সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক ভ্লগার ইচ্ছে করেই কমেন্টের রিপ্লাই দেয় না। সময় পায় না, এমন না। একটা সেলিব্রিটি ভাব নেয় আর কি!! আপনার সব ভিডিও'র কমেন্ট দেখলাম যে সবার কমেন্টের রিপ্লাই দিয়েছেন। এই জন্য ধন্যবাদ। সময় পেলে লং ট্যুরের fzs v2 কেমন সার্ভিস দেয় (বিশেষ করে ইঞ্জিন) তা নিয়ে বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ দাদা । আপনার অনেস্ট রিভিউ জন্য । আমিও আপনার পুরো ভিডিওটা দেখলাম, আমিও আপনার মতে এক মত। আমি এই বাইকটা চালাচ্ছি 3 বছর 6 মাস । আপনি যে যেই সমস্যা বা ভালো দিক গুলো বললেন আমি হান্ডেট পার্সেন্ট একমত। আর হচ্ছে যে টর্কের কম এর কথা বললেন কথাটা ঠিক। বাট আমাদের ঠিক আছে । ভীষণ কম্ফোর্টেবল খুব সুন্দর কন্ট্রোল পাওয়ার, ব্যালেন্সিং ব্রেকিং, অল এবাউট ভেরী গুড। থ্যাঙ্ক ইউ
ভাই আপনার এই ভিডিও আমি পুরোটা দেখছি। পালসার এবং এটার মধ্যে দ্বীধায় ছিলাম। কারণ পালসারে জায়গা বেশি। তো আপনার এই রিভিউ দেখার পর পালসারের রিভিউ খুজতে গিয়া পুরাই অবাক, কারণ আপনার মতো এত চমৎকার এবং এত স্মার্ট উপস্থাপন দেখার পর "হাই গায়েজ" শুনলেই মেজাজ খিটখিটে হয়ে উঠছে। এইজন্য আর কোনো রিভিউ দেখার রুচি হলো না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে প্রতিটা বিষয় খুলে বলার জন্য।
ভাই আমি v2 single disk চালাই। খুব মজা এটাতে আর আমি খুব আস্তে চালাই কখনো ৬০ এর উপরে উঠাইনা। তারপরেও আমার কাছে মনে হয়েছে পাওয়ার টা কম। আমি মাত্র ২৭০০০ কিলোমিটার চালিয়েছি। আমি এমনিতে অসুস্থ। শুধু মাত্র কম্ফোর্ট এর কারণে গাড়িটা চালাই। আর বাইক জোরে চালাতে ভয় লাগে। আর মাইলেজ খুব ভালো ৫০+ চলে।
পুরা ভিডিওটা দেখলাম ভাই। অভিনন্দন আপনাকে ৫০ হাজার কিলো বাইক রাইট করার জন্য । অনেক অনেক ইনফরমেশন পেলাম। কথা হল আপনি কোন রোডে বাইকে রিভিউ দিয়েছেন সেটা কিন্তু বলেননি । রোডটা কিন্তু খুব সুন্দর। ভিডিওটা খুব ভালো লেগেছে ভাই।
ভিডিওটা হঠাৎ সামনে আসলো, পুরোটাই দেখলাম। আমার প্রথম বাইক হিসেবে এইটা নিছিলাম ৪/৫ মাস আগে, বর্তমানে odo ৫০০০ কিলো। সবকিছু ঠিকঠাক চললেও কিন্তু হঠাৎ কি যে হলো সামনের অংশে স্মুথনেস পাচ্ছিনা। মানে ভালো রাস্তায় ঠিকঠাক গেলেও সামনের অংশ মনে হয় কাঁপাকাপি করে সোজা কথায় স্মুথ না, মনে হয় ভাঙা রাস্তায় যাচ্ছি। একবার ১১০০ টাকা খরচ করে T সোজা করে নিলাম, আবার Disk নাকি বাঁকা ছিলো! সেইটাও ঠিক করলাম ৫/৬০০ টাকা দিয়ে তারপরেও সমস্যার সমাধান হচ্ছেনা। এখন আজকে আবার অন্য সার্ভিসিং সেন্টারে যাওয়ার দেখে বলতেছে সকাপ+ T নাকি ঠিক হয়নি। এটা ঠিক করতে আবার ১১০০ টাকা লাগবে। আমি নিরুপায়! কিছু করার নাই, এখন আবার ঠিক করে দেখি কি হয়। যাইহোক আপনার কাছে জানতে চাই সামনের সোকাপ + T টা কি চেঞ্জ করা ঠিক হবে? আর চেঞ্জ করলে অরিজিনালটা পাবো? হ্যান্ডেলবার চেঞ্জ করছিলাম কিন্তু অরিজিনাল এর মতো হয়নি।
হর্নেট স্পেশল এডিশন এবং ভি2 এই দুটি বাইকের মধ্যে সবদিক বিবেচনা করে ২০২৩ সালে এসে কোন বাইকটি কেনা ঠিক হবে? কোন বাইকটির মেইনটেনান্স কষ্ট কম এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে?
