যে যাই বলুক আমরা যারা তোমাকে প্রত্যক্ষ ভাবে চিনি তারা তোমায় ভুল বুজব না। মানুষ হিসেবে তুমি অনেক ভালো সেটা আমরা জানি। আর স্বার্থ ছাড়া কোনো বন্ধু সাহায্য করতেই পারে। পৃথিবীতে এখনও কিছু প্রকৃত বন্ধু আছে বলে বিশ্বাস করি। তুমি আইনের সাহায্য নেও। আর নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ উত্তম সাহায্যকারী। আল্লাহ তোমার সহায় হোন সেই কামনাই করি।
সকল বিবাহযোগ্য পাত্রীর বাবাদের অনুরুধ করছি যে আপনারা কখনো পুলিশ কিংবা অনান্য সরকারী চাকুরিকে সবসময় প্রাধান্য না দিয়ে একজন যোগ্য পাত্র খুঁজুন, যাতে আপনার মেয়ে সত্যি সত্যি সুখী হয়॥
আপা ধৈর্য ধরে এগিয়্ধ্ধ্ধধ যান । অন্ধকার পেরিয়ে এক সময় আলোর সন্ধান ।মিলবে আপনি আল্লাহ ডাকতে থাকেন । এক সময় তারা বাপ ও পিতা ছেলে তাদের ভুল বুঝে আপনার কাছে আত্মসমর্পণ করবে ।এখন আপনার কাজ ধৈর্য ধরে গন্তব্য স্থানে পৈচ্ছে য়াওযা।
তাকে আমার একটা উপদেশ তিনি কক্সবাজার জেলা পুলিশ সুপারের নিকট তার স্বামীর বিরুদ্ধে বিস্তারিত নির্যাতনের বর্ণনা উল্লেখ করে একটি আবেদন করতে পারেন আশা করি তুমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে সুস্থ তদন্ত সমাধান পাবেন।
এটা সম্ভব হবে না,, কারণ এই দেশে একাধিক বিয়ে মানুষ খুব খারাপ নজরে দেখে.. এবং হাসিঠাট্টা করে... অথচ এটা খুব জরুরি ছিলো আর এই জন্যই আল্লাহ তায়ালা একাধিক বিয়ের বিধান রেখেছেন।
আমি আমার বোনকে পরামর্শ দিব আপনি আশপাশের কোন আলেম এর নিকট পরামর্শ নিন। আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াতে ও কল্যাণের ব্যবস্থা করবে এবং পরকালেও শান্তি অর্থাৎ জান্নাত দিবেন ইনশাআল্লাহ
আমার স্বামী পুলিশ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এবং আমার দেখা যতগুলো পুলিশ পরিবার আছে তারাও ভালো আছে। বরং পুলিশ পরিবারে বিবাহ বিচ্ছেদ স্ত্রী নির্যাতন এগুলো খুবই কম কারণ এখানে চাকরি চলে যাওয়ার একটা বিষয় রয়ে গেছে।
আপনারা ডেকে নিয়ে আসি কথা বলতে দিতেছেন না,কি সমাধান করবেন? ছেলে এবং স্বামী কাছ থেকে সরে পড়েন। নিজে বাচার চেষ্টা করেন আললাহ এক জন আছে। কারন আপনার শেষে আশ্রয়ের জাগা ছেলে তাহ নাই।
Amader alakay sem ghotona.. Sami probashi bow k temon mene nay nai.. Rag kore bari theke gesilo baper bari..tara rotayce onno loker sathe chole gese..meye ta class 9 pore r sele ta pore class 4 a Tara o mayer sathe ee ace..
সামি সন্তানের আসা করে লাভ নাই, নিজে ঘুরে দাঁড়ানোর ব্যবস্তা নিজেকে ই করতে হবে, পরিবারিক আসা করে কোন লাভ নাই,, নিজেকে নিজে একা ভেবে এগিয়ে যান সফল একদিন আসবেই,
পুলিশ যখন অতিরিক্ত আয় করে তখন টাকার গরম থাকে, আর এ কারণেই বউকে ভালো লাগছে না।কী করা যায়? তার চাকুরী খেয়ে ফেলতে হবে। আশা করি তখন সে ভালো হয়ে যাবে। ছেলেও বেয়াদব। গাব গাছে গাবই ধরে। উপস্হাপিকা উনাকে কথা বলতেই দেয়না।
আপনার কথা শুনে যতটুকু মনে হচ্ছে আপনি যে আপনার ছেলের কথা বলছেন সে ছেলেটা সত্যিই আপনার নয় এটা হয়তো অন্য কারো যদি আপনার সন্তান হতো জীবন চলে গেল কখনো মায়ের বিপক্ষে অবস্থান নিতে পারত না
@@T1Rafid আমি বলতে চেয়েছি ভাই এটুকুই যে নিজ গর্বের সন্তান হলে তো পৃথিবীর উলটপালট হয়ে গেলেও কখনো মায়ের বিপক্ষে অবস্থান করতে পারে না, এই কুলাঙ্গার সন্তান কি করে তার বাবার সাথে ষড়যন্ত্র করে মায়ের বিপক্ষে অবস্থান নিতে পারে,,?
আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনি,আমিও একটা মানসিক চাপে আছি,আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করা খুবই জরুরী মনে করি, আমি আপনাদের সাথে কিভাবে কথা বলব
প্রিয় উপস্থাপিকা আসসালামুয়ালাইকুম। ভদ্রমহিলার স্বামী যেহেতু পুলিশের সদস্য, সেহেতু ভদ্রমহিলা তাঁর স্বামীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে সবিস্তারে লিপিবদ্ধ করে অভিযোগ দায়ের করার জন্য আপনার মাধ্যমে বিনীত ভাবে অনুরোধ করছি। তাঁর স্বামীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষে নিরপেক্ষ ভাবে সুষ্ঠু অনুসন্ধানর মাধ্যমে সংশ্লিষ্ট সকল প্রকার সাক্ষ্য প্রমান সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এই মহিলার কথা শুনে বুঝা যাচ্ছে, ওনার স্বামীর পরকীয়া থাকতে পারে। কিন্তু মহিলা তুলশি পাতা নয়। ওনাকে শুধু শুধু কেউ এতো সাহায্য করেনি আর যাহা রটে তাহার কিছুটা বটে। ওনার স্বামীকে জিজ্ঞেস করলে অন্য তথ্য পাওয়া যাবে
আমি পুলিশের সাথে 17 বছর দরে পুলিশ এর সাথে রিলেটেড ছিলাম অনেক ভালো সদস্য দেখেছি ওনি ত ভালো বাসা করে বিয়ে করেছে এই কারনে এই সমস্যা। নিজের সন্তানকে ও কন্ট্রোল করতে পারেনা ওনি ইউটুব ও মোবাইলে আসক্ত হয়েছে এই সমস্যা।
আমাদের দেশে বেশিরভাগ কর্মকর্তারা কর্মচারী স্ত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে দুর্নীতিতে ঝরে যায়। আমাদের সবার উচিত নির্দিষ্ট বেতন উপর সন্তুষ্ট থাকা। তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে সুখ অনুভব করতে পারবেন।
যে সকল মহিলা নিজেকে খুব বড় মনে করে, তাদের কপালে শনি ঘটে। যে মহিলা স্বামীর সাথে নম্র ও ভদ্র আচরণ করে তাদের কখনোও খারাপ কিছু হওয়ার কথা না। আমরা অন্যের দোষটা একটু বেশি ফলাউ করেই ধরি, গলার সাউন্ড আমাদের তখন খুব নরম থাকে। মনে হয় যেন আমার কোন অন্যায় হয়নি, ব্যাপারটা আসলে ঠিক তা না। ধর্মীয় মূল্যবোধের অভাব আছে স্বামী স্ত্রীর আচরণের দিক থেকে। আমাদের দেশে আরেকটি সমস্যা আছে পরিবারের অমতে বা পরিবারের বাইরে নিজে নিজে বিয়ে করা এবং পরবর্তীতে পরিবার তাকে বেশির ভাগই সাপোর্ট দেয় না। এই সমস্যাটা প্রায়ই হয়ে থাকে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ করা এটা সন্তানকে শিখাতে হবে। নিজের লাভে বা লোভে কাউকে হেও প্রতিপন্ন করা শিখানো যাবে না। সেটা হোক বাবা-মা, হোক আত্মীয়-স্বজন, হোক প্রতিবেশী অন্য কোন মানুষ। যে মহিলা নিজে নামাজ পড়ে তার স্বামী সন্তানকে নামাজ পড়ার ব্যাপারে তাগিদ দেয়, সকল আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, অল্পতে সন্তুষ্ট থাকে সেই সংসারে অশান্তি হওয়ার সুযোগ থাকে না। কারন সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এর ব্যত্যয় কিছু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকবে। এটাই বাস্তবতা। ধন্যবাদ
আগেকার সময়ে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এবং বিবাহের বেলায় বংশ বুনিয়াদ দেখা হতো ..... বর্তমানে দেখা হয় টাকা আছে কি-না ... এবং ছেলে যদি সরকারি চাকরিজীবী হয় তাহলেই কথাই নাই ...... এমতাবস্থায় অনেকেই যথাসময়ে বিবাহ নামক জরুরি কাজ যথারীতি সমাধান করা সম্ভব হচ্ছে না ...... যাহার ফলে এতো বৈষম্য গন্ডগোলের কাহিনি দৃশ্য দৃশ্যমান .......এবং ভূমির সর্বোত্তম মানবসম্পদ হ্রাস ও অধঃপতন লক্ষ্য করা যাচ্ছে ...... প্রজনন চাষাবাদ শুদ্ধ নাহলে কাঙ্ক্ষিত ধান ফলমূল মাছ মাংস আশা করা যায় না ..... যেমন - তেঁতুল গাছে আম কাঁঠাল ধরে না ....
