আপনারা যেভাবে বিস্তারিত বিবরণ দিলেন তারফলে আমাদের মতো যারা পরিবার নিয়ে বেড়াতে যায় তাদের খুব সুবিধা হবে। আমার খুবই ভালো লাগলো মুকুটমণিপুর ঘোরার বর্ণনা। আমি আপনাদের মতোই ঘুরতে যাবো ঠিক করেছি। বিষ্ণুপুর আমি ঘুরেছি। তাই ঐ জায়গা সম্বন্ধে আমার জানা আছে। শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন। 🙏🙏
ভিডিওর একদম শুরুতে যেই দৃশ্য টা দেখিয়েছি ওটা পরেশনাথ শিব মন্দির ঘাটের কাছে থেকে তোলা। আর প্রথমের দৃশ্য গুলো ওই ঘাটেই নেওয়া। এছাড়াও আমি ভি এন অ্যাপে ভিডিও গুলো এডিট করি এবং মাঝের ট্রানজিশন গুলোর নাম হচ্ছে ডিসলভ।
Ekta prosno chilo Jodi shared boat hye taile ki apnader moton oi park ghurte parbo? Nki sudu reserve krlei 40 min darabe ektu janaben please Ei point gulo sobete ki toto jaye reserve ey?
শেয়ারে গেলেও 40 মিনিট সময় দেবে। যদি কেউ না যেতে চায় বাকি দের মধ্যে এবং কেবল মাত্র আপনিই যেতে চান টাও বোট আপনার জন্য অপেক্ষা করতে বাধ্য এবং আপনাকে না নিয়ে কখনোই ফেরত যাবে না। চিন্তা নেই। টোটো নিয়ে গেলেও আপনাকে বোটে করেই ডিয়ার পার্কের কাছে পৌঁছতে হবে। সেইক্ষেত্রে টোটো করে অনেক টা এগিয়ে গিয়ে ঠিক অপর প্রান্তের ঘাটের সোজাসুজি আরেক টা ঘাট আছে সেইখানে গিয়ে দার করাবে এবং আপনাকে নৌকোয় চরে ওই পারে গিয়ে পার্ক টা ঘুরে আসতে হবে। বাকি জায়গা গুলো টোটো করেই সরাসরি পৌঁছনো যায় মোটামুটি তবে কংসাবতী এবং কসাই নদীর মিলনস্থল টা দুর থেকে দেখতে পারবেন কেবল মাত্র আর দ্বীপ গুলোও তাই।
Dada ekta request ache ...Tomar mato kore khub kom e u Tuber ache j pai 2pai prottek ta jinis bole....so pls haridwar Hrishikesh Mussoorie deheradoon er tour banao ekta pls pls
ট্রেনের টিকিটই পাচ্ছি না স্লিপার ক্লাসের দিদি হরিদ্বারের। কি যে বলবো। মানুষ জনের মধ্যে ভ্রমণ পিপাসা এত বেড়ে গেছে যে কিছু বলার নেই। আমারও খুব ইচ্ছে আছে হরিদ্বার, ঋষিকেশ এবং মুসৌরি একসাথে ঘুরে আসার। মে মাসে গেলে মুসৌরির ঝর্না গুলোতে স্নান করা যাবে তাই কয়দিন অপেক্ষা করে তখন যাবো ভেবেছিলাম। তবে এখন দেখছি টিকিটই নেই মে মাসে। দুর্ভাগ্য।😥
@@Vrammoman ekta idea dite pari ,apni ekta kaj korte paren seta holo howrah theke delhi gami j kono traine delhi giye sei Khan theke bus e ba traine kore haridwar jete paren 4 ki 5 hour lage may be
