Monta Obaddho | মনটা অবাধ্য | Mahtim Shakib | Prottoy Heron | Mahima | Official Music Video
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- Protune Presenting Bangla Natok Song " Monta Obaddho | মনটা অবাধ্য " Official Music Video Song by Mahtim Shakib ,,, Published by PROTUNE, . This beautiful song written by Prosenjit Ojha , Tune By Bahauddin Rimon and Music Arrangment by Shovon Roy .Direction by Mabrur Rashid Bannah Cast : Prottoy Heron , Mahima & Anik : Lets Sing our Song ," Monta Obaddho | মনটা অবাধ্য " Official Music Video Special Song 2021 .This Musical video Produced by Protune . Enjoy It.....Stay With Us!!!
Please Subscribe Our Channel : goo.gl/YZZ36e
Song Credits :-
Song : Monta Obaddho | মনটা অবাধ্য
Singer : Mahtim Shakib
Lyrics : Prosenjit Ojha
Tune : Bahauddin Rimon
Music Arrangment : Shovon Roy
Label : Protune
Rightsbody :Protune
Music Video Credits :-
Direction : Mabrur Rashid Bannah
Cast : Prottoy Heron , Mahima & Anik
Cinematographers : Ashik Aman, Juel
Edit n’ Color : Shamim Rahman
Production : PUnderground Creative Factory (UCF)
Natok : ChotoBelar Prem
Produce : PROTUNE
Published By STUDIO PROTUNEBD.
This Song To Set This Song As Caller Tune
GP | AIRTEL | ROBI | Banglalink :- 9051669
Activate Your Phone Caller Tune/Welcome Tune Setup Process...
Grameen phone Welcome Tune : Type : WT (space) 9051669 Send to 24000.
Robi GunGun : Type : GET (space) 9051669 Send to 8466.
Airtel Caller Tune : Type : CT (space) 9051669 Send to 3123.
Banglalink Amar Tune : Type : down 9051669Send to 2222.
মনটা অবাধ্য
শিল্পী : মাহতিম শাকিব
গীতিকার : প্রসেনজিৎ ওঝা
সুর : বাহাউদ্দীন রিমন
সংগীত আয়োজন : শোভন রায়
লেবেল : প্রোটিউন
০৭/০২/২০১৯
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে।
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।
আমার এ মন তোমার মনের পাড়ায়
বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়।
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য
হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।।
বায়ুবীয় প্রেম
আকাশ পাতাল সমতল।
বাস্তবতায় খাবী খায় শুধু
হারায় না তার মনোবল।। ২
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য
হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।।
কেন যে তোমার সাথে
মনের এতো টান।
কথা হয় নাই দেখেছি শুধু
তবুও কিসের অভিমান।।
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য
হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।।
Our Other TH-cam Channel :
Protune Theatre Box :
/ protunetheatrebox
ProtuneEntertainment :
/ protuneentertainment
Protune Films:
/ protunefilms
Follow & Join US For Social Media & Website
Facebook Page : / radio Today DSU BD/
Facebook Page : / protune Amar Gaan/
Instagram : / protunebd
Twitter : / protunebd
Google : plus.google.com/ STUDIOPROTUNEBD
TH-cam (STUDIO PROTUNEBD) : / @studioprotunebd
Website : protunebd.com/
=============================
ANTI-PIRACY WARNING * This content is Copyright to Protune . Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
=============================
Enjoy & stay connected with us!
► Subscribe US : bit.ly/2zTUTua
হয়তো "বাবু খাইসো?" গানগুলো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে, মিলিয়নস ভিউ পায়, এই গানগুলো হয়তো ইউটিউবে ট্রেন্ডিং এ থাকেনা, কিন্তু অনেকের হৃদয়ে থাকে ❤
Thanks, STAY With Protune
@@STUDIOPROTUNEBD @aawa
Hmm.Vai Right
@@Brokerfacts amar comment nokol korsen apni
@@Brokerfacts eta amar comment ami 99% sure
তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য…
This line hits different when you are in a long distance relationship
Love you E A B
also when you're in one sided love 🙂
Right bro
😔😔
also when you are in one sided love
Jii Thik bolsen🙂💔
" তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য
মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ।।।।।"
Those lines touch my heart 🖤🥰
tai
পুরো গান শুনে আমার এই লাইন গুলাই মনে আছে।
My too.not only your
Joss
Amar o
সত্যিই আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে, যাদের আমরা শুধুমাত্র কল্পনাতে ভালবাসতে পারি, বাস্তবে নয় 🥺😶
Ahare🤣😂
hmmmm😪😪
Sotti bolesen
Valo thak valovasher manush ta
Love u forever babu
Asholei😍
Ji thik bolsen 😟😢
.."কেন যে তোমার সাথে মনের এত টান.. কথা হয় নাই দেখেছি শুধু তবু কিসের অভিমান"...