সব মিলিয়ে যতটুকু বুঝা যায় ঐ মহিলার চরিত্র ও বেশি সুভিদাজনক নয়, মেনে নিলাম স্বামী খারাপ, কিন্তু তার নিজের পরিবারের লোকেরা তাকে বাড়ী থেকে বের হতে নিষিদ্ধ করেছে কেনো, নিশ্চয় মহিলার চরিত্র খারাপ যেটা তার নিজের পরিবারের লোকেরাও জানে।
বেশিরভাগ পরিবারেই সন্তানের সাথে বাবা-মা, বিশেষ করে মায়ের সম্পর্ক খারাপ হচ্ছে। কারণ ২৫সালের এস এস সি র বিশাল সৃজনশীল সিলেবাস ও বিষয়বস্তু। পড়ার এতো চাপের কারণে ছেলে মেয়েরা পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।ফলে অনেক সময় অনেকেই আত্নহত্যার পথ বেছে নিচ্ছে।যাদের অর্থ আছে তারা মাধ্যম পরিবর্তন করছে।আর যাদের অর্থ নেই আবার কাউকে বলতেও পারছেন না তাদের কি হবে বা হচ্ছে এটা দেখার বা এসমস্যা সমাধানের উপায় বের করার দায়িত্ব কি রাস্ট্রের দায়িত্বশীল ব্যাক্তিদের নেই?পড়াশোনা হবে আনন্দের। এখনকার শিক্ষাপদ্ধতি শিক্ষার্থীদের ব্যক্তি স্বাধীনতা হরণ করছে।
সব কিছু আপনার দোষ এটা অন্য লোকের দোষ অপরাধ দেওয়া যাবে না আপনার সম্পুর্ন অপরাধ এবং আপনার হ্যাজভ্যানটেও বেশ ভালো একজন লোক এবং আপনার ছেলেটিও অনেক বেশ ভালো পোলাই বলা যায় ।
বোনক ধন্যবাদ তার জীবন সংগ্রাম খুবই অবহেলিত আইনি ব্যবস্থা নেয়া হোক তার স্বামীর বিরুদ্ধে আর বোনকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন ওনি তো বিএ পাস বিচারকরা বিবেচনায় রাখবেন আমার বিশেষ অনুরোধ
আপনার হ্যাজভ্যানট কই থাকেন এর ঠিকানা নিয়া এদের নামে একটা অভিযোগ বা মামলা দায়ার করে দেন নাড়ী শিশু এবং নির্যাতন মামলা াড়ী শিশু আদালতে গিয়া তাহলে সব কিছু ঠিক হইয়া যাবে ইনশাআল্লাহ ।
আপনি এই মুহুর্তে কোন বন্ধু বিশেষ করে পুরুষ লোক বন্ধু হয়না। আপনি ভালো মানুষিকতার মহিলা হলে মনে মনে পুরুষ Avoid করে চলেন। কাজের স্বার্থে যত কথা থাকে বলেন। কিন্তু কোন প্রকার বন্ধু বা অন্য চিন্তা করলে ফাঁদে পড়তে পারেন।সাথে মেয়ে আছে আম,ছালা সম্মান সব যাবে। আপনার মত অনেকে আছে।আপনি এরকম একা নন। সতিত্ব জন্য আল্লাহ অনেক বরকতময় পথ দেখান।নামাজ পড়েন,নিজের কাছে নিজেকে পবিএ রাখবেন ১০০% তওবা পড়বেন উপর আল্লাহ ভালো ফয়সালা দিবে।দোয়া ইউনুস পড়বেন।কোন কাজকে ছোট করে দেখবেন না।বাজে লোকের সঙ্গো ত্যাগ করবেন।
আমার মনে হয় ঐ মহিলার ঘুরে দাঁড়ানো দরকার। তার স্বাবলম্বী হতে হবে। সে বুটিক জানে। একজন গ্রাজুয়েটও বটে একটা চাকুরি পেয়েই যাবে। দরকার হলে আমরা যারা স্বাবলম্বী মহিলা আছি তাকে সাহায্য করবো ! আমি তার মোবাইল নাম্বার চাই।
যে যাই বলুক আমরা যারা তোমাকে প্রত্যক্ষ ভাবে চিনি তারা তোমায় ভুল বুজব না। মানুষ হিসেবে তুমি অনেক ভালো সেটা আমরা জানি। আর স্বার্থ ছাড়া কোনো বন্ধু সাহায্য করতেই পারে। পৃথিবীতে এখনও কিছু প্রকৃত বন্ধু আছে বলে বিশ্বাস করি।
তুমি আইনের সাহায্য নেও। আর নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ উত্তম সাহায্যকারী। আল্লাহ তোমার সহায় হোন সেই কামনাই করি।
সকল বিবাহযোগ্য পাত্রীর বাবাদের অনুরুধ করছি যে আপনারা কখনো পুলিশ কিংবা অনান্য সরকারী চাকুরিকে সবসময় প্রাধান্য না দিয়ে একজন যোগ্য পাত্র খুঁজুন, যাতে আপনার মেয়ে সত্যি সত্যি সুখী হয়॥
তোমার মাথা ঠিক করো
ঠিক বলেছেন আপনি
আপনি কি সরকারি চাকরি করেন নাকি @@mostafiztalukder6785
আপা ধৈর্য ধরে এগিয়্ধ্ধ্ধধ যান । অন্ধকার পেরিয়ে এক সময় আলোর সন্ধান ।মিলবে আপনি আল্লাহ ডাকতে থাকেন । এক সময় তারা বাপ ও পিতা ছেলে তাদের ভুল বুঝে আপনার কাছে আত্মসমর্পণ করবে ।এখন আপনার কাজ ধৈর্য ধরে গন্তব্য স্থানে পৈচ্ছে য়াওযা।
যোগ্য পাত্র কি আপনি?
