ব্যাংক স্টেটমেন্ট নাকি ডলার এনডোর্সমেন্ট কোনটা দিলে ভিসা হয় ? Bank Statement or Dollar Endorsement

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2023
  • Indian Visa and Passport
    Tourist visa
    ইন্ডিয়ান ভিসা
    ব্যাংক স্টেটমেন্ট নাকি ডলার এনডোর্সমেন্ট কোনটা দিলে ভিসা হয় ? Bank Statement or Dollar Endorsement
    আপনার বা আপনার বাবার নামে একটি অ্যাকাউন্ট থাকলেই হবে
    অ্যাকাউন্ট অবশ্যই সচল এবং একাউন্টে পর্যাপ্ত কিছু টাকা থাকতে হবে
    তিন থেকে ছয় মাসের স্টেটমেন্ট লাগবে
    সাথে একটা ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে পারেন
    অবশ্যই ব্যাংক থেকে আপনারা ডলার এনডোর্সমেন্ট করবেন
    এনডোর্স করার সময় ব্যাংক থেকে প্রিন্ট কপি বা স্লিপ নিয়ে নিবেন
    কোন ধরনের ফেক ডকুমেন্টস দিবেন না

ความคิดเห็น • 227

  • @kamranahmed64520
    @kamranahmed64520 หลายเดือนก่อน +2

    Tnk you vai amr ja ja janar dorkar chilo comment a shob uttor paia gesi tnx apnake apni shobar comment er reply dia shomadan koira den boila tnk u❤

  • @shipondasdas1012
    @shipondasdas1012 11 หลายเดือนก่อน +1

    ভাইয়া এক ১ মাস আগে একাউন্ট খুলেছি একাউন্টে ৩০,০০০ টাকা আছে এটা দিয়ে কি আবেদন করতে পারবো????

  • @faisalkhan6088
    @faisalkhan6088 10 หลายเดือนก่อน +1

    Bhai ami amar dual currency credit card dite chaile, ki ki paper dite hoy? Passport ar dollar endorsement ar photo copy & sate ki card ar pic dite hoy? Ta ki nirapod?

  • @poroshariyan597
    @poroshariyan597 ปีที่แล้ว +1

    Amr account 19600+ tk ase. Ami ki tahole visa pabo na. Goto 6mas ar statment deyace.pry 5lac ar upore landan hoyse.akn bank statement ar Last balance chelo 19600+ tk. Akn ki prblm hote pare.

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      না কোন প্রবলেম নেই ভিসা পাবেন

  • @sadiasultanaafrin
    @sadiasultanaafrin 8 หลายเดือนก่อน +1

    hello vaiya,ami student amar baba taka amar account e pathay.
    Ami ki ei account er statement dite parbo?
    Ar account 6 mash kintu taka tula hoyeche goto mashe ekhon taka nei,ami ajk taka dhukiye porsin statement tulle hobe?

  • @lifecapturebyyeasin6472
    @lifecapturebyyeasin6472 9 หลายเดือนก่อน +1

    ভাইয়া আমার নিজের personal bank account ase & statement o ase 6 month er.... Abar passport a 5000 doller androdment o kora ase dual currency card o ase akhon kih ami sob kisu e dibo naki sudu statement dibo?? Naki statement o dibo sathe visa te androsment kora oitar photocopy dibo & card er photocopy o dibo?? Tahole ki sathe kore abar doller niye jawa lagbe naki?? Plz answer ta diyen??

  • @arishaakhter2202
    @arishaakhter2202 ปีที่แล้ว +2

    ভাই আমার নিজের ফ্লাট চলে আসছি বিদ্যুৎ বিল কাড সিস্টেম এইটা কিভাবে কি করব ভিসা দেওয়ার সময় জমা নিবে বিদ্যুৎ বিলের কপি দিতে হবে অন্য কোন বাসার? জানাবেন?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      আপনি যে মিটার রিচার্জ করেন সেটার একটা রিসিভ কপি থাকে না কিংবা আপনি যে বিলটা পেমেন্ট করেন সেটাও তো একটা ডকুমেন্ট থাকে সেটা দিলেই হবে

  • @sumaiyarahman8623
    @sumaiyarahman8623 ปีที่แล้ว +1

    Visa korar somoy bank statement diya visa kora ,pora jodi visa debit card diya endorsement korai tahola ki somossa hoba, please janabn?

  • @krsuzon789
    @krsuzon789 10 หลายเดือนก่อน +2

    Daz bangla bank er agent bank acount statement diye ki visa lagano jabe??

  • @md.rajaulkarim4377
    @md.rajaulkarim4377 11 หลายเดือนก่อน +1

    ভাই আমার অ্যাকাউন্ট ছোট ব্যবসা দিয়ে করা কিন্তু ট্রেড লাইসেন্স নাই এখন অন্য কাজ করি তাহলে কি ভিসা পাব

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      হ্যাঁ ভিসা পাবেন কোন সমস্যা নেই

  • @motopatlo7920
    @motopatlo7920 ปีที่แล้ว +2

    Bank statement abong dollar endorse 2 ta dewa jabe kina somane

  • @mdshahibhasan2000
    @mdshahibhasan2000 หลายเดือนก่อน +2

    আপনার সাজেশন চাই
    একটি ব্যাংক অ্যাকাউন্ট ও ডুয়েল কারেন্সি কার্ড নিতে চাচ্ছি ।
    একটি ভালো ব্যাংক এবং কি কার্ড নিব ।
    জানাবেন প্লিজ ।

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  29 วันที่ผ่านมา

      Brac or city also any others bank account no problem, and visa card dual currency or multi currency

