আমাদের শৈশবে আজকালের মতন এতকিছু ছিলো না, ইন্টারনেটের জগতে ছিলো না মুঠোর ভিতর সবকিছু। তবে যা ছিলো তা নিতান্তই খারাপ ছিলো না। এই ভিডিওটি সেই স্মৃতির রোমান্থন করতে তৈরি করা, যেন এই প্রজন্মও জানতে পারে কি জাদু ছিলো সেই সময়ে। এখানে আমি আমার গল্প শেয়ার করেছি, আমি নিশ্চিত যে আপনারও রয়েছে এমন মজার কিছু গল্প। সেগুলো শোনার অপেক্ষায় রইলোম, সেই সাথে ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। এই ধরনের আরও কোনও ভিডিও দেখার ইচ্ছে হলে আপনার আইডিয়াগুলো শেয়ার করতে পারেন। আর এই গেইমটি এখনও emulator দিয়ে খেলতে কি করতে হবে তা জানান অন্যদের।
আমার জন্ম 90 দশকে না হলেও 90 দশকের শেষের দিকে হয়েছে যার ফলে কিছুটা হলেও 90 দশক উপভোগ করতে পেরেছি সত্যি ভাইয়া আমাদের শৈশবটা ছিল গোল্ডেন টাইম যেটা এখনকার পোলাপাইন কোশ্চেন কেন কল্পনাও করতে পারবে না আমাদের শৈশব কতটা সুন্দর ছিল বিশ্বাস করেন ভাইয়া ডোরেমনের টাইম মেশিন থাকলে আবারও শৈশবে ফিরে যেতাম 90 দশক থেকে আরেকবার উপভোগ করতাম
@@PabelAhamed-t4j 2005-7 porjonto sei 90s er motoi silo bhai, tokhono 90s er sob games cholto, cd dvd jug chilo, mobile er jug chilo na, television gulo te sei kaler show guloi cholto.
আমার জন্ম ১৯৯৫সাল। এই গেম বহুত খেলেছি আম্মা দোকানে যেয়ে ডেকে বাসায় নিয়ে আসতো। এই গেম পাশাপাশি ২০০২,৯৭ এসব গেম খেলতাম অনেক। ৯০শতকে যাদের জন্ম তারা বুঝবে তখনকার দিনগুলো কতোটা মজার ছিলো। কারেন্ট চলে গেলে পড়া বাদ দিয়ে খেলা শুরু করে দিতাম। আহ দিন কীভাবে বদলে যায়।
ভাইয়া আপনার শৈশবের গল্প তো হুবহু আমার শৈশবের গল্প! এবং একই সময়! '৯৪ কি '৯৫! সাইকেল নিয়ে কিছু না বলে বেড়িয়ে পড়তাম ৬/৭ বছর বয়সে। মহাখালী ডিওএইচএস এর মত অভিজাত অতিনিরাপদ এলাকায় থাকতাম ঠিকই। কিন্তু আমার কাঙ্খিত গন্তব্য ছিল এলাকার ঠিক বাইরে, মহাখালী রেলক্রসিং এর বেশ অনিরাপদ জায়গা পার হয়ে যা মেইন রোড থেকে বেশ দূরে ছিল এবং কিছুটা জঙ্গলে ঘেরা ছিল। এভাবে বেশি সুযোগ আর সাহস পেয়ে গিয়ে প্রায় প্রতিদিন যাওয়া-আসা হচ্ছিল আমার প্রিয় ভিডিও গেইমের দোকানে। কিন্তু হঠাৎ গেলাম একদিন ধরা খেয়ে, ঠিক একই কায়দায়! ব্যস্... ঐ আমার যাওয়া বন্ধ।
এই ঘটনাটি ও সম্ভবত ৯৪-৯৫ এই ঘটেছিলো ভাই, তখন মিরপুর ১২ তে ছিলাম। সেখান থেকে পরে আমরাও মহাখালী ডিওএইচএসে আসি আর ২০০০ সালে বনানী ওল্ড ডিওএইচএসে ফ্ল্যাট কেনেন বাবা। এরপরে আসলে ওয়ান্ডার ল্যান্ড এর আর্কেড গেমগুলো খেলেছি গুলশান এক আর দুইয়ের মাঝে। কিন্তু সেভাবে আর হয়ে উঠেনি। মহাখালীর স্পোর্টস জোন খুব পছন্দের জায়গা ছিলো তবে স্টুডেন্ট লাইফে কি আর এত টাকা থাকে?