লুকসের কথা চিন্তা করলে FZs > Hornet ইনিশিয়াল/টপের ক্ষেত্রে Hornet > FZs ব্রেকিং/ব্যালেন্সের ক্ষেত্রে FZs > Hornet কমফোর্ট/স্মুথনেসের ক্ষেত্রে FZs > Hornet রিসেল ভ্যালুর ক্ষেত্রে FZs > Hornet মাইলেজের ক্ষেত্রে FZs > Hornet এখন সিদ্ধান্ত আপনার। আমার পরামর্শ হচ্ছে FZs.
লুকসের কথা চিন্তা করলে FZs > Hornet >xBlade. ইনিশিয়াল/টপের ক্ষেত্রে xBlade > Hornet > FZs. ব্রেকিং/ব্যালেন্সের ক্ষেত্রে FZs > xBlade > Hornet. কমফোর্ট/স্মুথনেসের ক্ষেত্রে FZs > Hornet > xBlade. রিসেল ভ্যালুর ক্ষেত্রে FZs > xBlade > Hornet. মাইলেজের ক্ষেত্রে FZs/xBlade > Hornet. এখন সিদ্ধান্ত আপনার। আমার পরামর্শ হচ্ছে xBlade (ABS) অথবা FZs.
ভাই আমি স্কুটি চালাই কিন্তু বাইকের সম্পর্কে ধারনা নাই,খুব ভিডিও দেখি।তো ভিডিও দেখে বাজেটের আর লুকের দিক দিয়ে x blade দেখেছিলাম কিন্তু ওটার নাকি গিয়ারে সমস্যা শুনলাম। বাজেট বাড়ায়া ২৩ সালে কি Fz v2 নেয়া ঠিক হবে নাকি নতুন বাইকের জন্য ওয়েট করব বা কি করব একটু সাজেশন দেন।লং ইউজ,ইকোনমি আর যেন ফেমিলি কম্ফোর্ট দিতে পারি।
Vai amar budget kagoj soho 2.5 lak ekhun ki fzs v2 new grafics ta niya jabe...ami family k nea ghurbo, Bazar khat korbo, office a Use korar jonno..ekhun kon bike ta prefer korben amake plzz boilen vai??
Bhai...Ami 6 ft 3 pray...Amar comfort pochondo...Tobe fz v2 v3 2 tai Amar choto hoy...tyre ba Chaka change Kore...konovabe ki mod Kore bike uchu ba boro kora Jabe kit type kichu lagaile..Amar khub pochondo Tobe Ami nite pacchina sudhu ei height er jonno... kindly solution diben Jodi janen ei bepare
Vai maintenance & Parts cost kmn. kindly ektu janale onk valo hoto. Amr budget limited. Apatoto 1st choice pulsar 150 for budget issue. But jodi barie FZ v2 nei. Amr servicing & Parts cost ki onk besi porbe?
vaiya 1ta help korben plz, amr budget anojayi ami confused, Suzuki Gixxer Old version ta new kinbo, naki Yamaha FZs v2 kinbo second hand. Apnar motamot dile khop vlo hoy vaiya😐
comfort, braking, smoothness er kotha chinta korle FZs egiye thakbe, opordike Gixxer e initial valo paben. resale value duitari valo. spare parts er daam FZs er kichuta kom Gixxer er tulonay. apnar chahida onujayi niye nen ekta. Thanks! 😍
আসসালামুআলাইকুম ভাই আমি একটু পরামর্শ নিতে চাচ্ছি আমার বাজেট হচ্ছে 2 লক্ষ 20 হাজার টাকা এখন আমি কি লিফান কেপিআর 165r আর নিবো। নাকি ইয়ামাহা এফ জেড ভার্সন টু নিব ভাই আমার টাকা গুলা খুব কষ্ট ইনকাম করেছি কষ্টের টাকা আমি কারো কাছ থেকে দুইটা টাকা সহযোগিতা পাইনি। আমি 5000 টাকার জন্য অনেক মানুষের কাছে দ্বারে দ্বারে গুরেছি কেউ আমাকে দেয়নি এক টাকা দিয়ে সহযোগিতা করেনি আমি অনেক কষ্টে নিজে না খেয়ে টাকা টা জমিয়েছি 2 লক্ষ 20 হাজার টাকা এখন কোন বাইকটা কিনলে ভালো হবে। প্লিজ দয়া করে একটু জানাবেন আমাকে। 💖💖💖💖💖
আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, ভাই। আসলে আপনি যে দুইটা বাইকের কথা বলেছেন কেপিআর আর এফজি, এই দুইটা বাইক দুই ক্যাটাগরির। একটা স্পোর্টস সেগমেন্টের আর একটা কমিউটার। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন সেগমেন্টে যাবেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এফজেডএস। কয়েকটা কারণ বিবেচনা করে আমি এটি বললাম- সার্ভিস, স্পেয়ার পার্টস, কমফোর্ট, ব্রেকিং। সেই সবকিছু চিন্তা করলে অবশ্যই এফজেডএস এগিয়ে থাকবে। পাওয়ারের কথা চিন্তা করলে আবার কেপিআর এগিয়ে থাকবে। এখন সিদ্ধান্ত আপনার।
vaiya 30.000 running 2nd nibo. jante chi 30.000 km running hle engine ar kuno problem hoi ki.? 30.000 km ki onk basi running bole apni mone koren ki na.?
