ছায়াতে পরিচর্যা সম্ভব এরকম কিছু গাছের সন্ধান, পর্ব - ১// Shade loving plants, part - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • ছায়াতে পরিচর্যা সম্ভব এরকম কিছু গাছের সন্ধান, পর্ব - ১
    Shade loving plants, part - 1
    Hey everyone! Today, I'm going to talk about some plants that thrive in shade. So enjoy the video and I hope it will be beneficial to those who want to create a garden in shady area.
    Background Melody
    Music : Acoustic Twice
    Produced by Umbrtone
    Provided by Umbrtone-No copyright music
    Video Link: • 🎧Warm bgm♫Acoustic Twi...
    Instagram : / inlovewithsoil
    Facebook : / inlovewithsoil
    Mail id : contact.inlovewithsoil@gmail.com
    #shadelovingplants #inlovewithsoil

ความคิดเห็น • 116

  • @mousumichakraborty463
    @mousumichakraborty463 3 หลายเดือนก่อน

    আজ প্রথম দেখলাম তোমার ভিডিও। খুব ভালো লাগলো❤❤❤

  • @swagataswarnakar1449
    @swagataswarnakar1449 3 หลายเดือนก่อน +5

    তোমার ভিডিও গুলো দেখতে এত সুন্দর লাগে কি করে বোঝাই...!!! ভিডিওর সিনেমাটোগ্রাফি যতটা সুন্দর তোমার গলার আওয়াজ তার থেকেও বেশি মধুর..!! মন শান্ত হয়ে যায় তোমার ভিডিও দেখতে দেখতে ❤

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน +2

      ☺️ ভালো থেকো ভাই।

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

      অ্যামাজনে দেখো blue hibiscus লেখা আছে ফটো আছে please দেখে পরিচর্যা বলো

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      @user-hc9cw1qv1p দেখলাম, যে কোনও জবার পরিচর্যা কম বেশি একই।
      রোদ দিতে হবে, সারাদিন।
      দুপুরের দিকে ছায়া পাবে এমন জায়গায় রাখুন।
      দিনে একবার স্নান করাতে পারলে ভালো হয়।
      NPK 13 00 45 মাসে একবার গাছের গোড়ায় দিতে হবে।
      মাসে একবার পাতায় Super sonata ঠাণ্ডা জলে মিশিয়ে সন্ধ্যায় স্প্রে করতে হবে।
      এগুলো করে দেখুন উন্নতি হয় কি না।
      প্রসঙ্গত বলে রাখি, আমাজনে বিক্রি হওয়া বেশিরভাগ নীল জবা নকল, যা দেখলাম। শুধু যে জবার মাঝে লাল রঙ দেখা যাচ্ছে সেটাই ঠিক, আশা করছি আপনি ঠিক জবা কিনেছেন। 🙏🏻

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

      ডিপ নীল রঙের যেটা দেখাচ্ছে রেণু কাছে লাল ঐরঙ আমি কিনেছি। নীল জবার মতন পাতা। তুমি যেভাবেই বললে পরিচর্যা করে দেখি

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

      13,00,45,all type জবা গাছে কি দেওয়া যাবে প্রয়োগ বিধি বলো

  • @sayangtr
    @sayangtr 3 หลายเดือนก่อน +2

    Khub e informative. Thank you 🙏

  • @titlymondal5908
    @titlymondal5908 3 หลายเดือนก่อน

    Dada tomar adenium collection niye akta video koro🏵️ background er adenium ta khub i chokh tanche😊

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      অবশ্যই করব 😊

  • @sonalimukherjee2191
    @sonalimukherjee2191 3 หลายเดือนก่อน

    Sob miliyay excellent vlog . Ekta kotha apni kothay thaken taholay gach songroho korar jonno chesta rakhbo , 2ndly aee Hoya plant tar kerokom pricing hotay paray ektu idea deben.

