৭ স্ত্রীকে নিয়ে রবিজুলের সুখের সংসার, দ্বিতীয় বিয়ে লিবিয়ায়! | 7 Wife | News | Desh TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @jihadbinjahir4708
    @jihadbinjahir4708 11 หลายเดือนก่อน +1661

    খুবই দুঃখের বিষয়, লোকটা একদিকে সাতটি বিয়ে করে আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছে আর সমাজের মানুষ সবাই তাকে বাহবা দিচ্ছে এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে! 😢😢

    • @mdkausar6353
      @mdkausar6353 11 หลายเดือนก่อน +66

      নবীজি কয়টা বিয়ে করেছেন??

    • @mrredmi432
      @mrredmi432 11 หลายเดือนก่อน +2

      ​@@bangladesh321-d7fহুম বুঝলাম তুমি বেশি বুঝ যেখানে আল্লাহ ৪ জন নিদ্রিষ্ট করেছেন

    • @tasfiya1ps
      @tasfiya1ps 11 หลายเดือนก่อน +141

      যারা টয়লেটে প্রবেশ করার দোয়া জানেনা,তাদের সাথে নবীর তুলোনা করে😢যে প্রশ্ন করে সেও জানেনা
      আমি নিশ্চিত😅😅

    • @mohammadrashedulhasan596
      @mohammadrashedulhasan596 11 หลายเดือนก่อน

      ​@@bangladesh321-d7f আপনার মতে ভাই ইসলাম চলে না । ইসলামের সকল বিধান আল্লাহ কর্তৃক নির্ধারিত। কুরআনে স্পষ্ট বলা আছে -
      Allah Subhanahu Wa Ta'ala said:
      وَاِ نْ خِفْتُمْ اَ لَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَا نْكِحُوْا مَا طَا بَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِ نْ خِفْتُمْ اَ لَّا تَعْدِلُوْا فَوَا حِدَةً اَوْ مَا مَلَـكَتْ اَيْمَا نُكُمْ ۗ ذٰلِكَ اَدْنٰۤى اَلَّا تَعُوْلُوْا 
      "যদি তোমরা আশঙ্কা কর যে, (নারী) ইয়াতীমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দমত দুই-দুই, তিন-তিন ও চার-চার জনকে বিবাহ কর, কিন্তু যদি তোমরা আশঙ্কা কর যে, তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে; এটাই হবে অবিচার না করার কাছাকাছি।"
      (QS. An-Nisa' 4: Verse 3)

    • @mohammadrashedulhasan596
      @mohammadrashedulhasan596 11 หลายเดือนก่อน

      ​@@mdkausar6353 আরেহ বাস। বিয়ের সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মনে পড়ে নাকি ভাই । কই মুখে‌ দাড়ি রাখার সময় তাঁর কথা মনে পড়ে না । দাড়ি তো হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় সুন্নাহ । আগে ওটার কথা চিন্তা করেন। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ গুলো সবই আল্লাহর পক্ষ হতে‌ হয়েছিল । তাই ওনার সাথে আমাদের তুলনা করলে হবে না । আর এরপর আল্লাহ কুরআনে স্পষ্ট ভাষায় পুরুষের জন্য সর্বোচ্চ চারটি বিবাহের অনুমতি দান‌ করেন। Allah Subhanahu Wa Ta'ala said:
      وَاِ نْ خِفْتُمْ اَ لَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَا نْكِحُوْا مَا طَا بَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِ نْ خِفْتُمْ اَ لَّا تَعْدِلُوْا فَوَا حِدَةً اَوْ مَا مَلَـكَتْ اَيْمَا نُكُمْ ۗ ذٰلِكَ اَدْنٰۤى اَلَّا تَعُوْلُوْا 
      "যদি তোমরা আশঙ্কা কর যে, (নারী) ইয়াতীমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দমত দুই-দুই, তিন-তিন ও চার-চার জনকে বিবাহ কর, কিন্তু যদি তোমরা আশঙ্কা কর যে, তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে; এটাই হবে অবিচার না করার কাছাকাছি।"
      (QS. An-Nisa' 4: Verse 3)

  • @shawkatulislambabor9827
    @shawkatulislambabor9827 11 หลายเดือนก่อน +141

    সাতটা এক সংঘে রাখতে শরিয়তের অনুমতি নেই জায়েজ নেই, সর্বউচ্চ ৪ স্ত্রী এক সাথে রাখতে অনুমোদন দেওয়া হয়েছে শরিয়তে তাই ৪ টা রেখে বাকি দের ছেড়ে দিয়ে আল্লাহর লানত অভিশাপ গজব শাস্তি থেকে বাঁচতে তওবা করুন।

    • @memndua-123
      @memndua-123 11 หลายเดือนก่อน

      Vai 4 টা স্ত্রীর বেশি রাখা জায়েজ নাই তবে হ্যাঁ উপতনি রাখা জায়েজ এবং তাদের ও স্ত্রীর সম মর্যাদা দিতে হবে

    • @MohammadIqbal-lk1mi
      @MohammadIqbal-lk1mi 11 หลายเดือนก่อน

      তিনজন বেশি দেখাইছে ভাই!

    • @yoursajeeb
      @yoursajeeb 11 หลายเดือนก่อน +3

      Allah ওনাকে 7 jon স্ত্রীর voron পোষণ দেওয়ার তৌফিক দিছে আপনাদের ki সমস্যা. তাদের to সমস্যা নেই

    • @memndua-123
      @memndua-123 11 หลายเดือนก่อน

      আমরা সাধারণত যেটাকে বিবাহ বলে থাকি ইসলামী পরিভাষায় সেটাকে নিকাহ (نكاح), বা তাযবীজ (تزويج) বলা হয়ে থাকে। যার আভিধানিক অর্থ হল: মিলন (union), জোড়া সৃষ্টি করা (pairing)। নিকাহের প্রধানতম ও প্রাইমারি উদ্দেশ্যই যৌনমিলন। যৌনতা মানুষের একটি মৌলিক চাহিদা। এটি পূরণও হতেই হবে, আবার একই সাথে একে নিয়ন্ত্রণও করতে হবে। এই চাহিদা পূরণ ও একইসাথে নিয়ন্ত্রণের বিধিবদ্ধতা হচ্ছে নিকাহ, যার উদ্দেশ্যই দুই লিঙ্গের union-কে বৈধ করা।
      নিকাহর প্রধান উদ্দেশ্য হচ্ছে যৌনসহবাস। কিন্তু ইসলামে দাস-চুক্তির উদ্দেশ্য সেটা নয়।
      দাসী হচ্ছে দুই প্রকারঃ সাধারণ পরিচারিকা ও সুররিয়্যাহ (উপপত্নী)। ইসলামে দাসীদের সাথেও যৌনসহবাস হালাল করা হয়েছে স্ত্রীদের মতো। সেক্ষেত্রে দাসী পরিচারিকা থেকে সুররিয়্যাহ হয়ে যাবে।[3]
      বিখ্যাত আলেম আবু-ওয়ালিদ আল-বাজি আল-মালিকী (মৃঃ ৪৭৪ হিজরি) লিখেছেন,
      لأن مقصود النكاح الوطء وليس مقصود الملك الوطء
      বিবাহের প্রাথমিক উদ্দেশ্যই যৌনসহবাস [হালাল করা], কিন্তু দাসীর অধিকার লাভের উদ্দেশ্য তা নয়।[4]
      ফুক্বাহায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন,
      কোনো লোক যদি তার ডান হাত যার মালিক হয়েছে (কুরআনে দাসী বোঝাতে এই উপমা দেওয়া হয়েছে) তার সাথে সহবাস করে, তাহলে তাদের মধ্যেকার অধিকার বিবাহ চুক্তির মতো হয়ে যাবে। মাহরাম, গায়রে মাহরাম ইত্যাদি বিধিও প্রযোজ্য হবে।[5]
      ‘বিবাহ’ এবং ‘মালিকানা লাভ’
      হাদিসে এসেছে,
      নবী মুহাম্মদ (সা) বলেছেনঃ বিবাহের আগে তালাক নাই এবং মালিকানা লাভের আগে দাসমুক্তি নাই।[6]
      অর্থাৎ, স্ত্রী হালাল হয় বিবাহ চুক্তির মাধ্যমে আর দক্ষিণহস্ত হালাল হয় মালিকানা লাভের চুক্তির মাধ্যমে। এটা হলো দুইটি চুক্তির পথের পার্থক্য। সমতুল্য কথা এখান থেকেও বোঝা যায়,
      রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ জোরপূর্বক আদায়কৃত তালাক ও দাসমুক্তি কার্যকর হবে না।[7]
      হালাল সহবাস এবং সাওয়াবের কাজ
      আমরা এবার অন্য আরেকটি হাদিস দেখতে পারিঃ
      …নেককাজের নির্দেশ দেয়া, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা সদাক্বাহ্। নিজের স্ত্রী অথবা দাসীর সাথে সহবাস করাও সদাক্বাহ্।…[8]
      এখানেও স্ত্রী ও দাসীর সাথে সহবাস দুটিই সদকা। দাসী উপপত্নী হয়ে গেলে স্ত্রীর মতোই সহবাস পাওয়ার অধিকার লাভ করে সেই সুররিয়্যাহ (উপপত্নী)।
      দায়িত্ব ও ভরণপোষণ
      দায়িত্বের ও ভরণপোষণের ক্ষেত্রেঃ
      স্ত্রীদাসীতোমরা যা খাবে তাদেরকেও (স্ত্রীদের) তা খাওয়াবে এবং তোমরা যা পরবে, তাদেরকেও তা পরিধান করাবে। তাদেরকে প্রহার করবে না এবং গালিগালাজ করবে না।[9]…তোমাদের দাস-দাসীর মধ্যে যারা তোমাদের খুশি করে তাদেরকে তোমরা যা খাও তা-ই খেতে দাও এবং তোমরা যা পরিধান করো তা-ই পরতে দাও।…[10]

    • @MohammadIqbal-lk1mi
      @MohammadIqbal-lk1mi 11 หลายเดือนก่อน

      @@yoursajeeb সকল স্ত্রীর অনুমতি লাগবে চারের অধিক স্ত্রী রাখতে গেলে যেটা উনার আছে!আরেকটা কথা উনার শারিরীক এবিলিটিউ আছে!সু নো প্রব্লেম