ওনার কথা শুনে ভাষা হারিয়ে ফেলেছি এমন ঘটনা আমি কখনো শুনি নাই আল্লাহ সবাইকে হেদায়েত করুক
আলহামদুলিল্লাহ আমি পুলিশ ককন্সটেবল, আমি যা বেতন পাই আলহামদুলিল্লাহ আমাদের সংসারজীবন অনেক ভাল চলে।
একজন ভাল জীবন সঙ্গী পেয়েছি।
অল্পতেই খুশি থাকি।
apnar jonno doye rowlo
ধন্যবাদ ভাই, আপনার মত আরো অনেক অনেক পুলিশ আছে ।।
উপর থেকে বেশির ভাগ খারাপ...
আপনি কি কোটা আন্দোলনে গুলি করছিলেন নাকি?
আলহামদুলিল্লাহ, আপনার জীবনটা আল্লাহ যেন আরো অনেক সুন্দর করে হয়।
ফেসবুকে আর মিডিয়ায় সামনে আপনারা ভালো 😂 কিন্তু বাড়ি ঘাড়ি বাস্তবে সব থাকে আপনাদের 😂
তাকে আমার একটা উপদেশ তিনি কক্সবাজার জেলা পুলিশ সুপারের নিকট তার স্বামীর বিরুদ্ধে বিস্তারিত নির্যাতনের বর্ণনা উল্লেখ করে একটি আবেদন করতে পারেন আশা করি তুমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে সুস্থ তদন্ত সমাধান পাবেন।
তবে মনে হয় সব চেয়ে ভাল হবে আইনের ব্যবস্থা নেওয়া উচিৎ।
মোটামুটি দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে যা বুঝতে পারছি যেমন সাহেব তেমন বিবি,
যেমন কর্ম তেমন ফল।
দু'জন -ই গভীর জলের মাছ।
সহমত নাটক মনে হচ্ছে, স্বামীর সাথে কথা বললে তিনি ওনার কথা বলবেন
সহমত
স্বামী যেমন খারাব
বউ তেমন ভালো না
কোন পুরুষ ফ্রি ফ্রি টাকা দিয়ে চোখ অপারেশন করাবে না।
রাইট
সৎ ভাবে জীবন যাপন করলে ভালোই চলতো অসৎ উপায়ে ইনকাম করলে অশান্তি থাকবে থাকবে
আপনারা যদি clear সমাধান করতে না পারেন তবে কেন এই প্রোগ্রাম করেন, বন্ধ করে দেওয়া উচিত হবে আপনাদের প্রোগ্রাম
95% পুলিশের পরিবার গুলো এমন অশান্তিতে ঘেরা।
Same
আন্তাজে কথা বলেন কেন?
নিশ্চয়ই ধারণা মিথ্যা।
সহমত, কারন আমি ভুক্তভোগী, আর বহু ভুক্তভোগী কে দেখেছি।
@@imtiazikram9697আমার মনে হয় আয়নাল ভাই কম বলেছে,,,ওখানে ৯৯% হবে,,,
১%ভালো আছে কিনা তাতেও আমার সন্দেহ আছে,,,
বুঝলেন ভদ্রলোক,,,,
৯৫%পুলিশ অসৎ।
উভয়ের প্রতি পরামর্শ দিব দু জনে ই ধর্মীয় অনুসাশন মেনে আল্লাহর কাছে তওবা করিয়া ছলিলে অতি তাড়াতাড়ি সংসারের শান্তি ফিরিয়ে পাবে, এটাই বাস্তবতা,,
আপনার জন্য দোয়া করছি
আপনি ভালো মানুষ খুঁজে
নতুন জীবন যাপন করুন।
আপনি কেন আত্মহত্যা করবেন
ইসলামের নিয়ম মেনে সমতা
নিয়ে চলুন। ❤
এটা সম্ভব হবে না,, কারণ এই দেশে একাধিক বিয়ে মানুষ খুব খারাপ নজরে দেখে.. এবং হাসিঠাট্টা করে... অথচ এটা খুব জরুরি ছিলো আর এই জন্যই আল্লাহ তায়ালা একাধিক বিয়ের বিধান রেখেছেন।
যে স্বামী ভালো না তার সন্তান কখনো ভালো হয় না।।
রাইট
Right 💯%
ভুল
আপনার স্বামী এমন কষ্ট পাবে যা ভাষায় প্রকাশ মতো না যদি ঘটনাটি সত্যি হয়। প্রকৃতি তাঁকে ক্ষমা করবে না। আপনি ধৈর্য ধরেন আপু। একদিন ঠিক হয়ে যাবে।
ইয়া গাফুরুর রাহীম আমাদের সহায় হোন। আমাদের সোজা ও সঠিক পথ দেখান। সকল মায়েদের প্রতি রহম করুন আমীন।মাকে আমার হাজারো সালাম।❤❤❤❤❤❤❤❤❤
একজন সন্তান কিভাবে নিজের মায়ের সঙ্গে এই রকমের ব্যাবহার করতে পারে, এটা ভেবেই পাচ্ছি না।
