ঘুরে আসুন বালিয়াটি জমিদার বাড়ি থেকে | ১৯ শতকের নির্মিত রাজপ্রাসাদ | Baliati Jomidar Bari - Manikgonj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। বালিয়াটি প্রাসাদ “বালিয়াটি জমিদার বাড়ি” নামে পরিচিত। মানিকগঞ্জ জেলার সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
    জমিদার বাড়ীতে দর্শনীয় স্থান সমূহ গুলো হল:
    ১•বালিয়াটি প্রাসাদ
    ২•গোলাবাড়ি
    ৩•পশ্চিম বাড়ি
    ৪•পূর্ববাড়ি
    অসাধারণ দৃষ্টিনন্দন ইমারত, নির্মাণ কৌশল আর অলংকরণে অপূর্ব দেখতে এই জমিদার বাড়িটি। প্রধান ফটক দিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করলেই চোখে পড়বে প্রশস্ত আঙ্গিনা। এই লাইনে ৪টি ভবন রয়েছে। এছারও অন্দরমহল ও কয়েকটি পুকুর রয়েছে জমিদার বাড়ীর পিছনের দিকে!
    সময়সূচী:
    বালিয়াটি জমিদার বাড়ি খোলা থাকার সময়সূচী শীতকাল এবং গ্রীষ্মকাল এর মধ্যে ১ ঘন্টা ব্যবধান হয়ে থাকে।
    শীতকাল: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
    গ্রীষ্মকাল: সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
    বিরতি: দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত
    শক্রবার: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি
    বন্ধ: রবিবার পূর্ণদিবস ও সোমবার অর্ধদিবসসহ সরকারি ছুটির দিন সহ ঈদের পরের দিন জমিদার বাড়ী বন্ধ থাকে।
    কিভাবে যাবেন
    বাস ভ্রমণ:
    মতিঝিল থেকে: ঢাকার মতিঝিল এলাকায় কাউন্টার থেকে মানিকগঞ্জের উদ্দেশে “মানিকগঞ্জ এসি লিংক লিমিটেড” বাস ছেড়ে যায়।
    গাবতলী বাস টার্মিনাল থেকে: এছাড়া গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচা বা মানিকগঞ্জগামী “এস বি লিংক” বা, যে সব বাস সাটুরিয়া হয়ে যায় সেইসব বাসে করে যেতে পারবেন।
    সাটুরিয়া পার হয়ে মানিকগঞ্জের ৮ কিমি আগেই সাটুরিয়ার জিরো পয়েন্টে নেমে যেতে হবে। বাসের সুপারভাইজারকে বালিয়াটি জমিদার বাড়ির কথা বললেই আপনাকে নামিয়ে দিবে।
    সময়: ২ ঘন্টা থেকে ২:৩০ মিনিট (প্রায়)
    ভাড়া: ৩৫ থেকে ৪০ টাকা; (এস বি লিংক: ৮৫ টাকা - সাটুরিয়ার জিরো পয়েন্ট) - ২০২০
    জিরো পয়েন্ট থেকে বালিয়াটি জমিদার বাড়ির দূরত্ব প্রায় ১ কিলোমিটার। আপনি ইজিবাইক বা সিএনজিতে ২০ থেকে ৩০ টাকা ভাড়া দিয়েই যেতে পারবেন। এছাড়া সাটুরিয়া বাস স্ট্যান্ডে নেমেও সিএনজি/ইজিবাইক দিয়ে যেতে পারবেন তবে ভাড়া নিবে ৫০থেকে ৬০ টাকা।
    উত্তরা থেকে: ঢাকার উত্তরা থেকে যেতে চাইলে আপনি আব্দুল্লাপুর হয়ে নবীনগর যাবেন। স্মৃতিসৌধের সামনে থেকে সাটুরিয়া যাবার বাস পাবেন।
    ভাড়া: ৪০ থেকে ৫০ টাকা
    মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জ থেকে শুভযাত্রা, পল্লীসেবা, শুকতারা ইত্যাদি বাসে চড়ে যেতে পারেন।
    ভাড়া: ২০ টাকা
    টিকেট মূল্যঃ
    জমিদার বাড়িতে দেশি দর্শনার্থীদের জন্য প্রবেশের জনপ্রতি টিকেট মূল্য ২০ টাকা। বিদেশি দর্শনার্থীদের টিকেট মূল্য ২০০ টাকা, সার্কভুক্ত দর্শনার্থী টিকেট মূল্য ১০০ টাকা করে।
    দেশি দর্শনার্থী: ২০ টাকা
    বিদেশি দর্শনার্থী: ২০০ টাকা