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      আমি দক্ষিণ কলকাতার কাছাকাছি থাকি।
      হোয়ার দাম ২০০ থেকে ২৫০ এর মধ্যেই হওয়া উচিত। আপনি যদি গ্যালিফ স্ট্রিট মার্কেটে যাতায়াত করেন তবে খুব সহজেই পেয়ে যাবেন।

  • @mitaliswarnakar2721
    @mitaliswarnakar2721 3 หลายเดือนก่อน +2

    Background er adenium ta vison sundor❤️

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน +1

      সাত বছরের পুরোনো গাছ ☺️

  • @BikramDas-bn7uf
    @BikramDas-bn7uf 3 หลายเดือนก่อน

    Apnar kotha khub e sundor sun6i mone h66e suntei thaki thank you sir

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      ☺️ ভালো থাকবেন

  • @mitadhar2628
    @mitadhar2628 3 หลายเดือนก่อน +1

    Khub e informative

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      ধন্যবাদ 🙏🏻

  • @swapanasahana4956
    @swapanasahana4956 3 หลายเดือนก่อน

    ব্রহ্মকমল গাছে 20:20:20কীভাবে দেব যদি জানাও খুব উপকৃত হবো

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      ঠাণ্ডা জলে মিশিয়ে(দু চিমটি/৫০০ এম.এল) প্রতি সপ্তাহে একদিন, সন্ধ্যায় বা রাতে মাটিতে দেবেন।
      বর্ষায় যখন ঠাণ্ডা থাকছে, তখন রাতে আগে উল্লেখ করা পরিমাণ সার পাতায় স্প্রে করবেন, পরের দিন অবশ্যই পাতায় জল স্প্রে করে ভালো করে ধুয়ে দেবেন।

  • @Gopa-ny6pz
    @Gopa-ny6pz 3 หลายเดือนก่อน +1

    Next part er jony wait korchi

  • @paramadas348
    @paramadas348 3 หลายเดือนก่อน +1

    আবারও একটি সুন্দর ভিডিও.. ছবিগুলো কি অসাধারণ তোলেন বাপ রে বাপ! ছবির প্রেমেই তো পড়ি প্রতিবার আপনার ভিডিওগুলো দেখে আর মাথার মধ্যে নতুন গাছ কেনার পোকাটা কিলবিল করে ওঠে... এভাবে একদিন না ভিখিরি হয়ে যাই 😄😄

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน +1

      না না, আমরা গাছপ্রেমী, আমাদের ভিক্ষুক হওয়ার সম্ভাবনা কম, প্রয়োজনে রাস্তা থেকে বুনো ফুলের চারা এনে বাগান সাজিয়ে ফেলবো!!😅😅

    • @paramadas348
      @paramadas348 3 หลายเดือนก่อน

      @@Inlovewithsoil 😄❤️

  • @rajatchakraborty9922
    @rajatchakraborty9922 3 หลายเดือนก่อน

    Thanks 🙏

  • @suparnakar1531
    @suparnakar1531 3 หลายเดือนก่อน

    Apni ki Patuli te thaken ? Ami okhane ney thaki ... jodi okhaner nursery te kon kon gach bhalo paoy jay janan apnar video er madhome tahole khub upokar hoy

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      না না, আমি পাটুলি থেকে কিছুটা দূরেই থাকি। ঠিকাছে আমি চেষ্টা করব।😊

  • @muktidas5467
    @muktidas5467 3 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো

  • @DipuRay-i4r
    @DipuRay-i4r 3 หลายเดือนก่อน +2

    দাদা আপনি কী ইন্ডিয়ান না বাংলাদেশি?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน +2

      আমি ভারতবাসী ☺️☺️

  • @DipaDey-y7n
    @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

    তুমি যে সার টা rose sharonএর জন্য আমি এটা বানিয়ে রাখতে পারবো । 10 inch টবের জন্য 500grmগোবর সার লাগবে

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      না না, যে সার বলেছি, ওটা তৈরী হয়ে গেলে এক মুঠো করে এক একটা পটে ব্যবহার করবেন, তার বেশি নয়।

