ความคิดเห็น •

  • @TheBongXplorer
    @TheBongXplorer ปีที่แล้ว +49

    সরাসরি আমার সাথে কথা বলতে ইনস্টাগ্রামে follow করতে পারেন
    instagram.com/thebongxplorer/

    • @robamaenterprise510
      @robamaenterprise510 ปีที่แล้ว +1

      🇧🇩

    • @AhmadRs-qm2ft
      @AhmadRs-qm2ft ปีที่แล้ว

      Bangladesh dan india negara kotor dan miskin

    • @nayanislam6875
      @nayanislam6875 ปีที่แล้ว

      বাংলাদেশে তো আপনি আসেন এবার আসলে সিল্ক সিটিতে আসবেন রাতের শহর অনেক সুন্দর

    • @Bong_guy1983
      @Bong_guy1983 ปีที่แล้ว

      সৈকত বাবু আপনাকে ইনস্টাগ্রামে ফলো করে কি কোন লাভ হবে আপনিতো মেসেজের রিপ্লাই করেন না😅😅😅

    • @shamimaakter1752
      @shamimaakter1752 ปีที่แล้ว

      Yeasir bin nayeem ❤😂🎉😢😮😅

  • @TravelWithTheBong
    @TravelWithTheBong ปีที่แล้ว +7

    বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন জানাই তার প্রথম মেট্রো রেল চালু হবার জন্য । আরো অগ্রগতি হোক আমাদের এই প্রতিবেশী দেশটির । অনেকদিনের ইচ্ছা বাংলাদেশ যাবার , আশাকরি কোনো একদিন হবে ॥

    • @markinboy
      @markinboy ปีที่แล้ว +1

      অবশ্যই আসবেন।

    • @TravelWithTheBong
      @TravelWithTheBong ปีที่แล้ว +1

      @@markinboy অনেক ধন্যবাদ দাদাভাই

  • @prasenjitpratihar9664
    @prasenjitpratihar9664 ปีที่แล้ว +487

    আমরা ভারতীয়রা যদিও মেট্রোতে চড়তে অভ্যস্ত তবুও আমরা বাঙালিদের নুতন কিছু পাবার আনন্দ ও আবেগ বুঝি।।
    দিনশেষে তো আমরা সব্বাই বাঙালি।।।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @cutecat1810
      @cutecat1810 ปีที่แล้ว

      Love you brother 💖

    • @sharifulsabur4960
      @sharifulsabur4960 ปีที่แล้ว +16

      প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি!!এতো সুন্দর ট্রেন ও স্টেশন উন্নত বিশ্বেই দেখেছি🇧🇩

    • @psc6747
      @psc6747 ปีที่แล้ว +18

      @@sharifulsabur4960 ভাই আমাদের ভারতের লোকাল ট্রেনের এর থেকে ভালো 😂😂 আপনাকে আমন্ত্রণ রইল আমাদের ভারতে এসে দেখে যাবেন রেল ব্যবস্থা 🙂

    • @sharifulsabur4960
      @sharifulsabur4960 ปีที่แล้ว +9

      @@psc6747 ওমা তাই নাকি??তাইতো তোমদের পশ্চিমবঙ্গের মিডিয়া কি যেন বললো???

    • @sharifulsabur4960
      @sharifulsabur4960 ปีที่แล้ว

      @@psc6747 নির্লজ্জ হলে যা হয় আর কি!!!

  • @Shahinparvez02
    @Shahinparvez02 ปีที่แล้ว +118

    দেশের উন্নয়ন দেখলে গর্বে বুকটা ভরে যায়।

    • @newexpertsworld8741
      @newexpertsworld8741 ปีที่แล้ว +1

      আমারও।🥰🥰😘

    • @MUKUL760
      @MUKUL760 ปีที่แล้ว +2

      🇨🇳🇨🇳 Made in CHINA 🐉❤️🇨🇳🇨🇳🇨🇳

    • @MUKUL760
      @MUKUL760 ปีที่แล้ว +1

      এই ট্রেনটি ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে তার কারণ হলো এই ট্রেনটি পুরোপুরি EMU ট্রেনের মতন। এই ট্রেনের প্রতিটি কোচের মধ্যেই একটি করে মোটর লাগানো আছে।। এই ট্রেনটিকে বলা যায় ইঞ্জিন বিহীন একটি ট্রেন ।
      বন্দে ভারত এক্সপ্রেসও সেই রকম টাইপেরই বানানো হয়েছে।

    • @sarifuzzamansifat4560
      @sarifuzzamansifat4560 ปีที่แล้ว

      @@MUKUL760 এটা জাপানি প্রযুক্তি। মাথামোটা

    • @utsabbanerjee2770
      @utsabbanerjee2770 ปีที่แล้ว

      মুসলিম রা ইসলাম নিয়ে পাগল। আমরা আমাদের ধর্ম নিয়ে উদাসিন। এটা বামপন্থী রাজ আর কংগ্রেসি রাজ এর এফেক্ট

  • @RaselAhmed-dd6hu
    @RaselAhmed-dd6hu ปีที่แล้ว +3

    এপার বাংলা ওপার বাংলা সবই আমাদের বাংলা।🇧🇩ধন্যবাদ

  • @shamikghosal8283
    @shamikghosal8283 ปีที่แล้ว +1

    Wonderfully Bangladesh is going on.But more astounding will it be if Bangladesh succeeds in building more improved technology based metro rail by virtue of her own technologies.

  • @xpresstrains
    @xpresstrains ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ, দাদা...ভারত থেকে বাংলাদেশে এসে এরকম সুন্দর একটি ভিডিও করার জন্য।

  • @azimasultana5826
    @azimasultana5826 ปีที่แล้ว

    সত্যি খুবই ভালো লাগছে পশ্চিম বঙ্গের ইয়াং এই বন্ধুর মূখে বাংলাদেশের মেট্রোরেল এর প্রসংশায়। অনেক সুন্দর উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ। 🌿♦️🍒🌿 Sabbir khan 🍒🌿

  • @samratmdl4444
    @samratmdl4444 ปีที่แล้ว +2

    🇧🇩🇧🇩🇧🇩

  • @swagatodas4869
    @swagatodas4869 ปีที่แล้ว +621

    কলকাতা তথা পশ্চিমবঙ্গের বড় বড় youtuber যখন vande bharat নিয়ে ব্যাস্ত আপনি তখন বাংলাদেশ এর latest রেল এর এডিশন নিয়ে হাজির। অভিনন্দন রইলো

    • @umar-93
      @umar-93 ปีที่แล้ว +27

      Be Positive don't have to be jealous after all we are Bengali. Hundreds of Indian engineers working on this project

    • @nusratfattah1000
      @nusratfattah1000 ปีที่แล้ว +15

      যাদের কথা বলছেন তারা কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিল, কিন্তু এখন সেই সময়ের ভিডিও আপলোড দিয়েছে।তারা বর্তমানে বাংলাদেশে নেই।

    • @কামদেব
      @কামদেব ปีที่แล้ว

      হিংসা লাগছে নাকি দাদা?? কামদেব রেডি আছে তোমাদের জন্য।

    • @mrsomen3155
      @mrsomen3155 ปีที่แล้ว +7

      স্বাভাবিক নয় কি??
      দেশের লোক দেশের টা আগে না দেখিয়ে বিদেশের টা আগে থরি দেখাতে যাবে।

    • @mrsomen3155
      @mrsomen3155 ปีที่แล้ว

      @@nusratfattah1000 উনি অতো বুঝলে তো হয়েই যেতো।

  • @jackyn6093
    @jackyn6093 ปีที่แล้ว +41

    ダッカのみなさんが喜んでいて、私も嬉しいです。貴国の益々の発展をお祈りいたします。

  • @chirantanaich1206
    @chirantanaich1206 ปีที่แล้ว +255

    অভিনন্দন বাংলাদেশকে তাদের প্রথম মেট্রো রেলের জন্য বাংলাদেশের মেট্রো আরো অগ্রগতির পথে এগিয়ে যাক শুভকামনা রইলো কলকাতা ভারত থেকে।🇮🇳❤️🇧🇩

    • @siddikasultana7295
      @siddikasultana7295 ปีที่แล้ว +6

      dhonnobad dada Bangladesh theke bolchi

    • @chirantanaich1206
      @chirantanaich1206 ปีที่แล้ว

      @@siddikasultana7295 Oh ami 2017 shale bangladesh gechilam tokhon metro rail tairi hocchilo tokhono complete hoyni erpor jodi kokhono jai tahole obosshoi apnader metro chorbo.