আমার জন্ম ২০০৬ সালে। সে হিসেবে এই গেইম টি প্রায় বিলুপ্তির দিকে। তবে আমার এটা খেলার সৌভাগ্য হয়েছিলো। আজকের ভিডিওটি দেখে অনেক স্মৃতি মনে পরে গেলো। ধন্যবাদ Search of mystery কে❤
৯০ দশকে জন্মের সুবাদে এই অসাধারণ গেম খেলার সৌভাগ্য হয়েছিলো আমার। প্রত্যেকদিন বিকেলে বাজারে যেতাম গেমটি খেলতে, মাঝে মাঝে স্কুলের বিরতির সময়ই গেমটি খেলতে যেতাম। আহ্ কি গোল্ডেন সময় ছিল। বন্ধুদের সাথে খেলার মজাই ছিল আলাদা। মিস দোস টাইমস। হুড়িয়া হুড়িয়া 😢
@@searchofmysteryofficial সত্যিই অসাধারণ ছিল ভিডিওটা। পুরোনো সেই দিনের কথা মনে পড়ে অনেক নস্টালজিক হয়ে পড়ছিলাম। অনেক ধন্যবাদ আপনাদের সেই স্মৃতি মনে করিয়ে দেবার জন্য। শুভকামনা রইলো আপনাদের টিমের সকলের প্রতি। ❤️
সত্যি ভাই অতীতে ফিরে এসে গেছে সেই অসাধারণ সময় কাটাতে অসাধারণ মুহূর্তে জীবনে গুরুত্বপূর্ণ এই গেমটা ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনার আন্তরিকতা দেখে অবাক হয়ে যায় আপনার আসল নাম ভাই
Video tar finishing ta onek beshi e realistic.... mature creation. ekjon gamer e bujhbe ei video tar last e sundor kotha gulo... Miss those times of childhood
@searchofmysteryofficial মাইর খাইছি মানে, এমন মাইর খাইছি যে শেষ পর্যন্ত বেহুশ হওয়ার অভিনয় করা লাগছে, যে লাঠি দিয়ে মারতো ওইটা একদিন লুকাই আমি রাস্তার পাশের পুকুরে ফেলে দিছিলাম, ভাগ্যের নির্মম পরিহাস দেখেন বৃষ্টির পানিতে ভেসে এসে ওইটা আবার আমাদের বাসার সামনে চলে আসছে😒😒😒
আমার জন্ম ৮৬ সালের শেষের দিকে।সালমান শাহ এর মৃত্যুর সাল থেকে শুরু করি খেলা।কতো মার খেয়েছি বাবার,হিসেব নাই।এক গেমে গেম ওভার,আশে পাশের মানুষের দেখার আকর্ষণ।সে এক আলাদা অনুভূতি।নিজেকে সেরা মনে হতো।এমন কোন দোকান ছিলো না যেখানে আমি খেলতে পারি।এক গেমে ১ ঘন্টা, কে এই লস স্বিকার করবে।তাই আমাকে দেখলে খেলতে দিতো না।এখনো খেলি তবক মোবাইলে।
আমি কম্পিউটার কিনছিলাম ২০০৮ সালে মুস্তাফা গেমস, বুম্বারম্যান, Gta vice city & san andres of fighters 97 & 2002 plus, air strike গেইমস, হারকিউলিস এর মতো গেইমগুলো খেলার জন্য। এখনও সেইদিন এর কথা মনে পরে যায়🥺 গেইমসের দোকানে পরে থাকতাম তাই আব্বা কম্পিউটার কিনে দিছিলো কষ্টের টাকা দিয়া। কিন্তু সেই সময় মুস্তাফা গেমস লাস্ট বস বা gta vice city games এর কোনো মিশন খেলতে গেলেই কারেন্ট চলে যেতো ১ঘন্টা পর পর😂 খুবই মজার দিন ছিলো। আর এখন সবই আছে কিন্তু আর সেই মজাটা নেই ১ম ১ম যেই আগ্রহ নিয়ে মুস্তাফা গেমস এর শেষ বস মারার জন্য আগ্রহ নিয়ে বসতাম😢 এখন শুধু Efootball টা খেলি। ২০১৫ থেকে খেলতাম Dls পরে ২০১৭ থেকে Pes শুরু করা🥺
আমি ২০০৩ সালে ক্লাস থ্রীতে পড়তাম। তখন স্কুল থেকে বাসায় আসার সময় রাস্তার মোড়ে মোড়ে এসব দোকান দেখতাম আর দেখতাম বাচ্চারা খেলছে। তবে এসব গেম টাকা দিয়ে খেলতে হত। তাই কখনো আব্বু আম্মুর কাছে টাকা চেয়ে গেম খেলার সাহস হয়নি। তাই কখনো এসব গেম খেলিনি। তবে আমি ল্যাপটপ কেনার পর কাজিনের কাছ থেকে ভাইস সিটি নিয়ে এসেছিলাম। তখন থেকে ভাইস সিটি খেলি। এখনো খেলি। ভাইস সিটি আমার সবচেয়ে প্রিয় গেম।
