MUKTIRO MONDIRO SOPANO TOLE | RUPAM ISLAM | INSPIRED INDIA 2020 | SOURENDRO SOUMYOJIT
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025
- Song - MuktirO MandirO SopanO Tole
Lyrics - Mohini Chowdhury
Composition - K C Dey
Performer - Rupam Islam
Produced by Sourendro-Soumyojit Music
Piano - Sourendro Mullick
Drums - Himadri Sekhar Das
Bass - Mohul Chakraborty
Guitar -Aron Darnal
Sound Mixed and Mastered - Goutam Basu
Video - Shubhadeep and team
Click to Subscribe :- bit.ly/Sourendr...
Facebook :- / sourendrosoumyojit
Instagram :- / sourendrosoumyojit
Twitter :- / soumyosourendro
"যাঁরা স্বর্গগত তাঁরা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি " অসাধারণ লাইন। চোখে জল এসে যায়। সেই বীরদের প্রতি অসীম শ্রদ্ধা জানাই।
সত্যিই গানটা যত বার শুনি চোখ ভিজে যায়।
🎉
❤
Amio ei eki comment kortei ese6ilm❤❤
চোখে জল চলে এলো এই লাইনটা শুনে
পর্দায় নয় নেতাজী🙏 আমাদের হৃদয়ে আমাদের রক্তে আছে, থাকবে
জয়তু নেতাজী 🙏🙏🙏🙏
Akdom thik
একদম
❤
Netaji, is the greatest son of Mother India..
Netaji final nail in coffin of British rule
But without chittaranjan das and aurobindo ghosh Netaji is a use and throw pen without any ink
Netaji ke ei dujon Manus toiri korechilo and chittaranjan das ১৯২৫ র আগের সব রাজনৈতিক পরিস্থিতি তে সুভাষ কে বড় শাস্তি নির্বাসন হওয়া থেকে বাঁচিয়েছে
নাহলে সুভাষ এর হাল ও সাভারকার এর মতো হতো, ১২ বছর নির্বাসন
আমাদের দেশের সিংহ.. নেতাজি কে দেখানো হলে অনেক বেশি খুশি হতাম..
বাঙালির রক্তে নেতাজি 🇮🇳🇮🇳🙏🙏
এই অনুষ্ঠানটা গান্ধীজীর জন্মদিনের দিন অনুষ্ঠিত হয়েছিল।তাই ওনার ছবি রয়েছে।
এই গানটার সাথে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটাই মানায়
@@Water_is_life_for_us একমত কিন্তু নেতাজী সুভাষচন্দ্র বসু কেউ উপেক্ষা করতে পারবে? সারা দেশে না বিশ্বের কেউ?
@@jishnichatterjee4093 সুভাসচন্দ্র বসুর দেশ স্বাধীনের ক্ষেত্রে অবদান সম্পর্কে আমার কোনো ধারণা নেই।বাংলাদেশের ক্লাস সিক্স থেকে টেনের বইতে শুধু শেখ মুজিব,জেনারেল জিয়াউর রহমান আর হুসাইন মাহমুদ এরশাদকে নিয়েই বেশি লেখালেখি হয়।২৪ বছরের পাকিস্তান শাসনামল এবং ১৯৭৫-১৯৯০ পর্যন্ত সামরিক শাসন নিয়েই বেশি পড়ানো হয়।।দেশভাগ সম্পর্কে বইয়ে তেমন কোনো অধ্যায় থাকে না।তাই নেতাজি, শ্যামাপ্রসাদ সম্পর্কে আমরা খুব কমই জানি।
ভাই বা বন্ধু তোমাকে প্রথমে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই সুভাষচন্দ্র নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বোস তার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে এক লাইনে বসানো ঠিক হবে না। আমার অনুরোধ রইলো পরাধীন ভারতে সুভাষ চন্দ্রের অবদান পারলে কোথাও একটু হলেও পুরো তাহলে ও বুঝতে পারবে শেখ নেতাজি সুভাষচন্দ্র বোস সে রকমই একজন মহান নেতা। এবং আমার তো এটা মনে হয় শেখ মুজিব সুভাষ চন্দ্রের আদর্শে অনুপ্রাণিত ছিলেন
বাংলাদেশের মানুষ হয়ে বলছি নেতাজি ছাড়া গানটা অসুম্পূর্ন।একজন নেতাজি কে ভুলে যাওয়া মানে ভারতের স্বাধীনতা ভুলে যাওয়া
Sudhu India er noi Bangladesh ba pakistan orthat 3te country er independence er boro karon pioneer holen NETAJI ❤️
@@atanubanerjee7876 EKdom thik kotha bolechen dada!!!! Shubhash karo ekar nah! Shubhasb shobar! shubhash er kono border nei! Joy hok shei nayok e!