  • @user-pe7bu1tt8u
    @user-pe7bu1tt8u 11 หลายเดือนก่อน +1

    ভাইয়া আমার ও আমার ছোট ভাইয়ের মেডিকেল ভিসা আবেদনে Employer এর জায়গায় আব্বুর নাম আছে।
    এখন আমার ও আমার ভাইয়ের ভিসার কাগজ জমা দেয়ার সময় যদি আমার আম্মুর ব্যাংক স্টেটমেন্ট দিয়ে জমা দেই তাহলে হবে কী? আমার আম্মুর পেশা আছে হাউজওয়াইফ।
    মানে আবেদনের সময় employer এর নামে আব্বুর নাম দেয়া কিন্তু ভিসার কাগজ জমা দেয়ার সময় যদি ব্যাংক স্টেটমেন্ট আম্মুর টা দিয়ে করি তাহলে ভিসা হবে কী 🙏?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      হ্যাঁ হবে, সাথে আপনার আম্মুর আইডি কার্ড এর ফটোকপি দিয়েন

  • @maolanamdahsanullah5771
    @maolanamdahsanullah5771 ปีที่แล้ว +1

    ভাই ,আমার ভায়ের নামে বিদ্যুত বিলের কাগজ আছে,এখন আমি ভিসার জন্য ভায়ের নামের বিদ্যুত বিলের কাগজ দিলে ভিসা পাবো কি?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      হ্যাঁ পাবেন কোন সমস্যা নেই

  • @imtiazahmedjoni5271
    @imtiazahmedjoni5271 10 หลายเดือนก่อน +1

    ভাইয়া মা এর ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের স্টেটমেন্ট দিলে হবে? প্লিজ কাইন্ডলি জানাবেন ,,আমার জমা ২৫ তারিখ! প্লিজ জানাবেন

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  10 หลายเดือนก่อน

      ব্যাংকে গিয়ে দেখেনি স্টেটমেন্ট তোলা যায় কিনা এজেন্ট একাউন্টে র । যেকোনো ব্যাংকের স্টেটমেন্ট দিলেই হবে

  • @forhadhossen6210
    @forhadhossen6210 11 หลายเดือนก่อน +1

    ভাইয়া,আমার বাবার নামে একাউন্ট আছে।তার এনআইডির নাম পরিবর্তন করছি,কি ব্যাংকে তার নাম ঠিক করা হয় নাই।তাইলে কি কোন সমস্যা হবে ?প্লিজ উত্তর দিবেন।প্লিজ ভাই দ্রুত উত্তর দিবেন।

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      হ্যাঁ ব্যাংক একাউন্ট টা ঠিক করে নিতে হবে

  • @JuwelTuber
    @JuwelTuber 11 หลายเดือนก่อน +4

    ডলার এনডোর্স করলে সেটা যে এম্বেসি অফিসারকে দেখাতে হবে বললেন ঔটা তো শুধুমাত্র যারা ক্যাশ ডলার এনডোর্স করবে তাদের জন্য। যারা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে এনডোর্স করবে তাদের ক্ষেত্রে তো সেটার প্রয়োজন নেই?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน +1

      না কার্ড থাকলে তাদের প্রয়োজন নেই

    • @khaledhasan4991
      @khaledhasan4991 6 หลายเดือนก่อน

      পাসপোর্টের যে পেইজে এন্ডোর্স করলাম ক্রেডিট কার্ডের এগেইন্সটে অই পেইজের ফটোকপি এড করে দিলেই তো হবে রাইট? নাকি কার্ডের কোনো ছবিও লাগবে?

  • @mohinzom
    @mohinzom ปีที่แล้ว +2

    ভাই আমার ডার্চ বাংলায় সেলারি একাউন্ট দিয়ে কি হবে,প্লিস জানাবেন

  • @taniaa449
    @taniaa449 11 หลายเดือนก่อน +1

    Vaia kew bolben plz 2 maser bank statement dei ammu r tahole ki hove visa plz bolen kee 😢

  • @masudrohan9687
    @masudrohan9687 ปีที่แล้ว +2

    নতুন একাউন্ট খুলে ওই স্টেটমেন্ট দুইদিন পর ভিসার জন্য এপ্লাই করলে হবে?

  • @moenuddin87
    @moenuddin87 11 หลายเดือนก่อน +1

    ব্যংকে এ যদি ২৫০০০ টাকা জমা দিয়ে ব্যংক স্টেটমেন্ট করি এবং পরে যদি এই টাকা তুলে নেই তাহলে কি সমস্য হবে।

  • @pranotoshbepari
    @pranotoshbepari หลายเดือนก่อน +1

    ভাইয়া একটা বিষয় জানার ছিল-
    ভাইয়া আমি না জেমে প্রথমে ভিসা করার উদেশ্যে আমার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট থেকে ডুয়াল কারেন্সি প্রিপেইড ট্রাভেল কার্ড নিছি এবং অ্যাক্টিভ করছি আমার পাসপোর্টে ৩০০০ ডলার এন্ডোর্স করেছি ‍আমার পাসপোর্টে ৩০০০ হাজার ডলার এন্ডোর্স কোরে সিল মাইরা দিছে কিস্তু আমি এখনো আমার কার্ডে টাকা জমা বা ডলার এন্ডোর্স করি নাই সে ক্ষেত্র আমার কি এই ৩০০০ ডলারই এন্ডোর্স করতে হবে নাকি ‍আরো কম যেমন ৫০০ ডলার বা ৩০০ ডলার এন্ডোর্স করতে পারবো? ‍আর ভিসা জমা দেওয়ার ‍সময় ‍যদি অফিসার ৩০০০ ডলার এন্ডোর্স দেখতে চায় আর ‍আমি যদি দেখাতে না পারি ৫০০ ডলার বা ৩০০ ডলার এন্ডোর্স দেখাই তাইলে কি ‍আমার ভিসা জমা নিবে জানালে উপকৃত হতাম।

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  หลายเดือนก่อน +1

      3000 endorsement korsen mane apni 3000 poriman use korte parben, hm visa paben, endorsement korle kono dollar show korte hoy na

    • @pranotoshbepari
      @pranotoshbepari หลายเดือนก่อน

      @@IndianVisaandPassport Thank you viya.

