সনু নিগমের সেরা বিরহের গানের এলবাম || Best of Sonu Nigam || Indo-Bangla Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • আরো গানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
    --
    00:00 - জানি তুমিও ঘুমাতে পারোনি
    04:51 - এতটা দিন এত বছর ধরে
    10:11 - মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়
    15:05 - তুমি নিজের হাতে
    20:05 - ভুলে গেলে তুমি আমায়
    25:07 - ভালবেসে সুখি হতে
    29:52 - কত দেবে আর কষ্ট আমায়
    34:10 - আমি কেমন করে
    38:33 - ভালবেসে এখন
    43:54 - শেষ চিঠি
    --
    00:00 - Jani Tumio Ghumate Paroni
    04:51 - Etota Din Eto Bosor Dhore
    10:11 - Majh Rate Ghum Bhenge Jay
    15:05 - Tumi Nijer Hate
    20:05 - Vule Gele Tumi Amay
    25:07 - Valobese Sukhi Hote Dile Na Amay
    29:52 - Koto Debe Ar Kosto Amay
    34:10 - Ami Kemon Kore
    38:33 - Valobese Ekon
    43:54 - Ses Chitihi
    --
    Sonu Nigam (born 30 July 1973) is an Indian musician, singer, composer, music producer, recordist, music programmer, live performer and actor. He sings in Hindi and Kannada language films. He has also sung in Bengali, Gujarati, Tamil, Telugu, Marathi, Tulu, Assamese, Odia, Nepali, Maithili and various Indian languages. He has also released Indian pop albums and acted in a number of films. He has been one of the highest paid Indian singers.
    --
    This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • เพลง

ความคิดเห็น • 2.7K

  • @misschampa6279
    @misschampa6279 2 ปีที่แล้ว +79

    ২০৫০ সালের জন্য কমেন্ট করে গেলাম
    এই গান গুলি শুনলে পিছনের সব কথা মনে পড়ে

    • @Shoishob8834
      @Shoishob8834 หลายเดือนก่อน

      সর্বকালের সেরা গানের তালিকায় হয়তো সনু নিগাম স্যারের এই গান গুলো স্মৃতি হয়ে রয়ে যাবে। সত্যিই অসাধারণ।

  • @islamicgojal535
    @islamicgojal535 ปีที่แล้ว +28

    গান গুলো এমন ইমোশনাল দিয়ে করা যা আগের স্মৃতি গুলো মনে পরবেই।যাই হোক যার জন্য এত আগে কষ্ট,মায়া,ভালবাসা লাগতো তা এখন আর লাগে না বরং ঘৃণা লাগে।

    • @user-ql4kb3kk5i
      @user-ql4kb3kk5i 20 วันที่ผ่านมา

      ভালো লাগার মানুষ কে ঘৃণা করতে হয় না তার খুশি তে খুশি হতে হয়

  • @ashikulashik2589
    @ashikulashik2589 3 ปีที่แล้ว +97

    ভেতরটা যন্ত্রণায় জড় জড়িত। তবু মাঝে মাঝে শুনে মনটা স্নিগ্ধ করি

    • @debasisbasu1256
      @debasisbasu1256 ปีที่แล้ว +2

      একটা নতুন বাংলা শিখলাম, জড় জড়িত (!!!)

    • @user-im1ko9cq1r
      @user-im1ko9cq1r 2 หลายเดือนก่อน +1

      কেনো এতো কষ্ট

    • @MuskanShaikh-zq9zf
      @MuskanShaikh-zq9zf 22 วันที่ผ่านมา

      एस सेम टो योय 😢😢

  • @monironjonroy7782
    @monironjonroy7782 ปีที่แล้ว +5

    প্রিয়, আজ তুমি নেই তবুও তোমার স্মৃতি গুলো গাঁথা রয়েছে মনে, 2007থেকে 2016, খুব ভালো ছিলাম, এখন ও ভালো আছি।এই এ্যালবাম এর গান শুনলে খুব মনে পরে সেই দিন গুলোর কথা।

  • @tohominajahan7565
    @tohominajahan7565 ปีที่แล้ว +21

    আমি সবসময়ই শুনি, খুব ভালো লাগে গানগুলো। এজীবনে কতবার যে শুনেছি তার হিসাব রাখিনি, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, ৭-১-২০২৩ ইং তারিখে আবারো শুনছি।