  • @MdSalauddin-bh3ot
    @MdSalauddin-bh3ot 11 หลายเดือนก่อน +829

    চার স্ত্রী এক সাথে রাখা যায়েজ,সাত স্ত্রী যায়েজ নাই,সে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে তাঁর বিচার হওয়া দরকার

    • @mddaloar1905
      @mddaloar1905 11 หลายเดือนก่อน +6

      Right👍

    • @padmaprintingpress6970
      @padmaprintingpress6970 11 หลายเดือนก่อน +9

      dur mea parly apni o 8 koryn

    • @md.rakibulislam147
      @md.rakibulislam147 11 หลายเดือนก่อน +16

      ওই মিয়া। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করছেন বলেন৷ 😊

    • @Qaspak313
      @Qaspak313 11 หลายเดือนก่อน

      ​@@md.rakibulislam147murkho oita rasul (sm) islamer sarthe korce ar tini 4 ta boido kore gecen er beshi kora haram

    • @Halalbusiness1
      @Halalbusiness1 11 หลายเดือนก่อน

      গীবত করা, সুদ খাওয়া, নামাজ না পড়া মা বাবার খেদমত না করা, পরনারী আসক্ত এগুলো কি? এর মধ্যে কেন খারাপ গুণটা আপনার নেই? বলেন যার জন্য আপনার বিচার হবে না? সে গুনাহ করেছে আমি মানি। কিন্তু নষ্ট সমাজে এখন ভালো মানুষ পাওয়া দায়।

  • @-abusaim7722
    @-abusaim7722 5 หลายเดือนก่อน +113

    একে আইনের আওতায় আনা উচিৎ।ইসলামি বিধান সংঘনের দায়ে শাস্তি হওয়া উচিৎ।

    • @hridoyahmed637
      @hridoyahmed637 5 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @Razuahomed20
      @Razuahomed20 5 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂

    • @krishnashaw5569
      @krishnashaw5569 5 หลายเดือนก่อน

      Bal hobe islam mane bhoger dhormo

    • @FactBrustBangla
      @FactBrustBangla 4 หลายเดือนก่อน

      আমার মনে হয় আপনার মাথায় সমস্যা আছে

    • @FactBrustBangla
      @FactBrustBangla 4 หลายเดือนก่อน +4

      কারণ উনি বিয়ে করেছে এটা উনার ব্যক্তিগত ব্যাপার 😊আপনার মাথা ঘামানোর কিছু নেই

  • @naimuddin6265
    @naimuddin6265 11 หลายเดือนก่อน +254

    ইসলাম ধর্মের মধ্যে একজন পুরুষের একসঙ্গে চার জনের অধিক স্ত্রী রাখা জায়েজ নাই। আল্লাহ তায়ালা আমাদের কে সঠিক বোঝ দান করুক।

    • @SujitBiswas-y2f
      @SujitBiswas-y2f 11 หลายเดือนก่อน +8

      নবী মোহাম্মদ তো ১৪ টা করছে। 😂😂😂

    • @BukuMa
      @BukuMa 11 หลายเดือนก่อน +4

      একের অধিক রাখাও জায়েজ নাই।

    • @parsonalclass5335
      @parsonalclass5335 11 หลายเดือนก่อน +9

      নবী মুহাম্মাদ (স:) এর সাথে কারো তুলনা চলে না।

    • @KhairulIslam-wr5du
      @KhairulIslam-wr5du 11 หลายเดือนก่อน

      ​@@SujitBiswas-y2f
      মুসলমান না নাস্তিক?
      এভাবে কোন মুসলমান তুচ্ছ করে কথা বলবে না!
      নবী সঃ এর বিয়ে করার পরে উম্মতের জন্য ৪ টার হুকুম এসেছে।

    • @MimAktar-x4z
      @MimAktar-x4z 11 หลายเดือนก่อน

      ধনের জোর বেশি তাই ৭ বিয়ে করছে😅😅

  • @MdSalauddin-bh3ot
    @MdSalauddin-bh3ot 11 หลายเดือนก่อน +175

    নাউযুবিললাহ সে মুসলিম কিনা যাচাই করা হোক বা সে মুসলিম হলে ইসলামের বিধান জানে কিনা,ঐ এলাকার আলেমদের অনুরোধ করছি আপনারা গিয়ে যাচাই করুন

    • @Bulbul_Islam_Rasel
      @Bulbul_Islam_Rasel 11 หลายเดือนก่อน

      আলেমদের বলা ছারা আর কি করার আছে

    • @ronnieq2023
      @ronnieq2023 11 หลายเดือนก่อน

      যাচাই বাছাই করার কিছু নাই...

    • @AhmadVlog19
      @AhmadVlog19 11 หลายเดือนก่อน +1

      আপনি নিজে মুসলিম তো? যদি মুসলিম হন তো কিভাবে মুসলমান হয়েছেন আমাকে একটু দয়া করে জানাবেন। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ,

    • @rahman-zu1gv01
      @rahman-zu1gv01 11 หลายเดือนก่อน +1

      4 টিা বিয়ে করা সুন্নত

    • @hossainmasud4593
      @hossainmasud4593 7 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন সহমত পোষণ করছি

  • @হারাবোবলেএসেছি
    @হারাবোবলেএসেছি 11 หลายเดือนก่อน +520

    প্রকৃত পুরুষ তো সে ব্যক্তি, যে কঠিন পরিস্থিতিতে ধৈর্য্য আর বীর্য ধরে রাখতে পারে...

    • @skpori-hh9zc
      @skpori-hh9zc 11 หลายเดือนก่อน +14

      😅😅😅

    • @ShuvoMollik-xu5pb
      @ShuvoMollik-xu5pb 11 หลายเดือนก่อน +12

      রাইট বস

    • @Rubel909
      @Rubel909 11 หลายเดือนก่อน +6

      Tik

    • @mesbaulhaque2572
      @mesbaulhaque2572 11 หลายเดือนก่อน +5

      😂

    • @mdpikulmia718
      @mdpikulmia718 11 หลายเดือนก่อน +13

      Apnar kothai sobai hasleo... Apnar kotha ta khubei gurutto purno kotha

  • @mdbayazid1902
    @mdbayazid1902 11 หลายเดือนก่อน +218

    ইসলামে একসাথে চারজনের বেশি স্ত্রী রাখা জায়েজ না।ইসলামের বিরুদ্ধে বাবা মাও যদি কোনো কথা বলে তবুও তাদের এ কথা মানা যাবে না।

    • @AhmadVlog19
      @AhmadVlog19 11 หลายเดือนก่อน

      ইসলামে তো মনে হয় সুদ খাওয়া জায়েজ আছে,

    • @bangladesh321-d7f
      @bangladesh321-d7f 11 หลายเดือนก่อน

      আমার মতে সকল স্ত্রীর পরিপূর্ণ চাহিদা মেটাতে পারলে নিশ্চয়ই ঐ বিবাহ বৈধ। তাছাড়া আমাদের মহান আল্লাহ্ রাব্বুল আলামীন পুরুষ জাতিকে বহু বিবাহ করার বৈধতা দিয়েছেন

    • @AhmadVlog19
      @AhmadVlog19 11 หลายเดือนก่อน

      @@bangladesh321-d7f কিন্তু আমার প্রশ্ন সকল স্ত্রীর চাহিদা পূরণ করতে গেলে এই লোকের স্বাস্থ্য তো এরকম থাকার কথা । আমি একজনকে দেখেছিলাম সুন্দরী একটা বউ ছিল কিন্তু লোকটা বিয়ের পর থেকে আস্তেই শুকিয়ে গেল আর বউ মোটা হয়ে গেল । এই লোকের স্বাস্থ্য এখনো ভালো আছে কিভাবে ।

    • @rummanulzannatchowdhury2458
      @rummanulzannatchowdhury2458 11 หลายเดือนก่อน

      আপনার কি মনে হয় না হয় তাতে তো পরিবর্তন হয়না শরিয়ত কি বলে,,,​@@bangladesh321-d7f

    • @kajimulislam9932
      @kajimulislam9932 11 หลายเดือนก่อน +16

      ​@@bangladesh321-d7fনা জেনে বেশি কথা বলেন কেন? ৪ টির বেশি নয়। মন গড়া কথা ধর্মের নামে চালাচ্ছেন কেন?

  • @alaminmolla1591
    @alaminmolla1591 11 หลายเดือนก่อน +69

    ইসলামে এক সাথে চারটি বিবাহ জায়েজ আছে কিন্তু এর চেয়ে বেশি বিবাহ করা হারাম।

    • @sumonmiah8310
      @sumonmiah8310 11 หลายเดือนก่อน

      তাহলে সুদি আরবের রাজার কয়টা বৌ বল দেখি।

    • @shundorprithibi9840
      @shundorprithibi9840 11 หลายเดือนก่อน

      দেশ কি ইসলামের

    • @tasfiya1ps
      @tasfiya1ps 11 หลายเดือนก่อน

      হারাম তো হারামি,সে বাদসা হোক কিংবা রাজা কিংবা মিসকিন​@@saeidbinhossain2524

    • @me0wyet
      @me0wyet 2 หลายเดือนก่อน

      ​@@sumonmiah8310Islam er kotha bolse Arab er rajar na

  • @NazmaAkter-dz5cm
    @NazmaAkter-dz5cm 11 หลายเดือนก่อน +97

    এদেরকে কোনো অনুষ্ঠানে পরিবার বর্গ দাওয়াত দিলে যে দাওয়াত দিবে তার অবস্থা আশঙ্কাজনক 😂😂😂

    • @ShafinazBeauty
      @ShafinazBeauty 11 หลายเดือนก่อน

      😊

    • @MasirahsAarfin2183
      @MasirahsAarfin2183 หลายเดือนก่อน

      Nazma ba Safina tomader ki biye hoyechey na ki hoi ni .
      Aamar songey biye Korte chaaile comment koro aami jogajog korbo tomar songey...