  • @iftakarnibir7553
    @iftakarnibir7553 10 หลายเดือนก่อน +1

    ভাই আমার কোন সচল ব্যাংক একাউন্টে যেখানে মোটামুটি লেনদেন হয়।সেখানে আজকে যদি ৩০,০০০টাকা জমা দিয়ে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আবার ২/৩ দিন পর যদি টাকা তুলে ফেলি তাহলে কি ভিসা বাতিল হবে।নাকি ভিসা আবেদন করার সময় থেকে ভিসা পাওয়ার আগ পর্যন্ত টাকা ব্যাংকে রাখতে হবে।

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  10 หลายเดือนก่อน

      না শুধু স্টেটমেন্ট তোলার সময় টাকা থাকলে হবে পরে তুলে নিলে সমস্যা নেই

    • @afrinislambangladesh9076
      @afrinislambangladesh9076 4 หลายเดือนก่อน

      @@IndianVisaandPassport
      ব্যাংকের টাকা রাখার সময় কি স্টেটমেন্ট নেয়া যাবে সাথে সাতে?

  • @VoyageSeekersVlogsBD
    @VoyageSeekersVlogsBD 7 หลายเดือนก่อน +1

    ভাই, আমি দুইটা ব্যাংক একাউন্টস মেইটেইন করি তাই- স্ট্যাটমেন্ট ও এন্ডোসমেন্ট দুইটা আলাদা আলাদা ব্যাংক হতে হলে সমস্যা হবে ভিসার জন্য।

  • @Viral_shorts_13246
    @Viral_shorts_13246 11 หลายเดือนก่อน +1

    ভাইয়া,
    গ্রামীন ব্যাংকের স্টেটমেন্টে কি indian visa হবে??

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      যেকোনো ব্যাংকের স্টেটমেন্ট দিলেই হবে

  • @TravellingEarth24agro
    @TravellingEarth24agro 6 หลายเดือนก่อน +1

    ভাই আমার কোনো ব্যাংক account নেই। কিন্তু আমার ২০ দিন পর এমবাসি ডেট।এখন নতুন করে ব্যাংক account করে last ২০দিনের bank statement দিলে হবে?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  6 หลายเดือนก่อน +1

      Best apni dollar endorse koren or travel card niben

    • @TravellingEarth24agro
      @TravellingEarth24agro 6 หลายเดือนก่อน

      @@IndianVisaandPassport খরচ কিরাম হবে ডলা এনরোলসমেন্ট এ

  • @nazmulhaque-3573
    @nazmulhaque-3573 2 หลายเดือนก่อน +1

    Vai akta kotha chilo.. Ami visa korar jonno akta agency help necchi.. Amr basa Panchagarh e but ami Dhaka present address kore visa application korechi.. Kintu ami amr babar bank statements dete chaichilam.. Kintu agency theke bole j amr babar account ta Panchagarh er tai seta deaa jabe na..eta ki uni sothik bolche... Uni akta fake bank statements dete chai

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  2 หลายเดือนก่อน

      Bank statement not a problem, present address er jonno utility bill er address mandatory

  • @fariaislam7119
    @fariaislam7119 ปีที่แล้ว +1

    Bank statement daoyar por ki account thaka Taka tolla visa diba ?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      হ্যাঁ টাকা তুললেও কোন সমস্যা নেই

  • @mdmustahid8046
    @mdmustahid8046 23 วันที่ผ่านมา +1

    টুরিস্ট ভিসার জন্য, এখন ব্যাংকে টাকা জমা করে, সেই স্টেটমেন্ট জমা দিলে হবে.???

  • @MDMamun-bi1yg
    @MDMamun-bi1yg 11 หลายเดือนก่อน +1

    Vaiya bank statement koto page ar hote hobe kindly aktu janaben

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      এটা কোন বিষয় না, এক পেজ হলেও হবে, বেশি হলেও সমস্যা নেই

  • @tns8182
    @tns8182 9 หลายเดือนก่อน +1

    আমার অগ্রণী ব্যাংক এ 93 হাজার টাকা আছে কিন্তু সেটা 1মাসের একটু বেশি দিন হবে। আমার পাসপোর্ট এ এন্ড্রোসমেন্ট করবো তাহলে কি কার্ড টা নিবো? ওইটা কি কার্ড। আমার সব রিয়েলি আছে

  • @aftabuddin1400
    @aftabuddin1400 ปีที่แล้ว +1

    Money exchange থেকে dollar endorse করলে ভিসা দিবে কিনা?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว +1

      যখন আপনি ভিসা জমা দেবেন তখন আপনার যে পরিমাণ ডলার এনডোস করবেন সেটা দেখতে চাইবে সেটা দেখাতে পারলে আপনার ভিসা হয়ে যাবে

  • @lingkonprodhanlingkonprodh9023
    @lingkonprodhanlingkonprodh9023 10 วันที่ผ่านมา +1

    ব্যাংক স্ট্যাটমেন্ট ও ডলার এনডোস দুইটা একসাথে জমা দিলে কি ভিসা পাওয়ার কতটুকু আশা থাকে??

  • @chawaphawa6835
    @chawaphawa6835 ปีที่แล้ว +3

    ডাবল এন্ট্রি ভিসার জন্য কতো ডলার এন্ডোরস দেখাতে হবে

  • @AkashGolder83
    @AkashGolder83 11 วันที่ผ่านมา +1

    ভিসা আবেদন জমা দেওয়ার১০ দিন আগে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক থেকে তুলে আনলে কোনো সমস্যা হবে,,???

