এতদিন পর ভিডিও দেবার জন্যে আমরা খুবই দুঃখিত! সুন্দরবন ভ্রমণ নিয়ে আরও কোন প্রশ্ন থাকলে জানাবেন মন্তব্য করে। আর ভিডিওটি লাইক দিয়ে ফেসবুকে শেয়ার করবেন আশা করি :D সবার জন্যে রইলো শুভকামনা ও ভালোবাসা
আপনার কণ্ঠস্বর খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আপনার বর্ণনার কৌশল ,এডিটিং ,তথ্য জ্ঞাপন, উপস্থাপন,ফটোগ্রাফি, সমস্ত কিছু মিলিয়েই ভিডিওটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। আপনার ক্যামেরার কাজ এবং ফটোগ্রাফির নিখুঁত দক্ষতা সত্যিই প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ।
ভ্রমণ গাইড এর এমন ভিডিও গুলো আমার সত্যি ভালোলাগে। ভালোবাসা সব সময় আপনাদের প্রতি। বাংলদেশ সম্পর্কে আমরা এমন সব ভ্রমণ গাইড ভিডিও গুলোর মাধ্যমেই জানতে পারি। ভালোবাসা ও শুভকামনা সব সময়।
ভ্রমণ গাইড টিমের কাছে বিশেষ আবেদন যে আমাদের মৌলভীবাজার জেলার কমলগন্জের জাতীয় লাউয়াছড়া পার্ক এবং মাধবপুর লেক এর ভিডিও তৈরী করার জন্য। আপনাদের সকল ধরনের সহযোগিতা করতে আমিন তৈরী থাকবো ইনশাআল্লাহ। আমি মো ইসরাফিল ইসলাম।
ধন্যবাদ। সুন্দরবনের কিছু অংশ, যেমন করমজল পর্যটন কেন্দ্র, যা মোংলার আশেপাশে তা আপনি একা ঘুরতে পারবেন, তবে ভিতরের দিকে যেতে চাইলে টুরিস্ট লঞ্চেই যেতে হবে। আর তার উপায় তো ভিডিওতে বিস্তারিত বলাই আছে।
একা যেতে হলে কোন ট্যুর এজেন্সির সাথে যেতে হবে। যে তারিখে যেতে চান সেই তারিখ মিলিয়ে কোন ট্যুর এজেন্সির প্যাকেজ বুকিং দিয়ে নেন। তাদের প্যাকেজ যদি খুলনা/মোংলা থেকে শুরু হয় তাহলে চট্টগ্রাম থেকে নিজ খরচে খুলনা/মোংলা যেতে হবে আপনার।
আগে খোঁজ নিয়ে দেখেন চট্টগ্রাম থেকে কোন এজেন্সি সুন্দরবনের ট্যুর প্যাকেজ অফার করে নিনা। যদি তা না হয় তাহলে আপনাকে নিজ থেকে খুলনা/মোংলা আসতে হবে। এবং আগেই বা সেখানে গিয়ে সুন্দরবনের কোন এজেন্সির ট্যুর প্যাকেজ নিতে হবে।
Very informative video. But you did not say about the smaller boat options (maximum 8-12 people capacity) tours. The bigger boat of 70-80 people boats becomes a noisy problem. Can you tell more options about those? And advantages and disadvantages of those?
ধন্যবাদ আপনাকে। সুন্দরবনের সব জায়গা দেখার জন্যে বড় শীপে যাওয়াটাই সবচেয়ে আরামদায়ক। ছোট বোট গুলো নিয়ে কাছের জায়গা গুলো দেখা যায় তবে হিরণ পয়েন্ট, কটকা বা দুবলার চরে যাওয়ার জন্যে বড় শীপে যাওয়াটা সব দিক থেকেই ভালো। ছোট বোটে রোলিং হবে বেশি, জেনারেটর বা ইঞ্জিনের সাউন্ড থাকবে বেশি। এবং সুযোগ সুবিধাও কম থাকবে সব মিলিয়ে। তুলনামূলক খরচ বেশী হবে প্রাইভেট বোটে গেলে। সেই তুলনায় বর্তমানে কিছু ক্রুজ শীপ আছে যে গুলোর সেবার মান বেশ ভালো। নয়েজ সমস্যা তেমন হবেনা, ফ্যামিলি নিয়ে সুন্দর ট্যুর দেওয়া যাবে। বড় শীপে সমস্যা একটাই, মানুষ বেশী থাকবে। ্তবে খুব খারাপ লাগবে এমন না।
আমরা মংলা থেকে যদি ৭ জনের জন্য একটা ছোট ট্রলার ভাড়া করি তাহলে সেটা কি সারাদিনের জন্য?? আর হারবাড়িয়াতে যেই সিকিউরিটি গার্ডের খরচ দিতে হয় সেটা কি আমাদেরই দিতে হবে নাকি ট্রলার এর মালিক সেটা দিবে? আর আমরা যদি ছেট ক্যানেল ঘুরতে চাই তার জন্য কি আলাদা কোন খরচ লাগবে??
