Rojoni Hoisna (রজনী হইসনা অবসান) | Bari Siddiqui (বারী সিদ্দিকী) | Dhaka International FolkFest 2015

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • #FolkFest #DIFF2015 #BariSiddiqui #Bangladesh
    সংগীতের বরপুত্র বারী সিদ্দিকীর সংগীতের জগতে পদার্পন খুব অল্প বয়সে। বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা সংগীতজ্ঞদের কাছে তালিম নেওয়ার সৌভাগ্য অর্জন করেন তিনি। তাঁর সংগীতের ক্যারিয়ার শুরু হয় ১৯৮৫ সালে, বাংলাদেশ টেলিভিশনে গান গাওয়ার মাধ্যমে। কিন্তু তাঁকে দেশজুড়ে খ্যাতি এনে দেয় হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিনে’ চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘শুয়াচান পাখি’ প্রভৃতি গান তুমুল জনপ্রিয় হয়, বারী সিদ্দিকীও দেশের আপামর শ্রোতাদের কাছে পান গ্রহণযোগ্যতা। লোকগানের এই কিংবদন্তী বাংলা লোকগানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাউল রিসার্চ সেন্টার ‘বাউল বাড়ি’ প্রতিষ্ঠা করেন। বারী সিদ্দিকীর অকালপ্রয়াণ স্তম্ভিত করেছিল বাংলাদেশের সংগীতপ্রেমীদের। তিনি তাঁর সৃষ্টি দিয়ে সমৃদ্ধ করেছেন বাংলা লোকসংগীতকে।
    সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ লোকসংগীতের এক মিলনমেলা। এ উৎসবে বিশ্বের নানা প্রান্তের লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় অসাধারণ সব লোকগান শোনার সুযোগ পায় বাংলাদেশের মানুষ।
    The musical legend Bari Siddiqui mastered his musical skills under the guidance of some of the finest musical gurus in Bangladesh and India. Siddiqui kicked off his career by joining Bangladesh Television in 1985. However, Siddiqui got his first breakthrough with his songs in Humayun Ahmed’s 1999 film “Shraban Megher Dine.” The songs in the film like “Amar Gaye Joto Dukkho Shoy” and “Showa Chan Pakhi” introduced Siddiqui to broader audiences. The folk maestro voiced around 160 tracks throughout his career. In order to ensure the continuance of the Baul tradition of music and culture to younger generations, Siddiqui established a Baul research centre, “Baul Bari,” near his village. He left us with the everlasting gift of the new dimension in Bangla song he created. For his contributions to spiritually enriched folk music, Bari Siddiqui will live among us forever.
    An initiative of Sun Foundation; ‘Dhaka International FolkFest’ is a celebration of sheer musical brilliance where myriads of folk artistes from home and abroad perform on a single platform.
    Find us on:
    Facebook: / dhakainternationalfolk...
    Instagram: / dhaka.international.fo...
    Web: www.dhakainter...

ความคิดเห็น • 408

  • @sagormahmud8704
    @sagormahmud8704 3 ปีที่แล้ว +293

    আমি ২০২১ সালে এসে গানটা শুনছি...কমেন্টটা রেখে যাচ্ছি ২০৫০ সালের জন্য...তখনও বারী সিদ্দিকি হাজারো ভক্তের হৃদয়ে থাকবে...লাভ ইউ গুরু...❤️💔🖤🥀

    • @motalebhossain6818
      @motalebhossain6818 3 ปีที่แล้ว +11

      আমিও সাক্ষী থাকলাম

    • @roshikferiwala
      @roshikferiwala 3 ปีที่แล้ว +1

      correct

    • @mahbubdener3206
      @mahbubdener3206 2 ปีที่แล้ว +5

      সহমত ভাই

    • @hasanfahad6198
      @hasanfahad6198 2 ปีที่แล้ว

      LLlkklo

    • @md.uzzalmiauzzal1375
      @md.uzzalmiauzzal1375 2 ปีที่แล้ว +3

      আমিও ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @SportsHunterBangladesh
    @SportsHunterBangladesh 3 ปีที่แล้ว +104

    ২০১৫ সালের ফোক ফেস্টের এই রাতে সশরীরে
    উপস্থিত ছিলাম।এই গানে যে স্টেডিয়ামের কত লোক স্তব্ধ হয়ে গিয়েছিলো কেউ বিশ্বাস করবে না। শেষের বাশিঁর ঝংকারে অনেকেই কেঁদেই দিয়েছিলো।গাড়ি না পেয়ে আর্মি স্টেডিয়াম থেকে খিলক্ষেত লেকসিটি পর্যন্ত হেঁটে আসতে হয়েছিলো!!!শত শত বছর বেঁচে থাকবে এই গান।

