ভীষণ ভালো লাগলো, বিশেষ করে অনাথ আশ্রম ও বিদ্যালয় দেখে। অনেক বড় বড় মঠ বা আশ্রম আছে সেখানে টাকা ছাড়া থাকা বা ভোগ দেওয়া হয় না। কিছু সময় মনে হয় ভগবান বা ঈশ্বরের প্রসাদ পেতে গেলে টাকা দিয়ে খেতে হবে? হ্যাঁ জানি টাকা ছাড়া এতো বড় মহৎ কাজ করা সম্ভব না,কিন্তু অনেক ভক্তগণ আছেন তারা খুব কম অনুদান দেন না,তাহলে এই নিয়ম কেন? হতে পারে যার যা ক্ষমতা সে তাই দেবে,এই কথা আমার বলাতে সকল ঈশ্বর প্রেমী ভক্তরা আমায় ভুল বুজবেন না হয়তো আমার চিন্তা সম্পূর্ণই ভুল তবুও আমি মেনে নিতে পারি না ভগবানের কাছে গিয়ে কেউ টাকা দিয়ে ভালো খাবে আর যে দিতে পারবে না সে অন্য খাবার খাবে এ খেমন লীলা?🙏 ক্ষমা করবেন আমার সামান্য বুদ্ধিতে বললাম।
@@journeywithchoton হ্যা এরম অনেক আশ্রম আছে। কিন্তু এই মিশন এ আমি দীক্ষিত প্রতি বছর ই যায় বিশেষ বিশেষ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ এখানে ভোগ গ্রহণ করে সম্পূর্ণ বিনামূল্যে। অন্য সময় অল্প কিছু টাকা নেওয়া হয় যা যে কারোর সামর্থেরই মধ্যে যথাসম্ভব ১৫ অথবা ২০টাকা। একবার ঘুরে এলে বুঝতে পারবেন আশা করি😊
"দাতব্য", শব্দটা আমাদের এই বৃহৎ দরিদ্র জনসংখ্যার দেশে অনুসরণ করা খুবই কঠিন। বিশেষ করে কোন সৎ প্রতিষ্ঠান, সৎ উদ্দেশ্য নিয়ে চালানোর ক্ষেত্রে। সামান্যতম অর্থের যোগান না থাকলে প্রতিষ্ঠানের সৎ কর্মসূচি গুলি বাঁচিয়ে রাখা খুবই কঠিন। খুব ভালো লাগল আপনার ভিডিও'র বিষয়বস্তু। 🙏 জয়, উচ্চ কোটি মহাত্মা পরমানন্দ গুরুমহারাজ জী'র জয় 🙏 আপনার(ছোটন) উল্লেখিত, পরমানন্দ আশ্রমের মোবাইল নম্বরটা বর্তমানে নির্বীকল্প সমাধিতে অবস্থান করছে! বহুবার চেষ্টা করেও, কোনও সাড়া মেলেনি।
আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওর বিষয় বস্তু যেনো এমন হয় যা বয়স্ক মানুষের অবসর জীবনে একটু আনন্দ দিতে পারে আর সমাজের কিছু মানুষের একটু উপকার হয়। আশাকরি আপনাদের ভালো লাগছে। যদি কিছু ভুল করে থাকি সঙ্গে সঙ্গে জানাবেন আমি ভুল শুধরে নেবো। 🙏🙏🙏
অশেষ ধন্যবাদ ভাই। তোমার কমেন্টের অপেক্ষায় ছিলাম। আমি এখন ট্রেনে ফ্যামিলির সাথে মাতা বৈষ্ণদেবী দর্শনে বেড়িয়েছি। শিয়ালদা থেকে এখন দিল্লির পথে। তোমরা যদি বলো তাহলে ভিডিও দেখাবো না হলে নয়। তোমরা আমার রেগুলার ভিউয়ার তাই জিজ্ঞেস করছি। 🙏
আপনার ভিডিও গুলো দেখি আপনার উপস্থাপনা খুবই ভালো কেষ্টপুর আমার যাতায়াত ডক্টর বাসুদেব চক্রবর্তী গাইনোকলজিস্ট আমার খুরতো ভাই হয় এখন বয়স্ক হয়ে গেছি আমরা তবে সব দেখি মনে হয় আপনার ভিডিও দেখে মনে হয় এসব ঘুরে আসি মন্দির গুলো কষ্ট করে গিয়ে দেখানোর উদ্যোগ আপনার প্রশংসার দাবি রাখে
আমার ভিডিও দেখে যেটা ভালো লাগবে না আমাকে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে ওটা শুধরে নেবো। আমি চাই ভিডিও দেখা শুরু করলে যেনো পুরোটা দেখেন না হলে ভিডিও করার জন্য যৌকিকথা থাকবে না।🙏🙏🙏
দিদি ভাই এই বয়সে কর্ম জীবন থেকে অবসর করে শুরু করেছি এক নতুন জীবন যা দিয়ে বাড়িতে সংসারের চাপে থাকা দিদি ও দাদাদের একটু যদি আনন্দ দিতে পারি। আপনি পারলে আমার অন্য ভিডিওগুলো দেখে বলবেন কেমন লেগেছে। বাজে হলেও লিখে জানাবেন তাহলে আমার ত্রুটিগুলো শোধরানোর চেষ্টা করবো 🙏🙏🙏
আপনার এই ভিডিওটি দেখার পর বিভিন্ন জায়গায় গুগল ,ইউটিউব এ স্বামী শ্রী পরমানন্দের সম্পর্কে ও এই মিশন নিয়ে অনেক কিছুই পড়ে দেখলাম, শুনলাম, দেখলাম সত্যিই আমি এনার সম্পর্কে কিছুই জানতাম না। এটাই আমার দুর্ভাগ্য 😭😭😭 আপনাকে অশেষ ধন্যবাদ 🙏🙏🙏🙏 এরকম একটা সুন্দর নিরিবিলি জায়গার হদিস দেওয়ার জন্য আমি বহুদিন ধরে ধর্ম, আধ্যাত্মিকতা এবং সর্বোপরি ধ্যানের-জপের জন্য একটা একান্ত নিরিবিলি পরিবেশ খুঁজে বেড়াচ্ছিলাম। আমার কাছে বিনা মূল্যে রাত্রি যাপন করা কিংবা ভোগ প্রসাদ গ্রহণ করা এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় একটা নিরিবিলি পরিবেশে বসে ধ্যানের- জপ করা ও তার সাথে আমাদের সনাতন ধর্মের সম্পকে জানা। ক্ষমা করবেন 🙏 অনেক কিছু বলে ফেললাম।
আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো এই প্রথম কেউ আমাকে সুন্দর নিরিবিলি আধ্যাত্বিক পরিবেশ দেখানোর জন্য ধন্যবাদ জানালো। আমার কষ্ট করাটা তখনই সার্থক হবে যদি আমার ভিডিও দেখে কেউ মন থেকে উপকৃত হয়। আপনি যদি আমার কমিউনিটি পোস্ট পড়ে থাকেন তাহলে জানতে পারবেন আমি এখন মাতা বৈষ্ণদেবী দর্শনে বেড়িয়েছি। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি কলকাতা থেকে ট্রেনে আসার পথে delhi স্টেশন এ নামার সময় আমার হাথ থেকে ক্যামেরা পড়ে গিয়ে লেন্স ক্র্যাক হয় যায় তাই আমার চোখে আপনাদের আর মাতা বৈষ্ণদেবীর যাওয়ার ভিডিও যা সত্যি অপরূপ দেখাতে পারলাম না। কলকাতায় গিয়ে ক্যামেরা রিপেয়ার করে আবার ভিডিও শুরু করতে হবে 🙏🙏🙏