Vlobasa nio vai❤❤
Ekdam Right
Jaihind
বাঙালি হয়ে জন্মগ্রহণ করে নিজেকে ভীষণ ধন্য বলে মনে হয়, এমন লিরিক্স এর গান পৃথিবীতে হয়তো দ্বিতীয় নেই 🖤
thik
একদম❤️
একদম ঠিক কথা👍👍💝
Akdm 🙏🙏🙏
অথচ দেখুন ভারতীয় সেনায় কোনো বাঙালি রেজিমেন্ট নেই....অথচ সব থেকে বেশি রক্ত দিয়েছে এই জাতিটা দেশের জন্য...।।।
"যারা স্বর্গগত তাঁরা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি.... এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লভি...."
অনবদ্য ও অনন্য কথা---এর থেকে বেশী দেশাত্মভাব প্রকাশের কোনো লাইন মনে হয় লেখা হয়নি.. ❤️❤️😊😊
Stti.. ♥️♥️
লাইন টা যতবার শুনি ততবার নতুন করে প্রেমে পড়ি❤️
❤️❤️🙏🏼🙏🏼
Akdom thik kotha
🔥❤️🔥
আজ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের র মাটি ছাত্রদের রক্তে লাল।।।। তোমার গান টা আমার চোখ ভিজিয়ে দিল দাদা।।।। একদিন আমি হয়ত থাকব না কিন্তু হে মহাকাল তুমি সাক্ষী হয়ে থাক, ২০২৪ সালে আমার ছাত্র ভাইয়েরা এক রাক্ষসী সরকারের সাথে খালি হাতে যুদ্ধে নেমেছিল। শহীদ আবু সাইদের মত নাম না জানা শত শত শহীদের রক্তে ভিজে আছে আমার মায়ের বুক
ekhon kmon obostha bangladeshe?
Amader desh akkhn shadhin bhaiya
বাংলাদেশ আজ স্বাধীন
চুপ কর বাংলাদেশী মাল এই গান তোদের জন্য নয়।
Dipto Dey, Rudro Sen, Hridoy Tarua r kotha mone pore na apnar , Hindu bole
নেতাজী থাকলে হয়তো এপার বাংলা থেকে আজ কমেন্ট করতে হতো না, সব Bangali রা একসাথে থাকতাম। স্বাধীনতা সংগ্রামীর একমাত্র শ্রেষ্ঠ নেতা নেতাজী মনে থেকে যাবে সারাজীবন 💞
দারুন 👍👍
সত্যিই তাই কোথায় গেল সেই দেশ??? আমরা কি জাগবো না? উনাদের স্বপ্ন কি পূরণ হবে না কোনদিন....
❤
Chinta korona netaji amader modhhai beche achi amra sobai mile abr ak hobo Kolkata থেকে ak bangal bolchi jar akhuno desher bari kishorekanj bangladeshe ache❤🙏🕉
আজকের দিনে আসলে আপনার কথা আরো বেশী প্রাসঙ্গিক, এপাশে সাধারণ বাঙ্গালী কস্ট পেলে ওপারের লোক খুশি হয়, ওপারে কস্ট পেলে এপারে খুশী হয়, বাংলার বিভাজনের আগুনে আজীবন ক্ষমতাবান রা লাভ নিয়ে চলে গেল মাঝ থেকে নিজের জাতির ভাইদের মাঝে এত এত হিংসা রেষারেষি পৃথিবীর আর কোন জাতিতে আছে কি না জানা নেই ।
কোথায় নেতাজি, কোথায় মাস্টার দা , কোথায় প্রীতিলতা , কোথায় ক্ষুদিরাম, কোথায় বিনয় বাদল দীনেশ, কোথায় ভগত কোথায় চন্দ্র শেখর আজাদ, কোথায় রাম প্রসাদ বিসমিল, কোথায় ওনারা।
Sob jaigai politic
আমারও একই কথা।
Kanailal Dutta, Rashbehari Bosu
Ekdom,
Hay re Politics
আমি আদিবাসী তবে বাংলার গর্ভে জন্মেছি , আদিবাসীর পর প্রথম প্রিয় হলো আমার কাছে বাংলা, ভারত যেখান জাতি অনেক কিন্তু হৃদয় এক , শত শত নমন আমার জন্মভূমিকে ❤🇮🇳 ।
তুমি বাঙালি, তুমি ভারতবাসী এটাই তোমার সর্বশেষ পরিচয়, এর ব্যাতিত কিছুই নয় 🙏
@@cr7zone468 মনে ?
নেতাজি তোমাকে সালাম ।🇧🇩❤️
নেতাজিকে দেখানো উচিত ছিল। 🙂
Gandhijir jonmodin er anusthan chilo eta
@@rahulghosh9528 taholeo,,, ata gandhi r jonno nohe
❤
Dada aay gaan ta sob biplobi dery dedicate koreche. 🇮🇳
Sobai অর্ধেক টা পড়ে কেনো
Obviously subhas Bose is final nail of coffin of British rulers
But keno অরবিন্দ ঘোষ বঙ্কিম চন্দ্র, চিত্তরঞ্জন দাশ
এই তিনজন আর নিবেদিতা 1905-18 যেভাবে আন্দোলন অব্যাহত রাখতে prechechilo তার জন্য ই নেতাজি সুভাষ এসেছে
আর এদের সবার গুরু স্বামী বিবেকানন্দ 🫡🫡 ভারতের সত্যি কারের স্বাধীনতার জনক
আজকে আমাদের বাংলাদেশের প্রাণগুলো এইভাবেই বলি হচ্ছে।আমি তো ৭১ দেখিনি আমি ২৪ শের জুলাই দেখেছি। আজকে আমাদের বাংলাদেশের মানুষের অশ্রুজলে লিখিত হচ্ছে শহীদের স্মৃতি। গান টা শুনে চোখের পানি আটকে রাখতে পারছি না। আমার বাংলাদেশ আজ রক্তাক্ত..