না। না। দিদি। সমুদ্র নয় তবে বেশ ওরকমই লাগছিল কিন্তু আমাদেরও। এটা কুমারী নদী এবং কংসাবতী নদীর জল একটা ড্যামের এবং জলাধার বানিয়ে ধরে রাখা হয়েছে। যা মুকুটমনিপুর জলাধার বা মুকুটমনিপুর ড্যাম নামে পরিচিত।
সরাসরি বাস নেই। আসলে আপনাকে শুশুনিয়া পাহাড় যেতে গেলে বাঁকুড়া হয়েই যেতে হবে সে আপনি গাড়িতে যান আর বাসে। আপনাকে প্রথমে মুকুটমনিপুর থেকে বাসে তাই বাঁকুড়া এবং বাঁকুড়া থেকে পুনরায় বাস পাল্টে শুশুনিয়া যেতে হবে। আসলে দুটো জায়গা একে অপরের বিপরীতে অবস্থিত যদি বাঁকুড়া কে কেন্দ্রবিন্দু ধরি। তার চাইতে আপনি মুকুটমনিপুর থেকে ঝিলিমিলি ঘুরে আসতে পারেন। সরাসরি বাসও পেয়ে যাবেন এবং দারুন সুন্দর জায়গা।
সেইদিন কোনো কারণ বশত ট্রেন টা শালিমারের পরিবর্তে হাওড়ায় ঢুকবে জানানো হয়েছিল। নইলে সাঁতরাগাছি নামবো ঠিক করেছিলাম। কিংবা হয়তো আমরা সাঁতরাগাছি তেই নেমে ছিলাম এবং বাস ধরে শিয়ালদা হয়ে বাড়ি ফিরেছিলাম। এখনও চেক করলে দেখতে পাবেন ট্রেন টি সাঁতরাগাছি থেকে শালিমার পর্যন্ত যাবে না দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ টিতে। ট্রেন টা ফেরার সময় শালিমার পর্যন্ত কম দিনই ফেরে। কারণ জানিনা দাদা।
দুপুর 3:30 pm লাস্ট বাস মুকুটমনিপুর থেকে তার পরেও রয়েছে তবে সেই ক্ষেত্রে টোটো করে খতরা বাস স্ট্যান্ড যেতে হবে এবং সেই খান থেকে সন্ধে 6 টা অব্দি বাস রয়েছে বাঁকুড়া ফেরার।
আপনারা 1st বাঁকুড়া নামলেন 9;50 am, তারপর বাস ধরে mukutmonipur পৌঁছলেন brkfast করলেন দেখলাম তখন টাইম টা বলবেন, বাচ্চা নিয়ে যাবে,সময় টা জানলে খাবার ব্যাপারে সুবিধা হয়
প্রায় দুপুর 12 টা বেজে গিয়েছিল। সব চাইতে ভালো হয় বাঁকুড়া স্টেশনে কিংবা বাস স্ট্যান্ডে ব্রেকফাস্ট করে বেরোলে। বাসে প্রায় দের ঘণ্টা মতো সময় লাগে পৌঁছতে। আরো কিছু জানার থাকলে নির্দ্বিধায় জানাবেন যথাসাধ্য চেষ্টা করবো তথ্য দিয়ে সাহায্য করার। ভালো থাকবেন। ❤️🙏
খুব ইচ্ছে আছে গো আমারও। একদম মনের কথা বলেছেন। শিলিগুড়ি থেকে NBSTC বাস সার্ভিস চালু করেছে একদম কাঠমান্ডু পর্যন্ত। ওটা করেই যাওয়ার ইচ্ছে আছে। তারপর 2 রাত কাঠমান্ডু এবং 3 রাত পোখরা ঘুরে বিহারের রক্সাল দিয়ে বাড়ি ফেরত আসার ইচ্ছে রয়েছে। আপনি আমায় প্রয়োজনে ৮৬৯৭০ ৪৯৪১২ তে যোগাযোগ করতে পারেন। ভাল থাকবেন।♥️🙏
খুব সুন্দর
ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏
Aami eta second bar dekhlam.
Amar monechilo ekatai video aache jeta khub bhalo information diyeche.
Eta setai.