@@journeywithchotonএখানে দীর্ঘ দিন থাকার কিংবা ধরুন ১৫-২০ দিন থাকার কোনো সুবিধা আছে। কিংবা দীক্ষা নিয়ে থাকার কোনো সুবিধা আছে। আমি আগেই বলেছি আমি নিরিবিলি পরিবেশে ধ্যান - জপ করতে চাই, জানা থাকলে জানাবেন প্লিজ
অশেষ ধন্যবাদ ভাই। তোমার কমেন্টের অপেক্ষায় ছিলাম। আমি এখন ট্রেনে ফ্যামিলির সাথে মাতা বৈষ্ণদেবী দর্শনে বেড়িয়েছি। শিয়ালদা থেকে এখন দিল্লির পথে। তোমরা যদি বলো তাহলে ভিডিও দেখাবো না হলে নয়। তোমরা আমার রেগুলার ভিউয়ার তাই জিজ্ঞেস করছি। 🙏
@@journeywithchoton আপনি যেখানেই যান কাকু ভিডিও দিন সব সময়। আমি সব সময় আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। আপনার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হই। আর চেষ্টা করি সেখানে যাওয়ার । তবে অত দূরে যেতে পারবো না কাছাকাছি গুলো যাবো 💖🙏🏻 ভাল ভাবে ঘুরে আসুন কাকু।
আপনার অনেকগুলো ভিডিও আমি বহুদিন ধরে দেখছি খুব ভালো লাগে । আমি খুব বেশি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিনা কিছু নির্দিষ্ট ভালো চ্যানেল ছাড়া। আজ থেকে আমিও একজন আপনার সাবস্ক্রাইবার হয়ে গেলাম। পরবর্তীকালে এরকম আরো ভিডিও দেখার লোভ রইলো আর আশা করি খুব তাড়াতাড়ি আপনার ১০ হাজার Subscriber পূরণ হবে
Telephone and E-mail L: +91 342 2719225 / +91 342 2719352 pmbanagram@gmail.com swami_parameswarananda@rediffmail.com এখানে যোগাযোগ করে কথা বলে যাবেন। 🙏🙏🙏
বিশ্বনাথ বাবু আমি চেষ্টা করবো আরো ভালো ভালো দর্শনীয় আধ্যার্থীক স্থান ও মন্দিরের প্রতিবেদন পেশ করার যদি শরীর সাথ দেয়। আগামী শুক্রবার ৮.৮.২০২৩ একটা খুব জাগ্রত ও ৮০০ বছরের পুরনো মন্দিরের প্রতিবেদন পেশ করবো । যদি সময় পান দেখে বলবেন কেমন লাগলো। আপনাদের ভালো লাগলে আমার কষ্ট করাটা সার্থক হবে। 🙏🙏🙏
নিশ্চই পার্থ বাবু। আমার খুব ইচ্ছে আছে এই আশ্রমের মহারাজের একটা কথামৃত interview এর মাধ্যমে ভিডিও করে আমার চ্যানেলে প্রচার করে সকলকে আবেদন করবো গুরুজির এই মহান আদর্শকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের সাধ্যমত সহায়তা করার জন্য 🙏🙏🙏
ভিডিও টা আদ্যপ্রান্ত উপভোগ্য ও উপযোগী। আমার শুভকামনা রইলো। অলোক দীর্ঘ ও সুস্থ জীবন পথের যাত্রী হয়ে আমাদের ভিসুয়াল তীর্থ ভ্রমণের সুযোগ করে দিক। অভিনন্দন বন্ধু 🎉
Apner moton manush khub Kom eisob vedio kore. Asal katha eisob ashram e jaoar manush khub Kom. Tao bolchi amar 22 bochor er meye er 12 bochor er chele, er amar bou eishob jaygay jete chai. Tai ami God ke thanks janalam.
আপনি পুরো ভিডিওটা দেখলে ফোন নম্বর স্ক্রীন এ দেওয়া আছে। আমি যখন আশ্রমে গেট দিয়ে ঢুকছি তখন স্ক্রীন এ ফোন নম্বর দিয়েছি। এতো কষ্ট করে আশ্রমে গিয়ে আপনাদের জন্য সব দেখালাম আর দিদি একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখুন সব ইনফরমেশন পেয়ে যাবেন।🙏🙏🙏
দাদা আপনার ভিডিও দেখে খুবি ভাল লাগল হাওড়া জেলার উলুবেড়িয়া মা কালী মন্দিরে গিয়ে ছিলাম ইচ্ছা ছিল একদিন থাকব পুজো দিব রুম বুকিং করলাম 250টাকা বল্ল এর থেকে ভালো রুম নেই আমাদের একই কেটা গরির রুম থাকার উপযোগী নয় কমিটির সভাপতি আচায্য বাবুর ব্যবহার খুবই ভালো বাকিদের ব্যবহার খুবই খারাপ না থেকে ফিরে এলাম
আমি খুবই দুঃখিত আপনার এই রুম বুকিং এর অভিজ্ঞতা নিয়ে। রুমের কন্ডিশন বাজে বলে ওনারা রুম অ্যাডভান্স বুকিং করে না পরে ঝামেলা হবে বলে। আমি আমার পরের কমেন্ট এ লিখে ছিলাম রুমের কন্ডিশন ভালো নয় বলে। আশাকরি আমাকে ভুল বুঝবেন না।আমি কখনই আমার ভিডিওতে ভুল তথ্য দেবো না। পুরোহিত মশাই ওনার interview তে যা বলেছেন তাই আমি দেখিয়েছি। আমি নিজে কিছু বলিনি রুমের ব্যাপারে। 🙏🙏🙏
পৃথ্বীশ বাবু আমার ভিডিও কি সত্যি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক অতি অবশ্যই দেবেন আর কমেন্ট করে জানাবেন না ভালো লাগলেও। তাহলে আমি আগামী ভিডিওতে ওই ভুলগুলো শোধরানোর চেষ্টা করবো 🙏
অলক বাবু , আপনাকে কেমন করে ধন্যবাদ জানাবো বুঝতে পারছিনা । আপনার অক্লান্ত পরিশ্রমের ফল টুকু আপনি কতটুকু পাবেন জানিনা , কিন্তু আমরা বিনা পরিশ্রমে পেতে পারছি বলে অসংখ্য ধন্যবাদ । আপনার ভ্রমণ চলচ্চিত্র গুনো খুব ইচ্ছে করে আপনার সঙ্গে আমিও যাই । কিন্তু আফসোস এইটা ই যে শরীর সাথ দেবে না । এ তো পবিত্র পীঠস্থান অথবা ধাম । আমাদের অগোচরে বেরে উঠেছে কতো সহস্র এই রকম পীঠস্থান । অলক বাবু আপনাকে সাহস করে একটা অনুরোধ করবো ? এই রকম আশ্রমের জন্য কিছু অর্থ পাঠানোর কি ব্যবস্থা আছে জানাবেন আশা করি ।