    • @abhishekgamerz2668
      @abhishekgamerz2668 ปีที่แล้ว +4

      DHONNOBAD . 🇧🇩❤️🇮🇳

    • @siddikasultana7295
      @siddikasultana7295 ปีที่แล้ว +1

      @@chirantanaich1206 inahallah obosshoi ashben apnar ashar opekkha roilo😄 khub shiggiri ashben

    • @wtfgamerz1321
      @wtfgamerz1321 ปีที่แล้ว +3

      ধন্যবাদ দাদা বাংলাদেশ থেকে❤️🇧🇩

  • @shamima_shumy
    @shamima_shumy ปีที่แล้ว +491

    আমি আমেরিকাতে থাকি, এখানে সাবওয়ে দেখেছি। কিন্তু আমার নিজের দেশ বাংলাদেশের মেট্রোরেল দেখে আমার চোখে পানি চলে আসলো… 🥹 অনেক সুন্দর হয়েছে।❤ আলহামদুলিল্লাহ… মাশাহ’আল্লাহ। আমার দেশ এবং দেশের মানুষের মঙ্গল হোক।🤲

    • @integratedfarm2080
      @integratedfarm2080 ปีที่แล้ว +13

      আমরা সিরাজ দৌলার সময়কার বঙ্গদেশ দেখতে চাই। আমরা এই বাংলাদেশকে আগের অবস্থায় নিয়ে যেতে চাই। ওরা যদি অখন্ড ভারত চায় আমরা কেনো অখন্ড বঙ্গদেশ চাবো না। কৃষক জননেতা ফজলুল হকের দাবি অনুযায়ী বাংলাদেশ দেখতে চাই। যেটা তিনি লাহোর প্রস্তাবে করেছিলেন। এই বঙ্গভূমিকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করা হয়েছে। এর পেছনে চক্রান্ত রয়েছে মারওয়ারি মারাঠি, আর কিছু স্বার্থনিষ্ঠ বাঙালি।

    • @shojibvlog7138
      @shojibvlog7138 ปีที่แล้ว +2

      ❤❤❤❤

    • @mdshafiquleislam3056
      @mdshafiquleislam3056 ปีที่แล้ว +2

      ভালোবাসা এ রকম।

    • @NewsExposureTv
      @NewsExposureTv ปีที่แล้ว

      💝❤

    • @prof.chittarangandebnath9239
      @prof.chittarangandebnath9239 ปีที่แล้ว +6

      আপনার এই কমেন্ট পড়ে আমারও চোখের পানি এসে গেল। শুভকামনা

  • @NewsExposureTv
    @NewsExposureTv ปีที่แล้ว +42

    আমার বাসা উত্তরা, সময় পেলে বেড়াতে এসো ❤💝

  • @mdtareqmolla85
    @mdtareqmolla85 ปีที่แล้ว +664

    সৌদি আরব থেকে দেখলাম,,, ভারতীয় একটা ভাইয়ের মুখ থেকে বাংলাদেশের প্রসংসা শুনে ভালো লাগলো এগিয়ে যাক আমার দেশ❤️

    • @mdsifat1495
      @mdsifat1495 ปีที่แล้ว +11

      Tar Jono অবদান দেশের মানুষের আর যোগ্য নেতৃত্ব এর

    • @integratedfarm2080
      @integratedfarm2080 ปีที่แล้ว +16

      আমরা সিরাজ দৌলার সময়কার বঙ্গদেশ দেখতে চাই। আমরা এই বাংলাদেশকে আগের অবস্থায় নিয়ে যেতে চাই। ওরা যদি অখন্ড ভারত চায় আমরা কেনো অখন্ড বঙ্গদেশ চাবো না। কৃষক জননেতা ফজলুল হকের দাবি অনুযায়ী বাংলাদেশ দেখতে চাই। যেটা তিনি লাহোর প্রস্তাবে করেছিলেন। এই বঙ্গভূমিকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করা হয়েছে। এর পেছনে চক্রান্ত রয়েছে মারওয়ারি মারাঠি, আর কিছু স্বার্থনিষ্ঠ বাঙালি।

    • @jamalpatwary6009
      @jamalpatwary6009 ปีที่แล้ว

      র এর এজেন্ট হুশিয়ার সাবধান। ভারতীয় রাজাকার ভারতে ফিরে যা। তোরা রাতের ভোটের অামুলিক জালেম সরকার বাংলাদেশ শ্রীলঙ্কা বানিয়ে ফেলেছিস। তোদেরকে পিটিয়ে পিটিয়ে এদেশ ছাড়া করা হবে। এ মুহূর্তে দরকার বিএনপি জামায়াত হেফাজত দেশপ্রেমিক সরকার। কে বলেরে রাজাকার সাইদি মোদের অহংকার।

    • @nawalbangali61
      @nawalbangali61 ปีที่แล้ว +10

      ভাইটা ভারতীয় অথবা বাংলাদেশী তাতে কিছু আসে যায় না। উভয়ের ধমনীতে বাঙালি রক্ত/ডিএনএ সেটাই বাস্তব সত্য। রাষ্ট্র বা সম্প্রদায় হচ্ছে মানবসৃষ্ট পরিচয় আর জাতি হচ্ছে প্রাকৃতিক/ঐশ্বরিক পরিচয়। বিশ্বের যেকোন প্রান্তে বাঙালিয়ানার জয় হোক সেটাই কাম্য। 💞🙏

    • @dipakdebnath2285
      @dipakdebnath2285 ปีที่แล้ว +9

      @@integratedfarm2080 ভাগাভাগি করে ছিল হায়দ্রাবাদের মুসলিমরা। হিন্দু কখনো ভাগ হতে চায় নি। আর এত বাঙালি বাঙালি করে কি লাভ, বাংলাদেশীরা তো এখন উর্দু শিখতে ব‍্যস্থ। ফেসবুকের কমেন্ট টা পর্যন্ত উর্দু ছাড়া লিখে না।

  • @laksba2555
    @laksba2555 ปีที่แล้ว +60

    কলকাতা থেকে অনেক কষ্ট করে
    আমাদের বাংলাদেশে এসে আনন্দ উপভোগ
    করার জন্য
    এবং ভিডিওটা অনেকেরই দেখানোর সুযোগ
    করে দেওয়ার জন্য .
    তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ😘💕🦋

  • @azomshah4947
    @azomshah4947 ปีที่แล้ว +355

    কলকাতা থেকে অনেক কষ্ট করে
    আমাদের বাংলাদেশে এসে আনন্দ উপভোগ
    করার জন্য
    এবং ভিডিওটা অনেকেরই দেখানোর সুযোগ
    করে দেওয়ার জন্য
    তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ😘💕🦋

    • @integratedfarm2080
      @integratedfarm2080 ปีที่แล้ว

      আমরা সিরাজ দৌলার সময়কার বঙ্গদেশ দেখতে চাই। আমরা এই বাংলাদেশকে আগের অবস্থায় নিয়ে যেতে চাই। ওরা যদি অখন্ড ভারত চায় আমরা কেনো অখন্ড বঙ্গদেশ চাবো না। কৃষক জননেতা ফজলুল হকের দাবি অনুযায়ী বাংলাদেশ দেখতে চাই। যেটা তিনি লাহোর প্রস্তাবে করেছিলেন। এই বঙ্গভূমিকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করা হয়েছে। এর পেছনে চক্রান্ত রয়েছে মারওয়ারি মারাঠি, আর কিছু স্বার্থনিষ্ঠ বাঙালি।

    • @aibratul1656
      @aibratul1656 ปีที่แล้ว

      @@integratedfarm2080 Sheta ar shomvob na. British ra amader moddhe shamprodayikota ar ugrobadita chhoriye diye gese.