  • @TapasiGhosh-m5n
    @TapasiGhosh-m5n 5 หลายเดือนก่อน +33

    তুমি কি জাদু জানো, এটা কি সম্ভব সাতজন এক, সাথে কি করে থাকে কোন ঝগড়া নেই এতো হাসি, খুসি, শুনে অবাক হচ্ছি❤❤❤❤❤❤❤🙏🙏🙏

    • @MkkaydeAzam-jk8cd
      @MkkaydeAzam-jk8cd 5 หลายเดือนก่อน

      কি কোন মুসলমান নাই ভাই ওই এলাকার ধারে কাছেও নাই

    • @MkkaydeAzam-jk8cd
      @MkkaydeAzam-jk8cd 5 หลายเดือนก่อน

      কি কোন মুসলমান নাই ভাই ওই এলাকার ধারে কাছেও নাই

    • @physicslover790
      @physicslover790 3 หลายเดือนก่อน

      Plot twist: তারা সাত বন্ধু by chance সাত সতীন হয়ে গিয়েছে😂

    • @user-PriyaSaha121
      @user-PriyaSaha121 หลายเดือนก่อน +1

      Har kache don Ache Don Gold Don Aache

  • @mahamudullah4302
    @mahamudullah4302 11 หลายเดือนก่อน +521

    একসাথে চারজন স্ত্রীর বেশি রাখা যাবে না ইসলাম অনুমোদন করেনি।

    • @PronabkumarRoy-y8n
      @PronabkumarRoy-y8n 11 หลายเดือนก่อน +16

      ভাই। এটা ডাবল সুন্নত

    • @armangamerff4205
      @armangamerff4205 11 หลายเดือนก่อน +14

      ক্ষমতা থাকলে জায়েজ আছে

    • @sweettal
      @sweettal 11 หลายเดือนก่อน

      ​@@armangamerff4205ইসলাম কোন কল্পনা প্রসূত ধর্ম নয়, নিশ্চয় এর পিছনে কোন কারণ আছে, চারজনের বেশি স্ত্রী গ্রহণ করা নিষিদ্ধ, পৃথিবীর সমস্ত কিতাব ঘেটেও আপনি বের করতে পারবেন না আপনার পক্ষে যুক্তি যে কথা আপনি বলেছেন

    • @absiddik5539
      @absiddik5539 11 หลายเดือนก่อน

      আরে ভাই আপনাকে কে বলছে?
      হজরত মুহাম্মদ (সা:) নিজেই তো ১১ টা বিয়ে করছে। তাহলে সেখানে দোষ কি? আর ৪ টা বিয়ে করলেই সুন্নত পালন হয়ে যাবে।

    • @AirinsVlog
      @AirinsVlog 11 หลายเดือนก่อน +10

      বউ সাজিয়ে নাটক ..

  • @RealShorts5.0
    @RealShorts5.0 11 หลายเดือนก่อน +249

    যতটা সুখী দেখানো হচ্ছে, বাস্তব জীবনে সে ততটা সুখী না।😂 এটা কবি বলেছেন।

    • @mdsayeedafridi6353
      @mdsayeedafridi6353 11 หลายเดือนก่อน +4

      Right

    • @AfrojaKhatun-h1m
      @AfrojaKhatun-h1m 11 หลายเดือนก่อน

      ​@sniper-F1 gal dili

    • @bdarmylover4397
      @bdarmylover4397 11 หลายเดือนก่อน

      *কোন কবি বলেছেন ভাই* 😂😂

    • @marwaaziz1966
      @marwaaziz1966 11 หลายเดือนก่อน +1

      রাইট

    • @rustamali-ib1ij
      @rustamali-ib1ij 7 หลายเดือนก่อน

      আমার এলাকার আমি জানি কি মার খাই

  • @joke-fun-funny
    @joke-fun-funny 11 หลายเดือนก่อน +391

    আর কোনো মা যেন নিজের ছেলেকে সাতটি বিয়ে করানোর মত জঘন্য মানত না করে

    • @xyxxyz243
      @xyxxyz243 11 หลายเดือนก่อน

      Nijer amma nijer shami ke 7 bie koranor manot kore nai .polar jonno korse .bodmaish mohila😂

    • @MdKamrul-xd5vk
      @MdKamrul-xd5vk 11 หลายเดือนก่อน +6

      টিক কথা বলছেন ভাই

    • @itsmesikharani
      @itsmesikharani 11 หลายเดือนก่อน +5

      Ayta ki bhalo hoice ayta khubai khorap😡

    • @itsmesikharani
      @itsmesikharani 11 หลายเดือนก่อน +5

      Apni thik bolche, kemon faltu

    • @skpori-hh9zc
      @skpori-hh9zc 11 หลายเดือนก่อน +6

      ওই ব্যক্তি ওর মায়ের নামে মিথ্যা কথা বলছেন

  • @Akimul20
    @Akimul20 11 หลายเดือนก่อน +175

    যে আল্লাহর বিধানকে অস্বীকার করে,
    সে কিসের মুসলমান 😢😭
    আল্লাহ তাকে হেদায়েত দান করুন 🤲

    • @LabonnoSarker-hq5wu
      @LabonnoSarker-hq5wu 9 หลายเดือนก่อน

      Kkkkkkkkkkmk

    • @007anandoptw7
      @007anandoptw7 7 หลายเดือนก่อน

      ossikar koi krse? Allah e valo jne ke muslim ma ke ki but 4 ta biye quran e bla ase but er beshi kra jabe na ba er beshi krle sahsti hbe eds bla jabe na age quran dekhen thn bekkha onujaiyi drkar ar sohohari hisabe hadis dekben quran frst hadis onk pore lekha hoise rasul er intekaler 300 bosor por pray jak Alalh e uttom jne

    • @rustamali-ib1ij
      @rustamali-ib1ij 7 หลายเดือนก่อน

      সব গুলোই ওর মতো ভাই

    • @badhanroy3449
      @badhanroy3449 7 หลายเดือนก่อน

      আপনি কি জানেন?জন্ম,বিবাহ, মৃত্যু এটা নাকি আপনাদের আল্লাহ পৃথিবী সৃষ্টির ৫০ হাজার বছর আগেই ঠিক করে রেখেছেন!তাহলে কি সমস্যা আপনার

    • @nasrinsultanashiuly89373
      @nasrinsultanashiuly89373 6 หลายเดือนก่อน

      Beyadop

  • @BanglaBulletin-yh7td
    @BanglaBulletin-yh7td 11 หลายเดือนก่อน +63

    অবশ্যই এই নিউজ আর তাদের বাস্তব জীবন মোটেও এক রকম হবে না,জীবন এতো সহজ নয়, বিশেষ করে সংসার জীবন।

    • @vlogbanglaniamatpur
      @vlogbanglaniamatpur 11 หลายเดือนก่อน +4

      Thik bolechen!!! eder vitorer jibon ta khuboi kosto kor???

    • @hridoyhossain9741
      @hridoyhossain9741 11 หลายเดือนก่อน +1

      সহমত ভাই

  • @sheikhrahman3750
    @sheikhrahman3750 11 หลายเดือนก่อน +559

    একসাথে 7 wife কোনদিনই সুখী হতে পারে না ১০০% এটা শুধু অভিনয় ছাড়া আর কিছুই না

  • @WebDevMHS
    @WebDevMHS 5 หลายเดือนก่อน +11

    Sura no: 4 আন-নিসা Ayat:3 => আর যদি তোমরা আশঙ্কা কর যে, ইয়াতীমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে কর নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে; দু’টি, তিনটি অথবা চারটি। আর যদি ভয় কর যে, তোমরা সমান আচরণ করতে পারবে না, তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে। এটা অধিকতর নিকটবর্তী যে, তোমরা যুলম করবে না।

    • @mylove-kv3kg
      @mylove-kv3kg 3 หลายเดือนก่อน

      চারের বেশি করা যাবে না কোথাও বলা নাই।

    • @me0wyet
      @me0wyet 2 หลายเดือนก่อน

      ​@@mylove-kv3kgLikha ase 4 ta porjonto abar bola beshi kora jabena likha nai. Apni ki Allah er theke vlo janen? Naki Quran apnar likha?

    • @mylove-kv3kg
      @mylove-kv3kg 2 หลายเดือนก่อน

      @@me0wyet নিজে কেমন মুসলমান যে এটাও জানেন না যে একজন মানুষের সাথে আল্লাহর তুলনা করতে নেই। জনাব কি অশিক্ষিত হুজুরদের থেকে শিক্ষা পাচ্ছেন নাকি আজকাল?

    • @mohammadmostafa7014
      @mohammadmostafa7014 2 หลายเดือนก่อน

      ​@@mylove-kv3kgভাই তুমি মনে হয় কুরআন হাদিস পড়তে পড়তে একেবারে বেশি পড়ে ফেলছ। কোথাও বলা নেই মানে?? 🤨 যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলো না।

    • @mylove-kv3kg
      @mylove-kv3kg 2 หลายเดือนก่อน

      @@me0wyet চার পর্যন্ত করা যাবে বলা আছে। কিন্তু চারের বেশি গুনাহ কোথাও বলা নাই।

  • @mdforid3832
    @mdforid3832 11 หลายเดือนก่อน +154

    এটা কিয়ামতের আলামত,
    কারন ৪টার বেশি বিয়ে করা হারাম হারাম হারাম!
    আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে বুঝার জন্য তৌফিক দান করুন আমিন

    • @mdforid3832
      @mdforid3832 11 หลายเดือนก่อน +2

      @@entertainmentfunhoichoi vaiya seta nobijir upor jayez chhilo but Ummoter jonno 4 tar besi biye kora Haram!!

    • @abdullahal-farooqfarooq2070
      @abdullahal-farooqfarooq2070 11 หลายเดือนก่อน

      নবী, রসুলদের জন্য আল্লাহ যা জায়েজ করেছেন সেটা অন্যদের জন্য প্রযোজ্য না; অহেতুক আল্লাহ'র কর্তৃত্ব নিয়ে মশকরা করবেন না।

    • @AJmygolpo
      @AJmygolpo 11 หลายเดือนก่อน +1

      ​​@@entertainmentfunhoichoi না বুঝে কথা বলবেন না।

    • @AJmygolpo
      @AJmygolpo 11 หลายเดือนก่อน +1

      ​@@entertainmentfunhoichoi না বুঝ কথা বলবেন না।

    • @mst.mafuzabegum8886
      @mst.mafuzabegum8886 11 หลายเดือนก่อน +2

      ​@@entertainmentfunhoichoiak sathe unar 4 tar beshi wife silo na . Mara gele biye koresen

  • @himangshumondal4979
    @himangshumondal4979 3 หลายเดือนก่อน

    I Love you Sir. খুব সুন্দর লাগছে দেখে এটা। এরকম ভাবে সবাই মিলি মিশে থাকা টা ভালো।

  • @arunbarai363
    @arunbarai363 11 หลายเดือนก่อน +38

    সুন্দর পরিবারগুলো ধ্বংস করার জন্য অপচেষ্টা মাত্র...