  • @riazuddin4746
    @riazuddin4746 2 ปีที่แล้ว +15

    সম্ভবত ২০০৭ কিংবা ২০০৮ সালে এই অ্যলবামের গান গুলো শুনতে শুরু করি। আমাদের একটা ছোট আকারের এমপি থ্রি ছিল যেটাতে কিনা ক্যাসেট লাগানো যেত। দিনেরাতে কতবার যে এলব্যম শুনেছি তা বলে শেষ করা যাবে না। আজকে অনেক দিন পর ইউটুবে গানের এলব্যমটা দেখতে পায়। আর সেই ছোটবেলার সোনালী দিনগুলির কথা গুলি মনে পড়তে শুরু করল।

  • @khanhuseen2843
    @khanhuseen2843 ปีที่แล้ว +11

    হিন্দি ভাষা ভাষীর মুখে বাংলা গান অসাধারণ গেয়েছেন অনেক বছর ধরে শুনছি ।।।

  • @shyamalkumarrong6764
    @shyamalkumarrong6764 ปีที่แล้ว +12

    🌹ধনু নিগমের অপূর্ব অসাধারণ কণ্ঠ, যা তরুণ প্রজন্মের কাছে পুয্যে স্বরণীয়। সব কথা সকল কে বলা যায় না। অন্তরের ব্যাথা সকলে বোঝে না । জিও প্রিয় প্রেমিক গায়ক।🌹🌹❤️❤️🌹🌹

  • @gamingbd4666
    @gamingbd4666 ปีที่แล้ว +13

    তোমাকে পেয়ে গেলে হয়তো এই গানটা শুনতে পেতাম না প্রিয়ো ❤সুখে থাকো তোমার নতুন সংসার নিয়ে সেই দোয়া করি ভালো থাকো ❤আমার কথা মনে পড়লে ভেবে নিও মরে গেছি ❤

  • @anupbaidya2939
    @anupbaidya2939 2 ปีที่แล้ว +28

    বেচে থাকলে ২০৫০ সালেও গান গুলো শুনবো।

  • @paramitabasu2503
    @paramitabasu2503 2 ปีที่แล้ว +12

    এমন হৃদয় বিদারক গান সোনু নিগম ই গাইতে পারেন ❤️❤️❤️

  • @mithunbiswas883
    @mithunbiswas883 ปีที่แล้ว +10

    ২০১২ সালে যখন মানুষটা মনের অজান্তেই হারিয়ে ফেললাম তখন এই গানগুলোই প্রিয় মানুষটাকে বুকের ভিতরে জাগ্রত করে রেকেছে।সারাজীবন তাকে এই বুকেই ভালবেসে লালন করে যাবো।

  • @sanjidasompa2101
    @sanjidasompa2101 2 ปีที่แล้ว +40

    আগের গানগুলো শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়.... আর এখনকার গান শুনলে তো রিতিমত কলিজাতে আগুন জ্বলে.....

  • @naimursomrat
    @naimursomrat 11 หลายเดือนก่อน +6

    ২০০৬ এ এই গান সিডি তে সুনেছিলাম তবে শিল্পীর নাম জানতাম না, সনু নিগমের এমন কোনো বাংলা গান নেই যে সেটা সুনি নাই, এমন কি এই গান গুলো নিজে ও গেয়ে থাকি❤️🥰🥰

  • @mdrobinkhan5146
    @mdrobinkhan5146 ปีที่แล้ว +11

    এমন কিছু মানুষ আছে যে আমার মন খারাপের কারণ গুলো শুনে হাসে,, কিন্তু তাদের জীবনে এমন সময়ই আসবে যে তাদের মন খারাপের কারণ গুলো বলার মতো কেউ থাকবে না

  • @RatonSarker-je8nn
    @RatonSarker-je8nn 11 หลายเดือนก่อน +9

    ২০৯৯ সালের পরেও এই গান গুুলো,মানুষ মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে শুুনে শান্তনা পাবে...

  • @zakirdhali1308
    @zakirdhali1308 ปีที่แล้ว +39

    সনু নিগমের গান গুলোকত ভালো লাগে সেটা বুঝাতে পারবোনা তবে এটা বলতে পারি যখন মাঝ রাতে বুকের ব্যাথায় ঘুম ভেঙ্গে যায় তখন সনু নিগমের গান গুলো সাথি হয়ে পাশে দাড়ায়

    • @bogogolap6326
      @bogogolap6326 ปีที่แล้ว

      If so what is your responsibility if you are doing good and the second time around I have

    • @ajoydebnath4065
      @ajoydebnath4065 ปีที่แล้ว

      My favourite song

  • @mdhorjot156
    @mdhorjot156 2 ปีที่แล้ว +37

    প্রতিটা গান ই কলিজায় লাগে মনে হচ্ছে নিজের সাথে সব কথা গুলি মিল আছে একটাও মিস নেই