  • @anuvobbappu6737
    @anuvobbappu6737 3 หลายเดือนก่อน +1

    ভাই, আমার ব্যাংক একাউন্ট টি ৩বছর আগে খোলা,খোলার পর থেকে টানা ২বছর লেনদেন ছিলো নিয়োমিত। লাস্ট ১ বছর ধরে লেনদেন নেই একাউন্টে। এমন অবস্থায় আমার আর ৬দিন পর ইন্ডিয়ার টুরিস্ট ভিসার জন্য পাসপোর্ট জমা দেয়ার ডেইট চলেএসেছে, এখন জমা দেয়ার ডেইট এর ৬ দিন আগে যদি ২৫হাজার টাকা একাউন্টে রেখে ৬ দিন পর সেই স্টেটমেন্ট জমা দেই পাসপোর্ট এর সাথে, সে ক্ষেত্রে কি আমি ইন্ডিয়ান টু্রিস্ট ভিসা পাবো???????

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  3 หลายเดือนก่อน

      Ei 6 din e protidin tk lenden koren

    • @anuvobbappu6737
      @anuvobbappu6737 3 หลายเดือนก่อน

      @@IndianVisaandPassport এই ৬দিনের মধ্যে ৪দিন অন ডে আছে আর বাকি দুই দিন শুক্রবার আর শনিবার।
      তারপরেও কি এই ৪দিন লেনদেন করার পরেও জমা দিলে ভিসা পাবো???

  • @NAHIDHASSAN-yl2ih
    @NAHIDHASSAN-yl2ih 2 หลายเดือนก่อน +1

    ডলার এনডোর্সমেন্ট করে পর পর কি ভিসার আবেদন করতে পারবো

  • @aniknandi881
    @aniknandi881 9 หลายเดือนก่อน +2

    আমার বাবা কাপড় এর দোকানে থাকেন কর্মচারী হিসেবে সেক্ষেত্রে বাবার Profession কি দিব 😅

  • @miltonhossain1525
    @miltonhossain1525 หลายเดือนก่อน +1

    পাসপোর্ট জমা দিয়ার ৮,৯ দিন আগে ব্যাংক স্টেটমেন্ট উঠালে কি কোনো সমস্যা হবে..?

  • @NureRema-iz2zo
    @NureRema-iz2zo หลายเดือนก่อน +1

    ভাই নতুন পাসপোর্ট করেছি ব্যাংক একাউন্ট নেই আর একাউন্ট করার ইচ্ছে ও নেই এখন আমি কি ডলার ইনভেস্ট করতে পারবো আর আপনি কি ডলার ইনভেস্ট করে দিতে পারবেন

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  หลายเดือนก่อน +1

      Hm tahole endors korte hobe

    • @NureRema-iz2zo
      @NureRema-iz2zo หลายเดือนก่อน

      আপনি কি ডলার ইনভেস্ট করে দিতে পারবেন

  • @user-vh6pf6vy2m
    @user-vh6pf6vy2m 11 หลายเดือนก่อน +1

    আমি ২ মাস যাবৎ সোনালী ব্যাংকে একাউন্ট খুলেছি।লেন দেন করেছি,বর্তমানে ১ লক্ষ টাকা রয়েছে।আমি কি ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবো?ভিসা হওয়ার চান্স কতটুকু?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน +1

      হ্যাঁ আবেদন করতে পারেন এবং ভিসা পাবেন কোন সমস্যা নেই

    • @user-vh6pf6vy2m
      @user-vh6pf6vy2m 11 หลายเดือนก่อน

      @@IndianVisaandPassport অসংখ্য ধন্যবাদ

  • @foodtour5680
    @foodtour5680 4 หลายเดือนก่อน +1

    আমার অ্যাকাউন্ট ১ মাস এবং আমার একাউন্টে এক লক্ষ টাকা আছে। স্টেটমেন্ট দিয়ে কি আমি মেডিকেল ভিসা পাবো?

  • @rakib2151
    @rakib2151 2 หลายเดือนก่อน +1

    ভাই, ১মাস হইছে ব্যাংক একাউন্ট করছি এখন কি এটার স্টেটমেন্ট + ডলার অ্যান্ড্রোজমেন্ট দিব?
    আরেকটা অ্যাকাউন্ট আছে এক বছর আগে করছিলাম। এখন ওই অ্যাকাউন্টে লাস্টের ছয় মাসে ট্রানজেকশন করি নাই। কোন অ্যাকাউন্ট দিলে ভালো হবে দুইটার মধ্যে
    প্লিজ জানাইবেন

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  2 หลายเดือนก่อน

      Running account and balance thaklei hobe, apni apnar 2 tar jekono 1 ta dite paren, kono problem nei.

    • @joveda986
      @joveda986 หลายเดือนก่อน

      বউয়ের নামে একাউন্ট হলে হবে নাকি ভাই

  • @mdyousufmlah2149
    @mdyousufmlah2149 8 หลายเดือนก่อน +1

    ভাই বাংক ইসটাড এবন ডলার এডোচ দুই টা এক সাতে দেয়া জাবে

  • @md.redwanislam9712
    @md.redwanislam9712 9 หลายเดือนก่อน +1

    ভিসা ফাইল জমা দেয়ার কতদিন আগে ডলার এন্ড্রসমেন্ট করতে হবে, আমার ডিসেম্বর এ এপয়েন্টমেন্ট আমি জদি এখন এখন ডলার এন্ড্রসমেন্ট করে রাখি তাহলে কি কোন প্রবলেম হবে

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  9 หลายเดือนก่อน

      Hm visa joma dewar age je kono somoy korte paren

    • @md.redwanislam9712
      @md.redwanislam9712 9 หลายเดือนก่อน

      জদি এখন করে রাখি তাহলে কোন সমস্যা হবেকি

  • @shoebhasan6399
    @shoebhasan6399 10 หลายเดือนก่อน +1

    Bhai amr student id card ea meyad ullekh nei...eta ki kono prblm hobe???

