১) দেশে একবার বিএসসি শেষ করে আবার দেশের বাইরে বিএসসি করতে কেন যাবা। যাইতেই পারো কিন্তু এতে তোমার সময় এবং শ্রম দুইটাই নষ্ট হবে। ২) ফিজিক্স যদি ভালো না লাগে তাহলে এখনি দেশের বাইরে CSE এর এপ্লাই করতে থাকো। IELTS দাও। ভালো বিশ্ববিদ্যালয় খোঁজ নাও আর দেশের বাইরে চলে যাও। ৩) ফিজিক্স এ যদি অনার্স করতে থাকো কিন্তু যদি ভাবো এখানে তোমার ভালো লাগছে না তাহলে আমি মনে করি তোমার জন্য Data Science হতে পারে ভালো এক সিদ্ধান্ত। এখন থেকে python/C প্রোগ্রামিং এর যেকোন একটাতে ভালো করে শিখো তাহলে Data Science এ মাস্টার্স করতে পারো। DATA Science কম্পিউটার ইন্জিনিয়ারিং এর সাথেই জড়িত। জব মার্কেটে চাহিদা ও অনেক এখন। ***** সিদ্ধান্ত অবশ্যই ভেবে চিন্তে নিবে। ভবিষ্যৎ ভেবে , পরিবারের সবার সাথে কথা বলে তারপর সবকিছু ঠিক করবে।
আমি মনে করি করা যাবে কারন, বুয়েটের ভর্তির আবেদনে সিজিপিএ, মার্কস উল্লেখ করা থাকে। National এ পরলে আবেদন করা যাবে না এমন কিছু কখনো দেখি নি। Requirements মিলে গেলে এপ্লাই করতে পারবেন আশা করি।
কিছু প্রশ্ন: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়া কি ভালো সিদ্ধান্ত ?( আমার শেখার আগ্রহ আছে) ভাইয়া ফিজিক্স এ গ্রাজুয়েট করে কি কম্পিউটার কিংবা প্রযুক্তি বিষয়ক চাকরি করা যায় বাংলাদেশে? পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্টিপেন্ড সহ ফুল স্কলারশিপ বিদেশে পি এইচ ডি করার হার কেমন? এবং আর্থিক সামর্থ্য কেমন প্রয়োজন হয়?
১) বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়ার সিদ্ধান্ত ভালোই। শেখার আগ্রহ থাকলে ভালো। শুভ কামনা। ২) তোমার যদি প্রোগামিং দক্ষতা থাকে তবে ডাটা সাইন্স রিলেটেড জব করতে পারবা। বাংলাদেশে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ডাটা সাইন্স নিয়ে পড়াশোনা চালু হয়েছে। এ নিয়ে আমার একটা ভিডিও আছে দেখতে পারো। ৩) পিএইচডি অনেক ধৈর্য্যর ব্যাপার, প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা এখন বিদেশে উচ্চশিক্ষায় যাচ্ছে। তুমি Nextop USA গ্রপে জয়েন করে আমেরিকা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। ৪) আর্থিক সাহায্য নির্ভর করে তোমার উপর, কখন যাবে, কোন প্রোগ্রাম এ যাচছো, ফান্ডি সহ নাকি ফান্ডিং ছাড়া এসবের উপর। আমেরিকাতে পিএইচডিতে ফুল ফান্ডিং পেলেও, যাবার আগে প্লেন ভাড়া, IELTS, GRE , Visa processing, university application ইত্যাদি মিলে কমপক্ষে ৩/৪ লক্ষ টাকা(আনুমানিক) লেগে যায়। ইউরোপের ক্ষেত্রে আবার আরেকটু কম লাগে। তবে টাকার হিসাবটা আমি নিশ্চিত নই।
EEE , CSE , MTE এর সাথে ফিজিক্স এর যে জিনিসগুলো মিল থাকে সেসব বিষয় নিয়ে মাস্টার করতে পারবেন। Data science CSE এর সাথে, nanotechnology EEE এর সাথে যুক্ত ইত্যাদি
বাংলাদেশে physics এ পড়াশোনা করলে ল্যাব ফ্যাসিলিটি খুব পাওয়া যায় না। সেদিকে চিন্তা করলে agriculture কে একটু এগিয়ে রাখবো। আর ভবিষ্যতে কৃষিবিদ হয়ে কিছু করলে দেশে কিছু করা সম্ভব। Physics যদি ভালো লাগে তবে পড়া উচিত, চান্স পাইছি তাই বলে পড়তেছি তাহলে পড়া উচিত না।