৭১ সাথে ২৪ কে মেলাবেন না। ৭১ ওনারা ছিলো মৌলবাদ মুক্ত এবং স্বদেশব্রত।।
@@amalam-mi9xb কেন মেলাবো না ? ২৪ এর শহীদদের মৌলবাদী বলার দুঃসাহস হয় কি করে ?
@@amalam-mi9xbবিজেপি কি হিন্দু মৌলবাদী দল???
আজ যদি বাঙালি নাহ হতাম, বা বাংলা নাহ বুঝতাম তবে জীবন তা বৃথা হয়ে যেত। আবেগ ভালোবাসা সংগ্রাম স্বাধীনতা সব মিলেমিশে আলাদা অনুভূতি❤
🙏🙏🙏
আমার মনের কথা। বাঙালি হয়ে জন্মে আসলেই খুব গর্ব হয়।
গানের প্রতিটি শব্দ মন ছুঁয়ে যায়। কি দেশের স্বপ্ন দেখেছিল সেই সব মৃত্যুঞ্জয়ীরা, আর বর্তমানে কি দেশ পেলাম আমরা?😞
সত্যি তাই শুধু ভাবি তাঁদের আত্মবলিদান কি বিফলে গেল এই দেশের স্বপ্ন কি তাঁরা দেখেছিলেন ?বড় কষ্ট হয়।
muktiro mondiro nobel❤ eita best
bhablei kosto lage 😢😢😢..koto sacrifice deadly sacrifice kore era amader swadhin korechilo 😢😢😢
Mane amader kono dayitoo nai?
২০২৪ সালের জুলাই মাসের বাংলাদেশের ছাত্র আন্দোলনের সকল শহীদের জন্য বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
❤
❤
ছাগল৷ কার সাথে কার তুলনা!
সত্যাগ্রহ নয়, বাংলার রক্তে স্বাধীনতা এসেছে।
Se to Desh jure sobar obodan onosikarjo as Bengali❤️🙏
Sattagroho je noi, seta theek, tobe eka Banglar rokte noi, Bharat er rokte!
We never forgot Jalianwalabagh. Tagore retuned his Knighthood to the British Emperor. Gandhi kept quite for the sake of calm.
@@susantadeb7666 for the sake of calm hoi na vai for the sake of peace hoi
YES
আমি কিছু দেখি আর না দেখি বাংলাদেশের ২০২৪ দেখেছি যা যতদিন বেঁচে আছি ততদিন ভুলবো না। ২৪ শের জুলাই বিপ্লবে এই গান খুব অনুপ্রেরণা এবং জোশ দিয়েছিল।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি---This is making me cry for those forgotten heroes...
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা গানটা শুনতে আসবে তাদেরকে বিশেষ অনুরোধ যারা দেশ স্বাধীনের জন্য প্রাণ দিয়েছে সবাইকে হয়তো চেনো না যাদের কে চেনো একবার স্মরণ করে যেও এটা রাজনীতি করার জায়গা না এটা একটা আবেগ....
We are thankfully to all of you for writing to us, we have previously written in our comment and we write once again that this performance is a part of a concert that was dedicated to celebrate 150 years of Mahatma Gandhi. Thus most of the photographs used in the projection are his. Kindly try and understand we are not here to exclude or include these great stalwarts of Indian Independence. We cannot ignore the contribution of theirs . Hope you Enjoy the song
Pin this. It has gone way down in the comments section.
এই গানটি কি রুপম দার কোনো অ্যালবামে আছে? যদি থাকে দয়া করে নামটা বলবেন
@@subhajitroy4847 আমি আপনাকে জানিনা দাদা তবে ক্ষমা করবেন যদি জানান কি কারণে আপনি আপনার সংস্কৃতি জনসমক্ষে নিয়ে এলেন
@@subhajitroy4847 Ha ai to upni bollen sunlam। R ekta kotha upni amake Tue kore bolchen chenen amake ki upni? Barite mone hoe mirror rakhen na taina?
@@subhajitroy4847 ai to dada dekhun amer 2to msg ei upni kirokom tue theke upni te chole elen. Upni ki ai you tube channel ter admin?
না থাক নেতাজী ছবিতে। নেতাজী আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন। তিনি ঈশ্বর স্বরূপ। 🙏
this is the most appropriate song regarding the current situation in my country! July'24 will be remembered. We will not forget.