    • @avijitsir2503
      @avijitsir2503 ปีที่แล้ว +4

      আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি ৷ বাপরে বাপ ৷ কলিজা ছেঁড়া গান ও বাঁশী ৷

    • @user-anamul1994
      @user-anamul1994 ปีที่แล้ว +2

      ভাই আমি মালয়েশিয়া থাকি তার গান গুলো শুনে খুব কাদি একা একা

    • @user-if2xr5kp8b
      @user-if2xr5kp8b 11 หลายเดือนก่อน

      ​@@avijitsir2503😢 😊 my qon it

  • @samsupopi7829
    @samsupopi7829 ปีที่แล้ว +16

    অ মাইক বারী আংকেলের আমার আব্বুর সাথে একটা সু সম্পর্ক ছিল আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক।।।।

  • @Unknown__Wizard
    @Unknown__Wizard 3 ปีที่แล้ว +21

    আহা, আমাদের একজন বারী সিদ্দিকী ছিলো। পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েরা এই গানগুলো শুনে আফসোস করবে কেন তারা আরো আগে এই পৃথিবীতে আসলো না। 😢😢

  • @imranabdullah7421
    @imranabdullah7421 4 ปีที่แล้ว +73

    আহারে! পাখিটা আর গায় না।
    আপনি বেঁচে থাকবেন আজীবন লোক গানের মাঝে।

  • @nilavosarkar6199
    @nilavosarkar6199 2 ปีที่แล้ว +14

    শত শত অবক্ষয় এর পরেও....... যদি কিছুর সত্যিই অস্তিত্ব থেকে থাকে তা হল এই কন্ঠ....এই সুর......এই কথা.....এই গান....এই উপলব্ধি.....এই অমরত্ব ।।

  • @JahidHasan-xd2xk
    @JahidHasan-xd2xk 3 ปีที่แล้ว +81

    পৃথিবীতে বারী সিদ্দিকীদের আগমন একবারই ঘটে, যেখানেই থাকুন ভালো থাকুন!! 🌺

    • @introspection.
      @introspection. 3 ปีที่แล้ว +4

      চিরন্তন সত্য

    • @JahidHasan-xd2xk
      @JahidHasan-xd2xk 3 ปีที่แล้ว +1

      @@introspection. ধন্যবাদ।

    • @rakibhasan4200
      @rakibhasan4200 3 ปีที่แล้ว

      @@introspection.দদদদ

    • @rakibhasan4200
      @rakibhasan4200 3 ปีที่แล้ว

      @@introspection. দ

    • @mirhasan6093
      @mirhasan6093 2 ปีที่แล้ว

      আমাদের নেত্র গর্ব

  • @tanmaymistri656
    @tanmaymistri656 3 ปีที่แล้ว +28

    চোখে জল এসে গেল, অসাধারণ।
    প্রেমময় করুন উপস্থাপনা।
    প্রণাম আপনাকে 🙏🏻
    ভারতে এমন ভাব খুঁজে পাওয়া সত্যি দুষ্প্রাপ্য।🙏🏻🙏🏻❤️

    • @introspection.
      @introspection. 3 ปีที่แล้ว

      😭😭😭😭

    • @jamiulislam5089
      @jamiulislam5089 3 ปีที่แล้ว

      বারী সিদ্দিকী বাশি শিখেছেন ভারতের পুনে থেকে। উস্তাদ হরিপ্রসাদ চৌরাশিয়ার দ্বারা প্রভাবিত হয়েছিলেন।

    • @subratapaul9995
      @subratapaul9995 2 ปีที่แล้ว

      Khub valo laglo

    • @naturaltvbiswas6328
      @naturaltvbiswas6328 11 หลายเดือนก่อน

      ❤❤ভাো

  • @asadripon6877
    @asadripon6877 3 ปีที่แล้ว +22

    ব্যাতিক্রম ধরনের অনন্য কন্ঠের মানুষটির জান্নাত কামনা করি।

  • @supanthadewanjee339
    @supanthadewanjee339 4 ปีที่แล้ว +55

    রজনী হইস না অবসান
    আজ নিশিতে আসতে পারে
    বন্ধু কালাচাঁন।।
    কত নিশি পোহাইলো
    মনের আশা মনে রইলোরে।
    কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান।।
    বাসর সাজাই আসার আশে
    আসবে বন্ধু নিশি শেষে
    দারুন পিরিতের বিষে ধরিল উজান।।
    মেঘে ঢাকা আঁধার রাতে
    কেমনে থাকি একা ঘরে
    সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান।।

