প্রথমেই যাত্রা লক্ষী বীণা দাশগুপ্ত কে আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই 🌷🙏🌷আপনি উপস্থাপনার প্রথমেই যে গল্পটি শুনালেন সেইরকম ঘটনার সাক্ষী আমি মহাজাতি সদনে যাত্রার শেষে সেইরকম অনুরোধ এসেছিল উনি তিনটি গান শুনিয়েছিলেন এই ঘটনা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম ।পরিসরে আপনাকে ধন্যবাদ জানাই।
দাদা খুব সুন্দর ভিডিও পোস্ট করেছেন আমি জানি শিল্পীর কোনদিন মৃত্যু হয় না আমি এই যাত্রা লক্ষ্মীর মীরার বধুয়া দেখেছি উনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধার্ঘ উনার মৃত্যু যাত্রা জগতের ভীষণ ভাবে ক্ষতি সাধন করেছে ধন্যবাদ আপনাকে নমস্কার ❤️ 🙏
আপনি ভাগ্যবান নিজের চোখে উনার যাত্রি স্বচক্ষে দেখেছেন।আমি উনার অন্ধভক্ত।আমার ব্যক্তিগত ভাবে মনে হয় উনি যদি শুধু গান নিয়ে থাকতেন তাহলে লতা না বিনা এটার বিচার করতে সময় লাগতো
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনাকে অকুন্ঠ ধন্যবাদ জানাই। খুব ছোটবেলায়, শীতকালে দুর্গাপুরে যেতাম, ওখানে mamc club য়ের মাঠে, যাত্রা হত, মীরার বঁধুয়া যেন সত্যি সত্যি মনে হত, কী গান, কানে লেগে আছে। সমস্ত রাতটা একটা ঘোরের মধ্যে থাকতাম, ঘুমিয়ে পড়লেও। অতি বড় মাপের শিল্পী ছিলেন। 🙏🌼🙏
somridhyo হলাম,,, 🙏🙏 অনেক গুরুত্বপূর্ণ তথ্য,,, আমাদের,,, অজানা ছিল,,,, ধন্যবাদ নেবেন,, ভালো থাকবেন,,,,,প্রচুর যাত্রা দেখেছি,, বীনা দাশগুপ্ত অভিনীত,, তার মধ্যে notee binodeeনি সেরা,,🙏🙏
@@amiavijitbolchi osadharan flavour. Ek samai sab artist eksathe bus e asten pratyek barita barita status anujai shilpi ra kheten parabartikale asansol e lodge ba hotel hayer par main artist ra okhan theke direct jatrar asare asten. Khub sastai mednipurer dalo asto tader abhinoy o osadharan 6ilo. Jatrar gat parar par amra pagal hoye jetam. Aj ratha jatrar din natun jatrapala raniganje launch hoto. Jaihok gurudas bandyopadhyay nie balun.
আপনি বোধ হয় জানেননা আপনি কতবড় কাজ করছেন। সিনেমার নায়ক নায়িকার নিয়ে অনেকেই ভিডিও করেন কিন্তু আপনি যে যাত্রা শিল্পীদের নিয়ে এরকম ভিডিও বানিয়েছেন তা এক বিরাট বড় সামাজিক দায়িত্ব পালন। কারণ এইসব ইতিহাস এরকম নথিবদ্ধ না করে রাখলে হারিয়ে যাবে। অসামান্য কাজের জন্য অনেক ধন্যবাদ। স্ক্রিপ্ট অসাধারণ, ভাষ্যপাঠও দারুন।
আপনি বীণার জীবনী নিয়ে যে অনুষ্ঠান করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।আর একটি অনুরোধ করছি যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্ত সম্বন্ধে যদি অজানা কাহিনী শোনান তাহলে কৃতজ্ঞ থাকব।
আমি যাত্রা জননীর ভক্ত, ওনার যাত্রা দেখার সৌভগ্য হয় নি,কিন্তু ক্যাসেট আর মোবাইল এ কিছু যাত্রা বার বার সুনে বিগ ফ্যান হয়ে গেছি, ওনাকে নিয়ে আরও প্রচার হোক 🙏🙏🙏🙏
অজানাকে জানতে পেরে সত্যি সত্যিই আমি আনন্দিত।যাত্রা মানেই বীনাদাস গুপ্তা।আমি আজও এ-ই বীনাদাস গুপ্তার যাত্রা ছাড়া কোন যাত্রা ই শুনিনা। বলার ভাষা স্কিপট সতিই সুন্দর। আরও অনেক এ-ই ধরনের অজানাকে জানতে চাই, অসংখ্য ধন্যবাদ ভাষ্যকারকে।
যাত্রা জগতের কিংবদন্তি অভিনেত্রী বী না দাশগুপ্তা র স্মৃতিচারণা ভীষণভাবে তড়পে 19:24 উঠলো হৃদয়টা? তিনি যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী ছিলেন? যাত্রা জগতে তাঁর অবদান বাঙালির হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে? আজ তিনি নেই আছে শুধু স্মৃতি, স্মৃতি তুমি বেদনা।