    • @SHAFIQ2424
      @SHAFIQ2424 ปีที่แล้ว

      @@integratedfarm2080 ভাই সব জায়গায় রাজনীতি করা ঠিক না।

    • @anupammitra4791
      @anupammitra4791 ปีที่แล้ว

      @@integratedfarm2080 সিরাজদৌলা কেন? তার আগেও তো বাংলা ছিল। হটাৎ সিরাজদৌলা কেন? সেই বাংলা ছিল ভারতীয় সংস্কৃতির সনাতন বাংলা। সেটাই বাংলা, চৈতন্যদেব যেখানে জন্মেছিলেন। আমরা ভারতীয় আছি থাকবো। সবাই মিলে ভারতীয়। কিছু মুসলিমরা ধর্মের ভিত্তিতে একটুকরো আলাদা করেছে আমরা ওসবে নেই চাইও না।ভারতই সব। আমাদের ইতিহাস আছে, কিছু দখলদার অতীতে রাজত্ব করলেও হেরিটেজ পাল্টায় না। বাংলাদেশ, পাকিস্তান এদের ইতিহাস নেই। একটু অতীতে গেলেই ভারতীয় সংস্কৃতি ওদেরও আদি ছিল। জেটা ওরা সাবধানে স্বীকার করে না। কিন্তু একটা জাতি গঠন, স্কুলের সিললাবাস এসব করতে অতীত লাগে। কিকরে ভারত বাদদিয়ে ওরা ইতিহাস লেখে? ইন্দোনেশিয়া বৃহত্তম মুসলিম দেশ হয়েও ইতিহাস পোছেনি। ওরা হিন্দু মূর্তি সম্মান করে। ওদের মুদ্রায় হিন্দু মূর্তি আছে। এয়ারলাইন্স ও নামে রামায়ানের গরুরা। রামায়ণ ওদের প্রিয়।

    • @mr.39938
      @mr.39938 ปีที่แล้ว

      @@integratedfarm2080 तृई चूप थाक....🤫

  • @sudhirghosh_
    @sudhirghosh_ ปีที่แล้ว +221

    পশ্চিমবঙ্গ থেকে অনেক অভিনন্দন বাংলাদেশকে।

    • @manmohanbiswas1392
      @manmohanbiswas1392 ปีที่แล้ว

      পশ্চিম বঙ্গের মেট্রোতে মনে হয় মহিলা কোচ নেই কিন্তু দিল্লির মেট্রোতে আগে ও সব থেকে পিছনেৱ কোচ মহিলাদের জন্য।মহিলা কোচে কোনো পুরুষ প্রবেশ মানা কিন্তু এই দুই কোচ ছাড়া বাকি কোচেও মহিলারা উঠতে পারে।দিল্লিতেও মাটির নিচে ও উপরে উভয়ে মেট্রো লাইন আর সব স্টেশনে লিফট ও এসকেলেটার বা চলমান শিরি আছে।স্লাইডিং ডোর কোনো কোনো মেট্রোতে আছে।ভারতে মেট্রো সিটির মধ্যে সব থেকে দিল্লিতে মট্রো ও মেট্রো লাইন অসংখ্য ও খুব বেশি।দিল্লির মেট্রোতে ও কলকাতার মতো টোকেন এবং পাস সেটা এমনি কার্ডের মতো।🙏

  • @hasnatulnurah7107
    @hasnatulnurah7107 ปีที่แล้ว +175

    ধন্যবাদ বাংলাদেশকে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য 🤗

    • @swarupbanerjee147
      @swarupbanerjee147 ปีที่แล้ว

      ভারতীয়রা সুন্দর ভাবেই উপস্থাপন করে । কিন্তু বাংলাদেসিরা অন্য দেশে গেলে সেই দেশের খালি খুঁত ধরে বেড়ায়।

    • @NewsExposureTv
      @NewsExposureTv ปีที่แล้ว +1

      ❤💝

    • @jamalpatwary6009
      @jamalpatwary6009 ปีที่แล้ว

      র এর এজেন্ট হুশিয়ার সাবধান। ভারতীয় রাজাকার ভারতে ফিরে যা। তোরা রাতের ভোটের অামুলিক জালেম সরকার বাংলাদেশ শ্রীলঙ্কা বানিয়ে ফেলেছিস। তোদেরকে পিটিয়ে পিটিয়ে এদেশ ছাড়া করা হবে। এ মুহূর্তে দরকার বিএনপি জামায়াত হেফাজত দেশপ্রেমিক সরকার। কে বলেরে রাজাকার সাইদি মোদের অহংকার।

  • @subratabhattacharyya2559
    @subratabhattacharyya2559 ปีที่แล้ว +6

    আমি কলকাতা থেকে বলছি। জন্মসূত্রে আমি বাঙাল। মনেপ্রাণেও। এতদিন বাংলাদেশ বলতে আবু সইদ স্যার বা সলিমুল্লাহ স্যার, উনাদের সব ভিডিও গোগ্রাসে গিলেছি। কিম্বা তাহসান খান বা নুসরাত তিশার হাত ধরে বাংলাদেশের সাথে একাত্ম হয়েছি। সম্প্রতি এক বছর ধরে চঞ্চল চৌধুরী আচ্ছন্ন করে রেখেছেন। তবে বাংলাদেশের পদ্মা সেতু আর মেট্রো দেখে চোখে জল এসে গেল। কি দারুণ এগিয়ে যাচ্ছে আমার ভাইরা বোনেরা। তোমাদের উন্নয়নে আমিও মানসিকভাবে তোমাদের শরিক। ভালো থেকো।

    • @hakunamatata3935
      @hakunamatata3935 ปีที่แล้ว

      বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা ❤❤❤

  • @gazimohammadshakil7970
    @gazimohammadshakil7970 ปีที่แล้ว +119

    কাতার থেকে দেখলাম। কাতারের মেট্রোরেল সেইম একইরকম। আপনাকে ধন্যবাদ বিডিও উপহার দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @abdulrahem890
      @abdulrahem890 ปีที่แล้ว +2

      na kamba kareq ke boot deu

  • @ShikhaVlogsinSpain
    @ShikhaVlogsinSpain ปีที่แล้ว +31

    স্পেন থেকে দেখছি,,,,, অনেক ভাল লাগল,,,সোনার বাংলা আরো এগিয়ে যাক,,,অমরা সব রেমিট্যান্স যোদ্ধারা সবসময় চায়। Best of luck bro...🇧🇩🇧🇩🇦🇩🇦🇩🇦🇩

    • @suorerbacha9426
      @suorerbacha9426 ปีที่แล้ว

      Bokachoda oita Andorrar flag Spanish flag na,tui Spaine thakos ar oder flag tui chinos na?

    • @oman-oman4973
      @oman-oman4973 ปีที่แล้ว

      Hi i miss you like you very much please send me your phone number 🌹🤝🌹

  • @TanzirRahman
    @TanzirRahman ปีที่แล้ว +49

    মনে হচ্ছে জাপানের কোন মেট্রো দেখছি। এক কথায় অস্থির।

  • @SumitPaul3
    @SumitPaul3 ปีที่แล้ว +20

    উফ অসাধারণ। কবে যে বাংলাদেশ যাব। বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। ঢাকাবাসীকে যানজট জ্যামের হাত থেকে রক্ষা দেওয়ার জন্য। এটা যে শুধু মেট্রো রেলের জার্নি শুরু হল তা নয় সঙ্গে বিখ্যাত ঢাকা জ্যামের পরিসমাপ্তির জার্নি শুরু হল 😀😀😀

  • @mindsatisfying254
    @mindsatisfying254 ปีที่แล้ว +853

    ইতালি থেকে দেখছিলাম ভালই লাগলো, মনে হচ্ছিল ইউরোপের কোন স্টেশন। এগিয়ে যাক আমার দেশ❤️❤️❤️

    • @shahanulislambhuiyan6538
      @shahanulislambhuiyan6538 ปีที่แล้ว +22

      Arokom stain stell bulletproof train south Asia ar Kono Desh a Nai. Ar arokom luxury Elevhated station Arob Desh chara Kono Desh a Nai

    • @FlyWithHazard
      @FlyWithHazard ปีที่แล้ว +10

      ​@@shahanulislambhuiyan6538oita k bolbe World er sobcheye Expensive metro 🚇

    • @FlyWithHazard
      @FlyWithHazard ปีที่แล้ว

      ​@@shahanulislambhuiyan6538যাক, উন্নয়নের ধারা অব্যাহত থাকতেছে! আরতো মাত্র 'একটু' বাকি ছিল। আগামী ১৫বছরের মধ্যে সেই একটুও কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। তারপর বাংলাদেশ হয়ে যাবে সিংগাপুর! তখন মালয়েশিয়া আর মিডিল ইস্ট থেকে ঝাকেঝাকে লোক শ্রমিক ভিসায় বাংলাদেশে আসবে কাজ করার জন্য। জাপান আর চীনকে সেতুফেতু বানানোর জন্য ঋন সহায়তা দেবে বাংলাদেশ। আমেরিকা আর ব্রিটেন থেকে ছেলেমেয়েরা ঢাকার তিতুমীর কলেজে ভর্তি হবার জন্য এপ্লাই করবে! পড়াশোনার খরচ যোগানোর জন্য পাঠাও চালাবে, ওভাই চালাবে, উইকএন্ডে লেগুনার হেল্পারি করবে! ভাবতেই কেমন শিহরিত হয়ে যাচ্ছি!🥳🥳🥳

