ভারতে চিকিৎসা : ভেলোরে কেনা কাটা, ভেলোরে খাই দাই, Treatmentshoping and food in vellore.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • ভারতে চিকিৎসা : ভেলোরে কেনা কাটা, ভেলোরে খাই দাই, Treatmentshoping and food in vellore.
    দক্ষিণভারতের প্রান্ত শহর ভেলোরের সিএমসিতে চিকিৎসা করতে গিয়ে কোথায় কেনা কাটা করবেন কোথায় খাওয়া-দাওয়া করবেন এসম্পর্কে ধারণা দিতেই এই ভিডিও।
    টৃউ:ভারতে চিকিৎসা,ভেলোরে কেনা-কাটা,ভেলোরে খাই-দাই, Treatment,shoping and food in vellore,
    CMC ভেলোর সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য, ভারত এর সিএমসি, ভেলোর এ চিকিৎসার খুঁটিনাটি,Vellore CMC|How to reach Vellore From Kolkata,Tamilnadu India,Christan Medial college,
    CMC Hospital vellore,বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভেলোর কিভাবে যাবেন, কত টাকা খরচ বিস্তারিত,সি.এম.সি ভেলোর' হাসপাতালের চিকিৎসার সকল তথ্য, Cmc Hospital Vellore Chennai india,
    চেন্নাই না ভেলোর?ভারতে চিকিৎসার জন্য কোথায় যাবেন এবং কেন?,cmc hospital vellore,ভেলোর সিএমসি হাসপাতাল,cmc hospital vellore treatment cost,
    vellore cmc hospital,
    #সিএমসি
    #cmv_vellore
    #karigor_life
    subscribe
    channel URL: / @karigorlife
    / @karigorlife sub_confirmation=1
    facebook
    / shafiq.ashraf.92
    page: / schoolrangpurbangladesh

ความคิดเห็น • 103

  • @khabirakhand1504
    @khabirakhand1504 2 ปีที่แล้ว +3

    সুন্দর তথ্যবহুল ভিডিও ।

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      ধন্যবাদ মামমা।

  • @sujonahmed3431
    @sujonahmed3431 2 ปีที่แล้ว +3

    ভালোবাসা গ্রহণ করলাম করলাম স্যার।আপনার তথ্যমূলক ভিডিও গুলো দেখে দেখে বিদেশ ভ্রমণের ভিতিটা কেটে গেছে অনেকটা।
    আশা করছি সামনের দিনগুলোতে কাশ্মীর ভ্রমণের ভিডিও গুলো আপলোড দিবেন।

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      আপ্লুত হলাম নিকটজন। নিশ্চয়ই দেবো। কল্যাণ হোক।

  • @WforWellness
    @WforWellness 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ভিডিওটি । Background Music অসাধারণ , একটা অন্য মাত্রা যোগ করেছে । love from Kolkata, India 🇮🇳🇧🇩🇮🇳🇧🇩🇮🇳🇧🇩

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว +1

      আপনার কল্যাণ হোক।

    • @WforWellness
      @WforWellness 2 ปีที่แล้ว +1

      @@karigorlife আপনাদেরও মঙ্গল হোক । ভালো থাকুন । 🙏

  • @musicondemand3197
    @musicondemand3197 2 ปีที่แล้ว +2

    ভেলোরে হাসপাতালে কি বুকের হার্টের ভালভ পরিবর্তন করে জানবেন আমার আব্বুকে দেখাবো ঈদের পরে যাবো ভাবছি, আর ওখানে থাকা খাওয়া কেমন টাকা খরচ হয়,, প্লিজ জানান

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      হার্টের ভাল্ব চিকিৎসা হয়, একজেক্ট খরচ বলতে পারছি না, তবে সাড়ে তিন লাখের একটা প্রস্তুতি থাকা ভালো।
      ওখানে লজ ভাড়া ২০০ থেকে ১২০০ পর্যন্ত আছে, আর প্রতিটি লজে নিজেরা রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, কাজেই থাকা খাওয়ার খরচ খুব বেশি না।
      আপনার কল্যাণ হোক।