আজ আমার বাংলাদেশে ছাত্র ছাত্রী আমার ভাই বোনদের রক্তে লাল,,,
তোমার গান শুনে চোখে পানি ধরে রাখতে পারিনি,,,, ধন্যবাদ দাদা💔🇧🇩
এই গান আগেও শুনেছি,কিন্ত এভাবে হাউমাউ করে কান্না করিনি আগে,কোটা মুভমেন্টের সব ভাইয়েরা অমর।আমরা আপনাদের কাছে ঋনি
রাইট ব্রো...
আজকে স্বাধীনতা দিবস বলে গানটির কথা খুব মনে পড়ছিল যদিও দিনটা বিশেষ না হলেও গানটা আমার মনের খুব কাছের ❤কিন্তু তবে মাঝে মাঝে মনে হয় এই স্বাধীনতা পেয়ে কি লাভ হলো এখনো তো কত জানোয়ার কালো চামড়ার ইংরেজ নিজেদের ই মা বোনদের সম্মান নিয়ে খেলছে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে আমার মা বোনেদের রাত দখলের লড়াইয়ের কথা টা মনে থেকে যাবে আজ যার জন্য এই লড়াই সত্যি সেও একজন বিপ্লবী সেও মা বোনেদের স্বাধীনতার লড়াই টা শিখিয়ে দিয়ে গেলো দিয়ে গেলো অদম্য সাহস
তোমার আত্মার শান্তি কামনা করি হে বিপ্লবী ।
'যারা স্বর্গগত তাঁরা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি' অসাধারণ একটি লাইন.. গায়ে কাঁটা দেওয়ার মতো..🥹❤️🩹
এই সব গান শুনলে একজনের কথাই প্রথম মনে পরে , তিনি হলেন নেতাজী সুভাস চন্দ্র বসু। আর পিছনের স্ক্রিন টা গানের সাথে যায় নাই। বাংলাদেশ থেকে বলছি । আমাদের দেশে নেতাজী কি পরিমান ভালবাসার মানুষ তা বলে বোঝানো যাবে না ।
উনি থাকলে এপার-ওপার কিছুই থাকতো না। সব এক থাকতো। একজনের অভাবেই আস্ত একটা উপমহাদেশে আগুন লেগে গেল, যা আজও চলছে।
আমি আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন, সকল বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীরভাবে স্মরণ করছি।
একইসাথে ভারতবর্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাহায্য করার জন্য।
শরীরে পশম দাঁড়িয়ে যায় প্রতিটি লাইন শুনলে। নোবেলের ভরাট গলায়ো গানটি বেশ মনমুগ্ধকর ছিল। Hands down!
গানটা শুনলে কোটা আন্দোলন করা বাংলাদেশের শহিদ শিক্ষার্থীদের কথা মনে পড়ে যায়।। 💝🇧🇩
অনেক ধন্যবাদ দাদা 🙂🙏
আবরার
আবু সাঈদ
মুগ্ধ
নাম না জানা আরো কত শত আমাদের সন্তানেরা
😢😢@@Bubladucky4259
Ki khobor rajakar?
ভাবতে অবাক লাগে জাতীয় কংগ্রেস ছাড়াও কত মহান বিপ্লবী দেশের জন্য প্রাণ দিলো। তাদের দেশ ভুলে গেল আর টিকে গেল গান্ধী - নেহেরু...
Hi
MATONGINI HAZRA ETC. THEY WERE CONGRESS WORKERS. DEVOTED THEIR LIFE FOR INDIA. I RESPECT OTHERS ALSO.
অবাক হবার কি আছে ইতিহাসে কি পড়েননি??
Hmm re paglachoda... baper kale ki history pore morisni... takhankar congress chilo ekta platfrom ekhonkar INC r sathe sey congress er kono somporko ney.... temni jodi bolis... communist party sab cheye beshi pran dieche se netaji ki bhagat sing ki khudiram.... RSS er to nam nisan obdi ney ... #RSS chayto aro British thak..
@@soumitradey7152 exactly
যখন Semester এর চাপ, প্রিয় মানুষের অবহেলা, পরিবারের চাপ, ভবিষ্যতের চিন্তা ইত্যাদিতে উল্টোপাল্টা চিন্তাভাবনা মাথায় আসে তখন এই সমস্ত গান গুলো শিহরণ জাগায়,আবার বাঁচতে সাহস যোগায়,।।😊
100% Agree to you. Jai Hind 🙏🇮🇳
স্বাধীনতার আজ এত বছর পরেও এই গানটি এত প্রাসঙ্গিক, এত শিহরণ এত আন্দোলিত করে মনকে চেহারা নেতা অমৃত করে মনকে জাহা আমাদের কল্পনার বাহিরে।।অনেকবার শুনলেও মনে হয় যে তৃপ্তি মিটে না।এজন্য বারবার শুনি ।
চট্টগ্রাম থেকে বলতেছি।
গানের প্রতিটি কলি মন ছুঁয়ে যায়।
এই গানটি আমি বাংলাদেশের ২০২৪ সালের কোটা আন্দোলনে শহীদ ভাইদের উৎসর্গ করছি। Save Bangladeshi students.