  • @zihadhasan3126
    @zihadhasan3126 11 หลายเดือนก่อน +148

    দেশে এর মত কয়টা মানুষ থাকলে আমাদের আর বিযে করা হয়ে ওঠবে না😢

    • @HamdanSKchannel
      @HamdanSKchannel 11 หลายเดือนก่อน +2

      😊😊😊😊😊😊😊

    • @angelanee5678
      @angelanee5678 11 หลายเดือนก่อน

      ​@@HamdanSKchannelfcdjfegy

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp 11 หลายเดือนก่อน

      দূর বলদ জ্ঞান নেই,, দেশে মেয়ের অভাব পড়েছে নাকি!?

    • @MdIqbal-sh7tp
      @MdIqbal-sh7tp 11 หลายเดือนก่อน

      দূর বলদ জ্ঞান নেই,, দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি!?😡

    • @Allgamingtipso
      @Allgamingtipso 11 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣

  • @Md.BakulHossain-i7j
    @Md.BakulHossain-i7j 2 หลายเดือนก่อน +2

    এক কথায় বলতে কোন চরিত্রহীন মানুষ ছাড়া এ ধরনের কাজ কেউ করতে পারেনা। সে ছেলে অথবা মেয়ে যেই হোক।

  • @mdshahadatmdshahadat7811
    @mdshahadatmdshahadat7811 11 หลายเดือนก่อน +65

    আল্লাহর কোরআনের ভাষায় সর্বোচ্চ চারটি স্ত্রী একসঙ্গে রাখা যায় তিনি যা করেছেন আল্লাহর বিধানের বাহিরে কাজ করেছেন

    • @actorsakibchowdhury8011
      @actorsakibchowdhury8011 11 หลายเดือนก่อน

      Kun pagal suda bulse

    • @TiashaTushi
      @TiashaTushi 11 หลายเดือนก่อน +2

      ঐ প্রথম স্ত্রী যদি প্রথমেই ওর বীচিতে জোরে একটা লাত্থি দিয়ে দিত তাহলে সাতটা তো দূরের কথা দ্বিতীয়বার বিয়ের কথা চিন্তাও করতো না

    • @PriyontiRani-n1v
      @PriyontiRani-n1v หลายเดือนก่อน

      চারটা বিয়ে মেনে নিলো আর দুটো একটু মানিয়ে নেন

  • @mdabdullah-on5fd
    @mdabdullah-on5fd 11 หลายเดือนก่อน +685

    ইসলামের বিরুদ্ধে কোনো কাজ কে আমারা ভালো বলতে পারিনা বলা ঠিক না আল্লাহ সবাইকে দিন বুজার তাওফিক দাও আমিন

    • @Md-qk7zi
      @Md-qk7zi 11 หลายเดือนก่อน +9

      আমার মতে সকল স্ত্রীর পরিপূর্ণ চাহিদা মেটাতে পারলে নিশ্চয়ই বিবাহ বৈধ তাছাড়া আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন পুরুষ জাতিকে একাধিক বিবাহ করার বৈধতা দিয়েছেন

    • @AbdurRahman-nd6cu
      @AbdurRahman-nd6cu 11 หลายเดือนก่อน

      @@Md-qk7zi
      ৪ টার বেশি বউ রাখার বিধান ইসলামে কোথায় পেলেন???

    • @horseeggofficial
      @horseeggofficial 11 หลายเดือนก่อน +43

      ​@@Md-qk7ziএকাধিক মানে কী সাত টা, নাকি চারটা? মনগড়া ইসলাম হয় না। কবরে মনগড়া নিয়ম ছুটাই দিবে।

    • @hossainmia9748
      @hossainmia9748 11 หลายเดือนก่อน

      আপনি কি বুঝতে চান একের ওদিক বিয়ে মানে যত খুশি তো তো নাকি তাহলে আপনি শরিয়ত মানতে চান না আপনি হারাম কাজকে উসকানি দিচ্ছেন।

    • @md.martuzaali.5265
      @md.martuzaali.5265 11 หลายเดือนก่อน

      ​@@Md-qk7ziতাহলে কুমারী মেরি বিবাহ বহির্ভূত সন্তান যীশুখ্রীষ্ট কেন বিয়ে ছাড়া মেরি ম্যাকডালিনকে নিয়ে রাত কাটালো আর যীশু কেন পবিত্র আত্মা হয়ে তার মাকে গর্ভবতীকরে সে নিজেকে নিজে জন্ম দিয়ে ঈশ্বর হল??

  • @আব্দুলকারিমহক
    @আব্দুলকারিমহক 11 หลายเดือนก่อน +255

    এক সাথে ৭ বউ রাখা হারাম, একসাথে ৪ বউ নিয়ে সংসার করা জায়েজ

    • @zulfikarhossain281
      @zulfikarhossain281 11 หลายเดือนก่อน +4

      RIGHT BROTHER

    • @riyadhhossain1987
      @riyadhhossain1987 11 หลายเดือนก่อน +5

      দলিল দিন?

    • @rubelrubel5777
      @rubelrubel5777 11 หลายเดือนก่อน

      আপনি দেখাযায় আলেম

    • @ayesafiruzworld3297
      @ayesafiruzworld3297 11 หลายเดือนก่อน +4

      @@riyadhhossain1987Dolil Tor Ma R kase Cheak Kor Jaaaa

    • @JahangirAlom-ko2ic
      @JahangirAlom-ko2ic 11 หลายเดือนก่อน +2

      ​@@riyadhhossain1987দলীল আপনার বাবাকে জিজ্ঞেস করবেন।

  • @A.Islam1549
    @A.Islam1549 5 หลายเดือนก่อน +15

    উনাকে শাস্তি দেওয়া হোক একসঙ্গে 4,জনের বেশি জায়েজ নাই উনিকি জানেননা শাস্তি দিয়া হক

  • @Dipa_dev
    @Dipa_dev 10 หลายเดือนก่อน +97

    সাত ভাই চম্পা বাংলাদেশী version😂❤

    • @MDmosharofSarkar-y4j
      @MDmosharofSarkar-y4j 5 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @SadiaHossain-r1g
      @SadiaHossain-r1g 5 หลายเดือนก่อน

      ETA sat bou robiul hoye gelo😂😆

    • @omarali2156
      @omarali2156 5 หลายเดือนก่อน +1

      সাত বউ চম্পা।

    • @-surya91
      @-surya91 3 หลายเดือนก่อน

      😂😂

  • @kamruzzamanminto5026
    @kamruzzamanminto5026 11 หลายเดือนก่อน +205

    সুখ এতো সোজা না, দু'দিন আগে পরে কপালে শনি আছে 😢

    • @somratdanceking3057
      @somratdanceking3057 11 หลายเดือนก่อน +5

      ১০০%

    • @mstmamhuda3056
      @mstmamhuda3056 11 หลายเดือนก่อน +7

      একদম ঠিক বলছেন, কয়েক দিন যাক,কত ধানে কত চাউল,,।

    • @shuvosuchona2791
      @shuvosuchona2791 11 หลายเดือนก่อน +9

      শুধু একবার মরে দেখ,চেয়ারম্যান পর্যন্ত মৃত্যু সনদ না দিয়ে পালিয়ে যাবে 😂বাকীটা না হয় পরেই বললাম 😂😂

    • @MazedaBegum-p7e
      @MazedaBegum-p7e 11 หลายเดือนก่อน

      ৪টা করা নিয়ম আছে সাতটা ডেড লাইন​@@tigerseye7543

    • @TofayelAhammed-kx4uq
      @TofayelAhammed-kx4uq 11 หลายเดือนก่อน +2

      ​@@tigerseye7543হা হা হা😂

  • @sunayraakter5904
    @sunayraakter5904 11 หลายเดือนก่อน +243

    লজ্জা না থাকলে অনেক কিছুই করা সম্ভব

    • @ayeshamim7719
      @ayeshamim7719 6 หลายเดือนก่อน

      যেই ধর্মে নারীদের ক্ষেত হিসেবে চাষ করার কথা বলা হয়, যেই ধর্মে নারীদের বস্তাবন্দি করার ফতোয়া দেওয়া হয়, যেই ধর্মে পুরুষের চারটা বিবাহকে ধৈব করা হয়, যেই ধর্মে নারীদের দেহদাসী হিসেবে রাখার ফতোয়া দেওয়া, যেখানে মৃত্যুর পর ৭২ হুরের যৌ*নতার লালসা দেওয়া হয় তা কোনো ধর্ম নয় সব মরুর ডাকাত ধ*র্ষক হযরত মুহাম্মদের বানোয়াট কাহিনি, সেই ছিল লালসালুর আসল মজিদ।

    • @MdSuny-bp3vu
      @MdSuny-bp3vu 5 หลายเดือนก่อน

      রাইট

    • @Al-amin_sumon
      @Al-amin_sumon 5 หลายเดือนก่อน

      এভাবে বলেন কেন?
      এখানে লজ্জার কি আছে?
      সে যদি এদের বিয়ে না করে মাগী পাড়ায় যেতো,সেই পাপের ভার কি আপনি নিতেন?,
      বলেন?

