Edit: English Translation is added. গানটা খুব শান্ত সুরে শুরু যখন নৌকাবাইচের মাঝিরা সব ক্লান্ত। ঠিক তখন যেন লাল শাড়ি রেশমি চুড়ি ঝুমকা দুল পরা ভাবীরা দেওরদের উৎসাহ দিতে চলে এলো। পিঁড়েতে বসিয়ে চিড়ে খাওয়াবার দাওয়াত দিতেই যেন শরীরে ফিরে এলো সব শক্তি। নৌকাবাইচের সোনার তরী পৌঁছাবে গন্তব্যে, মাঝিরা যে এবার হাত ছেড়ে সর্বস্ব জোর দিয়ে নৌকা বাইছে! কি সুন্দর একটা কনসেপ্ট! সাথে কি সুন্দর কম্পোজিশন! One of the finest creations of Coke Studio Bangla. ❤️ English Translation: The song begins in a very calm tone when the sailors of Nouka Baich (a traditional boat race held during the Monsoon and Autumn seasons) are all tired. Just then, the Bhabis (sister-in-laws) wearing red sarees, silk bangles, and jhumka earrings come to encourage their deors (brother-in-laws). It is as if all the strength suddenly surges through the bodies of the sailors - imagining the sweet hospitality promised by the bhabis, where they will be offered to sit on Pira (a low-height stool) and eat Chira (crispy fine grain). The golden boat of Nouka Baich will reach its destination, provided that the sailors who row the boat with all their might, as if left their hands! What a beautiful concept! What a beautiful composition! One of the finest creations of Coke Studio Bangla. ❤
আমার কাছে প্রীতম হাসান ব্যাক্তি হিসেবে, গায়ক হিসেবে, অভিনেতা হিসেবে সব দিক দিয়েই পছন্দের। আর এই গানে তো সে নিজেই নিজেকে ছাড়িয়ে গেছে। প্রথম পার্টটা যে কি ভালো লেগেছে!!! আর পুরো গানটাও খুব ভালো লেগেছে। এভাবেই পুরোনো গানগুলো বেঁচে থাকুক সবার মাঝে এই আশাই ব্যাক্ত করি।
@@pakistanirocks5872 kia sach bolon..?? Likha hai one of the best songs, mtlb behtareen songs me se aik hai.. sharminda mat karo idhar Pakistan ko apni kamfehmi se..
আমার পুর্ব পুরুষ সব পুর্ব বাংলার। আমার জন্ম কোলকাতায়। আজ 2024 এর 3rdMay. গান টা কতবার যে শুনলাম, বলতে পারবোনা!! তাও হরিয়ানার গুরগাঁও তে বসে শুনছি। আত্মীয় স্বজন দেরকেও প্রচুর share করলাম। অসাধারণ উপস্থাপন। ❤❤❤❤
এই গানের সাথে মিলিয়ে বলতে ইচ্ছে করে " এত সুরে রঙিন গান আমাদের দেশ ছাড়া আর কোথায় পাবে??? যতই শুনি ততই যেন শুনতে মন চায়। " প্রতিটা বিটে নাচতে ইচ্ছে করে । কি ভীষণ সুন্দর প্রেজেন্টেশন !!!! 😊😊😊
গারো আদিবাসী হলেও ছোটবেলা থেকেই পালাগান, কিচ্ছাগান, পল্লীগীতি শুনে বড় হেয়েছি। আজকে বারংবার এই গানটি শোনার পরেও মন ভরেনি। আমার মতো কোটি মানুষের হৃদয় মন ছুয়ে যাক মন মাতানো এই গানে।
Garo, Chakma and other tribal people are a pride of Bangladesh. What unique cultures and diversity you bring to our country! May we all prosper together
I am from India but these song seriously Bohot hi vhalo 😅 koshom bolsi ami pray aai gaan ta 100 barer beshi sunsi . Really i love these song . Love from India
আসলে মনে খুব শান্তি লাগে এই ভেবে যে আমাদের সংস্কৃতিও যে উৎকর্ষতার দিক দিয়ে উপমহাদেশের কারোর থেকে কম না। অনন্য সুন্দর এক সংস্কৃতি। অনবদ্য উপস্থাপনার মাধ্যমে কোক স্টুডিও বাংলা আমাদেরকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিচ্ছে। ধন্যবাদ কোক স্টুডিও বাংলা
কোক ্স্টুডিওর িইতিহাসের সবচেয়ে বাজে সৃষ্টি েএই ফালতু গান। ্রইটা বাংলাদেশের ফোক সং। বাংলাদেশের ফোক সং এর লিরিক্স এর যে মান, তার সাথে এইটা যায়। কোক স্টুডিও বাংলা মাঝে মাঝেই এররকম ফালতু গান বানায়, তবে সেগুলোর একটা মান ছিল, এটা তো দেশের েইমেজ নষ্ট করে দিল। ............. বাহবা পাইতে পাইতে মাঝে মাঝে একদম যা তা করে বসে ............
I recently started listening to Coke Studio Bangla. Listens to both Pakistan and India Coke Studio. But when it comes to Bangla, I feel each and every song close to heart since my mother tongue is Bangla too, though I am from West Bengal.
বাংলাদেশ থেকে প্রাইয় হাজার মাইল দূরে বৃষ্টিস্নাত রাতে গানটি শুনছি। মনের ভিতর গ্রামিন বাংলার জন্য হাহাকার আর শৈশবের গ্রামের মেলার রংমাখা দিনগুলো জন্য আক্ষেপ। আত্নময় এই গান আমাকে পীড়া দেয়। ভাল থাকুক গ্রামীন বাংলার সহজ সরল সুরের সম্পর্ক গুলো। আমিও একদিন গ্রামীন বাংলার ঘরে ফিরবো এই আক্ষেপ নিয়ে এই গানগুলো হোক না আমার দিনযাপন ❤❤❤
প্রিতম হাসান ভাই কে অনেক অনেক ধন্যবাদ আমাদের সিরাজগঞ্জের শাহজাদপুর এর উড়ন্ত বলাকা নৌকার মাঝি ফজলুর মিয়ার গানটা কে পুরো বিশ্বের কাছে নুতন করে তুলে ধরেছেন গানের নতুন রূপে নতুন সুরে ফুটিয়ে তুলেছেন প্রিতম হাসান ভাই ❤
ঠিক,এভাবেই বাংলা লোকগীতি আবার ফিউশন আকারে আমাদের সংস্কৃতিতে ফিরে আসুক এরকম নতুন কন্ঠগুলাতে...... ❤️❤️❤️ রুচি দুর্ভিক্ষ কাটিয়ে উঠুক বাংলা সংস্কৃতি। ধন্যবাদ কোক ষ্টুডিও বাংলাকে...... ❤️❤️❤️
আসলেই গানটা শুনলে মনে হয় একদম আমার দেশের মাটির কাছে চলে গেছি। কত সুন্দর ও সুমধুর আমাদের সংস্কৃতি। ধন্যবাদ Coke Studio ❤. আশা করি, এরকম আরো সুন্দর ও মাটির গানগুলো আমরা পাব।
@@zannattohfa7303 Basically bengalis of Pakistan migrated there during the partition of 1947. They went there with a view to having a better career opportunity when West Pakistan was thriving and East Pakistan (now Bangladesh) was facing poverty. They thought going there would give them a upper hand or it would improve their social status. But we all know how the tables had turned later on.