Vai AI game koto je khalc ja bole bujhanor moto vasha nai bt kokhono E ATO details a jantam na kichu E Aaj janlam apnar Dara dhonnobad ❤ oi din Gula r Kono din E pabona😢
2001 সালের কথা ক্লাস থ্রিতে পড়া আমি,, ঢাকার মিরপুরে বড় হয়েছি,,,, টিফিনের টাকা জমিয়ে মোস্তফা গেমস খেলা,, হটাৎ ভিডিও গেমস খেলার সময় আব্বা পেছন থেকে মার শুরু করে বাসা পযর্ন্ত নিয়ে গেছে ক্রিকেট ব্যাট দিয়ে। তওবা ও করি কিন্তু গেমসের নেশা কাটানো যায় নাই,, এই হলো আমার শৈশব ❤😢
আমাদের শৈশবে আজকালের মতন এতকিছু ছিলো না, ইন্টারনেটের জগতে ছিলো না মুঠোর ভিতর সবকিছু। তবে যা ছিলো তা নিতান্তই খারাপ ছিলো না। এই ভিডিওটি সেই স্মৃতির রোমান্থন করতে তৈরি করা, যেন এই প্রজন্মও জানতে পারে কি জাদু ছিলো সেই সময়ে। এখানে আমি আমার গল্প শেয়ার করেছি, আমি নিশ্চিত যে আপনারও রয়েছে এমন মজার কিছু গল্প। সেগুলো শোনার অপেক্ষায় রইলোম, সেই সাথে ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। এই ধরনের আরও কোনও ভিডিও দেখার ইচ্ছে হলে আপনার আইডিয়াগুলো শেয়ার করতে পারেন। আর এই গেইমটি এখনও emulator দিয়ে খেলতে কি করতে হবে তা জানান অন্যদের।
Mustafa game amar jiboner first game chilo and my favourite game of all time Mustafa game 🥹💝
Vai monta valo koira dilen❤❤
@@searchofmysteryofficial আমি এখনো ইমুলেটরে খেলি,
আমার কাছে এখনো আছে
এই গেম আমি এখনও মোবাইলে খেলি
মস্তুফা গেইম, কিং অব ফাইটার এবং ভাইস সিটি।
আহ! কি ছিলো সেই সোনালী অতীত ❤
সেরা সময়
সোনালী অতীত 😭😭😭😭😭😭😭😭😭😭
@@abukausartarek3326 hummm 😂
ডাবল ড্রাগনও ছিল আমার ফেভারেট।
@@abukausartarek3326 Ami to akhono KoF,Street fighter series kheli😁
সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার মতো কন্টেন্ট। সেই ছোট বেলার কথা, আহারে হারিয়ে গেলাম সেই ইতিহাসে।
ধন্যবাদ প্রিয় দর্শক! ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো!
আমি ও 😭😭😭😭😭😭😭😭😭😭
Amio
আমার জন্ম 90 দশকে না হলেও 90 দশকের শেষের দিকে হয়েছে যার ফলে কিছুটা হলেও 90 দশক উপভোগ করতে পেরেছি সত্যি ভাইয়া আমাদের শৈশবটা ছিল গোল্ডেন টাইম যেটা এখনকার পোলাপাইন কোশ্চেন কেন কল্পনাও করতে পারবে না আমাদের শৈশব কতটা সুন্দর ছিল বিশ্বাস করেন ভাইয়া ডোরেমনের টাইম মেশিন থাকলে আবারও শৈশবে ফিরে যেতাম 90 দশক থেকে আরেকবার উপভোগ করতাম
সেই শৈশবটাই ফিরিয়ে আনতে চেয়েছিলাম আজ। কেমন লাগলো জানাবেন, এরকম আরও ভিডিও চান কিনা বলবেন।
90 dosok jonmo holatu hobana. 90 dosoker sisu/Kisor kal hota hoba.
@@PabelAhamed-t4j 2005-7 porjonto sei 90s er motoi silo bhai, tokhono 90s er sob games cholto, cd dvd jug chilo, mobile er jug chilo na, television gulo te sei kaler show guloi cholto.
