দাদা আমাদের বাড়ির পিছনে খুব সামান্য একটু জায়গা আছে l সেখানে আমরা একটা দেশি চন্দন জবা বসেছি l গাছটা বেশ লম্বা হয়েছে সুন্দর সতেজ বড় বড় পাতা , গত বছরে চার-পাঁচটা ফুল ফুটেছিল কিন্তু এবারে তার দেখা নেই কি করবো ? চারপাশে বড় বড় বাড়ির জন্য রোদ পায় না... তাহলে কি ফুল হবে না.. একটু জানাবেন প্লিজ
New ekta joba ene lagalam,onek kuri hoyechhe kintu 5 ta pore gelo.. bhablam kono deficiency.. kintu ekdin dekhlam ekta leaf 🌿 half kata... Bujhlam kono insect er kaaj.. ami place ta shoriye dilam.
@@PikasGardening kuri guli jhore jodi jae tobe porbe kintu tah dekha jaina ar khub chorai asche onanno gache noi joba gache tai bujhte parchina exact ki problems apni help korun knowledge ei bepare besi apnr
অবশ্যই দেওয়া যাবে কাঁচা কলার খোসা বা পাকা কলার খোসা অন্তত সাত দিন জলে চুবিয়ে সেই জল টিকে জবা গাছে প্রয়োগ করতে হবে কারণ কলার খোসা পটাশের একটি মূল স্রোত।
না কিছুদিন এমনি রেখে দেবেন, যাতে সদ্য আনা গাছগুলো আপনার বাড়ি আবহাওয়া সঙ্গে একটু নিজেকে মানিয়ে নেয়। তারপর সেগুলোকে টবে প্রতিস্থাপন করবেন এবং নার্সারি থেকে আনা চারাগুলো একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন সরাসরি রোদ্রের মধ্যে রাখবেন না।
Dadabhai amar nil joba r aktao kuri futchhe na ..kuri ta kholar agaei holud hoye pore jachhe .. dadabhai plz ektu blo ki korbo khub tension e achhi...r reply ta koro
জবা গাছ রোদ ভালো পছন্দ করে, দেশি, পুনে, ব্যাঙ্গালোর, এই সমস্ত জবা রোদে রাখলে কোন প্রবলেম হয় না। কিন্তু যদি আপনি ট্রপিক্যাল জবা করে থাকেন তাহলে আপনাকে গ্রীন নেট ব্যবহার করতে হবে।
দাদা আমি জবা ফুল হাইব্রিড করতে পারছি না।কারন আমি বীজ তৈরি করতে পারছি না,যেই খানে বীজ হবে সেই বোটা টাই জড়ে যায়।আশা করি পরের ভিডিও টায় এই সমস্যার সমাধান জানাবেন।প্লিজ
হ্যাঁ সপ্তাহে একদিন এটা প্রয়োগ করুন আর সপ্তাহে আরেকদিন বাকিটা প্রয়োগ করুন এবং মাসে একদিন ম্যাগনেসিয়াম সালফেট জলে গুলে গাছে স্প্রে করে দিন তাহলে কুড়ি ছড়াটা অনেকটা রোধ হবে।
Dada amar gache er growth khub sundor, prochur kuri aseche, but sob kuri jhore jachhe. Amar gach ti plastic pot a rakha r vison roddure thake. Tar janno ki jhore porche, gache kono pokar akromon nei. Ektu suggestion dile upokrito hoi. Thank you 😊
টবের নীচে কোন ইট বা পাথর রেখে তার উপরে টব টাকে রাখবেন, অতিরিক্ত গরম হলে বা রোদের তাপ প্রচুর হলে টবের গোড়ায় মালচিং করুন, এইসময় জবা ফুলের কুঁড়ি ঝরা গাছের একটি স্বাভাবিক প্রবণতা। বর্ষা শুরু হতে হতে এই সমস্যা থেকে গাছ নিজেকে বের করে নিয়ে আসে। তাই এই সময় জবা ফুলের কুঁড়ি ঝরবেই কিন্তু আমরা এই পদ্ধতি গুলো অবলম্বন করে কিছুটা কুঁড়ি ঝরা আটকাতে পারি।