অপূর্ব অভিনয়,,এরকম অভিনয় আমি কখনো দেখিনি । পৃথিবী থাকতে দ্বিতীয় ,,বিনা দাশগুপ্ত,, আর হবে না ।যে যাই সে এর ফেরে না । তার অভিনয় মনে এলে চোখ জলে ভরে আসে । আপনি স্বর্গলোকে ভালো থাকুন বিনাদেবি ।,, প্রমোদ মণ্ডল ।।
আপনার ভিডিও আমায় মোহিত করেছি। আমারও জন্ম ১৯৪৮.দিদির বহু পালা আমি দেখেছি। আমাদেরও পায়্ররাডানঙা আঞ্চলিক নাট্য সংস্থা -নামে একটি নাট্য গোষ্টী ছিল৷ আকাশবানি কলকাতায় আমদের দুটো যাত্রা পালা আছে।এই প্রথম এমন ভিডিও দেখতে পেলাম। ধন্যবাদ।
রাণীগঞ্জের এক কোলিয়ারির মাঠে বহুবছর আগে আমার বীণা দাশগুপ্ত অভিনীত মীরার বঁধুয়া যাত্রাপালাটি দেখার সৌভাগ্য হয়েছিল। সালটা মনে নেই, ৮০র দশক হবে। সেদিন বুঝেছিলাম অভিনয়ে প্রাণ ঢেলে দেওয়া কাকে বলে। পাশে বসা মানুষজনেদের হু হু করে কাঁদতে দেখেছি। বীণা দাশগুপ্ত মঞ্চে গান শুরু করলে দর্শক মন্ত্রমুগ্ধের মতো বসে থাকত। সত্যিই এই পোড়া দেশ যাত্রা জগতের এই legend কে যোগ্য সন্মান দিতে পারেনি।
At the age of 12, I have seen her first superb acting , voice and devotional song in the year 1977 in famous Notibinodini and Mirar Badhua . These two Jatrapala influenced my mind in such a way that still I am crying for Lord Krishna and Thakur Ramkrishna. I have stored longtime HMV disc ,CD, DVD disc and now available in U-tube. Still I listen these two Jatrapala and remember her expressions. So, beautiful and heart touching her actin which I never forget. God bless her and keep in peace.
যাত্রালক্ষী বীণা দাসগুপ্তা ভোরবেলা যখন যাত্রা করে ফিরছিলেন, তখন খুব সম্ভবত গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন। এবং বীণা দাশগুপ্তর গাড়িটি একটি ডাম্পারের পেছনে সজোরে আঘাত করে। ডাম্পারটি তখন দাঁড়িয়েছিল।। যাত্রা লক্ষী বীণা দাশগুপ্ত এবং গাড়ির ড্রাইভার দুজনই মারা যান।। যাত্রাদলের বাস যখন অন্য শিল্পীদের নিয়ে ঐ পথে ফিরছিল তখন তারাই প্রথমে দেখে যাত্রালক্ষী বীণা দাসগুপ্তার গাড়ি এক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তারাই গাড়ি থেকে বীণা দাসগুপ্তাকে বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এবং সেখানে ডাক্তারবাবু বীণা দাশগুপ্তকে মৃত বলে ঘোষণা করেন।।
1974 সালের মার্চ মাসের এক রত্রিতে দেখে ছিলাম নটীবিনোদিনী যাত্রাপালা. আজও মনে জ্বলজ্বল করছে . মনে বড় আক্ষেপ বীণাদিদির -বিনোদ, অরুনবাবুর -গিরীশ, দীপেনবাবুর- রামকৃষ্ণ আরকোনদিনও দেখতেপাবো না।
এপার বাংলার আবালবৃদ্ধবনিতা সকলের প্রিয় যাত্রা লক্ষী বীনা দাশগুপ্তের সাড়াজাগানো অভিনয় বাঙলার অগনিত মানুষ কোন দিন ভুলবে না। বাঙলা মানুষের হৃদয়ে মহানায়িকা কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। দাস পুর এর এক শান্তি চক্রবর্তী র কাছে তালিম নিয়েছেন। একদিন শান্তি বাবু ঘাটালে রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন এমন সময় বীনা দাশগুপ্তে স্নান করে আসছিলেন। মাষ্টার মশাই কে চিনতে পেরে ডাকলেনমাষটার মশাই তখনই ঘুরে দাঁড়াতে বীনা দাশগুপ্তপা ছুঁয়ে প্রনাম করে বাসায় নিয়ে গেলেন। ১০০ টাকা হাতে দিয়ে প্রনাম করে কেমন আছেন গল্পঃ করলেন। এই দৃশ্য নিজের চোখে দেখেছি কোনো দিন ভোলার নয়। পরিশেষে বলি: যাত্রা লক্ষী বীনা দাশগুপ্তে অমর রহে। প্রশ্ন জাগে ওনার কি ছেলে মেয়ে নেই?