This line hits different..😌♥️✨
লাইনটার সাথে আমার relation এর অনেক মিল .. long distance relationship এখনো দেখা হয় নি .. শুধু কথা হয় 💙💙
Hmm
hmmmm
hummm tik bolcan
Hum 💔🙂
I'm from India🇮🇳..really loved this song...gaan ta shune nijer "chottobelar prem" er kotha mne pore gelo...koto pure koto innocent chilo sei din gulo..gr8 job..all the best for future guyz🥰..Bangladesh er gaan gulo shottiee mon chuye jai😌❤
একদম ঠিক বলেছো দাদা😌❤️
একদম ❤️✨
Love dada ❣️
Short film ta deke asen onek sondoer coto beper pem
নাটকের সাথে গানের লিরিক্সগুলো এডজাস্ট করলে মনে পরে যায় সেই সুদূর স্কুল লাইফের ফেলে আসা অপূর্ণ ভালোবাসার গল্পগুলো🖤🥀
😌😌
🤐🤐🤐🤐না বলা ভালো লাগা গুলো ও
Right
নাম কি নাটকের
@@jahidjoy09 ছোটবেলার প্রেম!!
Every One-sided lover can feel this.
"তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য"
আমার বাগানবিলাস 💫
Right Sir🥰
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় বাগ্য''🥀🙃
Vai tomar kotha koligai laglo...kmn aso
hmm
Right you are
তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,,,,♪♪♥♪♪
ধন্যবাদ মাহতিমকে এইরকম হ্রদয় ছোয়া গান উপহার দেওয়ার জন্য
-যে চলে যাওয়ার সে তো নানান অযুহাত খুঁজবেই, 🙂
🥀
-আর, যে থাকার সে তো হাজারো অজুহাতের পরও আঁকড়ে থাকবেই 😌🥀
🙂🙂🙂💔💔
Rite
thik bolsen vaiya 👍👍👍❤
Right
Right 😆
প্রিয় মানুষের হাসিটা লুকিয়ে একনজর দেখার
মুহূর্তটা সত্যিই অসাধারণ 😍🤟🌼
অসম্ভব সুন্দর মুহুর্ত
হুম 🥰🥰🥰
উফফ বলার মত না আমি সবে গতকালকে দেখলাম
😢
Hmmn 😪😪
When he said "তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য"
I really felt that
প্রতিদিন যেহেতু গানটি শুনি, কমেন্টি রেখে গেলাম। এরপর লাইক দেখে বুঝে নিবো, কতজন গান শুনতে এসে কমেন্টটি পড়ে গেলো।
😌
Ae gan ta khob valo laga
Potidin 10-15 bar sunI..