    • @Al-amin_sumon
      @Al-amin_sumon 5 หลายเดือนก่อน

      আপনি পাগল মনে হয়।এখানে লজ্জার কি হলো।

    • @abdullahmolla-wi7dr
      @abdullahmolla-wi7dr 5 หลายเดือนก่อน +1

      তাহলে তুমি করো ভাই তোমার তো লজ্জা নাই​@@Al-amin_sumon

  • @chotondas9379
    @chotondas9379 หลายเดือนก่อน

    ভাই আপনি অনেক ধন্যবাদ।

  • @MdZakir-t6n
    @MdZakir-t6n 13 วันที่ผ่านมา

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে নেক হায়াত দান করেন সুখে রাখুন😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @TopnMia
    @TopnMia 11 หลายเดือนก่อน +66

    একে আইনের আওতায় আনা হোক
    শরিয়া আইন অনুযায়ী চার টার বেশি স্ত্রী রাখার অনুমতি নাই

    • @RifatAhammed-sy6jn
      @RifatAhammed-sy6jn 11 หลายเดือนก่อน +3

      বেশী রাখা নিষেধ কোথায় দেখান

    • @কৃষিআমারগর্ব
      @কৃষিআমারগর্ব 11 หลายเดือนก่อน +1

      বেশী রাখা নিষেধ কি না একটু চোখ খুলে দেখেন তাহলে পাইবেন আর যদি আপনার ৭ টা বিয়ে করার ইচ্ছে তাঁকে তহলে পাইবেন না আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক গেয়ান দাও আমিন।

    • @seokmyheartbit
      @seokmyheartbit 11 หลายเดือนก่อน

      ​@@RifatAhammed-sy6jnসাতটা বিয়ের অনুমতি দেয় নাই।

    • @AirinsVlog
      @AirinsVlog 11 หลายเดือนก่อน

      @@RifatAhammed-sy6jn
      কোরআনে মুসলিম পুরুষদের কোন বহুবিবাহ (৪টা পর্যন্ত) করার নিয়ম বা সুযোগ কিছুই নাই। কোরআন কখোনই একজন পুরুষকে চার বিয়ের অনুমতি দেয়নি। কোরআনের অর্থকে বদলে দিয়ে এই কাজ করেছে বহুগামীরা। আসুন আজকে সত্যিটা দেখে যান।
      কোরআনের যে আয়াতকে পুরুষদের চার বিয়ে সপক্ষে উপস্থাপন করা হয় তাহলো ৪, সূরা নিসার ৩ নং আয়াতের খন্ডিতাংশ
      আসুন সেই আয়াতাংশটি দেখে নিই
      ".....সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভাল লাগে তাদের বিয়ে করে নাও দুই, তিন, কিংবা চারটি পর্যন্ত।....[সুরা নিসা - ৪:৩]"

    • @RifatAhammed-sy6jn
      @RifatAhammed-sy6jn 11 หลายเดือนก่อน

      @@কৃষিআমারগর্ব
      চোখ টা খুলে হাদীস কোর আনের কোন জায়গায় রাখবো রেফারেন্স দেন?ফাউ কথা বইলা আল্লাহর কাছে হেদায়েত চান কেন?উনার ৭ বিয়ে দেইখা হিংসায় নিয়ম বানান নাক?

  • @khorsedalom2248
    @khorsedalom2248 11 หลายเดือนก่อน +215

    তিনি কোরআন হাদিস বিরোধী কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল কে হেদায়েত দিন।।

    • @aminmd314
      @aminmd314 11 หลายเดือนก่อน +7

      একমত

    • @smatrchoice9710
      @smatrchoice9710 11 หลายเดือนก่อน +7

      ইসলাম নিয়ে কিছু বলতে হলে আগে ভালো করে জেনে তারপর বলবেন।

    • @md.moniruzzaman3658
      @md.moniruzzaman3658 11 หลายเดือนก่อน +1

      Right..

    • @islamicfighter.8607
      @islamicfighter.8607 11 หลายเดือนก่อน +1

      এখানে সে কিভাবে ইসলাম বিরোধী কাজ করেছে?? গিয়ে কুরআন পড়ুন সেখানে যুদ্ধের ময়দানে ৪ টি এতিমকে বিবাহ করতে

    • @kanizfatima9167
      @kanizfatima9167 11 หลายเดือนก่อน

      ​@@smatrchoice9710
      P
      P
      P
      P
      Ppl

  • @Armhah
    @Armhah 11 หลายเดือนก่อน +11

    ভাই আপনি একটা বিশেষ মাল। আপনাকে যাদু ঘরে রাখা উচিৎ । একটা বউ নিয়েই পারিনা কি যে অবস্থা!! আপনি ভাই এ যুগের জীবন্ত কিংবদন্তি। সবার প্রতি অনুরুধ দয়া করে রবিজুল ভাইকে অনুসরণ করে জীবনকে হুমকির ফেইলেন না।

  • @SondipDevnath
    @SondipDevnath 5 หลายเดือนก่อน +77

    একখাটে ৭ বউ দেখতেও ভালো, করতেও ভালো 😂😂😂😂😂

    • @Chore448
      @Chore448 3 หลายเดือนก่อน

      😅

    • @AllcemBurds
      @AllcemBurds 3 หลายเดือนก่อน +2

      Khat bhange jabe re vai

    • @mdrezaulkarim5066
      @mdrezaulkarim5066 2 หลายเดือนก่อน

      @@AllcemBurds এখন লোহার খাট পাওয়া যায়।

    • @abdurrazzak2543
      @abdurrazzak2543 หลายเดือนก่อน +1

      ভাই, এখানে বউ পেলেন কোথায়? শরীয়তমতো বিয়ে হলে তো বউ হবে। আপনি আল্লাহর বিধান মানবেন না, সেখানে গুনাহ তো হবেই, জেনার গুনাহ।

    • @ggggda3130
      @ggggda3130 หลายเดือนก่อน

      সাতটা কুত্তী। 😂😂😂😂

  • @AzizulHoque-o6e
    @AzizulHoque-o6e 11 หลายเดือนก่อน +151

    চার স্ত্রীর বেশি এক সাথে রাখা জায়েজ নেই। এটা ইসলামের বিরোধী

    • @memndua-123
      @memndua-123 11 หลายเดือนก่อน

      উপ পতনি রাখা জায়েজ

    • @AzizulHoque-o6e
      @AzizulHoque-o6e 11 หลายเดือนก่อน +3

      @@memndua-123 এটা আবার কি।এর পক্ষে কোন দলিল আছে।

    • @memndua-123
      @memndua-123 11 หลายเดือนก่อน

      @@AzizulHoque-o6e হ্যাঁ জনাব দয়া করে সহিহ বুখারীর অথবা মুসলিম এর বিবাহ এর অধ্যায় দেখবেন

    • @kawsar9241
      @kawsar9241 11 หลายเดือนก่อน

      জায়েজ আছে

    • @MdmorshedAli-w4z
      @MdmorshedAli-w4z 11 หลายเดือนก่อน

      ভাই ইসলামে সব বউকে এক নজরে দেখলে ৭টা বিয়ে জায়েজ আছে।এরশাদ আমলে কোর্টে ৪টা বিয়ের অনুমিত দিয়েছিল।

  • @jhumasarma8046
    @jhumasarma8046 11 หลายเดือนก่อน +9

    বাওও কি দেশ রে বাবা ! কি আইন রে বাবা দেশে! গুণগত মান কিন্তু দারুন বাংলাদেশে

  • @swarupdas8806
    @swarupdas8806 11 หลายเดือนก่อน +62

    যেই মেয়ে নিজের স্বামিকে অন্য মহিলার সাথে দেখে কষ্ট না পায় সে আর যাই হোক ভালো মেয়ে হতে পারে না।

    • @somaAktarsoma
      @somaAktarsoma 11 หลายเดือนก่อน +2

      right kotha 👍👍👍

    • @priyankanaskar9289
      @priyankanaskar9289 9 หลายเดือนก่อน

      AiSabDhoronerMayedarSamiJaiKorukNaKenoKhayaPoraDilaiHobeAdarToArSangsarerKothaBhabteHoinaAraKhaliPuruserOporNirbharKortaiJane

    • @shanto247
      @shanto247 7 หลายเดือนก่อน

      ​@@somaAktarsomahum

    • @Al-amin_sumon
      @Al-amin_sumon 5 หลายเดือนก่อน

      কষ্ট তো পাবেই,কিন্তু স্বামীর সুখের জন্য প্রথম স্ত্রী ২য় বিয়ের অনুমতি দিতে পারে।না দিলে বিয়ে করতে পারবে না।

    • @mahadihasan1123
      @mahadihasan1123 5 หลายเดือนก่อน +1

      Right

  • @MdHabib-dh4xu
    @MdHabib-dh4xu 5 หลายเดือนก่อน +9

    তুমি মোছোলমান হওয়ার বেপারে আমার সন্দেহ আছে আল্লাহ আমাকে হেদায়েত দান করুন আমিন আমিন আমিন

    • @baal-jano
      @baal-jano 5 หลายเดือนก่อน

      নো-বিচি থুক্কু, নবীজী স: কয়টা বিয়ে করেছিল ? 🤣

  • @SagorSarker-g7b
    @SagorSarker-g7b 11 หลายเดือนก่อน +46

    ৪ চার টার বেশি বিয়ে করা হারাম আল্লাহ সবাই কে হেদায়েত দেন আমিন

    • @abdulasad4513
      @abdulasad4513 11 หลายเดือนก่อน +1

      You right 👍❤

    • @MdIsmailhossainHridoy-v5u
      @MdIsmailhossainHridoy-v5u 11 หลายเดือนก่อน +1

      কে বলছে

    • @me0wyet
      @me0wyet 2 หลายเดือนก่อน

      ​@@MdIsmailhossainHridoy-v5uQuran surah Nisa

  • @shahiduzzaman8896
    @shahiduzzaman8896 11 หลายเดือนก่อน +33

    “একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট এবং একটি ভাঙ্গা হৃদয় 💔 যে বাস্তবতা শিক্ষা দেয়!তার চেয়ে ভালো শিক্ষা পৃথিবীর কোনো বই-ই দিতে পারে না।” 🙏😢

  • @AlMamun-on7wd
    @AlMamun-on7wd 11 หลายเดือนก่อน +43

    যেমন মা, তেমন তার মানত।তেমন তার ছেলে।

  • @MdDalower-z2n
    @MdDalower-z2n 19 วันที่ผ่านมา

    এরকম কপাল সবার হয় না,,,,, 😅😅😅সাধারণ মানুষের স্বপ্ন যেটা,,,, রবিউল ভাইয়ের বাস্তবতা

  • @ABDULMATLIB-i7b
    @ABDULMATLIB-i7b 11 หลายเดือนก่อน +347

    আমাদের আর কোনও মুসলিম ভাই যেন এরকম কাজ না করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন

    • @awualbiswuas5160
      @awualbiswuas5160 11 หลายเดือนก่อน +1

      কেনো ভাই??

    • @AbdullahalKabir
      @AbdullahalKabir 11 หลายเดือนก่อน +12

      কারণ একসাথে চারের অধিক বিয়ে জায়েজ নয়।

    • @shemulhossain5508
      @shemulhossain5508 11 หลายเดือนก่อน +1

      আপনি পাগল টাগল ছিলেন কোন কালে

    • @shemulhossain5508
      @shemulhossain5508 11 หลายเดือนก่อน

      আমাদের মুসলমানদের অনেক বিয়ে করা জায়েজ আছে

    • @RS.Bhuiyan
      @RS.Bhuiyan 11 หลายเดือนก่อน

      ক্যারে পাগ্লা?