অনেক ডিপার্টমেন্টে যাওয়া যায়। তাদের মধ্যে Data Science, statistics, nanotechnology, material science, earth science, mathematics, ছাড়াও ফিজিক্স এর ভিন্ন ভিন্ন শাখা ও কিছু ইঞ্জিনিয়ারিং বিভাগে ও মাস্টার্স করা যায় যেগুলোর সাথে ফিজিক্স এর মিল থাকে।
গবেষণা করার জন্য আপনার উচিত আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ করা। আপনি কোন বিষয়ে আগ্রহী এবং তাদের কাছে কোন জিনিস নিয়ে কাজ করার সুযোগ আছে তারা বলতে পারবে। এছাড়া অনলাইনে অনেকে রিসার্চ শিখানোর কোর্স করায় এতে করে আপনি ধারনা পেতে পারেন। ইউটিউব থেকেও অনেক কিছু ফ্রিতে পাবেন।
ভাইয়া তোমার যে বিষয় নিয়ে আগ্রহ সেটা নিয়ে পড়াশোনা করো। Biochemistry , physics দুইটাই খুব ভালো সাবজেক্ট। তোমার পরিবার , ইচ্ছা, সুযোগ-সুবিধা সব বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত। উচ্চশিক্ষা নিতে দেশের বাইরে গেলে দুটাতেই সুযোগ আছে। তাই এটা ভালো ঐটা ভালো না এটা বলতে পারছি না। শুভ কামনা রইল আপনার জন্য।
ওয়ালাইকুমুস সালাম আপু, ইডেন মহিলা কলেজে ফিজিক্স নিয়ে পড়াশোনা করলে কেমন হবে আপু এটা আসলে বলতে পারবো না। তবে আপনাকে কিছু উপদেশ দিতে পারবো । ১) ইডেন, ঢাকা কলেজ , তিতুমীর, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা মুলত নিজেদেরকেই বেশি করতে হয়। আপনি বিশ্ববিদ্যালয় থেকে খুব বেশী সাহায্য পাবেন না এটা ধরে রাখতে পারেন। ২) ল্যাব ফ্যাসিলিটি খুব ভালো হবে না এখানে, যদিও সব জায়গায় একি অবস্থা। ৩) আপনার যদি ইঞ্জিনিয়ারিং/ মেডিকেল নিয়ে পড়াশোনা করার সুযোগ এবং সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি ফিজিক্স না পরলেও পারেন ৪) আপনার যদি খুব আগ্রহ ভালোবাসা থাকে তবে আপনি ইডেনে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেই পারেন। ৫) ইডেনে ফিজিক্স এ অনার্স করে বুয়েটে ফিজিক্সে মাস্টার্স করা যায়। এরপর পিএইচডি করতে দেশের বাইরে ও যাওয়া সম্ভব। ৬) আপনি ফিজিক্স নিয়ে পরলে অবশ্যই দেশের যে ফিজিক্স রিলেটেড সেক্টর আছে সেগুলোতে এপ্লাই করতে পারবেন। পরিশ্রম আর ভাগ্যে ভালো হলে জব পেয়েও যাবেন সব কিছুর জন্য সময় দরকার। আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ ভালো হবেই। শুভ কামনা রইলো আপু আপনার জন্য।
ভাইয়া এই ভিডিওতে বলা আছে কোন কোন সেক্টরে জব করতে পারবেন। শিক্ষকতা, গবেষক, উদ্যোক্তা, Research Assistant, Teaching assistant, ল্যাব টেকনিশান ইত্যাদি। ভিডিওটা ভালো দেখেন বুঝতে পারবেন। তারপরও প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করিয়েন উত্তর দিতে চেষ্টা করবো। ধন্যবাদ
Physics & Math এর সুযোগ-সুবিধা কাছাকাছি। বাংলাদেশে Pure subject এ পরলে আসলে বিসিএস, NTRCA , আর শিক্ষকতা ছাড়া তেমন বড় কোন সেক্টর নেই। তবে Math থেকে data Science এ আসা যায়। দেশের বাইরে চেষ্টা করতে দেখতে পারো। DU, JU, JNU যেখানেই পড় , পড়লেই হলো। শুভ কামনা রইল।