ভাই হারাম দিয়ে তৈরি হওয়া শরীর মন কখনোই ভালো হয় না... এদের দাঁড়া সব কিছুই সম্ভব
আমি আমার বোনকে পরামর্শ দিব আপনি আশপাশের কোন আলেম এর নিকট পরামর্শ নিন। আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াতে ও কল্যাণের ব্যবস্থা করবে এবং পরকালেও শান্তি অর্থাৎ জান্নাত দিবেন ইনশাআল্লাহ
এজন্যই পুলিশ জয় বাংলা হইয়া গেছে।
আমার স্বামী পুলিশ। খুব ভাল আছি।আল হামদুল্লিলাহ্।আপা আপনি সঠিক জায়গায় বিচার দেন।
এনি নিজে যে একটা বেসি ভালো মানুেষ তাওতো মনে হয়নক
ঘুসের টাকা দিয়ে চলেন তো
পুলিশ আবার ভালো? আপনি হইত ঠিক জায়গায় পড়ছেন। বুজেন তো।
অনেসট তো? তাহলে আলহামদুলিল্লাহ ও দোয়া রইলো।। 🥰
ঘূষ খোর নাকি এটা জানা উচিত
আমার স্বামী পুলিশ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এবং আমার দেখা যতগুলো পুলিশ পরিবার আছে তারাও ভালো আছে। বরং পুলিশ পরিবারে বিবাহ বিচ্ছেদ স্ত্রী নির্যাতন এগুলো খুবই কম কারণ এখানে চাকরি চলে যাওয়ার একটা বিষয় রয়ে গেছে।
আপনারা ডেকে নিয়ে আসি কথা বলতে দিতেছেন না,কি সমাধান করবেন? ছেলে এবং স্বামী কাছ থেকে সরে পড়েন। নিজে বাচার
চেষ্টা করেন আললাহ এক জন আছে। কারন আপনার শেষে
আশ্রয়ের জাগা ছেলে তাহ নাই।
পুলিশ সিকউরিটি সেল অভিযোগ করুন । এখন প্রতিকার পাবেন ইনশাআল্লাহ!
Amader alakay sem ghotona..
Sami probashi bow k temon mene nay nai..
Rag kore bari theke gesilo baper bari..tara rotayce onno loker sathe chole gese..meye ta class 9 pore r sele ta pore class 4 a
Tara o mayer sathe ee ace..
সালা দালাল
সামি সন্তানের আসা করে লাভ নাই, নিজে ঘুরে দাঁড়ানোর ব্যবস্তা নিজেকে ই করতে হবে, পরিবারিক আসা করে কোন লাভ নাই,, নিজেকে নিজে একা ভেবে এগিয়ে যান সফল একদিন আসবেই,
পুলিশ যখন অতিরিক্ত আয় করে তখন টাকার গরম থাকে, আর এ কারণেই বউকে ভালো লাগছে না।কী করা যায়? তার চাকুরী খেয়ে ফেলতে হবে। আশা করি তখন সে ভালো হয়ে যাবে। ছেলেও বেয়াদব। গাব গাছে গাবই ধরে। উপস্হাপিকা উনাকে কথা বলতেই দেয়না।
আপনি তার কতৃপক্ষের নিকট লিখিত ভাবে ঘটনা গুলো জানিয়ে দরখাস্ত করেন।অবশ্যই একটা সমাধান হবে।
আমি ও পুলিশের বৌ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আমাদের সুখেই আছি
আপনার কথা শুনে যতটুকু মনে হচ্ছে আপনি যে আপনার ছেলের কথা বলছেন সে ছেলেটা সত্যিই আপনার নয় এটা হয়তো অন্য কারো যদি আপনার সন্তান হতো জীবন চলে গেল কখনো মায়ের বিপক্ষে অবস্থান নিতে পারত না
আপনার জ্ঞানের পরিধি খুবই কম। বাবা দুই জন হতে পারে কিন্তু মা এক জনই হয়।
আপনি কতটুকু জানেন,,, কিভাবে বলতে পারেন না জেনে,, মন্তব্য করার আগে হিসেব করে করবেন,,, আমরা ওনার খুব কাছের।। ওনি যা বলছে সবটাই সঠিক,,।
@@T1Rafid আমি বলতে চেয়েছি ভাই এটুকুই যে নিজ গর্বের সন্তান হলে তো পৃথিবীর উলটপালট হয়ে গেলেও কখনো মায়ের বিপক্ষে অবস্থান করতে পারে না, এই কুলাঙ্গার সন্তান কি করে তার বাবার সাথে ষড়যন্ত্র করে মায়ের বিপক্ষে অবস্থান নিতে পারে,,?