    • @shonkosharker4593
      @shonkosharker4593 4 ปีที่แล้ว

      Very Good

    • @mdhasanalli4221
      @mdhasanalli4221 4 ปีที่แล้ว

      nice

    • @mhmihad8948
      @mhmihad8948 3 ปีที่แล้ว

      ও রজনী হইসনা অবশান
      আজ নীশিতি আসতে পারে আমার বন্ধু কালাচান।।
      কত নিশী পোহাইলো মনের আশা মনে রইলো রে...
      কেন বন্ধু আসিলনা জুরায়না পরান
      আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচান।।।
      বাশর সাজাই আশার আশে, আসবে বন্ধু নিশির শেষেরে, দারুন পিরিতের ও বীশে ধরিলো উজান।।।
      মেঘে ডাগা আধার রাত্রে কেম্নে থাকি একা ঘরে রে,,
      সাধক চান মিয়া কয় কান্তে কান্তে হইলাম পেরেশান
      আজ নিশী তে আসতে পারে আমার বন্ধু কালাচান।।

    • @khairulhdmedia889
      @khairulhdmedia889 3 ปีที่แล้ว +1

      ধন্যবাদ ভাই। গানটি লিখে দেওয়ার জন্য।
      গানটি বেদ রহস্যময়। ঐ লাইনের লোক ব্যাতীত কেউ বুঝবে না এ গান।

    • @isratjahansumona5500
      @isratjahansumona5500 11 หลายเดือนก่อน

      এই গানটা শুনলে কীভাবে যে চোখের কোণে পানি জমে! কী সুর 🙏

  • @khanrony6695
    @khanrony6695 3 ปีที่แล้ว +83

    বহু বছর পর কোন এক প্রজন্ম গান গুলো শুনে প্রেম এ পড়বে।

  • @tomiamargolpojore1368
    @tomiamargolpojore1368 3 ปีที่แล้ว +17

    আমি খুব ছোট বেলা থেকেই
    বারী সিদ্দিকী স্যারের গান শুনি আমি তার ভক্ত হিসেবে খুবই নগন্ন
    মহান আল্লাহর কাছে প্রার্থনা করি🤲যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে....

  • @gogiapu1321
    @gogiapu1321 4 ปีที่แล้ว +31

    সংগীতের মহারথী,,, বাঁশির সুর গায়কী সব মিলিয়ে একাকার,,, আজীবন বেঁচে থাকুক লোকগান প্রেমীদের হৃদয়ে,,,, ❤❤❤

  • @mdkhalidsaifullah8473
    @mdkhalidsaifullah8473 ปีที่แล้ว +7

    বাঁশিওয়ালা আর গানের ফেরিওয়ালার কম্বিনেশনের আরেক বারি সিদ্দিকীর জন্য শতাব্দী পর শতাব্দী অপেক্ষা করতে হবে। গুরু কমেন্ট রেখে গেলাম।❤❤❤

  • @rafiqurrahman5935
    @rafiqurrahman5935 10 หลายเดือนก่อน +3

    আহা, আমাদের একজন বারী সিদ্দিকী ছিলো। পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েরা এই গানগুলো শুনে আফসোস করবে কেন তারা আরো আগে এই পৃথিবীতে আসলো না।

  • @abirhasan5864
    @abirhasan5864 3 ปีที่แล้ว +7

    এ দেশের এক অনন্য উজ্জল নক্ষত্র আমাদের বারী সিদ্দিকী স্যার।
    বিরল প্রতিভাবান ছিলো তিনি।

  • @nasimbhuiyan2927
    @nasimbhuiyan2927 3 ปีที่แล้ว +6

    এই ২০২১ সালের ১লা জুলাই আমার কমেন্টটা রেখে যাচ্ছি। আমার আজকের ফিলিংসটা দয়ালের দরবারে কবুল হোক।হে দয়াল আমার প্রেম বাড়িয়ে দাও,এই প্রেম আর দরদ মাখা কন্ঠে গান শুনলে মনের প্রেমের আগুন জ্বলে উঠে।
    ❤️❤️❤️❤️

  • @alamsohel7493
    @alamsohel7493 3 ปีที่แล้ว +8

    বারী সিদ্দিকী এ ভবে একবার ই আসেন। তার তুলনা তিনিই ।ভালো থাকুন।

  • @palashsiddiqui4822
    @palashsiddiqui4822 3 ปีที่แล้ว +6

    এমন দরদী শিল্পী খুব দ্রুতই হারিয়ে গেল।

  • @abirhasan9038
    @abirhasan9038 2 ปีที่แล้ว +3

    আহারে গুরু বারী সিদ্দিকী।
    গান যে মানুষের আত্মার খোরাক মিটায় তা বারী সিদ্দিকী প্রমান করেছে।।লাভ ইউ গুরু