আজ আমাদের দুর্ভাগ্য স্বর্গীয়া যাত্রালখমীর তিরোধানের অল্পকালের মধ্যে বাংলা থেকে যাত্রাশিল্পের বিলোপের দু:খ নিয়ে যাত্রাপ্রেমিদের বাকীদিনগুলো কাটাতে হবে ।
Ato voktimulok theater, Natak, jatra proviti anusthaner madhome sohor grambanglate je sara fele diechilen ta aajo seisob palaganer punoprochre bangali thotha bongosomajer manusher hridoy ber ber abegruddho hoe pore. Pronommo sir Girish Ghosher rongoshaler rongomonche jatrapala Notibinodiner "Jeno thanai pai tobo chorene "aei Krishno preamer gan jatralakshmi Bina didir khontho akehno banagalir kane kane beje othe. Aei rokom sato sato voktimulok jatra palagan poribeshon kore bangalir kache tini hoe uthechilen poshchim bongo sarkerer dara vusito surela konthi jatra lakshmi Bina Dasgupta. Aei jatra lakshmi BINA DASGUPTAER AOKAL mirthute amra ghovirvabe mormahota. Ajo bishash hoi na je tini aaj nei. Jokhon grambangler prantore prantore aei chiro amor shilpir jatra pala gan gramophone recordea maike maike beje othe thokhon amader aei aovuj mon verkranto hoe othe. Thai ke bolechen tini aaj nei tini achen tini thakben amader bangalider hridoyer monikothai. We shall never forget for ever our Jatra Lakshmi Bina Dasgupta. A lot of pronam to our great actress jatra lakshmi Bina Dasgupta.
সকলকে অসংখ্য ধন্যবাদ,
বীণা দাশগুপ্ত র ভিডিও টি এতটা জনপ্রিয় করার জন্য আপনারা এভাবেই পাশে থাকুন।
,
Bengali I
.
@@dipakkumarmaiti130700000⁰⁰😅 ke
😊😊😊
খুব খুব ভালো লাগলো, লাইক দিলাম, ভালো থাকবেন।
Thanks
প্রথমেই যাত্রা লক্ষী বীণা দাশগুপ্ত কে আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই 🌷🙏🌷আপনি উপস্থাপনার প্রথমেই যে গল্পটি শুনালেন সেইরকম ঘটনার সাক্ষী আমি মহাজাতি সদনে যাত্রার শেষে সেইরকম অনুরোধ এসেছিল উনি তিনটি গান শুনিয়েছিলেন এই ঘটনা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম ।পরিসরে আপনাকে ধন্যবাদ জানাই।
Ha ekdom
নটী বিনোদিনীর নাম শুনেছি ছোটবেলায়। আজ জানতে পারলাম
তার নায়িকা সম্বন্ধে। খুব ভালো লাগলো।
এখন তো যাত্রাপালার দুর্দিন। তবুও শ্রদ্ধেয় বীণা দাশগুপ্তার জীবনী জানতে পেরে ধন্য হলাম। 🎉🎉🎉🌹
এমন আরও অনেক কিংবদন্তি যাত্রা শিল্পী র জীবন রয়েছে আমার চ্যানেল এ
আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে। আমাদের এই ব-দ্বীপেও বড় বড় অনেক যাত্রাপালা শিল্পী ছিলেন। আমরা ক'জনের খবর রাখি। আপনি এগিয়ে চলুন।💐
খুব ভালো একটি উদ্যোগ। খুব ছোট বেলায় মীরার বঁধুয়া দেখেছিলাম। অপূর্ব সে স্মৃতি, অসাধারণ অভিনয়। ভাবলে গায়ে কাঁটা দেয়।
বীণা দাশগুপ্ত কে আমার প্রাণ ভরা ভালোবাসা ও শ্রদ্ধা জানাই 🌷🌷💐💐💐
Thanks
Songe thakun
@@amiavijitbolchi l....ll poo k
Pll ll ll
Darun representation
Thank you so much
দাদা খুব সুন্দর ভিডিও পোস্ট করেছেন আমি জানি শিল্পীর কোনদিন মৃত্যু হয় না আমি এই যাত্রা লক্ষ্মীর মীরার বধুয়া দেখেছি উনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধার্ঘ উনার মৃত্যু যাত্রা জগতের ভীষণ ভাবে ক্ষতি সাধন করেছে ধন্যবাদ আপনাকে নমস্কার ❤️ 🙏