  • @einulbarisawnan7184
    @einulbarisawnan7184 2 ปีที่แล้ว +1

    চমৎকার লাগল। অনেক উপকার হবে,

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      কল্যাণ হোক।

  • @mdrashel583
    @mdrashel583 2 ปีที่แล้ว +1

    স্যার আপনার ভিডিও গুলো অসাধারণ ভিডিও ধন্যবাদ।

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว +1

      কল্যাণ হোক।

  • @jobaidasathi569
    @jobaidasathi569 5 หลายเดือนก่อน +1

    Vaya. Hator ligamet injury r surgery kothay beshi vlo hobe vellore naki bangalur naki kolkata... Janaben pls

    • @karigorlife
      @karigorlife  5 หลายเดือนก่อน

      একটু সময় লাগলেও সিএমসি-তে যান। কলকাতা ঢাকার মতোই, বাটপারের পাল্লায় পড়তে পারেন। টাকা পয়সার সমস্যা না থাকলে চেন্নাইয়ের এপলো হাসপাতালে যেতে পারেন।
      আরোগ্য কামনা করছি।

    • @jobaidasathi569
      @jobaidasathi569 5 หลายเดือนก่อน +1

      Dhonnobad vaya....chennai Apollo ki velorer thekeo valo???ar ay word a surgery korte hole ki present er sathe cmc te rate meye manuskei thakte hobe nki present er sathe sele manus ke allow ache....pls jana thakle bolben

    • @karigorlife
      @karigorlife  5 หลายเดือนก่อน +1

      @jobaidasathi569 অ্যাপলোতে চিকিৎসা একটু তাড়াতাড়ি পাওয়া যায় এই যা। ছেলে বা মেয়ে কোনো সমস্যাই না। যা করার ওনারাই করে।

    • @jobaidasathi569
      @jobaidasathi569 5 หลายเดือนก่อน +1

      Sorry vaya cmc te surgery korle sele ba meye present er sathe thakte parbe ki naki shudhu meye allow... Akta vediote dekhlam toh tay ar ki.

    • @karigorlife
      @karigorlife  5 หลายเดือนก่อน

      @jobaidasathi569 সিএমসি-তে রোগীদের সঙ্গে কাউকে থাকতে হয় না, যা প্রয়োজন সব ওনারাই করবে। তবে দিনে অবস্থান করা যায়।

  • @jisa0851
    @jisa0851 2 ปีที่แล้ว +3

    ভালো লাগলো স্যার 😊

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ প্রিয়জন।

  • @aleenakidzshow9173
    @aleenakidzshow9173 ปีที่แล้ว +1

    পাইকারি যে দোকান থেকে বাদাম কিসমিস কিনেছেন দোকান টার নাম কি

    • @karigorlife
      @karigorlife  ปีที่แล้ว

      সিএমসি-র দক্ষিণ পূর্ব কোণে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পাশে অনেক ফলমুলের দোকান চোখে পড়বে , তার সামনেই মার্কেট। মার্কেটের ভিত্রে অসংখ্য দোকান পাবেন।

  • @nurayinvlogs5550
    @nurayinvlogs5550 ปีที่แล้ว +1

    Chennai silk shop ta kon dik a dada

    • @karigorlife
      @karigorlife  ปีที่แล้ว

      কালেক্টরেট অফিসের উল্টো দিকে।

  • @sonalisheikh9978
    @sonalisheikh9978 2 ปีที่แล้ว +1

    আমার মা ও আমি যাব দুজনেরই ব্যাথা৷৷ মায়ের হাটু আর আমার কোমর থেকে ডান পা। আমরা সম্পুর্ন নতুন শুধু ভিডিও দেখে অভিজ্ঞতা অর্জন করছি সঠিক বুজছি না কেমন খরচ পরবে, আপনি কি আইডিয়া দিতে পারবেন?