❤️❤️
চোঁখ বন্ধ করে,কল্পনায় নেতাজি 😊
তবেই সার্থক এই গান।
মনের কথা বললে 💙 ভিডিও দেখিনি তবে কমেন্টে জানতে পারলাম নেতাজীকে দেখানো হয়নি
একদম ই তাই
@@প্রবীরদা আমার ও এক ই অবস্থা
Netaji Subhash Chandra Bose eta akta Emotion 💖
@@ayankarmakar9929 haaa
বাংলাদেশে কোটা আন্দোলনের সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
আমি গর্বিত যে আমি বাঙালী..... আমাদের দেশের মহান মানবদের এই রকম বিপ্লবী মূলক গান বাংলা ছাড় আর কোনো ভাষায় এত সুন্দর হয়না❤️❤️❤️❤️
চোখের পানি ধরে রাখতে পারিনা, বন্ধুদের হারানোর স্মৃতি ভেসে উঠে দুই চোখে।
এপার বাংলা থেকে বলছি🇧🇩
নেতাজি কে না দেখে ব্যাথিত হলাম
Bhai Tomar comment pore choke Jol ese gelo. Azadhind Fauj er hat dhore swadhinata ele Aj desh ta bhag hoto na. Kau k udbastu hote hoto na. Bhaie bhaie juddho hoto na. Subhechha roilo bhai. Bhalo theko
@@newmbdk2762 aahhh mon er kotha pran er kotha bolle
একদম দাদা
আমি ও
@@newmbdk2762 দাদা মনের কথাটাই বললেন
"যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি"
This is the most appropriate song for the current situation of my country 🇧🇩, july'24 Will be remembered
যারা স্বর্গগত তারা এখনো জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লোভী
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি
এই লাইন টা সত্যি, শুনলে গায়ে কাঁটা দেয়
হয়তো আমি থাকবো না,, এখানে একটা মেসেজ করে দিলাম,, যাতে পরবর্তী প্রজন্ম বাংলার বুঝতে পারে,,, 2024 এ আমাদের কত প্রাণ ঝরেছে, আমরা কত শহীদদের রক্ত দিয়ে রাঙ্গিয়েছি এই দেশ😅😅😅😅😅 আমার শহীদ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক,,, আগে কখনো এভাবে দেশাত্মবোধক গান ফিল করিনি,, কিন্তু এখন এক একটা গানের লিরিক্স শুনতে চোখ দিয়ে পানি ভেসে যায় 😭😭😭😭🥺
অর্থগুলি একটা একটা চিতকার করে বলে দিচ্ছে আমি তৈরি হয়েছি তোদের চোখের পানি ঝড়ানোর জন্য। কেদেছিস ৭১ এ ও আর কাদছিস ২০২৪ এ ও। ১৬ জুলাই থেকে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের প্রতি অন্তরের অন্তর থেকে শ্রদ্ধা। অজান্তেই পানি পরে যাচ্ছে চোখ থেকে😭😭
অকৃত্তিম । সেই কলেজ এ উঠে ২০০৭ থেকে শুনছি তোমার গান । অসাধারণ
বাংলার এই স্বাধীনতার গান গুলো শুনলে চোখ দিয়ে জল এমনি গড়িয়ে যায়
Ajke University life er orientation er shomoi gaan ta gawa hoilo jokhon tokhon I literally got goosebumps.....আগে প্রচুর হাসাহাসি করলেও ২৪ এর গণহত্যার পর এটা শুনে কান্না চলে এসেছিল
নেতাজী আমাদের হৃদয়ে ছিলেন আছেন আর আজীবন থাকবেন ।। ভারত মাতা কি জয় । জয় হিন্দ জয় নেতাজী ❤🥰🥰🙏🙏🙏
গানটা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। যদিও আমরা শত বিপ্লবীদের সংগ্রাম দেখিনি!!বাঙ্গালী হয়ে সত্যিই গর্ব হয়☺️♥️
বাংলাদেশের 2024 সালের শহীদ ছাত্রদের জন্য উৎসর্গ করি
Jihadi religious terrorists are not freedom fighters..calling bangladeshi movement as freedom fight is an insult to all true freedom fighters
ক্লাস টেন থেকে ওকে বলবো বলবো করে আর বলতে পারিনি তবে আজকে চোখ মুজে বলে ফলেছি "ভালোবাসি তোমায়" কখনো ভাবতে পারিনি বলতে পারবো।
সে জিজ্ঞেস করলো এতো অপেক্ষা কিসের জন্য, প্রতিউত্তরে তোমাকে হারিয়ে যেতে চাইনি তাই 🥹
দিন শেষে আবারো গানটা শোনতে আসলাম 🥰
পেছনে ভারতের প্রথম প্রধান মন্ত্রী তথা ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান সুভাষ চন্দ্র বসুর দৃশ্য ছাড়া এই গাণ বেমানান। ❤❤
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালা ওই শিকল ভাঙ্গা
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
তারা কি ফিরিবে আর?
তারা কি ফিরিবে আর সুপ্রভাতে?