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  10 หลายเดือนก่อน

      স্টুডেন্ট কাটলে তো আপনার সেশন থাকবে অবশ্যই

    • @shoebhasan6399
      @shoebhasan6399 10 หลายเดือนก่อน

      @@IndianVisaandPassport hmm season ase kintu expiry date ullekh nai

  • @YeasinArafat-gp4wg
    @YeasinArafat-gp4wg 11 หลายเดือนก่อน +1

    ভাই আমার একাউন্ট এ অত বেশি লেনদেন হইনি আমি এখন কি টাকা রেখে statement দিলে ভিসা হবে নাকি ডলার এন্ড্রসমেন্ট করব?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      সমস্যা নাই লেনদেন লাগবো না ভিসা পাবেন আপনি

    • @imrankhan-mr3zv
      @imrankhan-mr3zv 10 หลายเดือนก่อน

      ভাই আমার একাউন্ট খোলা আছে কিন্তু লেনদেন হয় নি এখন কি টাকা জমা করে স্টেটম্যান দিলে ভিসা হবে?????

  • @mszakiyasultana8540
    @mszakiyasultana8540 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম ভাই ,
    ব্যাংক স্টেটমেন্টে করলে কী আমার একাউন্ট থেকে টাকা নিয়ে নেবে আমি তো কখনো করিনি তাই জানিনা ?
    আর একাউন্ট শুধু আমার নামে আছে তো আমি কী
    আমার স্বামী এবং সন্তানের জন্য আমার ব্যাংক স্টেটমেন্টে কাগজ দিয়ে ভিসা করে দিতে পারবো ?
    জদি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতেন উপকার হবে।

  • @gazishamim8662
    @gazishamim8662 5 หลายเดือนก่อน +1

    ভাই আমি স্টুডেন্ট আমার ব্যাংকের ৮ লক্ষ্য টাকা আছে এই স্টেটমেন্ট দেখালে কি কোন সমস্যা হবে??

  • @subrotodevnath4922
    @subrotodevnath4922 8 หลายเดือนก่อน +1

    ভাইয়া আমার বাবার নামে একটা ব্যাংক একাউন্ট আছে, ওটাতে অনেকদিন ল্যানদেন নেই কিন্তু একাউন্টে ৬-৭ হাজার টাকা আছে এবং একাউন্ট টি সচল, এখন যদি আমি ২০০০০ টাকা জমা করে একটা স্টেটমেন্ট নেই, তাহলে কি হবে ভাইয়া? প্লিজ জানাবেন!

  • @SAJJAD2011PDB
    @SAJJAD2011PDB 6 หลายเดือนก่อน +1

    ঢাকায় যমুনায় জমা দিবো। আমি বর্তমান জব করি কিন্তু ব্যাংকে স্টেটমেন্ট যেটা দিবো সেটা স্টুডেন্ট একাউন্ট। স্টুডেন্ট ব্যাংক একাউন্ট এর স্টেটমেন্ট দিয়ে নাকি ভিসা হবেনা কল সেন্টারে কল দিছিলাম ওরা বললো। এইটা কি সত্যি?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  6 หลายเดือนก่อน

      Kon bank e apner account, all bank account acceptable

    • @SAJJAD2011PDB
      @SAJJAD2011PDB 6 หลายเดือนก่อน

      @@IndianVisaandPassport ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট

  • @NoorjahanMohsin
    @NoorjahanMohsin 11 วันที่ผ่านมา +1

    Ami students, amar ammur bank statement dile hobe?

  • @asimkumarroy6309
    @asimkumarroy6309 ปีที่แล้ว +1

    ভাই আমি স্টুডেন্ট।
    আমার বাবার ব্যাংক একাউন্ট আছে।
    আমি কি বাবার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারি।
    আমি আবার চাচ্ছি আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি,, এতে করে হবে কি, আমি কী ভিসা পাবো

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว +1

      বাবার একাউন্ট দেখাতে পারবেন এবং আপনি একাউন্ট খুলে নিলে সব থেকে ভালো হয়

    • @asimkumarroy6309
      @asimkumarroy6309 ปีที่แล้ว

      @@IndianVisaandPassport অমি তো student আমার নামে হবে কি,,,

  • @krsuzon789
    @krsuzon789 10 หลายเดือนก่อน +1

    ভাই আমার আব্বুর আর আমার ভিসা লাগাবো।একটি ব্যাংক একাউন্ট এর স্টেটমেন্ট দিয়ে আমার আর আমার আব্বুর ভিসা করা যাবে কি??

  • @mehedihasan-vp8ol
    @mehedihasan-vp8ol 11 หลายเดือนก่อน

    ২০০০০ টাকা ব্যাংক স্টেটমেন্টে দেখানোর পর যদি ভিসা দেয়। তাহলে কি ঐ স্টেটমেন্টের টাকাটা ব্যাংক থেকে তুলে খরচ করা যাবে

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน +1

      আপনার টাকা আপনার যেকোনো সময় খরচ করতে পারবেন। ভিসা করার জন্য আপনার কোন টাকা কাটবে না

  • @tibrohalder
    @tibrohalder 11 หลายเดือนก่อน

    Wife ar bank statement diye hasband visa korte parbe

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      হ্যাঁ করতে পারবে কোন সমস্যা নেই

  • @konokhamja6193
    @konokhamja6193 ปีที่แล้ว

    ভাই ,,ব্যাংকের কোন ধরনের একাউন্ট লাগবে?? Student account হলে হবে কি??

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      যেকোনো ধরনের একাউন্ট হলেই হবে

    • @jakariapavel4355
      @jakariapavel4355 11 หลายเดือนก่อน

      ভাই আমি আমার বাবার ব্যাংক স্টেটমেন্ট ৪৫ লাখ দেখাইছি,,, ভিসা অফিসার সন্দেহ করেছিল,, এখন ভিসা হবে কি?