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

      @@Inlovewithsoil কতোদিন অন্তর দেবো।আর আমি না নীল জবা মনে করে এতদিন ঐ পরিচর্যা করেছি। তিন দিন হলো তারপর তোমার ভিডিও দেখে এবার তোমার বলা সার ই দেবো বানাতে গেলে 20 দিন লাগবে তা গ্যাপ এরকম রাখলে হবে। এই mixed টা কতোদিন রাখা যাবে? কতোদিন গ্যাপ রাখবো সার দেওয়ার জন্য। আর 00,00,50 সার দেবার কতোদিন বাদ দেবো।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      @user-hc9cw1qv1p তৈরী করা সার, মুখ বন্ধ কোনও জায়গায় রাখলে চার পাঁচ মাস থেকে যাবে, সেক্ষেত্রে সার তৈরী হয়ে যাওয়ার পর শুকিয়ে নিয়ে তারপর রেখে দেবেন, ভিজে অবস্থায় রেখে দিলে ছাতা পড়ে যেতে পারে।
      মাসে একবার 00 00 50

  • @ItsyourBongTonoya
    @ItsyourBongTonoya 3 หลายเดือนก่อน +1

    Thank you dada ai video tar jonno 😊

  • @salinakhan1495
    @salinakhan1495 3 หลายเดือนก่อน

    Thank u dear, very informative is Ur video 📷 still I am frustrated with my hoya......still no flower😢

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      It's very unusual. When monsoon arrives, just put the plant in rain, also when the days remain cloudy, place is outside. Let's see if we can observe any changes. Please keep me updated 🙏🏻

  • @sibanikoley1234
    @sibanikoley1234 3 หลายเดือนก่อน +1

    Khub sundor tomar video. Apurbo laglo bhai. Amar night queen akta acha. Ar akta gach Mora gacha Andaman barata giya. Ashi bhai

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      ভালো থাকবেন

  • @debjanibanerjee-u3h
    @debjanibanerjee-u3h 3 หลายเดือนก่อน

    Amar Anthurium gachh ti nosto hoye jachhe ... ki kori bolo to.. jol a ki Anthurium gachh kora samvab ...
    Ami 1jn anek senior citizen... gachh khub valobasi ... kintu khub beshi poricharja korar moto saririk sakkhamata r nei ..
    Uttar pele khub khushi hobo ..
    Valo theko.
    Ashirbaad nio ..

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      জলে করা সম্ভব, কিন্তু আমাদের উষ্ণপ্রবণ জলবায়ুতে করা কঠিন।
      আপাতত বর্ষার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে, বর্ষায় বৃষ্টির জল দিন যতদূর সম্ভব।
      মিডিয়া যদি শুধু cocopeat থাকে তবে পরিবর্তন করা প্রয়োজন, যদি কাঠকয়লা জোগাড় করতে পারেন তবে খুব ভাল হয়।
      কাঠকয়লা ৬০% আর cocopeat ৪০% মিশিয়ে নিয়ে তাতে রিপট করুন। আশা করছি উন্নতি হবে, আমাদের জলবায়ুতে এই গাছ করা খুব শ্রম সাপেক্ষ। আমি আর তাই এই গাছ করি না।
      আমার প্রণাম নেবেন। ভালো থাকবেন। আর যে কোনও সমস্যা হলেই আমায় জানাবেন, সাধ্যমত সাহায্য করার চেষ্টা করব।

    • @amitbanerjee5066
      @amitbanerjee5066 3 หลายเดือนก่อน

      Tomar reply peye khub upokrito holam Baba. Tomar katha moto chesta korbo. Asha kori Bhagaban nirash korben na... update tomake nischoi janab....tomar video ami dekhi pray e .. valo theko..sabuje theko.. amar ashirbaad nio..

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      প্রণাম নেবেন। ভালো থাকুন আপনিও 🙏🏻

  • @BhaskarBhattacharjee-j8d
    @BhaskarBhattacharjee-j8d 3 หลายเดือนก่อน +1

    Next video r jany sagrahey wait korche.