  • @sanchitamajumder3421
    @sanchitamajumder3421 4 ปีที่แล้ว +22

    আজও নিশী রাতে আপনার বাঁশীর অপেক্ষায় থাকি😢😢
    রজনী হইসনা অবসান😢😢😢
    আমার গুরুদেব আসবে😢😢
    আমার কালাচাঁন আসবে😢😢

    • @alsazid546
      @alsazid546 ปีที่แล้ว

      কে আপনার গুরু দেব

  • @md.mansurulalamdidar4821
    @md.mansurulalamdidar4821 3 ปีที่แล้ว +10

    আমাদের একজন বারী সিদ্দিকী ছিলো😰😰

  • @smforhadahmed4682
    @smforhadahmed4682 2 ปีที่แล้ว +4

    আজ থেকে ২০বছর পরেও,এই গানটা যখন শুনবো।
    সেই সময়ের জন্য কমেন্ট টা রেখে দিলাম।

  • @user-pg2si7wg5h
    @user-pg2si7wg5h 17 ชั่วโมงที่ผ่านมา

    আজ এই গান শুনে মনে হলো বারী সিদ্দিকি এখন গানের মাঝে বেঁচে আছে।

  • @mdlabaminulislamtiapuri152
    @mdlabaminulislamtiapuri152 หลายเดือนก่อน +1

    বারী স্যারকে আমরা দেখছি,,,এটা আমাদের সৌভাগ্য

  • @MuktaBabu-gw5zk
    @MuktaBabu-gw5zk 5 หลายเดือนก่อน +3

    কষ্টের দিনে গান তুমি সাথে ছিলে।২০২৪ এ এসেও শুনছি।আগামিতেও শুনব।ও রজনী তুমি কোন দিন পুরাতন হবে না।

  • @kumarpranto9820
    @kumarpranto9820 3 ปีที่แล้ว +5

    যুগ যুগ বেঁচে থাকবেন লিজেন্ড বারি সিদ্দিকী স্যার। শ্রদ্ধা...

  • @user-db2ep1qy2t
    @user-db2ep1qy2t 11 หลายเดือนก่อน +2

    একদিন ক্রিকেট খেলার সময় বলছিলো বারী সিদ্দিক মারা গেছে,চিনতাম না তখন,বয়স বাড়ল,কস্ট বুঝলাম,এই লিজেন্ডকেও চিনলাম।আমার দুর্ভাগ্য আমি উনাকে দেখতে পারি নাই,ছোট ছিলাম বলে।উনার গান/বাশি শুনলে নিজেকে কন্টোল করতে পারি না।এখন ২০২৩ সাল ২৩০০ সাল পযন্তও উনার আগের প্রতি আমার টান থাকবে💜

    • @golammostofa9255
      @golammostofa9255 5 หลายเดือนก่อน

      তার মানে বর্তমানে রুচিহীন জেনারেশনের মাঝেও আপনি অত্যন্ত রুচিশীল।

  • @ahammedshakil5703
    @ahammedshakil5703 2 ปีที่แล้ว +3

    অসাধারণ প্রিয় আমার এই গান টা। বারী সিদ্দিক স্যারকে আল্লাহ বেহেস্ত নসিব করুক।আমিন.। ১০০ বছর পরেও বারী সিদ্দিক থাকবে হাজারো ভক্তের হ্রদয় মঞ্জিল এ।❤️❤️❤️

  • @mdrashidulislam1338
    @mdrashidulislam1338 2 ปีที่แล้ว +4

    গান টার মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে,অসাধারণ, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক,বারি- স্যার।

  • @ZarifaZia
    @ZarifaZia 2 หลายเดือนก่อน +6

    কমেন্ট করে গেলাম ৫০ বছর পরেও গানটা শুনবে আমার কমেন্ট টা পরবে

  • @uttamdeb7625
    @uttamdeb7625 ปีที่แล้ว +1

    আহা কি অসাধারণ বাঁশির সুর,কি অসাধারণ গানের কথা,কি অসাধারণ গায়কি ঢং কি অমায়িক সুর! বারী সিদ্দিকি একজনই হয়! আমরা ভাগ্যবান আমাদের একজন বারী সিদ্দিকি ছিলো! ২০২৩ সালে এসে ভবিষ্যত প্রজন্মের জন্য কমেন্টস টা রেখে গেলাম❤❤❤