যতই আমরা সময়য়ের বিবর্তনে বিদেশি কালচারে হারিয়ে যাই না কেনো, সত্যিই রুচির এই দুর্ভিক্ষের সময়েও আমরা আমাদের সংস্কৃতি আর সভ্যতাকে খুজে ফিরি। ধন্যবাদ ফজলু মাঝি এবং কোক স্টুডিও টিমকে
রুচীর দুর্ভীক্ষের সময় এমন গান কিছুটা হলে বিনোদন দিতে সক্ষম হয়েছে যদিও গানটি তে সামান্য অরুচীপূর্ন কথা আছে তবুও মেলোডিতে ভরা। ভাল লেগেছে আর একটি কথা বলবো। গানের মধ্যে নতুন যে কথা এবং সুর সংযোজন করা হয়েছে তাতে গানে বিরক্তি ধরিয়ে দিয়েছে। ওই ওতোটুকু সংযোজন না করে গানের আসল জিনিষ টা ঠিক রাখা উচিৎ ছিলো। তার পরে ও বলবো over all fantastic. ধন্যবাদ ফজলু মাঝি এমন গানের জন্য এবং ধন্যবাদ Coke studio..
@@mahadihasan2988 আপনি যা বলতে চাচ্ছেন, বা বুঝেছেন গানটির আসল অর্থ কিন্তু তার পুরোপুরি উল্টো। এখানে ভাবির হাত ধরে কেউ টানাটানি করছে না, বাইচ করতে করতে যখন ব্যাথায় হাত অবশ হয়ে যায় তখন বাইচাল তার হাত ব্যাথার কথা বলছে এবং তার ভাবি তাকে হাত ব্যাথা অগ্রাহ্য করে বৈঠা টানতে বলছে। গানের মানে এটা।
গান যেমন অসাধারণ সুন্দর হয়েছে, তেমনি কমেন্ট গুলো পড়ে মনটা জুড়ে গেলো,এখনো অধিকাংশ মানুষ বাংলার বাউল গানের অতিবক্ত হয়ে আছে,সামনে তুলে ধরা হোক অতিতের বাউল গান গুলো❤️❤️❤️
BD's talented musician Pritom has never disappointed us. (proud son of Late Khalid Hassan Milu). Wish that his musical experiment would spread all over the world through bangla song..[p.s. now 'deora' became first bengali song to hit 23m+ views within two weeks, setting a new milestone on YT 🙂👏]
প্রীতম তো এভাবেই ভাগ্যবান শাহতাজের মতো জীবন সঙ্গিনী পেয়েছেন। ও তো এমনিতেই স্মার্ট শেষ পর্যন্ত গানেও নিজের স্মার্টনেস টা দেখিয়ে গেলো। Keep it up hero.
Guys , give some credits to Islamuddin palakar, Fazlu majhi too. In fact, Mr.Fazlu majhi is the original lyricist of this beautiful song. This song is actually sung during the boatrace to inspire the participants.
নদীর বুকে চর.... আমি কি তর পর... আকাশ ভরা চান্দের আলোয়... বাধবো সুখের ঘর,আকাশ সেন এর গাওয়া লাইনটুকু অভিনয় করা ছেলেটা জাস্ট অসাধারণ, ফাটাইয়া দিছে একে বারে, পুরাই আগুন লাগিয়ে দিল। ❤❤
The BEST of the season ! Bangla can be hip, Bangla can be calm, Bangla can be upbeat, Bangla has rhythm, Bangla can make you move, Bangla got the beat! Loved how there was Afro vibe with the claps, yet so authentic with the Baul and the Majhi - so many angles and so many sounds ! Simply amazing !
Masterpiece যতবার শুনি ততবার বাংলা ভাষা ও আবহমান বাংলার ঐতিহ্য সংস্কৃতি প্রতি সম্মান বেড়ে যায়। বাংলা গান যে কতটা সমৃদ্ধ তা এই ফোগ গান গুলায় থেকে বোঝায়। ধন্যবাদ জানাই আমার প্রীয় একজন গায়ক প্রীতম হাসান গানটাকে এতসুন্দর করে উপস্থাপন এর জন্য
'Deora' is a must-listen for Chinese audiences seeking a taste of authentic Bangladeshi folk music.The song's enchanting melody and soulful vocals will transport you to the lush landscapes and vibrant culture of Bangladesh.
@@AhmedNazir this is a combination song but goal is same to represent the tradition of our country & Pritam's part represent the love towards the country because of these serenity, tradition of our village...❤
This is your first song in Bangladesh,, the song which got maximum views in a few days,, the style of this song was different,,, this is the best song in Bangladesh,, love from India Siliguri..❤️🇮🇳🇮🇳❤️
What energy, what vibrancy, what diverse vocals! Unbelievable - all this in one song … Most experimental and the best piece from Coke Studio Bangla ever! Kono kawthaa hobenaa!!!