দাদা আপনি আমার প্রণাম নেবেন। আমি কর্মজীবন থেকে অবসর নেওয়ার আগে ভাবতাম এমন কিছু করতে হবে যার মাধ্যমে বয়স্ক গুরুজনদের একটু আনন্দ ও খুশি দিতে পারি তাই এই ইউটিউব কে আঁকড়ে ধরে এই কর্মটি শুরু করেছি। অনেকে ভাবছে আমি হয়তো ইউটিউব থেকে রোজগারের জন্য এটা করছি। একদম ভুল ধারণা। আমার বয়স এখন 63 আর হয়তো তিন থেকে চার বছর এই ভাবে করতে পারবো। তাহলে বলুন মানুষের কোনো কর্মে settle হতেই চার পাঁচ বছর লেগে যায়। আমি করছি একটা নেশাতে যা অন্যকে একটু আনন্দ দিতে পারবো বলে। যাই হোক আমি এবার থেকে যদি কোনো আশ্রমে দেখি কিছু অর্থ দিলে অন্যরা উপকৃত হবে আমি জানাবো। তবে বুঝতেই পারছেন আমি এই অর্থর থেকে 100 হাথ দূরে থাকতে ভালোবাসি। 🙏🙏🙏
সুভাষ বাবু আমিও পাচ্ছি না। আপনার ব্লগ দেখি খুব ভালো করেন । আমি একজন আপনার ফ্যান। আপনি নিশ্চই ওখানে যাবেন গেলে kindly ওনাদের নতুন ফোনে নম্বর টা একটু আমাকে কমিউনিকেট করে দিলে আমি সবাইকে জানিয়ে দেবো। আমাদের লক্ষ্য সবাইকে সব জানানো। প্লীজ সবাই এর জন্য এই উপকারটা করবেন প্লীজ। তবুও আমার কাছে এখন যে informationta আছে আপনাকে জানালাম Telephone and E-mail L: +91 342 2719225 / +91 342 2719352 pmbanagram@gmail.com swami_parameswarananda@rediffmail.com Postal Address President, Paramananda Mission, Post Office + Village Banagram, District: Burdwan, West Bengal, Pin: 713407 INDIA 🙏🙏🙏
🙏🙏আপনার আচরণ ও কথা শুনেই বোঝা যায়.. আপনি একজন ভদ্রলোক, আমি আপনার ফ্যান তো বটেই, আপনার ভিডিওর নিয়মিত দর্শক ও শ্রোতা, আমি ওখানে গেলে ফোন নম্বরটা আপনাকে অবশ্যই দেবো.. 🙏🙏 ভালো থাকবেন 🙏🙏
Joy guru moharajer joy, amar guru deb, ami apnaer ey visit gulo dekhi, ty comment korlam valo to lagtey hobe ey ashorm. Chorda moharaje, Trishan moharaj achen, aro moharaj ra achen. Koto je অনাথ ছেলে রা থাকে.
খুব ভাল লাগল। আমি গেছি,চোখে না দেখলে বিশ্বাস হবে না যে কত বড়ো কর্মকান্ড চলছে।খুব সুন্দর। ধন্যবাদ
সঞ্জয় বাবু অনেক অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ,জয় গোপাল।আপনার ভাল করুন,জয় জয় গোপাল,
শামাকান্ত বাবু অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির সদস্য হওয়ার অনুরোধ রাখলাম। 🙏
ভীষণ ভালো লাগলো, বিশেষ করে অনাথ আশ্রম ও বিদ্যালয় দেখে। অনেক বড় বড় মঠ বা আশ্রম আছে সেখানে টাকা ছাড়া থাকা বা ভোগ দেওয়া হয় না। কিছু সময় মনে হয় ভগবান বা ঈশ্বরের প্রসাদ পেতে গেলে টাকা দিয়ে খেতে হবে? হ্যাঁ জানি টাকা ছাড়া এতো বড় মহৎ কাজ করা সম্ভব না,কিন্তু অনেক ভক্তগণ আছেন তারা খুব কম অনুদান দেন না,তাহলে এই নিয়ম কেন? হতে পারে যার যা ক্ষমতা সে তাই দেবে,এই কথা আমার বলাতে সকল ঈশ্বর প্রেমী ভক্তরা আমায় ভুল বুজবেন না হয়তো আমার চিন্তা সম্পূর্ণই ভুল তবুও আমি মেনে নিতে পারি না ভগবানের কাছে গিয়ে কেউ টাকা দিয়ে ভালো খাবে আর যে দিতে পারবে না সে অন্য খাবার খাবে এ খেমন লীলা?🙏 ক্ষমা করবেন আমার সামান্য বুদ্ধিতে বললাম।
🙏🙏🙏
@@journeywithchoton হ্যা এরম অনেক আশ্রম আছে। কিন্তু এই মিশন এ আমি দীক্ষিত প্রতি বছর ই যায় বিশেষ বিশেষ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ এখানে ভোগ গ্রহণ করে সম্পূর্ণ বিনামূল্যে। অন্য সময় অল্প কিছু টাকা নেওয়া হয় যা যে কারোর সামর্থেরই মধ্যে যথাসম্ভব ১৫ অথবা ২০টাকা।
একবার ঘুরে এলে বুঝতে পারবেন আশা করি😊
খুব ভালো লাগল ।আমি পূর্ব বর্ধমান এ থাকি।কয়েক বছর আগে এই আশ্রম ঘুরে আসার সৌভাগয আমার হয়েছিল ।তবে তখন এতটা বড় ছিলনা।অনেক দিন পর দেখে খুব ভালো লাগল 🙏🙏🙏🙏
ধন্যবাদ শুভ্র দাদা। যদি আমার ভিডিও আগামীদিনে দেখতে ইচ্ছুক হন তাহলে দয়াকরে আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির সদস্য হওয়ার অনুরোধ রাখলাম। 🙏🙏🙏
আমি দাদা নই।আমি শুভ্রা দিদি। আপনার চ্যানেলের মেম্বার হওয়ার ইচছা রইল।ভালো থাকবেন ও নমস্কার নেবেন ।
@@subhrasengupta5189 দিদিভাই কিছু মনে করবেন না। 🙏🙏🙏
And
@@journeywithchoton❤
"দাতব্য", শব্দটা আমাদের এই বৃহৎ দরিদ্র জনসংখ্যার দেশে অনুসরণ করা খুবই কঠিন। বিশেষ করে কোন সৎ প্রতিষ্ঠান, সৎ উদ্দেশ্য নিয়ে চালানোর ক্ষেত্রে। সামান্যতম অর্থের যোগান না থাকলে প্রতিষ্ঠানের সৎ কর্মসূচি গুলি বাঁচিয়ে রাখা খুবই কঠিন।
খুব ভালো লাগল আপনার ভিডিও'র বিষয়বস্তু।
🙏 জয়, উচ্চ কোটি মহাত্মা পরমানন্দ গুরুমহারাজ জী'র জয় 🙏
আপনার(ছোটন) উল্লেখিত, পরমানন্দ আশ্রমের মোবাইল নম্বরটা বর্তমানে নির্বীকল্প সমাধিতে অবস্থান করছে! বহুবার চেষ্টা করেও, কোনও সাড়া মেলেনি।
আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওর বিষয় বস্তু যেনো এমন হয় যা বয়স্ক মানুষের অবসর জীবনে একটু আনন্দ দিতে পারে আর সমাজের কিছু মানুষের একটু উপকার হয়। আশাকরি আপনাদের ভালো লাগছে। যদি কিছু ভুল করে থাকি সঙ্গে সঙ্গে জানাবেন আমি ভুল শুধরে নেবো। 🙏🙏🙏
Khub bhalo lagche apnar sathe mandir darson kore..ei mandirtao darun sundor laglo..sab jaegae toh jana sambhob hoena ...tobu apnar chokhe dekhe anondo pelam..bhalo thakun sabtheke bhalo lageche apnar hasimukhe sabkichu dakhano