Ami
@@fatimajannat939)
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ সূরা আনফাল আয়াত ৭০ ] 🌹🌹
01814004659😍😍 AKBOR
😀😀gf bf pawar kotha bole ni
আমিন
@@akborhosen1697 vay re k ra tora meye dekhle tor namabre dite hobe chagol
Well said sis
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেইতো বড় ভাগ্য
🙂🙂
🙂🙂
Dekhte pawa sei to boro vaggo
Onk boro....e vaggo,
@@md.al-aminsarker1875 hm
@@advutmanush2939 🙂🙂
কিছু কিছু গানের কমেন্ট বক্সে ঘুরলে বোঝা যাই পৃথীবিতে কত জীবন্ত লাস ঘুরে বেড়াই,,,যদি আত্তহত্যা মহাপাপ না হতো তাহলে হয়তো, অনেক জীবন্ত লাশই তার গন্তব্য কবরে চলে যেতো,,, যেহেতু প্রতিদিনই গানটা শুনি তাই একটা সৃতি রেখে যাচ্ছি❤️💔🥺😭🥀
ha kharap lage onak
একটা কথা আছে নাহ-
" মানুষ তাকেই আঁকড়ে ধরতে চায়,,
যার মধ্যে সে নিজেকে খুঁজে পায়".......😊🥀
hooo thik
সে আছে
কিছু মানুষ ঠাস করে এসে ঠুস করে আপন হয়ে যায়🥰,
আবার ফটাস করে বাঁশ দিয়ে,ঘটাস করে চলে যায় 💔
কমেন্টস টা হাস্যকর হলেও😂😂কথা গুলো সত্যি 🥀🥀🥀
Kotha gola 1 dom sotti toba tara amader onak kiso sikkha diya jay😇r ai sikkha golo ayotto korta parla jibon ta onak sondor hoya jay☺️
😂😂😂😂
@@meeleashossain849 আমি হাসতে হাসতে শেষ
thik,,,😃
- বুঝিয়ে ভালবাসা হয় না!!😊
- ভালবাসতে অনুভুতি লাগে 🙂🥀
100% Right
Right
বুঝিয়ে ভালোবাসা হয় না
ভালোবাসতে অনুভুতি লাগে
Humm😊
একদম ❤
মানুষ বাস্তবে চেয়ে কল্পনাতে বেশি সুখী ❤
অবশ্যই কল্পনাতে আমি কোটিপতি বাস্তবে আমি ফকির এটাই বাস্তবতা 😅
তাকে সামনা সামনি দেখার ভাগ্যটাও নেই হয়তো 😔😔 ছোয়াতো দূর 🙂🙂🙃
সে জানতেও পারবে না হয়তো। ভালোবাসি তাকে🥰🥰।
bole din take
same🙂🙂
তাকে সামনা সামনি দেখার ভাগ্যটাও নেই হয়তো
ছোয়াঁতো দূর
সে জানতেও পারবে না হয়তো
ভালোবাসি তাকে
amr moto
মানুষটাকে হারানোর পর নিজের কষ্ট গুলো অনেক সুন্দর ভাবে লুকিয়ে রাখা শিখেছি, চোখে পানি আনি না কখনোই,
কিন্তু কেন যেন এই গান টা শুনলে চোখের পানি গুলো আটকাতে পারি না, স্মৃতি গুলো ধাক্কা দেয় বার বার, গান টা আমাকে আবার ভেঙে দেয়, এজন্যই ভয় লাগে খুব গান টা শুনতে🙂
Same feelings🙄
Apnar nam ar sathe Pro manas ar nam, kov miss korce take😅😅
Same feelings 🥺
😢😢
Same
আপনাদের এতো এতো কমেন্টসে আমরা সত্যিই মুগ্ধ 💖💖💖💖| তাই প্রতিনিয়ত আমাদের চেস্টা থাকে ভালো কথার ভালো গান করার |💕💕| আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই আমরা বাংলা গানকে সারা বিশ্বে পৌঁছে দিতে পারবো |
বিনীত-
Prosenjit Ojha
Lyricist & Script Writer
CEO- PROTUNE💙💙💙💙
Vi prottoy ar mahimar nitun natok chi
কে কে ২০২৫ এ এসে এই গান টা শুনছো😢
পরিবারের কথা চিন্তা করে অনেকেই হেরে যায় সত্যি ভালোবাসার কাছে 🙂🖤
Right
yes
Ami ki here jabo
Na kokhono na
Amr priyo k Ami pabo inshaAllah😥😥