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।❤️🙏
খুব ভালো লাগলো ভিডিও টা... এই ভাবেই এগিয়ে চলুন, শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকবেন।🥰🙏
আপনারা যেভাবে বিস্তারিত বিবরণ দিলেন তারফলে আমাদের মতো যারা পরিবার নিয়ে বেড়াতে যায় তাদের খুব সুবিধা হবে। আমার খুবই ভালো লাগলো মুকুটমণিপুর ঘোরার বর্ণনা। আমি আপনাদের মতোই ঘুরতে যাবো ঠিক করেছি। বিষ্ণুপুর আমি ঘুরেছি। তাই ঐ জায়গা সম্বন্ধে আমার জানা আছে। শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন। 🙏🙏
অসংখ্য ধন্যবাদ দাদা। আপনিও ভালো থাকবেন।❤️🙏
Amar o mukut e ekbar trip dear
দারুন
ধন্যবাদ। 🙏❤️
Valo hoyeche details bojhano ta.. Egiye cholo
ধন্যবাদ দাদা কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন।🙏♥️
Khub sundor hoyeche video ta
অসংখ্য ধন্যবাদ দাদা। আপনাদের এই কমেন্ট গুলো দেখে প্রচুর উৎসাহ পাই। ভাল থাকবেন দাদা। শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা রইলো। 🎉♥️
Very good.
ধন্যবাদ। দাদা।♥️🙏
Nice guide
Thanks 👍
But tomra bishnupur e stay koroni ?
না। আমরা বিষ্ণুপুর ঘুরে সেইদিনই বিকেলের ট্রেন ধরে ফিরে এসেছিলাম।
Bhalo hoyeche
ধন্যবাদ। দাদা। পাশে থাকার অনুরোধ রইলো। 🙏♥️
Tomar video gulo khub sundor puro details e balo eirakom vabe onno kawke bolte dekhina.aro emon sundo video dekhte chai sir.
নিশ্চই দাদা এরকম আরো অনেক ভিডিও নিয়ে হাজির হব। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা সাথে থাকলেই হলো। আর কিছু চাই না। ♥️🙏
Very informative and crisp. Thanks for sharing
Welcome brother♥️🙏
Par head kemon khoroch hobe??
দাদা আমরা দুইজনে গিয়ে ছিলাম, আমাদের পার হেড ২২০০/- টাকা মতো খরচ হয়েছিল যাতায়াত, থাকা, খাওয়া এবং সাইটসিয়িং বাবদ।
Darurn.. dada apni video starting je animation ta add korechen otar name ki..
ভিডিওর একদম শুরুতে যেই দৃশ্য টা দেখিয়েছি ওটা পরেশনাথ শিব মন্দির ঘাটের কাছে থেকে তোলা। আর প্রথমের দৃশ্য গুলো ওই ঘাটেই নেওয়া। এছাড়াও আমি ভি এন অ্যাপে ভিডিও গুলো এডিট করি এবং মাঝের ট্রানজিশন গুলোর নাম হচ্ছে ডিসলভ।
Ekta prosno chilo
Jodi shared boat hye taile ki apnader moton oi park ghurte parbo? Nki sudu reserve krlei 40 min darabe ektu janaben please
Ei point gulo sobete ki toto jaye reserve ey?
শেয়ারে গেলেও 40 মিনিট সময় দেবে। যদি কেউ না যেতে চায় বাকি দের মধ্যে এবং কেবল মাত্র আপনিই যেতে চান টাও বোট আপনার জন্য অপেক্ষা করতে বাধ্য এবং আপনাকে না নিয়ে কখনোই ফেরত যাবে না। চিন্তা নেই। টোটো নিয়ে গেলেও আপনাকে বোটে করেই ডিয়ার পার্কের কাছে পৌঁছতে হবে। সেইক্ষেত্রে টোটো করে অনেক টা এগিয়ে গিয়ে ঠিক অপর প্রান্তের ঘাটের সোজাসুজি আরেক টা ঘাট আছে সেইখানে গিয়ে দার করাবে এবং আপনাকে নৌকোয় চরে ওই পারে গিয়ে পার্ক টা ঘুরে আসতে হবে। বাকি জায়গা গুলো টোটো করেই সরাসরি পৌঁছনো যায় মোটামুটি তবে কংসাবতী এবং কসাই নদীর মিলনস্থল টা দুর থেকে দেখতে পারবেন কেবল মাত্র আর দ্বীপ গুলোও তাই।
Dupur bela breakfast???