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว +2

      সাধারণত ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহেবিলেশন বিভাগে ব্যাথার চিকিৎসা করা হয়, এখানে চিকিৎসার খরচ তুলনামূলক অনেকটাই কম।
      আপনার এবং আপনার মায়ের আরোগ্য কামনা করছি।

  • @einulbarisawnan7184
    @einulbarisawnan7184 2 ปีที่แล้ว +2

    দারুণ!

  • @alifshipchandlerchittagong2841
    @alifshipchandlerchittagong2841 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম স্যার।
    আপনার ভিডিও দেখলাম ইউটিউবে। আপনি যেহেতু বরাবর ভারত ভিজিট করেন।
    আমার এ্যাজুস্পার্মিয়া (Azoospermia) রোগ। বয়স ৩৪। কি কারনে এমন জানিনা। আপনি যেহেতু বরাবর ভারত ভিজিট করেন। আমি ভারতে চিকিৎসা নিতে ইচ্ছুক। দয়া করে যদি বলে দিতেন কোথায় চিকিৎসা করালে ভাল চিকিৎসা পাব তবে খুব উপকার হবে স্যার।
    অপেক্ষায়

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว +1

      আপনি ভেলোরের সিএমসি-তে যান, আশা করি ভাল চিকিৎসা পাবেন।
      আপনার আরোগ্য কামনা করছি।

    • @alifshipchandlerchittagong2841
      @alifshipchandlerchittagong2841 2 ปีที่แล้ว +1

      @@karigorlife জাঝাকাল্লাহু খাইরন।

  • @user-hn1hd3po8u
    @user-hn1hd3po8u 2 ปีที่แล้ว +1

    স্যার প্রথমে আমার সালাম নিবেন আমি আপনার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু পারেনি ফেসবুকে তো এখানেই বলি স্যার,আমার বয়স 28 আমার হাট এবং ডায়াবেটিসের অসুবিধা রয়েছে 7 বছর কিন্তু মাঝেমধ্যে একটু বুকে ব্যথা হয় এখন আমি চাচ্ছি ভারতে চিকিৎসা নেওয়ার জন্য সেক্ষেত্রে আমি ভেলোর নাকি কলকাতা ডাক্তার দেখাবো,আর মোটামুটি প্রাথমিক অবস্থা কত খরচ হতে পারে, যদি যদি সঠিক পরামর্শ দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম আর যেখানে দেখাবো যদি হসপিটালের নামটা বলে দেন তাহলে খুব ভালো হয় স্যার আশা করি সঠিক পরামর্শ টা দিবেন

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว +1

      আপনার হাতে যদি একটু বেশি সময় থাকে তবে সিএমসি-তে যান, কলকাতা থেকে প্রচুর রোগী সেখানে চিকিৎসা নিচ্ছে। সেখানে বিভিন্ন টেস্ট থেকে শুরু করে চিকিৎসা খুব বেশী না, তবে যাওয়া আসা, থাকা-খাওয়া মিলিয়ে অনেকটাই খরচ।
      আপনার আরোগ্য কামনা করছি।

    • @user-hn1hd3po8u
      @user-hn1hd3po8u 2 ปีที่แล้ว +1

      @@karigorlife স্যার হাটের জন্য সিএমসি ভালো হবে এইতো যদি বাংলাদেশ থেকে অ্যাপার্টমেন্ট নিয়ে আসি তাহলে কয়দিনের ভিতরে সারতে পারবো দয়া করে একটু বলুন প্লিজ আনুমানিক 30 -40 হাজার টাকা যাতায়াত খরচ বাদে আনলে হবে কিনা যদি একটু পরামর্শ দিতেন উপকৃত হব স্যার

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว +1

      বাইপাস বা রিং পড়ানো না লাগলে ওই টাকার মধ্যেই চিকিৎসা হয়ে যাওয়ার কথা, তবে যদি একবছরের ঔষধ কিনে আনতে হয় সেক্ষেত্রে ঔষধের টাকা আলাদা লাগবে।
      আপনার কল্যাণ হোক।

