব সুন্দর ❤️👍🏻 কবিতা টাও সুন্দর হয়েছে 👍🏻। প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ❤️❤️।
অবশেষে অপেক্ষার অবসান ☺️দারুন লাগলো দাদা 💖🥰
Dada you are grat .❤❤❤❤.আর আমাদের দেশ মহান যার তুলনা করা যায় না।🙏🙏🙏 .
Darun.. sharing....khub njoy krlm.....ei vromon..ghore bose bose ♥️♥️♥️🙏🙏
Beutiful location Koushik da.
খুব ভালো লাগে তোমার ভিডিও গুলো r তোমার বলার ধরণ টাও খুব সুন্দর ❤️
অসাধারণ ভাবে কাশমীর ়আমাদের উপহার দিলেন যা কৌশিক আমাদের দিতে পারেন shankaracharya মনদির দেখার ইচছা ছিল যা আপনি আমাদের দিলেন,আৃপনাকে thanks জানাবো না ভগবানের কাছে কামনা করি আপনি যেন চিরকাল ়এই রকম ়ভিডিও ৃআমাদের উপহার দি়য়ে যান
তোমার তিরুপতি ব্লগ থেকে তথ্য নিয়ে তিরুপতি কাল দর্শন করে আসলাম।
চেন্নাই মেট্রো জার্নি টু এয়ারপর্ট তোমার ভিডিও থেকে হেল্প পেয়েছি।
বেনারস টাও তোমার ব্লগ দেখে করেছি।
Thanks a lot 😊
এটাই আমার পুরষ্কার
@@TravelWithKoushik সত্যি বাংলা ট্রাভেল ব্লগ a তুমি সেরা বেস্ট❤️❤️
Starting e kashmir Jaber time specification khub helpful holo Kaushik vai, tomar sange achi.
এতো ফুল! buitifull! Wonderfull! all are meaningfull! ⚘🙂
আর তোমাদের সঙ্গে যে fullবাবুটি ঘুরছে, ওকে সামলে রেখ।
তোমার ছড়া গুলো খুব ভালো লাগলো 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
Darun view khub sundor😍😍😍😍😍😍👍👍👍👍👍👍
মার্চের শেষে ভূস্বর্গ যাত্রা করছি, ভাই। তার আগে আপনার ব্লগ দেখতে বসলাম। ভ্রমণসূচী তৈরি করলাম আপনার পরামর্শ মতো।
এক কথায় অসাধারণ ভাই কৌশিক ❤️❤️