এই সময় গাছের কুঁড়ি অল্পবিস্তর জুড়ে থাকে এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। বর্ষাকাল শুরু হতেই এই প্রবলেমগুলো সমস্ত কমতে শুরু করবে আর গাছে ভালো কুঁড়ি নিয়ে আসার জন্য আপনি পটাস সমৃদ্ধ খাবারের প্রয়োগ করতে পারেন।
@@Sreeji108 সপ্তাহে একবার করে গাছের নিম তেলের প্রয়োগ করুন। গাছে জল দেখেশুনে প্রয়োগ করবেন এবং ২০ থেকে ২২ দিন অন্তর অন্তর ম্যাগনেসিয়াম সালফেট মানে এপসম সল্ট এর ব্যবহার করুন।
Bhai tomar jamon halud jaba aache thik aamaro thik oi rakom chilo but monkey fele diyeche please bhai tumi jodi aamake ai gach ta dao khub upokrito habo tumi kothay thako aami barrack pure thaki please ans dio
Khabr er ovab er jonno, mase ekbar goray gobor sar din and gache potas jukto khabr use korun and mase ekbar iron mixed micronutrient gach e sprey korun.
দুঃখিত একটু ব্যাস্ত ছিলাম, হ্যাঁ আপনি যদি তরল খাবার বানাতে চান তাহলে যেকোনো পাকা কলার খোসা জলের মধ্যে পাঁচ থেকে ছয় দিন ডুবিয়ে রাখলে তরল খাবার তৈরি হয়ে যাবে আর যদি শুকনো হিসেবে দিতে চান তাহলে পাকা কলার খোসাটা ভালো করে শুকিয়ে নিয়ে সেটা আপনি কেচি দিয়ে কেটে কেটে টুকরো করে দিতে পারেন বা মিক্সিতে গুঁড়ো করে তাও দিতে পারেন।
কলার খোসা গুলোকে ভালো করে রোদে শুকিয়ে মিক্সিতে গুরো করে নিয়ে এক চামচ করে টব প্রতি ব্যবহার করতে পারেন, অথবা কলার খোশাকে জলের মধ্যে তিন থেকে চার দিন ভিজিয়ে রেখে সেই জলটি আপনি সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন এবং অবশ্যই এই গরমের সময় শুকনো খাবারের থেকে লিকুইড খাবারের গুণমান অনেক বেশি।
আগামী কিছুদিনের মধ্যেই বর্ষাকাল শুরু হয়ে যাবে,তখন জবাব এই সমস্ত প্রবলেমস একেবারেই কমে যাবে।এই সময় আপনি মোবোমিন গাছে অতিরিক্ত ভিটামিন হিসেবে ব্যবহার করতে পারেন।
( ১ )আমার জবা গাছের বয়স এক-দেড়মাস। আমি বাড়ির সাধারণ মাটি দিয়ে টবে পুঁতে দিয়েছি। কবে থেকে খোলজল দেওয়া যাবে? ( ২ )একটি গাছ যেমন এনেছি তেমনই রয়ে গেছে, বেড়ে উঠছে না।কি করনীয়?
এটা অনেক সময় শেখরের বৃদ্ধি না হবার জন্য হয় তো আপনি মাটি টাকে একটু খুঁচিয়ে নিয়ে দেখুন যে শেকরের বৃদ্ধিটা কেমন আছে, যদি শেকরের বৃদ্ধি থমকে যায় তাহলে আপনি 1ml হাইড্রোজেন পারঅক্সাইড গাছের গোড়ায় ব্যবহার করুন। যদি দেখেন যে গাছের শিকড় বৃদ্ধি ঠিক আছে কিন্তু কুড়ি আসে না সেক্ষেত্রে আপনি গাছের গোড়ায় গোবর সারের ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে পটার সমৃদ্ধ খাবার গাছের গোড়ায় ব্যবহার করুন।
Khub bhalo laglo.