  • @DipaDey-y7n
    @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

    Rose Sharon যে গাছের জন্য যে সার তুমি বলেছো সেই সার অ্যালামনডা গাছে পারবো। তবে তুমি যখন বলেছো তখনই দেবো। আমার কিন্ত টিনের সেডে সব গাছ ।উওরের অপেক্ষায় রইলাম।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      সরাসরি রোদ পায় তো? অন্তত ঘন্টা চারেক রোদ দিতে পারলে খুব ভালো হয়

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

      @@Inlovewithsoil রোদ বলতে সকালের রোদ পায় আর আমি ছাদের ধার ঘেঁষে রাখি যাতে রৌদ্র পায়। সারের কথা জিজ্ঞেস করলাম তুমি যেভাবে বানাতে বলছো বানিয়েছিলাম কাল 20 daysহবে তার পর দেবো। আগের দুটো অ্যালামনডা আছে ফুল হয় না তুমি 12,61,00,আর ঐrose Sharon জন্য বলেছো ঐটা অ্যালামনডা গাছের দিতে বলেছো। দেবো কি ।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      @user-hc9cw1qv1p হ্যাঁ ব্যবহার করুন।

  • @sutapasarkar1494
    @sutapasarkar1494 3 หลายเดือนก่อน

    Khub valo laglo... Ei lily r bulb kothae pete pari?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      😁 পেয়ে যাবেন শিগগির!

  • @niveditamondal9179
    @niveditamondal9179 3 หลายเดือนก่อน

    Arre kmn achis re... Tui JV te portis na 2004 madhyamik batch... Ami nivedita... Same batch.. Chinte parchis?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      হ্যাঁ রে! মনে পড়েছে, তুই কেমন আছিস?

  • @DipaDey-y7n
    @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

    ভাই এই গাছের এতো গাছের নেশা হয়েছে মনে হয় হাতে কাটার নিয়ে ঘুরি যদি গাছের ডাল পাওয়া যায়।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      😅😅
      আমারও একই অবস্থা, একবার ছুরির অভাব মেটাতে ছাতার হাতল দিয়ে গাছের ডাল ভেঙে এনেছিলাম!!

  • @tuhindas8870
    @tuhindas8870 3 หลายเดือนก่อน

    আমি এই ভিডিও টা সবার প্রথম দেখছি

    • @sumantaduttabanik5644
      @sumantaduttabanik5644 3 หลายเดือนก่อน

      ধন্যবাদ, ভিডিওটা করার জন্য, আমার খুব উপকারে লাগবে

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      ☺️☺️

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      ভালো লাগলো জেনে 😊

  • @parthapratimghosh3166
    @parthapratimghosh3166 3 หลายเดือนก่อน

    দাদা খুব খুব ভালো লাগল | দাদা আমি নার্সারী থেকে একটা পিস লিলি গাছ লাগিয়েছিলাম।কিন্তু কিছু দিন পর গাছের পাতা গোড়ার দিক থেকে কালো হয়ে যাচ্ছে | দাদা এর প্রতি কার জানাবেন|

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      পচে যাচ্ছে কি?
      মিডিয়া পরিবর্তন করেছিলেন? জল কীরকম দিচ্ছেন আর গাছ কোথায় রেখেছেন?
      একটু জানাবেন প্লিজ 🙏🏻

    • @parthapratimghosh3166
      @parthapratimghosh3166 3 หลายเดือนก่อน

      @@Inlovewithsoil নার্সারী থেকে যেমন ছোট টবে এনেছিলাম সেই রকম আছে | সপ্তাহে একবার জল দিই | গাছটা ছায়াযুক্ত ব্যালকনীতে আছি।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน +1

      @parthapratimghosh3166 আপনি একটু ছবি পাঠাতে পারবেন? ফেসবুকে inlovewithsoil পেজে গিয়ে সেখানে মেসেজ করলে খুব সুবিধা হয়।
      দুবার জল দেওয়ার মাঝে যেনো মাটি পুরো শুকিয়ে না যায়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন, এরা আর্দ্রতা পছন্দ করে, শুকনো অবস্থা পেলে গাছ শুকিয়ে যাবে।

    • @staracoustic6943
      @staracoustic6943 3 หลายเดือนก่อน

      Dada Hoya gach ki porichorja hote pare e bisoye ektu korte parbe!!