আসলে মাইলেজ শুধু বাইকের মডেলের উপর নির্ভর করেনা। স্পার্ক প্লাগ, ওয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, ইঞ্জিন ওয়েল এবং সর্বোপরি রাইডিং স্টাইলের উপর নির্ভরশীল। FZs এবং Fazer একইভাবে চালালে কাছাকাছি মাইলেজ পাবেন। ধন্যবাদ!
@@ashifurrahman6006 ai height niye ami o bipode achi vhai. Bjke mile budget mile na. Budget mille Brand paina. মহাবিপদ ভাই, তার উপর একটু ফেট, Thigh মোটা☹️
@@Vromonik ohh acha amio dianjpur er mnus... Tw bhaia actually kon bike ta nile vlo hoy amr jnno.... Fzs v2 nki gixxer monotone... Jdi ami onkdin dhore use krte chai?
Thanks for Watching this Vlog. ❤️
Subscribe, Like, Share & Keep Supporting! 😍
এক জন বাইক ক্রেতা বাইক কেনার আগে যা কিছু জানতে চায়, বা জানাটা অতি প্রয়োজন ঠিক আপনি সে গুলো নিয়েই আলোচনা করেছেন,সেফলি রাইড চালিয়ে যান, ধন্যবাদ 😊
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য!
সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ।
অনেক ভ্লগার ইচ্ছে করেই কমেন্টের রিপ্লাই দেয় না। সময় পায় না, এমন না। একটা সেলিব্রিটি ভাব নেয় আর কি!!
আপনার সব ভিডিও'র কমেন্ট দেখলাম যে সবার কমেন্টের রিপ্লাই দিয়েছেন। এই জন্য ধন্যবাদ।
সময় পেলে লং ট্যুরের fzs v2 কেমন সার্ভিস দেয় (বিশেষ করে ইঞ্জিন) তা নিয়ে বিস্তারিত জানাবেন।
সেলিব্রেটি হতে চাইনা, ভালবাসা চাই সবার।
FZs নিয়ে পুর্নাঙ্গ রিভিউ আছে একটা আমার, ওটা দেখলেও ভাল আইডিয়া পাবেন। ধন্যবাদ!
Riding exact this bike since 2019. 9k running. Best in the segment
Long way to go.
Best of luck, brother!
Keep uploading videos like this. God bless you brother
Thanks, & keep me in your prayer.
ধন্যবাদ দাদা ।
আপনার অনেস্ট রিভিউ জন্য । আমিও আপনার পুরো ভিডিওটা দেখলাম, আমিও আপনার মতে এক মত। আমি এই বাইকটা চালাচ্ছি 3 বছর 6 মাস । আপনি যে যেই সমস্যা বা ভালো দিক গুলো বললেন আমি হান্ডেট পার্সেন্ট একমত। আর হচ্ছে যে টর্কের কম এর কথা বললেন কথাটা ঠিক। বাট আমাদের ঠিক আছে । ভীষণ কম্ফোর্টেবল খুব সুন্দর কন্ট্রোল পাওয়ার, ব্যালেন্সিং ব্রেকিং, অল এবাউট ভেরী গুড। থ্যাঙ্ক ইউ
আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
সাথে থাকবেন...
Good experience. Honest review. I have also riding 2nd fgs v2 dd. First was Single disc. 2nd one already completed 28k.Thanks
Thanks for sharing your experience...💜
Height koto dorkar vhai?
it was a good content brother.. Enjoyed a lot!
Thanks a ton!
ভাই আপনার এই ভিডিও আমি পুরোটা দেখছি। পালসার এবং এটার মধ্যে দ্বীধায় ছিলাম। কারণ পালসারে জায়গা বেশি। তো আপনার এই রিভিউ দেখার পর পালসারের রিভিউ খুজতে গিয়া পুরাই অবাক, কারণ আপনার মতো এত চমৎকার এবং এত স্মার্ট উপস্থাপন দেখার পর "হাই গায়েজ" শুনলেই মেজাজ খিটখিটে হয়ে উঠছে।
এইজন্য আর কোনো রিভিউ দেখার রুচি হলো না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে প্রতিটা বিষয় খুলে বলার জন্য।
জাজাকাল্লাহ!
ভালবাসা নিবেন।
Thanks. I was searching for this kind of review.
Thanks for being with Vromonik! 😍
অনেক সুন্দর ভাবে উপস্থাপন
করেছেন ভাই 😊❤️
অসংখ্য ধন্যবাদ! 💜
Thanks for let me know the good and bad side about this bike. Stay safe enjoy riding have a good day
You’re welcome!
