আসসালামু আলাইকুম ভাই, আমি খুব দুশ্চিন্তায় আছি, আমি সহকারী শিক্ষক বাংলা ভোকেশনাল এবং মাদ্রাসা পদে এপ্লাই করেছি। এই সেক্টরে পদ ফাকা কেমন বা এমন প্রতিষ্ঠানগুলো কেমন?
প্রতি বছর বাড়বে না তবে ১০ বছর পর এমাউন্ট বাড়বে। কলেজ পর্যায়ে ভাল বেতন। স্কুল পর্যায়ে বিএড না করলে ১৪০০০। করলে ১৭৫০০ টাকা হয়। চাকরির পর পেনশন নেই। তবে এককালীন টাকা পাওয়া যায়। বর্তমানে সরকারী চাকুরীর মত বেসরকারিতেও কিছু সংস্কার হচ্ছে। আশা করা যায় ভাল কিছু হবে। বিস্তারিত আরো জানতে চাইলে আমার একটি ভিডিও আছে ১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি। এই ভিডিও দেখলে বেতন ভাতা সম্পর্কে আরো জানতে পারবেন ইনশাআল্লাহ
মাদরাসায় বিকেল ৪টা পর্যন্ত ক্লাস হয়। আপনি কয়টা মাদরাসায় খুঁজ নিয়েছেন? অনেক স্কুল আছে বারান্দায় গরু বেধে রাখে ছুটি হওয়ার পরে।। আর অনেক মাদরাসার পরিবেশ কলেজের মতো জাকজমক পূর্ণ। ধন্যবাদ আপনার ভিডিও আমি নিয়মিত দেখি ♥️
@@VinnoVoice-mp5ds অধিকাংশ মাদ্রাসা ১ টার সময় ছুটি হয়ে যায়। এটি নতুন কোন ঘটনা নয়। আমি নিজে একজন শিক্ষক। সুতরাং আমার চেয়ে ভাল কেউ জানে না এ ব্যাপারে। ধন্যবাদ কমেন্ট করার জন্য। ❤️
যাদের নাম্বার বেশী আছে তাদের চিন্তা নেই। অনেকেই হয়ত পাশ করবে কিন্তু মনের মত প্রতিষ্ঠান পাবে না। তবে জব ইনশাআল্লাহ সবার হবে। আর রিযিক যেহেতু আল্লাহর হাতে, তিনি চাইলে অবশ্যই হবে।
আসসালামু আলাইকুম মুসতাকিম ভাই, বাংলা সহকারী শিক্ষক পদের জন্য ভাইভা পরীক্ষা দিয়ে আসলাম গত ৬ নভেম্বর। প্রশ্ন হচ্ছে, আমি তো স্কুলের সহকারী শিক্ষক পদের জন্য ভাইভা দিছি,যদি আল্লাহ পাকের ইচ্ছায় আমি টিকে যাই তাহলে কি মাদ্রাসায় আবেদন করে চলে যেতে পারবো।
ওয়ালাইকুম আসসালাম। ভাইভার রেজাল্ট হওয়ার পর গণবিজ্ঞপ্তি হবে। তখন আপনি আপনার পছন্দের স্কুল /মাদ্রাসায় (মোট ৪০ টি প্রতিষ্ঠান চয়েজ দিতে পারবেন। এরপর স্কুল /মাদ্রাসা যেটি আল্লাহ আপনার জন্য ফায়সালা করেছেন, সেটি পাবেন।
@@মোঃআবদুল্লাহআলমামুন-জ২শ মনে হচ্ছে আপনি শহরের মাল। গ্রামের প্রতিষ্ঠানগুলো ঘুরে যান। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব শতকরা ৯৮% মাদ্রাসা ৪ টা পর্যন্ত খোলা থাকে না। এখানে চাপাবাজী দেয়ার কোন কারণ নেই। আপনাকে হাত পা ধরে কেউ কমেন্ট করতে বলে নি। আমি নিজে একজন শিক্ষক। আমি কোন কথা বলার আগে ভেবে চিন্তেই বলি।
টেকনিক্যাল ও ভোকেশনাল ইনিস্টিউটে কয়টা পর্যন্ত ক্লাস হয়?