    • @MdRobiul-lv4og
      @MdRobiul-lv4og 9 หลายเดือนก่อน

      পারাপারে ভালো থাকবেন। আজীবন স্বরণীয় হয়ে থাকবেন আপনার এই কালজয়ী গানগুলোর জন্য।

  • @sheikh_rana
    @sheikh_rana 2 หลายเดือนก่อน +1

    সিদ্দিকী একবারই আসে 😢। আমরা এমন বারি সিদ্দিকী আর পাব না 😢।

  • @shahanazshahanaz5326
    @shahanazshahanaz5326 ปีที่แล้ว +1

    হে গানের পাখি" আপনি আর কোনদিন ফিরে আসবেন না আমাদের মাঝে। কতদিন কতরাত চোখের পানিতে বুক ভাসাইছি এই গান গুলো শুনে। এখনও কাদিঁ! যখন কষ্টগুলো ভারি হয়ে ওঠে তখন প্রান ভরে শুনি।

  • @mamunsarkarsarkar9384
    @mamunsarkarsarkar9384 10 หลายเดือนก่อน +1

    বারী সিদ্দিকী স্যার একজন ই ছিল আছে
    থাকবে কোটি মানুষের মনের মনি কোঠায়
    যেখানে আছেন ভালো থাকবেন।

  • @user-si1td6fs5r
    @user-si1td6fs5r หลายเดือนก่อน

    যখনি মন খারাপ থাকে তখনি বসে বসে বারিক সিদ্দিক এর বাশির সুর গুলো শুনি

  • @jowaddernoion4833
    @jowaddernoion4833 4 ปีที่แล้ว +10

    বাশি শূরে পাগল করেছেন সবার প্রান❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-cu9jy5rr8o
    @user-cu9jy5rr8o 6 หลายเดือนก่อน +1

    ২০২১ সালে গানটা শুনেছি। এখন ২০২৪ সাল এখনো গানটা মন ছুঁয়ে যায়।২০৩০ সালেও প্রিয় শিল্পী বারী সিদ্দিকীর গানটি আমার মত মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে হাজার হাজার দর্শক। ❤❤❤

  • @gmjakariaislam281
    @gmjakariaislam281 11 หลายเดือนก่อน +6

    2023 এ আইশা কে কে গবির রাতে কানে হেডফোন দিয়ে শুনে চোখের পানি জরাচ্ছেন

  • @ArifulIslam-bs6ih
    @ArifulIslam-bs6ih 2 ปีที่แล้ว +2

    আমি ২০২২ সালে এসে গানটা শুনছি...কমেন্টটা রেখে গেলাম ২০৭০ সালের জন্য...তখনও বারী সিদ্দিকি হাজার ভক্তের রিদয়ে থাকবে।

  • @mdkazi5390
    @mdkazi5390 3 ปีที่แล้ว +4

    বারী সিদ্দিকী চলে গেছে রয়ে গেছে তার কর্ম তার কিছু গান অসাধারণ প্রতিভা অসাধারণ পরিবেশনা

  • @ahesanulhaque5061
    @ahesanulhaque5061 2 ปีที่แล้ว +1

    এতো আবেগ ও অনুভূতি দিয়ে চমৎকার ভাবে এই গানটি কখনো কোথাও গাওয়া হয়নি

  • @samiulislam-is9wy
    @samiulislam-is9wy ปีที่แล้ว +2

    গানের শেষের বাশির ঝংকার টা কলিজা ধরে টান দিলো,,,, ❤❤❤❤❤

  • @sujonhowlader1795
    @sujonhowlader1795 3 ปีที่แล้ว +3

    kotobar je kedeci ei gan ta sune hosab ni... 2may khub balobasi re pagli..

  • @alamchowdhury3568
    @alamchowdhury3568 7 หลายเดือนก่อน

    এশিয়া মহাদেশের একজন অসাধারণ, আল্লাহ প্রদত্ত আধ্যাত্বিক গবেষক,ও গান লেখক এবং সুর ও কন্ঠশিল্পী আর এই জগতে জন্ম হবেনা,,,,আমি ২০২৪ সালে বলে গেলাম