  • @user-kf9zc9wr6s
    @user-kf9zc9wr6s 2 ปีที่แล้ว +51

    সেই ২০০০ সালে ছোট বেলায় শুনতাম গানগুলো,আজ ২০২১ শে এসেও শুনছি,একই রকম ভালো লাগছে।দিন যত যাচ্ছে ততই গানগুলো পুরাতন হচ্ছে, আর আমার বেশি বেশি ভালো লাগছে।গানগুলো জীবন্ত কিংবদন্তী।

  • @bejoyadhekari2023
    @bejoyadhekari2023 ปีที่แล้ว +10

    প্রতিটা গানই হৃদয় স্পর্শ করে❤🥀🥀

  • @mdriyadhasan179
    @mdriyadhasan179 ปีที่แล้ว +14

    ভালবাসা কষ্ট ছাড়া আর স্বপ্ন ভাঙ্গাছাড়া কিছু দেয়না

  • @pkhimonipkhimoni2509
    @pkhimonipkhimoni2509 3 ปีที่แล้ว +202

    - বেঈমানরা ঠিক'ই ভালো থাকে😐
    - ভালো থাকেনা শুধু বোকা মানুষ গুলো💔🥀

    • @raselghorami3631
      @raselghorami3631 3 ปีที่แล้ว +5

      ঠিক

    • @taslimabegam4358
      @taslimabegam4358 3 ปีที่แล้ว +1

      @@raselghorami3631 ঠিক

    • @MdSabbir-un5ds
      @MdSabbir-un5ds 3 ปีที่แล้ว +4

      রাইট

    • @kazimuddin4213
      @kazimuddin4213 3 ปีที่แล้ว +10

      ভালো যারা বাসে তারাতো বোকাই হয়। তারাতো খারাপই থাকে।

    • @muskanislam7029
      @muskanislam7029 3 ปีที่แล้ว +2

      R8

  • @tanjim8547
    @tanjim8547 3 ปีที่แล้ว +9

    গান গুলো সত্যিসত্যিই বলার মতো না অনেক ভালো লাগছে,,,,গান গুলো মনে যোক দিয়ে শুনুন লাইনগুলো মনে হয়,,,,,,???

  • @SuMi-jf7ne
    @SuMi-jf7ne ปีที่แล้ว +6

    হৃদয় বিচলিত করা গান গুলো। কলিজাটা খতবি্খ্যত হয়ে যায়। আগামী ১০০ পরের জন্য কমেন্ট করলাম।

  • @mdsujanmahmud8325
    @mdsujanmahmud8325 3 ปีที่แล้ว +13

    যখন একা থাকি তখন সেই ২০১০ সালে কথা মনে পড়ে যায়

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 8 หลายเดือนก่อน +4

    আহ্ শিলপী সাম্মা ন্য ও ও ও কি মিষটি সুরের ধাক্কা,,, চমৎকার কন্ঠে Excellent song ❤❤❤ ( lyricist kalpona sarker

  • @mdrakibulislam5707
    @mdrakibulislam5707 2 ปีที่แล้ว +17

    জানিনা কোন সময় জীবনের সাথে গানের কথা গুলো মিলিয়ে গেল। সেই ২০০০ সাল থেকে গান গুলো শুনছি যত শুনি ততই শোনার ইচ্ছা করে।

    • @manamanta8515
      @manamanta8515 2 ปีที่แล้ว

      Ogo.uv.marasut.tum.supbutkronsgo.ogo.but.krona.humorkujnachu.but.
      Krog.nato.hum.moju.ohum.morju.
      Lego.og.orkuj.na.chu.uvkapus.kusm.
      Klimake.og.but.krona.okego.sonoto.o

    • @farhadulislam4086
      @farhadulislam4086 11 หลายเดือนก่อน

      2013 থেকে এই গান গুলো আমি প্রতিনিয়ত শুনে আসছি,,,,

  • @fanyvideo8565
    @fanyvideo8565 2 ปีที่แล้ว +20

    গান গুলো সুনলে ,,কষ্ট টা কম লাগে

  • @jafarullah9264
    @jafarullah9264 ปีที่แล้ว +9

    অসাধারণ সব গান। সবাই এদরনের গান সুনেনা। কারন এই গান গুলো বুঝার মানুষ আলাদা।

  • @tanvirulhauque
    @tanvirulhauque ปีที่แล้ว +51

    ২০০৫ থেকে শুনছি। ২০২৩ এ এসেও সেই একই আবেগ। শুধু তুমি নাই আর সবই আছে। ভালো থেকো

    • @shahidasarkarmim3816
      @shahidasarkarmim3816 ปีที่แล้ว +1

      Amar theke o nei😢

    • @tanvirulhauque
      @tanvirulhauque ปีที่แล้ว

      @@shahidasarkarmim3816 কেন আপু। ভালোবাসার মানুষের সাথে কি আপনি সুখী নন

    • @shubhajitstatusandmusic5487
      @shubhajitstatusandmusic5487 10 หลายเดือนก่อน +1