অসাধারণ ভাই।
আমার কলেজের + আমার ডিপার্টমেন্টের বড় ভাই আপনি ❤।
হাইস্কুলে ভাইভা দিবো।
দোয়ার দরখাস্ত রাখলাম।
@@niazmahmud6834 মাশা আল্লাহ ❤️
আসসালামু আলাইকুম ভাই, আমি খুব দুশ্চিন্তায় আছি, আমি সহকারী শিক্ষক বাংলা ভোকেশনাল এবং মাদ্রাসা পদে এপ্লাই করেছি।
এই সেক্টরে পদ ফাকা কেমন বা এমন প্রতিষ্ঠানগুলো কেমন?
এপ্লাই করেছেন মানে বুঝলাম না ভাই
@@mostakahmednahid ভাইবা দিয়ে আসছি।
ntrca এর ০২ নং পদ, বাংলা সহকারী শিক্ষক ভোকেশনাল ইনস্টিটিউট ও দাখিল ভোকেশনাল এ।।
Beton ki bare? R barleo kokhn theke bara shuru kore...janaben pllzzz...
বিএড করলে বাড়ে, ১০ বছর পর বেতন আরো বাড়বে।
@@mostakahmednahid b.ed na krle ki bare?
Every year govt job e bare.. Ntrca te sohokari shikkhok e ki tmn kono subidha ache ki na sheita jante cassilam...
প্রতি বছর বাড়বে না তবে ১০ বছর পর এমাউন্ট বাড়বে। কলেজ পর্যায়ে ভাল বেতন। স্কুল পর্যায়ে বিএড না করলে ১৪০০০। করলে ১৭৫০০ টাকা হয়। চাকরির পর পেনশন নেই। তবে এককালীন টাকা পাওয়া যায়। বর্তমানে সরকারী চাকুরীর মত বেসরকারিতেও কিছু সংস্কার হচ্ছে। আশা করা যায় ভাল কিছু হবে। বিস্তারিত আরো জানতে চাইলে আমার একটি ভিডিও আছে ১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি। এই ভিডিও দেখলে বেতন ভাতা সম্পর্কে আরো জানতে পারবেন ইনশাআল্লাহ
মাদরাসায় বিকেল ৪টা পর্যন্ত ক্লাস হয়। আপনি কয়টা মাদরাসায় খুঁজ নিয়েছেন?
অনেক স্কুল আছে বারান্দায় গরু বেধে রাখে ছুটি হওয়ার পরে।। আর অনেক মাদরাসার পরিবেশ কলেজের মতো জাকজমক পূর্ণ।
ধন্যবাদ আপনার ভিডিও আমি নিয়মিত দেখি ♥️
@@VinnoVoice-mp5ds অধিকাংশ মাদ্রাসা ১ টার সময় ছুটি হয়ে যায়। এটি নতুন কোন ঘটনা নয়। আমি নিজে একজন শিক্ষক। সুতরাং আমার চেয়ে ভাল কেউ জানে না এ ব্যাপারে। ধন্যবাদ কমেন্ট করার জন্য। ❤️
সহমত ❤❤❤
❤❤🎉
মাদ্রাসার ইফতেদায়ী শাখার তো বেতন কম।।। এখানে কি বেতন বৃদ্ধি হওয়ার সুযোগ আছে স্যার
ইনশা আল্লাহ, আশা করা যায়।
Via,, college a to seat Kom 18 Tomo nibondhon a college a English a onek tikiyese sobae ki job pabe..naki fail korabe onek...
যাদের নাম্বার বেশী আছে তাদের চিন্তা নেই। অনেকেই হয়ত পাশ করবে কিন্তু মনের মত প্রতিষ্ঠান পাবে না। তবে জব ইনশাআল্লাহ সবার হবে। আর রিযিক যেহেতু আল্লাহর হাতে, তিনি চাইলে অবশ্যই হবে।
স্কুল / মাদ্রাসা ২টা চয়েজ একসাথে দেওয়া যায়???