আগে আমরা আমাদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান উৎযাপনের সময় বলিউডের গানগুলোর ওপর নির্ভশীল ছিলাম,এখন এই কথাটা ভেবে ভালো লাগছে যে এই অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের দেশী গানগুলো বাজিয়ে উৎযাপন করতে পারবো,Thanks to Coke Studio Bangla❤❤❤
Bangalis are the most enriched culture...I am proud to be a bangali and we should pass the tradition to the next generation...divided by nation United by culture 😍😍😍
Nooooooo! That was too short. I wanted this to go on forever. Seriously! Just when I thought Coke Studio Bangla has done its best with Daarale Duaarey, in drops Deora! I mean the layering is amazing and the amount of styles and genres packed in it is like an Easter egg hunt. Kudos! And my utmost respect and admiration to the great maestro Palakar! The joy you felt on the stage while performing was infectious and is felt by the millions watching it on TH-cam. Thank you!
বাঙালী হিসেবে জনম টা বুঝি এবার স্বার্থক হয়েই গেল নিজের দেশের ভাষা নিয়ে এত সুন্দর গান শুনে অন্য রকম অনুভূতি হচ্ছে ভালোবাসা রইলো কিশোরগঞ্জ বাসীর পক্ষ থেকে❤️🖤
Edit: English Translation is added.
গানটা খুব শান্ত সুরে শুরু যখন নৌকাবাইচের মাঝিরা সব ক্লান্ত। ঠিক তখন যেন লাল শাড়ি রেশমি চুড়ি ঝুমকা দুল পরা ভাবীরা দেওরদের উৎসাহ দিতে চলে এলো। পিঁড়েতে বসিয়ে চিড়ে খাওয়াবার দাওয়াত দিতেই যেন শরীরে ফিরে এলো সব শক্তি। নৌকাবাইচের সোনার তরী পৌঁছাবে গন্তব্যে, মাঝিরা যে এবার হাত ছেড়ে সর্বস্ব জোর দিয়ে নৌকা বাইছে!
কি সুন্দর একটা কনসেপ্ট! সাথে কি সুন্দর কম্পোজিশন! One of the finest creations of Coke Studio Bangla. ❤️
English Translation:
The song begins in a very calm tone when the sailors of Nouka Baich (a traditional boat race held during the Monsoon and Autumn seasons) are all tired. Just then, the Bhabis (sister-in-laws) wearing red sarees, silk bangles, and jhumka earrings come to encourage their deors (brother-in-laws). It is as if all the strength suddenly surges through the bodies of the sailors - imagining the sweet hospitality promised by the bhabis, where they will be offered to sit on Pira (a low-height stool) and eat Chira (crispy fine grain). The golden boat of Nouka Baich will reach its destination, provided that the sailors who row the boat with all their might, as if left their hands!
What a beautiful concept! What a beautiful composition! One of the finest creations of Coke Studio Bangla. ❤
And your writing too! ❤
১০০% বলেছেন
ভাবীদের দেখে দেবরদের এতো মোটিভেটেড হয়ে যাওয়ার কারণ কী?! 😅
আসল গানটা শুনছেন?😂
এইটা লুইচ্ছা মার্কা একটা গান অনেক কাটশাট করে প্রিতম ভাই গাইছে।
@@evanmonna7973 তাহলেই বুঝে নেন এর সার্থকতা। একটা লুইচ্চা গান একটা সুন্দর গানের অংশ হয়ে গেলো।
আমার কাছে প্রীতম হাসান ব্যাক্তি হিসেবে, গায়ক হিসেবে, অভিনেতা হিসেবে সব দিক দিয়েই পছন্দের। আর এই গানে তো সে নিজেই নিজেকে ছাড়িয়ে গেছে। প্রথম পার্টটা যে কি ভালো লেগেছে!!! আর পুরো গানটাও খুব ভালো লেগেছে। এভাবেই পুরোনো গানগুলো বেঁচে থাকুক সবার মাঝে এই আশাই ব্যাক্ত করি।
আমার o❤❤❤
বাংলা গান নিয়ে দারুন সব কাজ হচ্ছে বাংলাদেশে, 🇮🇳🇮🇳 থেকে অনেক ভালোবাসি ও শুভেচ্ছা রইল
🇧🇩❤️🇮🇳
ধন্যবাদ ❤
ধন্যবাদ 🇧🇩
Thank you so much 💖
❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤ANTO 1000$🇺🇸🇺🇸🎉🎉🎉🎉❤❤❤🇵🇰🇵🇰🇵🇰🇵🇰😂😂😂
Probably one of the best songs Coke Studio produced all around the franchise.. Love from Pakistan.. ❤
Had kardi Bhai. Kuch to Sach bolo
@@pakistanirocks5872 kia sach bolon..?? Likha hai one of the best songs, mtlb behtareen songs me se aik hai.. sharminda mat karo idhar Pakistan ko apni kamfehmi se..
😊😅😅😅😅😅
Bro afreen afreen,tajdar e haram,pasoori are the all time best..I am a bangladeshi..But still i cant deny that..
তোমরা মনোযোগ দিয়ে গান করে যাও। বেশ ভাল লাগে।পশ্চিম বাংলা থেকে তোমাদের জন্য শুভ কামনা জানাই।
সুযোগ করে আসবেন এই বাংলায় আপ্যায়ন দেখে আর বাড়ী ফিরতে মন চাইবে না ভাইয়া ❤❤❤
আমার ঠাকুরদা ও ঠাকুরমার জন্মভূমি এই সোনার বাংলাদেশ 🇧🇩..বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ ও প্রনাম🙇🙏...love from Agartala 🇮🇳❤🇧🇩
Tnx
থ্যাংকস
ভাই ভালোবাসা রইলো সকল বাংলা ভাষির জন্য।
Tripura was and is spiritually part of Bangladesh now
❤❤❤
এতো সুরে রঙিন সোনার তরী,,,,,,কোথায় গেলে পাবে যত বারেই ফিরি তব ভরে না মন 🥀🌺🌹
মন ছুঁয়ে দিলো দাদা from Siliguri darjeeling
আমার পুর্ব পুরুষ সব পুর্ব বাংলার। আমার জন্ম কোলকাতায়। আজ 2024 এর 3rdMay. গান টা কতবার যে শুনলাম, বলতে পারবোনা!! তাও হরিয়ানার গুরগাঁও তে বসে শুনছি। আত্মীয় স্বজন দেরকেও প্রচুর share করলাম। অসাধারণ উপস্থাপন। ❤❤❤❤
Love from Bangladesh
Tnx,❤
ভালোবাসা আপনার জন্য নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে 🥰🥰🇧🇩🇧🇩
নিমন্ত্রণ রইলো আসবেন আপনি আমাদের এই প্রান প্রিয় বাংলাদেশে🥰🥰🇧🇩🇧🇩
আপনার পূর্বপুরুষের জন্ম ভিটায় আসার আমন্ত্রণ। আমার ২৩ জন কোলকাতার বন্ধুর মধ্যে ১৯ জনের পূর্বপুরুষের জন্মভূমি বাংলাদেশ।
Joy East Bengal❤
এই গানের সাথে মিলিয়ে বলতে ইচ্ছে করে " এত সুরে রঙিন গান আমাদের দেশ ছাড়া আর কোথায় পাবে??? যতই শুনি ততই যেন শুনতে মন চায়। " প্রতিটা বিটে নাচতে ইচ্ছে করে । কি ভীষণ সুন্দর প্রেজেন্টেশন !!!! 😊😊😊
Love from Afghanistan 🇦🇫 ❤🇧🇩 l already 55 time Hering this beautiful song 🎧….I will hear again ,when anyone like my comments 😅😂😊❤
I want you are fb or Instagram id.