ভাই আমি v2 single disk চালাই। খুব মজা এটাতে আর আমি খুব আস্তে চালাই কখনো ৬০ এর উপরে উঠাইনা। তারপরেও আমার কাছে মনে হয়েছে পাওয়ার টা কম। আমি মাত্র ২৭০০০ কিলোমিটার চালিয়েছি। আমি এমনিতে অসুস্থ। শুধু মাত্র কম্ফোর্ট এর কারণে গাড়িটা চালাই। আর বাইক জোরে চালাতে ভয় লাগে।
আর মাইলেজ খুব ভালো ৫০+ চলে।
ধীরে চালানোই ভাল।
এই বাইকের পিকাপ পাওয়ার ৬০-৮৫
পুরা ভিডিওটা দেখলাম ভাই। অভিনন্দন আপনাকে ৫০ হাজার কিলো বাইক রাইট করার জন্য । অনেক অনেক ইনফরমেশন পেলাম।
কথা হল আপনি কোন রোডে বাইকে রিভিউ দিয়েছেন সেটা কিন্তু বলেননি ।
রোডটা কিন্তু খুব সুন্দর। ভিডিওটা খুব ভালো লেগেছে ভাই।
ধন্যবাদ, ভাইজান! 😍
দিনাজপুর-ফুলবাড়ী সড়ক; কিছু অংশ আছে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে।
Ami fz v2 60000 kmph ride korsi 🥰 and akhon o amr bike ta asa amr kasa
এই ৬০,০০০ কিমিতে কী কী পরিবর্তন করেছেন?
I came to full support.❤
Thanks! 🤍
অসাধারণ রিভিউ ছিল দাদা ধন্যবাদ। 💙❤️👍
ধন্যবাদ!
Khub vlo review 🖤
Thanks!
ভিডিওটা হঠাৎ সামনে আসলো, পুরোটাই দেখলাম।
আমার প্রথম বাইক হিসেবে এইটা নিছিলাম ৪/৫ মাস আগে, বর্তমানে odo ৫০০০ কিলো। সবকিছু ঠিকঠাক চললেও কিন্তু হঠাৎ কি যে হলো সামনের অংশে স্মুথনেস পাচ্ছিনা। মানে ভালো রাস্তায় ঠিকঠাক গেলেও সামনের অংশ মনে হয় কাঁপাকাপি করে সোজা কথায় স্মুথ না, মনে হয় ভাঙা রাস্তায় যাচ্ছি। একবার ১১০০ টাকা খরচ করে T সোজা করে নিলাম, আবার Disk নাকি বাঁকা ছিলো! সেইটাও ঠিক করলাম ৫/৬০০ টাকা দিয়ে তারপরেও সমস্যার সমাধান হচ্ছেনা। এখন আজকে আবার অন্য সার্ভিসিং সেন্টারে যাওয়ার দেখে বলতেছে সকাপ+ T নাকি ঠিক হয়নি। এটা ঠিক করতে আবার ১১০০ টাকা লাগবে। আমি নিরুপায়! কিছু করার নাই, এখন আবার ঠিক করে দেখি কি হয়। যাইহোক আপনার কাছে জানতে চাই সামনের সোকাপ + T টা কি চেঞ্জ করা ঠিক হবে? আর চেঞ্জ করলে অরিজিনালটা পাবো? হ্যান্ডেলবার চেঞ্জ করছিলাম কিন্তু অরিজিনাল এর মতো হয়নি।
আপনার বাইকের যে সমস্যার কথা বলেছেন তা কয়েকটা কারনে হতে পারে।
আপনি সুইং আর্মের বুশ এবং পেছনের মনোশকটা চেক করান।
তবে ডিস্কের কারনে এমন সমস্যা হওয়ার কথা না।
Vaiya onek Valo laglo video ta
Big fan 💖💖💖
Thanks, brother!
@@Vromonik
Welcome 💖
Nice review!
Thanks!
Plesse, feel free to share... 😍
pura video ta dekhlam onak valo laglo
Thanks!
হর্নেট স্পেশল এডিশন এবং ভি2 এই দুটি বাইকের মধ্যে সবদিক বিবেচনা করে ২০২৩ সালে এসে কোন বাইকটি কেনা ঠিক হবে? কোন বাইকটির মেইনটেনান্স কষ্ট কম এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে?
লুকসের কথা চিন্তা করলে FZs > Hornet
ইনিশিয়াল/টপের ক্ষেত্রে Hornet > FZs
ব্রেকিং/ব্যালেন্সের ক্ষেত্রে FZs > Hornet
কমফোর্ট/স্মুথনেসের ক্ষেত্রে FZs > Hornet
রিসেল ভ্যালুর ক্ষেত্রে FZs > Hornet
মাইলেজের ক্ষেত্রে FZs > Hornet
এখন সিদ্ধান্ত আপনার। আমার পরামর্শ হচ্ছে FZs.
vai new rider der jonno bike ta best.ar balpakna goti jara chay tara ai bike ta like kore na. তাতে কার কি আসে যায়😁😁😁
আসলে গতিই সবকিছু না!
this is a comfort bike, not ready pick up bike. comfort and comfort.