@@MahadiIslam-mo6je জি ভাই অসাধারণ একটা কথা বলেছেন যারা ডোরেমন দেখেনি কখনও তারা বুঝবে নাহ্ কথাটির অর্থ কি💖🥰
আমিও 90 দশকের আপনার ভিডিও দেখে পুরনো স্মৃতি মনে পড়ল কান্দাইয়া দিলেন স্মৃতিগুলো মনে পড়ছে
😭😭😭😭😭😭😭😭😭😭
আমার জন্ম ১৯৯৫সাল। এই গেম বহুত খেলেছি আম্মা দোকানে যেয়ে ডেকে বাসায় নিয়ে আসতো। এই গেম পাশাপাশি ২০০২,৯৭ এসব গেম খেলতাম অনেক। ৯০শতকে যাদের জন্ম তারা বুঝবে তখনকার দিনগুলো কতোটা মজার ছিলো। কারেন্ট চলে গেলে পড়া বাদ দিয়ে খেলা শুরু করে দিতাম। আহ দিন কীভাবে বদলে যায়।
আমরা যা দেখেছি তা আর কোন জেনারেশন পাবে না। আমরা অ্যানালগ যুগ থেকে ডিজিটালে ঢুকেছি।
আমি মোবাইলে খেলি এখনো
@@ShohelJuthi 𝐤𝐨𝐢 𝐩𝐚𝐛𝐨
মনে পড়ে গেল সেই 90 দশকের মোস্তফা খেলা
এই গেম আমার মোবাইলে এখনো আছে আমার কাছে ভাল লাগে এই গানটা😊😊😊
ভাই ভিডিও এডিটং খুব সুন্দর হইছে।।।।
আমি এখনো খেলি, মোবাইলে ডাউনলোড করা আছে। Childhood memorries ❤❤🥰🥰
কত প্লে স্টেশন আসলো গেলো, ওইটার মতন মজা আর কিছুতে নাই
রাইট ব্রো। মোস্তফা এক আবেগ❤@@searchofmysteryofficial
Amio khali😂😂😂
@@EnbFeed-th1tj kotha theke dawonload korbo
@@rockySarkar-m5d kotha theke download korbo?
ভাইয়া আপনার শৈশবের গল্প তো হুবহু আমার শৈশবের গল্প! এবং একই সময়! '৯৪ কি '৯৫! সাইকেল নিয়ে কিছু না বলে বেড়িয়ে পড়তাম ৬/৭ বছর বয়সে। মহাখালী ডিওএইচএস এর মত অভিজাত অতিনিরাপদ এলাকায় থাকতাম ঠিকই। কিন্তু আমার কাঙ্খিত গন্তব্য ছিল এলাকার ঠিক বাইরে, মহাখালী রেলক্রসিং এর বেশ অনিরাপদ জায়গা পার হয়ে যা মেইন রোড থেকে বেশ দূরে ছিল এবং কিছুটা জঙ্গলে ঘেরা ছিল। এভাবে বেশি সুযোগ আর সাহস পেয়ে গিয়ে প্রায় প্রতিদিন যাওয়া-আসা হচ্ছিল আমার প্রিয় ভিডিও গেইমের দোকানে। কিন্তু হঠাৎ গেলাম একদিন ধরা খেয়ে, ঠিক একই কায়দায়! ব্যস্... ঐ আমার যাওয়া বন্ধ।
এই ঘটনাটি ও সম্ভবত ৯৪-৯৫ এই ঘটেছিলো ভাই, তখন মিরপুর ১২ তে ছিলাম। সেখান থেকে পরে আমরাও মহাখালী ডিওএইচএসে আসি আর ২০০০ সালে বনানী ওল্ড ডিওএইচএসে ফ্ল্যাট কেনেন বাবা। এরপরে আসলে ওয়ান্ডার ল্যান্ড এর আর্কেড গেমগুলো খেলেছি গুলশান এক আর দুইয়ের মাঝে। কিন্তু সেভাবে আর হয়ে উঠেনি। মহাখালীর স্পোর্টস জোন খুব পছন্দের জায়গা ছিলো তবে স্টুডেন্ট লাইফে কি আর এত টাকা থাকে?
অপেক্ষায় ছিলাম ভিডিওর জন্যে ভাই ❤️
ধন্যবাদ, ভিডিও কেমন লাগলো ভাই?
King of fighters এখনো আছে,
New Release হয়েছে ২ বছর আগে
আর ফিরে পাবো না সেই সোনালী অতীত😢 সত্যিই সেই দিনগুলো ছিলো কতো না মধুর। 😭
You can play this game in console named Game Station and it is available in Bangladesh.