  • @sohaghussain7494
    @sohaghussain7494 2 ปีที่แล้ว +1

    আমার বাবার ফুসফুসে ক্যান্সার এখন চাচ্ছি ভেলোরে চিকিৎসা জন্য, চিকিৎসা করালে ভালো হবে কি স্যার?কিন্তু নিকটবর্তী পরিচিত কেও নেই,আর ঐ জায়গায় সিমপি হসপিটাল এ কি বাংলা ভাষায় হয় নাকি আমি ভাষা টা নিয়ে একটু চিন্তায় আছি,হিন্দি, ইংরেজি কোনটাই স্পিকিং জন্য আমি পারদর্শী না তাই এমতাবস্থায় কি করনীয় দয়া করে জানাবেন প্লিজ স্যার???রিপ্লাই দিবেন আশাবাদী

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว +1

      ক্যান্সারের চিকিৎসার জন্য টাটা ক্যান্সার হাসপাতাল ভালো হবে, তবে সিএমসি-তেও ক্যান্সারের চিকিৎসা হয়। হিন্দি বা ইংরেজি জানা না থাকলে খানিকটা অসুবিধায় পড়বেন, অ্যাটেনডেন্ট হিসেবে ঐ ভাষা জানা কাউকে নিয়ে গেলে ভাল হবে।
      আপনার বাবার আরোগ্য কামনা করছি।

    • @sohaghussain7494
      @sohaghussain7494 2 ปีที่แล้ว +1

      @@karigorlife ধন্যবাদ স্যার আপনার মূল্যবান রিপ্লাই জন্য। কিন্তু আমার ত হিন্দি বা ইংরেজি জানা কেও নেই? এমতাবস্থায় বিকল্প কোন রাস্তা জানা থাকলে দয়া করে বলবেন প্লিজ?

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      আপনার ভাগ্য ভাল থাকলে ক্যান্সার বিভাগের কোনো ডাক্তার হয়তো বাংলা জানতে পারে, তবে অনেক ডাক্তার বাংলা বুঝেন, বলতে পারেন না।
      একটা বুদ্ধি হলো, ডাক্তারের অনুমতি নিয়ে বাইরের কাউকে যে বাংলা হিন্দি বুঝেন এরকম কাউকে ভেতরে নিয়ে যাওয়া, রোগ ঠিক মতো বুঝাতে না পারলে চিকিৎসা ঠিক মতো পাওয়া যাবে না।

    • @sohaghussain7494
      @sohaghussain7494 2 ปีที่แล้ว +1

      @@karigorlife ধন্যবাদ স্যার❤️আমার বাবার জন্য দোয়া করবেন, দোয়া চাই 😢

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      ফি আমানিল্লাহ

  • @nazmirahilrahil5597
    @nazmirahilrahil5597 2 ปีที่แล้ว +1

    Vellore jabo.plz janaben ki vellore e big Bazar ase naki?? Ar cosmetics kothai orginal valo pawa jabe?

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      বিগবাজার তো চোখে পড়ে নাই, তবে সুপারশপ আছে সিএমসি- থেকে দূরে। কসমেটিক কেনাকাটার জন্য ভেলোর ভালো হবে না, আপনি বরং কলকাতার কোনো ব্রান্ড শপ থেকে কিনে নেবেন।
      আপনার মঙ্গল কামনা করছি।

  • @moriomakter6361
    @moriomakter6361 2 ปีที่แล้ว +2

    দাদা এটা কোন রোড এ, আপনি কোন ডিপার্টমেন্ট এর ডাঃ দেখাতে গেছেন

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      সিএমসি-র সামনের রোড। পালমোনারি মেডিসিন ও গাইনোকোলজি বিভাগের ডাক্তার দেখিয়েছি।
      আপনার কল্যাণ হোক।

    • @abiduzzaman6783
      @abiduzzaman6783 2 ปีที่แล้ว +1

      জাহেদ ভাই,আসলামুআলাইকুম।আমরাও এসেছি ভেলোর।নিউরুলজিতে জেনারেল ডাক্তার দেখিয়েছি আজ।এখন নিউরুলজিতে প্রাইভেট এপয়েন্টমেন্ট কোথায় কিভাবে নেব?আমাদের ২৮/০৪ রিপোর্ট দেখানোর কথা।