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      @staracoustic6943 th-cam.com/video/gLpOQ7MBTX4/w-d-xo.html
      এই ভিডিওটি দেখতে পারেন

  • @DipaDey-y7n
    @DipaDey-y7n 2 หลายเดือนก่อน

    আমি tricoderma পেয়েছি এটা 15grm চামচ হিসাবে বলো ধরো 2kgগোবর সার মান কতো মুঠো। আর এই সার কোন কোন গাছে ব্যবহার করবো

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 หลายเดือนก่อน

      এটা সার নয়, এটা জৈব ছত্রাকনাশক। গোবর সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়।
      ৫ চামচ ব্যবহার করুন, তাহলেই হবে

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n 2 หลายเดือนก่อน

      @@Inlovewithsoil সেটা জানি tricoderma যে সার নয় ছত্রভঙ্গ নাশক না আমি বলছি যেটা বানাবো সব মিলিয়ে সেই জৈব সার ।আর 100grm যে নেবো সেটা মাপ হিসাবে বা গোবর যে কেজি মাপবো সেটা কিভাবে মাপবো।যদি বলো। যেটা তৈরি করবো সেই সার টা কোন কোন গাছে প্রয়োগ করবো। আমি অতো বাজে স্টুডেন্ট নই। তোমাদের সাথে থেকে কিছু কিছু শিখে গেছি। তুমি যে উওর দাও। তার জন্য many many thanks 😊

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n 2 หลายเดือนก่อน

      . 2kg mane koto ta মুঠো হিসাব করে বলবে

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  2 หลายเดือนก่อน

      @user-hc9cw1qv1p কম বেশি ১৫

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n 2 หลายเดือนก่อน

      @@Inlovewithsoil 15কি মুঠো। গোবর সার বুঝলাম না আর একবার হিসাব করে বলবে

  • @daliadassarkar7139
    @daliadassarkar7139 3 หลายเดือนก่อน +1

    আমিও প্রথম

  • @DipaDey-y7n
    @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

    আমি একটা নীল জব ডীপ নীল রঙ এর কিনেছিলাম অ্যামাজন থেকে গাছের গ্রোথ আছে কিন্ত ফুল আসছে না অনেক সার দিয়েছি কি দিলে ফুল হবে এক বছর হয়ে গেছে।help koro আমাকে

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      Rose of Sharon কি? কত বড় গাছ? কতক্ষণ রোদ পায়? একটু জানাবেন প্লিজ

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

      ওটা বলতে পারবো না অতো গাছ চিনি না গাছটা চার ফুট মতো লম্বা growth ভালো আমি অ্যামাজন থেকে কিনেছি তবে যে নীল জবা নার্সারি তে পাওয়া যায় ঐরকম না এটা অনেক টা নীল অপরাজিতার রঙের। তুমি আমাকে সাহায্য করো। আর তোমার হাসিটা খুব সুন্দর ।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      @user-hc9cw1qv1p আমায় একটা ছবি পাঠাতে পারবেন? ফেসবুকে inlovewithsoil নামের একটি পেজ আছে, ওখানে গিয়ে মেসেজ করে দেবেন প্লিজ? না দেখে কিছু বলাটা ঠিক হবে না

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

      @@Inlovewithsoil আমি ফেসবুক করিনা গো।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      @user-hc9cw1qv1p তাহলে কি মেল পাঠাতে পারবেন একটা?
      contact.inlovewithsoil@gmail.com এখানে পাঠিয়ে দিন, যদি সম্ভব হয়

  • @swagataswarnakar1449
    @swagataswarnakar1449 3 หลายเดือนก่อน +1

    দাদা মেসেঞ্জারটা একবার চেক করবে প্লিজ..!!