খুব ভালো লাগলো আবার দেখে, আমিও এই আশ্রম এ পড়েছি, ধন্যবাদ আপনাকে এটি দেখানোর জন্য । ❤😊
আমার জীবনে দেখা একটা সুন্দর জায়গা যেখানে গেলে মন অদ্ভুত এক শান্তিতে ভরে যাবে। মনে হয় বার বার যাই🙏
খুব ভালো লাগলো, এখানে যাবার ইচ্ছে রইল ।
এখানে গেলে দেখবে খুব ভালো লাগবে। তবে আশা করবেন না রাজকীয় অভ্যর্থনা পাবেন। বিনামূল্যে আশ্রম কর্তপক্ষ যা সেবা দিচ্ছে তা অতুলনীয় আমার কাছে 🙏🙏🙏
Khub sundor jayga. Khub bhalo legeche Dhonnobad🙏🙏
ধন্যবাদ। 🙏🙏🙏
khub sundar ashramer somadhi mandir, apurbo ashramer prakritik poribesh, sundar pukur, proshongshoniyo ashramer sebamulak karjokrom, sundar prosad
অশেষ ধন্যবাদ ভাই। তোমার কমেন্টের অপেক্ষায় ছিলাম। আমি এখন ট্রেনে ফ্যামিলির সাথে মাতা বৈষ্ণদেবী দর্শনে বেড়িয়েছি। শিয়ালদা থেকে এখন দিল্লির পথে। তোমরা যদি বলো তাহলে ভিডিও দেখাবো না হলে নয়। তোমরা আমার রেগুলার ভিউয়ার তাই জিজ্ঞেস করছি। 🙏
@@journeywithchoton bah khub bhalo video dekhan
খুব সুন্দর শান্ত পরিবেশ,ভালো লাগলো।আর অনেক সুযোগ, সুবিধা আছে,যেমন অনাথ আশ্রম, চিকিৎসা ব্যাবস্থা, এবং শিক্ষার সুযোগ।
আপনাদের ভালো লাগল আমার কষ্ট করাটা সার্থক হলো 🙏
অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর জায়গা দেখলাম। জয় গোবিন্দ 🙏
শুভ্রা দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও করাটা তাহলে সার্থক হয়েছে 🙏🙏🙏
জয় গুরু মহারাজের জয় 🙏🏻
জয় গুরু পরমানন্দের জয় 🙏🏻🌻🙏🏻
ধন্যবাদ । ভালো লাগলো।
🙏🙏🙏
আমরা দুর দূরান্তে ঘুরে আসি but আমাদের এই কাছাকাছি যে কত সুন্দর জিনিস আছে তা আমরা জানতেও পারিনা। However nice place - Travelling with sneha
ঠিক বলেছেন। আমাদের পশ্চিমবঙ্গেই এতো সুন্দর প্রাকৃতিক জায়গা আছে যা বিদেশকেও হার মানাবে। 🙏
খুব সুন্দর।দেখে আনন্দ পেলাম এবং মন ভরে দেখলাম।
ধন্যবাদ দিদি
CHOTON DADA
KHUB SUNDAR LAGLO
অভিজিৎ ভাই ধন্যবাদ
Dada presentation khub sundor r informative....... Ami 1rst time dekh6i Apnar vdio...... khub valo laglo......
আমার অন্য latest ভিডিওগুলো দেখে জানাবেন কোথায় আপনার ভালো লাগলো না তাহলে আমি আগামীদিনে ওইগুলো আপনাদের মতামতের মতোই বানানোর চেষ্টা করবো। 🙏🙏🙏
অপূর্ব জায়গা দেখলাম, ধান্যবাদ।
🙏🙏🙏
আপনার ভিডিও গুলো দেখি আপনার উপস্থাপনা খুবই ভালো কেষ্টপুর আমার যাতায়াত ডক্টর বাসুদেব চক্রবর্তী গাইনোকলজিস্ট আমার খুরতো ভাই হয় এখন বয়স্ক হয়ে গেছি আমরা তবে সব দেখি মনে হয় আপনার ভিডিও দেখে মনে হয় এসব ঘুরে আসি মন্দির গুলো কষ্ট করে গিয়ে দেখানোর উদ্যোগ আপনার প্রশংসার দাবি রাখে
আমার ভিডিও ভালো লাগে জেনে খুব খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ 🙏💐🙏
Mon Vore Galo
পিন্টু বাবু অনেক অনেক ধন্যবাদ 🙏
খুব সুন্দর লাগলো দাদাভাই খুব ভালো থাকুন আপনি
মিনতি দিদিভাই অনেক ধন্যবাদ
খুব সুন্দর উপস্থাপনা। ভালো থাকবেন।
নীহার দাদাভাই অসংখ্য ধন্যবাদ 🙏
খুবই ভালো লাগলো। আপনার বচন ভঙ্গি খুবই ভালো লাগলো।যাওয়ার ইচ্ছে রইলো।
অনেক ধন্যবাদ। যদি আগামী দিনে আমার আরো ভিডিও দেখার ইচ্ছে থাকে তাহলে অনুরোধ করবো আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হওয়ার জন্য। ভালো থাকবেন।🙏
খুব ভালো লাগলো 🙏🙏
আপনার মনে হয় একটা ইউটিউব এ চ্যানেল আছে। আমি আপনার চ্যানেল এর subscriber। যদি ঠিক বলে থাকি তাহলে reply তে কনফার্ম করুন প্লীজ।
হ্যাঁ, চ্যানেলের নাম Anywhere, আপনার মতোই চেষ্টা করি, তবে আপনার কোয়ালিটি আমার খুব ভালো লাগে, আমি আপনার একজন subscriber এবং ফ্যান বলতে পারেন.. 🙏🙏
খুব ভালো লাগলো
সুজাতা দিদিভাই ধন্যবাদ। উত্তর দিতে দেরি হয়ে গেছে বলে দুঃখিত 🙏
খুবই ভালো লাগলো আপনার ভিডিও।
এই রকম আরও আশ্রম বা মিশন সমন্ধে ভিডিও করলে ভালো হয়।
অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো।
Abaro khub sundor video dekhanor jonno dhannabad,tabe ai dharaner pratisthan gulor Janna apnar sakal darshok bandhuder kache anudanero abedan janai, bhalo thakben pranam neben,
ধন্যবাদ। আপনি আমার মনের কথা বললেন। আমি বললে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। এই ভাবে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।🙏🙏🙏
আমি বর্ধমান এ থাকি খুব ভালো লাগলো
আমি সামনের সপ্তাহে এবার বর্ধমান সর্বমঙ্গলা মন্দির দর্শন করতে যাবো।
Khub valo jayga ta. Amra 2017 sale gechilam ekhane. Amrao free tei khichuri kheyechilam. Ekdam niribili Santo poribesh ta. 🙂😇
সাহা বাবু অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏
Thank you sir!