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      কাউন্টারে বললেই অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবে, তবে টাইম না মিললে, দ্রুত অ্যাপয়েন্টমেন্টের দরকার হলে আলফা ক্লিনিকে র প্রাইভেট ডাক্তার দেখালে সেটা হয়ে যাবে।
      কল্যাণ হোক।

    • @sumayasami9493
      @sumayasami9493 ปีที่แล้ว +1

      ​@@karigorlife infertilityr jnno kon dr vlo hobe?kindly janaben Bangladesh teke jabo

    • @karigorlife
      @karigorlife  ปีที่แล้ว

      ওখানে ইনফার্টিলিটি ক্লিনিক আছে আপা। ডাক্তারের লিস্ট দিলাম।
      Dr. Rakesh P.
      Dr. Debasish Danda.
      Dr. Anooup Gorge Alex.
      Dr. Pratheesh George Mathen.
      Dr. Rishiraj Bhatt.
      Dr. Akja Jha.
      Dr. Praveen Kumar.
      Dr. Abira Nousheen

  • @arsinabegum1546
    @arsinabegum1546 ปีที่แล้ว +1

    আমারা কেনা কাটা করেছি বেশি দাম মনে হয়নি সবকিছু সস্তা মনে হয়েছে বিষেশ করে খাবার দাবার আর চামড়ার জিনিস পএ।

    • @karigorlife
      @karigorlife  ปีที่แล้ว

      সত্যিই অনেকটাই কম।

    • @opuakter-l2c
      @opuakter-l2c 5 หลายเดือนก่อน +1

      চামড়ার জিনিস কোথা থেকে।কিনেছেন?

    • @karigorlife
      @karigorlife  5 หลายเดือนก่อน

      @user-hk9fg9bw8s আলাদা কোনো মার্কেট নেই।

  • @nasrinsultana3752
    @nasrinsultana3752 2 ปีที่แล้ว +1

    Great

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ নিকটজন।

  • @jhulmolmedia2781
    @jhulmolmedia2781 ปีที่แล้ว +1

    আমি আমার মা ও বোনকে নিয়ে চিকিৎসা জন্য যেতে চাই কিন্তু হিন্দি ও ইংরেজি জানিনা
    আমি কি করতে পারি

    • @karigorlife
      @karigorlife  ปีที่แล้ว

      ওরা বাংলা একেবারেই যে বুঝে না তা নয়, তবে রোগ ঠিক মতো বোঝাতে না পারলে ভাল চিকিৎসা পাবেন না। অনেক ডাক্তার হেল্পফুল, বলে বাইরে থেকে কাউকে ডেকে নিয়ে আসেন যে বাংলা বুঝেন, এটুকু রিস্ক নিয়েই আপনাকে যেতে হবে।

    • @jhulmolmedia2781
      @jhulmolmedia2781 ปีที่แล้ว +1

      ওখানে দু ভাসি পাওয়া যায?

    • @karigorlife
      @karigorlife  ปีที่แล้ว

      কলকাতার কাউকে পেলে ডাক্তারের অনুমতি নিয়ে ভেতরে নিতে পারেন।

    • @jhulmolmedia2781
      @jhulmolmedia2781 ปีที่แล้ว

      ধন্যবাদ

  • @movibd8598
    @movibd8598 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আমি কলকাতা যেতে চাই চিকিৎসার জন্যে কিন্তু ভেলোরে ভালো হবে না বেংগালুর কনটা ভালো হবে বলবেন

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      হার্টের চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরে নারায়ণা হাসপাতাল সেরা, অন্য জটিলতার জন্য সিএমসি-তে যেতে পারেন।
      আপনার কল্যাণ হোক।

    • @abedhossain3662
      @abedhossain3662 2 ปีที่แล้ว +1

      @@karigorlife হাটের জন্য সিএমসি ভেলোর হাসপাতাল খারাপ না,২০১৬ সালে আমার আম্মার বাইপাস অপারেশন করেছিলাম,,খরচ ও কম,,বাঙ্গালোর নারায়ণী হাসপাতাল এখন ব্যবসা করে দেবী শেঠী নাম বিক্রি করে

    • @abdulquddus8611
      @abdulquddus8611 ปีที่แล้ว +1

      Apni vellore CMC hospital jete paren valo hobe .amra shifa house chilam per day vara 150taka. 200 taka room ache attach bath room .cmc hospital er kache .