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
যারা স্বর্গগত তারা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি
যারা স্বর্গগত তারা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি
যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে ফোটালো ভাষা
যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে ফোটালো ভাষা
আজ রক্ত কমলে গাঁথা
আজ রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয়লক্ষ্মী দেবে তাদেরই গলে
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
রূপম ইসলামের কণ্ঠে গানটা আরো গাম্ভীর্যপূর্ণ লাগছে । ❤✊
❤❤❤❤❤
Was i singing the song in a wrong way or this man had the magic in his voice...m just taken aback!!! Great job
It's Rupam Islam
Rupam islam with this magical patriotic song proved once again that he not only a best rock singer but also a awesome versatile singer.
This man had the magic ..
@@subhankardas7749 6
U r over smart
Wow ....Mr. Rupam Islam .....kya baat....ur presentation is EKKATHAY awasome.....I am speechless.....
Tara ki fhiribe aaaaarr(Mugdho,Abu sayed,Rafi ,,,,,,,,,,,,,,more than 1000 brothers and sisters) ! Aei shuprovate,,joto torun orun geche asthachole,,,,,,,,,,,,,,,Goosebumps,,i am feeling tears in my eyes😭😭😭
#savebangladeshistudents
#Quotamovement2024bd
বারবার শুনছি আর রোমাঞ্চিত হচ্ছি।অনবদ্য গায়কী আর কন্ঠ!
তবে গান টায় যে ভাবে গান্ধীজিকে দেখানো হয়েছেন গানটা গান্ধীজির সাথে মেলে না বরং নেতাজী হলে বেশি ভালো হতো.
একদম ঠিক!!
Thik bolechen
অল্প জ্ঞান ভয়ংকর।
Thik bolechen...👨✈️👨✈️👨✈️
আপনি একদম ঠিক বলেছেন
বাংলাদেশের ছাত্ররা এই মূহুর্তে এই গান শুনছে আর বলিদান দিচ্ছে পুশিলের সামনে।
নেতাজি পর্দায় নাও থাকতে পারে , কিন্ত শত শত কোটি কোটি বাঙালির হৃদয়ে রক্তে আছে।
জয় নেতাজি জয় বাংলা ❤
স্কুলে প্রার্থনা সঙ্গীতে জাতীয় সঙ্গীতের আগে প্রতিদিন এমন কয়েকটি দেশাত্মবোধক গান করতে হতো এই গানটি বৃহস্পতিবার করে গাওয়া হতো ❤
Ei manush ta college life k ekta notun dimension dieche. Amar pochonder ei manush k eivabe present korar jnno tomader onek dhyonabad & my heartiest congratulations.
Amader generation er sobar e college life ke to ekta alada dimensions diyeche ei manush ta... Amader biplob ghotiyechen ei manush ta! 😊
Amar o
এই গান টি আমাকে ২০২৪ এর জুলাই-আগস্টে স্বৈরাচার হাসিনা বিরোধী গনঅভ্যুত্থানে নিহত সকল শহীদ ভাই-বোন দের কথা মনে করিয়ে দেয়। 💔
গানটায় গান্ধীজির ছবি না দিয়ে ...... নেতাজি , বি বা দী, অনন্ত, সূর্য সেন , প্রীতিলতা, ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবী দের ছবি বেশি প্রযোজ্য❤
👍🏻👍🏻👍🏻
কতোটা পড়াশোনা করেছেন উচ্চ শিক্ষিত এই রকম মন্তব্য করতেন না।
@@SKSOHEL-pg4jv apnar korar drkr.... apni korun
Bangalira sob seku maku r Gandhi jibi...tai bangla ajke sob theke pichiye ...nijer ghorer cheleke tojor kukur bole r Gandhi k mathai tule nache....whose contribution towards our freedom is MINIMAL as per clement atlee
এই গানটি শুনলেই ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ সকল ভাই-বোনদের কথা মনে পড়ে। তাদের এই আত্মত্যাগ যেনো বৃথা না হয়।
আজ গানটা শুনতে গিয়ে চোখ জল চলে এলো 🥲🥲 ১৫ই আগস্ট ২০২৪
বিশেষ করে এই লাইনটা
যারা স্বর্গ গত তারা এখন জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি ❤
অথচ আমার প্রিয় সেই জন্ম ভূমি
আমার প্রিয় বাংলাদেশ ছেড়ে যদি কখনো চলে যেতে হয় তাহলে হয়তো মরেই যাব 🥲🥲কখনো ভাবতে পারি না আমার দেশ ❤
আমার প্রিয় মাতৃভূমি
আমার সোনার বাংলাদেশ
সর্বপরি আমার মা ❤❤ কে
ছেড়ে অন্য কোথাও চলে যাব 🥲🥲
ভাবতে গেলে বুকের ভিতরটা হুর মুরিয়ে কেঁদে ওঠে 😢😢😢
২০২৪ এর আমার শহীদ বিপ্লবী ভাইদের গণহত্যার পর গানটির প্রত্যেকটা লাইন বুকে এসে বাঁধে।
গান টা রূপম দার গলায় এত ভালো লাগে সেটা বলে বোঝানো যায় না। এত স্নিগ্ধ এত বিদ্রোহ আছে এক কথায় ফাটাফাটি ❤ ✊
❤❤❤❤
আমরা বাঙালিরা সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছি দেশের জন্য... আমি গর্বিত আমি বাঙালি🥰আমরাই বিনয়-বাদল -দীনেশ, আমরাই ক্ষুদিরাম, আমরাই সুভাষ, আমরাই মাস্টারদা, আমরাই যতীন দাস❤️❤️❤️❤️❤️
"কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শেকল ভাঙা
তারা কি ফিরিবে আর?"