    সার্কভুক্ত দর্শনার্থী: ১০০ টাকা
    কোথায় থাকবেনঃ
    জমিদার বাড়ী ভ্রমণে গিয়ে থাকার জন্য অনেক হোটেল রয়েছে। তবে সে জন্য আপনাকে মানিকগঞ্জ যেতে হবে। মানিকগঞ্জে থাকার জন্য অনেক গুলো হোটেল ও গেস্টহাউজ রয়েছে।
    ১। মানিকগঞ্জ রেসিডেনসিয়াল বোর্ডিং (বেসরকারি)
    ২০৮, শহীদ রফিক সড়ক, মানিকগঞ্জ, বাংলাদেশ;
    এখানে ১৬টি সিঙ্গেল এবং ১০টি ডবল কক্ষ রয়েছে।
    ফোন: ০৬৫১-৬১৩৫৯
    ২। নবীন রেসিডেনসিয়াল বোর্ডিং (বেসরকারি)
    মানিকগঞ্জ বাসস্ট্যান্ড (নবীন সিনেমা হলের পাশে), মানিকগঞ্জ, বাংলাদেশ;
    এখানে ১৫টি সিঙ্গেল এবং ৭টি ডবল কক্ষ রয়েছে।
    ফোন: ০১৭১২৬১১৪৫২
    ৩। জেলা পরিষদ বোর্ড হাউজ (সরকারি)
    শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের পাশে, মানিকগঞ্জ, বাংলাদেশ;
    ফোন: ০৬৫১-৬১৪৬৩
    বিখ্যাত খাবারঃ
    মানিকগঞ্জ জেলার বিখ্যাত খাবার: খেজুর গুড়।
    এছাড়া বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত খাবারের তালিকা দেখে নিতে পারেন। ভ্রমণে গিয়ে সে স্থানের বিখ্যাত খাবার খেয়ে আসতে ভুলবেন না।
    #বালিয়াটিজমিদারবাড়ি #BaliatiJomidarbari #SaturiaManikgonj #সাটুরিয়ামানিকগঞ্জ
    এই ভ্লগে যা যা রয়েছেঃ
    প্রধান ফটক - (0:06)
    অন্দরমহল - (0:39)
    ত্রিতল অন্দরমহল ভবন - (0:56)
    পুকুরপাড়, ৭ ঘাট বিশিষ্ট - (1:24)
    জমিদারদের ব্যবহৃত কুয়া - (3:51)
    নাট্যমঞ্চ - (4:44)
    প্রাসাদের দোতালায় উঠার সিড়ি - (5:28)
    জমিদার বাড়ির বাহিরের দৃশ্য, মেইন গেইটের সামনে থেকে - (6:03)
    Music Credit :
    Erik Lund - Tokyo Sunset Link: • Video
    -
    Music Pear Story tunetank.com/t....
    ignore this tag :
    বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ , Baliati Jomidar Bari,
    বালিয়াটি জমিদার বাড়ি সাটুরিয়া মানিকগঞ্জ, Baliati Jomidar Bari Saturia Manikgonj, বালিয়াটি জমিদার বাড়ি কিভাবে যাবো, বালিয়াটি জমিদার বাড়ির ইতিহাস, বালিয়াটি জমিদার বাড়ির লোকেশান, কালামপুর মানিকগঞ্জ, সাটুরিয়া - পাটুরিয়া মানিকগঞ্জ, কিভাবে বালিয়াটি জমিদার বাড়ি যাবো, কম খরচে বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমন, kom khoroche, kom budget tour, dhaka Sonargaon panam city, panam jadughor, manikgonj, manikgonj travel vlog, trending bd, trending, বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ,বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ, Baliati jomidar bari manikgonj, baliati jomidar bari manikgonj, mohera jomidar bari, মহেরা জমিদার বাড়ি, সোনারগাঁও পানামসিটি, সোনারগাঁও জাদুঘর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বাংলাদেশের সংস্কৃতি, জমিদার বাড়ি, Baliati Palace, mohera palace, মহেরা জমিদার বাড়ি, সোনারগাও জাদুঘর, ধামরাই, মানিকগঞ্জ জেলা, জমিদার বাড়ি, মানিকগঞ্জ, বাংলাদেশের পুরনো নিদর্শন, সাটুরিয়া উপজেলা, পাটুরিয়া, পাটুরিয়া ফেরিঘাট,
    #trending
    #travelvlog
    #trendingbd
    #bangladesh
    #trending