প্রবেশ ও গাইড খরচ কে বহন করবে তা আলোচনা করে ট্রলার ঠিক করতে হবে। আর হারবাড়িয়া গেলে একেবারে ছোট ট্রলারে যাওয়া ঠিক হবেনা। লাইফবোট বা একটু বড় ট্রলার নিলে ভালো হবে। ভাড়া করার সময় বলে নিবেন আমাদের ক্যানেলে কিছু সময় ঘোরাতে হবে। করমজলের পাশে সাধারণত এমনিতেই কিছু সময় ক্যানেলে ঘুরিয়ে আনে। তারপরেও সব ক্লিয়ার করে নিলে ভ্রমণ অভিজ্ঞতা ভালো হবে।
সুন্দরবন ট্যুর এজেন্সি গুলোর সাথে যোগাযোগ করুন। তাদের কবে কবে ট্যুর প্যাকেজ আছে জেনে নিন, সুযোগ সুবিধা খরচ জেনে নিন, পছন্দ হলে তাদের কাছে জিজ্ঞেস করুন বুকিং কিভাবে দিতে হবে।
এতদিন পর ভিডিও দেবার জন্যে আমরা খুবই দুঃখিত! সুন্দরবন ভ্রমণ নিয়ে আরও কোন প্রশ্ন থাকলে জানাবেন মন্তব্য করে। আর ভিডিওটি লাইক দিয়ে ফেসবুকে শেয়ার করবেন আশা করি :D সবার জন্যে রইলো শুভকামনা ও ভালোবাসা
অনেক অপেক্ষার প্রহর গুনতে হয়েছে আপনার ভিডিওর জন্য ❣️
আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও উপহার দিবেন আমাদেরকে ❤️❤️❤️
ইনশাল্লাহ
@@VromonGuide ভাই আপনার কন্ঠ চাই।
ভাইয়ের কন্ঠ চাই। ❤
আমরা একজন নই, কয়েকজন! সামনে আগের কন্ঠের ভয়েজের ভিডিও আসতেও পারে।
পৃথিবীতে একজন মানুষ ছিলেন যার পেটে ছিল খোদা মুখে ছিল হাসি তিনি হলেন মোহাম্মদ (সাঃ)
পেটে ক্ষুধা থাকার পরেও ১১টা বউ আর ৩ টা দাসীর সামর্থ ছিলো। হালায় আসলে খানার চাইতেও লুচ্চামি বেশি পছন্দ করতো।
আপনার কণ্ঠস্বর খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আপনার বর্ণনার কৌশল ,এডিটিং ,তথ্য জ্ঞাপন, উপস্থাপন,ফটোগ্রাফি, সমস্ত কিছু মিলিয়েই ভিডিওটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। আপনার ক্যামেরার কাজ এবং ফটোগ্রাফির নিখুঁত দক্ষতা সত্যিই প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ।
অসাধারণ প্রতিবেদন❤
আমার কাছে ভ্রমণ গাইডের সব থেকে সুন্দর ভিডিও এটি, অনেক ধন্যবাদ তোমাদের।
ধন্যবাদ এত সুন্দর করে সব ডিটেইলস জানানোর জন্য। পুরো প্রেজেন্টেশন এবং ভয়েজ ওভার ভীষণ ভালো হয়েছে।
আপনাকেও ধন্যবাদ ফিডব্যাকের জন্যে
বাংলাদেশের সুন্দরবনের সবচাইতে বড় ভ্রমনগাইড হল মোহসিন উল হাকিম!!
Vai amio Hakim vai er video dekhi
True..!!