খুব ভালো লাগলো আপনার কথা
Darun Sundar description many thanks. I am a new comer. I like jaba. Golap. Nayantara. Bahar pata. Money plant etc.. bye
ধন্যবাদ 🙂
Khub bhalo v.d.o khubee upoker debe Thank you pika's garden❤
Khub valo laglo thankyou
খুব ভালো লাগলো দাদাভাই 👍👍খুব উপকারী একটা ভিডিও শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ❤️❤️
ম
Thanks for some important informations
বাহ্ খুব ভালো লাগলো।
ধন্যবাদ 🙂
খুব গুরুত্বপূর্ণ ভিডিও একটি।skip না করে পুরো ভিডিও মন দিয়ে দেখেছি।
ধন্যবাদ
@@PikasGardening ❤❤❤❤❤❤❤❤❤
খুব খুব ভালো লাগলো দাদা
Thank you Dada khub valolaglo aj korbo
খুব ভাল লাগল তোমার বিডিও
ধন্যবাদ 😊
খুব ভালো লাগলো।উপকার হলো।আমি ঢাকা থেকে দেখছি।বাংলাদেশে কি ঔষধ দিতে হবে,জানা থাকলে বলবেন।
Confidor
Khub sundor hoyeche...puro dekhechhi...onek followers hok
ধন্যবাদ 🌻
Tips এর জন্য ধন্যবাদ
🙂🙂
Bah,,,keep it up,,,ami aj dekhlam,,,good job👍😊
ধন্যবাদ 🙂🙂
Khub valo laglo
ধন্যবাদ 🌻
Darun hoyeche 👍🏻
Thank you
খুব সুন্দর ভাই।।
ধন্যবাদ দাদা 🌻
Apni sprey korar jonno j gulo bollen se gulo ektu likhe janan plsss
Best video post for hibiscus care. Thanks a lot.🙏🙏
Dada kolar khosa r sorse khol siuli phool gache deoya jabe??ektu janaben
হ্যাঁ দেওয়া যাবে
Good idea.
Big fan dada 🖤✌️
Dada amar holud joba gacher pata phekase hoye giye more jache ki korte hobe? Akhon to rainy season cholche bristi r jonno hocche?
Chobi na dekhe bojha muskil
Ki kore chobi pathabo? What's app number dile whats app e pathate pari.
Joba gach ar niche chotto root net pot thake ... Ota ghore ane pottin korar somoy ki kete baad dia debo naki ota somet e potting kore debo
Kete bad diye deben
Dada Tulsi Maa er gacher nicher poka ki kore domon hobe? Bolben ki?
Kemon poka ?
Uui poka kenno
Bolben ki kore domon hobe
দাদা আমাদের বাড়ির পিছনে খুব সামান্য একটু জায়গা আছে l সেখানে আমরা একটা দেশি চন্দন জবা বসেছি l গাছটা বেশ লম্বা হয়েছে সুন্দর সতেজ বড় বড় পাতা , গত বছরে চার-পাঁচটা ফুল ফুটেছিল কিন্তু এবারে তার দেখা নেই কি করবো ? চারপাশে বড় বড় বাড়ির জন্য রোদ পায় না... তাহলে কি ফুল হবে না.. একটু জানাবেন প্লিজ
গাছের ভালো বৃদ্ধি ও ফুল ফলের জন্য পর্যাপ্ত পরিমাণের সূর্যের আলো প্রয়োজন।
Mikpower eta kiser jonno use hoi..plz amke janaben
এটি একটি গাছেদের বৃদ্ধি সহায়ক অনুখাদ্য, মাসে যদি একবার আপনি এটি গাছে স্প্রে করেন তাহলে গাছের বৃদ্ধি ভালো হবে ফুল ভালো আসবে ফল ভালোভাবে ধরবে।
Thank you so much
Hamla 555 use kora jabe
Confidor বা Actara করুন ফলাফলটা ভালো পাবেন।
Any care tips for Datura? Some of Its branches dried and the buds too
Cut off the affected area and apply fungicide
New ekta joba ene lagalam,onek kuri hoyechhe kintu 5 ta pore gelo.. bhablam kono deficiency.. kintu ekdin dekhlam ekta leaf 🌿 half kata... Bujhlam kono insect er kaaj.. ami place ta shoriye dilam.