  • @user-wn7tr9of3n
    @user-wn7tr9of3n ปีที่แล้ว +1

    কতবার যে এই গান টা শুনছি তার হিসাব নাই,,,,,ভালো থাকুক প্রিয় মানুষ গুলো।।

  • @KamrulHasan-jp7rh
    @KamrulHasan-jp7rh ปีที่แล้ว +2

    বারী সিদ্দিকীরা চীর অমর❤️

  • @imaginediscovertv819
    @imaginediscovertv819 3 ปีที่แล้ว +6

    আমার পছন্দের এক জন মানুষ। তার কথা খুব মনে পড়ে 😔😔

  • @mdmorsed7866
    @mdmorsed7866 ปีที่แล้ว +2

    গুরু আপনার রেখে যাওয়া স্মৃতি এবং সুর আমার অন্তরের ভিতর গেঁথে রেখেছি🙏🙏🙏

  • @mrezamreza8670
    @mrezamreza8670 3 ปีที่แล้ว +3

    বাঁশির সুর টা একদম কলিজায় লাগে

  • @mdbillalhosainrabby50
    @mdbillalhosainrabby50 2 ปีที่แล้ว +5

    ২০২২ সালে,স্যার কে শ্রদ্ধার সাথে স্বরণ করছি🙏❤️

  • @md.iqbalhossanemam1987
    @md.iqbalhossanemam1987 10 หลายเดือนก่อน +3

    কি সুন্দর কন্ঠ,কি সুন্দর বাঁশির শুর,,,,,,,,,,

  • @radhatube5560
    @radhatube5560 11 หลายเดือนก่อน +1

    আমাদের কিশোর কুমারের একটা গান আছে ।চিঙ্গারি কই তারপে এই গানটা একই রাগে পরিবেশিত। উনার বাঁশির পাঠটা কিশোর কুমারের বাঁশির পাটের সাথে মিলছে । মনে হয় ফলো করেছে। ওই জন্য বাঁশি পাঠটা সুন্দর লাগছে।

    • @nomanabdullah5547
      @nomanabdullah5547 9 หลายเดือนก่อน

      eta kon raag e bajano ektu bolte parben?

  • @kazinamwar5435
    @kazinamwar5435 3 หลายเดือนก่อน

    ২০১৫ সালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অসাধারণ এক অনুভূতি। মাঠ ভর্তি দর্শক। আল্লাহ তায়াল উনার দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে বেহেশত নসিব করুন।

  • @rjkausar9450
    @rjkausar9450 2 ปีที่แล้ว +3

    গানের কথা আর বাঁশির শুর মন মুগ্ধ কর🌺
    ২০৯০ সাল পরেও গান পেমে পরবে সবাই 🌺

  • @MareyaYT
    @MareyaYT 7 หลายเดือนก่อน

    হয়তো আমি থাকবো না, থেকে যাবে এই গান পরবর্তী প্রজন্মের জন্য এই কমেন্ট টা রেখে গেলাম। বিদায় হে রজনী 😢

  • @user-zv6zo4qe8o
    @user-zv6zo4qe8o 5 หลายเดือนก่อน +1

    এই গান টা জতো বারিই শুনি,,ততো বারিই ভালো লাগে।।

  • @user-nh2xh4yr2s
    @user-nh2xh4yr2s 8 หลายเดือนก่อน

    আজ যখন তার আমরা এই গানটা শুনছি তখন তিনি আমাদের মাঝে নেই😭😭😭তবে তার এই গান মানুষের মনে হাজারো বছর বেচে থাকবে ❤️💜❤️💜❤️💜❤️💜❤️

  • @muminulislam7238
    @muminulislam7238 3 ปีที่แล้ว +2

    আহ্ হৃদয় জুড়িয়ে যাওয়া আমার প্রিয় শিল্পীর গান,,,,,,,

  • @SelimReza-hc3zg
    @SelimReza-hc3zg ปีที่แล้ว +2

    তখন ক্লাস ৫ পড়ি, প্রথম ওয়াক ম্যান কিনেছিলাম ব্যাটারি চালিত, তখন একটা এলবাম কিনি ১২ টাকা দিয়া মাটির দেহ, সেই থেকে শুরু আজ অব্দি।

  • @SubolKantiDey
    @SubolKantiDey หลายเดือนก่อน

    বারী সিদ্দিকীর মৃত্যু নাই। অমর হয়ে থাকবেন।

  • @haorvoice
    @haorvoice 3 หลายเดือนก่อน

    ২০৫০ সালে জানিনা কি ধরনের গান সৃজন হবে তবে নতুন প্রজন্মকে বলব তোমরা অতীতের ফোকগানগুলো মন দিয়ে শুনিও, জিবনের মানে খুঁজ পাবে❤❤

  • @user-ev5ds6ml3p
    @user-ev5ds6ml3p 11 หลายเดือนก่อน +1

    আমি জে কত সত বার সুনেছি বলতে পারি না দোয়া আর ভালো বাসা গুরুর জন্য

  • @masudanik8350
    @masudanik8350 2 ปีที่แล้ว +2

    Eikhane ami uposthit chilam.Poshom just dariye giyechilo gan shune.Unar moto shilpi ar asbe na. :-(