Right
@@Vromonik :
দোয়া রাখেন রমজানে য়েন নিতে পাড়ি
ফি আমানিল্লাহ!
আলহামদুলিল্লাহ অভিনন্দন ও শুভ কামনা রইল ভাইজান ❤️🎉
ধন্যবাদ, ভাইজান!
Rap use er jonne konti best hobe
kon dhoroner rough use?
@@Vromonik high Rpma 12 hours
je bike e water/liquid cooling system ache
২০২২ এ FZ v2 নেয়া কি ঠিক হবে???
এই সেগমেন্টে অন্য কোন বাইক নেয়া ভালো হবে? জানাবেন প্লিজ!
কমফোর্ট, কন্ট্রোলিং এবং ব্রেকিংয়ের কথা চিন্তা করলে এই সেগমেন্টে FZs v2 & v3 অতুলনীয়।
ইনিশিয়াল/টপ চাইলে Gixxer/Apache 4v (with ABS) দেখতে পারেন।
মূলোতো গুছিয়ে কথা বলেন দেখে এত ভালো লাগে 🥰
চেষ্টা করি।
ধন্যবাদ, আরিফ!
khub valo laglo.
Thanks!
দিনাজপুর ফুলবাড়ি হাইওয়ে। মোহনপুর টোলের গ্যাঞ্জাম।
হ্যাঁ
আমরা দিনাজপুর বাসি ভালো করে জানি 😊
Fzs v2 vs Fazer v2 konta best hobe control, comfort, highway ride r long term use er jonno bro apnar kache konta mone hoy?
dutor technical specification ekoi- ekta naked, arekta faired.
apnar chahida onujayi Fazer better hobe.
@@Vromonik apnake ashonkho dhonobad. Khubi confused silam ki kora jay. Apnar poramorsher jonno dhonobad.
Welcome! 💜
Vai outro ta josh 🤣🤣
🙈😹🙈
ভাইয়া x blade, Hornet নাকি V2 কোনটা বেশি ভালো
লুকসের কথা চিন্তা করলে FZs > Hornet >xBlade.
ইনিশিয়াল/টপের ক্ষেত্রে xBlade > Hornet > FZs.
ব্রেকিং/ব্যালেন্সের ক্ষেত্রে FZs > xBlade > Hornet.
কমফোর্ট/স্মুথনেসের ক্ষেত্রে FZs > Hornet > xBlade.
রিসেল ভ্যালুর ক্ষেত্রে FZs > xBlade > Hornet.
মাইলেজের ক্ষেত্রে FZs/xBlade > Hornet.
এখন সিদ্ধান্ত আপনার। আমার পরামর্শ হচ্ছে xBlade (ABS) অথবা FZs.
Fz V2 or Gixxer old version which is best?
initial/top chaile Gixxer;
Comfort, controlling, smoothness, braking-er kotha chinta korle FZs egiye thakbe. FZs e quick acceleration pabenna, jeta Gixxer e better paben.
Dhonnobad!
rtr 160 fi abs or yamaha fzs v3 which one better
jodi performance oriented ekta bike chan, jodi power feel korte chan tahole RTR; ar jodi comfort, better controlling & braking chan tobe FZs.
খুব ভালো লাগলো। কোন রাস্তায় রাইড করলেন।
দিনাজপুর-ফুলবাড়ী সড়ক,
কিছু অংশ আছে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে।
ধন্যবাদ!
Bhijan akta questions silo plz janaben, monoton sd ta nibo naki fzv2 taka ad kore, long time used r jonno
barti tk add kore FI pacchen, echara temon parthokko nei- evabe vable Monotone better.
tobe stability/smoothness er kotha vable FZs egiye thakbe, abar initial e Monotone egiye thakbe.
siddhanto apnar.
eta dekhen-
th-cam.com/video/v_kpF1ta8D0/w-d-xo.html
ভাই এখন কোন গ্রেডের ইন্জিন অয়েল ব্যবহার করছেন
শুরু থেকে এখন পর্যন্ত 10w40 দিয়ে আসছি।
আলহামদুলিল্লাহ, ভালই চলছে এখনও!
ভালো লাগলো ভাই।
ধন্যবাদ!
Fzs v2 or honda xblade . Which one is best brother?
best konta eta bola mushkil; tobe ei dutor moddhe ami FZs ke egiye rakhbo.