Ok
Dada Joba gacher growing hochhe na tai ki rasainik Sar proyog korbo...
গাছের বয়স কত ?
@@PikasGardening 2yrs
@@amittamang814 ha dite parben
@@PikasGardening ok but kon Sar debo grow er jonno
??????????????
Thanks bro
Thank you bhai
Sir joba gache kuri chorai ase khae kina bujhina noito jhore porche bolun pratikar
Age nije confirm hon pblm ta ki hocche
@@PikasGardening kuri guli jhore jodi jae tobe porbe kintu tah dekha jaina ar khub chorai asche onanno gache noi joba gache tai bujhte parchina exact ki problems apni help korun knowledge ei bepare besi apnr
Amar gachhe to kuri aschei na ..Ki korte hobe janaben please..
Potash mixed fertilizer use korun.
Shorsher khol to gorom....gorom a ki khol dewa jsay??
অবশ্যই দেওয়া যায়
Taf gor এ কি makor আর চসক পোকা চলে যাবে? Pl হেল্প।
Ha jbe
Amar gache prochur kuri asche kintu jhore porche, please help
Video te sob information deowai royeche segulo follow korun
Kach kolar khosha ki deya jabe? pls. bolun .
অবশ্যই দেওয়া যাবে কাঁচা কলার খোসা বা পাকা কলার খোসা অন্তত সাত দিন জলে চুবিয়ে সেই জল টিকে জবা গাছে প্রয়োগ করতে হবে কারণ কলার খোসা পটাশের একটি মূল স্রোত।
Brilliant
Gacher growth ki dile hobe
কোন গাছ ?
Accha, apni detergent, 1 piece rosun, r akta ki bollan ?
Ar ekta lonka venge diye deben
@@PikasGardening Accha
Joba geche ostad spray kora jai ?
Best confidor, actara
ভাই তোমার কথা মতো সব কোরেছি সুন্দর ভাবে ফুল হোয়েছে মাস খানেক পেয়েছি কিন্তু এখন আর ফুটছে না কিকোরবো জানাবে
এই সময় ফুল একটু কম হয়
Amar jaba gache kuri asche na kintu ea age ful haeche
খুব ভালো লাগলো ভাই।
Gach kori bhora gach kinlum kori gulo poka lege kheye niyeche ki debo
সপ্তাহে একদিন করে নিম তেল প্রয়োগ করুন।
Amr joba full fotar age holud hoye pore jache ki korbo
Video te solution bola hoyeche
, দাদা জবা গাছ নার্সারি থেকে এনে গাছ গুলো সাথে সাথেই টবে লাগানো যাবে আর রৌদ্র রাখা যাবে একটু বলবেন 😊❤
না কিছুদিন এমনি রেখে দেবেন, যাতে সদ্য আনা গাছগুলো আপনার বাড়ি আবহাওয়া সঙ্গে একটু নিজেকে মানিয়ে নেয়। তারপর সেগুলোকে টবে প্রতিস্থাপন করবেন এবং নার্সারি থেকে আনা চারাগুলো একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন সরাসরি রোদ্রের মধ্যে রাখবেন না।
Sorser khol 1 spoon debo ?ektu janabe?
৮-১০ ইঞ্চির টব হলে ১ চামচ দিলেই হবে।
@@PikasGardening 1 saptaho antor toh.
Dadabhai amar nil joba r aktao kuri futchhe na ..kuri ta kholar agaei holud hoye pore jachhe .. dadabhai plz ektu blo ki korbo khub tension e achhi...r reply ta koro
Monthly ekbar megnesium sulphate sprey koro
@@PikasGardening Thik achhe dada
Protek saptahe ei dutoi debo naki alternet vabe debo
Alternate vabe deben
Thank you
Ato roder tap a Sara din rod Pele problem habe na to Dada?
জবা গাছ রোদ ভালো পছন্দ করে, দেশি, পুনে, ব্যাঙ্গালোর, এই সমস্ত জবা রোদে রাখলে কোন প্রবলেম হয় না। কিন্তু যদি আপনি ট্রপিক্যাল জবা করে থাকেন তাহলে আপনাকে গ্রীন নেট ব্যবহার করতে হবে।
Amar kuri holud hoy na , kintu hoar kichu din age bota theke venge pore jai , ki upay ache aktu bolben ?