      😢😢😢

    • @user-dx4sy9cq7f
      @user-dx4sy9cq7f 2 หลายเดือนก่อน +1

      এটা কত সালের গান

    • @tanvirulhauque
      @tanvirulhauque 2 หลายเดือนก่อน

      @@user-dx4sy9cq7f ২০০৫ এর ও আগের

  • @Sickbrain7451
    @Sickbrain7451 ปีที่แล้ว +571

    তোমায় পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা গান শোনা হতো না প্রিয় । স্মৃতি রেখে গেলাম। প্রিয় মানুষটিকে হারানো মানুষগুলো যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ এই comment a like দিলে notifications পেয়ে আমি আবারও শুনতে আসবো প্রিয় গানটা।💔

  • @mamunmunshi4204
    @mamunmunshi4204 3 ปีที่แล้ว +43

    গানগুলো শুনলে খুব কষ্ট হয় পুরনো দিনের কথা মনে করে

  • @monirhasan4124
    @monirhasan4124 2 ปีที่แล้ว +23

    সনু নিগম ভাই,র সব গান আমার হৃদয় ছুয়ে যায়

  • @sms126
    @sms126 ปีที่แล้ว +4

    অসাধারন গান। সবসময়ের জন্য ভালোলাগার প্রিয় গানগুলি।

  • @mdjahagiralom507
    @mdjahagiralom507 2 ปีที่แล้ว +41

    আমি একজন বাংলাদেশি তবে আমি সনু নিগামের গানের প্রচন্ড ভক্ত আমি।

  • @shipuahmed623
    @shipuahmed623 ปีที่แล้ว +7

    সনু নিগমের সেরার থেকে সেরা ১০টি গান
    যেগুলো সেরার সেরায় রয়ে যাবে আজীবন

  • @usatestyfood
    @usatestyfood 11 หลายเดือนก่อน +34

    সর্বকালের সেরা গানের তালিকায় হয়তো সনু নিগাম স্যারের এই গান গুলো স্মৃতি হয়ে রয়ে যাবে। সত্যিই অসাধারণ।

  • @saraswatibala1523
    @saraswatibala1523 2 ปีที่แล้ว +7

    মানুষের বদলাতে সময় লাগে না,, কিন্তু গানের কথা, কিংবা মনের কথা কখনো ও পুরাতন হয় না,, গান গুলো শুনলে বার বার শুনতে ইচ্ছে করে, বেইমান মানুষ গুলো ভালো থাক

  • @i.janaiyad8602
    @i.janaiyad8602 3 ปีที่แล้ว +13

    Ai gan golo sunle amr otit k mone korea dey, very nice song, kolija cuea jay, ki bolbo vasa nei

  • @ahmadalish8907
    @ahmadalish8907 ปีที่แล้ว +23

    গান টা আজ নতুনা করে শুনার পর বুকের ভিতর হুহু করে কালবৈশাখী ঝড় উঠে গেলো,, কতো না স্মৃতি জড়িয়ে আছে এই গান টিতে।😭😭😭😭

  • @sorkarmorad734
    @sorkarmorad734 ปีที่แล้ว +4

    এই এলবাম, আমার জীবনের সাথে অনেক মিল আছে,, শুরু থেকে এখনো শুনতেছি।

  • @mstkulsum2367
    @mstkulsum2367 23 วันที่ผ่านมา +3

    কলিজা ছুয়ে যাওয়া গান আমার জীবনে জরিয়ে আছে গানের কথা 😢😢😢

  • @user-or9zn3yr9f
    @user-or9zn3yr9f 10 หลายเดือนก่อน +5

    অসাধারণ গান আমি অনেক সোনি আমার অনেক ভালো লাগে সোনলে মানের বেথা দোর হয়ে যায়

  • @md.kashem3171
    @md.kashem3171 3 ปีที่แล้ว +14

    ২০০৪ সৌদি আরব যাবার সময় ৷ সনু নিগামের এই গানের কেসেটটা সাথে করে নিয়ে ছিলাম ৷ আমার খোব প্রিয় গান