ভাই আমি স্কুটি চালাই কিন্তু বাইকের সম্পর্কে ধারনা নাই,খুব ভিডিও দেখি।তো ভিডিও দেখে বাজেটের আর লুকের দিক দিয়ে x blade দেখেছিলাম কিন্তু ওটার নাকি গিয়ারে সমস্যা শুনলাম।
বাজেট বাড়ায়া ২৩ সালে কি Fz v2 নেয়া ঠিক হবে নাকি নতুন বাইকের জন্য ওয়েট করব বা কি করব একটু সাজেশন দেন।লং ইউজ,ইকোনমি আর যেন ফেমিলি কম্ফোর্ট দিতে পারি।
আপনার চাহিদা অনুযায়ী xBlade ABS ঠিক হবে আমি মনে করি, আর যদি কমফোর্ট বেশী চান তবে FZs v2 নিতে পারেন।
Vai amar budget kagoj soho 2.5 lak ekhun ki fzs v2 new grafics ta niya jabe...ami family k nea ghurbo, Bazar khat korbo, office a Use korar jonno..ekhun kon bike ta prefer korben amake plzz boilen vai??
xBlade ABS, eta valo la lagle FZs v2
Bhai...Ami 6 ft 3 pray...Amar comfort pochondo...Tobe fz v2 v3 2 tai Amar choto hoy...tyre ba Chaka change Kore...konovabe ki mod Kore bike uchu ba boro kora Jabe kit type kichu lagaile..Amar khub pochondo Tobe Ami nite pacchina sudhu ei height er jonno... kindly solution diben Jodi janen ei bepare
FZs er rear suspension orthath monoshockta 1-7 step adjustable. jodi apni last point, orthath 7 e adjust koren tahole kichuta height barbe tobe softness kombe. echarao 'bush' diye kichuta height barano jay, tobe tate balance kichuta komar somvabona thake.
amar suggestion hocche height er sathe jay emon suitable ekta bike newa.
Dhonnobad!
@@Vromonik accha Bhai dhonnobad
Vai ami eid a bike nebo dhakay thaki job kori majhe majhe part time pathao calabo konta best hobe 150cc???
xBlade, FZs v2/v3... je kono ekta nite paren.
@@Vromonik v2 millage + long lusting hobeto lifer first bike bro plz janaben🥰
sothikvabe ek haate chalaile, periodic maintenance thik thakle- dirghodin chalate parben.
@@Vromonik eid a nebo in-sha-allah❤️
@@Vromonik subscribe kore dichi bro🥰
Bhai kon mobil use koren please janben
Motul 7100 (10w40)
Vai maintenance & Parts cost kmn. kindly ektu janale onk valo hoto. Amr budget limited. Apatoto 1st choice pulsar 150 for budget issue. But jodi barie FZ v2 nei. Amr servicing & Parts cost ki onk besi porbe?
budget e somossa na thakle FZs v2 nen, nahole xBlade ABS.
good review
Thanks!
Vai ei byk ki handle e vibration kore ??? Fz vs Gixxer konta valo hobe ???
vibration paini ami.
watch this video on FZs vs Gixxer- th-cam.com/video/v_kpF1ta8D0/w-d-xo.html
Intending to buy the bike this month. Pray for me.
Best of Luck!
Which action cam u use for this vdo plz tell?
GPH7B
Khob sondor vlog
ধন্যবাদ! 🤍
ভাই fz s v1 নিয়ে একটা রিভিউ দিবেন একটা বাইক পেয়েছি আমি নেবো তাই বললাম
চেষ্টা করবো! 😍
Honda x blade abs er honest review dian...
will try someday
খুব সুন্দর হয়েছে ভাই
ধন্যবাদ, সৌরভ!
@@Vromonik power onk kom
ha, onnano biker tulonay kom.
vaiya 1ta help korben plz,
amr budget anojayi ami confused,
Suzuki Gixxer Old version ta new kinbo,
naki Yamaha FZs v2 kinbo second hand.
Apnar motamot dile khop vlo hoy vaiya😐
initial/top chaile Gixxer;
Comfort, controlling, smoothness, braking-er kotha chinta korle FZs egiye thakbe. FZs e quick acceleration pabenna, jeta Gixxer e better paben.
Dhonnobad!
@@Vromonik quick acceleration amr lagbe na vaiya, thank you so much vaiya🥰
Welcome!
Bhai amr v2 mileage kom paitesi ekhon ki korte hobe Ektu help koren
And engine oil Konta use kortese ?😊
Mileage niye shighroi ekta video dibo,
ami Motul 7100 10w40 bebohar kori.
আমি নতুন ইউজার বিগত ৩০/০৪/২০২২ মহান আল্লাহ অশেষ রহমতে এই গাড়ি চালাচ্ছি। বিনা প্রশ্নে এই গাড়ি কিনতে পারেন।
👍
FZS v2 or v3?
Which one better?
depends on your preference;
better look > v2
better braking > v3
baki sobkichu praye ekoirokom
Gixxer or v2 konta better hobe vai? TIA
comfort, controlling & braking prefer korle FZs,
initial prefer korle Gixxer.
duto bike-i pochonder amar kache, Gixxer e initial better paben tobe pillion seat comfortable na, echara motamuti ekoi.
vai,, fi,. Carboretor nia kiso bollen na,, fi nosto hoyle naki gari bat hoya jay,,
FI nosto hole bike batil hoye jay- eta ekdom vul kotha.
FI sadharonoto nosto hoyna, holeo nutun pawa jay.