Right
কথা সত্যি
তবে ভ্রমন গাইড ও একটি তথ্যসূত্র চ্যানেল
🖤🖤 ভ্রমণ গাইড
১০০%সত্য
ভ্রমণ গাইড এর এমন ভিডিও গুলো আমার সত্যি ভালোলাগে। ভালোবাসা সব সময় আপনাদের প্রতি। বাংলদেশ সম্পর্কে আমরা এমন সব ভ্রমণ গাইড ভিডিও গুলোর মাধ্যমেই জানতে পারি। ভালোবাসা ও শুভকামনা সব সময়।
ধন্যবাদ সুন্দরবন নিয়ে এই ভিডিওটি বানানোর জন্য
আপনাকেও ধন্যবাদ
আপনার ভয়েসের প্রেমে পড়েছি।
আর অসম্ভব সুন্দর হয়েছে আপনার ভিডিওটা। কথা বলা,শব্দ উচ্চারণ, লাইন গুলো অসম্ভব সুন্দর হয়েছে।
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের এতো সুন্দর ও ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য।
ধন্যবাদ ফিডব্যাক দেবার জন্যে
চমৎকার ভিডিও। উপস্থাপনা দারুন হয়েছে 👌👌👌👌
আন্তরিক ধন্যবাদ
*THANKS FOR PRESENT AND PREVIOUS TOUR-VIDEOS IN DETAILS.....!*
ভ্রমণ গাইড এর ভিডিও আমার সত্যি ভালোলাগে।
অসাধারণ উপস্থাপনা। মনে হলো সত্যিই কিছুটা সময় সুন্দরবন ঘুরে এলাম।
অসংখ্য ধন্যবাদ ❤
ভিডিও দেখে তর সইছে না,মনে এখনি চলে যাই সুন্দরবন ভ্রমনে,তবে ইনশাল্লাহ যাব একদিন
আপনাদের প্রতিটি ভিডিওই খুব ভালো হয়। আর আজকের সুন্দরবন ভ্রমণের ভিডিওটি ছিল আরও মজাদার। খুব ভালো লাগল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভ্রমণ গাইডকে। ❤️
আপনাকেও ধন্যবাদ ❤
সুন্দরবন আমার জন্য ভালোবাসা
Basa koi
Precisely described...
আমি ঠিক এভাবেই সুন্দরবনে গিয়ে ঘুরেছি।
ফিডব্যাকের জন্যে ধন্যবাদ
আমার সবচাইতে পছন্দের এবং প্রিয় একটি চ্যানেল।
অসাধারণ ভাষা বিন্যাস ♥️
ধন্যবাদ
অসাধারণ উপস্থাপনা
❤ অসাধারণ বর্ণনা দিয়েছেন আপনি খুব সুন্দর❤ যাওয়ার ইচ্ছা আছে❤
ধন্যবাদ ❤
২-৩ জনে ভ্রমণ করলে কিভাবে করবে, কেমন খরচ পরবে সে তথ্যটাও শেয়ার করা দরকার ছিলো। 😶
খুব সুন্দর হয়েছে ।
ধন্যবাদ দির্ঘদিন পর ভিডিও দেওয়ার জন্য। আরও ধন্যবাদ সুমিষ্ট ভাষায় উপস্থাপন করার জন্য।
অনেক ধন্যবাদ ফিডব্যাকের জন্যে
ভ্রমণ গাইড টিমের কাছে বিশেষ আবেদন যে আমাদের মৌলভীবাজার জেলার কমলগন্জের জাতীয় লাউয়াছড়া পার্ক এবং মাধবপুর লেক এর ভিডিও তৈরী করার জন্য। আপনাদের সকল ধরনের সহযোগিতা করতে আমিন তৈরী থাকবো ইনশাআল্লাহ। আমি মো ইসরাফিল ইসলাম।
@@mdisrafilislam7240 ধন্যবাদ, তবে ইতিমধ্যে আমাদের ভিডিও আছে সেইসব জায়গা নিয়ে। দেখতে পারেন এইখানেঃ th-cam.com/video/K5HASR2KotY/w-d-xo.html
ভালো লাগছে
আপনার ভিডিও গুলা দেখলাম খুব ভাল লাগলো তাই সাবস্ক্রাইব করে সাথে রয়ে গেলাম
ধন্যবাদ
#beautiful and Helpful video, Continue.
Nice tuor
Onek vlo laglo khub e oppekha korcilam ai video ta kobe pabo khulna theke dakci apu khub vlo laglo
ধন্যবাদ আপনাকে 😍
Carry On..!!