  • @mridhahabib-mo9ds
    @mridhahabib-mo9ds ปีที่แล้ว +1

    ব্যাংক স্টেটমেন্ট এ দেখালাম আমার একাউন্টে ৫০০০০ টাকা আছে। পরে যদি টা তুলে ফেলাই তবে কি সমস্যা আছে। বা তারাকি আমার একাউন্ট ছেক করবে। আর চাইলেইকি চেক করতে পারবে আমার বর্তমান টাকা কতো টা আছে

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว +1

      না কত টাকা আছে সেটা চেক করবে না

    • @mridhahabib-mo9ds
      @mridhahabib-mo9ds ปีที่แล้ว

      Portugal work permit niye india jabio akhn dubbl entry visa kora lagbe. Ei visa pete kotodin lagbe r koto tk khoroj hobe? Sunchi kisu travel moto onker taka niye 8 theke 10 dine indiA dubble enrty visa korte pare, ata ki asolei somvob

  • @salmakhatun-bn4oh
    @salmakhatun-bn4oh 7 หลายเดือนก่อน

    ভাইয়া আমার মেয়ের চিকিৎসার জন্য আমরা ৩জন মেয়ে সহ ভারত যাব,এতে ব্যাঙ্ক স্টেটমেন্ট এর নিয়মটা কি? এতে সবারই কি আলাদা আলাদা স্টেটমেন্ট দেখাতে হবে? দেখাতে হলে কত টাকা দেখাতে হবে?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  7 หลายเดือนก่อน

      Apner account e 50k tk tahklei 1 statement diye 3 joner ta hobe, and apni bank theke apnar passport endorse kore niyen

  • @mehedishuvo6935
    @mehedishuvo6935 ปีที่แล้ว +1

    Salaray একাউন্ড হবে?

  • @ismailmolla3383
    @ismailmolla3383 ปีที่แล้ว +2

    আমার এজেন্সি ফেইক ডকুমেন্টস দিয়ে আমাকে পাঠিয়েছিলো আমাকে তারা ফেতর পাঠালো

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      ভুলেও এ কাজ করবেন না তাহলে ভিসাই পাবেন না

  • @mahabubhasan3416
    @mahabubhasan3416 ปีที่แล้ว +1

    আপনার সাথে যোগাযোগ কীভাবে করতে পারি

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      ফেসবুকে ইনবক্সে যোগাযোগ করুন

  • @SumaiyaIslam-ef9mz
    @SumaiyaIslam-ef9mz ปีที่แล้ว +1

    ভাই পাচপোট হারায় গেছে। নতুন পাসপোর্ট এ বার বার ভিসা রিজেক্ট হইতে ছে। কেন?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      পাসপোর্ট হারালে আপনাকে তিনটা ডকুমেন্টস জমা দিতে হবে আবেদনের সময়

    • @SumaiyaIslam-ef9mz
      @SumaiyaIslam-ef9mz ปีที่แล้ว

      @@IndianVisaandPassport কি কি।

  • @JonyBarua-cy5ch
    @JonyBarua-cy5ch 4 หลายเดือนก่อน +1

    আমার বাবা-মা আমার ব্যাংক স্ট্যাসমেন্ট দিয়ে মেডিক্যাল ভিসা পেয়েছে।পাসর্পোটে এখনো ডলার এন্ডোসমেন্ট করিনি। আমার প্রশ্ন হলো উনারা যাবার সময় আমার ডুয়েল কারেন্সি কার্ড দেখিয়ে ইমিগ্রেশন পার হতে পারবে নাকি ডলার এন্ডোসমেন্ট করা লাগবে। আর ডলার এরন্ডাসমেন্ট করলে কি ক্যাশ ডলার দেখানো লাগবে? উনারা শুধু দুই জনই যাবে।

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  4 หลายเดือนก่อน +1

      যেহেতু আপনার বাবা-মার ব্যাংক অ্যাকাউন্ট নেই সেহেতু ক্যাশ ডলার এনডোস করতে হবে। অথবা ট্রাভেলকার্ড বা প্রিপেইড কার্ড নিতে পারবে।

    • @JonyBarua-cy5ch
      @JonyBarua-cy5ch 4 หลายเดือนก่อน +1

      @@IndianVisaandPassport তাহলে আমার ডুয়েল কারেন্সি কার্ড হবে না।

  • @syedsanvi
    @syedsanvi 11 หลายเดือนก่อน +1

    Boro bon er bank statement ki dekhate parbo ?

  • @taniaa449
    @taniaa449 11 หลายเดือนก่อน +1

    Apni je bollen new account er statement Hobe eta ki sure 😊

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  10 หลายเดือนก่อน

      Hm hobe

    • @taniaa449
      @taniaa449 10 หลายเดือนก่อน

      @@IndianVisaandPassport vaia onek e bole hoyna apni Jodi sure bolten tahole Ami eta dibo plz bolen 😢

  • @AlaminHossain-ut4fs
    @AlaminHossain-ut4fs ปีที่แล้ว +2

    আমি ২০০ ডলার এনডোর্সমেনট করলাম তাহলে আমি ২০০ ডলার এবং ১০০০০ টাকা নিয়ে যেতে পারবো কী না

  • @maynalhoque1643
    @maynalhoque1643 ปีที่แล้ว +1

    ছেলের account statement দিয়ে visa হবে কি

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      হ্যাঁ করা যাবে

    • @maynalhoque1643
      @maynalhoque1643 ปีที่แล้ว

      @@IndianVisaandPassport শুধু statement দিলেই হবে

  • @mdshahibhasan2000
    @mdshahibhasan2000 24 วันที่ผ่านมา

    Mark up fee কম কাটে
    সার্বিক চার্জার কম
    কোন কার্ড

  • @bilashrongobd-6638
    @bilashrongobd-6638 11 หลายเดือนก่อน +1

    ভাই আমার মা এর ব্যাংক স্টেটমেন্ট দিলে হবে?