@@sheikhaminafaruk6984 tumi boga suo tar fucking shit
এই সব মিথ্যা অযুহাত।
পরিবার দোহাই দিয়ে যারা চলে যায়। তারা ভালো বাসতে পারেনা
জানি তাকে আর পাবো না । কিন্তু এই গানটা শুনলে মনে হয় ,সে আমার সাথে আছে 😓😓😓
🙂🙂
Amiooooo😔
😓😓😓😭😭😭
Oh accha
সে কখনো আর আমার হবে না। তবুও তাকে ভালোবাসি। জানি কখনো সে আর ফিরে আসবে না। তবু তার জন্য অপেক্ষা করি। কোনো ভাবে মেনে নিতে পারি না সে অন্য করো সংসার করছে আমাকে এতো ভালো বাসার পরেও।সে আমাকে বলেছিলো আমি যেন ২য় কাউকে কোনো দিন ভালো না বাসি। আজও আমি তাকে ভেবে অন্য কাউকে ভালো বাসতে পারিনি। কিন্তু সে অন্য কারো ভালোবাসা পেয়ে আমাকে ভুলে গেছে। তবুও ভালো থাকোক আমার না হওয়া সেই মানুষ টা💔🥀
Same😭
Same bro..💔🤧🥀
Vlobasa amoni vai...amr kahini sem🙂
Right
আমি ও একজনকে ভীষণ ভালোবাসি,জানি এটা ঠিক না, ওকে কোনো দিন ও পাবো না জানি,অনেক চেষ্টা করছি ওর সাথে কথা বন্ধ করতে কিন্তু কোনো লাভ হয় নাই,আবার দুইজন একসাথে হয়ে যাই, ভাবতেই কষ্ট হয়,কোনো একদিন আমরা না চাইলেও আমাদের কথা বন্ধ হয়ে যাবে,কি করে ভুলে থাকব তার এতো ভালোবাসা, এতো কেয়ার,এতো মায়া😢😢😢
তাকে আমি ঘৃনাতে রাখিনা, প্রর্থনাতেও না, যে ছেড়ে গেছে, সমস্ত অধিকারের মুছে ফেলেই চলে গেছে, সে অন্তত আমার আর কেউ না! ❤️😥
Gan ER lyrics kore felen kothaggulo diye, shundor hobe
০৮ মাস ৪ দিন হলো, এই গানটা শুনতেছি।🎧
-যতো শুনি ততোই ভালো লাগে। 🥰
same
really
Gan ta awsoma kub vlo laga
same..
১০ মাস ১০ দিব হয় নাই?
-অসহায়ত্ব কি জানো..??
- কাউকে দেখার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও
দেখতে না পাওয়া 💔
thanks a lot, stay With Protune
হুম,,তাকে খুব ছুয়ে দেখতে ইচ্ছে করে,,,কিন্তু ও বলেছে তাকে ছোঁয়াতো দূরের কথা তার সামনে যেন আর না দাড়াই
Hmmmmm😭
right
সত্যি
রাত ২ টা ৪৫ মিনিট এখন গানটা শুনছি ভালোই লাগছে খুব ভালো 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭অনেক কিছু মনে পড়ছে
দুজনের মধ্যে এতো সুন্দর বুঝাপড়া তাও কেউ কারো নিয়ন্ত্রণ রাখতে পারি নি.. familyer কারণ আমারদের শেষ পরিণতি হলে বিচ্ছেদ দিয়ে.....💗
আমার মনে হয় না, এইটা কোনো কমেন্ট বক্স..
আমার মনে হয় এইটা হলো ফেলা আসা ভালবাসা, নীরব কষ্ট, পুরানো স্মৃতি, এবং মনের মাঝে জমে থাকা কষ্ট গুলো হাজারো মানুষের মাঝে শেয়ার করার ডাক বক্স।
আমি প্রতিদিন গানটা এখান থেকে রাতে শুনে ঘুমায় আজ কমেন্ট করলাম গানটা হৃদয় ছুয়ে গেছে ❤
Every one sided lover can feel this song 🙂💝💘
কে কে আমার মতো গান টি ২০২৪ সালে এসেও শুনছো.?❤
Ami
আমি
Ami dadavai
Ami❤
Ami 😅
এই গানটা প্রথম যেদিন শুনেছি সেদিন থেকে প্রতিদিন রাতে এই গানটা শুনি আর সেই মানুষটার কথা ভাবতে ভাবতে ঘুমাই... 🥰💖😍
amio
@@imranhossenemon4720 Hmmm👍
একদম আমার মনের কথা বলেছো 🎧🖤
👍
Ato kosto apnar??