অনেক ধন্যবাদ। আমরা ৭ জন বন্ধু নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে যেতে চাচ্ছি সুন্দরবন।
ভাই আপনারা কি গেছেন?
Nice video...thanks vromon guide channel
ধন্যবাদ 😊
সুন্দর হয়েছে
অনেক সুন্দর ভিডিও
ধন্যবাদ
ভাই আমি জদি খুলনা প্রযন্ত ফিরিতে জাই খালি খাওয়া দাওয়া করে আরে ঘুরে কত টাকার মতো লাগতে পারে পিল্জ বলবেন😢😢❤❤
Like very nice
Nice voice and good presentation
Thank you!
Nice 💟
Best of luck 🔥
Thanks 🔥
দারুন উপস্থাপনা এবং ইনফরমেশন❤❤❤❤
ভালোবাসি ভ্রমণ গাইড চ্যলেনটিকে,, আরো সুন্দর সুন্দর দেশের নানা জায়গা দেখাতে হবে ভাই 👏,, কারণ অনেক ভালবাসি প্রিয় দেশটাকে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💪💪💪💪
অনেক ধন্যবাদ আপনাকে
সুন্দর উপস্থাপন 💚💚
আমরা সুন্দরবন থেকে ঘুরে আসলাম আমার ছোট মেয়ের আবার যেতে ইচ্ছে করছে
bhaiya amar paye problem ache ami 30 min er beshi hat te parina rest nite hoy.Ami ki ai tour e jete parbo?
Onkdin por🥰💞
Ami indian amader bari chilo. Sundor. Bon.er pase. Ekon.o miss Kori
Oi. Sundorbon. Ke love. You. Sundorbon.
Welcome.Again
Thank You
উপস্থাপনা টা অনেক সুন্দর হয়েছে সাবলীল কন্ঠ আচ্ছা একা যদি যাইতে চাই তাহলে কিভাবে যাব বা ওইখানে গিয়ে খুলনা গিয়ে কি কোন টুরিস্ট গাইড পাওয়া যাবে
ধন্যবাদ। সুন্দরবনের কিছু অংশ, যেমন করমজল পর্যটন কেন্দ্র, যা মোংলার আশেপাশে তা আপনি একা ঘুরতে পারবেন, তবে ভিতরের দিকে যেতে চাইলে টুরিস্ট লঞ্চেই যেতে হবে। আর তার উপায় তো ভিডিওতে বিস্তারিত বলাই আছে।
New video desen valo laglo💓
Aro new video chai
ধন্যবাদ
ভাই কিশোরগঞ্জ নিয়ে একটা ভিডিও চাই
Nice❤️
ধন্যবাদ
এই পূজার ছুটিতে কি যাওয়া যাবে?
আপনারা কোন জেলা থেকে এসেছেন
❤❤❤❤❤
ভয়েস টা দারুন ছিলো তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক টার দিকে আর একটু মনোযোগ দিবেন ❤️
ধন্যবাদ, সামনে অবশ্যই খেয়াল রাখবো।
আপু আপনার কথা অনেক সুন্দর
দেখতে চাই আপনাকে 🥰🥰
প্রথমে ধন্যবাদ জানাই এতদিন পর ভিডিও দেওয়ার জন্য আমি সুন্দরবন একা যেতে চাই কিভাবে যাব চট্টগ্রাম থেকে মোটামুটি কম বাজেট এর মধ্যে
একা যেতে হলে কোন ট্যুর এজেন্সির সাথে যেতে হবে। যে তারিখে যেতে চান সেই তারিখ মিলিয়ে কোন ট্যুর এজেন্সির প্যাকেজ বুকিং দিয়ে নেন। তাদের প্যাকেজ যদি খুলনা/মোংলা থেকে শুরু হয় তাহলে চট্টগ্রাম থেকে নিজ খরচে খুলনা/মোংলা যেতে হবে আপনার।
Your voice MashaAllah ☺️❤️
Thanks 😊
Like nh diye parlam...😎❤️
ধন্যবাদ
Excellent
Thank you so much 😀
শুধু দুজন গেলে কি পেকেজ পাউয়া যাবে জানাবে প্লিজ
আপু আমি আর আমার উয়াই জেতে চাই খুলনা BIWTA গেলেই কি এবেল এবেল পেকেজ বুকিং করা যাবে প্লিজ জানাবেন।
আপনি কোন শিপে করে গেছেন?
শিপের নাম কি?