  • @artmedia6814
    @artmedia6814 11 หลายเดือนก่อน +1

    any other passport/identity cartificate held ভাইয়া এখানে পুর্বের পাসপোর্ট নাম্বার দিতে হবে।জানালে উপকৃত হব

  • @rings3516
    @rings3516 ปีที่แล้ว +1

    ব্যাংক স্টেটম্যান্ট এর বয়স ১৫ দিনের বেশি হলে কি ভিসা পাবো।

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      হ্যাঁ পাবেন

    • @rings3516
      @rings3516 ปีที่แล้ว

      ধন্যবাদ

    • @nabihossen3330
      @nabihossen3330 ปีที่แล้ว

      ৩মাস লাগবে মিনিমাম।

  • @Viral_shorts_13246
    @Viral_shorts_13246 11 หลายเดือนก่อน +1

    ভাইয়া,
    স্ত্রীর ব্যাংক স্টেটমেন্টে কি স্বামী ভিসা করতে পারবে????

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      হ্যাঁ অবশ্যই করতে পারবে

  • @MISSMUKTI-zi6wi
    @MISSMUKTI-zi6wi ปีที่แล้ว +1

    ভাইয়া দুইটা একসাথে দিলে হবে কি

  • @anjonanjon3720
    @anjonanjon3720 8 หลายเดือนก่อน +1

    যৌথ প্রতিষ্ঠান এর নামে স্টেটমেন্ট দি্লে হবে?

  • @emonsutradhar2002
    @emonsutradhar2002 ปีที่แล้ว +1

    Agent bank statesman diye ki visa dey

  • @AbirAbir-nl8co
    @AbirAbir-nl8co 11 หลายเดือนก่อน +1

    Vaiya ami amar babar bank statement diyesi kinto ekto prblem holo passporte amar babar nam dulal miah but babar passport soho sokol kagojpotre nam dulal hossain,,, ami medical visa niye jabo r amar baba jabe attended hisebe,,, application joma diyesi,,visa ki pabo,,, kindly ekto boilen vaiya

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      বাবার নাম যদি মিল না থাকে তাহলে তো ভিসা পাওয়াটা সমস্যা হতে পারে । যদি চোখে পড়ে ভিসা দিবে না

  • @mahmudrejbi9411
    @mahmudrejbi9411 ปีที่แล้ว +1

    ব্যাংকে আনুমানিক কত টাকা থাকতে হবে

    • @masudrohan9687
      @masudrohan9687 ปีที่แล้ว

      20000-25000 hole hobe

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      এটার কোন নির্দিষ্টতা নাই ২৫-৩০ হাজার টাকা মিনিমাম থাকলেই হবে

  • @hamidulshohag427
    @hamidulshohag427 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাই SBI Card ভালো না ব্যাংক ইস্টেটমেনট ভালো দয়াকরে যদি জানাতেন?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว +1

      দুটাই ভালো কোন সমস্যা নেই, স্টেটমেন্ট বেস্ট

  • @raihanchowdhury820
    @raihanchowdhury820 10 หลายเดือนก่อน +1

    ভাই, আমার বাবার একাউন্ট এর স্টেটমেন্ট দিলে সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড কি আমি নিজেরটা দেখাইতে হবে??

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  10 หลายเดือนก่อน

      অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিলেই হয়ে যায় আর কোন কিছু দরকার নেই

  • @mainuddinbhuiyan4426
    @mainuddinbhuiyan4426 ปีที่แล้ว +1

    ভাই কলেজ আইডি কার্ড এর পরিবর্তে কলেজ প্রত্যায়ণ পএ দিলে কি হবে

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      স্টুডেন্ট আইডি কার্ড না থাকলে দিয়ে দেখতে পারেন

  • @bishawzitray679
    @bishawzitray679 ปีที่แล้ว +1

    Minimum koto taka rakhte hbe

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      একজন মানুষের ভ্রমন করতে যে পরিমাণ টাকা লাগে ধরুন বিশ হাজার টাকা থেকে উপরে যত খুশি রাখতে পারেন

    • @bishawzitray679
      @bishawzitray679 ปีที่แล้ว

      Patients hle/ medical attended

  • @niloyhasan9326
    @niloyhasan9326 ปีที่แล้ว +1

    ভাই আমি এসএসসি পরীক্ষা দিয়ে আর পরালেখা করি নাই আর আমার বাবা ও নাই তো আমি কি দিয়ে আবেদন করবো🙂ভাই আর আমি বেকার

    • @OmarFaruk-of874
      @OmarFaruk-of874 ปีที่แล้ว

      আপনি পেশা হিসেবে কৃষি দিতে পারেন।এবং আপনার বাবার জমির পর্চা দিলেই হবে।

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      আপনি কৃষক হয়ে থাকলে জমির কাগজ দেবেন

  • @user-nm4rv2fl5t
    @user-nm4rv2fl5t ปีที่แล้ว

    আপনার নাম্বার টা দেন

  • @shahinalam510
    @shahinalam510 ปีที่แล้ว +3

    ভাই ইসলামি ব্যাকের ইস্টমেন দিলে কি হবে

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      হ্যাঁ হবে যে কোন ব্যাংকের স্টেটমেন্ট দিলেই

  • @sudamdevnath4963
    @sudamdevnath4963 ปีที่แล้ว +1

    পর্যাপ্ত টাকা বলতে কি বুঝাচ্ছেন কত টাকা থাকতে হবে।

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      একজন মানুষ ভ্রমণ করার জন্য যে পরিমাণ টাকা লাগে ধরুন আপনি ২০ হাজার টাকার উপরে

    • @basiruddin7246
      @basiruddin7246 ปีที่แล้ว

      ​@@IndianVisaandPassportভাই ডলার এন্ডোস কি যমুনা ফিউচার পার্কে করতে হয়?যেদিন আবেদন জমা দেব সেদিন কি ডলার এন্ডোস করবো?প্লিজ জানাবেন?