প্রতিদিন আমার বাসায় সামনে দিয়ে পড়তে যাওয়ার সময় তোমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি ! 💕
আসলেই "তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য"
"দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য "
প্রথমবারই গানটা মনে লাগে, তারপর বারবার শুনতে আসা আমি❤️
Amiw💔
Tik ami oo bai apnar motho
Same bro🥰
amio same Onk onk vlo lage.. 😋😋
Amio
জীবনে এমন একজন মানুষকে চাইলাম যাকে কখনো পাওয়া তো দূরের কথা ছোঁয়ায় ও সাধ্য নেই 😅💔🥀
oppss
কোনো না কোনো গানের সাথে মানুষের কিছু স্মৃতি জড়িয়ে থাকে ।🙂 আমার ও এই গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে।
and I know এখন যারা এই গানটা বার বার শুনতে আসবে তারা সেই স্মৃতির টানেই আসবে 🙂
Right ❤
right
হুম
রাইট ভাই
_প্রসঙ্গ যখন প্রিয় মানুষকে ফেরানোর জন্য বেহায়াপনা করার....!!!
তখন আমিই সেরা🙂💔
hmm ar amra baner jole vese asesi
প্রসঙ্গ যখন প্রিয় মানুষকে ফেরানোর জন্য বেহায়াপনা করার
তখন আমিই সেরা❤🖤
@@shahidahmed1833 Cele...
ভালোবাসার মানুষ টাকে হারানো,যে কতোটা কষ্টের,, বলে বুঝানো যাবে না❤
গানটা ক্লাসে গেয়ে আপন মানুষটাকে কাছে পেয়েছি।
ধন্যবাদ
#মাহতিম সাকিব।
Ay hay tai naki
বলদ নাকি? স্কুল কলেজ সব অফ। ভোদাই ক্লাসে গান গাইছে
So lucky❣️
স্কুল কলেজ তো বন্ধ
@@myfishmycat142 setay bolteci
I loved him 8 yrs ago...during my school days...I still love him today! A lot...a lot!
কমেন্ট রেখে গেলাম হয়তো কখনো বুড়ো সময় এসে আবার গানটা শুনে যাবো 💗
Tumi ki free fire khalo,bhai !
@@Ahmed_shakib- jhi vai
@@Ahmed_shakib- ami o kheli..
Valo buddhi
Hmm🙂💔
-তুমি আমার এক না পাওয়া ভালোবাসা🥀
- তোমায় পেয়ে গেলে হয়তো এই গানটা
শুনা হত না ❤️
- একটু না হয় অপ্রাপ্তি আর আক্ষেপ থাকুক 🖤🖤🌹
❤️❤️ভালোবাসি ❤️❤️
kicu jinis na pauyai valo 😅🥀
-তুমি আমার এক না পাওয়া ভালোবাসা🥀
-তোমায় পেয়ে গেলে হয়তো এই গানটা
শুনা হতো না🌼
-একটু না হয় অপ্রাপ্তি আর আহ্মেপ থাকুক🖤
🖤🖤ভালোবাসি💛💛
প্রতিদিন প্রায় ২০ বার করে গানটা শোনা হয়।
the magical line তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য 😍
দেখতে পাওয়া সেইতো বড় ভাগ্য 🥰❓
গানটা কত বার যে শুনেছি জানি না😅।
প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে শুনি☺️।
গানটার মধ্যে কি যেন একটা আবেগ কাজ করে🖤। কিন্তু একটাই সমস্যা যে গানটা শেষ হয়ে যায়🙂🥀।
Akhono ki sunen ai song ta?
"ছোটবেলার প্রেম " নাটকের ব্যাকগ্রাউন্ড এ এই গানটা প্রথম শুনি। সাথে সাথে খোঁজা শুরু করি এবং পেয়েও যাই অসাধারণ আবেগ মাখানো এই গানটা।....একটাই আক্ষেপ ছিলো এই নাটক টা র সাথে সম্পৃক্ত অবস্থায় যদি গানটা পেতাম!....আমার এই আশা টি পূরণ করার জন্য অশেষ ধন্যবাদ।...
