গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট ঘোড়াধরা হাট | পর্ব- ২ |
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- বাঁকুড়া জেলার দক্ষিন প্রান্তে জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের অন্তর্গত ঘোড়াধরার হাট এখনো ঐতিহ্য বহন করে চলছে। ১৯৫২ সাল থেকে এই হাট জঙ্গলমহলের বিভিন্ন যায়গায় স্থানান্তরিত হলেও বর্তমানে এই হাট ঘোড়াধরা তে স্বমহিমায় চলছে। বাঁকুড়া রেল স্টেশন থেকে এই হাটের দূরত্ব মাত্র ৬০ কিমি। প্রান্তিক দরিদ্র চাষিভাই থেকে শুরু করে হাজার হাজার মানুষ প্রত্যেক শনিবার সকাল থেকে এই হাটে বানিজ্যের জন্য আসেন। গ্রাম বাংলার হাটগুলি আমাদের কাছে ঐতিহ্যবহন করে চলে আসছে। গ্রাম বাংলার হাটের মধ্যে এই ঘোড়াধরার হাটটি অন্যতম যায়গায় বিরাজমান।
#thejunglejourney4847 #bankura #mukutmanipur #purulia #ajodhya_hill #tourism #bikers #nature #travel #belpahari #junglemahal #mukutmanipur #bankura #nature #kolkata #trending #keonjhar #naturelover