সঙ্গে থাকুন
আরও নতুন নতুন ভিডিও রয়েছে দেখুন
16km সাইকেল করে নটি বিনোদিনী দেখতে গিয়েছিলাম। জীবনটা সার্থক হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে বীণা দাশগুপ্তা সম্মন্ধে ভিডিও টি করার জন্য।
Thanks
আপনি ভাগ্যবান নিজের চোখে উনার যাত্রি স্বচক্ষে দেখেছেন।আমি উনার অন্ধভক্ত।আমার ব্যক্তিগত ভাবে মনে হয় উনি যদি শুধু গান নিয়ে থাকতেন তাহলে লতা না বিনা এটার বিচার করতে সময় লাগতো
খুব ভালো লাগল প্রতিবেদন।
ধন্যবাদ
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনাকে অকুন্ঠ ধন্যবাদ জানাই।
খুব ছোটবেলায়, শীতকালে দুর্গাপুরে যেতাম, ওখানে mamc club য়ের মাঠে, যাত্রা হত, মীরার বঁধুয়া যেন সত্যি সত্যি মনে হত, কী গান, কানে লেগে আছে। সমস্ত রাতটা একটা ঘোরের মধ্যে থাকতাম, ঘুমিয়ে পড়লেও।
অতি বড় মাপের শিল্পী ছিলেন। 🙏🌼🙏
Thank you so much didi
Songe thakun
অসাধারণ ভকতি মূলক গান
Haaa.
আমার দুর্ভাগ্য বীনাদাশ গুপ্তার কোন পালাগান দেখতে পাইনি কিন্তু তার বিষ্ণুপ্রীযা রেকর্ডে শুনে মুগ্ধ ধন্যবাদ আপনাকে ভিডিওটি করার জন্য
Thanks.
ঙ
Excellent information 👌, I have seen NOTI BINODINI, the milestone of Bengali jatra.
Thank you so much
খুব ভালো লাগলো
Thanks didi
আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রী ।
Thanks
কোটি প্রণাম 🙏🙏
Thanks
যাত্রা পালা শোনার জন্য অপেক্ষায় থাকলাম ।
Anek record TH-cam e royeche sune nin please
somridhyo হলাম,,, 🙏🙏 অনেক গুরুত্বপূর্ণ তথ্য,,, আমাদের,,, অজানা ছিল,,,, ধন্যবাদ নেবেন,, ভালো থাকবেন,,,,,প্রচুর যাত্রা দেখেছি,, বীনা দাশগুপ্ত অভিনীত,, তার মধ্যে notee binodeeনি সেরা,,🙏🙏
ধন্যবাদ
সঙ্গে থাকুন
আমার চ্যানেলে র
Apnake dhanyabad dier vasa amar nai. Asansol r ai ghatanar ami sakhi chhilam osadharan apner tatha.
Thank you.
Kemon laglo
Ektu jodi onar abhinoy er bapare bolen
@@amiavijitbolchi osadharan flavour. Ek samai sab artist eksathe bus e asten pratyek barita barita status anujai shilpi ra kheten parabartikale asansol e lodge ba hotel hayer par main artist ra okhan theke direct jatrar asare asten. Khub sastai mednipurer dalo asto tader abhinoy o osadharan 6ilo. Jatrar gat parar par amra pagal hoye jetam. Aj ratha jatrar din natun jatrapala raniganje launch hoto. Jaihok gurudas bandyopadhyay nie balun.
Gurudas banarjee ke niye video asbe khub taratari
অসাধারণ অভিনেত্রী সংগীত সাধিকা বীণা দাশগুপ্ত
ধন্যবাদ
Asadharan..
Thanks
আপনি বোধ হয় জানেননা আপনি কতবড় কাজ করছেন। সিনেমার নায়ক নায়িকার নিয়ে অনেকেই ভিডিও করেন কিন্তু আপনি যে যাত্রা শিল্পীদের নিয়ে এরকম ভিডিও বানিয়েছেন তা এক বিরাট বড় সামাজিক দায়িত্ব পালন। কারণ এইসব ইতিহাস এরকম নথিবদ্ধ না করে রাখলে হারিয়ে যাবে। অসামান্য কাজের জন্য অনেক ধন্যবাদ। স্ক্রিপ্ট অসাধারণ, ভাষ্যপাঠও দারুন।
Thank you so much.