Thanks
oh good🇧🇩
I like the beautiful girls of Afghanistan❤❤
@@VDO683❤❤
গারো আদিবাসী হলেও ছোটবেলা থেকেই পালাগান, কিচ্ছাগান, পল্লীগীতি শুনে বড় হেয়েছি। আজকে বারংবার এই গানটি শোনার পরেও মন ভরেনি। আমার মতো কোটি মানুষের হৃদয় মন ছুয়ে যাক মন মাতানো এই গানে।
দেওরা হারমোনিয়াম টিউটোরিয়াল
th-cam.com/video/O6GZ2wftLAw/w-d-xo.html
Garo, Chakma and other tribal people are a pride of Bangladesh. What unique cultures and diversity you bring to our country! May we all prosper together
উপজাতি আদিবাসী না
I am from India but these song seriously Bohot hi vhalo 😅 koshom bolsi ami pray aai gaan ta 100 barer beshi sunsi . Really i love these song . Love from India
Thanks 😊
আমি ভারতীয় কিন্তু এটা বলতে সন্দেহ নেই যে, বাংলা গানের ঐতিয্য বাংলাদেশই বাঁচিয়ে রাখছে
ঠিক ভাই আপনাদের গান ও খুব ভালো আমি সব সময় সুনি ❤❤❤🎉
আমরা সবাই বাঙালি,একটা কাটা তারের বেড়া দিয়ে আলাদা করা হইছে। এক জাতি একদেশ না থাকলে সংস্কৃতি টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়।
কথা দিলাম
🌹🌹🌹
এরা সবাই কাফের হয়ে গেলো 😮 এদের জন্য কেয়ামত পর্যন্ত কত কোটি মুসলমানদের যে চোখের আর কানের রোজা নষ্ট হবে তার কোনো হিসাবে নাই 😂
আসলে মনে খুব শান্তি লাগে এই ভেবে যে আমাদের সংস্কৃতিও যে উৎকর্ষতার দিক দিয়ে উপমহাদেশের কারোর থেকে কম না। অনন্য সুন্দর এক সংস্কৃতি। অনবদ্য উপস্থাপনার মাধ্যমে কোক স্টুডিও বাংলা আমাদেরকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দিচ্ছে।
ধন্যবাদ কোক স্টুডিও বাংলা
কোক ্স্টুডিওর িইতিহাসের সবচেয়ে বাজে সৃষ্টি েএই ফালতু গান। ্রইটা বাংলাদেশের ফোক সং। বাংলাদেশের ফোক সং এর লিরিক্স এর যে মান, তার সাথে এইটা যায়।
কোক স্টুডিও বাংলা মাঝে মাঝেই এররকম ফালতু গান বানায়, তবে সেগুলোর একটা মান ছিল, এটা তো দেশের েইমেজ নষ্ট করে দিল। ............. বাহবা পাইতে পাইতে মাঝে মাঝে একদম যা তা করে বসে ............
চুল লম্বা শিল্পী আমার নানা,,ইসলাম উদ্দীন পালাকার,,কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার,,নোয়াবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম নোয়াবাদ❤❤,,আমাদের এলাকার গর্ব,,
onk onk salam apnr nana k...banglar pala gan k dhore rakar jonno
@@jannatulferdous-gm9pd a
Apnar nanar jonno respect, apnakeo shubhechha..
হিজরা টা আপনার নানা
তোমার নানা কি মহিলা???
ভাই রে ভাই, এতদিন কোন দুনিয়ায় ছিলাম😬! আমি বাংলাদেশি হয়েও এতদিন এই গানের কোনো খবর ই পাই নাই, আজকেই প্রথম শুনলাম। গানটা অনেক ভালো 😭👌।
Get out from Bangladesh 😂😂
Even we foreigners know their every song 🤣
ভাই কি পৃথিবীতে নতুন?
ভাই এরকম গান মিস করা আসলেই একটা অপরাধ। ফ্রেন্ড গ্রুপ এর সাথে ট্রিপ এ এটা আলাদাই হিট করে। আসেন আরেক বার শুনে যান এই মাস্টার পিস💯🎉🤠
আপনাকে মংগলগ্রহ থেকে পৃথীবিতে আসার জন্য ধন্যবাদ 🤣🤣
আর বাংলাদেশী হয়ে আশার জন্য খুব ই দুঃখ প্রকাশ করছি😞
এ কেমন কথা বললেন ভাইয়া
যুগ যুগ ধরে বেঁচে থাকুক আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ! তারুণ্যের হাত ধরে আবারও ফিরে আসুক ভাটিয়ালি, লালন আর মুর্শিদি গান গুলি..!💝
inshallah🥰🥰🥰🥰
Inshallah
এই পর্যন্ত 100বার শুনলাম শুনতেই ইচ্ছে করে কি দারুন গান।
গ্রাম বাংলার নৌকা বাইচ ❤❤❤❤
এত সুরে রঙিন সোনার তরী
কোথায় গেলে পাবে?
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে
তাতে…
Goosebumps!!
Goosebumps
Trulyyy bhaii
Famouss
I recently started listening to Coke Studio Bangla. Listens to both Pakistan and India Coke Studio. But when it comes to Bangla, I feel each and every song close to heart since my mother tongue is Bangla too, though I am from West Bengal.