  • @mdalaminhossain8588
    @mdalaminhossain8588 4 หลายเดือนก่อน +6

    এসেছিলাম কমেন্ট করতে এসে দেখি আমার মত জীবন্ত লাশের কোনো অভাব নেই। এখানে

  • @alsakafiprohor3839
    @alsakafiprohor3839 7 หลายเดือนก่อน +3

    গানগুলো এত বাস্তব যেন হৃদয় ছুয়ে একাকার হয়ে যায়। এরকম গায়কের খুব প্রয়োজন।

  • @belumankhin7877
    @belumankhin7877 3 ปีที่แล้ว +7

    সানু দা কতটা ভাল বাসায় ব‍্যার্থ যায় জন্য এতটা বিরহের সব গান।

  • @mdnilu4766
    @mdnilu4766 ปีที่แล้ว +6

    তোমায় পেয়ে গেলে এত সুন্দর একটা গান সোনা হত না। তাই এই গানটাকে সৃতি হিসেবে রেখে দিলাম

  • @taskinahemad4651
    @taskinahemad4651 2 ปีที่แล้ว +16

    আমার বোনের আর আমার খুব পছন্দের একজন শিল্পী সনু নিগাম,,এই এলবামের সব গুলো গান প্রিয় প্রিয়👌

  • @TamannaRahman-hb7zq
    @TamannaRahman-hb7zq 11 หลายเดือนก่อน +3

    প্রিয় মানুষের সাথে ঝগড়া হলে কারোর ই ঘুম আসে না

  • @SASagor-xv6kp
    @SASagor-xv6kp 7 หลายเดือนก่อน +3

    আমি বগুড়া জেলা আদমদিঘী থানা, বাংলাদেশ থেকে শুন

  • @ajkalporshu365
    @ajkalporshu365 3 ปีที่แล้ว +36

    চমৎকার সব গান দিয়ে সাজানো এই এলবামটি,অনেক ঘুমন্ত স্নৃতিকে জাগিয়ে দিয়ে হৃদয়ে রক্তক্ষরন ঘটাতে এই এলবামটিই যথেষ্ঠ।

  • @raselahmedksa8197
    @raselahmedksa8197 3 ปีที่แล้ว +8

    Ei sob gan sunle onk vlo lage Bangladesh theke bolchi

  • @Joy_Dey
    @Joy_Dey ปีที่แล้ว +25

    সাউন্ড সিস্টেমে গানগুলো ছেড়ে দিয়ে শুয়ে পড়া, গান শুনতে শুনতে এবং প্রিয় মানুষটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যাওয়া। সবকিছু মিলিয়ে এক অনন্য অনুভূতি। ধন্যবাদ, কিংবদন্তী সনু নিগাম স্যার। আপনার কণ্ঠস্বরে এক অন্যরকম মায়া আছে, যা গানগুলোকে আরও মধুর করে দিয়েছে।