I don't have the right language to appreciate or praise the artiste but I join all her fans in spirit....🙏🙏🙏🙏🙏
000
Apnar sangrihito totho surakhito protibedon barbar mugdho kore
Apnar ai uddoge amra gorbito
Thank you
Video ta dekhanor jonno
Noti binodini 4 bar dekechhilam
সঙ্গে থাকুন
Apurbo uposthapona tomar ..bina dasgupta anonno abhinabo ..ramkrishna jatra sunechi radiote. Take sabai ramkrishner manos konna bolten ...tomar video gulo khub bhalo lagego..bhalo theko susto theko..ami pathonatika kaekta dekhechi..
Khub sunder laglo vai, tomar ai chesta satti Apurba, nati binodini ami dekhi 1977 r March a Bolpur a, apurbo!!!
Achha achha.
Channel visit korun amar
Satty asadharn
Thanks
Khub sundor uposthapona.Bina Dasguptar moto ato guni shilpi k jodi akbar chokher dekha dekhte petam tahole jibon dhonnyo hoye jeto.Jani Seta a jibone kono bhabei sambhab noy.Uni jekhanei thakun santite thakun.🙏🙏🙏
Ekdom thik amio tai bolchi
Jara onake dekhe ni samne theke tara anek kichu miss koreche tar moddhye amio ekjon
Ha thik tai. Amon guni shilpi r jatra shona chhara r kono upay nei. Sara jibon uni amader majhe amar hoye thakben tar krititter janyo.
Haa ekdom tai
শুনলাম খুব ভাল লাগল ।
ধন্যবাদ
আপনি বীণার জীবনী নিয়ে যে অনুষ্ঠান করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।আর একটি অনুরোধ করছি যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্ত সম্বন্ধে যদি অজানা কাহিনী শোনান তাহলে কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ।
যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্তের ভিডিও রয়েছে
আমার চ্যানেলে দেখে নিন আরও অনেক যাত্রা শিল্পী র জীবনকাহিনি আমি করেছি
@@amiavijitbolchi
SEX VEDIOB
বীনা দিদির অসাধারণ অভিনয় বাংলা যাত্রা শিল্পের গৌরব ।তিনি আমাদের গর্ব,
বাংলার গর্ব, ভারতের গর্ব।
Thanku
যতদিন জীবন থাকবে ততদিন ওনাকে আমার প্রভু র পাশে রাখতে চায়।
Excellent presentation
Pl. Could you share her Nati binodini
Pl. If possible
I missed these, we are in childhood
Pl.
ইউটিউব এ সার্চ করুন পাবেন
প্রনাম জানাই ৷ বাবা যাত্রা পার্টির এজেন্ট ছিলেন যার সুবাদে ওনার সাথে অনেক বার green Room share করেছি আর ওনার আশির্বাদ এ ধন্য হয়েছি
Apnar sathe jatra jogoter kono artist er contact ache
না বর্তমানে নেই
Apurba খুব ভালো laglo
Thanks
আমি যাত্রা জননীর ভক্ত, ওনার যাত্রা দেখার সৌভগ্য হয় নি,কিন্তু ক্যাসেট আর মোবাইল এ কিছু যাত্রা বার বার সুনে বিগ ফ্যান হয়ে গেছি, ওনাকে নিয়ে আরও প্রচার হোক 🙏🙏🙏🙏
Thanks
Historical 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks
সর্বপ্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এই শিল্পীদের অসামান্য কথাবার্তা গুলো তুলে ধরছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই
Thanks
অসাধারণ আমি নিজে ওগো বিষ্ণুপ্রিয়া টা দেখেছি
বাংলা ভাষার প্রতি আর একটু মনোযোগ বাঞ্ছনীয় । শুভেচ্ছা রইল ।
আচ্ছা
অজানাকে জানতে পেরে সত্যি সত্যিই আমি আনন্দিত।যাত্রা মানেই বীনাদাস গুপ্তা।আমি আজও এ-ই বীনাদাস গুপ্তার যাত্রা ছাড়া কোন যাত্রা ই শুনিনা। বলার ভাষা স্কিপট সতিই সুন্দর। আরও অনেক এ-ই ধরনের অজানাকে জানতে চাই, অসংখ্য ধন্যবাদ ভাষ্যকারকে।
Thanks
Channel e anek ei rokom manush er video ache please dekhun asa kori bhalo lagbe
Excellent bro.❤❤
Etodin pore sunle
যাত্রা জগতের কিংবদন্তি অভিনেত্রী বী না দাশগুপ্তা র স্মৃতিচারণা ভীষণভাবে তড়পে 19:24 উঠলো হৃদয়টা? তিনি যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী ছিলেন? যাত্রা জগতে তাঁর অবদান বাঙালির হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে? আজ তিনি নেই আছে শুধু স্মৃতি, স্মৃতি তুমি বেদনা।
ধন্যবাদ
আরও সমৃদ্ধ হলাম।🌹🌹🌹🌹🌹
Thanks
অপূর্ব অভিনয়,,এরকম অভিনয় আমি কখনো দেখিনি । পৃথিবী থাকতে দ্বিতীয় ,,বিনা দাশগুপ্ত,, আর হবে না ।যে যাই সে এর ফেরে না । তার অভিনয় মনে এলে চোখ জলে ভরে আসে । আপনি স্বর্গলোকে ভালো থাকুন বিনাদেবি ।,, প্রমোদ মণ্ডল ।।
ধন্যবাদ
Babugo,a j achal poysa,voice darun chhilo.