  • @azizuldewan1543
    @azizuldewan1543 ปีที่แล้ว

    একদম আগুনের ফুল্কি,
    কি লাইন!! বুক ছিড়ে যেনো লেখা 🖤

  • @Realme-wz8et
    @Realme-wz8et 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤আমি একটা কমেন্ট করে গেলাম আমি মরে যাওয়ার পরেও এই স্মৃতিটা থেকে যাবে

  • @riazahmedrahat5964
    @riazahmedrahat5964 6 หลายเดือนก่อน

    আমার সৌভাগ্য হয়েছিল, বারী স্যারের গান গুলো সরাস‌রি শোনার 😢😢😢😢

  • @mdal-amin2412
    @mdal-amin2412 2 หลายเดือนก่อน

    এই গান অমর হয়ে থাকবে সারাজীবন

  • @sanjidasanju8594
    @sanjidasanju8594 ปีที่แล้ว +1

    Oyhoy....
    Hayyyyyyyy....
    Kuya song hain..meri dil just lut gaya 😊😊😊
    Salam sir jii🎀🖤😊

  • @ETC260
    @ETC260 3 หลายเดือนก่อน

    আহ্ কি সুর
    বারীসিদ্দিকীর পক্ষে বাঁশি কেও কথা বলানো সম্ভব।

  • @mppolash7773
    @mppolash7773 7 หลายเดือนก่อน

    কতবার শুনেছি হাতে গুনে শেষ করতে পারবো না।লাভ ইউ বারী স্যার❤❤❤।।।

  • @priatoshmajumdar5781
    @priatoshmajumdar5781 ปีที่แล้ว +1

    অসাধারণ গায়কী। বারী ভাই উনার গানের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

  • @sayedahmad772
    @sayedahmad772 3 หลายเดือนก่อน +2

    আমি হয়তো একদিন থাকবো না কিন্তু আমার কমেন্ট গুলো থাকবে আর আমার পরের প্রজন্ম আমার কমেন্ট গুলো পড়বে তাই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই হযরত মুহাম্মাদ সাঃ আল্লাহর বান্দা ও রাসূল,,,❤️,,,

  • @mirzashafin1949
    @mirzashafin1949 2 ปีที่แล้ว +2

    Amar sob cheye sera song

  • @mdshomseralipk3173
    @mdshomseralipk3173 ปีที่แล้ว

    সত্যিই অসাধারণ!সত্যিই আমাদের একজন বারী সিদ্দিক ছিলেন!!!

  • @AbbasAli-zm2if
    @AbbasAli-zm2if 2 ปีที่แล้ว

    হে ভবিষ্যৎ প্রজন্ম... এমন একদিন আসবে যা ভাষার পরিবর্তন ঘটবে, পরিবর্তন হবে সমাজ-সংস্কৃতি তখন তোমাদের তখনকার সময়ের সাথে একটু তুলনা করে দেখিও যে আমাদের সময়টার দুরত্ব কোথায়.....কমেন্ট টা রেখে গেলাম তোমাদের জন্য🗿🗿

  • @mdsultanmiyamiya2594
    @mdsultanmiyamiya2594 2 ปีที่แล้ว +1

    আমি এই গানটা ২০০৭ প্রথম সোনেছিলাম

    • @joynalabedin85
      @joynalabedin85 ปีที่แล้ว

      আল্লাহ উনাকে দয়া করে জান্নাতের মোকাম দান করুণ । আমিন ।

  • @tomiamargolpojore1368
    @tomiamargolpojore1368 ปีที่แล้ว +1

    গান গুলো অন্তরে মিশে গেছে প্রতি দিন ই শুনতে আসি ❤

  • @ajantu3701
    @ajantu3701 4 ปีที่แล้ว +6

    😥😥😥😥khub miss kori onake, onar song and onar bashir modhud sur❤❤❤❤❤

  • @baulkafela
    @baulkafela 2 ปีที่แล้ว +1

    দারুন গেয়েছেন বারী সিদ্দিকী।

  • @sayedahmad772
    @sayedahmad772 3 หลายเดือนก่อน

    কত নিশি পোহাইলো
    মনের আশা মনে রইলো
    রজনী হইসনা অবসান
    আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।

  • @mithu6475
    @mithu6475 3 ปีที่แล้ว +1

    আহ! কি শুনলাম বারি সিদ্দিকি, বারি সিদ্দিকি, বারি সিদ্দিকি, বারি সিদ্দিকি💔💔💔💔❣❣❣❣💔💔💔💔💔💔💔💔💔