আমার জন্ম ২০০৬ সালে। সে হিসেবে এই গেইম টি প্রায় বিলুপ্তির দিকে। তবে আমার এটা খেলার সৌভাগ্য হয়েছিলো। আজকের ভিডিওটি দেখে অনেক স্মৃতি মনে পরে গেলো। ধন্যবাদ Search of mystery কে❤
৯০ দশকে জন্মের সুবাদে এই অসাধারণ গেম খেলার সৌভাগ্য হয়েছিলো আমার। প্রত্যেকদিন বিকেলে বাজারে যেতাম গেমটি খেলতে, মাঝে মাঝে স্কুলের বিরতির সময়ই গেমটি খেলতে যেতাম। আহ্ কি গোল্ডেন সময় ছিল। বন্ধুদের সাথে খেলার মজাই ছিল আলাদা। মিস দোস টাইমস। হুড়িয়া হুড়িয়া 😢
একদম ভাই, সেই স্মৃতি ফিরিয়ে আনতে এই ভিডিওটি তৈরি করা হয়েছিল।
@@searchofmysteryofficial সত্যিই অসাধারণ ছিল ভিডিওটা। পুরোনো সেই দিনের কথা মনে পড়ে অনেক নস্টালজিক হয়ে পড়ছিলাম। অনেক ধন্যবাদ আপনাদের সেই স্মৃতি মনে করিয়ে দেবার জন্য। শুভকামনা রইলো আপনাদের টিমের সকলের প্রতি। ❤️
জন্ম ২০০৩ এ... খুব পিচ্ছি বেলায় খেলেছি....। জোস এক্সপেরিয়েন্স ছিল।
সত্যি ভাই অতীতে ফিরে এসে গেছে সেই অসাধারণ সময় কাটাতে অসাধারণ মুহূর্তে জীবনে গুরুত্বপূর্ণ এই গেমটা ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনার আন্তরিকতা দেখে অবাক হয়ে যায় আপনার আসল নাম ভাই
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, ভিডিওর শেষে ক্রেডিট সেকশনে আমার এবং আমার টিমের সদস্যদের নাম উল্লেখ আছে।
আসলে দারুণ ছিলো সেই ৯০ দশকের সময় টা,, অনেক আনন্দ পায় যখন এটা মনে পরে,, সেই সময় টা ছিলো অনেক সুন্দর আর আনন্দ ময়🎉🎉❤❤❤
এই গেইমের পাগল ছিলাম একসময়, কত যে খেলেছি, কিন্তু এভাবে এত চমৎকার গল্পটি আজই প্রথম জানলাম।
Thank you so much for your beautiful comment brother
আহারে কত স্মৃতি মনে পড়ে গেল😢😢😢
আপনার বর্ণনা করার স্টাইলটা খুব ভাল লেগেছে। মনে হচ্ছে যেন গায়ক ও অভিনেতা তাহসান কথা বলছেন।
যথেষ্ট সুন্দর ও সহজভাবে পুরো বিষয়টি উপস্থাপন করেছেন। অনেক তথ্য সমৃদ্ধ উপস্থাপনা। অসাধারন। 👍
Thank you so much brother
এই গেমের 2nd part এর জন্য এখনো অপেক্ষা করছি😊
ভাই আপনার ভিডিওটা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আহারে সে কি মাইর খেলাম মন চায় সে দিনগুলো তো আবার ফিরে যাই কিন্তু চাইলেও পারবো না ❤❤❤আই মিস ইউ
♥️♥️
আমার শৈশব এমন কাটছে আমি অখনো এই গেম খেলি
আমি অনেক মার খাইছি
খুব মিস করি এই দিন গুলো 🥰🥰🥰
এমন ভিডিও আরও চাই
এই ভিডিওটা যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে অবশ্যই বানাবো। আর না পেলে হয়তো না।
I still now play Mame4andorid,,,,, all game ❤
Our Childhood is the best ♥️
গেমটা খেলার সুযোগ হয়নি কিন্তু পুরো ভিডিও টা দেখলাম 😊
Thank you so much
House of the Dead
IGI
Gta Bangla Vice city
Gta San Andreas
Mosthopha games
এই সব গুলাই আমার ছোট বেলার স্মৃতি।
me too breda
Call of duty বাদ পড়েছে ভাই
Sotti vai apni ajj ja mone koriye dilen mone hochchilo shei shomoy ta amar chokher shamne fute uthche❤apnar jonno moner govir theke valobasha diye gelam❤❤❤❤
আপনার জন্যেও অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো
Love your editing skill
অসংখ্য ধন্যবাদ ভাই
আহা সেই শৈশব😊😊😊
অসাধারণ ছিল ❤❤
1st e voice ta sune vablam Tahsan 😁!!
Very nice explanation.