    • @funzon20
      @funzon20 ปีที่แล้ว +13

      হ ভাই যেখানে ভাষা জন্য এত মানুষ মারা গেলো..! 🙂 আজ সেইখানে বাংলা ভাষা নাই

    • @yeamenbin
      @yeamenbin ปีที่แล้ว

      নিজ দেশের কিছু সংখ্যক গোষ্ঠীর জীবগুলো উন্নয়ন মেনে নিতে পারছেনা।

  • @joelsarker3277
    @joelsarker3277 ปีที่แล้ว +28

    উন্নতির পরশ লেগে গেছে বাংলাদেশের গায়ে। ভাবতে ভালো লাগছে উন্নত দেশগুলির সাথে তাল মিলিয়ে আগামীর পথ চলব। আমার প্রিয় মাতৃভূমি।

  • @mongmarma2625
    @mongmarma2625 ปีที่แล้ว +60

    দাদা তোমাকে শুভেচ্ছা
    অনেক কষ্ট করে আমাদের দেশে এসে
    মেট্রোরেল উপভোগ ও আমাদের মেট্রোরেলকে প্রশংসা করেছেন সে জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @mddidarkhan274
    @mddidarkhan274 ปีที่แล้ว +18

    দেশের উন্নতি দেখলে মনটা আনন্দে ভরে যায়।মনে প্রশান্তি জাগে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তুমি এগিয়ে যাও। বাংলাদেশ আমার গর্ব, বাংলাদেশ দীর্ঘজীবী হোক 🇧🇩

  • @srijanmaiti6754
    @srijanmaiti6754 ปีที่แล้ว +51

    ভিডিও দেখেই বোঝা যাচ্ছে ঢাকা মেট্রো খুব সুন্দর হয়েছে।

  • @md.masudrana1364
    @md.masudrana1364 ปีที่แล้ว +21

    পুরো ভিডিও দেখার আগেই কমেন্ট করলাম।
    দাদাকে আমার ভালো লাগছে ওনার মানসিকতার প্রশংসা করার মত।
    মাদারীপুর এসে বেড়িয়ে যান দাদা

  • @mdforidulislam4281
    @mdforidulislam4281 ปีที่แล้ว +85

    ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে,,, উন্নয়নের এক মহাসড়কে নিয়ে গেছেন তিনি। ইনশাআল্লাহ তিনার নেতৃত্বে বাংলাদেশ একদিন উন্নত দেশে পদার্পণ করবে।

  • @ejogajog3023
    @ejogajog3023 ปีที่แล้ว +25

    বাংলাদেশের মেট্রোরেল দেখে আমার চোখে পানি চলে আসলো । ভিডিওটা দেখানোর জন্য ধন্যবাদ । বাংলাদেশকে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

  • @haqkotha2640
    @haqkotha2640 ปีที่แล้ว +217

    দুই বাংলাই সবসময় ভালো বন্ধুত্বের সাথে আছে।

    • @integratedfarm2080
      @integratedfarm2080 ปีที่แล้ว +8

      আমরা সিরাজ দৌলার সময়কার বঙ্গদেশ দেখতে চাই। আমরা এই বাংলাদেশকে আগের অবস্থায় নিয়ে যেতে চাই। ওরা যদি অখন্ড ভারত চায় আমরা কেনো অখন্ড বঙ্গদেশ চাবো না। কৃষক জননেতা ফজলুল হকের দাবি অনুযায়ী বাংলাদেশ দেখতে চাই। যেটা তিনি লাহোর প্রস্তাবে করেছিলেন। এই বঙ্গভূমিকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করা হয়েছে। এর পেছনে চক্রান্ত রয়েছে মারওয়ারি মারাঠি, আর কিছু স্বার্থনিষ্ঠ বাঙালি।

    • @chandanlahiri7648
      @chandanlahiri7648 ปีที่แล้ว +7

      হক কথা,
      আহা, আপনার কথা শুনে ভালো লাগলো। কিন্তু নিষ্ঠুর সত্য হোল,এই বন্ধুত্বটা কোনোদিনই সম্ভব হবেনা।কারণ বন্ধুত্ব কখনও এক তরফা হয়না। কাফেরদের সাথে কখনও বন্ধুত্ব করবে না - এটা কোরানের নির্দেশ। এই রূঢ় কথা বলার জন্য মাফ চাইছি।

    • @subhasnag8438
      @subhasnag8438 ปีที่แล้ว

      @@chandanlahiri7648 tui akta Bangladeshi kutta

    • @chirantanaich1206
      @chirantanaich1206 ปีที่แล้ว

      @@integratedfarm2080 Amrao samrat ashok er samrajjo ,gupta samrajjo o mughal samrajjer akhondo bharot ke dekhte chai jar moddhe dui banglake ek kore bharoter ekti ongorajjyo te porinoto korte chai amader netaji subhash chandra boser sadhin bharot o otut bharoter sopno ke poripurno korte chai.British o jinnah ebong kichu sarnthaneshi bangali mile chokranto kore bharot ke bhaag korechilo sei chokranto ke bifol kore ek punarai notun okhondo bharot gorte chai. Joy Bangla, Joy Hind.

    • @haqkotha2640
      @haqkotha2640 ปีที่แล้ว

      @@chandanlahiri7648 সব ধর্মের মানুষকে সম্মান করতে হবে।

  • @desayeedcharles5242
    @desayeedcharles5242 ปีที่แล้ว +95

    খুব শীঘ্রই Subway station চালু হবে বাংলাদেশে এবং কভারেজ দেবে দেশের বড় বড় শহগুলোতে ✌️💖

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz ปีที่แล้ว +11

      '২০২৩ এ আরও ২ মেট্রোরেল লাইন নির্মাণ শুরু'
      ২০২৩ সালে আরও দুটি মেট্রোরেল লাইনের ভৌত কাঠামো নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এমআরটি লাইন-৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।
      দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১-এর ভৌত কাজ জানুয়ারিতে এবং এমআরটি লাইন-৫ (উত্তর রুট)-এর কাজ জুলাই মাসে শুরু হবে বলে জানিয়েছেন এম এ এন সিদ্দিক।
      বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ফলক উন্মোচনের মধ্য দিয়ে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
      প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রওশন আরা মান্নান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ডিএমটিসিএলের এমডি মন সিদ্দিক, এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক আফতাব উদ্দিন তালুকদার, ঢাকায় নিযুক্ত নতুন জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদেসহ অনেকে।
      উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাকটিকেট, প্রথম দিনের কভার ও স্মারক নোট উন্মোচন করবেন।

    • @NewsExposureTv
      @NewsExposureTv ปีที่แล้ว +1

      ❤💝

  • @ishitajahanofficial8832
    @ishitajahanofficial8832 ปีที่แล้ว +55

    কলকাতা থেকে এসে ডিজিটাল বাংলাদেশ কে উপভোগ করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের সবার জন্য অভিনন্দন ও শুভকামনা রইলো 💕
    আবার ঘুরতে আসবে আমার বাংলাদেশে❤️

  • @rajibroy5895
    @rajibroy5895 ปีที่แล้ว +74

    ”আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন “

  • @PKNproductions
    @PKNproductions ปีที่แล้ว +39

    I live in New York and I am so impressed with how nice the Dhaka Metro looks. More modern than NYC! Very happy to see Bangladesh progressing so well.

    • @Tom-nj3ru
      @Tom-nj3ru ปีที่แล้ว

      Hahaha same better than Toronto. 😆 Oh damn , Toronto doesn't have metro.

    • @nafisfuadayon6832
      @nafisfuadayon6832 ปีที่แล้ว

      Thank you ☺.