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน +1

      আমার ফেসবুক মেসেঞ্জার নেই, তাই খুলছে না মেসেজ, তুমি প্লিজ একটু inlovewithsoil পেজে আমায় মেসেজ পাঠাতে পারবে? খুব ভালো হয় তবে। 🙏🏻

    • @swagataswarnakar1449
      @swagataswarnakar1449 3 หลายเดือนก่อน

      ​@@Inlovewithsoil dada page eai sms korechi... massenger app amar o nei🙂

  • @DipaDey-y7n
    @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

    যাদের কাছে 19,19,19 থাকে ।

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      ব্যবহার করতে পারেন

  • @rahiarman123
    @rahiarman123 3 หลายเดือนก่อน

    dada where can i get cecile brunner rose???

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน +1

      It's not available in India I think

  • @kunaldas7474
    @kunaldas7474 3 หลายเดือนก่อน

    Dada ground cover gach tar bengali nam ta bolben jodi apnar phone number ta ektu janan bhalo hoy khub darker

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      আমি বাংলা নামটা জানি না, দুঃখিত। আমি খুঁজেও পেলাম না, পেলে জানাবো। চ্যানেলের জন্য আলাদা কোনও নম্বর নেই। আপনি ফেসবুকে চাইলে inlovewithsoil পেজে গিয়ে সেখানে মেসেজ করে আপনার প্রশ্ন জানাতে পারেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।

  • @DipaDey-y7n
    @DipaDey-y7n 3 หลายเดือนก่อน

    নীল জবা

  • @DipaDey-y7n
    @DipaDey-y7n หลายเดือนก่อน

    তুমি অ্যালামনডার মাটি বলবে

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  หลายเดือนก่อน

      বালি ৩০% মাটি ৪০% আর গোবর সার ৩০% ভালো করে মিশিয়ে নিয়ে, এক মুঠো নিম খোল দেবেন, তারপর আবার মিশিয়ে নিয়ে, অল্প জলের ছিটে দিয়ে মিশ্রণ ৫ দিন রেখে তারপর ব্যবহার করুন

    • @DipaDey-y7n
      @DipaDey-y7n หลายเดือนก่อน

      হ্যাঁ এই ভাবেই বসিয়েছি গাছ। তোমার মুখের হাসি দেখলেই মন ভালো হয়ে যায়। ধন্যবাদ তোমাকে

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  หลายเดือนก่อน

      @user-hc9cw1qv1p ভালো থাকবেন। ☺️🙏🏻

  • @kunaldas7474
    @kunaldas7474 3 หลายเดือนก่อน

    Ground cover gach ta koto dam kon nursery nam ta bolben

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      একশো টাকা চেয়েছিলো, দোকানের নাম ভুলে গেছি 😅
      আজ রাতের দিকে জেনে জানিয়ে দেবো।

  • @champabiswasmistri6429
    @champabiswasmistri6429 3 หลายเดือนก่อน

    Ph number janao. Kothy ei nursery?

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      আমি কোনও নার্সারির সঙ্গে যুক্ত নই, আমার এই প্রয়াস সকলের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য ও সবাইকে বাগান চর্চায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে।😊🙏🏻

  • @sailbose3299
    @sailbose3299 3 หลายเดือนก่อน

    দাদা আপনি যে গাছ গুলো র র কথা বললেন সেই গাছ গুলো কি পাওয়া যাবে জানাবেন আমাদের এখানে কোন নাসারির নেই আপনি মদি জোগাড় করে দিতে পারেন দাদা আমি উপকৃত হব আমি একজন প্রতিবন্ধী ঘরে বসে বারান্দায় গাছ করি

    • @Inlovewithsoil
      @Inlovewithsoil  3 หลายเดือนก่อน

      আপনি কোথায় থাকেন?

  • @85_SUMiT
    @85_SUMiT 3 หลายเดือนก่อน +1