ওয়ালাইকুমুস সালাম আপু । জি আছে। গন বিশ্ববিদ্যালয়ে আপনি মেডিকেল ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে পারবেন। আমার চ্যানেলেই মেডিকেল ফিজিক্স নিয়ে সেই ভিডিওটি আছে। আপনি দেখে নিতে পারেন। ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
Vaiya assalamualaikum.. Ami ebar Jahangirnagar University te physics e admit hoyechi.. apner video ta theke onek kisu janlam. Thanks.. tobe vaiya akta request Ami bujhtechina kivabe physics pora uchit university te.. vaiya apni to physics theke graduate complete korechen.. tai vaiya apner porar system ta aktu janaiyen.. ar university te kivabe physics pora uchit ki ki kora uchit ba noy ai niye akta video Dile onek valo hoto vaiya.. Ami arokom Kono video pai nai vaiya.. please aktu dekhiyen bishoyta..
ওয়ালাইকুমুস সালাম। ফিজিক্স আসলে কিভাবে পরতে হয় সেটা বলার সামর্থ্য এখনো আমার হয় নি। হ্যা, আমি সবচেয়ে বেশি যেকাজ করতাম সেটা হলো ক্লাসের নোটগুলো নিতাম। মাঝে মাঝে বই পড়তাম, যেটা সবচেয়ে বেশি দরকার। আর ইউটিউব এ ঐ টপিকসের ভিডিও দেখার চেষ্টা করতাম। তোমাকে ধন্যবাদ ধৈর্য্য নিয়ে ভিডিওটা দেখার জন্য এবং তোমার গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য।আমি চাকরির কারনে খুব ব্যস্ত থাকি তবে চেষ্টা করবো এই বিষয়ে ভিডিও তৈরি করার। শুভ কামনা রইল তোমার জন্য 😊।
faltu , exact kon kon job kora jabe privet company te seta bolsei na,. ek kotha bar bar bolse . vai govt job sobai korte parbe sei je department theke pore asuk na kno.
এই ভিডিওতে ফিজিক্স নিয়ে কোন কোন ক্ষেত্রে আপনি জব করতে পারবেন সেটা ভালো করে বলা আছে। আপনি যদি ভালো করে শোনার চেষ্টা করতেন তাহলে বুঝতে পারতেন। একটা উদাহরণ দেই: industry position: এখানে পাওয়ার প্লান্ট এর কথা বলেছি। Power plant এ কয়েকটা পদ থাকে তাই Exactly কোনটা সেটা বলিনি, সার্কুলার হলে যারা আগ্রহী তারা দেখে নিবে এবং তাদের সুবিধা মতো এপ্লাই করতে পারবে। আরেকটা হলো , Research Assistant, teaching assistant, lab technician বিশ্ববিদ্যালয়ে আপনি যোগ্যতা অনুযায়ী দেশে এবং দেশের বাইরে করতে পারেন। তাহলে বললাম না কোথায় ? হ্যা সরকারি চাকরিতে সবাই আবেদন করতে পারে কিন্তু সরকারি চাকরিতে ফিজিক্স রিলেটেট সেক্টরে শুধু ফিজিক্স গ্রাজুয়েটরাই আবেদন করতে পারে যেমন BCSIR এর ফিজিক্স ল্যাব টেকনিশান সহ কিছু পদ আছে সেখানে শুধু ফিজিক্স গ্রাজুয়েটরাই আবেদন করতে পারে। আমি সেটা বলেছি। আপনি যদি ভালো করে শুনতেন কথাগুলো তাহলে নিশ্চয়ই এভাবে বলতেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল।
infomative
Thank you 👍
Good
Thank you
Nice 👍
Thank you! Cheers!