  • @AzadKhan-dv1vo
    @AzadKhan-dv1vo ปีที่แล้ว +56

    ইতালী থেকে দেখছি, ঠিক ইতালির মেট্রোর মতই তবে এর রক্ষনা বেক্ষনের দায়িত্ব সর্বসাধারনের

  • @riponkhan6223
    @riponkhan6223 ปีที่แล้ว +15

    এতো সুন্দর করে আমার প্রিয় বাংলা দেশ কে বিশ্বর বুকে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ ❤️🇧🇩🇨🇮❤️

  • @abdulmomin8965
    @abdulmomin8965 ปีที่แล้ว +42

    বিশ্বের উন্নত দেশের মত মনে হচ্ছে,সত‍্যিই অসাধারন।

  • @malihahaque3710
    @malihahaque3710 ปีที่แล้ว +49

    Toronto থেকে দেখলাম । যদিও প্রবাসি জলপাই গুরির । বর বাংলাদেশের । তাই বাংলাদেশের উপর টান রয়েছে । বাংলাদেশের পদ্মাসেতু , মেট্র যুগান্তরি উন্নতির ঘটনা । কায়মনে বাংলাদেশর উন্নতি কামনা করি । খুবই ভাল লাগলো তোমার ভিডিও ।
    Thanks .

    • @সবখবর-ঢ৩শ
      @সবখবর-ঢ৩শ ปีที่แล้ว

      নমস্কার ভাইয়া আমি সবসময় তোমাদের ভাই মনে করি কিন্তু ইউরোপের, মিডিল ইসটদের নয়।

  • @mohiuddinahmadkhan9874
    @mohiuddinahmadkhan9874 ปีที่แล้ว +14

    পশ্চিম বাংলার বা কলকাতার সাধারণ মানুষ আর বাংলাদেশের মানুষের একে অপরের প্রতি ভালবাসা ও আন্তরিকতার ঘাটতি নেই। শুধুমাত্র কলকাতা এয়ারপোর্টের ইমিগ্রেশন কর্মকর্তা গুলি ব্যতিরেকে।

  • @khushirthelasquad6710
    @khushirthelasquad6710 ปีที่แล้ว +10

    যাস্ট ইমেজিং করেন এই ভাই টা কলকাতা থেকে এসে বাংলাদেশি দের যেই ভাবে রিপ্রেজেন্ট করলেন বাংলাদেশ কে,মনে হচ্ছিলো সে যেনো এই মটিতে গড়ে উঠছেন ধন্যবাদ প্রিয় শ্রদ্ধার বড় ভাই,আবার আসবেন বাংলাদেশে,দিন শেষে ওপার বাংলা আর এপার বাংলা ভাই ভাই ❤

    • @MasudRana-kn1er
      @MasudRana-kn1er ปีที่แล้ว +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @subarnasamanta4840
      @subarnasamanta4840 ปีที่แล้ว +2

      যেতে তো ইচ্ছা করে। কিন্তু ওপার বাংলায় সবকিছুই অনেক দাম।যেমন বাসভাড়া এখানে দুশো কিমি যেতে দুশো টাকা ওখানে পাঁচশ টাকা,ট্রেন পর্যাপ্ত নয়, ট্রাভেল ট‍্যাক্স , পোর্ট ট‍্যাক্স আর পারি না

  • @yeasintapader6826
    @yeasintapader6826 ปีที่แล้ว +20

    ভাল লাগলো দাদা। আমাদের দেশে এসে বাংলাদেশকে তুলে ধরার জন্যে। আর আপনার মিস্টি কথা খুব ভাল লাগছে।
    ধন্যবাদ দাদা।
    মালয়েশিয়া থেকে।

  • @riazulkarim7983
    @riazulkarim7983 ปีที่แล้ว +5

    নৌকা মার্কায় ভোট দিন রকম আরো উন্নয়নের সুযোগ দিন

  • @dungavhai3319
    @dungavhai3319 ปีที่แล้ว +21

    Always welcome to Bangladesh. We love India and Indians. This is how we would like to express our invite.
    আমার বাড়ি
    - জসীম উদ্‌দীন---হাসু
    আমার বাড়ি যাইও ভোমর,
    বসতে দেব পিঁড়ে,
    জলপান যে করতে দেব
    শালি ধানের চিঁড়ে।
    শালি ধানের চিঁড়ে দেব,
    বিন্নি ধানের খই,
    বাড়ির গাছের কবরী কলা,
    গামছা-বাঁধা দই।
    আম-কাঁঠালের বনের ধারে
    শুয়ো আঁচল পাতি,
    গাছের শাখা দুলিয়ে বাতাস
    করব সারা রাতি।
    চাঁদমুখে তোর চাঁদের চুমো
    মাখিয়ে দেব সুখে
    তারা ফুলের মালা গাঁথি,
    জড়িয়ে দেব বুকে।
    গাই দোহনের শব্দ শুনি
    জেগো সকাল বেলা,
    সারাটা দিন তোমায় লয়ে
    করব আমি খেলা।
    আমার বাড়ি ডালিম গাছে
    ডালিম ফুলের হাসি,
    কাজলা দীঘির কাজল জলে
    কাঁসগুলি যায় ভাসি।
    আমার বাড়ি যাইও ভোমর,
    এই বরাবর পথ,
    মৌরী ফুলের গন্ধ শুঁকে
    থামিও তব রথ। 🙏

    • @mariaakhtar5432
      @mariaakhtar5432 ปีที่แล้ว +1

      Nice

    • @atanukumardhara8241
      @atanukumardhara8241 ปีที่แล้ว +2

      অপূর্ব অপূর্ব অপূর্ব...কি সুন্দর এই কবিতাটি ...কতবার পড়েছি ,যতবার পড়েছি ততবার মোহিত হয়ে গেছি, কোলকাতাবাসী হয়েও গ্রামে ফিরে যাই বারবার।
      আর বাংলাদেশ মেট্রোরেল, খুবই সুন্দর লাগলো,
      শুধু একটাই অনুরোধ সকলকে তুলনা করবেন না।
      বাংলাদেশের মেট্রোরেল, বাংলাদেশের মতোই খুব সুন্দর।

  • @kaiserzilani1563
    @kaiserzilani1563 ปีที่แล้ว +24

    কাটাতারের বেড়া কখনো আমাদের বাঙালিদের আলাদা করতে পারবে না
    জয় হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @madhukar9124
      @madhukar9124 ปีที่แล้ว +1

      @@student8673 Amra o chai aakhondo Bangal Indian State , bor-bor east-pakistani der bad deya.
      🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕
      😅😆😃😃🤣😂😝😁😀

    • @abdulquddus8611
      @abdulquddus8611 ปีที่แล้ว

      Joy bangla .joy Bangabandhu .

    • @kaiserzilani1563
      @kaiserzilani1563 ปีที่แล้ว

      @@abdulquddus8611 সব জায়গাতে রাজনীতি আনতে আপনাদের লজ্জা করে না
      আমি জয় হিন্দ বললাম আপনি জয় বাংলা বলবেন
      আবার তারমধ্যে রাজনীতি প্রবেশ করিয়ে জয় বঙ্গবন্ধু বলেন যত্তসব

    • @chirantanaich1206
      @chirantanaich1206 ปีที่แล้ว

      @@student8673 Ebong okhondo bangla ke okhondo bharoter rajjya hisabe dekhte chai.

    • @student8673
      @student8673 ปีที่แล้ว

      @@chirantanaich1206 shopno dekhte thakun

  • @kaziasif6088
    @kaziasif6088 ปีที่แล้ว +24

    এত সুন্দর উপস্থাপন করার জন্য দাদা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি তোমরা ভালো ভাবে উপভোগ কর।

  • @sohailsani689
    @sohailsani689 ปีที่แล้ว +29

    ভালো লাগলো দেখে...দোয়া করি আমার দেশ এগিয়ে যাক... ভূল গুলো থেকে তারা বেরিয়ে আসুক... স্পেশাল ধন্যবাদ কলকাতা ভারতীয় এই ভাই কে...এত সুন্দর করে উপস্থাপন করার জন্য... দুই বাংলার মিল বন্ধন সো দৃঢ় হউক...

    • @mrsomen3155
      @mrsomen3155 ปีที่แล้ว

      ভুল কি ভুল??