❤❤❤
ছড়িয়ে পরুক গোটা বিশ্বে আমার সোনার বাংলাদের গান। অসাধারণ কন্ঠ।।
ঠিক বলছেন ❤
অবাক হয়ে যাই কোক স্টুডিও গান গুলো শুনলে। আ্হা বাংলা গান কি সমিদ্ধ, ভালোবাসা কোলকাতা থেকে 🇮🇳
Bolod
❤❤❤❤
দেওরা হারমোনিয়াম টিউটোরিয়াল
th-cam.com/video/O6GZ2wftLAw/w-d-xo.html
বাংলাদেশ থেকে প্রাইয় হাজার মাইল দূরে বৃষ্টিস্নাত রাতে গানটি শুনছি। মনের ভিতর গ্রামিন বাংলার জন্য হাহাকার আর শৈশবের গ্রামের মেলার রংমাখা দিনগুলো জন্য আক্ষেপ।
আত্নময় এই গান আমাকে পীড়া দেয়। ভাল থাকুক গ্রামীন বাংলার সহজ সরল সুরের সম্পর্ক গুলো।
আমিও একদিন গ্রামীন বাংলার ঘরে ফিরবো এই আক্ষেপ নিয়ে এই গানগুলো হোক না আমার দিনযাপন ❤❤❤
লিখা ভাল লাগল,কয় থাকেন?
@@mizanurrahaman8958 Tokyo japan
দূর প্রবাসে বসে যখন দেশের কথা মনে পড়ে
Well said.
On the way home after exhausted weekend duties in hospital .
UK
@@jakirhossain8409 মাঝে মাঝে এই ব্যস্ততা এ যান্ত্রিক ছেড়ে আপন দেশে যেতে মন চায়। যাই যাই করে আর যাওয়া হল না।
এভাবেই বাংলা গান কে আরো এগিয়ে নিয়ে যেতে থাকো 💐💐💐 অনেক শুভেচ্ছা পশ্চিমবঙ্গ থেকে
শুরু হতে না হতেই শেষ, এটা মানা যায় না। এই ধরনের মাস্টারপিস ৫ মিনিটেরও বেশী দীর্ঘ হওয়া উচিৎ। পুরো টীম অসাধারন পারফর্ম করেছে। হ্যাটস অফ🥰💝
What a song 🎶
Love from Jamaica 🇯🇲
this is Bangladesh song
I also live Jamaican culture.very nice country
Hei carrebian
পশ্চিমবঙ্গের ভাই দের কমেন্ট গুলু পড়ে চোখে পানি চলে আসলো। বাংলাভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে। ধন্যবাদ সবাইকে😊
আমি ইন্ডিয়া থেকে বলছি🇮🇳, এটা প্রীতমদার ক্যারিয়ারের সেরা গান। ভালো লাগে কোক স্টুডিওর সকল গান❤️। ভালোবাসা নিও
Are you kidding 😑
আর আমি পাকিস্তন থেকে বলছি তোর নানীর হেক্সা!!
@@thedesi.sohel2916 নাহ, এটা আসলেও ওনার সেরা গান
@@thedesi.sohel2916 no
Hae eta onr career shera gaan
প্রিতম হাসান ভাই কে অনেক অনেক ধন্যবাদ আমাদের সিরাজগঞ্জের শাহজাদপুর এর উড়ন্ত বলাকা নৌকার মাঝি ফজলুর মিয়ার গানটা কে পুরো বিশ্বের কাছে নুতন করে তুলে ধরেছেন গানের নতুন রূপে নতুন সুরে ফুটিয়ে তুলেছেন প্রিতম হাসান ভাই ❤
ঠিক,এভাবেই বাংলা লোকগীতি আবার ফিউশন আকারে আমাদের সংস্কৃতিতে ফিরে আসুক এরকম নতুন কন্ঠগুলাতে...... ❤️❤️❤️
রুচি দুর্ভিক্ষ কাটিয়ে উঠুক বাংলা সংস্কৃতি। ধন্যবাদ কোক ষ্টুডিও বাংলাকে...... ❤️❤️❤️
I cried my eyes out......I am so proud to be a Bangladeshi. So proud. Masha Allah, atttttto shundor gaan ta ❤
Una canción maravillosa en un lenguaje hermoso.❤️❤️
💃💃💃 আর্জেন্টিনা ❤️ বাংলাদেশ
Thanks a lot❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
Teremakasih
♥️♥️♥️🇧🇩🇧🇩🇦🇷🇦🇷🇦🇷🇧🇩🇧🇩♥️♥️♥️
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
Vamos Argentina..
Love from Kolkata...
Osadharon composition....
Dil maange more ❤❤❤❤❤
no hindi. You West bengal lot and killing the bangla language
🇧🇩❤️🇮🇳
আসলেই গানটা শুনলে মনে হয় একদম আমার দেশের মাটির কাছে চলে গেছি। কত সুন্দর ও সুমধুর আমাদের সংস্কৃতি। ধন্যবাদ Coke Studio ❤. আশা করি, এরকম আরো সুন্দর ও মাটির গানগুলো আমরা পাব।
আরে শতীন আফা! পার্পল ইউ
I am happy for bangladesh 🇧🇩 I am bongoli I am from karachi pakistan 🇵🇰🇵🇰🇵🇰
How is your life as a bengali in Pakistan?
Didn’t know there’s Bengali in Pakistan?
@@zannattohfa7303 Basically bengalis of Pakistan migrated there during the partition of 1947. They went there with a view to having a better career opportunity when West Pakistan was thriving and East Pakistan (now Bangladesh) was facing poverty. They thought going there would give them a upper hand or it would improve their social status. But we all know how the tables had turned later on.
I love you Pakistan 🇵🇰 Bangladesh 🇧🇩
@@zannattohfa7303 There are more than 2 million Bengali's living in karachi.
প্রীতম হাসানের ভয়েস ডেলিভারি অসাধারণ!!! সবাই খুব সুন্দর গেয়েছেন। অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য।
Thanks Pritom vhai for showing actual Bangladeshi cultural song to the whole world. Made my day...Take love from USA
আমি ভারত দেশ 🇮🇳 থেকে বলছি গানটা খুব সুন্দৱ ❤শুনে খুব ভালো লাগলো।
❤
তুমি বাংলাদেশে চলে আসো 🧐🧐
তোগোতো তো ভালো লাগবোই
Love from India 🇮🇳❤️🇧🇩
What a vibrant song it is ❤
Love from Kolkata 🇮🇳
যতই আমরা সময়য়ের বিবর্তনে বিদেশি কালচারে হারিয়ে যাই না কেনো, সত্যিই রুচির এই দুর্ভিক্ষের সময়েও আমরা আমাদের সংস্কৃতি আর সভ্যতাকে খুজে ফিরি। ধন্যবাদ ফজলু মাঝি এবং কোক স্টুডিও টিমকে
গানটার অর্থ বুঝছেন? রুচির দুর্ভিক্ষ বলতে কি বোঝাতে চাচ্ছেন? নোংরামিকে সংস্কৃতি ভেবে বাহবা দেয়াটাই কি রুচির দুর্ভিক্ষ নয়?