  • @mdapusheikh483
    @mdapusheikh483 2 ปีที่แล้ว +38

    প্রতিটা গানই হৃদয় স্পর্শ করে 💝

    • @khadijaakter439
      @khadijaakter439 ปีที่แล้ว

      হৃদয় ছুয়ে যাওয়া গান

    • @MdTanvirHasan-px7hf
      @MdTanvirHasan-px7hf 10 หลายเดือนก่อน

      sonu nigam is the best,, 😊😊😊😊😊

  • @MdAbdullah-mo5fv
    @MdAbdullah-mo5fv 4 ปีที่แล้ว +32

    গান গুলো শুনলে পুরোনো দিন গুলো মনে পড়ে যাই

    • @mdshakibhasanjoy3144
      @mdshakibhasanjoy3144 4 ปีที่แล้ว +1

      কেনো ভাই তোমান আগের জন্মের কথা মনে পড়ে নাকি

  • @mdsujon-sy7pe
    @mdsujon-sy7pe 11 หลายเดือนก่อน +9

    সত্যিই অসাধারণ সনু নিগাম স্যার থাকবেন আমাদের হৃদয়ের মাঝে আজীবন

  • @Shubo-dash
    @Shubo-dash ปีที่แล้ว +7

    আমি এখনও এই গান গুলো শুনি 😊❤
    আশাকরি আগামী দিন গুলোও শুনবো😊

  • @sajeebislam6000
    @sajeebislam6000 ปีที่แล้ว +2

    প্রতিটা গান হৃদয় স্পর্শ করে.... 💚❤️💚❤️

  • @mdbadonkhanmdbadonkhan1613
    @mdbadonkhanmdbadonkhan1613 3 ปีที่แล้ว +16

    আমার এই গান গুলো শুনতেই অনেক পুরাতন কথা মনে পরে যাই অনেক কানা পাই

    • @rumaruma3041
      @rumaruma3041 2 ปีที่แล้ว +2

      Kiser kana pan vai,ha ha hi ho

    • @sunseljossor18
      @sunseljossor18 2 ปีที่แล้ว

      @@rumaruma3041 ছেকা যে খাইছিলো সেটা মোনে পড়ে যাই

    • @shahjalal2222
      @shahjalal2222 2 ปีที่แล้ว

      @@rumaruma3041 uuyu

    • @shahjalal2222
      @shahjalal2222 2 ปีที่แล้ว

      @@sunseljossor18 Stef

  • @mdshakib3563
    @mdshakib3563 2 ปีที่แล้ว +6

    এখন সকাল বেলা তারপরেও না শুনে পারলাম ভাল থাকক সবার ভালবাগুলো ❤️❤️❤️❤️

  • @mithelagain7384
    @mithelagain7384 2 ปีที่แล้ว +11

    আমি জানি এই গানগুলো শোনের আর জীবনে ঘোটে যাওয়া ঘটনা গুলোর সাথে মিলে যায়।

    • @AlAmin-qv6hh
      @AlAmin-qv6hh 2 ปีที่แล้ว

      সত্যিই😭😭😭😭

    • @Shakihggghj
      @Shakihggghj 2 ปีที่แล้ว

      জী বস হাজারো কষ্ট বুকে মুখে হাসি এটাই জিবন?

  • @monira-yb7cp
    @monira-yb7cp 2 ปีที่แล้ว +14

    সত্যিকারের ভালোবাসা হেরে যায় না তবে সময় এর সাথে হারিয়ে যায় বদলে যায় সবকিছু

  • @saddamsarker5741
    @saddamsarker5741 2 ปีที่แล้ว +7

    সেই মানুষগুলো
    বেশি অবহেলা করে
    যাদের আমরা খুব
    ভালোবাসি!

  • @hafizurrahman3127
    @hafizurrahman3127 2 ปีที่แล้ว +13

    আমার কাছে গান গুলো অনেক ভালো লাগে জানি এসব গান কখনো হারাবে না

    • @sahinmia9861
      @sahinmia9861 ปีที่แล้ว

      Very nice

    • @sahinmia9861
      @sahinmia9861 ปีที่แล้ว

      এই গান গুলো আমার অনেক ভালো লাগে। বেরি নাইস।

  • @user-ch8id6ot6f
    @user-ch8id6ot6f ปีที่แล้ว +1

    সব গান সুন্দর বললে ভূল,সব এগুলো সব, সানু নিগম শিল্পি চমৎকার , এরকম শিল্পিরা চমৎকার গান ইগায়

  • @kabirhossin3260
    @kabirhossin3260 ปีที่แล้ว +2

    2002 সালে এই গানগুলি শুনেছিলাম। এখনো এই গানগুলি খুব ভালো লাগে আমার প্রিয় এলবাম।

  • @jobanath8468
    @jobanath8468 4 ปีที่แล้ว +31

    এই গান আমার পুরোনো দিনের কথা টি মনে করে দেয়

    • @alom653
      @alom653 4 ปีที่แล้ว

      +971565843686

    • @sabinayasmin4373
      @sabinayasmin4373 4 ปีที่แล้ว

      হে টিক বলছ,

  • @msmusiclibrary26
    @msmusiclibrary26 3 ปีที่แล้ว +22

    অসাধারণ!
    গান গুলো,,,,,
    কত যে শুনেছি বলে শেষ করা যাবে না,,,,
    পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো, ,,,
    ভালবাসা রইল বাংলাদেশ থেকে,,,,,,,

    • @maishakhan3599
      @maishakhan3599 3 ปีที่แล้ว

      পুরানো সৃতি বোলতে কিছুই নেয় তবে গান গুলো শুনতে বেশ ভালো লাগে আমার

  • @meryakther8574
    @meryakther8574 ปีที่แล้ว +3

    আজীবনের জন্য গেয়ে রেখেছেন সনু গানগুলো।এ গান জে ই শুনবে, ভূলবেনা কোনদিন।

  • @Sadking6T9Bd71
    @Sadking6T9Bd71 19 วันที่ผ่านมา +2

    ২০০৭ সালে এই গান গুলো ক্যাসেটে শুনতাম,আর কাননা করতাম আমার প্রিয়তম ❤মানুষটার কথা মনে হলে,, আলহামদুলিল্লাহ আজ অনেক সুখি সেই প্রিয়মানুষটার সাথে সংসার করছি, আজ ২০২৪ সালে এই গান গুলো অনেক ভালো লাগে তাই শুনছি

  • @purnimasarkar5766
    @purnimasarkar5766 2 ปีที่แล้ว +10

    এই গান গুলো শুনলে আমার সেই হারানো ভালো বাসার কথা মনে পরে যাই আর বুকের ভিতর টায় খুব কষ্ট হয়

  • @simantakumarroy800
    @simantakumarroy800 3 ปีที่แล้ว +32

    He is the best singer of bangla and hindi song.