ধন্যবাদ ভাই।
😭আহা সেই স্বর্ণময় দিনের হারানো অথিত 😭😭আর ফিরে আসবে না😭😭😭কয়েক মিনেটের জন্য হারিয়ে গেলাম সোনালী অথিতে😭😭
i love this video 💕💕❤❤😍😍
অসম্ভব মিস করি এই দিন গুলো।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য❤❤❤#noton Tripura
♥️♥️♥️♥️
আমার জন্ম ২০০৯ এ,, তারপরও এ গেইমটা খেলেছি❤
গেইমটা কন্টিনিউ করলে হয়তো আরও অনেকেই খেলতো এই প্রজন্মেরও।
Cadillacs and dinosaur এইমাত্র ডাউনলোড করে ৮ বছরের পুরনো স্মৃতি তাজা করলাম❤❤
আইডি টা সুন্দর
আমার জন্ম ২০১০ এ আমিও খেলেছি
Video tar finishing ta onek beshi e realistic.... mature creation. ekjon gamer e bujhbe ei video tar last e sundor kotha gulo... Miss those times of childhood
আমাদের চ্যানেলের অন্য যেকোন ভিডিওর চেয়ে এটি ছিলো আলাদা। সবসময় পাবলিক ডিমান্ডে ভিডিও বানালেও এটি নিজের ভাললাগা থেকে তৈরি করা হয়েছে
Koto je khelci bolte parbo na. Babar onek boka khaici ai game ar Jonno. Sei somoy ar trandy game sobar priyo.❤❤❤
শেষ পর্যন্ত গেমস এর দোকান দিলাম 😊 আহারে সোনালী অতীত
আমি 14 বছর বয়সি, কিন্তু খুব সুন্দর গেম। মেস ফ্যান 😊😊😊
@@wwc2603 I am also 14 years old but I played this game in my early childhood
ভিডিওটি দখেতে দেখতে চোখ দুটো ভিজে এসেছিল। কি ছিল সেই দিনগুলো। জীবনের শ্রেষ্ঠ সময় এবং পৃথিবীরও শ্রেষ্ঠ সময় ছিল।
ঠিক বলেছেন, ক্রিকেট দলগুলো খুব ব্যালান্সড ছিলো, ফুটবল দলগুলো ছিলো লেজেন্ড দিয়ে ভরা।
@@searchofmysteryofficial দিপু নাম্বার ২, টাইটানিক, মেকগাইভার, রবিবার দিন তো ছিল ফাকি দেবার দিন, ১৮ টাকায় সয়াবিন তেল, ১০০ টাকায় গরুর মাংস। ছাত্র শিক্ষকের মধুর সম্পর্ক, রাজনিতীও ছিল সীমার মধ্যে।
সবকিছু ধ্বংস করেছে 9/11
ভাই ধন্যবাদ কী সুন্দর একটা উপস্থাপনা দেখালেন আপনি
ছোটবেলা মনে পড়ে গেলো
ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য
আমি ছোটবেলা থেকে ভিডিও গেম খেলে থাকি এবং আমাদের ভিডিও গেম দোকান ছিল আগের ভিডিও গেম গুলো অনেক ভালোবাসি আমি❤❤❤❤
গুরি গুরিয়া গো গো গো 😂😂😂 সেই ছিলো
জানি কি মোহ ছিল এই গেমে। সুযোগ পেলেই খেলতে যেতাম
সেই ১৯৯৭ সাল, কত খেলেছি, অনেক সময় গেছে এর পিছনে ❤❤❤
সেদিনকার একেকটা দিন ছিলো সপ্ন,মায়া,ভালবাসা, সন্মান আর দুস্টামিতে ভরপুর। আগের দিন গুলি ৯০ দশকের মানুষ কেবল জানেন,যারা উপভোগ করেছেন।
Exactly ♥️
গুঁড়ি গুড়িয়া গো গো 😂
তবে কান ধরার সময় ধ্যাৎ আমিও বলসিলাম বাপকে একবার 😅💔
স্কুল পালিয়ে অনেক খেলেছি গেমটা আজও অনেক মিস করি
অসাধারণ ছিলো, ❤❤❤
অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো
Donne bad apnak sonali din golo k abar mon a korriye dewar jonnu🎉
ভাই পুরা আমার ইতিহাস বলে দিলেন😌😌😌
তাই নাকি ভাই? আপনিও মাইর খেয়েছেন?
@searchofmysteryofficial মাইর খাইছি মানে, এমন মাইর খাইছি যে শেষ পর্যন্ত বেহুশ হওয়ার অভিনয় করা লাগছে, যে লাঠি দিয়ে মারতো ওইটা একদিন লুকাই আমি রাস্তার পাশের পুকুরে ফেলে দিছিলাম, ভাগ্যের নির্মম পরিহাস দেখেন বৃষ্টির পানিতে ভেসে এসে ওইটা আবার আমাদের বাসার সামনে চলে আসছে😒😒😒
গেইমটা পরিচিত মনে হওয়ায় ভিডিও টা দেখতে আসলাম 😊
মনে হচ্ছে খেলেছি বা কাউকে খেলতে দেখেছি 😊😮
এখন খেলবো😊
জেনে ভালো লাগলো যে আপনার ভালো লেগেছে। আমাদের কষ্ট স্বার্থক
Darun!