  • @AbdulWahab-gv5tw
    @AbdulWahab-gv5tw ปีที่แล้ว +11

    আমি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে একটা কথাই বলবো । আমাদের এত বড় মেগা পকল্পটাকে সঠিক ভাবে রক্ষনা বেক্ষন করার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি ।

  • @farukbepari5016
    @farukbepari5016 ปีที่แล้ว +14

    ধন্যবাদ আপনাকে প্রিয় আমাদের দেশের সব কিছু তুলে ধরার জন্য শুভকামনা রইলো প্রিয়

  • @arjunhari1920
    @arjunhari1920 ปีที่แล้ว +8

    দেশটা অনেক ভালো হয়েছে কিন্তু কিছু লোক যদি ভালো হয় তাহলে উন্নতি চরম অবস্থায় থাকবে,অনেক শুভেচ্ছা

  • @reyadmuhammad3663
    @reyadmuhammad3663 ปีที่แล้ว +11

    ধন্যবাদ বাংলাদেশ ভ্রমণ করার জন্যে এবং সেইসাথে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে তার উপহারের জন্যে

  • @mansarana
    @mansarana ปีที่แล้ว +5

    สวยงาม ดูทันสมัยมาก ยินดีกับชาวบังคลาเทศด้วยครับ ,From Thailand

  • @SudipJoardder
    @SudipJoardder ปีที่แล้ว +6

    জাপানের কাওয়াসাকী বানিয়েছে এই ট্রেন। তাই সিটের রঙ সবুজ

  • @mirzamohiuddin3948
    @mirzamohiuddin3948 ปีที่แล้ว +17

    একজন মানুষ হিসেবে আমি এই কৃতিত্ব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দিলাম। তিনি ক্ষমতায় না থাকলে বাঙালিরা এই মেট্রোরেল কখনো পেত না। শুভকামনা ও অভিনন্দন প্রধানমন্ত্রীকে।

  • @aktravel6
    @aktravel6 ปีที่แล้ว +60

    বাংগালী বীরের জাতি এগিয়ে যাক লা সবুজের প্রিয় বাংলাদেশ, মালয়েশিয়া থেকে, সত্যি উন্নত দেশের মেট্রোরেলের চাইতেও সুন্দর আমাদের মেট্রোরেল, ধন্যবাদ জাপান কে🇧🇩🎌💝

    • @mirzamohiuddin3948
      @mirzamohiuddin3948 ปีที่แล้ว

      বেটা বেকুব জাপান টাকার বিনিময়ে দিয়েছে,তিনি জাপানি ট্রেন এ জাতির জন্য পছন্দ করছে ধন্যবাদ তাকে দাও।

    • @sayan0006
      @sayan0006 ปีที่แล้ว

      বাঙ্গালী আর বাংলাদেশি এক নয়, একদম আলাদা।

    • @fullmojid9816
      @fullmojid9816 ปีที่แล้ว

      @@sayan0006 তা ঠিক।।আগে আমরা বাংলাদেশি পরে বাংগালী।।হয়তো আজ পুরো বিশ্ব বঙ্গদেশ,বাংলাদেশ বাংগালীকেই বুঝে।।যারা একটা স্বাধীন দেশ।।

    • @sayan0006
      @sayan0006 ปีที่แล้ว

      @@fullmojid9816বাংলাদেশি ভাষা আরবি দ্বারা ধর্ষিতা। একটা ইতিহাসবিহীন ভূখন্ড যার আয়ু আর মাত্র কয়েক দশক।

    • @fullmojid9816
      @fullmojid9816 ปีที่แล้ว

      @@sayan0006 ভাষা নদীর স্রোতের মতোই বহমান।।যে ভাষা যত অন্য ভাষার শব্দ ভান্ডার দ্বারা সম্মৃদ্ধ সে ভাষা তত স্থায়ী।শুধু ধর্মকানা হয়েই বলতে পারলেন যে আরবি ভাষা দ্বারা ধর্ষিত কেন বাংলায় কি ফারসি,পর্তুগিজ,ওলন্দাজ,চীনা শব্দ নাই।।
      আর যাই বলেন না কেন এই বাংলাদেশিরাই বিশ্বে এমন ভাবে বাংলাকে লিড দেয় যে তারা জানে who is the real Bengal. যতই তোমরা দাদা বাবুরা টিপ্পনি কাট না কেন😊দিন শেষে ভারতীয় হিসেবেই তোমাদের চিনে।

  • @kuddusjajira8392
    @kuddusjajira8392 ปีที่แล้ว +7

    আমি এই উ টিউবার কে অনেক ধন্যবাদ জানাচ্ছি । আমি একজন বাংলাদেশি । আমি অনেক নিউজ দেখলাম মেট্রো এর উপরে বললে বিশ্বাস করবে না , এই প্রথম এভাবে ডিটেল এ প্রান ভরে দেখলাম । অনেক ধন্যবাদ

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 ปีที่แล้ว +5

    মেট্রোরেল নিয়ে অসাধারণ একটা ব্লগ দেখে খুব ভালো লাগলো

  • @sujanmohd4672
    @sujanmohd4672 ปีที่แล้ว +1

    Thank you brother ❤❤ onak valo laglo❤❤

  • @skhalimtutul4016
    @skhalimtutul4016 ปีที่แล้ว +10

    ভিডিওটি চমৎকার এবং উপভোগ্য ছিলো,,
    দেখে আনন্দ পেয়েছি।। উত্তরা উত্তর থেকে আগারকার মধ্যবর্তী এলাকার ঢাকার বাসিন্দারা এবার ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে একস্থান থেকে অন্যস্হানে সহজে যাতায়াত করতে পারবে,,যেটা ইতোপূর্বে ঢাকায় বসবাস করা মানুষের কাছে ছিলো অকল্পনীয় ব্যাপার।।
    আশার কথা হলো চলতি বছরের মার্চে আরো দুটি মেট্রোরেলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে,,ইতোমধ্যে যার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন হয়ে গ্যাছে,,এবং এ দুটির উদ্বোধন হবে আগামী ২০২৬/২৬ সালে।।২০৩০ সালের মধ্যে আরো চারটি মেট্রোলাইনের কাজ সুসম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে।।

  • @fayalmahmudtanvir7288
    @fayalmahmudtanvir7288 ปีที่แล้ว +4

    জাপান থেকে দেখছিলাম। মনে হচ্ছে হুবুহু জাপান এর কোনো ট্রেইন স্টেশন। জাপানিজ রা পুরাই জাপান এর আদলে বানিয়েছে স্টেশন ট্রেইন স্কেলেটর বা প্লাটফর্ম গুলু। অনেক অনেক শুভকামনা। আশা করি এমনি স্বচ্ছ সুন্দর থাকবে সব সময়। সবার সহযুগিতা দরকার। আমরাও একদিন উন্নত বিশ্বের দেশ হব।ভালোবাসার বাংলাদেশ 🇧🇩

  • @Shamma-zg8fp
    @Shamma-zg8fp ปีที่แล้ว +11

    তোমার ভিডিওটা দারুন হয়েছে ! ভালো করে ঘুরে যাও বাংলাদেশটা

  • @RajuKhan-dn8dk
    @RajuKhan-dn8dk ปีที่แล้ว +2

    ❤️❤️🇧🇩🇧🇩🇧🇩

  • @salehinsadman
    @salehinsadman ปีที่แล้ว +122

    Proud to be a Bangladeshi ❤️

    • @viennacalling85
      @viennacalling85 ปีที่แล้ว

      Keno? Japan theke loan ene India ke die durniti kore metro banieche , tai? Lute pute kheye fello. Ar Bangali bolbe, amra gorbito...ki ajob

    • @dipansahu4616
      @dipansahu4616 ปีที่แล้ว +6

      Proud to be a indian

    • @dipansahu4616
      @dipansahu4616 ปีที่แล้ว +2

      Amader indian te onek agetheke metro rail chilo

    • @viennacalling85
      @viennacalling85 ปีที่แล้ว +4

      @@dipansahu4616 Toder ei Ind vs Bang chulkani ar gelona

    • @fahimvau2909
      @fahimvau2909 ปีที่แล้ว

      @@dipansahu4616 ei jonnei tmi abal... Egla k jante chaice?? Faul polapain

  • @kucingbinal1440
    @kucingbinal1440 11 หลายเดือนก่อน +2

    The metro train is something new for the people of Bangladesh. So the people are so enthusiastic about trying the train in the city... greetings from Indonesia 🇮🇩🇮🇩🇮🇩🇮🇩. Indonesia already has a fast train

  • @TanzirRahman
    @TanzirRahman ปีที่แล้ว +4

    তুমি জানো না ভাই ঢাকায় সিএনজি ভাড়া কতটা বেশি। ওঠা নামাই একশো টাকা। কমলাপুর থেকে মিরপুর যেতে ৩০০-৪০০ টাকা দাবি করে ড্রাইভাররা। বিমানবন্দর থেকেও মিরপুরের ভাড়া একই। আশা করছি সিএনজি ভাড়াটা কমে যাবে এখন।

    • @wahidreza4290
      @wahidreza4290 ปีที่แล้ว +1

      Tarporeo to oneker kache metro vara beshi lagtese .. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ emon ek jati hut kore bishesh kichu mille ki theke ki j kore ar bole dekhe shune ashchorjo lage ..