I am appreciate you.kub valo manus apni
রঞ্জিত ভাই অনেক অনেক ধন্যবাদ 🙏
দারুণ জায়গা ❤
অসংখ্য ধন্যবাদ। উত্তর দিতে দেরি হলো বলে দুঃখিত🙏🙏🙏
Khub. Sundar 🎉🎉
অনেক অনেক ধন্যবাদ 🙏💐🙏
Darun
রাজশ্রী দিদিভাই অসংখ্য ধন্যবাদ
Khub bhalo laglo,ei video ta dekhe anek kichu jantey parlam.
Anek anek shubhecha o bhalobasha jànben❤
আমার ভিডিও দেখে যেটা ভালো লাগবে না আমাকে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে ওটা শুধরে নেবো। আমি চাই ভিডিও দেখা শুরু করলে যেনো পুরোটা দেখেন না হলে ভিডিও করার জন্য যৌকিকথা থাকবে না।🙏🙏🙏
খুব ভাল লাগল।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য 🙏
Khub valo laglo. Excellent.
Subhasis বাবু অনেক ধন্যবাদ। সময় পেলে আমার অন্য ভিডিওগুলি দেখে বলবেন কেমন লেগেছে। 🙏🙏🙏
Thank you Dada...ami akdom natun ...aji dekhlam apner vedio...share korlam....bhalo thakben.
দিদি ভাই এই বয়সে কর্ম জীবন থেকে অবসর করে শুরু করেছি এক নতুন জীবন যা দিয়ে বাড়িতে সংসারের চাপে থাকা দিদি ও দাদাদের একটু যদি আনন্দ দিতে পারি। আপনি পারলে আমার অন্য ভিডিওগুলো দেখে বলবেন কেমন লেগেছে। বাজে হলেও লিখে জানাবেন তাহলে আমার ত্রুটিগুলো শোধরানোর চেষ্টা করবো 🙏🙏🙏
Khub sundar, sarthak apnar channel. Sustha thakun.🙏🙏
অশেষ ধন্যবাদ সুব্রত বাবু 🙏
Darun laglo
অনেক অনেক ধন্যবাদ অপর্ণা দিদিভাই 🙏
আপনার এই ভিডিওটি দেখার পর বিভিন্ন জায়গায় গুগল ,ইউটিউব এ
স্বামী শ্রী পরমানন্দের সম্পর্কে ও এই মিশন নিয়ে অনেক কিছুই পড়ে দেখলাম, শুনলাম, দেখলাম
সত্যিই আমি এনার সম্পর্কে কিছুই জানতাম না। এটাই আমার দুর্ভাগ্য 😭😭😭
আপনাকে অশেষ ধন্যবাদ 🙏🙏🙏🙏
এরকম একটা সুন্দর নিরিবিলি জায়গার হদিস দেওয়ার জন্য
আমি বহুদিন ধরে ধর্ম, আধ্যাত্মিকতা এবং সর্বোপরি ধ্যানের-জপের জন্য একটা একান্ত নিরিবিলি পরিবেশ খুঁজে বেড়াচ্ছিলাম।
আমার কাছে বিনা মূল্যে রাত্রি যাপন করা কিংবা ভোগ প্রসাদ গ্রহণ করা এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় একটা নিরিবিলি পরিবেশে বসে ধ্যানের- জপ করা ও তার সাথে আমাদের সনাতন ধর্মের সম্পকে জানা।
ক্ষমা করবেন 🙏
অনেক কিছু বলে ফেললাম।
আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো এই প্রথম কেউ আমাকে সুন্দর নিরিবিলি আধ্যাত্বিক পরিবেশ দেখানোর জন্য ধন্যবাদ জানালো। আমার কষ্ট করাটা তখনই সার্থক হবে যদি আমার ভিডিও দেখে কেউ মন থেকে উপকৃত হয়। আপনি যদি আমার কমিউনিটি পোস্ট পড়ে থাকেন তাহলে জানতে পারবেন আমি এখন মাতা বৈষ্ণদেবী দর্শনে বেড়িয়েছি। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি কলকাতা থেকে ট্রেনে আসার পথে delhi স্টেশন এ নামার সময় আমার হাথ থেকে ক্যামেরা পড়ে গিয়ে লেন্স ক্র্যাক হয় যায় তাই আমার চোখে আপনাদের আর মাতা বৈষ্ণদেবীর যাওয়ার ভিডিও যা সত্যি অপরূপ দেখাতে পারলাম না। কলকাতায় গিয়ে ক্যামেরা রিপেয়ার করে আবার ভিডিও শুরু করতে হবে 🙏🙏🙏
@@journeywithchotonএখানে দীর্ঘ দিন থাকার কিংবা ধরুন ১৫-২০ দিন থাকার কোনো সুবিধা আছে। কিংবা দীক্ষা নিয়ে থাকার কোনো সুবিধা আছে।
আমি আগেই বলেছি আমি নিরিবিলি পরিবেশে ধ্যান - জপ করতে চাই,
জানা থাকলে জানাবেন প্লিজ
খুব সুন্দর জায়গা এবং ততোধিক ভালো উপস্থাপনা..👍
বাবাই ধন্যবাদ
খুব ভালো লাগলো। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ 🙏
অশেষ ধন্যবাদ দাদা।
আপনাকেও ধন্যবাদ ধৈর্য্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য 🙏
আপনার ভিডিও দেখানো এবং বলা অত্যন্ত মনের মত হয়েছে সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই, কোন সুযোগে যাওয়ার চেষ্টা করব।
পঞ্চানন বাবু অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏
@@journeywithchoton😊😅😮😢🎉😂❤