আব্বার সাথে মোস্তফা খেলা দেখতে যেতাম! এই আবদারটা প্রায়ই চলতো।
আমার জন্ম ৮৬ সালের শেষের দিকে।সালমান শাহ এর মৃত্যুর সাল থেকে শুরু করি খেলা।কতো মার খেয়েছি বাবার,হিসেব নাই।এক গেমে গেম ওভার,আশে পাশের মানুষের দেখার আকর্ষণ।সে এক আলাদা অনুভূতি।নিজেকে সেরা মনে হতো।এমন কোন দোকান ছিলো না যেখানে আমি খেলতে পারি।এক গেমে ১ ঘন্টা, কে এই লস স্বিকার করবে।তাই আমাকে দেখলে খেলতে দিতো না।এখনো খেলি তবক মোবাইলে।
Hahaha 😂 আমরা প্রায় একই প্রজন্ম ভাই, আমাকেও ঢুকতে দিতো না।
এটা ছিল আমাদের ইমোশন🥰
ভিডিওটি অনেক ভালো লাগছে রাব্বি ভাই❤
ধন্যবাদ, এই ভিডিওতে অবশ্য রাব্বি ভাই স্ক্রিপ্ট লেখেননি।
@@searchofmysteryofficial তো কে লিখেছে? যিনি লিখেছেন তার নামটিও জানিয়ে দেন আমি খুশি হবো😊
এতোদিন ভুলে ছিলাম আবার মনে করালেন ভাই lovu vai❤
Ei golpo ta tumi amake agei shuniyecho bhaiya❤
হ্যাঁ 😂😂😂♥️♥️♥️
King of fighter কে নিয়ে একটি ভিডিও চাই।
@@shariarovi yes
@@shariarovi right
ছোট বেলায় এই গেম টা আবেগ ছিলো, কত সময় দাঁড়িয়ে খেলা দেখেছি, খেলেছি।
♥️♥️♥️
I like your
EDIT,
GRAPHICS,
QUALITY,
VOICE,
SKILL.
😇
Thank you so much
শৈশবের কথা মনে পড়ে গেল 😌
আহারে কই গেলো সেই দিন😢😢মন চায় আবারো ফিরে যাই সেই দিনে😢😢
♥️♥️♥️
আমি কম্পিউটার কিনছিলাম ২০০৮ সালে মুস্তাফা গেমস, বুম্বারম্যান, Gta vice city & san andres of fighters 97 & 2002 plus, air strike গেইমস, হারকিউলিস এর মতো গেইমগুলো খেলার জন্য। এখনও সেইদিন এর কথা মনে পরে যায়🥺 গেইমসের দোকানে পরে থাকতাম তাই আব্বা কম্পিউটার কিনে দিছিলো কষ্টের টাকা দিয়া। কিন্তু সেই সময় মুস্তাফা গেমস লাস্ট বস বা gta vice city games এর কোনো মিশন খেলতে গেলেই কারেন্ট চলে যেতো ১ঘন্টা পর পর😂 খুবই মজার দিন ছিলো। আর এখন সবই আছে কিন্তু আর সেই মজাটা নেই ১ম ১ম যেই আগ্রহ নিয়ে মুস্তাফা গেমস এর শেষ বস মারার জন্য আগ্রহ নিয়ে বসতাম😢 এখন শুধু Efootball টা খেলি। ২০১৫ থেকে খেলতাম Dls পরে ২০১৭ থেকে Pes শুরু করা🥺
শৈশবের নস্টালজিয়া
ক্ষনিকের জন্য ফিরে গিয়েছিলাম স্কুল লাইফে। এখন বুঝতে পারছি জীবনের শ্রেষ্ঠ সময়টা ফেলে এসেছি।
সেই সময়ের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো
আমার বড় ভাই মারদেছল 😂😂😂😂 সে দিন গুলো কই চলেই গেলোই এখন শুধু পাপ কর পাফ করে জীবন টা একটা পুতুলের মত 😢😢
Amar best game ❤❤❤❤❤
Shei din gula onek miss kori koto mair je kheyechilam 😔😔😔😔😔
Bhai video editing level awesome ❤❤❤❤❤❤❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ ভাই
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আবার সেই শৈশবে ফিরে নিয়ে যাওয়ার জন্য
আপনাকেও অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে সুন্দর মন্তব্যের জন্যে। বন্ধুদের সাথে শেয়ার করলে আরও খুশি হবো।
আমার জীবনের গল্পটাই আপনাদের ভিডিও টা তুলে ধরেছেন মনে ভাইয়া
আমার আব্বার সবচেয়ে বেশি মাইর খাইছি এই মোস্তফা গেমস খেলার জন্য😊😊😊😊
হাহা এটা আমাদের সবারই কমন পড়েছে ভাই, এই ভিডিওটা ছোট বেলার বন্ধুদের সাথে শেয়ার করবেন আসা করছি
এটা কোন গেম না এটা একটা আবেগ.কোনদিনই ভুলতে পারবো না সেইদিনগুলো😅💔
উফ একদম ♥️♥️♥️
Cadillacs and Dinosaurs ❤❤❤
This old memories 😭 ektaka Diya coin kine game kheltam bondhora mile koi gelo oi Sonali din🥺🤑
I played this game right now 😂🎉
1st comment
ধন্যবাদ, ভিডিও কেমন লাগলো ভাই?