  • @tonatuni7179
    @tonatuni7179 11 หลายเดือนก่อน +183

    একজন মুসলমান হিসেবে তার চারটি স্ত্রীর বেশি থাকা যাবে না।

    • @shamimreza6112
      @shamimreza6112 9 หลายเดือนก่อน +6

      Aro besi lage amar😂😂

    • @suryakantabairagi2548
      @suryakantabairagi2548 9 หลายเดือนก่อน +5

      একজন মুসলিম নারীর কয়টি যৌনসঙ্গী থাকবে সেটা একটু জানতে চাই ! বোধহয় গোটা দশেক থাকা উচিত। 😅😅😅

    • @robinkhan8650
      @robinkhan8650 8 หลายเดือนก่อน +2

      সাতটি বিয়ে হারাম

    • @muradchy3755
      @muradchy3755 8 หลายเดือนก่อน

      @@suryakantabairagi2548 ENGLISH BUJLE EKTU SUNE NIVEN

    • @nityanotunshorts
      @nityanotunshorts 8 หลายเดือนก่อน

      এই বোকাচোদার জন্য এই অবস্থা ইসলাম

  • @mdnesharuddin11mdnesharuddin11
    @mdnesharuddin11mdnesharuddin11 11 หลายเดือนก่อน +24

    বিনয়ের সাথে বলব,দ্বীনি ভাই আমার আপনার জন্য আল্লাহ ৪ টা বিবাহ জায়েজ করছেন ৭ টা নয়...সুতরাং ইসলামের ছায়াতলে আসুন দ্বীন মেনে চলেন...

  • @MdBadrulGazi
    @MdBadrulGazi 7 วันที่ผ่านมา

    আমার একটা করে জীবন শেষ আর ভাই আপনি সাত টা কি ভাবে সম্বভ আপনি ভাই মহান পুরুষ

  • @ittg7916
    @ittg7916 11 หลายเดือนก่อน +101

    আমাদের আর কোনও মুসলিম ভাই যেন এরকম কাজ না করে এতে ইসলাম ধর্ম এর অপর প্রশ্ন অঠে এবং মুসলিম জাতির অপরও। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন

    • @কুষ্টিয়াডেইরীফার্ম
      @কুষ্টিয়াডেইরীফার্ম 11 หลายเดือนก่อน +3

      আপনি জানেন না যে একের অধিক বিবাহ সুন্নত

    • @thehridoyonfire00
      @thehridoyonfire00 11 หลายเดือนก่อน

      ​@@কুষ্টিয়াডেইরীফার্মআপনি মুরুক্ষ একাদিক মানে ৪টা গিয়ে থামতে হবে

    • @mst.mafuzabegum8886
      @mst.mafuzabegum8886 11 หลายเดือนก่อน +2

      ​@@কুষ্টিয়াডেইরীফার্ম😂😂😂😂4 ta limit

    • @Babai_2000
      @Babai_2000 10 หลายเดือนก่อน

      ​@@কুষ্টিয়াডেইরীফার্ম আসল পাপীচোদা তোরাই বাড়া 😂😂😂

    • @AhadHasan-o1u
      @AhadHasan-o1u 10 หลายเดือนก่อน

      ​@@mst.mafuzabegum8886০ো০০। জপ
      ড খ৭৭ওপ৯৩ে3ল33321২দদ দ৯পজজমনগমবম🎉😂🎉😊😮

  • @mamunmd9862
    @mamunmd9862 11 หลายเดือนก่อน +79

    সাতটা বিয়ে করা কি জায়েজ আছে? যে লোক বিয়া করছে সাতটা সে অবশ্যই যেনার ভিতরে লিপ্ত। প্রথম চারটা বাদে বাকি তিনটা হারাম তার জন্য

    • @sabbirrahman7744
      @sabbirrahman7744 11 หลายเดือนก่อน +5

      you are right

    • @rrk3245
      @rrk3245 8 หลายเดือนก่อน +3

      Love you vai

  • @raselmahmud5450
    @raselmahmud5450 11 หลายเดือนก่อน +44

    ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান ইসলামের বাইরে কোন কিছু করলে তার ফল খুবই খারাপ হয়েছে, না জানি এই ভাইয়ের কপালে কি আছে।

  • @modhumanjarihorticulture6532
    @modhumanjarihorticulture6532 3 วันที่ผ่านมา +1

    আমার একটাও বউ জোটেনা আর সে সাত বউকে নিয়ে ঘর করছে😢

  • @AlaminGazi-hk2im
    @AlaminGazi-hk2im 11 หลายเดือนก่อน +12

    নিসচই ক্যামেরার পিছনের দৃশ্যটা খুভ ভয়ংকর যা স্ত্রীদের চোখে দেখা যাচ্ছে।

  • @bicitromoybangla
    @bicitromoybangla 11 หลายเดือนก่อน +11

    বর্তমান যুগে সর্বোচ্চ চারটা বিয়ে করা ভাইয়ের জন্য জায়েজ ছিল, রবিজুল ভাই বেছে থাকতে হয়তো কোনো প্রবলেম হবে না, তবে ওনার মিত্তর পর হয় তো প্রবলেম হবে সম্প্রতি নিয়ে। দোয়া করি তা যেনো না হয়। 😢😢

  • @masrulsheikh4175
    @masrulsheikh4175 11 หลายเดือนก่อน +69

    ভাই তো দেশের ইতিহাস করে ফেলছে❤❤❤😮😮

    • @kamruzzamanminto5026
      @kamruzzamanminto5026 11 หลายเดือนก่อน +3

      সুখ এতো সোজা না, কষ্টের ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে।

  • @thoughtsofhridoy
    @thoughtsofhridoy 14 วันที่ผ่านมา +2

    ভাই ১৩ বছর বয়সে বিয়ে করছেন যখন একজন স্বাভাবিক কিশোরের যৌন শক্তি প্রাপ্ত হয় তখন থেকে কোন প্রকার বাজে অভ্যাসে যুক্ত হননি বলে ভাই সাতটা বিবাহ করতে পেরেছেন ❤❤

    • @MdSaifulislam-vb1jj
      @MdSaifulislam-vb1jj 11 ชั่วโมงที่ผ่านมา

      আরে বলদ ইসলামে একসাথে চারটার বেশি বউ রাখা নিষিদ্ধ 😂😂

  • @MdRabbiislam-k5y
    @MdRabbiislam-k5y 11 หลายเดือนก่อน +19

    অসম্ভব একটা ঘটনা যে খানে এক বউ থাকা অবস্থায় আর একটা বিয়ে করলে মেয়েরা মানতেই চাইনা😮 ছাড়া ছাড়ি হয়ে যায় সেখানে কি ভাবে সম্ভব 😮😮😮

    • @ShafiqulIslam-wn8nw
      @ShafiqulIslam-wn8nw 7 หลายเดือนก่อน +1

      শারীরিক সক্ষমতা যথেষ্ট ভালো এই জন্যই সম্ভব

  • @harunrashid8623
    @harunrashid8623 11 หลายเดือนก่อน +48

    ভাই তোমার জন্য সাত স্ত্রী হারাম নিজেকে যদি মুসলমান দাবি করো তাহলে চারটি বিয়ে তোমার জন্য জায়েজ আছে

    • @malaykumar8963
      @malaykumar8963 11 หลายเดือนก่อน +2

      Vai ei ta holo machine man

    • @XANIME010
      @XANIME010 11 หลายเดือนก่อน

      Ask a scholar ​@@_safwan_islam_18

    • @saifullah1217
      @saifullah1217 11 หลายเดือนก่อน

      ​@@_safwan_islam_18রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সব কাজ তিনার উম্মতের জন্য প্রযোজ্য না বরং কিছু কিছু কাজ এমন আছে যেগুলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য হারাম ঠিক তেমনি চারের অধিক বিয়ে করাটাও হারাম আমাদের জন্য

    • @harunrashid8623
      @harunrashid8623 11 หลายเดือนก่อน +2

      ​@@_safwan_islam_18শ্রেষ্ঠ মানব নবী কুলের শিরোমণি তার সাথে কিভাবে একজন সাধারণ মানুষের তুলনা করা হয়

    • @abulhossen4148
      @abulhossen4148 11 หลายเดือนก่อน

      ​@@_safwan_islam_18আপনি মূর্খ বলেই এমন কথা বলতে পারলেন।আপনি ইসলাম সম্পর্কে ধারণা রাখেন না,আপনি মুসলিম কি না তাও সন্দেহ।
      নবীর সাথে আমাদের তুলনা চলে না রে মূর্খ।

  • @mdnoronnobi9678
    @mdnoronnobi9678 11 หลายเดือนก่อน +164

    ৪টা একসাথে রাখা জায়েজ,এসব মানত জায়েজ নেই। অনি গুনাহ করতেছেন।

    • @bindasgaming3877
      @bindasgaming3877 11 หลายเดือนก่อน +1

      জেনে বুঝে কথা বলো

    • @alaminsaif9612
      @alaminsaif9612 11 หลายเดือนก่อน +1

      অসভ্য জানোয়ারদের বসবাস।

    • @riyadhhossain1987
      @riyadhhossain1987 11 หลายเดือนก่อน

      দলিল কী?

    • @Bangla-zc8gz
      @Bangla-zc8gz 11 หลายเดือนก่อน +5

      ​@@riyadhhossain1987 সরাসরি কুরআনেই আছে।

    • @ShantaAkter-ge8vl
      @ShantaAkter-ge8vl 11 หลายเดือนก่อน +2

      @riyadhhossain1987 পবিত্র কোরআন শরীফ এর চাইতে বড় দলিল আপনার কি দরকার??

  • @DrMotaleb
    @DrMotaleb 24 วันที่ผ่านมา

    খুব সুন্দর দৃশ্য।

  • @Jschannel13
    @Jschannel13 11 หลายเดือนก่อน +8

    আমি সাংবাদিক ভাইদের বলবো,এদের পাসে লেগে থেকে এদের মুল তথ্য বাহির করা দরকার।

  • @MdSiful-b5v
    @MdSiful-b5v 11 หลายเดือนก่อน +20

    বুঝবি টাকা ফুরিয়ে গেলেই বুঝবি। সুখ কাকে বলে?

