মুল গানের সবটাই তুলে এনেছেন শ্রীকান্ত তার সুমধুর কন্ঠে ।যারা অখিল বন্ধুর গলায় আগে শোনেনি তারা কিছুই মিস করবে না- মায় মিউজিক পর্যন্ত ।তাছাড়া আধুনিক রেকর্ডিং এর সব সুযোগটা তিনি পেয়েছেন । ফলে অনেক সময় অরিজিনাল এর থেকেও ভালো লাগে ।অবশ্য অখিলের গায়কী যাদের পছন্দ তাদের কথা আলাদা-
যেন কিছু মনে কোরো না কেউ যদি কিছু বলে কত কিই যে সয়ে যেতে হয় ভালবাসা হলে- যেন কিছু মনে কোরো না কেউ যদি কিছু বলে কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে। তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে। কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে। তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে। চোখদুটি ভোরো না অভিমানী আঁখিজলে। যেন কিছু মনে কোরো না কেউ যদি কিছু বলে কত কিই যে সয়ে যেতে হয় ভালবাসা হলে- ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো। স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো। তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো। স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো। সব কথা, গঞ্জনা মানো শুধু খেলাছলে। যেন কিছু মনে কোরো না কেউ যদি কিছু বলে কত কিই যে সয়ে যেতে হয় ভালবাসা হলে-
মুল গানের সবটাই তুলে এনেছেন শ্রীকান্ত তার সুমধুর কন্ঠে ।যারা অখিল বন্ধুর গলায় আগে শোনেনি তারা কিছুই মিস করবে না- মায় মিউজিক পর্যন্ত ।তাছাড়া আধুনিক রেকর্ডিং এর সব সুযোগটা তিনি পেয়েছেন । ফলে অনেক সময় অরিজিনাল এর থেকেও ভালো লাগে ।অবশ্য অখিলের গায়কী যাদের পছন্দ তাদের কথা আলাদা-
2024 দাঁড়িয়ে একটুও বিরক্তি অনুভব করছিনা বরং , এগুলোই স্বস্তিবোধ অনুভব করার কারণ । সত্যিই বাংলা গান ছাড়া জীবন বৃথা ।✨🌸
lovely song...
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে।
কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে।
চোখদুটি ভোরো না অভিমানী আঁখিজলে।
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-
ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে।
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।
ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে।
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।
তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।
স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।
তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।
স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।
সব কথা, গঞ্জনা মানো শুধু খেলাছলে।
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-