Dam matro 4200/ brother❤
Vai Yamaha v2 na Gixxer fi abs konta nibo
comfort, braking, smoothness er kotha chinta korle FZs egiye thakbe, opordike Gixxer e initial valo paben. resale value duitari valo. spare parts er daam FZs er kichuta kom Gixxer er tulonay.
apnar chahida onujayi niye nen ekta.
Thanks! 😍
Vai bike kinte cacchi suzuki na fzs v2 konta valo hobe
comfort, smoothness, better controlling chaile FZs,
ar egulo kichuta sacrifice kore jodi initial beshi chan tahole Gixxer.
Bhai apnar bike ki Fi or Carburetor? Konta bhalo? Fi or Carburetor?
amarta FI.
smoothness & mileage er jonno FI valo, initial er jonno Carb valo
@@Vromonik Bhai APNI j spark plug ta lagiyechen oitar full name ki bola jabe?
NGK Laser Iridium
আসসালামুআলাইকুম ভাই আমি একটু পরামর্শ নিতে চাচ্ছি আমার বাজেট হচ্ছে 2 লক্ষ 20 হাজার টাকা এখন আমি কি লিফান কেপিআর 165r আর নিবো। নাকি ইয়ামাহা এফ জেড ভার্সন টু নিব ভাই আমার টাকা গুলা খুব কষ্ট ইনকাম করেছি কষ্টের টাকা আমি কারো কাছ থেকে দুইটা টাকা সহযোগিতা পাইনি। আমি 5000 টাকার জন্য অনেক মানুষের কাছে দ্বারে দ্বারে গুরেছি কেউ আমাকে দেয়নি এক টাকা দিয়ে সহযোগিতা করেনি আমি অনেক কষ্টে নিজে না খেয়ে টাকা টা জমিয়েছি 2 লক্ষ 20 হাজার টাকা এখন কোন বাইকটা কিনলে ভালো হবে। প্লিজ দয়া করে একটু জানাবেন আমাকে। 💖💖💖💖💖
আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, ভাই। আসলে আপনি যে দুইটা বাইকের কথা বলেছেন কেপিআর আর এফজি, এই দুইটা বাইক দুই ক্যাটাগরির। একটা স্পোর্টস সেগমেন্টের আর একটা কমিউটার। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন সেগমেন্টে যাবেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এফজেডএস।
কয়েকটা কারণ বিবেচনা করে আমি এটি বললাম- সার্ভিস, স্পেয়ার পার্টস, কমফোর্ট, ব্রেকিং। সেই সবকিছু চিন্তা করলে অবশ্যই এফজেডএস এগিয়ে থাকবে। পাওয়ারের কথা চিন্তা করলে আবার কেপিআর এগিয়ে থাকবে।
এখন সিদ্ধান্ত আপনার।
শেষটা জোস ছিলো!!😁
যখন আমার সাইকেল ছিলো, তখন পাত্তা দেওনি🥀😌
এখন আমার FZ-V2 😂 😂
😁😁😁
Thanks
Welcome!
ধন্যবাদ ভাই
🤍🤍🤍
Aime. 2024... A. Aise baike. Nete. Cacci. Ata. Neoya ta. Ki valo hobe.
looks er kotha chinta korle eta better, tobe V3 tao nite paren.
LED light M8 valo naki 7s ??
7s
@@Vromonikprice kemon
Kon led lagaisen bhai feedback kmn
HJG er M8, valoi chilo
price now?
Assalamualaikum vai. Apnar ei bike ta ki ase?ami kinte chai. But….
Walaikumussalam, onek agei bikri korechi
বর্তমানে পালসার হোন্ডা ব্যবহার করতেছি 3 বছর হলো এখন আমি যাচ্ছি এটা পরিবর্তন করে fz 2 নিতে আসলে ঠিক হবে কি না??
FZs v2 এবং v3-কে পালসারের চেয়ে সবদিক থেকেই এগিয়ে রাখবো আমি।
কমফোর্ট, ব্রেকিং, স্মুথনেস- সবখানেই সন্তুষ্ট হবেন আপনি, শুধু ইনিশিয়াল (রেডি পিকআপ) কম পাবেন।
ধন্যবাদ!
@@Vromonikhello
vaiya 30.000 running 2nd nibo.
jante chi 30.000 km running hle engine ar kuno problem hoi ki.? 30.000 km ki onk basi running bole apni mone koren ki na.?
bike jodi niyomito jotne thake, bishes kore engine oil sothik grade & sothik niyome dewa hoy tobe nite paren.
Dhonnobad!
@@Vromonik 30k km running use ki onk basi akta bike ar jonno.? gari onk jotno kre chalaise. 10 year paper. 160.000 deya neya jai vaiya.🙏
150 theke 160 er moddhe newa jete pare.
ar 30k km sob biker khetre ekoi rokom hobena.
ভালোই বলেছেন, কিন্তু আমার দুই হাত ব্যাথা হয়ে যায় কেন?