    • @abuzahid2759
      @abuzahid2759 11 หลายเดือนก่อน

      ফুরাবে না টাকা

  • @ajaykarmakar1155
    @ajaykarmakar1155 10 หลายเดือนก่อน +61

    ভালোবাসা সাত জনকে দেওয়া যায়না। পাম দেওয়া যায় কিছুদিন।

    • @parvinboby3680
      @parvinboby3680 6 หลายเดือนก่อน

      😂😂

    • @ArpitaMaity-e5r
      @ArpitaMaity-e5r 5 หลายเดือนก่อน

      Thik bolecho আমিতো কোনোদিন বরের ভাগ কাউকে দিতেই পারবনা সন্তান আর সামির ভাগ হয় না

  • @ahmeedmukter4819
    @ahmeedmukter4819 หลายเดือนก่อน

    কেমনে ???
    ভাই তুই একটা জিনিস ।

  • @emonbhuiya5285
    @emonbhuiya5285 11 หลายเดือนก่อน +169

    আর্থিক অবস্থা ভালো থাকলেই কেবল একাধিক বিয়ে করা সঠিক কাজ নয়,শারীরিক এবং মানসিক ভাবেও সক্ষমতা থাকাটা জরুরী।

    • @mdakter4261
      @mdakter4261 11 หลายเดือนก่อน +3

      তোমার কাছে কমেন লাগে ওনার কি সক্ষমতা নাই। আমি মনে করি উনার সব ক্ষমতা আছে বলেই ওনি শার্টটা বিয়ে করেছেন।

    • @mdnuralam9233
      @mdnuralam9233 11 หลายเดือนก่อน

      ​@@mdakter426100)

    • @AirinsVlog
      @AirinsVlog 11 หลายเดือนก่อน

      @@mdakter4261 নারী দিয়েই কামায়

    • @MAIMUNAKITCHEN
      @MAIMUNAKITCHEN 11 หลายเดือนก่อน +7

      সবগুলা নাটক ভিতরে গিয়ে খবর নেন এরা সব বদমাশি করে

    • @mehrahkhan4241
      @mehrahkhan4241 11 หลายเดือนก่อน +1

      কে বলছে আপনাকে শারীরিক ও ভালবাসা সমান হতে হবে এমন কোথাও নাই। আর্থিক ও সামাজিক সমতার কথা বলা হয়েছে।

  • @ealmmsalmmn6963
    @ealmmsalmmn6963 11 หลายเดือนก่อน +14

    আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দিও 😢😢😢

  • @FFJIBONAhmed
    @FFJIBONAhmed 7 หลายเดือนก่อน +4

    সত্যি অসাধারণ এই যুগে এরকম কোথাও দেখা যায় না

    • @abdurrazzak2543
      @abdurrazzak2543 หลายเดือนก่อน

      ভাই, আপনি এখানে 'অ'-সাধারণ কিছু খুঁজে পেয়েছেন?
      আমাদের তো ভয় হচ্ছে! আল্লাহর বিধান না মেনে শয়তানের প্ররোচায় জিনার কারণে, কখন যেন গজব চলে আসে?

  • @BadolKhan-r7e
    @BadolKhan-r7e หลายเดือนก่อน

    মাশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো

  • @ZAKIRHOSSAN-n8h
    @ZAKIRHOSSAN-n8h 11 หลายเดือนก่อน +38

    ৭ টা বিয়ে করা জায়েজ নেই।

  • @juddin608
    @juddin608 11 หลายเดือนก่อน +16

    ৭ বউয়ের সংসার সুখের হতে পারেনা মনে করি। ২/৩ বউয়ের সংসারেই স্বামীকে স্ত্রীদের মন যোগাতে অনেক কষ্টে দিনাতিপাত করতে দেখেছি।

    • @ShafiqulIslam-wn8nw
      @ShafiqulIslam-wn8nw 7 หลายเดือนก่อน

      শারীরিক সক্ষমতা থাকলে অবশ্যই সুখী হবে

  • @rahemawla
    @rahemawla 11 หลายเดือนก่อน +29

    জাহালিয়াতের জামানা ফিরে আসছে। ওহে রবিউল, তুমি করিয়াছো ভুল, হারাম, একসাথে চার বিবাহের অধিক বিবাহ করা হারাম। ❤

    • @mdmasudali3637
      @mdmasudali3637 11 หลายเดือนก่อน +2

      সঠিক বলেছেন
      মোট চার জন বউ রাখা যাবে

    • @missshakilaafrin9732
      @missshakilaafrin9732 11 หลายเดือนก่อน +1

      ji right

  • @mohammadajiz3583
    @mohammadajiz3583 11 หลายเดือนก่อน +44

    আমি একজন মুসলিম হিসাবে এটা শরিয়ত বিরোধী কাজ,,আল্লাহ ও আল্লাহ দয়া মায়া করে আমাদের সকলের গুনাহ মাপ করে দেন আল্লাহ।

    • @chadnirat1385
      @chadnirat1385 11 หลายเดือนก่อน +1

      আপনার যদি সমর্থন থেকে থাকে আপনি ও করে,

    • @mohammadajiz3583
      @mohammadajiz3583 11 หลายเดือนก่อน

      @@chadnirat1385 এখানে সামর্থ্যর কথা বলি নাই ভাই জান, আপনি যদি মুসলিম হন আপনার ধর্মের শরিয়ত কি বলে এটা দেখবেন না,,

    • @silakila2229
      @silakila2229 11 หลายเดือนก่อน +2

      @@chadnirat1385না ৪ জনের উপর বিধান নেই।

    • @MohammedZubir-y6g
      @MohammedZubir-y6g 11 หลายเดือนก่อน

      শরীয়ত কি তোমার বাপের যা ইচ্ছা তাই করবেন সামাজিক লোকরা এত নিম্ন হতে পারে ওখানে কে সঠিক মুসলিম মুসলিম নাই শরীয়ত নাই মুসলিম নাই আল্লাহ উনাকে সহি বুস দান কর

    • @learnandrelearn1755
      @learnandrelearn1755 11 หลายเดือนก่อน

      What is your problem

  • @imrujsekh3496
    @imrujsekh3496 11 หลายเดือนก่อน +5

    সমর্থ থাকলে অধিক বিয়ে করা যেতে পারে
    তবে আল্লাহর ইবাদত অবশ্যই করতে হবে
    আল্লাহ তুমি সকলকে হেদায়ত দাও আমিন 🕋🤲🤲

  • @MatiyarrahamanSk-og5rv
    @MatiyarrahamanSk-og5rv 9 หลายเดือนก่อน +48

    আমিও মা বাবার একমাত্র সন্তান,
    কিন্তু আমার মায়ের ইচ্ছে
    একটি মাএ বিয়ে করে,
    একটি বৌমা কে
    সুখী করে রাখতে,
    তাতে করে
    মহান আল্লাহ পাকের অশেষ রহমতে,
    আমি ও সুখী
    আমার স্ত্রী ও সুখী,

    • @world2317
      @world2317 5 หลายเดือนก่อน

      এটা ইসলাম বিরোধী কাজ

    • @SreeKrishnaGhosh
      @SreeKrishnaGhosh 3 หลายเดือนก่อน

      You are right, if you try polygamy it will go against humanity. Religion is to be blamed. 😮😮😮❤😅❤❤

  • @md.mohebbullah3333
    @md.mohebbullah3333 หลายเดือนก่อน +1

    নাউজুবিল্লাহ আল্লাহর আইনের বাইরে যারা কাজ করে তাদের জন্য ধিক্কার। তুমি তওবা করে ফিরে আসো এবং চারজন স্ত্রী অবশিষ্ট রাখো।😢

  • @mozammelhossain3707
    @mozammelhossain3707 11 หลายเดือนก่อน +19

    কোনভাবেই সম্ভব নয় সুখী হওয়া।

    • @MdSetu-he3er
      @MdSetu-he3er 11 หลายเดือนก่อน

      'আপনি কি তাদের সাথে যাইয়া দেখছেন যে তারা সুখী নয়.…?

    • @mozammelhossain3707
      @mozammelhossain3707 11 หลายเดือนก่อน

      @@MdSetu-he3er আরে বোকা ইসলামের বিরুদ্ধে কাজ করলে কেউ সুখী হতে পারে না। ইসলামে চারজন এর বেশি বিবাহ করা জায়েজ নেই ।

  • @tajulislam-wq1mn
    @tajulislam-wq1mn 11 หลายเดือนก่อน +50

    ও মুসলমান হলে সাত বিভাহ কেমনে করছে
    ও মুসলমান না ওকে আইনের আওতায় আনা উচিত।ও ইসলামের বিধান অব মাননা করছে ।

    • @mohibbullah4043
      @mohibbullah4043 11 หลายเดือนก่อน +1

      সহমত

    • @mazharulislam6620
      @mazharulislam6620 11 หลายเดือนก่อน

      মুসলমান নামের কলঙ্ক
      ঠিকানা জাহান্নাম বানাইতেছে

    • @manushermela
      @manushermela 11 หลายเดือนก่อน

      আপনার নবী সাহাবিদের তো তাহলে ফাঁসি দিতে হবে

  • @JonalAbedin-r5k
    @JonalAbedin-r5k 11 หลายเดือนก่อน +82

    ❤❤ হায়রে কপাল !!! ভাল মত একটা বিয়েই করতে পারলাম না !!! ❤

    • @LizaAkter-db3jd
      @LizaAkter-db3jd 11 หลายเดือนก่อน +3

      আহারে😂😂😂😢😢😢

    • @surminkhatun1023
      @surminkhatun1023 11 หลายเดือนก่อน +1

      So sad😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @AfrojaKhatun-h1m
      @AfrojaKhatun-h1m 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @mdanwarhossain4024
      @mdanwarhossain4024 11 หลายเดือนก่อน +1

      ​@@LizaAkter-db3jdআমিও একটা করতে পারলাম না

    • @SobnomShathi-uv1rg
      @SobnomShathi-uv1rg 11 หลายเดือนก่อน +2

      আপনারা পারবেন কিভাবে আপনাদের ভাগের গুলো আর একজন করে নিয়েছে

  • @NNn-zx4pd
    @NNn-zx4pd 5 หลายเดือนก่อน +2

    ইসলামী বিধান অমান্য অরাধে শাস্তি দেয়া হোক

  • @OpenMindWold
    @OpenMindWold 11 หลายเดือนก่อน +7

    ভাই দোয়া করি সুখে থাকেন আপনারা

  • @AbulkalamAzad-sb9ci
    @AbulkalamAzad-sb9ci 11 หลายเดือนก่อน +25

    একসাথে চারের অধিক স্ত্রী রাখা হারাম হারাম হারাম।

  • @somamukherjee7091
    @somamukherjee7091 11 หลายเดือนก่อน +39

    বিয়ে ছাড়া অন্য কোন কাজ নেই। ভগবান এটা সম্ভব ।😢

    • @joynalabedin-bk4on
      @joynalabedin-bk4on 11 หลายเดือนก่อน

      এ খবর দেখার পর এটাই আমি বুঝলাম না এ লোকের পত্নীদের অসুবিধা নেই মানুষের এত অসুবিধা কেন বিবাহ যার ইচ্ছা আকাক্ষার বিয়ষ