I feel this line 👉 তোমাকে ছোয়ার নেই
তো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য💔🙃
ভালোবাসা হারিয়ে যায়🙂
খুব পছন্দের গান এইটা আমার ❤️
যত শুনি ততই ভালো লাগে 🥰
মন ছুয়ে যায় বার বার😇
আপনি আমার মনের কথাটা বলছেন।
thik bolasan
Amro onk Valo lage
আমার ও🥰💖
Setai💔💔💔😔😔
তাকে প্রতিটা মূহুর্ত মিস করি! চাইলেও কথা বলা দেখা করা যায় না।যেই খানেই থাকো ভালো থাকো হোক না ছোট বেলার প্রেম!🙃
-প্রসঙ্গ যখন_
- কল্পনা করার,
-তখন তুমি একান্তই আমার🙂❤️
Yes yes ak dom thik
"তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য"❤
প্রিয় মানুষের হাসিটা লুকিয়ে দেখা,,তার কথা শুনতে পারা র মুহূর্ত গুলো সত্যি অপূর্ব 🌻MS
গান টার সাথে কেমন যেনো মায়ায় জড়িয়ে গেছি যতবারই শুনি ততবারই শুনতে ইচ্ছে করে ।
অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য
আসুন মাহতিমকে বাংলার অরিজিত না বলে বাংলার মাহতিম হিসেবেই তুলে ধরি। ভালোবাসা রইল মাহতিমের জন্য ♥♥।
Haa...hoito shea bhaloi gaise gaan ti but don't compare...Arijit is Arijit...No one can beat him..🥰🥰
@@sazam9412 bisoy ta emon na.
Kaukeu karo sathe tulona dea jai na
@@MASTER-sj6zy v cb. V v.. Vvc.. Vvv. V c . v. .,. Ki.
, c...
ঠিক বলেছেন মাহতিম আমাদের মাহতিমই। অরিজিতের সাথে কেনো তুলনা!
ভালোবাসা মহতিমের জন্য🧡💛💚
2.2M এতোবার গানটা আমি একাই শুনছি। ছোটোবেলার প্রেম নাটকটা দেখার পর থেকে দুই মাস ধরে এই একটা গানই শুনতেছি। আসাধারন একটা গান।
তাকে দেখার জন্য মন টা ব্যাকুল হয়ে যায় প্রতিটি দিন,,কিন্তু দূরত্ব আমাদের মাঝে বড় বাধা।।
তোমাকে ছোয়ার নেই তো আমার সাধ্য
দেখতে পাওয়া সেইতো বড় ভাগ্য
-হৃদয় ছুয়ে যায় এই লাইনটা
আজ থেকে প্রায় ১ বছরের বেশি... এই গানটা শুনতেছি..!! 🥰🥰
আমার মতন কেউ কি আছো ২০২২ সালে ও এই গানটা শুনছেন..!!🙋♂️
তোমাকে ছোঁয়ার নেই যে সাধ্য টার বদলে যদি বলতো
তোমাকে ভোলার নেই যে সাধ্য🥺🥺
@@nusrat5234 isse😢😢
Past niye pore theke ki lav bro....just forget it.....
@@sathiakter7052 😪😪😪😪
@@sathiakter7052 tnq u bro
আসলেই তাকে ছোঁয়ার সাধ্য নেই এখন আর।।।।
দেখতে পাওয়ার ভাগ্য টাও হয়তো নাই।।।।
শুধু মায়া, অনুভূতি আর সৃতি আছে,,, হয়তো সেগুলো থাকবে
জীবন্ত লাশ😥😥💔💔
এই প্রথম শুনলাম, কিন্তু এর মাঝেই এতো ভালো লেগে গেলো গানটি। সত্যিই অনেক সুন্দর গানটা 😍😍😍
গানটার মাঝে আলাদা এটা ফিলিং আছে।
সারাদিন শুনলেও একটুও বোরিং লাগে না। ♥️
Right 👍
Love ❤️💖 from INDIA 🇮🇳🇮🇳❤️ I AM ADDICTED TO THIS SONG.....LOT'S OF LOVE....GOOD LUCK❤️❤️❤️❤️
Thanks 😊
এই গানের ভেতরে অনেক অনুভূতি লুকিয়ে আছে ❤️
সেই 2011 থেকে আজ 2022 কোনো কিছুই পাল্টায়নি।
সত্তি তোকে দেখতে পাওয়াটা আমার ভাগ্য 😥😍❤️🥀🖤
thik bolechen...je thakar se amnitei thakbe...😌😌😌😌valo thakuk amader priyo manush gulo...🙃🙃🙃
Akdom🖤❤️
আয় হায় this line 😫😍
,, তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য ,, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য ,, 😍😊😍😊
সময়টা ছিলো 2014 , আহা সময় 🙂।
এখন সে বিবাহিত ,তার একটা পিচ্চি বেবি আছে । লাস্ট 1বছর হলো জাপান এসেছি, খুব মনে পরে তার কথা😓
Comment ta poira kandailay vai ☹️☹️
ভাইয়া সবসময় ভালো থাকেন দোয়া করি 🥰🥰
Apni biea korsan byea
ভালো থাকুক সব প্রিয় মানুষগুলো❤️❤️
Vai amake akta visa dite parben
এমন কিছু কিছু কথা থাকে যেটা প্রিয় মানুষটিকে চাইলেও বলা যায় না... তাকে একবার দেখাটাও যেনো সত্যিই অনেক ভাগ্যের বলে মনে হয়....