রুচীর দুর্ভীক্ষের সময় এমন গান কিছুটা হলে বিনোদন দিতে সক্ষম হয়েছে যদিও গানটি তে সামান্য অরুচীপূর্ন কথা আছে তবুও মেলোডিতে ভরা। ভাল লেগেছে আর একটি কথা বলবো। গানের মধ্যে নতুন যে কথা এবং সুর সংযোজন করা হয়েছে তাতে গানে বিরক্তি ধরিয়ে দিয়েছে। ওই ওতোটুকু সংযোজন না করে গানের আসল জিনিষ টা ঠিক রাখা উচিৎ ছিলো। তার পরে ও বলবো over all fantastic. ধন্যবাদ ফজলু মাঝি এমন গানের জন্য এবং ধন্যবাদ Coke studio..
@@mahadihasan2988 আপনি যা বলতে চাচ্ছেন, বা বুঝেছেন গানটির আসল অর্থ কিন্তু তার পুরোপুরি উল্টো। এখানে ভাবির হাত ধরে কেউ টানাটানি করছে না, বাইচ করতে করতে যখন ব্যাথায় হাত অবশ হয়ে যায় তখন বাইচাল তার হাত ব্যাথার কথা বলছে এবং তার ভাবি তাকে হাত ব্যাথা অগ্রাহ্য করে বৈঠা টানতে বলছে। গানের মানে এটা।
New vibe ❤️ from INDIA🇮🇳🇮🇳
Eto sundor gaan sune ghum tao sundor hobe. Dhonnoyobad... Apnara dorshoker mon joy korechen.. Osadharon... 🌻❤🌻
গান যেমন অসাধারণ সুন্দর হয়েছে, তেমনি কমেন্ট গুলো পড়ে মনটা জুড়ে গেলো,এখনো অধিকাংশ মানুষ বাংলার বাউল গানের অতিবক্ত হয়ে আছে,সামনে তুলে ধরা হোক অতিতের বাউল গান গুলো❤️❤️❤️
Wow first time listening to Bangladesh coke studio wow 👏🏻👏🏻👏🏻 amazing should do a collab with Pak coke studio love from Pakistan ❤️🇵🇰🇧🇩
এভাবেই বেচে থাক গ্রাম বাংলার গান গুলো,যেন হারিয়ে না যায়, বলে বুঝাতে পারবোনা হয়তো, এক কথায় অসাধারণ হয়েছে গানটি,পরের সময়টায় এরকম আরও ভাল কিছু আশা করবো
আমাদের বাংলা ভাষা!❤🇧🇩
পশ্চিমবঙ্গের ভাই দের কমেন্ট গুলু পড়ে চোখে পানি চলে আসলো। বাংলাভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে। ধন্যবাদ সবাইকে
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
Bharay na mera Dil.... (Sach mn bht kuch bar bar sun kr smjh hi lia) , what a lovely song ❤ much love from 🇵🇰
Coke studio bangla is too good.
Music and song just fatafati,, onek enjoy korechi song sunte sunte from 🇮🇳🇮🇳India🇮🇳
Dhonnobad dada
❤
Welcome
Gaan ta dada choriye den apnar elakha te
Joss cilo❤
BD's talented musician Pritom has never disappointed us. (proud son of Late Khalid Hassan Milu). Wish that his musical experiment would spread all over the world through bangla song..[p.s. now 'deora' became first bengali song to hit 23m+ views within two weeks, setting a new milestone on YT 🙂👏]
Is the record for both side of bangla??
প্রীতম তো এভাবেই ভাগ্যবান শাহতাজের মতো জীবন সঙ্গিনী পেয়েছেন।
ও তো এমনিতেই স্মার্ট শেষ পর্যন্ত গানেও নিজের স্মার্টনেস টা দেখিয়ে গেলো।
Keep it up hero.
Love from Brazil 🇧🇷
Música boa 👍🏻
এবার বিয়ে বাড়ি কাপাবে এই গান নিশ্চিত
Love from Bangladesh bruh❤❤
Don't know meaning
❤❤❤
Take love from us 🇧🇩❤️🇧🇷
গান যতই আধুনিক হোক না কেন,লোকসংগীতের উপরে কোন গান নেই কারণ লোকসংগীত হল বাংলার মাটি ও মানুষের কথামালা ❤
Thanks Coke Studio Bangla ❤️
ধন্যবাদ প্রিতম হাসান ভাই কে সে সিরাজগঞ্জ শাহজাদপুর এর গ্রাম বাংলার জারি গান কে এতো সুন্দর করে তুলে দরার জন্য।। ❤️❤️
Tai na ki vai
এটা কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষার গান
@@71MASTER. এটা কিশরগঞ্জের ভাষা হলেও এটা সিরাজগঞ্জের শাহজাদপুরের নৌকা বাইজ এর গান....
This song is full of videos and Bangladeshi culture
Love from Pakistan 🇵🇰❤️🇧🇩
Beautiful lyrics with amazing voice love from Argentina
O
Thank you
love you dear
Love from 🇧🇩🤝🇦🇷
What a VIBE with Fantabulous Arrangements 🔥❤ LOVE YOU BANGLADESH 🇧🇩
From Your Neighbor Country 🇮🇳
oliphant psg -hff 😅😢t😅😅😅😅h
Wow..... Speechless.. Greetings from Karachi, Pakistan! 🇵🇰🇧🇩
🇵🇰🇧🇩
Love you bro from Bangladesh
@Bunny gaming what's with the hammer?