এটা অতিরিক্ত গরমের জন্য হচ্ছে। গাছকে ঠিকঠাক দেখভাল করুন এই সময় এবং দিনে দু বেলা একটু ঠান্ডা জলের স্প্রে করুন গাছে দেখবেন প্রবলেমটা অনেকটা কম হবে।
দাদা আমি জবা ফুল হাইব্রিড করতে পারছি না।কারন আমি বীজ তৈরি করতে পারছি না,যেই খানে বীজ হবে সেই বোটা টাই জড়ে যায়।আশা করি পরের ভিডিও টায় এই সমস্যার সমাধান জানাবেন।প্লিজ
Dada Aamar joba gulo Khub choto hoye jache plz kono solution bole din.
গাছে ঠিকঠাক ভাবে সময় মত খাবার প্রয়োগ করুন
Amar jaba gacha kuri jhara porcha. Janlam aanekkichu. Nomaskar
মাসে একবার ম্যাগনেসিয়াম সালফেট গাছে স্প্রে করবেন।
গরমে সরষের খোল দেওয়া যাবে?
হ্যাঁ
দাদা গাছে কুড়ি অনেক এসেছে।এখন খাবার সর্ষের খোলের জল আর কলার খোসার গুরো দেব?
হ্যাঁ সপ্তাহে একদিন এটা প্রয়োগ করুন আর সপ্তাহে আরেকদিন বাকিটা প্রয়োগ করুন এবং মাসে একদিন ম্যাগনেসিয়াম সালফেট জলে গুলে গাছে স্প্রে করে দিন তাহলে কুড়ি ছড়াটা অনেকটা রোধ হবে।
এই লাল মাকড় বা এইপ্রকার পোকা থেকে বাঁচাতে ঠিক কি রাশায়নিক দিতে হবে লিখে জানালে উপকৃত হবে।
ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান মতামতের জন্য।
Ekka,theta,kaka.. use kro.. theta ta ami personally use krechi 210 taka dam niyechilo 1lit jol a 20-25 drop dite hbe... Onk din jay...
Amar joba gache sada poka hoyeche ki kore bolo
Saturday video asbe ei topic e
দাদা, আপনি কত ইঞ্চি টবে জবা গাছ গুলি বসিয়েছেন?
৮ - ১৫ ইঞ্চি পর্যন্ত টব আছে।
Aamar joba gache kom Koli ase,ki korbo
দাদা বলছি এই যে কলার খোসা দিয়ে যে ওষুধটা বানাবো ওটা কি করে বানাবো দাদা
Dada amar gache er growth khub sundor, prochur kuri aseche, but sob kuri jhore jachhe. Amar gach ti plastic pot a rakha r vison roddure thake. Tar janno ki jhore porche, gache kono pokar akromon nei. Ektu suggestion dile upokrito hoi. Thank you 😊
টবের নীচে কোন ইট বা পাথর রেখে তার উপরে টব টাকে রাখবেন, অতিরিক্ত গরম হলে বা রোদের তাপ প্রচুর হলে টবের গোড়ায় মালচিং করুন, এইসময় জবা ফুলের কুঁড়ি ঝরা গাছের একটি স্বাভাবিক প্রবণতা। বর্ষা শুরু হতে হতে এই সমস্যা থেকে গাছ নিজেকে বের করে নিয়ে আসে। তাই এই সময় জবা ফুলের কুঁড়ি ঝরবেই কিন্তু আমরা এই পদ্ধতি গুলো অবলম্বন করে কিছুটা কুঁড়ি ঝরা আটকাতে পারি।
@@PikasGardening thank you so much 😊
Joibo khabe ki debo
সপ্তাহে একদিন করে কলার খোসা ভেজানো জল প্রদান করবেন এবং পরের সপ্তাহে আরেকদিন সরষের খোল ভেজানো জল প্রয়োগ করবেন এই দুটো জৈব খাবার।
@@PikasGardening kotogulo kolar khosa r joler poriman ta bolben
@@moumitadasdas3467 ১লিটার জলে দুই থেকে তিন টে কলার খোসা।
Thank you....😊
দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি।
আমার জবা গাছের কুড়ি হলুদ না হয়ে ঝড়ে যায়।কি করা যায় একটু বলবেন।
গাছকে দিনে একবার স্নান করান এবং গাছে ১০-১৫ দিনে একবার ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করুন।
জবার বীজ কোথায় কিনতে পাবো একটু বলবেন
যারা বাড়িতে জবার পলিনেশন করে তাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন।
Amar gache ho66e
আমি কীটনাশক ব্যবহার-এর পরদিন কি ছত্রাকনাশক ব্যবহার করতে পারি ?