অতীতকে মনে পরে গেল,স্কুল পালিয়ে টিফিনের টাকা জমিয়ে গেম ওভার খেলতাম সেই সময়, প্রায় সময় বাবার কাছে দরা পরার অবস্থা হয়ে যেত। ভাবলেই হাসি পায়... ❤❤
সকল গেমই খেলেছি কিন্তু আরকেড এ নয় মোবাইল এ 😅 যেহেতু আমার জন্ম ৯০ এর দশকে নয়।আমার পছন্দের গেমগুলো।😅😅😅
অনেক খেলছি 😮❤
ভাইয়ের ভাই কান্না করে, কমেন্ট্রি করবেন plzz😂😂😂
ছোটবেলার কথা মনে করায় দিলেন ভাই
লুকিয়ে লুকিয়ে যেতাম গেমের দোকানে । কত খেলছি ১ টাকা করে কয়েন । খুব মনে পড়ে 😢
Nice storytelling ❤
Glad you liked it
Same vai amar sey obostha hoici lo 2018 te
আমি ২০০৩ সালে ক্লাস থ্রীতে পড়তাম। তখন স্কুল থেকে বাসায় আসার সময় রাস্তার মোড়ে মোড়ে এসব দোকান দেখতাম আর দেখতাম বাচ্চারা খেলছে। তবে এসব গেম টাকা দিয়ে খেলতে হত। তাই কখনো আব্বু আম্মুর কাছে টাকা চেয়ে গেম খেলার সাহস হয়নি। তাই কখনো এসব গেম খেলিনি। তবে আমি ল্যাপটপ কেনার পর কাজিনের কাছ থেকে ভাইস সিটি নিয়ে এসেছিলাম। তখন থেকে ভাইস সিটি খেলি। এখনো খেলি। ভাইস সিটি আমার সবচেয়ে প্রিয় গেম।
One of my memory...!!
পুরো ভিডিও দেখার আগেই লাইক কমেন্ট করে দিলাম
৯০ দশকের ছেলেপেলে যারা আছেন তাদের আবেগ
অসংখ্য ধন্যবাদ, চ্যানেলের অন্য ভিডিওর মতো এই ভিডিও মানুষ দেখছে না কিন্তু ভালো লাগা থেকে এটা তৈরি করা।
Vai AI game koto je khalc ja bole bujhanor moto vasha nai bt kokhono E ATO details a jantam na kichu E Aaj janlam apnar Dara dhonnobad ❤ oi din Gula r Kono din E pabona😢
♥️♥️♥️
মোস্তফা গেম ১ম খেলেছি ২০১৪ সালে।
এর আগে দেখতাম বড় ভাইরা ১টাকা করে দিয়ে খেলতো।
এরপর ভাইস সিটি খেলা দেখতাম।তবে এখনো খেলা হয়ে ওঠেনি
আমার জীবনের প্রথম প্রেম❤🥰
childhood memories... i really miss this game..
♥️♥️♥️
উফফ নস্টালজিক, ফিরে যেতে চাই ৯০'এর সেই দিন গুলোতে।🥹
এই গেমটা আমি এখনো অ্যান্ড্রয়েডে খেলি
@@TheMichaelJacksonLegend কিভাবে পেতে পারি?
আমি এখন ও খেলি👌
2001 সালের কথা ক্লাস থ্রিতে পড়া আমি,,
ঢাকার মিরপুরে বড় হয়েছি,,,, টিফিনের টাকা জমিয়ে মোস্তফা গেমস খেলা,, হটাৎ ভিডিও গেমস খেলার সময় আব্বা পেছন থেকে মার শুরু করে বাসা পযর্ন্ত নিয়ে গেছে ক্রিকেট ব্যাট দিয়ে। তওবা ও করি কিন্তু গেমসের নেশা কাটানো যায় নাই,, এই হলো আমার শৈশব ❤😢
তাহলে পুরোই মিলে গেল ঘটনা, আমিও মিরপুরে ১২ তে থাকতেই এই কাহিনীটা হয়েছিলো আমার সাথে
Amazing content! Nostalgic! 🥰
Thank you so much for watching. Would you like more such videos on this channel?
@@searchofmysteryofficial Sure, love this type of contents too 😍