  • @arishaakhter2202
    @arishaakhter2202 ปีที่แล้ว +1

    ভাই আমার নিজের ফ্লাট চলে আসছি বিদ্যুৎ বিল কাড সিস্টেম এইটা কিভাবে কি করব ভিসা দেওয়ার সময় জমা নিবে বিদ্যুৎ বিলের কপি দিতে হবে অন্য কোন বাসার? জানাবেন?

  • @shahriarreyad8849
    @shahriarreyad8849 7 หลายเดือนก่อน

    ভাইয়া একটা পুরাতন ব্যাংক একাউন্ট।কিন্তু কোনো লেনদেন নেই. 40 হাজার টাকা 19 তারিখ জমা দিয়ে 21 তারিখ এ স্টেটমেন্ট নিলে কি সমস্যা হবে?বা কোনো ঝামেলা হবে কিনা?

  • @user-ug2fg8yd1d
    @user-ug2fg8yd1d 5 หลายเดือนก่อน +1

    নকল স্টেটমেন্ট বানিয়ে এজেন্সির মাধ্যমে মেডিকেল ভিসার জন্য জমা দিয়েছি। এখন কি ভিসা হবে??

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  5 หลายเดือนก่อน

      Ora jodi bujte pare tahole hobe na, r jodi kheal na kore tahole hote pare

  • @JuwelTuber
    @JuwelTuber 11 หลายเดือนก่อน +1

    আমি পাসপোর্টে ই-কমার্স জন্য ডলার এনডোর্স করেছি। এখন একই এনডোর্সমেন্ট দিয়ে কি ভারতীয় ভিসা আবেদন করা যাবে নাকি নতুন করে আবার এনডোর্স করতে হবে?

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      না আপনি যেটা করেছেন সেটা দিয়ে ভিসা করতে পারবেন নতুন করে আর কিছু করতে হবেনা

    • @taniaa449
      @taniaa449 11 หลายเดือนก่อน

      Kivabe korchen aktu bolben amake

    • @JuwelTuber
      @JuwelTuber 10 หลายเดือนก่อน

      @@taniaa449 passport nie bank gele kore dibe endorse.

  • @mizanrahman3718
    @mizanrahman3718 7 หลายเดือนก่อน +1

    ভাই আসসালামু আলাইকুম প্রতিষ্ঠানের নামে একাউন্ট হলে হবে কিনা

  • @JonyBarua-cy5ch
    @JonyBarua-cy5ch 6 หลายเดือนก่อน +1

    ভাই আমার ব্যাংক স্ট্যাটমেন্ট দিয়ে আমার মা-বাবা দুইজনেরই মেডিক্যাল ভিসা করানো যাবে?সেক্ষেত্রে কত টাকা থাকা লাগবে এবং একই স্ট্যাটমেন্ট দুইটা নিতে হবে? আমার কোন ডকুমেন্ট জমা দিতে হবে সাথে।

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  6 หลายเดือนก่อน +1

      50k tk rekhe statement niben , 2 joner jonno same 2 copy

    • @JonyBarua-cy5ch
      @JonyBarua-cy5ch 6 หลายเดือนก่อน

      @@IndianVisaandPassport Photocopy korle hobe na akjoner ta?

  • @shipondasdas1012
    @shipondasdas1012 11 หลายเดือนก่อน

    ভাইয়া এক ১ মাস আগে একাউন্ট খুলেছি একাউন্টে ৩০,০০০ টাকা আছে এটা দিয়ে কি আবেদন করতে পারবো????

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      হ্যাঁ অবশ্যই আবেদন করতে পারবেন

  • @HelpingMan999
    @HelpingMan999 ปีที่แล้ว +1

    ভাই, ট্রেডলাইসেন্স কি বাংলা না ইংরেজি কোনটা দিতে হবে

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  ปีที่แล้ว

      এটা কোন নির্দিষ্টতা নেই আপনি বাংলা ইংরেজি যে কোন একটা দিতে পারেন

    • @HelpingMan999
      @HelpingMan999 ปีที่แล้ว

      @@IndianVisaandPassport Thanks

  • @ismailmolla3383
    @ismailmolla3383 ปีที่แล้ว +1

    আমার এজেন্সি ফেইক ডকুমেন্টস দিয়ে আমাকে পাঠিয়েছিলো আমাকে তারা ফেতর পাঠালো

    • @hamidulshohag427
      @hamidulshohag427 ปีที่แล้ว

      ভাই এজেন্সির নাম কি? কোন দেশে গেছিলেন?

  • @mdraselhossainhossain790
    @mdraselhossainhossain790 11 หลายเดือนก่อน +1

    আমার নিজের ব্যাংক একাউন্ট নাই।এক্ষেত্রে আমার বাবার একাউন্টের স্টেটমেন্ট দিলে ভিসা পাওয়া যাবে কি

    • @IndianVisaandPassport
      @IndianVisaandPassport  11 หลายเดือนก่อน

      হ্যাঁ বাবার স্টেটমেন্ট দিতে পারেন সাথে বাবার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট এর কপি দিয়ে দিবেন এবং ভিসা পাবেন সমস্যা নেই

  • @jahidkhan9284
    @jahidkhan9284 10 หลายเดือนก่อน +1

    Vhai maa ar account ar bank statement dile hobe ki.. Ami student

  • @jahangirmunna7989
    @jahangirmunna7989 6 หลายเดือนก่อน +1

    ভাই আমার নিজের নামে account আছে আর যথেষ্ট টাকাও আছে।
    ভিসা জন্য কি আর এন্ডোজ করা লাগবে না-কি স্টেটমেন্ট এটাতেই হবে.?