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️
@@hellosigh This is big story in 1971
গতকাল এই গান টা প্রথম শুনলাম এখন পর্যন্ত যে কতবার শোনা হয়ে গেল তার হিসেব নেই। এইরকম আরও গান শুনতে চাই। ভারত থেকে অনেক ভালোবাসা রইল
গমসগশাসহডগহনবডহমডৃবডএুডহত
হডডবম
তূ❤❤❤❤❤❤❤য়আআডআগতমৃনডতগুহসজডব
আপনারা যেভাবে বাংলা ভাষা নিয়ে চর্চা করছেন এবং যেভাবে সেটা পরিবেশন করছেন সেটা সত্যিই প্রশংসনীয়। অনেক ভালবাসা কলকাতা থেকে ❤
Bangla Folk has a rhythm that is unparalleled! And Pritom Hasan knew exactly how to bring it out 🔥
So lucky to witness this alive ♥️
Thanks Shitom! ❤️
you guys are my absolute fav 😶🌫
Two faves in one comment
@@PritomHasan Hello Pritam vaiya..Kemon aso??
বাংলা বেঁচে থাকুক চিরজীবন, #জয়_বাংলা #জয়_বাংলাদেশ #জয়_বাঙালি। ভারত থেকে ভালোবাসা।🇮🇳🇧🇩❤️
ভালোবাসা নিবেন দাদা🤗🥀🇧🇩🇮🇳❤️
@@MdRasel-it9vg❤❤❤❤
ভালোবাসা নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে 🥰🥰🇧🇩🇮🇳
Guys , give some credits to Islamuddin palakar, Fazlu majhi too. In fact, Mr.Fazlu majhi is the original lyricist of this beautiful song. This song is actually sung during the boatrace to inspire the participants.
দড়দড়ড়দড়দ
অসাধারণ যতবার শুনি মন ভালো হয়ে যায়❤
Love from England 🏴 after so long something refreshing very desi ❤❤❤ love you pritam and coke studio banglaaa
Are you Bengali?
এখনো পর্যন্ত কোক স্টুডিও এর সবচেয়ে বেশি ভিউ এই গানে!!!
ধন্যবাদ প্রীতম হাসানসহ পুরো টিমকে, বাংলা গানকে আবার আমাদের মধ্যে জনপ্রিয় করার জন্য 💕🙏
এটাই হল বাংলা গানের সৌন্দর্য।ধন্যবাদ প্রীতম ভাই।
নদীর বুকে চর....
আমি কি তর পর...
আকাশ ভরা চান্দের আলোয়...
বাধবো সুখের ঘর,আকাশ সেন এর গাওয়া লাইনটুকু অভিনয় করা ছেলেটা জাস্ট অসাধারণ, ফাটাইয়া দিছে একে বারে, পুরাই আগুন লাগিয়ে দিল। ❤❤
Love from Somalia , I love this song. The music, tune and rhythm is so amazing
Really 😲
Woh
take love brother ❤
❤❤❤
Song Bangladesh
The BEST of the season ! Bangla can be hip, Bangla can be calm, Bangla can be upbeat, Bangla has rhythm, Bangla can make you move, Bangla got the beat!
Loved how there was Afro vibe with the claps, yet so authentic with the Baul and the Majhi - so many angles and so many sounds ! Simply amazing !
Wow! Such a beautiful presentation. It's a treat to ears and eyes. Pritom Hasan 🔥 Lots of love from Kolkata 🇮🇳
im subscriber of your channel. I watch your video❣️
Thanks and it’s an honour
🇧🇩❤️🇮🇳
প্রীতম দা তোমার কাছের মানুষ দূরে থুইয়া মুভি টা দেখে আসছি। Just অসাধারণ 🥺❤
কলকাতা থেকে বলছি, গানটা অসাধারণ হয়েছে 🇧🇩❤🇮🇳
Thanks 😊
🎉🎉🎉🎉
কলকাতার শুয়ার গুলা যখন প্রশংসা করে বুঝতে হবে আমাদেরই কোনো সমস্যা আছে।
🇧🇩
ধন্যবাদ
Great music.. love from Assam, India 🇮🇳
I am also from Assam ❤️
Love from sisterhood 💞🇧🇩🙏
🇧🇩❤️🇮🇳
গান যতই আধুনিক হোক না কেন, লোকসংগীতের উপরে কোনো গান নেই কারণ লোকসংগীত হল বাংলার মাটি ও মানুষের কথামালা।❤❤❤
Kotha sotto Bhai. Original VOcal er mojai alada.
Folk songs always come in natural ways like a sailor singing randomly with a new tone coming naturally when he is busy with the boring jobs.
Its in our blood brother...u can't keep it away from your heart..
Masterpiece যতবার শুনি ততবার বাংলা ভাষা ও আবহমান বাংলার ঐতিহ্য সংস্কৃতি প্রতি সম্মান বেড়ে যায়। বাংলা গান যে কতটা সমৃদ্ধ তা এই ফোগ গান গুলায় থেকে বোঝায়। ধন্যবাদ জানাই আমার প্রীয় একজন গায়ক প্রীতম হাসান গানটাকে এতসুন্দর করে উপস্থাপন এর জন্য
'Deora' is a must-listen for Chinese audiences seeking a taste of authentic Bangladeshi folk music.The song's enchanting melody and soulful vocals will transport you to the lush landscapes and vibrant culture of Bangladesh.
The portion of Pritam Hassan when he said,"Eto surer rongin,shonar tori,kothay gele pabe?"that line give me goosebumps❤❤
exactly and kichu manush boltese Pritom er part na thakle valo hoito :") mane era eisob keno bole nijerao bujhena maybe :')
@@nurenfaeza6812 লোকসঙ্গীতের সাথে প্রিতমের লিরিক যাচ্ছে না।
same here ❤️❤️❤️ 3:04
This is the best part of this song❤
@@AhmedNazir this is a combination song but goal is same to represent the tradition of our country & Pritam's part represent the love towards the country because of these serenity, tradition of our village...❤
I'm nepali speaker 🇳🇵 but this song made my day.....❤❤
Khub bhalo 😍
Dherai Ramrocha !