👍
Thank you 🙏
Carry on
Thank you 😊
Sir akta Question cilo ami CU te ke physics nia honours kore pore ki deser bahire CSE subject a bsc .... korte parbo kindly janaben plz ... 🙏🙏🙏
১) দেশে একবার বিএসসি শেষ করে আবার দেশের বাইরে বিএসসি করতে কেন যাবা। যাইতেই পারো কিন্তু এতে তোমার সময় এবং শ্রম দুইটাই নষ্ট হবে।
২) ফিজিক্স যদি ভালো না লাগে তাহলে এখনি দেশের বাইরে CSE এর এপ্লাই করতে থাকো। IELTS দাও। ভালো বিশ্ববিদ্যালয় খোঁজ নাও আর দেশের বাইরে চলে যাও।
৩) ফিজিক্স এ যদি অনার্স করতে থাকো কিন্তু যদি ভাবো এখানে তোমার ভালো লাগছে না তাহলে আমি মনে করি তোমার জন্য Data Science হতে পারে ভালো এক সিদ্ধান্ত। এখন থেকে python/C প্রোগ্রামিং এর যেকোন একটাতে ভালো করে শিখো তাহলে Data Science এ মাস্টার্স করতে পারো। DATA Science কম্পিউটার ইন্জিনিয়ারিং এর সাথেই জড়িত। জব মার্কেটে চাহিদা ও অনেক এখন।
***** সিদ্ধান্ত অবশ্যই ভেবে চিন্তে নিবে। ভবিষ্যৎ ভেবে , পরিবারের সবার সাথে কথা বলে তারপর সবকিছু ঠিক করবে।
Emotional hoyea gechi.
Thank you 👍
1.Bcsir
2.BEC
Thank you
National theke physics e bsc korey valo point niye ki buet e msc tey vorti houa jay?
আমি মনে করি করা যাবে কারন, বুয়েটের ভর্তির আবেদনে সিজিপিএ, মার্কস উল্লেখ করা থাকে। National এ পরলে আবেদন করা যাবে না এমন কিছু কখনো দেখি নি। Requirements মিলে গেলে এপ্লাই করতে পারবেন আশা করি।
কিছু প্রশ্ন: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়া কি ভালো সিদ্ধান্ত ?( আমার শেখার আগ্রহ আছে)
ভাইয়া ফিজিক্স এ গ্রাজুয়েট করে কি কম্পিউটার কিংবা প্রযুক্তি বিষয়ক চাকরি করা যায় বাংলাদেশে?
পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্টিপেন্ড সহ ফুল স্কলারশিপ বিদেশে পি এইচ ডি করার হার কেমন? এবং আর্থিক সামর্থ্য কেমন প্রয়োজন হয়?
১) বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়ার সিদ্ধান্ত ভালোই। শেখার আগ্রহ থাকলে ভালো। শুভ কামনা।
২) তোমার যদি প্রোগামিং দক্ষতা থাকে তবে ডাটা সাইন্স রিলেটেড জব করতে পারবা। বাংলাদেশে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ডাটা সাইন্স নিয়ে পড়াশোনা চালু হয়েছে। এ নিয়ে আমার একটা ভিডিও আছে দেখতে পারো।
৩) পিএইচডি অনেক ধৈর্য্যর ব্যাপার, প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা এখন বিদেশে উচ্চশিক্ষায় যাচ্ছে। তুমি Nextop USA গ্রপে জয়েন করে আমেরিকা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।
৪) আর্থিক সাহায্য নির্ভর করে তোমার উপর, কখন যাবে, কোন প্রোগ্রাম এ যাচছো, ফান্ডি সহ নাকি ফান্ডিং ছাড়া এসবের উপর। আমেরিকাতে পিএইচডিতে ফুল ফান্ডিং পেলেও, যাবার আগে প্লেন ভাড়া, IELTS, GRE , Visa processing, university application ইত্যাদি মিলে কমপক্ষে ৩/৪ লক্ষ টাকা(আনুমানিক) লেগে যায়।
ইউরোপের ক্ষেত্রে আবার আরেকটু কম লাগে। তবে টাকার হিসাবটা আমি নিশ্চিত নই।
National university theke physics e honours kore ki aerospace engineering bideshe porte parbo?