Durbhaggo bosoto rokto jhoranor karoner sutropat o banglay😓...tobuo...amra Sadhinota chiniye enechi...🔥
@SUDIPTA SARKAR উনারা নিজের পরিচয় হিন্দু হিসেবে দিতেন না। হিন্দু তালিবানি পন্থা ছাড়ুন।
❤️
@SUDIPTA SARKAR আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, আপনার কথা শুনে হিন্দুত্ববাদী মনে হলো, আপনি বললেন দেশের বিপ্লবীরা দেশভাগ দেখলে নিজেদের বড় হিন্দু বলতেন। ভালোই হোয়েছে আজ তারা নেই নাহলে যে দেশের সংবিধান সবাইকে সমান বলে সেই দেশের লোকের মুখে জাতীর কথা শুনলে তারা আত্মহত্যা করতেন।
আর জানা টা একটু পরিষ্কার করে নেবেন যে হিন্দু বলে কোনো ধর্ম হয় না, সিন্ধু নামের বিদেশি অপোভোংসের পরিনাম হিন্দু, আমরা সনাতন ধর্মের মানুষ।
তাই বিপ্লবীরা কি করত বলার আগে নিজে হিন্দুত্ব বাদ ছেড়ে মনুসত্ববাদ কে বুঝুন।
আমাকেও বাংলাদেশী বলে দিতে পারেন যদি কথা না ভালো লাগে।।
@SUDIPTA SARKAR আমার দেশ কোথায় সে ব্যাপারে আপনি বেশি জানেন জেনে খুশি হলাম। ভুলে যাবেন না যে নব ভারতে আপনি থাকছেন তার গঠনের প্রথম কান্ডারী ছিল মোঘল অর্থাৎ মুসলিম আর দ্বিতীয় কান্ডারী ছিল ব্রিটিশ অর্থাৎ Christian। তাই আমাদের দেশ Secular. তাই সেক্যুলার দেশে থাকা আপনাদের মত ধর্ম বা হিন্দুত্ব মারানির দল দেশের সব থেকে বড় শত্রু। যে ধর্ম আমাদের ভালোবাসতে শেখায় সেই ধর্ম মেনে আপনারা ঘেন্নার সৃষ্টি করেন। সব থেকে নোংরা আপনাদের মত মানুষরা। আর আপনাদের কিছু বললে আমরা বাংলাদেশী হব কারন সত্যি যে আপনাদের মত নোংরা মনের বাইরেও ভাবনা থাকতে পারে সেটা আপনারা মানেন না। তাই আপনি আপনার হিন্দুত্ব বাদ মানুন, আমরা আব্দুল কালাম, নজরুল ইসলাম কে নিয়ে খুশি আছি।। বাংলাদেশ থেকে হিন্দুরা ১৯৪৭ এ এসেছিল, আপনাদের ২০২১ এ ওখানে পাঠানো দরকার তবেই আপনাদের দেশ নিজের আসল পরিচয় অক্ষুণ্ণ থাকবে।।
২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গানটি বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে❤
প্রথমে স্মরণ করি স্বর্গীয় কৃষ্ণচন্দ্র দের,যিনি এই গানের প্রাণ পুরুষ !রূপম ইসলাম যোগ্য উত্তরসূরি। রোমাঞ্চকর!!
যার স্বর্গ গত তারা এখনও জানে
স্বর্গরে প্রিয় জন্মভূমি ....... প্রিয় লাইনরে , এই গানের
আহা!!