Agree...😢
সর্বনাশ ! পুলিশের সাথে আত্মীয়তা করা যাবে না, অন্যরা ঠিক হলেও পুলিশ ঘুষ ছাড়াও অন্যান্য আকাম করবেই ।
আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনি,আমিও একটা মানসিক চাপে আছি,আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করা খুবই জরুরী মনে করি, আমি আপনাদের সাথে কিভাবে কথা বলব
ওনাদের সাথে কথা বলে কোন সমাধান কেউ কখনো পেয়েছে বলে মনে হয় না
প্রিয় উপস্থাপিকা আসসালামুয়ালাইকুম। ভদ্রমহিলার স্বামী যেহেতু পুলিশের সদস্য, সেহেতু ভদ্রমহিলা তাঁর স্বামীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে সবিস্তারে লিপিবদ্ধ করে অভিযোগ দায়ের করার জন্য আপনার মাধ্যমে বিনীত ভাবে অনুরোধ করছি। তাঁর স্বামীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষে নিরপেক্ষ ভাবে সুষ্ঠু অনুসন্ধানর মাধ্যমে সংশ্লিষ্ট সকল প্রকার সাক্ষ্য প্রমান সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
সঠিক পথের কথা বলছেন ।
আমি বিশ্বাস করি,ভালোর সাথে কখনো খারাপ হয়না,সব শুনে মনে হয় সবাই সমান দোষি,সন্তান কখনো মায়ের খারাপ চায়না,হয়ত মা ও অপরাধী, বাবাও অপরাধী
আপনার মনে হওয়াতে তো দুনিয়া চলে না।
আমারও সেটাই মনে হচ্ছে
এই তথাকথিত বিশেষজ্ঞ দুজন আলোচ্য বিষয় সম্পর্কে বিশেষভাবে অজ্ঞ। কিছু বুকিশ কথাবার্তা ছাড়া সমস্যার গভীরে যেতে অক্ষম।
পুলিশ কে মেয়ে দিবেন না ওরা পরকিয়া প্রেমে থাকে।
তোমার স্বামী এখন কোথায় এবং কোন জায়গায় পোস্টিং নিয়ে আছে। সেই ঠিকানা টা বলো।
এই মহিলার কথা শুনে বুঝা যাচ্ছে, ওনার স্বামীর পরকীয়া থাকতে পারে। কিন্তু মহিলা তুলশি পাতা নয়। ওনাকে শুধু শুধু কেউ এতো সাহায্য করেনি আর যাহা রটে তাহার কিছুটা বটে। ওনার স্বামীকে জিজ্ঞেস করলে অন্য তথ্য পাওয়া যাবে
সহমত
এই মইিলা মোটেই ভালো না।
প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে সুখ-দুঃখের কথা বললে সেজুতি ডিজে সন্তানও হয়
ছোট বেলায় শুনেছি পুলিশের চাকুরী অভিশপ্ত।
এই মহিলার কথা বলে মনে হচ্ছে কিছু একটা সন্দেহ আছে
পুলিশের সংসারে কখনো শান্তি পাওয়া যায় না
আমি কি শুনলাম , ভাষা খুঁজে পাচ্ছি না কি বলব
Police ra emon tai kore🙄
আমি পুলিশের সাথে 17 বছর দরে পুলিশ এর সাথে রিলেটেড ছিলাম অনেক ভালো সদস্য দেখেছি ওনি ত ভালো বাসা করে বিয়ে করেছে এই কারনে এই সমস্যা। নিজের সন্তানকে ও কন্ট্রোল করতে পারেনা ওনি ইউটুব ও মোবাইলে আসক্ত হয়েছে এই সমস্যা।
ধন্যবাদ
আমাদের দেশে বেশিরভাগ কর্মকর্তারা কর্মচারী স্ত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে দুর্নীতিতে ঝরে যায়। আমাদের সবার উচিত নির্দিষ্ট বেতন উপর সন্তুষ্ট থাকা। তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে সুখ অনুভব করতে পারবেন।
উনি আদালতের সাহায্য নিতে পারেন,
আপনার ও মেয়ের ভরণপোষণ বিষয় নিয়ে।
হারাম উপার্জনে মগ্ন থাকলে কোন মতেই শান্তি থাকবে না সুখ থাকবে না বিপদ আপদ সবসময়ই লেগেই থাকবে আল্লাহর কসম করে বলছি
উনি খুব ভাল মানুষ তাই বাড়ি থেকে বের হওয়া নিষেদ
আমি আমার মনের কথা সকলের সাথে শেয়ার করলে ও সন্তানের সাথে শেয়ার করি না ।
যে সকল মহিলা নিজেকে খুব বড় মনে করে, তাদের কপালে শনি ঘটে।
যে মহিলা স্বামীর সাথে নম্র ও ভদ্র আচরণ করে তাদের কখনোও খারাপ কিছু হওয়ার কথা না। আমরা অন্যের দোষটা একটু বেশি ফলাউ করেই ধরি, গলার সাউন্ড আমাদের তখন খুব নরম থাকে। মনে হয় যেন আমার কোন অন্যায় হয়নি, ব্যাপারটা আসলে ঠিক তা না।
ধর্মীয় মূল্যবোধের অভাব আছে স্বামী স্ত্রীর আচরণের দিক থেকে।
আমাদের দেশে আরেকটি সমস্যা আছে পরিবারের অমতে বা পরিবারের বাইরে নিজে নিজে বিয়ে করা এবং পরবর্তীতে পরিবার তাকে বেশির ভাগই সাপোর্ট দেয় না। এই সমস্যাটা প্রায়ই হয়ে থাকে।
সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ করা এটা সন্তানকে শিখাতে হবে।
নিজের লাভে বা লোভে কাউকে হেও প্রতিপন্ন করা শিখানো যাবে না। সেটা হোক বাবা-মা, হোক আত্মীয়-স্বজন, হোক প্রতিবেশী অন্য কোন মানুষ। যে মহিলা নিজে নামাজ পড়ে তার স্বামী সন্তানকে নামাজ পড়ার ব্যাপারে তাগিদ দেয়, সকল আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, অল্পতে সন্তুষ্ট থাকে সেই সংসারে অশান্তি হওয়ার সুযোগ থাকে না।
কারন সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়।
এর ব্যত্যয় কিছু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকবে।
এটাই বাস্তবতা।
ধন্যবাদ
Sad!