আমার এমন হয়নি কখনও;
হ্যান্ডেলবারটা একটু উঁচু অথবা নিচু করে দেখতে পারেন।
ভাইয়া plug কত টাকা নিছিল যেটা দিয়ে 36k
চালায়ছিলেন
১৪০০ টাকা
Engine kno over hit hoi.. mobil and oil filter change koresi ..tarpor o kno over hit hoi janaben plz bro
bike notun hole heat howa savabik.
koto km cholese apnar bike?
ar kon engine oil bebohar koren?
ভাই লং রোডে আপডাউন ৬৮ কিলো পথ একজন পিনিয়ন নিয়ে ইকোমুডে ৬৫ গতিতে চালিয়ে অফিসে যাতায়াত করলে মাইলেজ কত দেবে?
বাইক ভালো মেইনটেইন করলে ৫০ এর আশেপাশে পাবেন।
ভাই কি উত্তরবঙ্গে যাচ্ছিলেন
উত্তরবঙ্গেই থাকি। 😍
Bro,,, Dinajpur a kothay basha apnr?
Sadar e
75k kms done still engine is refined
nischoi CBU?
💜
💜
ভাই ভালো লাগলো আপনার এই কথা শুনে |নাম্বার টা কি দেয়া যায় আপনার |
Thanks!
TH-cam er kichu restrictions ache, kintu apni amake m.me/vromonik e knock korte paren.
ভাই fazer & fzs v২ দুটি মধ্যে কোনটা বেশি মাইলেজ দিবে!
আসলে মাইলেজ শুধু বাইকের মডেলের উপর নির্ভর করেনা। স্পার্ক প্লাগ, ওয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, ইঞ্জিন ওয়েল এবং সর্বোপরি রাইডিং স্টাইলের উপর নির্ভরশীল।
FZs এবং Fazer একইভাবে চালালে কাছাকাছি মাইলেজ পাবেন।
ধন্যবাদ!
সাথে আছি
ধন্যবাদ, প্রিয় ভাই আমার!
মনোসক সাসপেন্স কি নিচু করা যায় ভাই
5 or 6 or 7 Step Adjustable hoy Monoshock gulo.
1 e thaka mane lower & softer
7 e thaka mane higher & less soft.
Thanks!
@@Vromonik ভাই আরেকটু বুঝায় দেন,,আমি কিনব একটা,,, উঁচু দেইখা কিনতেছিনা,, হাইট ৫" ২
সমস্যা হবেনা এই হাইটে, নিতে পারেন।
@@ashifurrahman6006 ai height niye ami o bipode achi vhai.
Bjke mile budget mile na.
Budget mille Brand paina.
মহাবিপদ ভাই,
তার উপর একটু ফেট,
Thigh মোটা☹️
Vai v2 or v3 konta better?
v3 er engine kichuta refined v2 er cheye ar sathe ABS, e chara v2 sob dik diye egiye thakbe.
ekhon siddhanto apnar.
Thanks!
ভাইয়া এই ভিডিওটা কোন জেলার কোন রাস্তা থেকে নিয়েছেন।
দিনাজপুর-ফুলবাড়ী সড়ক; কিছু অংশ আছে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে। ধন্যবাদ!
ভাই ইরিডিয়াম ফেলাক লাগানোর পরেও কি টান কম মনে হয়???
কিছুটা বাড়ে, তেমন না!
Liter e koto kilo jay aita to bujlam na.
around 45
vai ki Dinajpur er?
হ্যাঁ
apner rear tyre size koto ?
mane amar biker? 😬
140/60 - 17
Vai er basa ki Dinajpur.?
ha, Dinajpure!
Bhai apni ki Dinajpurer?
ha, Dinajpurer!
@@Vromonik ohh acha amio dianjpur er mnus... Tw bhaia actually kon bike ta nile vlo hoy amr jnno.... Fzs v2 nki gixxer monotone... Jdi ami onkdin dhore use krte chai?
jodi initial & top beshi chan tahole Gixxer;
onnanno khetre FZs egiye thakbe.
আপনার বাইকের সেল্ফ সমস্যা? স্টার্ট নিতে দেরি হয় তাহলে বাইকের প্লাগ পালটান ইনশাআল্লাহ ভালো হবে।🥀🥀
সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ!
সুন্দর রাস্তা ভাই কোথায়
দিনাজপুর-ফুলবাড়ী সড়ক; কিছু অংশ আছে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে। ধন্যবাদ!
ভাইয়া এই বাইকটা সেকেন্ড হ্যান্ড নেয়ার চিন্তা করছি,,,,,কেমন হবে?
কন্ডিশন ভালো থাকলে নিতে পারেন।
ভাই আপনি বছরে গড়ে কত টাকা খরচ করেছেন এটার পিছনে? (তেলের দাম সহ)
ওভাবে তো কখনও হিসেব করিনি, তবে মেইনটিনেনস খরচ কম।
সঠিক ভাই
ধন্যবাদ, ভাই!
এখন মাইলেজ কেমন😊
প্রায় একবছর আগে বিক্রি করে দিয়েছি।