  • @monirhossain4170
    @monirhossain4170 หลายเดือนก่อน

    আল্লাহর রহমত সবাই মিলি মিশি থাকে❤

  • @SkRaselkhan80
    @SkRaselkhan80 11 หลายเดือนก่อน +75

    সব নাটক যতটা দেখছি ততটা সুখি হতে পারবে না কোনোদিন 😂😂😂

    • @DushtuMeye-cw6rc
      @DushtuMeye-cw6rc 7 หลายเดือนก่อน +1

      Na sotti aita amar nanu basar oi dike hoice

    • @bibhasmitra6337
      @bibhasmitra6337 6 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @HdManush
    @HdManush 10 หลายเดือนก่อน +21

    😢 সেতো ইসলামের বাইরে সেতো ইসলামের ভিতরেই নাই যেমন ছেলে তেমন মেয়ে

    • @baal-jano
      @baal-jano 5 หลายเดือนก่อน

      নো-বিচি থুক্কু, নবীজী স: কয়টা বিয়ে করেছিল ? 🤣

  • @ashikurrahman5928
    @ashikurrahman5928 11 หลายเดือนก่อน +20

    চারটি বিয়ে সুন্নত আলহামদুলিল্লাহ।
    আর একজন স্ত্রী আসক্ত পুরুষ উত্তম আলহামদুলিল্লাহ।

    • @AfrojaShila-oo1pe
      @AfrojaShila-oo1pe 11 หลายเดือนก่อน +1

      4ti biye kora sunnot o na foroj o na,but apnar ai kotha ta valo lagce akta biye kora purush uttom

    • @abdullahbinnoman3032
      @abdullahbinnoman3032 11 หลายเดือนก่อน

      ৭ টা বিয়ে?? এগুলো তো জেনা হচ্ছে?সে তো একজন জেনাকারী পুরুষ, ইসলামিক আইন মতে তাকে হত্যা করতে হবে

  • @sanjidajahanchowdhury1690
    @sanjidajahanchowdhury1690 2 หลายเดือนก่อน

    Ma sha allah ❤❤

  • @nurmohammed5724
    @nurmohammed5724 11 หลายเดือนก่อน +28

    শুনেছি ৪ বিয়ে করার জন্য ইসলাম বলা আছে কিন্তু ৭টা কেমনে আল্লাহ সবাইকে সঠিক বুজ দান করুক আমিন।

    • @নাঈমাইসলাম968
      @নাঈমাইসলাম968 11 หลายเดือนก่อน

      ১০০ টাও করা জাবে জদি সঠিক হয়

    • @MdreoneHossain
      @MdreoneHossain 11 หลายเดือนก่อน

      এই বউ গুলো দেখে তো নিষিদ্ধ পল্লী এর মেয়েদের মতো লাগছে 😂😂😂😂😂😂

    • @Bengalsultanate7
      @Bengalsultanate7 9 หลายเดือนก่อน

      @@নাঈমাইসলাম968 পাগল কোথাকার! ৪ টার বেশি জায়েজ না হারাম

    • @mohammadmostafa7014
      @mohammadmostafa7014 2 หลายเดือนก่อน

      ​@@নাঈমাইসলাম968 ধন্যবাদ সুন্দর করে জাল হাদিস বানানোর জন্য 🤨। যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলেন কেন

  • @sabujroy7054
    @sabujroy7054 11 หลายเดือนก่อน +105

    বিয়াদবের লিমিট থাকা উচিত

  • @MdMasidulislam-xj3rh
    @MdMasidulislam-xj3rh 9 หลายเดือนก่อน +10

    নোবেল পুরষ্কার টা ওনাকে দেওয়া চউিত 😂😂😂

    • @sajalghosh25
      @sajalghosh25 5 หลายเดือนก่อน

      O pabe NOBAL

  • @Sandip_Nandi_
    @Sandip_Nandi_ 5 หลายเดือนก่อน +5

    আমি গর্বিত আমি হিন্দু❤

  • @masudmadbar3597
    @masudmadbar3597 11 หลายเดือนก่อน +21

    যেমন মা তেমন তার মানত আর তেমন তার ছেলে

  • @M.P.Rubel.9
    @M.P.Rubel.9 11 หลายเดือนก่อน +98

    আর আমার কি কপাল ,আমার ভাগ্য পরিবর্তন করতে আঃলীতে ভোট দিতে হবে।

    • @foldgamerff8880
      @foldgamerff8880 11 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @MirzaMotin
      @MirzaMotin 11 หลายเดือนก่อน +1

      হা হা হা

    • @doulatjaman3853
      @doulatjaman3853 11 หลายเดือนก่อน +3

      তুই মনে হয় জাত পাকিস্তানি।

    • @mdmojiborrohman3957
      @mdmojiborrohman3957 11 หลายเดือนก่อน

      😅😅😅😅😅

    • @M.P.Rubel.9
      @M.P.Rubel.9 11 หลายเดือนก่อน

      @@doulatjaman3853 তুই করে কথা বলেন কেনো.? রিক্সার চালক মনে হয় আপনি। নাকি বাসের হেল্পার?.? নাকি দৌলতপুরের দালাল? হুম।
      আমি জাত পাকিস্তানি না ,আমার দাদা ছিলো পাকিস্তানি মিলিটারি ,আর নানা ছিলো নৌকার মাঝি। আর কিছু জানতে চান মি: দৌলতপুর জার্মান?

  • @sce-qr7yb
    @sce-qr7yb 11 หลายเดือนก่อน +11

    শাশুড়ি: আমার ছেলের ৭ জন স্ত্রী আছে😄😄☺☺
    শাশুড়ি: আমার স্বামীর ৭ জন স্ত্রী আছে😭😭😢😢😰😰.
    এটা সত্য যে আপনার যখন অনেক স্ত্রী থাকে, তখন আপনি কাউকেই পুরোপুরি ভালোবাসতে পারেন না। কারণ আপনাকে তাদের সমানভাবে ভালবাসতে হবে, এবং এটি অসম্ভব। আমাদের নবী এটা করেছেন কারণ তিনি perfectman ছিলেন, কিন্তু আপনার এবং আমার মতো অন্য সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয়। যার স্ত্রী বেশি, তাকে আল্লাহর কাছে বেশি হিসাব দিতে হবে। if i am wrong kindly correct me.
    সমগ্র বিশ্বে 50.4% পুরুষ এবং 49.6% মহিলা।😐😐

    • @ayondash7063
      @ayondash7063 11 หลายเดือนก่อน

      তোমার জামাই চার বিয়ে করবে।এটা পুরোপুরি জায়েজ।

  • @amitavade3298
    @amitavade3298 5 หลายเดือนก่อน

    কী সুখের গল্প!!
    14 সন্তান রয়েছে।
    দম আছে বলতে হবে।
    প্রণম্য ব্যক্তি। 🙏🙏

  • @DobirAhmed-ux8hl
    @DobirAhmed-ux8hl 11 หลายเดือนก่อน +16

    ,যেমন মা তেমন ছেলে আল্লাহ য় মাফ করতা।

  • @mdshohagmia5307
    @mdshohagmia5307 11 หลายเดือนก่อน +33

    ইসলাম ধর্ম শিক্ষা করা ফরজ সবার উচিত ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে জানা ইসলামে শান্তি আছে ইসলাম ধর্মের শুধু একসাথে চারজনকে রাখা যাবে তার উপরে হলে জিনা হবে

    • @abulhashim9156
      @abulhashim9156 11 หลายเดือนก่อน

      এক সঙ্গে চার বিয়েও যদি সামর্থ না থাকে আর চারের অধিক কোনক্রমেই সিদ্ধ নয় এই উম্মাহর জন্যে।

    • @parvezmojumder8146
      @parvezmojumder8146 11 หลายเดือนก่อน

      লুচ্চা 😮

    • @bikarnadas1309
      @bikarnadas1309 11 หลายเดือนก่อน

      😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣

    • @BidyutGhosh-mt8uo
      @BidyutGhosh-mt8uo 11 หลายเดือนก่อน

      Islam is Dirty Religion and False
      Nastik Asif Mohiuddin Tell 100% correct and This is Proved

    • @mohammadmostafa7014
      @mohammadmostafa7014 2 หลายเดือนก่อน

      ​@@bikarnadas1309তর লজ্জা নাই? নাকি পারিবারিক শিক্ষার অভাব? হিন্দু হয়ে মুসলমান এক ভাইয়ের ভাইয়ের কমেন্টে এসব রিএক্ট দেছ 🤔

  • @nadiaakhtar1010
    @nadiaakhtar1010 11 หลายเดือนก่อน +12

    এদের সম্পর্কে কি কমেন্ট করবো! অনেক কিছুই বলা যায় কিন্তু এর সম্পর্কে যতই বলবো তা অনেক কম হবে। মানুষ ভালো হলে কখনোই এত নিকৃষ্ট কাজ করতো না। একটা ভালো মানুষ একজন wife নিয়েই সুখী হতে পারে। এই যুগে একজন সত্যিকারের ভালো মানুষ যাকে আদর্শ ব্যক্তিত্ব ও বলা যায় তিনি কখনোই একজন wife থাকতে আরেকটা বিয়ে করবে না। এটা ভালো মানুষ চেনার একটা প্রধান বৈশিষ্ট্য আমি মনে করি।

  • @alleasyinfo5516
    @alleasyinfo5516 4 หลายเดือนก่อน

    খুব সুন্দর লাগছে.....*কিন্তু ভাই আমরা একটা নিয়ে হিমশিম খাচ্ছি....তুমি হলে ভাই আল্লাহর অবতার....🎉

  • @naziatabassamitanha7657
    @naziatabassamitanha7657 11 หลายเดือนก่อน +16

    এটা কোনো গর্ব বা আনন্দের বিষয় না সাতটা বিয়ে এর দ্বারা সমাজে কল্যানকর কিছু বয়ে আনবে বরং বিপদজনক হয়ে উঠতে পারে