দু থেকে তিন দিনের ফারাক রাখবেন
আমার একটা শিউলি গাছ আছে প্লাস্টিক টবে ৬ মাস হলো খুব ধীরে ধীরে বাড়চ্ছে কি খাবার দেবো বা কি করবো
মাটির সঙ্গে পর্যাপ্ত পরিমাণে গোবরসার বা কেঁচো সার মিশিয়ে দিন
@@PikasGardening ধন্যবাদ আমি কাকিমা
@@sujitdey7064 নমষ্কার 😊
Dada amar Joba gache kuri asche khub kom tao abar jhore porche
এই সময় গাছের কুঁড়ি অল্পবিস্তর জুড়ে থাকে এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। বর্ষাকাল শুরু হতেই এই প্রবলেমগুলো সমস্ত কমতে শুরু করবে আর গাছে ভালো কুঁড়ি নিয়ে আসার জন্য আপনি পটাস সমৃদ্ধ খাবারের প্রয়োগ করতে পারেন।
Potash bollei hobe dokane gie ektu bolben plz new to
I have shared ur video with all my friends.
Those who are suffering from yellowish bud and immaturity
Kacha kola r khosa deoa jabe?
Khosa take bhalo kore rod sukhiye niye tar liquid baniye dite paren ban dust koreo dite paren.
টবের জবাফুলের গাছ কত দিন বাঁচে?
নির্ভর করে পরিচর্যার উপর
ঘন্টা জবা কি,,,চাঁদের উপর ফুল রৌদ্রে রাখতে পারবো ?একটু জানাবেন দাদা
না পুরো রোদে রাখবেন না, সকালের রোদ গাছে দেবেন কিন্তু দুপুরের কড়া রোদ থেকে গাছকে সরিয়ে রাখবেন।
জবা গাছ কিনতে চাই কিভাবেপাব
বাড়ির আশেপাশে নার্সারিতে খোঁজ করুন অবশ্যই পেয়ে যাবেন।
জবার কুঁড়ি বড় হচ্ছে। ফোটার মুহূর্তে ঝরে যাচ্ছে। কুঁড়ির গোড়ায় রিঙের মত দাগ হয়ে যাচ্ছে। ওই ডগাটা হলুদ হয়ে ঝরে যাচ্ছে।
গাছে কি সাদা সাদা কোন পোকা দেখতে পাচ্ছেন ?