hmm
-তোমায় অনেকটা ভালোবাসি বলে..!!
-গানটা হ্রিদয়ের এক কোনায় রয়ে গেল...🙂💔🙂
মানুষ বাস্তবাতার চেয়ে কল্পনাতে অনেক সুখি।কল্পনাটা যদি বাস্তবাতার মতো রঙিন হতো তাহলে কতোই না সুন্দর হতো😊।সত্যি তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য...🙂🙂
- জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো সবসময় হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ, হয়তো দামী নয়তো অন্যকারো 🙂
Ajonno sob opriyo
🙂💔
Right bro
💔💔😞
😞
এমন কোনদিন নেই যে এই মোহনীয় গানটা না শুনে থাকি 😌,,, আলাদা একটা সম্পর্ক গড়ে উঠেছে এই গানটার সাথে 😌।।। প্রতিবারই মনের মধ্যে খুব গভীরভাবে দাগ টেনে দিতে যায় গানের প্রতিটি কথা 💘💘💘💘।।। যুগের পর যুগ চলে গেলেও কবু এই গানটি পুরোনো হবে না 😌😌😌😌।।।
যে চলে যাওয়ার সে চলে যাবেই🙂
আর যে থাকার হাজার অজুহাত দেখাবে থাকার জন্য💖💫
গানটায় যেন কী একটা টান আছে ❤️
যখনই শুনি নিজের অজান্তেই কান্না চলে আসে 🥺😥
মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ কষ্টের বোঝা বেড়েই...যাচ্ছে ক্রমশ... ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে... পারিনা তাকে কোন ভাবে ফেরাতে 😔
তাকে ভালোবেসে ছিলাম কখন কিভাবে বুছতে পারিনি,,কিনতু কখনো ভাবিনি সে এভাবেই চলে যাবে,,আজ তাকে ছোয়া তো দুরের কথা তাকে দেখতে পাওয়াই আমার কাছে ভাগ্যোর ব্যাপার
সত্যিই গানটা পুরো হৃদয় স্পর্শ করলো🤗 love from 🇮🇳
তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য........ ✨
This line hits always my heart ❤ cz when you are in a long distance relationship you feel This line to much😊
& always i love this song 😌
ভালোবাসা মানে,
রাগ হবে,
ঝগড়া হবে,
অভিমান হবে,
কিন্তু কেউ কাউকে
ছেড়ে যাওয়ার কথা বলবেনা ❤️
ভাই সেও বলতো এই কথা কিন্তু ছেড়ে গেছে,সত্যি যে একবার ভালোবাসায় ধোকা খেয়েছে তাকে নিজের থেকে বেশি ভালোবাসতে নেই, 😭😭
B
Right
😊🙂🙂🙂🙂😔😔
সম্পর্কটা ছিলো দুজনের তবে চাওয়াটা ছিলো শুধু আমার তাই আজ দীর্ঘ সাত বছর পরেও তাকে নিয়ে ভাবি দেখা হয়না কথা হয়না তবুও মনে মনে খুজে ফিরি যদি একটিবার দেখা পেতাম।
যাকেই দেখিনা কেনো, তার মতোই মনে হয়🥀
@@navinessra1137 🙂
কাছের মানুষ'কে দেখতে চাওয়া'টা বড্ডো নেশার মতন। একবার পেলে বার বার ইচ্ছে করবে।
Amer kahini ta o thik amon e 😣😣😓
@@kazinadiaahasanprity629 amaro😞🥺
ছেলেবেলার প্রত্যেকটা স্মৃতি বার বার মনে পরে। ইস......যদি আবার ফিরে পেতাম সেই দিনগুলি। এই গানটা যত বার শুনেছি ততবারই মনটা খারাপ হয়ে গিয়েছিল আর নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি আমার ছেলেবেলার বান্ধবীদের খুব মিস করি। যাদের সাথে দেখা হবার আর কোনো সম্ভাবনাই নেই। ছেলেবেলার শুধু প্রেম নয় বন্ধুত্ব গুলোও মানুষ মন থেকে করে। তখন মন থাকে স্বচ্ছ পবিত্র। এরকম বন্ধুত্ব আর সারাজীবন হয় না। আবার ছেলেবেলাটা যদি ফিরে পেতাম।