Speaker!? 🤔
Thank you
Love from Bangladesh 🇧🇩 ❤❤
@@NorthBengalResident His native tongue is Nepali
শাহানা বাজপেয়ী এবং আনুশেহ্ আনাদিল প্রিয় দুজন শিল্পীকে কোক স্টুডিওতে দেখতে চাই❤🥰
I am from janina😂khub valo laglo ai ganta❤congratulations 🎉
খালামা আপনি বাংলাদেশী।আপনার একটা ফেসবুক পেজ ওচালান।আর মিথ্যা কথা কম বলেন। আর ও আপনেতো বেডি মানুষ
@@MDMiraj-l1n vai photo ta fack,,net theke neoya🙂
Gmail tho ar fack na
Thanks a lot ❤❤❤
@@engineerstrange7381 kolkata
I don't understand Bangla completely but, I felt so blessed to hear this. Composition, Sounds, Visuals.. amazing! Love from India
Good kid
ate
This is your first song in Bangladesh,, the song which got maximum views in a few days,, the style of this song was different,,, this is the best song in Bangladesh,, love from India Siliguri..❤️🇮🇳🇮🇳❤️
ৌ
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Pritam's Kakashi Hatake outfit is outstanding.. Salute to a fellow Naruto fan
What energy, what vibrancy, what diverse vocals! Unbelievable - all this in one song … Most experimental and the best piece from Coke Studio Bangla ever! Kono kawthaa hobenaa!!!
How wonderfully they have sung. A galaxy of love to the entire team. Love from India 🇮🇳
It's a masterpiece undoubtedly 💎
Proud to be a Bangladeshi 🇧🇩❤️
And also Pritom Hasan! You just nailed it💥
স্মৃতি হিসেবে রেখে গেলাম যখন কারো লাইক করবে কথা দিলাম আবারো এসে গানটা শুনে যাবো আজ ১৭/০৮/২০২৪🎉🎉
😊😊
Fira aso vai
আমার এক মাদারবোর্ড ভাই বার্থডে এই দিনে। 🫡🫡
আগে আমরা আমাদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান উৎযাপনের সময় বলিউডের গানগুলোর ওপর নির্ভশীল ছিলাম,এখন এই কথাটা ভেবে ভালো লাগছে যে এই অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের দেশী গানগুলো বাজিয়ে উৎযাপন করতে পারবো,Thanks to Coke Studio Bangla❤❤❤
❤❤❤
হেইডা বাজাইবা!😂😂😂
Rt
এই হেডার গান তোমার বিয়াতে বাজাইলে সাথে সাথেই ডিভোর্স হয়ে যাবে
@Mashrur Mohsin Afif Why tf your Language is like that ? Bosti thek Uthe Aschs naki ?
বাংলার মাঠে ঘাটে লোকগানের সেই আসর গুলি এখন আর নাই,,কিন্তু অনেক দিন পর মনে হল সেই ঐতিয্যে ফিরে গেলাম।
Sathe babi ke niya lol
হুম দেবর ভাবির হালাল সম্পর্কে বিস্তারিত ঐতিয্যে ফিরে পেলেন...😄আবালমার্কা পাবলিক
Bangalis are the most enriched culture...I am proud to be a bangali and we should pass the tradition to the next generation...divided by nation United by culture 😍😍😍
Bengali
ঞনন ধরল ন্ত এর আরো এর এত্তো
Yes..we.proud..as.s..bsngladeshi..❤❤❤
Coke Studio
এর কম্বিনেশন always best!
কোক স্টুডিওর সব রেকর্ড ভেঙে এই আঞ্চলিক গানটি এখন সর্বোচ্চ ভিউ অর্জন করেছে। এখন পর্যন্ত পঁচিশ মিলিয়ন অর্থাৎ ২.৫ কোটি ভিউ ❤️🙏
Ekhon 27.5 million view
@@misbahulhoqe-tx4cv l0l😊
@@misbahulhoqe-tx4cv 28
@@akramhosen4041 yes brother iknow
36!
সত্যি অসাধারণ, নিজের দেশের মাটি, ভাষা, সংস্কৃতি যার কোন তোলনাই হয়না। অনেক ধন্যবাদ কিশোরগঞ্জের ভাষায় কিশোরগঞ্জের ঐতইজ্য তুলে ধরার জন্য।
গানটা গেয়েছে কিশোরগঞ্জ জেলার,করিমগঞ্জ উপজেলার।
সবার পরিচত মানুষ,অভিনয়,পালাগানের জন্য জনপ্রিয় ইসলাম উদ্দিন।
ডেসক্রিপশন পড়েছেন?
কিশোরগঞ্জ উত্তরবঙ্গে কবে থেকে?
মাদ্রাসায় শিশু বলৎকার বন্ধ হোক ✌️
@@Hitlar2673 মন্দিরে নারী ধর্ষন বন্ধ হোম✊✊
Nooooooo! That was too short. I wanted this to go on forever. Seriously!
Just when I thought Coke Studio Bangla has done its best with Daarale Duaarey, in drops Deora! I mean the layering is amazing and the amount of styles and genres packed in it is like an Easter egg hunt. Kudos! And my utmost respect and admiration to the great maestro Palakar!
The joy you felt on the stage while performing was infectious and is felt by the millions watching it on TH-cam. Thank you!
Indeed sister, trust me you have a great music taste 🙏
😮 Ayta ki kono kotha
@@Abdul_rehman_0.1chup simp
বা এত দিনে , বাংলাদেশের পক্ষ থেকে একটা ভালো গান শুনলাম thank you cook studio ❤️❤️🇮🇳🇮🇳
Indeed, Bangladesh has insanely beautiful culture and heritages. Happy to see that the glamour of 21st century coudnn't fade it out. ❤❤❤❤
U h6.pbo,įî
বাঙালী হিসেবে জনম টা বুঝি এবার স্বার্থক হয়েই গেল নিজের দেশের ভাষা নিয়ে এত সুন্দর গান শুনে অন্য রকম অনুভূতি হচ্ছে ভালোবাসা রইলো কিশোরগঞ্জ বাসীর পক্ষ থেকে❤️🖤
আমি একজন কিশোরগঞ্জের মানুষ
আরেহ ☺️আমাদের কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ
#কিশোরগঞ্জ
Ra8 mathai nosto khub. Valo lagche ❤❤
Esta es una buena canción. Ha hecho mi día. el amor de🇦🇷🇦🇷🇧🇩
Google translator ব্যবহার করে আর্জেন্টিনা পাবলিক সাজা বাঙালি। ভাই কমসেকম স্প্যানিশ সুন্দর করে বলতেন।
হা হা
@@rapidlyzone8661 bruh
Si habla Espanol 🇦🇷❤️🇧🇩
🇧🇩💘🇦🇷
Love u Argentina ❤❤