Haaaa
Nice ❤❤❤
ধন্যবাদ
আপনার ভিডিও আমায় মোহিত করেছি। আমারও জন্ম ১৯৪৮.দিদির বহু পালা আমি দেখেছি। আমাদেরও পায়্ররাডানঙা আঞ্চলিক নাট্য সংস্থা -নামে একটি নাট্য গোষ্টী ছিল৷
আকাশবানি কলকাতায় আমদের
দুটো যাত্রা পালা আছে।এই প্রথম এমন ভিডিও দেখতে পেলাম। ধন্যবাদ।
Amar channel er annyo video gulo dekhun asa kori bhalo lagbe.
Aro anek jatra shipi ke niye ei rokom video royeche.
Dekhun
Songe thakun
Ami uner5 6ta jatra dakha6.sati khub sundar
ধন্যবাদ
খুব সুন্দর
Thanks
রাণীগঞ্জের এক কোলিয়ারির মাঠে বহুবছর আগে আমার বীণা দাশগুপ্ত অভিনীত মীরার বঁধুয়া যাত্রাপালাটি দেখার সৌভাগ্য হয়েছিল। সালটা মনে নেই, ৮০র দশক হবে। সেদিন বুঝেছিলাম অভিনয়ে প্রাণ ঢেলে দেওয়া কাকে বলে। পাশে বসা মানুষজনেদের হু হু করে কাঁদতে দেখেছি। বীণা দাশগুপ্ত মঞ্চে গান শুরু করলে দর্শক মন্ত্রমুগ্ধের মতো বসে থাকত। সত্যিই এই পোড়া দেশ যাত্রা জগতের এই legend কে যোগ্য সন্মান দিতে পারেনি।
Thik bolechen
Onar biography authentic bhabe tule dhorechi apnader kache
মীরার বধুয়া দেখা এক অসাধারণ পালা কোন দিন ভোলা যাবেনা নন্দ মান্দারবাটী
Thanks
Dada please ashoke Kumar samandhye kichu bolun
Ajo jatralaxmik bhulte parini, monehoy akbar jodi dekhte petam.
Ekdom thik bolechen.
Ami to kono din samne dekhtei paini
Sudhu golpo e sunechi.
আমার সৌভাগ্য হয়েছিল ওনার *নটি বিনোদিনী* যাত্রা অভিনয় দেখার।2002অথবা 2003 সাল নাগাদ।আমাদের কলেজের মাঠে রাজা রামমোহন রায় মেলায়।খানাকুল, হুগলী।
Thanku
Jatra shilpi tinu bandhapadhyay keniya vedio korun pelase
Ha korbo
রত্না মুখার্জী পূর্ব বর্ধমান আপনার প্রতিবেদন খুব সুন্দর।সেই সঙ্গে আপনার ভাষ্য পাঠ মনে দাগ কাটে।আরও এই ধরনের ভিডিও দেখার বা শোনার আশায় রইলাম
Notun anek video upload hoyeche
Channel e giye ektu dekhben.
Sob somoy notification jaay na
Aajo majhe majhe Bina dasgupter kanthe suni Man majaye Lukle Kothay
Thank you
Jatra actor shyamal chacroborti ke niye akta video banun please please please bhai ei akta request .purbo Bardhaman
Chesta korbo
Dada information pai
ওর অভিনয় দেখে আমার চোখে জল আসে।যাত্রা জগত আজও অন্ধকার তার মৃত্যুতে।
Ekdom thik bolechen.
Kon kon jatra dekhechilen bina dasgupta r
এই রকম একজন সংবেদনশীল যাত্রা শিল্পীর অকালে ঝরে পড়া যাত্রা জগতের বিরাট নক্ষত্র পতন,পরম কারুণিকের নিকট প্রার্থনা জানাই উনার আত্মা শান্তি ☮️ পায়।
ধন্যবাদ
At the age of 12, I have seen her first superb acting , voice and devotional song in the year 1977 in famous Notibinodini and Mirar Badhua . These two Jatrapala influenced my mind in such a way that still I am crying for Lord Krishna and Thakur Ramkrishna. I have stored longtime HMV disc ,CD, DVD disc and now available in U-tube. Still I listen these two Jatrapala and remember her expressions. So, beautiful and heart touching her actin which I never forget. God bless her and keep in peace.