তোমাকে ছোয়ার নেইতো আমার সাধ্য😞
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য 😌
তোমাকে ছোঁয়া বা দেখার কোনটারই ভাগ্য আমার নাই তবে, তোমাকে আজীবন ভালোবাসার সাধ্য আমার আছে ❤️
সত্যিই অসাধারণ
কেন ভালবাসার মানুষের অভাব আছে দুনিয়ায়
এই পর্যন্ত গানটা দশ বারের উপরে শুনা হয়ছে গানটা খুব ভালো লাগে শুনতে,,,
একটানা 30 বার শুনেছি,তবু তৃপ্তি মেটে না।
ভালবাসা নিবেন❤❤💜
Thanks for your support
Really yaar,amio onk bar dekhsi
I love you
@@hirakhatun27 apni eta kake blsen
School life
- তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেইতো বড় ভাগ্য। 😌🖤 this line hits different 💔
আমিও ভারতে থাকি।।কিন্তু এই গানগুলো বুকে গিয়ে বেধে🇮🇳♥️🇮🇳
"কথা হয় নাই দেখেছি শুধু
তবুও কিসের অভিমান,,," 😄🙃
"তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য"🥀
Sotti tai
🙂💔
Dekhte paoya sei to Boro vaggo🖤🥀
- গানটার প্রতি একটা মায়া
লেগে গেছে.....🙃🤗🌺
- দিনে একবার না শুনলে
ভালোই লাগে না.....☹🖤🥀
সত্যি মনটা অবাধ্য। যতোই অবহেলা ততোই চেষ্টা বেশি করে ভালবাসার ❤😔।
বাংলার আরিজিত সিং 😍
মাহতিম সাকিব 💞💞
এই গানগুলো শুনলেই বুঝা যায় কতটা অসহায় যারা সত্যিকারে ভালোবাসে 💔🥀
Jara sotti karar valobasa ...tara onk osohay 😟
sotti oi khub osohay
Hum 😔
@@ishaiqra4169 akdom 🙂
🙂💔
প্রথম ভালোবাসা সে তো এমন এক আবেগ যা আজিবন থেকে যায় মনের এক কোনে🙂🖤🥀
"কেন যে তোমার সাথে মনের এতো টান, কথা হয় নাই দেখেছি শুধু তবু কিসের অভিমান...!" অসাধারণ!
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু
হযরত মোহাম্মদ( সঃ)
every night in my dream,
i see you, i feel you,
(Meherun nessa sanjida 💝💝💝)
I miss prapti bts
যদি জানতাম সেই দিনই শেষ বার দেখা😢
তাহলে আরো একটু ভালো করে দেখে নিতাম🥺 কাছ থেকে না হোক দূর থেকেই হলে হত😭💔🥀🥀
চোখের কোনে জল তার মানে এটা নয় আমি কাঁদছি আবার এ ও নয় যে আমি বেশ সুখে আছি!!!
💔😥
zedin bujhechi oke ami amar thekeo beshi love kori.oidin kotha off hoye jay.last dekha chilo 2 min er jonno.
😔😔😔😔
😭😭😭
আমি তো গানটা প্রেম পরে গিয়েছি🥰🥰💕💕💕😍
আমার এখনো তারে দেখলে মনের ভেতর টা কেমন করে যেন উঠে অথচ তার সাথে কথা হয় না প্রায় ১বছর হয়ে যাবে 🌸❤️
আমাদের ভিতর সব শেষ হয়ে গেলেও কিচ্ছুই শেষ হবেনা এইটা আমার বিশ্বাস।আসলে সম্পর্কটা এইসব ছোট খাটো বেপার থেকে অনেক উর্ধে।❤️
i still love u.