  • @SatyaSarkar-pu3sr
    @SatyaSarkar-pu3sr 29 วันที่ผ่านมา +2

    অসাধারণ গান গুলো শুনে খুব ভালো লাগে পুরনো গান হলেও এখনো নতুন নতুন লাগে❤❤❤

  • @saidurrahman9296
    @saidurrahman9296 ปีที่แล้ว +10

    আসছে আগামী প্রজন্মের জন্য কমেন্ট করে গেলাম ছোট ছেলে মেয়ে যখন এই গান গুলো শুনবে তখন মনে করবে আমাদের সময় কি ভালো গান গুলো সুন্দর ছিলো ♥জানিনা কার কার কাছে গানগুলো ভালো লাগে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। গানগুলি কোনদিন পুরোনো হবে না।

  • @imranahmd395
    @imranahmd395 4 ปีที่แล้ว +24

    মাঝে মাঝে গান গুলো খুব মনে পড়ে

  • @sanuarhussain2648
    @sanuarhussain2648 3 ปีที่แล้ว +15

    ২০২১ সালেও শুনলাম
    আর হারিয়ে গেলাম সেই সোনালী অতীতে

  • @diptirani5753
    @diptirani5753 3 ปีที่แล้ว +3

    Ai gan gulo avabei sarajibon sobar ridoy chuye jabe.
    Sonu Nigom is the best singer in the world.

  • @mahadihasanrabby4633
    @mahadihasanrabby4633 ปีที่แล้ว +1

    Bangladesh thekhe shuntachi...khub vlo laglo...

  • @khadijaakter439
    @khadijaakter439 ปีที่แล้ว +12

    জানিনা প্রেমে পড়াটা কেনো কান্না হয়ে আমাদের জীবনে আসে,, আমি আঠারো বছর পরে এই এ্যালবামের গানগুলো শুনলাম মানুষটার চেহারাটা চোখের সামনে বেসে উঠেছে

    • @mdmehmed7392
      @mdmehmed7392 11 หลายเดือนก่อน

      আপু প্রেম বুঝি এমনি হয়😥😢

  • @Sumonlaxvlogs24
    @Sumonlaxvlogs24 3 หลายเดือนก่อน +27

    মনে পরে গেলো (প্রিয়) তুমার কথা আবার এই গানটা সুনে 😢2024 সালে😢এখন রেখে দিলাম 2025..2026..সালের জননো কেও জুদি আবার কমের্ট করে তাহলে আবার সুনতে পারবো😢😢😢

  • @easinfariya6896
    @easinfariya6896 ปีที่แล้ว +3

    ২০০৪ সালে কলেজ হোস্টেলে থাকার সময় এই গানগুলি শুনতাম টেপ রেকর্ডারের মাধ্যমে অডিও ক্যাসেট দিয়ে।।

  • @humayrahasan4219
    @humayrahasan4219 2 ปีที่แล้ว +3

    মনের কষ্ট টা কেউ বুঝে না।এই পৃথিবীতে কষ্টটাই এখন একমাত্র আপন মনে হয়

  • @gaganraut8616
    @gaganraut8616 5 ปีที่แล้ว +15

    খুব সুন্দর গান গুলো এরকম গান আরও শুনতে চাই

  • @mdjoynal3116
    @mdjoynal3116 ปีที่แล้ว +9

    এইসব গান কখনও পুরাতন হবে না

  • @Lyrics_world1.0
    @Lyrics_world1.0 ปีที่แล้ว

    Mone pore sai din gulur kotha . Kotoina sukher din gulu silo .
    Miss you childhood 😓😞

  • @user-pz9wf3sp6r
    @user-pz9wf3sp6r 2 หลายเดือนก่อน +2

    গান.গুলো.আমার.মনে.মত

  • @pradeep4773
    @pradeep4773 2 ปีที่แล้ว +8

    So sweet language is Bengali. 💕💕😍

  • @mdomar6267
    @mdomar6267 4 ปีที่แล้ว +13

    গান গুলো শুনলে কেন যে চোখের কোনার পানি জমে যায় ,হায়রে ভালোবাসা কেন যে আমাকে কাঁদালে

    • @abdurrazzak3977
      @abdurrazzak3977 4 ปีที่แล้ว

      ভাই আপনি কার জন্ন কাদবেন।সে তো আপনার জন্ন কাদবে না।বরং সে তার সামির সাথে রোমান্চচে মেতে থাকবে ভাই।