খুব কঠিন ভাইয়া। Physics থেকে data science, nanotechnology, material science এসব দিকে যাওয়া সহজ।
@@Shahid_Hasan_Ridhoy engineering kono subjects e pora jabe ki?
Bhaiya agriculture university te pora bhalo hobe naki physics?
EEE , CSE , MTE এর সাথে ফিজিক্স এর যে জিনিসগুলো মিল থাকে সেসব বিষয় নিয়ে মাস্টার করতে পারবেন। Data science CSE এর সাথে, nanotechnology EEE এর সাথে যুক্ত ইত্যাদি
বাংলাদেশে physics এ পড়াশোনা করলে ল্যাব ফ্যাসিলিটি খুব পাওয়া যায় না।
সেদিকে চিন্তা করলে agriculture কে একটু এগিয়ে রাখবো। আর ভবিষ্যতে কৃষিবিদ হয়ে কিছু করলে দেশে কিছু করা সম্ভব। Physics যদি ভালো লাগে তবে পড়া উচিত, চান্স পাইছি তাই বলে পড়তেছি তাহলে পড়া উচিত না।
ভাইয়া ফিজিক্স এ পড়তেছি কিন্তু ফিজিক্স ভালো লাগে না পড়তে ,
কি করবো বুঝতেছি না
একটু গাইডলাইন দেন ভাইয়া
ধন্যবাদ, চেষ্টা করবো ভিডিও দেবার। ইদানিং অফিসের ব্যস্ততার জন্য সময় পাচ্ছি না। আশা করি খুব শিগগিরই ভিডিও নিয়ে আসবো
Physics a porar por Msc kon kon subject a kora jabe private theke
অনেক ডিপার্টমেন্টে যাওয়া যায়। তাদের মধ্যে
Data Science, statistics, nanotechnology, material science, earth science, mathematics, ছাড়াও ফিজিক্স এর ভিন্ন ভিন্ন শাখা ও কিছু ইঞ্জিনিয়ারিং বিভাগে ও মাস্টার্স করা যায় যেগুলোর সাথে ফিজিক্স এর মিল থাকে।
রিসার্চ করতে কেউ হেল্প করতে পারবেন
গবেষণা করার জন্য আপনার উচিত আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ করা। আপনি কোন বিষয়ে আগ্রহী এবং তাদের কাছে কোন জিনিস নিয়ে কাজ করার সুযোগ আছে তারা বলতে পারবে। এছাড়া অনলাইনে অনেকে রিসার্চ শিখানোর কোর্স করায় এতে করে আপনি ধারনা পেতে পারেন। ইউটিউব থেকেও অনেক কিছু ফ্রিতে পাবেন।
ভাইয়া পদার্থবিজ্ঞান এ অনার্স শেষ করে মাস্টার্স এ কোন কোন ফিল্ডে মুভ করা যায়। এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিয়েন।
সময় পেলে করবো ভাই। ধন্যবাদ সাজেশন এর জন্য।
ফিজিক্সে বিএসসি করার পর কি এমএসসিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে শিফট হওয়া যায়?
দেশের বাইরে সম্ভব।
Very good 😊
Thanks 😊
Vaiyaa CU biochemistry chere ki JU physics a borti hoya tik hobe ektu kindly bolben please
ভাইয়া তোমার যে বিষয় নিয়ে আগ্রহ সেটা নিয়ে পড়াশোনা করো।
Biochemistry , physics দুইটাই খুব ভালো সাবজেক্ট।
তোমার পরিবার , ইচ্ছা, সুযোগ-সুবিধা সব বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত।
উচ্চশিক্ষা নিতে দেশের বাইরে গেলে দুটাতেই সুযোগ আছে। তাই এটা ভালো ঐটা ভালো না এটা বলতে পারছি না। শুভ কামনা রইল আপনার জন্য।
Assalamu alaikum vaia,,,vaia Eden Mohila clg e physics niye porashuna krle kmn hbe?? Oikhane Theke ki porle eisob job er sujug pbo ami??