@@PikasGardening না না। সাদা কোনো পোকা নেই।
@@Sreeji108 সপ্তাহে একবার করে গাছের নিম তেলের প্রয়োগ করুন। গাছে জল দেখেশুনে প্রয়োগ করবেন এবং ২০ থেকে ২২ দিন অন্তর অন্তর ম্যাগনেসিয়াম সালফেট মানে এপসম সল্ট এর ব্যবহার করুন।
@@PikasGardening অনেক ধন্যবাদ 😊🤗
@@Sreeji108 Epsom salt ki sondhob lobon ek jinis
😮😊❤
আমার জবা গাছে পিপড়ে হচ্ছে কি করলে দুর হবে যদি একটু বলেন
টবের মাটিতে হালকা হলুদ ছিটিয়ে দিন এবং নিম তেলের স্প্রে করুন বা নিম খোল মাটির সঙ্গে অবশ্যই মেশান তাতে অনেকটা কাছ থেকে দূরে চলে যাবে।
আমার জবা গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে কি করলে ভালো হবে
Bhai tomar jamon halud jaba aache thik aamaro thik oi rakom chilo but monkey fele diyeche please bhai tumi jodi aamake ai gach ta dao khub upokrito habo tumi kothay thako aami barrack pure thaki please ans dio
আমি দক্ষিণ দিনাজপুরে থাকি
Dada amar kuri gulo lal hochhe na.... Sundor boro hochhe..... Jedin phul photar katha tar agerdin jhore pore jachhe.... Khub boro holud phul majkhane lal.... Aapni jeta dyakhachhen.... Ki korbo bolun to..... Onnyo jaba gulo to thik e phul dichhe.... Shudhu etai emon hochhe
Khabr er ovab er jonno, mase ekbar goray gobor sar din and gache potas jukto khabr use korun and mase ekbar iron mixed micronutrient gach e sprey korun.
জবা গাছে প্রুচুর কুড়ি পাতা আছে কিন্তু কুড়িবড় হয়ে ঝরে যাচ্ছে।আপনার ,vd শুনলাম।কি করব বুঝতে পারছি না।
এই সময় একটু হয় এটা এতে ঘাবড়ানোর কিছু নেই, বর্ষাকাল আসলেই এসব প্রবলেম ঠিক হয়ে যাবে।
দাদা আমি তোমার Video দেখি। আমার জবা রং কুঁড়ি ঝড়ে পড়ছিল তাই আমি ডাল কেটে দিয়েছি কিন্তু এখন আর কুঁড়ি আসছে না কি করবো?
Potash mixed khabar use korun ektu somoy lagbe
আমি জানতে চেয়েছিলাম যে, যেকোনো পাকা কলার খোসা হবে কি?but no reply....
দুঃখিত একটু ব্যাস্ত ছিলাম, হ্যাঁ আপনি যদি তরল খাবার বানাতে চান তাহলে যেকোনো পাকা কলার খোসা জলের মধ্যে পাঁচ থেকে ছয় দিন ডুবিয়ে রাখলে তরল খাবার তৈরি হয়ে যাবে আর যদি শুকনো হিসেবে দিতে চান তাহলে পাকা কলার খোসাটা ভালো করে শুকিয়ে নিয়ে সেটা আপনি কেচি দিয়ে কেটে কেটে টুকরো করে দিতে পারেন বা মিক্সিতে গুঁড়ো করে তাও দিতে পারেন।
ডিটারজেন্ট, রসুন আর কি বলেছেন দাদা আবার একটু বলবেন?
আমার জবা গাছ গুলোর পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফুলের কলি ঝরে পড়ে যাচ্ছে।
ম্যাগনেসিয়াম সালফেট মাসে একবার করে গাছে স্প্রে করুন
কলার খোসা আমি টুকরো টুকরো করে জলে ভিজিয়ে রেখে ছেঁকে দিই. এভাবেই কি দিতে হয়? আর কিভাবে দিতে পারি, দয়া করে জানাবেন. আমি ওত ভালো জানিনা
কলার খোসা গুলোকে ভালো করে রোদে শুকিয়ে মিক্সিতে গুরো করে নিয়ে এক চামচ করে টব প্রতি ব্যবহার করতে পারেন, অথবা কলার খোশাকে জলের মধ্যে তিন থেকে চার দিন ভিজিয়ে রেখে সেই জলটি আপনি সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন এবং অবশ্যই এই গরমের সময় শুকনো খাবারের থেকে লিকুইড খাবারের গুণমান অনেক বেশি।