  • @jilanymedia5274
    @jilanymedia5274 2 ปีที่แล้ว +1

    সত্যি বারী চান পাখি টা আজ ঘুমিয়ে গেছে ডাকলে ও আর উঠবে না😭😭😢

  • @mdshiddik7565
    @mdshiddik7565 2 ปีที่แล้ว

    এক কোটি বছর পরে ও এই গানটি শুনলে পাক্তন এর কথা মনে পরে যাবে বলে মনে হয়

  • @user-nr4xn2vt9w
    @user-nr4xn2vt9w 8 หลายเดือนก่อน

    বারী স্যারের কাছথেকে এমন সুর সোনবো এটাই ত সাবাবিক যেমন উনিত সুরের কারখানা

  • @mjalal9072
    @mjalal9072 3 ปีที่แล้ว +4

    বারি স্যার দুনিয়াতে একবারই এসেছিলেন আমাদের গান গুলো উপহার দিতে।

  • @ganeganesuresure1
    @ganeganesuresure1 หลายเดือนก่อน

    অসাধারণ একটা গান বার বার শুনলেও মন বলে আবার শুনি।❤❤❤

  • @aiubali4471
    @aiubali4471 ปีที่แล้ว

    উনি আমার আইডল হাজার বছরে এমন আর এক জন বারী স্যার আসবেনা

  • @abdurrajjak225
    @abdurrajjak225 2 ปีที่แล้ว

    হায়রে বাংলাদেশ, কি সব অসাধারণ শিল্পী, আর এখন কোন শিল্পী নাই,সব সাংস্কৃতি রাজনীতির বেড়াজালে বন্দী। সাংস্কৃতি নিয়ে আর ভাবার মতো কেউ নাই

  • @user-zg1gi6fs9y
    @user-zg1gi6fs9y 5 หลายเดือนก่อน

    কষ্ট কাকে বলে গানটা না শুনতে বুঝতে পারতাম না 😢

  • @SohelAhmed-ew3kj
    @SohelAhmed-ew3kj 2 ปีที่แล้ว +2

    ২০২২ সালে এসেও কারা কারা এই গানটি ইউটিউব এ সন্ধান করেছেন।💝

  • @akashsky2783
    @akashsky2783 ปีที่แล้ว

    যদি ও আগে তেমন শুনতাম না,তবে এখন প্রতিটা গান ই মনে দাগ লাগায়😍😍😍

  • @youtube360bd
    @youtube360bd 2 วันที่ผ่านมา

    তারিখ:২১_০৮_২০২৪,,টাইম রাত:১১:১০,,কমেন্টটা করে গেলাম।যদি কেউ গানটা শুনতে এসে লাইক দেয় তাহলে আবার গানটা শুনতে আসবো।রারী সিদ্দিকীর স্যারের সব গুলো গান আমার শুনা।আমার অনেক প্রিয় একজন শিল্পী।❤❤

  • @applemahamud2051
    @applemahamud2051 2 ปีที่แล้ว +1

    জীবন টা অনেক ছোট্ট ভালোবাসার জায়গাটা
    অনেক বড় আপনার বাশিকে আর গানকে
    অনেক ভালো বাসি গুরু আপনি ওপারে ভালো থাকবেন দোয়া করি

  • @hasanali2-11
    @hasanali2-11 2 ปีที่แล้ว +1

    এ-ই গান গুলো সারা জীবন ওমর হয়ে রয়ে যাবে ভক্তদের হৃদয়ে
    2022

  • @ShahidulIslam-qq5yx
    @ShahidulIslam-qq5yx 2 ปีที่แล้ว

    কিছু গান এমন হয়ে থাকে যা অন্যরকম একটা অনুভূতির উপস্থিতি টের পাওয়া যায়

  • @AmirKhan-cb9bb
    @AmirKhan-cb9bb 10 หลายเดือนก่อน

    পিৃয়,তুমি ছলে না গেল এত,মধুর গান,কখনো শুনা,যেতে হত,না

  • @trueinvestigation9427
    @trueinvestigation9427 8 หลายเดือนก่อน

    আমার আম্মু ২০১৪ সাল থেকে বারিসিদ্দিক স্যারের গান শুনতেন। খুব পছন্দের একজন মানুষ আমার ও আম্মুর। আম্মু ২০২২ সালের ২২ এপ্রিল মারা যায়।😂😂,। কিন্তু বারি স্যারের গান গুলো বার করলেই আম্মুর কথা মনে পড়ে কলিজাটা ফেটে যায়। 😂

  • @mdfaisalalammd523
    @mdfaisalalammd523 2 ปีที่แล้ว

    আমার মনে হয় এই গানটি অমর হয়ে থাকবে এবং আমি নিজেও অনেক বার স্টেজ করেছি।

  • @mdomarfarukakondo2627
    @mdomarfarukakondo2627 6 หลายเดือนก่อน

    মতোই গান শুনি তার মধ্যে এটাই প্রথম মন ছুঁয়েছে❤❤