😂🤣😂 আমাদের ১০-১১ টা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম দাদা। তারপরে লাঞ্চ। এমনও দিন গেছে সন্ধ্যে বেলা লাঞ্চ করতে হয়েছে, জুলুকের ভিডিওটা দেখুন।
Dada ekta request ache ...Tomar mato kore khub kom e u Tuber ache j pai 2pai prottek ta jinis bole....so pls haridwar Hrishikesh Mussoorie deheradoon er tour banao ekta pls pls
ট্রেনের টিকিটই পাচ্ছি না স্লিপার ক্লাসের দিদি হরিদ্বারের। কি যে বলবো। মানুষ জনের মধ্যে ভ্রমণ পিপাসা এত বেড়ে গেছে যে কিছু বলার নেই। আমারও খুব ইচ্ছে আছে হরিদ্বার, ঋষিকেশ এবং মুসৌরি একসাথে ঘুরে আসার। মে মাসে গেলে মুসৌরির ঝর্না গুলোতে স্নান করা যাবে তাই কয়দিন অপেক্ষা করে তখন যাবো ভেবেছিলাম। তবে এখন দেখছি টিকিটই নেই মে মাসে। দুর্ভাগ্য।😥
@@Vrammoman ekta idea dite pari ,apni ekta kaj korte paren seta holo howrah theke delhi gami j kono traine delhi giye sei Khan theke bus e ba traine kore haridwar jete paren 4 ki 5 hour lage may be
বাহ। তাহলে সেটাই করবো। দেখি দিল্লি গামী ট্রেনে টিকিট রয়েছে কিনা আগে।
Ki সমুদ্র,,,নাম কি,,,reply me
না। না। দিদি। সমুদ্র নয় তবে বেশ ওরকমই লাগছিল কিন্তু আমাদেরও। এটা কুমারী নদী এবং কংসাবতী নদীর জল একটা ড্যামের এবং জলাধার বানিয়ে ধরে রাখা হয়েছে। যা মুকুটমনিপুর জলাধার বা মুকুটমনিপুর ড্যাম নামে পরিচিত।
Booking link ta ektu comment box e share korle bhalo hoto
হ্যাঁ। দাদা। নিশ্চই। নিচে আমি ইয়ুথ হোস্টেলের বুকিংয়ের জন্য ওয়েবসাইটের লিংক টি দিয়ে দিলাম।
youthhostelbooking.wb.gov.in/pages/Home.aspx
Mandir gulo kokhn kokhn khola r bondho thake? Jodi janan khub upokar hy
মন্দির গুলি মোটামুটি সব কটাই প্রতিদিন সকাল 7:00 am থেকে শুরু করে বিকেল 5:00 pm পর্যন্ত খোলা থাকে।
@@Vrammoman thankxxx
ভালো থাকবেন দাদা🙏
Mukutmanipur theke susuniya pahar jawa Jay.. Kono bus ba gari Jay.. Bolte parben...