ji
Tnx fr yr gd analysis
@@MohammadNurAmin-ue2vk welcome ❤️
আসসালামু আলাইকুম মুসতাকিম ভাই, বাংলা সহকারী শিক্ষক পদের জন্য ভাইভা পরীক্ষা দিয়ে আসলাম গত ৬ নভেম্বর।
প্রশ্ন হচ্ছে, আমি তো স্কুলের সহকারী শিক্ষক পদের জন্য ভাইভা দিছি,যদি আল্লাহ পাকের ইচ্ছায় আমি টিকে যাই তাহলে কি মাদ্রাসায় আবেদন করে চলে যেতে পারবো।
ওয়ালাইকুম আসসালাম। ভাইভার রেজাল্ট হওয়ার পর গণবিজ্ঞপ্তি হবে। তখন আপনি আপনার পছন্দের স্কুল /মাদ্রাসায় (মোট ৪০ টি প্রতিষ্ঠান চয়েজ দিতে পারবেন। এরপর স্কুল /মাদ্রাসা যেটি আল্লাহ আপনার জন্য ফায়সালা করেছেন, সেটি পাবেন।
@mostakahmednahid জ্বি ভাই, ধন্যবাদ 🌹
মাদ্রাসায় ও ৪ টা পর্যন্ত ক্লাস হয়,ভাই আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। এইসব চাপাবাজী বন্ধ করেন।
@@মোঃআবদুল্লাহআলমামুন-জ২শ মনে হচ্ছে আপনি শহরের মাল। গ্রামের প্রতিষ্ঠানগুলো ঘুরে যান। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব শতকরা ৯৮% মাদ্রাসা ৪ টা পর্যন্ত খোলা থাকে না। এখানে চাপাবাজী দেয়ার কোন কারণ নেই। আপনাকে হাত পা ধরে কেউ কমেন্ট করতে বলে নি। আমি নিজে একজন শিক্ষক। আমি কোন কথা বলার আগে ভেবে চিন্তেই বলি।
@@mostakahmednahid হুম, গ্রামের মাদ্রাসা অধিকাংশ ৪ টা খোলা থাকেনা তবে মাঝে মাঝে বাধ্য থাকে খুলতে।
Good
মাশাল্লাহ ভাইয়া
জাযাকাল্লাহ
ভাইয়া বাংলা (কলেজ) ভালো মার্ক থাকলে চাকরি হবার সম্ভাবনা কতটুকু ??
@@SmartStudyWithSONIA ইনশাআল্লাহ হবে।
@@mostakahmednahid ইনশাআল্লাহ
স্যার ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত হাইস্কুলের শিক্ষকদের mpo কবে হবে? আর আমরা কি এরিয়া বিলে পাবো?
@@NahidulIslam-x8t হাই স্কুলের MPO হতে সময় লাগে। সবাই এরিয়াতে কয়েক মাসের বেতন একবারে পাবেন ইনশাআল্লাহ।
এরিয়া বিলো টা কি?
@@suhanmir4195 যে কয়েক মাস বেতন পাওয়া যাবে না, সে কয়েকমাসের বেতন একবারে পাওয়ার প্রকৃয়াই হল এরিয়া।
Egula niye age video korte paren ni school e join korar por boltesen 🥺
@@rifatarahiya2039 আগে ভাগেই বললাম। সামনে যেন কাউকে ঠকতে না হয়।
@mostakahmednahid Ami toh join korsi school e 🥺 and I haven't got salary yet 😭
বেতন একবারে পাবেন ইনশা আল্লাহ। মাদ্রাসার জবে রিলাক্স বেশী। স্কুল জবে সুবিধাবাদি লোকের বাহবা পাবেন এবং সব ধরণের প্যারা সহ্য করা লাগে।
@@mostakahmednahid তিন মাসের বেতন কি একবারে দিবে? নাকি বকেয়া বেতনের জন্য আবেদন করতে হবে? জানা থাকলে একটু বলেন
সম্ভবত আবেদন করতে হতে পারে।
ভাইভার কাগজ কি সত্যায়িত করতে হবে?
না করলেও হবে। তবে চাকরির জন্য যে কোন ডকুমেন্ট সত্যায়িত করা উত্তম।
না
ভাইয়া কলেজ সম্পর্কে বলবেন প্লিজ!
@@MarjiaMonni কলেজ সম্পর্কে বলার কিছু নেই। পোস্ট কম। যা পাবেন, লুফে নিতে হবে।
@mostakahmednahid ধন্যবাদ....দোয়া চাই
অবশ্যই। কোন সাবজেক্ট?
@@mostakahmednahid ইংরেজি
মাশা আল্লাহ