  • @magnificentrevue
    @magnificentrevue ปีที่แล้ว +6

    Congratulations to open Dhaka Metro Rail in Bangladesh from Tokyo in Japan.
    Your new urban transportation network is so majestic.

  • @mdshahriyarahmedshamim6158
    @mdshahriyarahmedshamim6158 ปีที่แล้ว +12

    দুবাই থেকে দেখলাম অনেক ভালো লাগলো।। এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমার দেশ ইনশাআল্লাহ।।। এত সুন্দর করে দেখানোর জন্য ধন্যবাদ।

  • @saurabhkumar7528
    @saurabhkumar7528 ปีที่แล้ว +2

    All the best Bangladesh wishes from india

  • @mdjahangiralam7966
    @mdjahangiralam7966 ปีที่แล้ว +8

    মনে তো হচ্ছে ইউরোপের কোন স্টেশন
    তা না পড়ে দেখলাম আমার বাংলাদেশ
    আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

  • @_____s_k_b_____
    @_____s_k_b_____ ปีที่แล้ว +5

    বাংলাদেশ থেকে দেখলাম খুব ভালো লাগলো , কলকাতা মেট্রোতে চরেছি সেটা ছিল প্রথম অভিজ্ঞতা বেশ আনন্দ উপভোগ করেছিলাম

  • @mdhabibullah1008
    @mdhabibullah1008 ปีที่แล้ว +21

    দাদা আমার বাড়ি বাংলাদেশ কুমিল্লা জেলা আমি কলকাতাকে অনেক ভালোবাসি কোন একদিন আমি কলকাতাতে ঘুরতে যাব

    • @chirantanaich1206
      @chirantanaich1206 ปีที่แล้ว

      অবশ্যই আসবেন,কুমিল্লা আমার পূর্বপুরুষের ভিটে ছিলো কুমিল্লা সিটিতে বাগিচাগাঁওতে সেখানে আমার যাওয়ার ইচ্ছা আছে,2017 তে আমি বাংলাদেশ গেছিলাম কিন্তু ঢাকা,শ্রীমঙ্গল আর কক্স বাজার ছাড়া কোথাও যাওয়া হয়নি যদি আবার কোনোদিন বাংলাদেশে যাই তাহলে অবশ্যৈ কুমিল্লা যাবো।🇮🇳❤️🇧🇩

  • @zainulabdin3557
    @zainulabdin3557 ปีที่แล้ว +1

    Amair.bari.feni.city.good...city.bay.video.ta.dakta.ci...Saudi.arab.takaiy.afnair.kota.gola.onik.balu.lagisa.good.

  • @yeamenbin
    @yeamenbin ปีที่แล้ว +4

    কিছু সংখ্যক বাংলাদেশী শুধুই রাজনৈতিক প্রতিহিংসার কারণে ট্রল করে চলছে দেশের অগ্রগতি নিয়ে কিন্তু দিনশেষে ওরাও সুবিধা ভোগ করছে জীবনযাপন।

  • @abhijitpal5305
    @abhijitpal5305 ปีที่แล้ว +7

    Extreme excitement 👏👏. Best compliments to BD Metro.....from Kolkata 🇮🇳

  • @mizanurrahmankazol2489
    @mizanurrahmankazol2489 ปีที่แล้ว +33

    দেশ ছেড়েছিলাম এই মেট্রোরেলের নির্মাণের সময়কার ভয়াবহ দূর্ভোগ থেকে মুক্তির জন্য। আজ কানাডা বসে আমার এলাকার উপর দিয়ে যখন চলন্ত মেট্রোরেল দেখছি সত্যি খুব ভাল লাগছে

    • @peachforeveryone
      @peachforeveryone ปีที่แล้ว +4

      আবার চলে আসুন। নিজের অর্জীত স্কিল দিয়ে দেশকে কিছু দেন।

    • @chirantanaich1206
      @chirantanaich1206 ปีที่แล้ว +4

      আমি কলকাতাতে থাকি তো আমি ২০১৭ সালে বাংলাদেশ গেছিলাম তখন মেট্রো রেল তৈরি হচ্ছিলো তখন কমপ্লিট হয়নি তাই চড়তে পারিনি এরপর যদি কখনো যাই তাহলে অবস্যই আপনাদের মেট্রো চড়বো।

    • @biswajitdas-tg1ot
      @biswajitdas-tg1ot ปีที่แล้ว +1

      @@peachforeveryone uni seta korben na, ghyan deben

  • @krishi_onusilon
    @krishi_onusilon ปีที่แล้ว

    আমি বাংলাদেশী,,, কলকাতা, মুকুন্দপুর থেকে বসে ভিডিও দেখছি।

  • @sujaydasgupta
    @sujaydasgupta ปีที่แล้ว +31

    নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল তোমার আর তোমার পরিবারের জন্য। আশা করি এই বছর এই চ্যানেলের শ্রীবৃদ্ধি হোক। 🙏

  • @mmhossain1367
    @mmhossain1367 ปีที่แล้ว +1

    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া এবং শুভকামনা। তিনি দীর্ঘজীবী হোন। তিনি ধীরে ধীরে বাংলাদেশকে পৌঁছে দিচ্ছেন উন্নত দেশের কাতারে। কিছু দল এবং মানুষ যারা দেশকে ভালবাসে না শুধু তারাই দেশের অপপ্রচার করছে। অথচ বিদেশীরা ঠিক বুঝে গিয়েছেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সমানে।

  • @মিসহেপিআক্তার
    @মিসহেপিআক্তার ปีที่แล้ว +12

    অনেক ভালো লাগলো মনে চেয়েছিলো আমিও এখনি চড়ে বসি কিন্তু অনেক দূরে থাকি তাই মনের চাও পুরন করা সম্ভব নয় ইনশাআল্লাহ একদিন উঠবো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দেশের এতো সুন্দর একটা দৃশ্য কেমারা বন্ধি করার ও সকলে সামনে পেশ করার জন্য ❤️❤️❤️

  • @saifbanglatv5882
    @saifbanglatv5882 ปีที่แล้ว +11

    সত্যি খুশি হইলাম। এই প্রথম একজন ভারতীয় ভাই এর মুখে বাংলাদেশের প্রশংসা ধন্যবাদ 🇧🇩🌹

    • @AbhishekVerma-vg6zb
      @AbhishekVerma-vg6zb ปีที่แล้ว

      Coz it's the first time have such an achievement !

  • @md.masudulalam7879
    @md.masudulalam7879 ปีที่แล้ว +12

    বাংলাদেশের অর্থনীতি ভাল হ ্ওয়অ সত্তে ্ও বিগত কোন সরকার পদক্ষে না নেয়ায় দেরি হইছে কিন্তু দাদা বাংলাদেশের মাথাপিছু আয় কিন্তু ভারতের থেকে বেশি আর কলকাতার প্রায় ডাবল !! প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ মেট্রোরেল বাস্তবায়ন করার জন্য !! আপনাকে ধন্যবাদ বাংলাদেশ ভ্রমনের জন্য !!

    • @flameagni4170
      @flameagni4170 ปีที่แล้ว

      R a dada gdp nia dhua khaben naki, apnar desh picha pora desh ar talikai tai europe, America a apnader exports a onek char ache

    • @GonzaloGonzalez69
      @GonzaloGonzalez69 ปีที่แล้ว +2

      @@flameagni4170 Bangladesh already ldc mukto howar pothe. Ar amra onnanno shob index ei south asian country gulor theke egiye. Amader upore khali sri lanka ache.