    • @Shakihggghj
      @Shakihggghj 2 ปีที่แล้ว +1

      টেনশন নিবেন না আল্লাহ চোখ দিয়েছে কান্না আসবেই? আর জন্ম হয়েছে কান্না দিয়ে শেষ হবে কান্না দিয়ে ধৈর্য্য ধরেন ইনশাআল্লাহ ভালো কেও আসবে? দোয়া রইলো আপনার জিবনে? যারা চলে যায় তাদের জন্য দোয়া করবেন সবসময়??? একদিন বিচার হবে দুনিয়ার রাজা হয়তোবা ওনারা কিন্তু আমরা রাজা হাশরের জন্য

  • @adeshsarker7399
    @adeshsarker7399 2 ปีที่แล้ว +3

    বলার ভাষা নেই,,,, শুধু ভালোবাসা রইলো,,, ❤️💔❤️

  • @MDRakib-uw7cs
    @MDRakib-uw7cs 2 ปีที่แล้ว +164

    2030 সালের জন্য কমেন্ট করে গেলাম ,,,, 🥰🥀 দেখি লাইক কয়টা হয় ,,

  • @tanvirarman9779
    @tanvirarman9779 2 ปีที่แล้ว +7

    যত শুনি ততই ভাল লাগে

  • @robinbapari-jj8qo
    @robinbapari-jj8qo ปีที่แล้ว +3

    তার হয়তো আমায় মোনেও নেই 😢😢😢

  • @shakilahamed1084
    @shakilahamed1084 2 ปีที่แล้ว +2

    গানগুলো শুনলে আগের সব কথা মনে পড়ে যায়। আমি হয়তো বেচে থাকবনা কিন্তুু গান গোলো সারা জীবন বেচে থাকবে।

  • @mdhasimali9722
    @mdhasimali9722 5 ปีที่แล้ว +13

    কষ্টের গান গুলো আমার প্রিয়, আমার জীবনে শান্তি মত গান গুলো

  • @imyourdad5710
    @imyourdad5710 4 ปีที่แล้ว +231

    2020 সালে এসেও কে কে এই গানটা শুনছেন
    হাত তুলুন

    • @dipenpal3914
      @dipenpal3914 3 ปีที่แล้ว +3

      65

    • @jogodbondhu9333
      @jogodbondhu9333 3 ปีที่แล้ว +1

      Ami asob gan sobsomoy suni

    • @mdbilash826
      @mdbilash826 3 ปีที่แล้ว +2

      Bilash

    • @sasindustries3671
      @sasindustries3671 3 ปีที่แล้ว

      ami --- 09.09.2020

    • @modo7080
      @modo7080 3 ปีที่แล้ว +2

      আমি যখন 15 বছরের ছিলাম,, তখন না বুঝে একজনকে ভালোবেসে কষ্ট পেয়েছিলাম,, তখন গানটা হেববি লেগেছিল ,, এক সাগর চোখের জল জরে ছিলো।

  • @ShakilAhmed-dy6vh
    @ShakilAhmed-dy6vh ปีที่แล้ว +2

    সনু নিগম সত্যিই একটা লিজেন্ড।

  • @aponbarua6070
    @aponbarua6070 2 ปีที่แล้ว +2

    আহা!!কতই মধুর গানের কথা,আবার ততই কষ্টের....

  • @sinthiyaislam6159
    @sinthiyaislam6159 2 ปีที่แล้ว +11

    আমার জীবনে সাথে গান গুলোর অনেক মিল রয়েছে,,,,, যার কারনে অতীতের কথাগুলো পূনরায় মনে করিয়ে দেয়।।।।

    • @mohammadzidan5523
      @mohammadzidan5523 2 ปีที่แล้ว

      Amaro

    • @Humayun177
      @Humayun177 2 ปีที่แล้ว

      Falto

    • @majharulislam1137
      @majharulislam1137 2 ปีที่แล้ว

      Thik bolsen apu.. Onek somoy ai sob ktha gulo mone porle mone tkhn r mane na.

    • @mohammadmunna5494
      @mohammadmunna5494 10 หลายเดือนก่อน

      জখন মনে হয় তখন কেমন লাগে?

  • @kazishohg5763
    @kazishohg5763 2 หลายเดือนก่อน +5

    তোমাকে পেয়ে গেলে হয়ত এত সুন্দর একটা গান শোনা হতো না প্রিয়।সৃতি রেখে গেলাম। প্রিয় মানুষটিকে হারানো মানুষগুলো, যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ এই comment a like দিলে notification পেয়ে আমি আবারও শুনতে আসবো প্রিয় গানটা। 💔