খুলনা থেকে লঞ্চে হারবাড়িয়া যাওয়া যাবে
ঢাকা টু মংলা কিভাবে, কোন বাস, আর কয়টার বাসে যেতে হবে সুন্দরবন ট্যুর এর জন্য?
সুন্দরবন নাম শুনলেই মনে পড়ে মহসিন উল হাকিম ও বেলায়েত সরদারের নাম।
এতদিন কই ছিলেন
দুঃখিত এতদিন পর ভিডিও দেবার জন্যে।
কেমন লেগেছে সুন্দরবন নিয়ে ভিডিও জানাবেন আশা করি।
Kuakata travel guide dekhte jai
vai নওগা এর ঘুঘুডাঙ্গা তাল বাগান neye akta video chai
ইনশা আল্লাহ
আর কোন সিপে গেলে ভালো হবে তা একটু জানাবেন
ভিডিওতে কিছু শীপের কথা উল্লেখ আছে, যে গুলো ভালো
Chittagong theke kibhabe jabo?
আগে খোঁজ নিয়ে দেখেন চট্টগ্রাম থেকে কোন এজেন্সি সুন্দরবনের ট্যুর প্যাকেজ অফার করে নিনা। যদি তা না হয় তাহলে আপনাকে নিজ থেকে খুলনা/মোংলা আসতে হবে। এবং আগেই বা সেখানে গিয়ে সুন্দরবনের কোন এজেন্সির ট্যুর প্যাকেজ নিতে হবে।
আপু আপনি যে টুরিস্ট গ্ৰুপের সাথে গিয়েছিলেন তার নাম কি আমি যেতে চাই। এই সব যায়গা ঘুরে দেখার জন্য।
সুন্দরবন ভ্রমণের জন্যে এখন অনেক গ্রুপ আছে। আপনি পছন্দমতো খুজে নিন।
Hi apu
হ্যালো
Nice
Thanks
@@VromonGuide স্যার কক্সবাজার ও সেন্টমার্টিন সম্পর্কে নতুন ভিডিও চাই একেবারে খরচ সহ ঢাকা থেকে
@@MdMilon-rj6lg ধন্যবাদ সাজেশনের জন্যে
সুন্দর বন গিয়ে থাকার কোনো হোটেল মোটেল আছে আর থাকলেও বা কেমন কি রকম? প্লিজ একটু জানাবেন।😊
সুন্দরবন গরিব মানুষের দেখা হবেনা মনে হয়,
Apnader face reviled koren na keno??
Appu panchagar er tour guide lagbe
আমাদের ওয়েবসাইটে পঞ্চগড় নিয়ে তথ্য আছে দেখতে পারেনঃ
vromonguide.com/location/panchagarh
আমি জাইতে চাই, কিভাব যোগাযোগ করব
আপু আমি আপনাদের মাধ্যমে জেতে চাই কিভাবে যাব
অনেক দিন পর ❤️🥺
জি, কেমন লেগেছে এই ভিডিও?
অনেক ভালো ❤️
Vromon guide er video অনেক আগে থেকেই দেখি🥰
40-50 জন বোটে করমজল পযন্ত যাওয়া আসা খরচ কেমন হবে
ধন্যবাদ আপনাদের সবাইকে।
আপনাকেও ধন্যবাদ 😊
❤❤❤
আসসালামু আলাইকুম আমি ৩১ নভেম্বর মাসে সুন্দরবন যাচ্ছি। সেখানে কি কোথাও ছবি তুলার জন্য ক্যামেরা ম্যান আছে।
না নেই
বেশি ভাগ্যবান হলে বাঘের দেখা পাবেন 😜😄😄
আপনারা কখন গিয়েছিলেন? ভিডিও টি কোন মাসে রেকর্ড করা? প্লিজ জানাবেন
সেপ্টেম্বর/নভেম্বর দুই সময়ের ফুটেজ আছে।
vai, aponader moto tour korte hole price ta koto hote pare,????
খরচ সম্পর্কে ধারণা ভিডিওতেই বলা আছে। অথবা ভিডিও এর নিচে ডেসক্রিপশন দেখুন।
Ok
ভালো এজেন্সি নম্বর থাকলে দিবেন পিলিজ,
Very informative video. But you did not say about the smaller boat options (maximum 8-12 people capacity) tours. The bigger boat of 70-80 people boats becomes a noisy problem. Can you tell more options about those? And advantages and disadvantages of those?
