মুসলিম গ্রামের প্রথম দুর্গাপুজো | Durga Puja Organised by Muslim Community in Bengal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • #durgapuja2022 #bardhman #aajtakbangla #aajtak
    কথাতেই রয়েছে ধর্ম যার যার উৎসব সবার। এবার সেই সম্প্রীতির ছবি দেখা গেল পাণ্ডবেশ্বরে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবার সেই উৎসবেই আনন্দে ভাসলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। সাম্প্রতিক সময়কালে রাজনৈতিক নেতারা নানান ভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছেন, সেই খবর প্রায়ই শিরোনামে জায়গা করে নিচ্ছে। ঠিক সেখানে মা দুর্গার আগমনে এক সম্প্রীতির নজির গড়লেন পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের তিলাবনি গ্রামের স্থানীয় বাসিন্দারা। এই তিলাবনি গ্রামের পরিচিতি মুসলিম গ্রাম হিসাবে। এই গ্রামে বেশ কয়েকটি হিন্দু পরিবারেরও বসবাস। যখন পীর বাবার উৎসব চলে তখন, হিন্দু সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করে। কিন্তু এবারে দুর্গাপুজোয় সক্রিয়ভাবে গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন অংশ নিয়ে নজির গড়লেন। একবারে মন্ডপ শয্যা থেকে শুরু করে পূজোর নানান অনুষ্ঠান - সব নিয়ে ব্যস্ত মুসলিম ভাইরা। সকাল থেকেই মন্ডপ সজ্জাতে হাত লাগিয়েছেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন।
    Follow Us on:
    Facebook: / aajtakbangla
    Twitter: / aajtakbangla
    Instagram: / aajtakbangla

ความคิดเห็น • 1.4K