সরাসরি বাস নেই। আসলে আপনাকে শুশুনিয়া পাহাড় যেতে গেলে বাঁকুড়া হয়েই যেতে হবে সে আপনি গাড়িতে যান আর বাসে। আপনাকে প্রথমে মুকুটমনিপুর থেকে বাসে তাই বাঁকুড়া এবং বাঁকুড়া থেকে পুনরায় বাস পাল্টে শুশুনিয়া যেতে হবে। আসলে দুটো জায়গা একে অপরের বিপরীতে অবস্থিত যদি বাঁকুড়া কে কেন্দ্রবিন্দু ধরি। তার চাইতে আপনি মুকুটমনিপুর থেকে ঝিলিমিলি ঘুরে আসতে পারেন। সরাসরি বাসও পেয়ে যাবেন এবং দারুন সুন্দর জায়গা।
@@Vrammoman jhilmil.. Ok.. Dhonnobad apnake
Aranyak exp to Shalimar projonto ase.....tahole apni howrah direct dekhalen ki kore dada
সেইদিন কোনো কারণ বশত ট্রেন টা শালিমারের পরিবর্তে হাওড়ায় ঢুকবে জানানো হয়েছিল। নইলে সাঁতরাগাছি নামবো ঠিক করেছিলাম। কিংবা হয়তো আমরা সাঁতরাগাছি তেই নেমে ছিলাম এবং বাস ধরে শিয়ালদা হয়ে বাড়ি ফিরেছিলাম। এখনও চেক করলে দেখতে পাবেন ট্রেন টি সাঁতরাগাছি থেকে শালিমার পর্যন্ত যাবে না দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ টিতে। ট্রেন টা ফেরার সময় শালিমার পর্যন্ত কম দিনই ফেরে। কারণ জানিনা দাদা।
@@Vrammoman ok
Ekta information dite parben..... mukutmanipur theke bankura railway station ferar last bus kokhon
দুপুর 3:30 pm লাস্ট বাস মুকুটমনিপুর থেকে তার পরেও রয়েছে তবে সেই ক্ষেত্রে টোটো করে খতরা বাস স্ট্যান্ড যেতে হবে এবং সেই খান থেকে সন্ধে 6 টা অব্দি বাস রয়েছে বাঁকুড়া ফেরার।
আপনারা 1st বাঁকুড়া নামলেন 9;50 am, তারপর বাস ধরে mukutmonipur পৌঁছলেন brkfast করলেন দেখলাম তখন টাইম টা বলবেন, বাচ্চা নিয়ে যাবে,সময় টা জানলে খাবার ব্যাপারে সুবিধা হয়
প্রায় দুপুর 12 টা বেজে গিয়েছিল। সব চাইতে ভালো হয় বাঁকুড়া স্টেশনে কিংবা বাস স্ট্যান্ডে ব্রেকফাস্ট করে বেরোলে। বাসে প্রায় দের ঘণ্টা মতো সময় লাগে পৌঁছতে। আরো কিছু জানার থাকলে নির্দ্বিধায় জানাবেন যথাসাধ্য চেষ্টা করবো তথ্য দিয়ে সাহায্য করার। ভালো থাকবেন। ❤️🙏
Dada aita didir nouka noy j dube jbe..a hyche Maa Sarada Devi....
একদম সঠিক বলেছেন দাদা। ♥️🙏
Ekta Nepal Tour package korun na dada
Khub valo hy .
R jodi paren Apnar Mob no ta ki dewa jabe.!
খুব ইচ্ছে আছে গো আমারও। একদম মনের কথা বলেছেন। শিলিগুড়ি থেকে NBSTC বাস সার্ভিস চালু করেছে একদম কাঠমান্ডু পর্যন্ত। ওটা করেই যাওয়ার ইচ্ছে আছে। তারপর 2 রাত কাঠমান্ডু এবং 3 রাত পোখরা ঘুরে বিহারের রক্সাল দিয়ে বাড়ি ফেরত আসার ইচ্ছে রয়েছে। আপনি আমায় প্রয়োজনে ৮৬৯৭০ ৪৯৪১২ তে যোগাযোগ করতে পারেন। ভাল থাকবেন।♥️🙏
@@Vrammoman thankyou dada
Tomake oi no WhatsApp e ping korte pari
হ্যাঁ। নিশ্চই।
youth hostel e unmarried couple allow?
হ্যাঁ। দাদা কোন অসুবিধা নেই।
Youth hostel ki kore book korbo janan pls
একটি সম্পূর্ন আলাদা ভিডিও রয়েছে দাদা ইয়ুথ হোস্টেল বুকিংয়ের। নিচে লিংকটি দিয়ে দিলাম।
th-cam.com/video/wTpnFaVjqck/w-d-xo.html