ความคิดเห็น • 28

  • @AhilAhsan
    @AhilAhsan  23 วันที่ผ่านมา

    প্রাসাদ*

  • @mdruhulaminislam5014
    @mdruhulaminislam5014 3 ปีที่แล้ว +1

    onk sundor jayga..amrao jabo ghurte.inshallah

  • @Ruhul41705
    @Ruhul41705 3 ปีที่แล้ว +1

    nice voice,carry on

  • @mahedihasan-gf2oq
    @mahedihasan-gf2oq 3 ปีที่แล้ว +1

    Good job

    • @AhilAhsan
      @AhilAhsan  3 ปีที่แล้ว

      Thank you bro ❤️

  • @mahmudulhasanmamun6687
    @mahmudulhasanmamun6687 3 ปีที่แล้ว +1

    Carry-on bro. Nice video

    • @AhilAhsan
      @AhilAhsan  3 ปีที่แล้ว

      Thank you so much brother, stay connected 💖

  • @zineyatabassum6985
    @zineyatabassum6985 3 ปีที่แล้ว +1

    Nice place to visit 😍

    • @AhilAhsan
      @AhilAhsan  3 ปีที่แล้ว

      Yes It’s a Magnificent place also in live to watch & see 💙 !

  • @mdataullha9326
    @mdataullha9326 2 ปีที่แล้ว

    Magnificent palace

  • @nazmulhassan6474
    @nazmulhassan6474 3 ปีที่แล้ว +1

    ভিডিও টি অনেক ভাল হয়ছে।

    • @AhilAhsan
      @AhilAhsan  3 ปีที่แล้ว

      @Nazmul_Hassan Thank you brother, stay connected ❤️

  • @Faysal_kabir
    @Faysal_kabir 3 ปีที่แล้ว

    shera hoise

  • @SadiaAfrinShefa
    @SadiaAfrinShefa 3 ปีที่แล้ว +1

    Good job ❤️

  • @mehedihassan1977
    @mehedihassan1977 3 ปีที่แล้ว +1

    WOW, Incredible Bro...Carry On❤️

    • @AhilAhsan
      @AhilAhsan  3 ปีที่แล้ว +1

      Stay connected 💙

  • @bloggingbysweety6832
    @bloggingbysweety6832 3 ปีที่แล้ว

    Valoi hoise.ami giyesilam..amar bari baliya

  • @yasminbegum9874
    @yasminbegum9874 2 ปีที่แล้ว

    Nice location & Awesome presentation

    • @AhilAhsan
      @AhilAhsan  2 ปีที่แล้ว

      Thanks a lot ❤️
      Do subscribe & stay connected

  • @faridahamedjoy9
    @faridahamedjoy9 2 ปีที่แล้ว

    Carry on mama😍

  • @N2k-GAMING07
    @N2k-GAMING07 3 ปีที่แล้ว +1

    Super dear bro carry on and I hope you will success one day . 🥀🥰🤟

    • @AhilAhsan
      @AhilAhsan  3 ปีที่แล้ว

      Means a lot to me,
      thank you so much brother! For your compliments. 💖

    • @N2k-GAMING07
      @N2k-GAMING07 3 ปีที่แล้ว

      @@AhilAhsan bro fb id ar link ta dio 🙂

    • @AhilAhsan
      @AhilAhsan  3 ปีที่แล้ว

      Account right now deactivated,
      ' Ahil Ahsan Shupto ' fb account !

  • @HAASITV
    @HAASITV 3 ปีที่แล้ว

    আপনার ভিডিও ঠিক আছে। তবে বেশি করে ভিডিও দিতে হবে। তাহলে দেখবেন অল্পদিনেই চ্যানেল রান করবে আর ভিউ বাড়বে। ভাই সাথে আছি।

  • @jewelahmed7677
    @jewelahmed7677 2 ปีที่แล้ว

    কত খরচ পরবে?