ওয়ালাইকুমুস সালাম আপু,
ইডেন মহিলা কলেজে ফিজিক্স নিয়ে পড়াশোনা করলে কেমন হবে আপু এটা আসলে বলতে পারবো না। তবে আপনাকে কিছু উপদেশ দিতে পারবো ।
১) ইডেন, ঢাকা কলেজ , তিতুমীর, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা মুলত নিজেদেরকেই বেশি করতে হয়। আপনি বিশ্ববিদ্যালয় থেকে খুব বেশী সাহায্য পাবেন না এটা ধরে রাখতে পারেন।
২) ল্যাব ফ্যাসিলিটি খুব ভালো হবে না এখানে, যদিও সব জায়গায় একি অবস্থা।
৩) আপনার যদি ইঞ্জিনিয়ারিং/ মেডিকেল নিয়ে পড়াশোনা করার সুযোগ এবং সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি ফিজিক্স না পরলেও পারেন
৪) আপনার যদি খুব আগ্রহ ভালোবাসা থাকে তবে আপনি ইডেনে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেই পারেন।
৫) ইডেনে ফিজিক্স এ অনার্স করে বুয়েটে ফিজিক্সে মাস্টার্স করা যায়। এরপর পিএইচডি করতে দেশের বাইরে ও যাওয়া সম্ভব।
৬) আপনি ফিজিক্স নিয়ে পরলে অবশ্যই দেশের যে ফিজিক্স রিলেটেড সেক্টর আছে সেগুলোতে এপ্লাই করতে পারবেন। পরিশ্রম আর ভাগ্যে ভালো হলে জব পেয়েও যাবেন
সব কিছুর জন্য সময় দরকার। আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ ভালো হবেই।
শুভ কামনা রইলো আপু আপনার জন্য।
@@Shahid_Hasan_Ridhoy dhonnobad vaia
My pleasure 😊
physics pore deshe ki ki job kora jai?
@@Shahid_Hasan_Ridhoy
ভাইয়া এই ভিডিওতে বলা আছে কোন কোন সেক্টরে জব করতে পারবেন।
শিক্ষকতা, গবেষক, উদ্যোক্তা, Research Assistant, Teaching assistant, ল্যাব টেকনিশান ইত্যাদি।
ভিডিওটা ভালো দেখেন বুঝতে পারবেন। তারপরও প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করিয়েন উত্তর দিতে চেষ্টা করবো।
ধন্যবাদ
JU তে math নিয়ে পড়লে job opportunities কেমন?
Physics & Math এর সুযোগ-সুবিধা কাছাকাছি।
বাংলাদেশে Pure subject এ পরলে আসলে বিসিএস, NTRCA , আর শিক্ষকতা ছাড়া তেমন বড় কোন সেক্টর নেই। তবে Math থেকে data Science এ আসা যায়। দেশের বাইরে চেষ্টা করতে দেখতে পারো। DU, JU, JNU যেখানেই পড় , পড়লেই হলো। শুভ কামনা রইল।
আপনি তো ভিডিও তে অনেক জব অপশন এর কথা বললেন,তাহলে কমেন্টের রিপ্লাই এ এই কথা বলছেন কেন?
কারন , দেশে যে সেক্টরগুলো আছে সেখান সিট সীমিত। তাই যেখানে সিট বেশি কমেন্ট এ সেটার কথা বললাম। আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফিজিক্স নিয়ে অনার্স করছি। মেডিকেল ফিজিক্স এ মাস্টার্স করার জন্য কি আমাদের দেশে সুযোগ আছে?
ওয়ালাইকুমুস সালাম আপু । জি আছে। গন বিশ্ববিদ্যালয়ে আপনি মেডিকেল ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে পারবেন। আমার চ্যানেলেই মেডিকেল ফিজিক্স নিয়ে সেই ভিডিওটি আছে। আপনি দেখে নিতে পারেন।
ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
@@Shahid_Hasan_Ridhoy ধন্যবাদ ভাইয়া
Vaiya India ay ki physics Nia porta jaoa ucit?