কি চমৎকার করে গাইলে রুমপ দা 👌
বাংলাদেশ থেকে অজস্র ভালোবাসা নিও গুরুদেব 😍🇧🇩
যারা স্বর্গগত
তারা এখনও জানে
স্বর্গের চেয়েও প্রিয় জন্মভূমি❤️
Sourandra da r soumyajit dar darun arrangement....r Rupam Islam er voice texture ekta onyo matra diyeche ... joy hind🙏🙏🙏
গানটা শুনলে কান্না চলে আসে, মনে পরে শুধু আমাদের সায়েদ, মুগ্ধদের কথা 🙏🙏
First time ! Just no words 😶….,,! Outstanding. Love you Mann. From USA 🇺🇸
এই গানটি আমাদের ভারতবাসীর তথা বাঙালীর গর্ব 🇮🇳❤🙏।। অনেক শ্রদ্ধা ও প্রণাম 🙏তাদের যারা নিজেদের সবটুকু দিয়ে দেশকে রক্ষা করেছেন🙏❤🇮🇳।। কিন্তু এই গানটিতে গান্ধিজির যায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে 🙏 🙏🇮🇳❤দেখানো উচিত ছিল।। কারণ উনি আসলে দেশের 🇮🇳❤ জন্য নিজেকে বলিদান করেছেন🙏 🇮🇳❤🙏🙏।।।।।
Gandhijir jonmodin er program chilo eta
তোমার কোনো বিকল্প নেই দাদা, তোমার গানে এতো আবেগ, আজ ও একই ভাবে মুগ্ধ করে। অন্তত একশো বার গান টা শুনেছি। ♥️
ওহে মুগ্ধ 😥
ওহে আবু সাঈদ, 😢
ওহে ওয়াসিম 😢
ওহে সিয়াম😢
ওহে আবরার😢
ওহে ২৪এর শহিদেরা!😥
তোমরা কি ফিরিবে আর কোন সুপ্রভাতে!😥😥😥😥😥😥😥😥
'স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি'
আসলেই নিজের দেশটাকে এত্ত ভালোবাসি 😊❣️
ছোটোবেলায় গাইতাম গানটি হঠাৎ স্মৃতি চারণ হলো....💓
রক্তাক্ত জুলাই ২০২৪ এ মেধা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
Love from North India bengal has given jts blood for our India freedom from khudiram bose to netaji from bagha jatin to binay badal dinesh❤
This great song is very relevant to current Bangladesh were fifteen years of brutality killing and desperation struggle inspire millions of people by this great song
হে মহান দেবতুল্য বিপ্লপিগণ আমাকে আমাদের কে ক্ষমা করবেন,আজ তোমাদের আদর্শ থেকে হয়তো অনেকে দূরে সরে গেছি আধুনিকতার ছোঁয়ায়।তবে একজন বাঙালি হিসেবে বলতে পারি এইসব গান শুনলে আজও লোম খাড়া হয়ে যায়
সৌরেন্দ্র ও সৌম্যাজিত আমি তোমাদের গানের এবং প্রতিস্থপনার একজন অত্যন্ত গুণমুগ্ধ শ্রোতা, আমার একটা অনুরোধ যদি "ওঠো গো ভারত লক্ষী " এই গান টা তোমরা তোমাদের প্রতিস্থপনায় একবার পেশ করে খুব ভালো লাগবে তা হলে, আর তোমরা কখনো হায়দরাবাদ এ অনুষ্ঠান করলে বলো তোমাদের অনুষ্ঠান বসে সোনার খুব ইচ্ছে রাখলাম
When rupam says
Koto biplobi bondhur rokte ranga 😳❤️
প্রজেক্টরে এসেছেন শুধু মহাত্মা গান্ধী এবং আরো অনেক স্বাধীনতা সংগ্রামী,
কিন্তু এলেন না বাংলা -ভারত তথা পৃথিবীর প্রতেকটি মানুষের আবেগ -নেতাজী সুভাষ চন্দ্র বোস
Gandhi murdabad.Netaji zindabad
কমেন্টে দেখলাম আপনারা প্রায় সকলেই নেতাজি কে না দেখতে পেয়ে অসন্তোস প্রকাশ করেছেন ,নেতাজির প্রতি এতো মানুষের ভক্তি ভালোবাসা দেখে খুব ভালো লাগলো ।ভালো থাকবেন সকলে ,আশা করি তাঁর আদর্শ কে টিকিয়ে রাখতে আমরা সক্ষম হব ।
Have you ever seen Harley Davidson motorcycles advertise in the market?Have you ever seen Rose Rolls Royce company cars advertised?Netaji Subhash Chandra Bose will remain in our hearts.
@@koushikpanja2286that is uncalled for.Gandhiji gave all his life to rescue India from Caste superstition poverty.Freedom did not come overnight.
Oshadharon 👏👏hats off goosebumps I am getting listening this song in rupam voice
ছোটো বেলায় গান খুব সুন্দর মুখস্ত ছিলো আমার গানটা ও খুব গাইতাম আমি 🎉🎉❤❤
যারা আমাদের generation কে সম্পূর্ণ স্বাধীন করে গেছেন , তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া just আর কোনো ভাষা নেই❤❤❤❤
❤🙏
আমাদের ছাত্র সমাজের সাথে গানটির আজ হুবুহু মিলে যাচ্ছে। জুলাই ২০২৪😢😢
আজকে ক্ষুদিরাম বসুর মৃত্যুদণ্ড হয়ে ছিল।।। উনাকে অনেক শ্রদ্ধা জানাই।।।। অমর রহে।।।।। আর ফিরিবে না।।।।
গানটি যতবার শুনি ততবার মুগ্ধ হই।
1:28 the best moment ❤.
He made mistake this line one the second term
ভাষাহীন হয়ে গেলাম
শুভ জন্ম দিন গুরুদেব
Joy Rock 🤘
Tor jonnmodin kobe ektu janaass.... oggyaan !!
eta indian museum na?
Great, your voice is so positive