নমস্কার দাদা। খুব শীঘ্রই বেড়াতে আসবো। উপকৃত হলাম। ধন্যবাদ আপনাকে❤❤❤❤
রবীন্দ্রনাথ বাবু আপনাদের ভালো লাগাটাই আমার এই বয়সে আরো ভালো প্রতিবেদন করার অনুপ্রেরণা যোগাচ্ছে। 🙏🙏🙏
Khub bhalo jaiga r sandhan dilen dada sabuj prokitir majhe bhalo thakben dada
অশেষ ধন্যবাদ দাদা 🙏
ভীষন ভীষন ভীষন ভীষন ভালো লাগলো আর আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার লাইক অ্যান্ড কম্যান্ড করি কাকু ❤
অশেষ ধন্যবাদ ভাই। তোমার কমেন্টের অপেক্ষায় ছিলাম। আমি এখন ট্রেনে ফ্যামিলির সাথে মাতা বৈষ্ণদেবী দর্শনে বেড়িয়েছি। শিয়ালদা থেকে এখন দিল্লির পথে। তোমরা যদি বলো তাহলে ভিডিও দেখাবো না হলে নয়। তোমরা আমার রেগুলার ভিউয়ার তাই জিজ্ঞেস করছি। 🙏
@@journeywithchoton আপনি যেখানেই যান কাকু ভিডিও দিন সব সময়।
আমি সব সময় আপনার ভিডিওর অপেক্ষায় থাকি।
আপনার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হই।
আর চেষ্টা করি সেখানে যাওয়ার ।
তবে অত দূরে যেতে পারবো না কাছাকাছি গুলো যাবো 💖🙏🏻
ভাল ভাবে ঘুরে আসুন কাকু।
Khub khub sundor lagloo guruji book porechi asadharon
ধন্যবাদ দিদি। 🙏🙏🙏
Your voice is clear and lovely
অশেষ ধন্যবাদ 🙏🙏🙏
Khub sundor laglo. 👌👌👌
ধন্যবাদ জয়দেব বাবু 🙏
@@journeywithchoton Welcome.
Khub valo laglo.
অশেষ ধন্যবাদ।
আমাদের গুরুজী। মনে হয় এক ছুট্টে চলে যায় সব কিছু ছেড়ে দিয়ে।
সত্যি মনোরম আশ্রম
Khub valo laglo 🙏
আপনাদের ভালো লেগেছে জেনে আমার যাওয়ার কষ্টটাই বেমালুম ভুলে গেলাম 🙏🙏🙏
Excellent presentation dada, keep your interesting vligs alive 😊
শিবাজী বাবু অশেষ ধন্যবাদ 🙏🙏🙏
আপনার অনেকগুলো ভিডিও আমি বহুদিন ধরে দেখছি খুব ভালো লাগে ।
আমি খুব বেশি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিনা কিছু নির্দিষ্ট ভালো চ্যানেল ছাড়া।
আজ থেকে আমিও একজন আপনার সাবস্ক্রাইবার হয়ে গেলাম।
পরবর্তীকালে এরকম আরো ভিডিও দেখার লোভ রইলো
আর আশা করি খুব তাড়াতাড়ি আপনার ১০ হাজার Subscriber পূরণ হবে
অশেষ ধন্যবাদ আপনার মতো একজন subscriber পেয়ে।🙏🙏🙏
খুব ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনাকে 🙏🙏
আপনাদের ভালো লাগলে আমার কষ্ট করাটা সার্থক হবে 🙏🙏🙏
Your good idea. I like religious
tour. Very lovely place. Thanks.
Thanks Dada
@@journeywithchotonto.dear.frind.sab..thakur..ram..krisnar...ichay..tar..siso..promanando..batar..kaj..korachan..joy..ramkrisno..joy..promanondo..ji..kamar..pukur..satya..brata..banerjee..❤❤❤
Youhave😅😅
Khub bhalo laglo. Jani na jete parbo kina.
দিদি নিশ্চই যেতে পারবেন। 🙏
Bhalo laglo❤❤❤❤
ধন্যবাদ ভাই
Many Many thanks to u it is known to me This ashram is very good and nice and exceptional ashram in India
অরবিন্দ দাদাভাই আমি আপনার সাথে এক মত। এই আশ্রমে গেলে মনের সব অশান্তি এক নিমেষে মিলিয়ে যায়। 🙏
আপনি এত সুন্দর করে পুরো প্রগামটা দেখান যে কেউ বুঝতে পারবে সব কিছু
ধন্যবাদ দিদি
দারুন উপস্থাপনা!
এখানে কী একজন ব্যক্তি গেলে ঘড় পাবে?
Telephone and E-mail
L: +91 342 2719225 / +91 342 2719352
pmbanagram@gmail.com swami_parameswarananda@rediffmail.com
এখানে যোগাযোগ করে কথা বলে যাবেন। 🙏🙏🙏
Aj apnar kach theke akta khub shundor ashram er video dekhte pelam
বিশ্বনাথ বাবু আমি চেষ্টা করবো আরো ভালো ভালো দর্শনীয় আধ্যার্থীক স্থান ও মন্দিরের প্রতিবেদন পেশ করার যদি শরীর সাথ দেয়। আগামী শুক্রবার ৮.৮.২০২৩ একটা খুব জাগ্রত ও ৮০০ বছরের পুরনো মন্দিরের প্রতিবেদন পেশ করবো । যদি সময় পান দেখে বলবেন কেমন লাগলো। আপনাদের ভালো লাগলে আমার কষ্ট করাটা সার্থক হবে। 🙏🙏🙏
Very good representation.
অশেষ ধন্যবাদ তমাল বাবু 🙏🙏🙏
BHALO LAGLO . ANEK SUNDER EKTA JAYGA .
আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম আর যাওয়ার যে কষ্ট সব মলিন হয়ে গেলো 🙏🙏🙏
Ami chhoto theke ei ashram e jai ..Bonogram e ... Guru ji r adorsho ..Jib seba ... protyeke egiye ashun ..Ashram e arthik sahajyo korar jonyo
নিশ্চই পার্থ বাবু। আমার খুব ইচ্ছে আছে এই আশ্রমের মহারাজের একটা কথামৃত interview এর মাধ্যমে ভিডিও করে আমার চ্যানেলে প্রচার করে সকলকে আবেদন করবো গুরুজির এই মহান আদর্শকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের সাধ্যমত সহায়তা করার জন্য 🙏🙏🙏
খুব ভালো পরিবেশ।
এ এক অপরূপ আধ্যাত্মিক স্থান যা না গেলে অনুভূতি করা যাবে না।🙏🙏🙏
আমি যাই
আপনার Vlog দেখে আমিও Vlog করতে যাই কারণ আপনি খুব সহজ ভাবে পুরো ঠিকানা গুছিয়ে বলেন আমার বুঝতে খুব সহজ হয়
🙏🙏🙏
এই আশ্রমে আমাদের অনেকদিন ধরেই যোগাযোগ আছে এখানে আমরা দীক্ষা নিয়েছি খুব সুন্দর আশ্রম
মিতা দিদিভাই সত্যি অপূর্ব এই আশ্রম। গুরুজির জন্মদিনে যাওয়ার খুব ইচ্ছে আছে। চোখের অপারেশন এর জন্য উত্তর দিতে দেরি হলো।🙏🙏🙏
Khub valo
অশেষ ধন্যবাদ 🙏🙏🙏
ভালো লাগলো,,দাদা,,,,
অনেক অনেক ধন্যবাদ দেবাশিস বাবু 🙏
খুব সুন্দর।
ধন্যবাদ দিদি 🙏
Apnar hasita khub misti ❤❤😂❤❤
🙏🙏🙏
Apnar ei tirtha bhraman osadharan..khub bhalo lage..ei basana amaro ache..kintu soubhagya ki soklke iswar deben ..apekhay royechi..hoyto video korte parbo naa..kintu emon bhabe jeno ase pase sob tirtha sthan gulo ghurte pari.ei prathna kori.
জানি না কতদিন পারবো। তবে মনের জোর আছে আর আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে থাকলে হয়তো আরো এগিয়ে যেতে পারবো 🙏🙏🙏
@@journeywithchoton ami bhebechilam apni amake ashirbad korben jeno.amar basana purna hoi.
ভিডিও টা আদ্যপ্রান্ত উপভোগ্য ও উপযোগী। আমার শুভকামনা রইলো। অলোক দীর্ঘ ও সুস্থ জীবন পথের যাত্রী হয়ে আমাদের ভিসুয়াল তীর্থ ভ্রমণের সুযোগ করে দিক। অভিনন্দন বন্ধু 🎉
বড়ো ভাগ্যবান
আমি সত্যি ভাগ্যবান যেহেতু আপনাদের মতো এত সুন্দর আমার জার্নি উইথ ছোটন সংসারে সদস্য পেয়েছি।
@@journeywithchoton ক'জনার ভাগ্যে এমনটি হয়
যা-ই হোক আমার মন খুব টানে মনের ন্যায় মন খুব খোঁজে অপর একটি সুন্দর মন কে।
🙏🙏🙏
Dada vidio darun laglo 25 december ja our echha railo
অতি অবশ্যই যাবেন আর পারলে আমাকে আমার email এ জানাবেন আমি আপনার সাথে যাবো। 🙏🙏🙏
Kgub Valo Lagche
সমীর বাবু যদি আমার ভিডিও ভালো লাগে ও আগামীদিনে দেখতে ইচ্ছুক হন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করলে একটু অনুপ্রেরণা পাবো আরো ভালো ভিডিও করার। 🙏
Rampurhat theke jaoyar route ta jodi ektu bole den tahole khub valo hoi...
দিদিভাই রামপুরহাট থেকে সঠিক রুটিটা বলতে পারলাম না। না বলতে পারায় দুঃখিত
Thank you Dada
ধন্যবাদ হিমাংশু দাদাভাই 🙏
Apner moton manush khub Kom eisob vedio kore. Asal katha eisob ashram e jaoar manush khub Kom. Tao bolchi amar 22 bochor er meye er 12 bochor er chele, er amar bou eishob jaygay jete chai. Tai ami God ke thanks janalam.
অনেক ধন্যবাদ।ফেরার ব্যবস্থা কি?ওখান থেকে কি মেমরির বাস বা ট্রেকার পাওয়া যাবে?
ওখান থেকে দুপুরে আশ্রমের বাইরে একটাই ট্রেকার থাকে। আশ্রমের প্রবেশের আগে দুপুরের ট্রেকারের টাইমটা জেনে নেবেন।
@@journeywithchoton এছাড়া আর ফেরার ব্যবস্থা কি?
Video ta kub sundor hoyacha kintu asramer ph num gulo nia description dia dila kub valo hoy
আপনি পুরো ভিডিওটা দেখলে ফোন নম্বর স্ক্রীন এ দেওয়া আছে। আমি যখন আশ্রমে গেট দিয়ে ঢুকছি তখন স্ক্রীন এ ফোন নম্বর দিয়েছি। এতো কষ্ট করে আশ্রমে গিয়ে আপনাদের জন্য সব দেখালাম আর দিদি একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখুন সব ইনফরমেশন পেয়ে যাবেন।🙏🙏🙏
দাদা আপনার ভিডিও দেখে খুবি ভাল লাগল হাওড়া জেলার উলুবেড়িয়া মা কালী মন্দিরে গিয়ে ছিলাম ইচ্ছা ছিল একদিন থাকব পুজো দিব রুম বুকিং করলাম 250টাকা বল্ল এর থেকে ভালো রুম নেই আমাদের একই কেটা গরির রুম থাকার উপযোগী নয় কমিটির সভাপতি আচায্য বাবুর ব্যবহার খুবই ভালো বাকিদের ব্যবহার খুবই খারাপ না থেকে ফিরে এলাম
আমি খুবই দুঃখিত আপনার এই রুম বুকিং এর অভিজ্ঞতা নিয়ে। রুমের কন্ডিশন বাজে বলে ওনারা রুম অ্যাডভান্স বুকিং করে না পরে ঝামেলা হবে বলে। আমি আমার পরের কমেন্ট এ লিখে ছিলাম রুমের কন্ডিশন ভালো নয় বলে। আশাকরি আমাকে ভুল বুঝবেন না।আমি কখনই আমার ভিডিওতে ভুল তথ্য দেবো না। পুরোহিত মশাই ওনার interview তে যা বলেছেন তাই আমি দেখিয়েছি। আমি নিজে কিছু বলিনি রুমের ব্যাপারে। 🙏🙏🙏
❤💐💐💐💐🍀🍀🍁🍁খুবই সুন্দর
ধন্যবাদ দাদা 🙏
Great thank more we want
আজকের ভিডিও রামকৃষ্ণ মঠ যোগোদ্যান টা দেখে বলবেন কেমন লেগেছে।🙏
Ami mantramugda haye daklam danyabad
পৃথ্বীশ বাবু আমার ভিডিও কি সত্যি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক অতি অবশ্যই দেবেন আর কমেন্ট করে জানাবেন না ভালো লাগলেও। তাহলে আমি আগামী ভিডিওতে ওই ভুলগুলো শোধরানোর চেষ্টা করবো 🙏
@journeywithchoton বনগ্রাম থেকে মেমরি ফেরার ব্যবস্থা কিরকম?কি পাওয়া যাবে ওখান থেকে?
বনগ্রাম আশ্রম থেকে toto করে একটা মোড়ে এলে ট্রেকার পেয়ে যাবেন মেমোরি ফিরে আসার
Video dekhechi like korechi comment kara hoeni Videote eto bibhor hoechilam ..