হ্যা। ঐখানে আমাদের দেশের চাইতে রিসার্চ অপরচুনিটি বেশি। যাইতো পারো।
Vaiya National theke physics niye pore ki aey job ghula pabo?
জি ভাইয়া পাবে।
Vaiya assalamualaikum.. Ami ebar Jahangirnagar University te physics e admit hoyechi.. apner video ta theke onek kisu janlam. Thanks.. tobe vaiya akta request Ami bujhtechina kivabe physics pora uchit university te.. vaiya apni to physics theke graduate complete korechen.. tai vaiya apner porar system ta aktu janaiyen.. ar university te kivabe physics pora uchit ki ki kora uchit ba noy ai niye akta video Dile onek valo hoto vaiya.. Ami arokom Kono video pai nai vaiya.. please aktu dekhiyen bishoyta..
ওয়ালাইকুমুস সালাম। ফিজিক্স আসলে কিভাবে পরতে হয় সেটা বলার সামর্থ্য এখনো আমার হয় নি। হ্যা, আমি সবচেয়ে বেশি যেকাজ করতাম সেটা হলো ক্লাসের নোটগুলো নিতাম। মাঝে মাঝে বই পড়তাম, যেটা সবচেয়ে বেশি দরকার। আর ইউটিউব এ ঐ টপিকসের ভিডিও দেখার চেষ্টা করতাম। তোমাকে ধন্যবাদ ধৈর্য্য নিয়ে ভিডিওটা দেখার জন্য এবং তোমার গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য।আমি চাকরির কারনে খুব ব্যস্ত থাকি তবে চেষ্টা করবো এই বিষয়ে ভিডিও তৈরি করার।
শুভ কামনা রইল তোমার জন্য 😊।
@@Shahid_Hasan_Ridhoy ধন্যবাদ ভাইয়া। অপেক্ষায় থাকবো আপনার ভিডিও এর জন্যে।
Vaiya ju physics kmn cu biochemistry chere ki physics a asha usit hobe
@@rahat3166 passion thakle aste paro. JU physics valo ache.
faltu , exact kon kon job kora jabe privet company te seta bolsei na,. ek kotha bar bar bolse . vai govt job sobai korte parbe sei je department theke pore asuk na kno.
এই ভিডিওতে ফিজিক্স নিয়ে কোন কোন ক্ষেত্রে আপনি জব করতে পারবেন সেটা ভালো করে বলা আছে। আপনি যদি ভালো করে শোনার চেষ্টা করতেন তাহলে বুঝতে পারতেন।
একটা উদাহরণ দেই: industry position: এখানে পাওয়ার প্লান্ট এর কথা বলেছি। Power plant এ কয়েকটা পদ থাকে তাই Exactly কোনটা সেটা বলিনি, সার্কুলার হলে যারা আগ্রহী তারা দেখে নিবে এবং তাদের সুবিধা মতো এপ্লাই করতে পারবে।
আরেকটা হলো , Research Assistant, teaching assistant, lab technician বিশ্ববিদ্যালয়ে আপনি যোগ্যতা অনুযায়ী দেশে এবং দেশের বাইরে করতে পারেন। তাহলে বললাম না কোথায় ?
হ্যা সরকারি চাকরিতে সবাই আবেদন করতে পারে কিন্তু সরকারি চাকরিতে ফিজিক্স রিলেটেট সেক্টরে শুধু ফিজিক্স গ্রাজুয়েটরাই আবেদন করতে পারে যেমন BCSIR এর ফিজিক্স ল্যাব টেকনিশান সহ কিছু পদ আছে সেখানে শুধু ফিজিক্স গ্রাজুয়েটরাই আবেদন করতে পারে। আমি সেটা বলেছি।
আপনি যদি ভালো করে শুনতেন কথাগুলো তাহলে নিশ্চয়ই এভাবে বলতেন না। আশা করি বুঝতে পেরেছেন।
ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল।
Vai apnr fb id den
Description এ ফেসবুক পেজের লিংক দেয়া আছে ভাইয়া।