You can contact her husband to verify all information and try to resolve from both sides.
পুলিশের চরিএ ভালো বানাতে হবে
সৎসঙ্গ বেহেস্তে বাস। অসৎসঙ্গ সর্বনাশ।
দুনিয়াটা এতো সুখের না। তাঁকে তার প্রাপ্য ভোগ করতে হবে। আর মেয়ে মানুষের কষ্ট আল্লাহ সয্য করেন না। আপনি শুধু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ সফলতা আসবেই।
স্বামী কে রেখে অন্য পুরুষের সহযোগিতা এবং বন্ধুত্ব করলে এমন পরিস্থিতি হতে হয়
আমার কিছু পরামর্শ দরকার ছিল
আগেকার সময়ে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এবং বিবাহের বেলায় বংশ বুনিয়াদ দেখা হতো ..... বর্তমানে দেখা হয় টাকা আছে কি-না ... এবং ছেলে যদি সরকারি চাকরিজীবী হয় তাহলেই কথাই নাই ...... এমতাবস্থায় অনেকেই যথাসময়ে বিবাহ নামক জরুরি কাজ যথারীতি সমাধান করা সম্ভব হচ্ছে না ...... যাহার ফলে এতো বৈষম্য গন্ডগোলের কাহিনি দৃশ্য দৃশ্যমান .......এবং ভূমির সর্বোত্তম মানবসম্পদ হ্রাস ও অধঃপতন লক্ষ্য করা যাচ্ছে ...... প্রজনন চাষাবাদ শুদ্ধ নাহলে কাঙ্ক্ষিত ধান ফলমূল মাছ মাংস আশা করা যায় না ..... যেমন - তেঁতুল গাছে আম কাঁঠাল ধরে না ....
আপনি যদি ভাল হন মহিলা ইসলামের দিকে আসুন খুঁজে পাবেন স্বচ্ছ হবে রহমত বর্ষিত হবে
আপনার দূভাগ্য ঐরকম সন্তান পেটে ধরেছেন।
সব মিলিয়ে যতটুকু বুঝা যায় ঐ মহিলার চরিত্র ও বেশি সুভিদাজনক নয়, মেনে নিলাম স্বামী খারাপ, কিন্তু তার নিজের পরিবারের লোকেরা তাকে বাড়ী থেকে বের হতে নিষিদ্ধ করেছে কেনো, নিশ্চয় মহিলার চরিত্র খারাপ যেটা তার নিজের পরিবারের লোকেরাও জানে।
WE WANT JUSTICE FROM ###IGP OF BANGLADESH POLICE####
আল্লাহ উত্তম সাহায্যকারী
বেশিরভাগ পরিবারেই সন্তানের সাথে বাবা-মা, বিশেষ করে মায়ের সম্পর্ক খারাপ হচ্ছে। কারণ ২৫সালের এস এস সি র বিশাল সৃজনশীল সিলেবাস ও বিষয়বস্তু। পড়ার এতো চাপের কারণে ছেলে মেয়েরা পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।ফলে অনেক সময় অনেকেই আত্নহত্যার পথ বেছে নিচ্ছে।যাদের অর্থ আছে তারা মাধ্যম পরিবর্তন করছে।আর যাদের অর্থ নেই আবার কাউকে বলতেও পারছেন না তাদের কি হবে বা হচ্ছে এটা দেখার বা এসমস্যা সমাধানের উপায় বের করার দায়িত্ব কি রাস্ট্রের দায়িত্বশীল ব্যাক্তিদের নেই?পড়াশোনা হবে আনন্দের। এখনকার শিক্ষাপদ্ধতি শিক্ষার্থীদের ব্যক্তি স্বাধীনতা হরণ করছে।
ছেলের সাথে শেয়ার করে হিতে বিপরীত হয়েছে কারণ ছেলের বয়স কম সন্তানরা বাবা মার অশান্তি চায় না।
আপা আমার যুক্তি হচ্ছে যে আপনাকে এত অবহেলা করতেছে একদিন সেই আপনার পায়ে ধরে নিয়ে যাবে একটু অপেক্ষা করেন
😅😅😅
Corrupted could not become a gentleman, honest and reliable.
সব প্রথম আল্লাহর কাছে বিচার দিন পাশা পাশি, নিজের সমস্যাটা বাবা,এবং চাচাকে বুঝিয়ে বলেন
দুই দিকেই শুনা দরকার
সব কিছু আপনার দোষ এটা অন্য লোকের দোষ অপরাধ দেওয়া যাবে না আপনার সম্পুর্ন অপরাধ এবং আপনার হ্যাজভ্যানটেও বেশ ভালো একজন লোক এবং আপনার ছেলেটিও অনেক বেশ ভালো পোলাই বলা যায় ।
আমি আপনার মতে এক মত
আমার কথা৷ যা পাখি ছেড়ে দিলাম ফিরে আসলে আমার না হলে খোঁজে নে অন্য ডাল
Crime and corruption destroy everything even civilization, humanity, morality and character.