@@PikasGardening Thank you❤❤
জবা গাছে মিক্সড সার দিয়েছি আর গাছে micro zyme spray করেছি
ভাইয়া আমার জবা গাছটি তিন ঘন্টা রোদ পায় আমি কি জবা গাছটি করতে পারবো আমার ছাদে সারাদিন রোদ থাকে ছাদে কি রাখা যাবে দয়া করে জানাবেন আপনার ভিডিও দেখি
হবে কিন্তু জবা গাছকে যদি সারাদিন রোদ খাওয়ানো যায় তাহলে গাছের গ্রোথ যেমন ভালো হবে তেমনি ফুলের সংখ্যাও অনেক বেশি হবে।
জবা গাছের কুঁড়ি আসছে কম কি করতে হবে
এখন ফুল কম হবে কারণ এখন জবা গাছের শীত ঘুমের সময়
আচ্ছা প্লাস্টিক টবে জবা গাছ কি করলে খারাপ হয় মাটির টবের প্রচুর দাম।
আমার বেশিরভাগ টগ গুলোই প্লাস্টিকের তিন বছর হয়ে গেল কিন্তু এখনো গাছের সেরকম কোন সমস্যা দেখতে পাইনি।
তাহলে প্লাস্টিকের টব এবার থেকে নেবো টবের সাইজ জবা গাছের জন্য
@@sujitdey7064 8-10 inch
আমার তিনটে জবা গাছে অনেক কুড়ি এসেছে ।ফুল ফোটার আগে ঝরে যাচ্ছে।নিয়মিত সব করছি।দয়া করে সমাধান বলুন।কোনো ভিটামিন দেব
আগামী কিছুদিনের মধ্যেই বর্ষাকাল শুরু হয়ে যাবে,তখন জবাব এই সমস্ত প্রবলেমস একেবারেই কমে যাবে।এই সময় আপনি মোবোমিন গাছে অতিরিক্ত ভিটামিন হিসেবে ব্যবহার করতে পারেন।
( ১ )আমার জবা গাছের বয়স এক-দেড়মাস। আমি বাড়ির সাধারণ মাটি দিয়ে টবে পুঁতে দিয়েছি। কবে থেকে খোলজল দেওয়া যাবে? ( ২ )একটি গাছ যেমন এনেছি তেমনই রয়ে গেছে, বেড়ে উঠছে না।কি করনীয়?
সর্বপ্রথম আপনি মাটির সঙ্গে একটু গোবর সার মিশিয়ে দিন তাতে গাছের বাড়তে সুবিধা হয় এবং আপনি সপ্তাহে একবার খোল ভেজানো জল গাছে ব্যবহার করতে পারেন।
জবা পরিপূর্ণ পরিস্ফুট হচ্ছে না।তাই কি করব জানাবেন।
কি খাবার প্রয়োগ করেন গাছে
আমার জবাব গাছটি মাটিতে আছে কুঁড়ি ঝরে যাচ্ছে কি কোরবো?
এটা বৃষ্টির জন্য হচ্ছে
Kalo joba payajaba
Na apnake nursery te khoj nite hobe
Pruning korar por akhon sob kuri holud hye pore jachhe
Wheather er jonno
আমার জবা গাছে অনেক কুড়ি কিন্তু বড় হয়ে ঝরে যাচ্ছে হলুদ হয়ে।খাবার জল সব ঠিকমতো করছি।এবার কি করব বলুন।পোকাও আছে বলে মনে হয় না
কি ধরনের পোকা একটু বলতে হবে এবং ছাড়া যদি এমনিতেই হলুদ হয় তাহলে গাছে একবার মাসে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করুন।
আমার জবা গাছে ফুলের কুড়ি আসা বন্ধ হয়ে গেছে , শুধু গাছে ছোট ছোট ডাল বের হচ্ছে , এর কারণ কি একটু বলুন
এটা অনেক সময় শেখরের বৃদ্ধি না হবার জন্য হয় তো আপনি মাটি টাকে একটু খুঁচিয়ে নিয়ে দেখুন যে শেকরের বৃদ্ধিটা কেমন আছে, যদি শেকরের বৃদ্ধি থমকে যায় তাহলে আপনি 1ml হাইড্রোজেন পারঅক্সাইড গাছের গোড়ায় ব্যবহার করুন। যদি দেখেন যে গাছের শিকড় বৃদ্ধি ঠিক আছে কিন্তু কুড়ি আসে না সেক্ষেত্রে আপনি গাছের গোড়ায় গোবর সারের ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে পটার সমৃদ্ধ খাবার গাছের গোড়ায় ব্যবহার করুন।