    • @swaruprana9263
      @swaruprana9263 ปีที่แล้ว +1

      ভারতের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথে আপনাদের বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তুলনা কখনো করেছেন. ভারতে বর্তমান পেঁয়াজের দাম ১৮ টাকা কেজি হলে বাংলাদেশে সেটা কত সেটা আপনার আব্বুকে গিয়ে জিজ্ঞেস করে নেন. শুধু ইনকাম ডবল ট্রিপল বললে হবে না সামান্য একটু শরীর খারাপ হলে হলে বাংলাদেশীরা আসে ভারতে ডাক্তার দেখাতে. ভারতের আইপিএল এর বাজেট কত সেটা গুগলে একটু সার্চ করে আমাকে বলবি.

    • @tapashdas6843
      @tapashdas6843 ปีที่แล้ว

      Kolkatar double hoite parei nah ,, kolkata 1.5 cr population gdp 150 billion are Dhaka 2.5 cr people gdp 160 billion, per capita kolkata er cheye beshi nah , kintu overall Bangladesh west Bengal and india er theke beshi per capita te... Because up, Bihar, er jonno onek niche nam6e india er per capita.....

    • @md.masudulalam7879
      @md.masudulalam7879 ปีที่แล้ว

      @@flameagni4170 জিডিপি দিয়ে কেউ ধুয়া খাবে না এটা দিয়ে রাষ্ট্রের সক্ষমতা বুঝায় !! এখানে জিডিপি নিয়ে আসলাম কেন সেটা জানার বিষয় ! কেননা কেউ কেউ ভাববে এখন মেট্রোরেল বাংলাদেশে তাই পরিষ্কার করলাম আমাদের দেশে পরে হবার কারন অর্থনীতি না ! সাহসী পদক্ষেপ নেয়ার কেউ ছিলনা ! যেটা শেখহাসিনা দেখাইছে !! আর ভারত আন্তর্জাতিক অনেক ইন্ডেক্সেই বাংলাদেশের থেকে পিছিয়ে !!

  • @NaturesWomb
    @NaturesWomb ปีที่แล้ว +2

    দুর্দান্ত লাগলো ।♥️

  • @wahidazamsiddiquey999
    @wahidazamsiddiquey999 ปีที่แล้ว +5

    বাংলাদেশে এই বছরেই সাবওয়ে মেট্রোরেলের কাজ শুরু হবে,টোটাল ঢাকায় ১২৮ কিঃমিঃ মেট্রোরেলের প্রকল্প হাতে নিয়েছে সরকার,১২৮ কিঃমিঃ মেট্রোরেলে মধ্যে দুই ধরনের মেট্রো থাকবে মাটির নিচে এবং মাটির উপরে এখন যেটা চালু হয়েছে।✌

  • @pradipsadhukhan784
    @pradipsadhukhan784 ปีที่แล้ว +6

    Welldone Bangladesh 👍 many many Congratulation from India ( kolkata). 🙏

  • @KMHamim1com
    @KMHamim1com ปีที่แล้ว +6

    Thanks brother.. আমি একজন আপনার বাংলাদেশি ফ্যান। আপনার ভিডিও টি দেখে খুব ভালো লাগলো।।। চলতি মাসে চট্টগ্রাম ট্রানেল চালু হতে যাচ্ছে সেটার ও একটা ভিডিওর অপেক্ষায় আছি।

  • @shakib0.024
    @shakib0.024 ปีที่แล้ว +7

    Love from Bangladesh ❤️🇧🇩🇧🇩🇮🇳

  • @sudipdey4235
    @sudipdey4235 ปีที่แล้ว +8

    Fantastic and professional presentation and reporting....good keep it up!

  • @kunallahiri
    @kunallahiri ปีที่แล้ว +5

    Well done Bangladesh..
    Happy for you .
    With love from India 🇮🇳

  • @mofidulislam6631
    @mofidulislam6631 ปีที่แล้ว +4

    রবি ঠাকুরের সোনার বাংলা
    আর নয় কোন অবহেলা, বাংগালী সবাই ভাই ভাই, এক সাথে দুই বাংলা।

  • @atifrhn
    @atifrhn ปีที่แล้ว +3

    এই ভ্লগটি দেখলে ঘটি ভাইদের রাগ হবে এটাই স্বাভাবিক। কিন্ত তুমি এগিয়ে যাও ভাই। তোমার মতো সত্যবাদী ভ্লগার আরও অনেক দরকার।

    • @mr.ganguly2624
      @mr.ganguly2624 ปีที่แล้ว +2

      রাগ হবার কি আছে 🙄, এখনকার দিনে ওসব ঘটি বাঙাল নেই, তাছাড়া প্রতিবেশী দেশের লোকেরা সুবিধাজনক পরিবহন পাচ্ছে এ তো খুশির কথা

  • @thouhidulislam5413
    @thouhidulislam5413 ปีที่แล้ว +11

    কিছুক্ষণ এর জন্য মনে হলো দুবাই শহরে আছি। অনেক সুন্দর। শুধু দুবাই এর মত অত্যাধুনিক কার্ডগুলা সিস্টেম নাই।

    • @Rahul-sz7pr
      @Rahul-sz7pr ปีที่แล้ว +2

      otau ace.just now trial cholce pore per person card nite parbe

    • @sudankhandker1917
      @sudankhandker1917 ปีที่แล้ว +1

      এখন ই কিনতে পারবেন, দশ বছর মেয়াদের জন্য।

    • @মানুষ-ছ১ঠ
      @মানুষ-ছ১ঠ ปีที่แล้ว +1

      দুবাই মেট্রোতে কি তার উপরে টানছে?

    • @মানুষ-ছ১ঠ
      @মানুষ-ছ১ঠ ปีที่แล้ว

      @penthera tigris জুতা দিয়ে মারবো মিথ্যাবাদী

    • @villagelifeinbangladesh6018
      @villagelifeinbangladesh6018 ปีที่แล้ว

      মেট্রোপাস আছে শুধু মাত্র দেশের জনগণ এর বুঝার উপর ভিত্তি করে দিয়েছে দুই ব্যবস্থায় আছে।

  • @poisiali7968
    @poisiali7968 ปีที่แล้ว +2

    দাদা ভাই‌ আদাব‌ আছমতআলী সাউথ কোরিয়া থেকে 한국에서 알리
    방글라데시
    03/01/2023

  • @bahauddinkhaja9463
    @bahauddinkhaja9463 ปีที่แล้ว +6

    🇰🇷থেকে দেখছি 🇧🇩দেশের এই ধরনের স্টেশন এবং ট্রেন দেখে খুব ভালো লাগলো

  • @nabilhasanprince9966
    @nabilhasanprince9966 ปีที่แล้ว +2

    এত সুন্দর ম্যানেজমেন্ট এর মধ্যে দিয়ে বাংলাদেশের মেট্রোরেল চলিতেছে। এত সুন্দর এত ভালো লাগলো সত্যিই গর্বে বুকটা ভরে গেল ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এত সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন সেলুট জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনার সরকার আমাদের খুবই প্রয়োজন
    বাংলাদেশের উন্নয়নের বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতার একজন ভাইয়ের মুখ থেকে বাংলাদেশ মেট্রোরেল নিয়ে এত সুন্দর প্রশংসা সত্যিই ভালো লাগলো ধন্যবাদ কলকাতার ভাই।

  • @maamatisanatan4478
    @maamatisanatan4478 ปีที่แล้ว +6

    সিংগাপুর থেকে দেখলাম ,,,আমার বাংলা মায়ের হাঁসি মুখ,,,,,জয় শ্রীকৃষ্ণ ♥️🙏🙏🙏

  • @mdazizulhaque4189
    @mdazizulhaque4189 ปีที่แล้ว +5

    বাংলাদেশের প্রসংসা শুনে ভালো লাগলো । আমাদের বাংলাদেশে এসে আনন্দ উপভোগ করার জন্য ধন্যবাদ ।ভালো থাকবেন।

  • @nahidofficialxyz
    @nahidofficialxyz ปีที่แล้ว +8

    ধন্যবাদ ভাই, খুব ভাল লাগল আপনার ভ্লগিং থেকে😇💞💞💞💞

  • @bjyrh
    @bjyrh ปีที่แล้ว +1

    ماشاء الله حلو أنا حالياً في بنجلاديش وإن شاء الله قريبا راح أجرب 😍❤️🇧🇩