নীলিমা দিদি অনেক অনেক ধন্যবাদ। 🙏
এতো সুন্দর উপস্থাপনা ভালো লাগলো যে সমস্ত মহিলারা অসহায় যাদের স্বামী সন্তান মা-বাবা কেউ নেই তাদের কি ওখানে থাকার কোন ব্যবস্থা আছে
না। মনে হয় এখানে কোনো ব্যাবস্থা নেই। 🙏🙏🙏
অলক বাবু , আপনাকে কেমন করে ধন্যবাদ জানাবো বুঝতে পারছিনা ।
আপনার অক্লান্ত পরিশ্রমের ফল টুকু আপনি কতটুকু পাবেন জানিনা , কিন্তু আমরা বিনা পরিশ্রমে পেতে পারছি বলে অসংখ্য ধন্যবাদ ।
আপনার ভ্রমণ চলচ্চিত্র গুনো খুব ইচ্ছে করে আপনার সঙ্গে আমিও যাই । কিন্তু আফসোস এইটা ই যে শরীর সাথ দেবে না ।
এ তো পবিত্র পীঠস্থান অথবা ধাম । আমাদের অগোচরে বেরে উঠেছে কতো সহস্র এই রকম পীঠস্থান ।
অলক বাবু আপনাকে সাহস করে একটা অনুরোধ করবো ? এই রকম আশ্রমের জন্য কিছু অর্থ পাঠানোর কি ব্যবস্থা আছে জানাবেন আশা করি ।
দাদা আপনি আমার প্রণাম নেবেন। আমি কর্মজীবন থেকে অবসর নেওয়ার আগে ভাবতাম এমন কিছু করতে হবে যার মাধ্যমে বয়স্ক গুরুজনদের একটু আনন্দ ও খুশি দিতে পারি তাই এই ইউটিউব কে আঁকড়ে ধরে এই কর্মটি শুরু করেছি। অনেকে ভাবছে আমি হয়তো ইউটিউব থেকে রোজগারের জন্য এটা করছি। একদম ভুল ধারণা। আমার বয়স এখন 63 আর হয়তো তিন থেকে চার বছর এই ভাবে করতে পারবো। তাহলে বলুন মানুষের কোনো কর্মে settle হতেই চার পাঁচ বছর লেগে যায়। আমি করছি একটা নেশাতে যা অন্যকে একটু আনন্দ দিতে পারবো বলে। যাই হোক আমি এবার থেকে যদি কোনো আশ্রমে দেখি কিছু অর্থ দিলে অন্যরা উপকৃত হবে আমি জানাবো। তবে বুঝতেই পারছেন আমি এই অর্থর থেকে 100 হাথ দূরে থাকতে ভালোবাসি। 🙏🙏🙏
সুন্দর
ধন্যবাদ 🙏
ধন্যবাদ 🙏
আপনি যেসব জায়গায় আমাদের নিয়ে যান সেগুলোতো অতন্ত মনোরম হয়ই । এছাড়াও আপনার বাচনভঙ্গি অত্যন্ত ভালো লাগে আমাদের। ধন্যবাদ
আপনার কমেন্ট পরে মনে জোর পেলাম এই বয়সে। আশাকরি আগামীদিনে আরো ভালো কিছু করতে পারব আপনারা পাশে থাকলে 🙏🙏🙏
@@journeywithchoton p9ppppppp⁹
দাদা আপনার ভিডিও এই কয়েকদিন ধরে দেখছি খুবই ভালো লাগছে তবে আপনার ছোটন বানান টা মনে হচ্ছে ভুল হচ্ছে chhoton লিখলে মনে হয় ভালো হবে
নবদ্বীপ ধামে যে রামকৃষ্ণ মিশন আছে, তার পূর্ণ বিবরণ দিয়ে একটা ভিডিও হলে খুব ভালো হয়।🙏
আমার যাবার খুব ইচ্ছে আছে।
আমি আপনাকে জানাই ধন্যবাদ আমার বাড়ি পূর্ব বধমান কালনা
আশাকরি এই ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের কাছাকাছি যদি কোনো দর্শনীয় স্থান থেকে তাহলে আমাকে জানাবেন। 🙏
Jabar ichha ache
নিশ্চই যাবেন।🙏🙏🙏
10:40 10:45 10:47 বাতশোরিক মেলা কবে সেটাও একটু বলেদেবেন
২৫ ডিসেম্বর গুরুদেবের জন্মোৎসব দিন লক্ষ ভক্তের ভীড় হয়।
দাদা, ফোন নম্বরটা সম্পূর্ণ ভুল, ফোনে কোনো রিং-ই হচ্ছে না..
সুভাষ বাবু আমিও পাচ্ছি না। আপনার ব্লগ দেখি খুব ভালো করেন । আমি একজন আপনার ফ্যান। আপনি নিশ্চই ওখানে যাবেন গেলে kindly ওনাদের নতুন ফোনে নম্বর টা একটু আমাকে কমিউনিকেট করে দিলে আমি সবাইকে জানিয়ে দেবো। আমাদের লক্ষ্য সবাইকে সব জানানো। প্লীজ সবাই এর জন্য এই উপকারটা করবেন প্লীজ। তবুও আমার কাছে এখন যে informationta আছে আপনাকে জানালাম
Telephone and E-mail
L: +91 342 2719225 / +91 342 2719352
pmbanagram@gmail.com
swami_parameswarananda@rediffmail.com
Postal Address
President, Paramananda Mission,
Post Office + Village Banagram,
District: Burdwan,
West Bengal, Pin: 713407
INDIA
🙏🙏🙏
🙏🙏আপনার আচরণ ও কথা শুনেই বোঝা যায়.. আপনি একজন ভদ্রলোক, আমি আপনার ফ্যান তো বটেই, আপনার ভিডিওর নিয়মিত দর্শক ও শ্রোতা, আমি ওখানে গেলে ফোন নম্বরটা আপনাকে অবশ্যই দেবো.. 🙏🙏 ভালো থাকবেন 🙏🙏
Joy guru moharajer joy, amar guru deb, ami apnaer ey visit gulo dekhi, ty comment korlam valo to lagtey hobe ey ashorm. Chorda moharaje, Trishan moharaj achen, aro moharaj ra achen. Koto je অনাথ ছেলে রা থাকে.
ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য 🙏🙏🙏
Very nice
Request try to inform their source of Finance for running this Institute
Jai Jagannatha
🙏🙏🙏
Ekhanea guest house achea?
আমি যতদূর জানি নেই। তবে এখানে শিষ্যদের জন্য অথিতি নিবাস আছে।
Thank You
অশেষ ধন্যবাদ 🙏🙏🙏
অনেক ধন্যবাদ আপনাকে। যদি কখনও কোনো ফোন নং দেন, তবে বক্স এ দেবেন,screen e দিলে লেখা যায় না
🙏
@@journeywithchotonবনগ্রাম থেকে মেমরি ফেরার ব্যবস্থা কিরকম?কি পাওয়া যাবে ওখান থেকে?