আইনি ভাবে সমাধান করতে হবে
Yes
নারীরাই পারে স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে। কারণ স্বামী কে বেশি বেশি টাকা কামানোর উৎসাহ না দেয়া। এবং সৎ থাকার জন্য অনুরোধ করা।
একটা বিষয় মাথায় আসেনা একজন সন্তান তার নিজের মায়ের বিরুদ্ধে যাবে কেন? সামান্য শাসনের জন্য মায়ের বিরুদ্ধে যাবে এটাতো অকল্পনীয়। মিথ্যা বলে মনে হচ্ছে।
এর একমাত্র উপায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য কামনা করা, ইনশাআল্লাহ অবশ্যই সমাধান আসবে।
সহমত পোষণ করছি
Amar life ta amon
ছেলে সব কিছু শিখে গেছে এই ছেলেও কেনো দিন সুখি হবে না আপু আল্লাহ কাছে বিচার দিন আল্লাহ আপনার জন্য যথেষ্ট
তুমিও ঐভাবে এসেছো
❤❤
অবৈধ অর্থ আয় করতে হলে ভালো উপায় হলো সন্তান কে পুলিশের চাকুরীতে নিয়োগ দিন
বোনক ধন্যবাদ তার জীবন সংগ্রাম খুবই অবহেলিত আইনি ব্যবস্থা নেয়া হোক তার স্বামীর বিরুদ্ধে আর বোনকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন ওনি তো বিএ পাস বিচারকরা বিবেচনায় রাখবেন আমার বিশেষ অনুরোধ
joss
পুরুস খারাপ,নারিও খারাপ আছে।উভয়ের মধ্যেই সমস্যা নিয়েই জীবন
আপনাদের এই আলোচনা শোনার জন্য উনি আপনাদের শরণাপন্ন হননি। আপনারা উনাকে নিরাপত্তা দেন এবং একটা সুস্থ জীবন নিশ্চিত করেন।
আপনি আপনার স্বামী কে কন্টোল করতে পারেন নাই এটা আপনার সমস্যা।
আল লাইন সেবাগুলো কিভাবে পাওয়া যায়
ইসলামি দলগুলো এক হওয়ার আহবান করছি
আমার মন বলছে যাতে সমস্যা ওই মহিলার পরকীয়া থেকে ই!!
সবাই ভালো শুধু আমি খারাপ ।
পুলিশ দের সেষ জীবন ভয়াবহ ,বোন যদি পার ও, নিজের জীবন টা নতুন করে বাঁচতে শিখ ও।আল্লাহ তোমার সাথেই থাকবেন।
পুলিশ বাহিনী বিলুপ্ত করে দিতে হবে
আপনার হ্যাজভ্যানট কই থাকেন এর ঠিকানা নিয়া এদের নামে একটা অভিযোগ বা মামলা দায়ার করে দেন নাড়ী শিশু এবং নির্যাতন মামলা াড়ী শিশু আদালতে গিয়া তাহলে সব কিছু ঠিক হইয়া যাবে ইনশাআল্লাহ ।
বর্তমানে পুলিশের যে অবস্থা ভৌত ফেলতেই পারবো না কারণ বাড়তি ইনকাম নাই কি করব মহাবিপদ পুলিশের জন্য
আপনি এই মুহুর্তে কোন বন্ধু বিশেষ করে পুরুষ লোক বন্ধু হয়না। আপনি ভালো মানুষিকতার মহিলা হলে মনে মনে পুরুষ Avoid করে চলেন।
কাজের স্বার্থে যত কথা থাকে বলেন। কিন্তু কোন প্রকার বন্ধু বা অন্য চিন্তা করলে ফাঁদে পড়তে পারেন।সাথে মেয়ে আছে আম,ছালা সম্মান সব যাবে।
আপনার মত অনেকে আছে।আপনি এরকম একা নন।
সতিত্ব জন্য আল্লাহ অনেক বরকতময় পথ দেখান।নামাজ পড়েন,নিজের কাছে নিজেকে পবিএ রাখবেন
১০০%
তওবা পড়বেন উপর আল্লাহ ভালো ফয়সালা দিবে।দোয়া ইউনুস পড়বেন।কোন কাজকে ছোট করে দেখবেন না।বাজে লোকের সঙ্গো ত্যাগ করবেন।
আমার সামি আমাকে ছাড়ে চলে গেছে এখন আরেকটা বিয়ে করেছে আমাকে না জানিয়ে এখন আমি কি করবো জানিনা😂😂😂
Apni chole asen amar kace😂
@@rihab_ahmed
*তোসার মতো মানুষ গুলো তো হিজরাদের কেও চাও।*
সত্যিই বলছেন!
মেয়ে টার সাথে যোগাযোগ করতে চাই
বান্ধবী তোর জন্য খুবই খারাপ লাগে, বাট কিছু ই করতে পারলাম না।😢
ওরা তো মানুষ না। ওরা পুলিশ। এটা বিয়ের আগে আপনার ভাবা উচিত ছিল 😂😂
যে পুলিশ নিজের চরিত্র ঠিক রাখতে পারে না সে আবার আর একজনের চরিত্র নিয়ে কথা বলেন কি করে পুলিশ তবে আসলে কি লজ্জাজনক হীন
❤
আমার মনে হয় ঐ মহিলার ঘুরে দাঁড়ানো দরকার। তার স্বাবলম্বী হতে হবে। সে বুটিক জানে। একজন গ্রাজুয়েটও বটে
একটা চাকুরি পেয়েই যাবে। দরকার হলে আমরা যারা স্বাবলম্বী মহিলা আছি তাকে সাহায্য করবো ! আমি তার মোবাইল নাম্বার চাই।