Thanks
😅😅
. 😢y
এগুলোর সঙ্গে যদি পুরোনো দিনের যাত্রার অডিও গুলো দিতেন আর ও ভালো লাগতো...
কপিরাইট আসতো
Excellent silute jatra laxmi
ধন্যবাদ।
যাত্রার জননী তুমি তোমার জন্য যাত্রা।
Ha ekdom
Dada ashoke Kumar ke niya vedio kroun please
Ha korbo
যাত্রালক্ষী বীণা দাসগুপ্তা ভোরবেলা যখন যাত্রা করে ফিরছিলেন, তখন খুব সম্ভবত গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন। এবং বীণা দাশগুপ্তর গাড়িটি একটি ডাম্পারের পেছনে সজোরে আঘাত করে। ডাম্পারটি তখন দাঁড়িয়েছিল।। যাত্রা লক্ষী বীণা দাশগুপ্ত এবং গাড়ির ড্রাইভার দুজনই মারা যান।। যাত্রাদলের বাস যখন অন্য শিল্পীদের নিয়ে ঐ পথে ফিরছিল তখন তারাই প্রথমে দেখে যাত্রালক্ষী বীণা দাসগুপ্তার গাড়ি এক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তারাই গাড়ি থেকে বীণা দাসগুপ্তাকে বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এবং সেখানে ডাক্তারবাবু বীণা দাশগুপ্তকে মৃত বলে ঘোষণা করেন।।
Ekdom thik bolechen.
আপনারা কিছুই যানেন না।বীনা দাশগুপ্ত, এখোনো বেচে আছে।১ জন বিবাহিত ছেলেকে বিয়ে করে, বীরভূমের কুরমিঠা গ্রামে এখোনও আছে।
Excillent
ধন্যবাদ
Sundar paribeson
Thanks
1974 সালের মার্চ মাসের এক রত্রিতে দেখে ছিলাম নটীবিনোদিনী যাত্রাপালা. আজও মনে জ্বলজ্বল করছে . মনে বড় আক্ষেপ বীণাদিদির -বিনোদ, অরুনবাবুর -গিরীশ, দীপেনবাবুর- রামকৃষ্ণ আরকোনদিনও দেখতেপাবো না।
Thanks for ur comment
আপনারা সত্যিই ভাগ্যবান
দেবগোপাল ব্যানার্জীকে নিয়ে একটা Episode করুন।
Haa ekdom
বীণা দাশগুপ্ত চার অমর আমাদের মনের কোঠায়
Thanku so much
Ami jatra khub valobasi onake amar pronajanai jatata likhi bindas Gupta
Thanks
চমত্কার বা চমত্কার
Thanks
বাস্তব জীবনে হোক বা অভিনয় জগতে এত ভক্তি বৎসল জীবন যাপন করেও এমন মর্মান্তিক পরিণতি তার জীবন দ্বীপ নিভিয়ে দিতে পারে এটা কল্পনার ও অতীত ।
Ha thik bolechen.
Àmi ciean karte janiina jodibanglate. Jania den tabe chesta korte parei thanks
ঠিক বুঝলাম না
Abar asibo phire ,dhansiritir tire ei bangla❤️❤️
ব্রজের বাশরী এবং ওগো বিষ্ণু প্রিয়া পৃথিবী যতোদিন থাকবে ততোদিন মানুষের মনে থাকবে।
Mone thaktei hobe
Noti binodini, mirar bodhuya
Bina dasgupta true legend 🌹👏👏
Thanks
Bina Dasgupta amar rahe
ধন্যবাদ
Good
ধন্যবাদ
DIDIR NH2 PALSITEY ROAD ACCIENDNT HOYECHILO
হা।
এপার বাংলার আবালবৃদ্ধবনিতা সকলের প্রিয় যাত্রা লক্ষী বীনা দাশগুপ্তের সাড়াজাগানো অভিনয় বাঙলার অগনিত মানুষ কোন দিন ভুলবে না। বাঙলা মানুষের হৃদয়ে মহানায়িকা কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। দাস পুর এর এক শান্তি চক্রবর্তী র কাছে তালিম নিয়েছেন। একদিন শান্তি বাবু ঘাটালে রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন এমন সময় বীনা দাশগুপ্তে স্নান করে আসছিলেন। মাষ্টার মশাই কে চিনতে পেরে ডাকলেনমাষটার মশাই তখনই ঘুরে দাঁড়াতে বীনা দাশগুপ্তপা ছুঁয়ে প্রনাম করে বাসায় নিয়ে গেলেন। ১০০ টাকা হাতে দিয়ে প্রনাম করে কেমন আছেন গল্পঃ করলেন। এই দৃশ্য নিজের চোখে দেখেছি কোনো দিন ভোলার নয়। পরিশেষে বলি: যাত্রা লক্ষী বীনা দাশগুপ্তে অমর রহে। প্রশ্ন জাগে ওনার কি ছেলে মেয়ে নেই?