    • @karigorlife
      @karigorlife  ปีที่แล้ว

      তথ্য শেয়ারের জন্য অনেক ধন্যবাদ।

    • @abdulquddus8611
      @abdulquddus8611 ปีที่แล้ว +1

      Jekono asuk vellore CMC hospital valo .khoroch kom .hotel vara kom .200/ 250 per day . Shifa house Babu Rao street .room vara 150taka per day .amara chilam 23 .8 .22 porjonto .jogajog korte paren .+

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 ปีที่แล้ว +1

    All peoples happy life this is thamilan

  • @As-bx7dy
    @As-bx7dy 2 ปีที่แล้ว +2

    Sir can I go with you in chnnai.

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      সিডিওল মেলানো মুশকিল।
      আপনার ইচ্ছারকে সম্মান প্রদর্শন করি।

  • @hasankamrul5419
    @hasankamrul5419 ปีที่แล้ว +3

    মানুষকে মিথ্যা তথ্য না দেওয়া উচিত। এখানে সব কিছুর দাম বেশি।

    • @karigorlife
      @karigorlife  ปีที่แล้ว

      ভারতের অন্যান্য প্রাইভেট হাসপাতালের তুলনায় নিশ্চয়ই বেশি নয়। যদি অন্যকোন হাসপাতালে এর থেকে কম খরচে ভালোমানের চিকিৎসা দেয় আমরা সেখানেই যাবো, আপনার কাছে সেরকম তথ্য থাকলে আমাদের সাহায্য করুন, নিশ্চয়ই আপনার কল্যাণ হবে।

  • @tourboyexpress9300
    @tourboyexpress9300 ปีที่แล้ว +1

    আমি ২০১৭ সালে ১ মাস ছিলাম সিএমসিতে মিনাবাজার ছিলাম

    • @karigorlife
      @karigorlife  ปีที่แล้ว

      কল্যাণ হোক।

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 ปีที่แล้ว +1

    South Indian good People s gods

  • @nishatrahman3120
    @nishatrahman3120 9 หลายเดือนก่อน +1

    অনেক দাম,,,কোন সস্তা নেই এখানে,,,,পায়ে পায়ে দাম,,,

    • @karigorlife
      @karigorlife  9 หลายเดือนก่อน

      তবে যাই বলেন, ফলমূলের দাম কিন্ত সস্তা।

  • @ruralenvironment8408
    @ruralenvironment8408 2 ปีที่แล้ว +1

    Sound matabeyta

    • @karigorlife
      @karigorlife  2 ปีที่แล้ว

      দুঃখিত।

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 ปีที่แล้ว +1

    South Indian why ?? Rich please people s gods

  • @rubeldas9763
    @rubeldas9763 ปีที่แล้ว

    সব কিছু এখানে অনেক মূল্য, থাকা, খাওয়া, সব কিছুই অনেক অনেক ব্যায়বহুল

    • @karigorlife
      @karigorlife  ปีที่แล้ว

      তাই নাকি! একটু তুলনা করে বললে রোগীদের উপকার হতো।

  • @kamrusjaman9358
    @kamrusjaman9358 ปีที่แล้ว +1

    সস্তা নারে বোকা। ইন্ডিয়ান টাকা বাংলা টাকার সাথে কনভার্ট করলে বেশি পড়ে। জেমন ৬০ টাকা ইন্ডিয়ান হলে বাংলা টাকায় ১২০ টাকার মতো।

    • @karigorlife
      @karigorlife  ปีที่แล้ว

      ১০০ টাকায় এখন ৭৭/৭৮ রুপি পাওয়া যাচ্ছে।

  • @akidulislam755
    @akidulislam755 2 ปีที่แล้ว +1

    Sir aponar Facebook page name please