ধন্যবাদ আপনাকে।
সুন্দরবনের সব জায়গা দেখার জন্যে বড় শীপে যাওয়াটাই সবচেয়ে আরামদায়ক। ছোট বোট গুলো নিয়ে কাছের জায়গা গুলো দেখা যায় তবে হিরণ পয়েন্ট, কটকা বা দুবলার চরে যাওয়ার জন্যে বড় শীপে যাওয়াটা সব দিক থেকেই ভালো।
ছোট বোটে রোলিং হবে বেশি, জেনারেটর বা ইঞ্জিনের সাউন্ড থাকবে বেশি। এবং সুযোগ সুবিধাও কম থাকবে সব মিলিয়ে। তুলনামূলক খরচ বেশী হবে প্রাইভেট বোটে গেলে।
সেই তুলনায় বর্তমানে কিছু ক্রুজ শীপ আছে যে গুলোর সেবার মান বেশ ভালো। নয়েজ সমস্যা তেমন হবেনা, ফ্যামিলি নিয়ে সুন্দর ট্যুর দেওয়া যাবে।
বড় শীপে সমস্যা একটাই, মানুষ বেশী থাকবে। ্তবে খুব খারাপ লাগবে এমন না।
একটু সমস্যা হচ্ছিল ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি হওয়ার কারণে!
সুন্দর বনে বাগে মানুষ দরে
করমজল কি সাপ্তাহিক বান্ধ থাকে কিংবা সরকারি ছুটি দিন বন্ধ থাকে?
না এমন কোন বন্ধ নাই। বিশেষ কারণ ছাড়া বন্ধ থাকেনা।
QnA video anen
কোন একদিন ইনশাআল্লাহ
ঢাকা থেকে সরাসরি কোন জাহাজ নাই?
ঢাকা থেকে ভ্রমণ অনেক সময়ের ব্যাপার। কদাচিৎ এরকম প্যাকেজ পাওয়া যায়, তবে নিয়মিত এমন সার্ভিস নেই এখন পর্যন্ত।
আপু আপনারা ঢাকা কোন এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন? তাদের ঠিকানাটা বা মোবাইল নাম্বার যদি দিতেন ভালো হতো, আমিও যেতে চাই,
এজেন্সি গুলোর নাম ভিডিও ডেসক্রিপশনে আছে। তবে কয়েকদিন পর চেক করলে আরও বিস্তারিত তথ্য পাবেন।
আমরা মংলা থেকে যদি ৭ জনের জন্য একটা ছোট ট্রলার ভাড়া করি তাহলে সেটা কি সারাদিনের জন্য?? আর হারবাড়িয়াতে যেই সিকিউরিটি গার্ডের খরচ দিতে হয় সেটা কি আমাদেরই দিতে হবে নাকি ট্রলার এর মালিক সেটা দিবে?
আর আমরা যদি ছেট ক্যানেল ঘুরতে চাই তার জন্য কি আলাদা কোন খরচ লাগবে??
প্রবেশ ও গাইড খরচ কে বহন করবে তা আলোচনা করে ট্রলার ঠিক করতে হবে।
আর হারবাড়িয়া গেলে একেবারে ছোট ট্রলারে যাওয়া ঠিক হবেনা। লাইফবোট বা একটু বড় ট্রলার নিলে ভালো হবে।
ভাড়া করার সময় বলে নিবেন আমাদের ক্যানেলে কিছু সময় ঘোরাতে হবে। করমজলের পাশে সাধারণত এমনিতেই কিছু সময় ক্যানেলে ঘুরিয়ে আনে।
তারপরেও সব ক্লিয়ার করে নিলে ভ্রমণ অভিজ্ঞতা ভালো হবে।
@@VromonGuide অনেক ধন্যবাদ! আপনার ভ্রমণ গাইড দেখে আমার সুন্দরবন যাওয়ার আগ্রহটা আরো বেড়ে গেলো🥰🥰🥰
জেনে ভালো লাগলো :)
bookin kivabay debo
সুন্দরবন ট্যুর এজেন্সি গুলোর সাথে যোগাযোগ করুন। তাদের কবে কবে ট্যুর প্যাকেজ আছে জেনে নিন, সুযোগ সুবিধা খরচ জেনে নিন, পছন্দ হলে তাদের কাছে জিজ্ঞেস করুন বুকিং কিভাবে দিতে হবে।