হা ওনার ছেলে আছে
আজ আমাদের দুর্ভাগ্য স্বর্গীয়া যাত্রালখমীর তিরোধানের অল্পকালের মধ্যে বাংলা থেকে যাত্রাশিল্পের বিলোপের দু:খ নিয়ে যাত্রাপ্রেমিদের বাকীদিনগুলো কাটাতে হবে ।
Jatra shilpa bilop hoyni
Sorbo kaler sera silpi,mago tomar pae satakoty pranam
একদম ঠিক
অপূর্ব!
Thanks
Bina dasgupta asadharan
❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ
কখনও ভুলবনা, নটী বিনোদীনি যাত্রা পালা, যেন ঠাঁই পাই তব চরনে
We never forget her acting and song. She is famous in " yatra jagat"
Abhinay o sangee t er Debi saraswati ke amar Sato koti pronam
Thank you
বিনা দাশগুপ্তের মা মাটি মানুষ জীবনে ভুলবো না। তখন আমার বয়স হবে 15 বছর। আপনি বীণা দাশগুপ্ত কে নিয়ে আলোচনা করছেন খুব ভালো লাগছে।
Sobai ke niyei korechi.
খুব ভালো, কিন্তু বিনা দাশগুপ্ত অভিনীত যে পালা গুলি ভিডিওর মাধ্যমে দেখানো যাবে সে গুলি দেখা গেলে খুব খুশি হতাম? অন্য player ar noi.
Video nei onar kono
❤❤❤❤
BINADASGUPTA AMAR HAY.
Ekdom
প্রনাম জানাই
Thanks
নটি বিনোদনি যাত্রা পালা যে
দেখেছে , কোন দিনই কেউ ভূলতে পারবেনা , সমস্ত কুশিলব দের এমনভাবে সাজানো হয়ে ছিল । একদম প্রানবন্ত হয়ে উঠে ছিল ।
Thank you so much
Sraddhea Bina dasguptar sammondhe anek kichui janalen ageo kichu jantam aro janlam.didir anek palar palakare nam ullekh korlen amonki ses pala AMI RAM RAHIMER MAA palar palakarer namta ullekh korte atotai sankoch jene dukkho pelem. Dhanyabad
Akhane uddesho bina dasgupta
Ato voktimulok theater, Natak, jatra proviti anusthaner madhome sohor grambanglate je sara fele diechilen ta aajo seisob palaganer punoprochre bangali thotha bongosomajer manusher hridoy ber ber abegruddho hoe pore. Pronommo sir Girish Ghosher rongoshaler rongomonche jatrapala Notibinodiner "Jeno thanai pai tobo chorene "aei Krishno preamer gan jatralakshmi Bina didir khontho akehno banagalir kane kane beje othe. Aei rokom sato sato voktimulok jatra palagan poribeshon kore bangalir kache tini hoe uthechilen poshchim bongo sarkerer dara vusito surela konthi jatra lakshmi Bina Dasgupta. Aei jatra lakshmi BINA DASGUPTAER AOKAL mirthute amra ghovirvabe mormahota. Ajo bishash hoi na je tini aaj nei. Jokhon grambangler prantore prantore aei chiro amor shilpir jatra pala gan gramophone recordea maike maike beje othe thokhon amader aei aovuj mon verkranto hoe othe. Thai ke bolechen tini aaj nei tini achen tini thakben amader bangalider hridoyer monikothai. We shall never forget for ever our Jatra Lakshmi Bina Dasgupta. A lot of pronam to our great actress jatra lakshmi Bina Dasgupta.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏pronam
আপনার বিষয় এবং গভীরতা ভালো। কিন্তু বলাটা উন্নত হলে ভালো হয়। কথার মধ্যে কাটা কাটা ভাব থাকে। রাগ করবেন না। ভালোর জন্য বললাম এবন্ড আমি নিয়মিত শুনি।
আচ্ছা।
কোনো কোনো বিষয়ে আবেগ জড়িত হয়ে যায়
কোথায় হারিয়ে গেল সেই আলোড়ন সৃষ্টিকারী দিনগুলো।
Ha thik bolechen.
Je din jaay R fire ase na