সবচেয়ে সস্তা ও দামী ক্যাকটাস-সাকুলেন্ট মাটি বানানোর প্রক্রিয়া ও বিস্তারিত 🌵 Sacculent, Cactus Soil
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সাথে ক্যাকটাস ও সাকুলেন্টের মাটি বানানোর নিয়ম ৩ টি ধাপের মাধ্যমে শেয়ার করব।
প্রথমত, একটা কথা বলে নেই, সেটা হল ক্যাকটাস ক্যাকটাস নাম হলেও মুলত ক্যাকটাস আসলে একটি সাকুলেন্ট। তবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি নরম পাতাওযালা যে গাছগুলো গোলাপের মতো দেখতে সেগুলোকে সাকুলেন্ট হিসেবে আখ্যায়িত করব এবং ক্যাকটাসকে আলাদা হিসেবে এখানে বিবেচনা করব।যাতে আপনারা সহজে জিনিসটা বুঝতে পারেন। কারন এই দুই শ্রেনীর গাছের মধ্যে যত্নের অনেক পার্থক্য রয়েছে।
আমি ক্যাকটাস সাকুলেন্টের মাটি বানানোর যে সাধারন উপকরণ গুলো সেগুলোর সব লিস্ট দিচ্ছি তবে সব গাছের জন্য আপনার এতোকিছু সংগ্রহ করতে হবেনা। কিছু ভ্যারাইটি যেগুলো খুব সহজে বাংলাদেশে হয় সেগুলোর জন্য খুবই সহজে মাটি বানানো যায়। ভ্যারাইটি গুলোর উদাহারন হল, যেমন জিমনোক্যালিসিয়াম ডাদসি, ইচিনপসিস অক্সিগোনা, ফায়ারস্টর্ম সাকুলেন্ট, পান্ডা সাকুলেন্ট, ইত্যাদি সাধারণ ভ্যারাইটিতে আপনি খুবই সস্তামাটি যেটা প্রতি কেজিতে মাত্র ৫ টাকা খরচ হবে সেটা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে এটার ব্যবহার প্রক্রিয়া সম্পুর্ণ বিস্তারিত শিখিয়ে দিবো তবে একটা জিনিস মনে রাখতে হবে এগুলোর মাটি মিক্সড করবার আগে আপনি মাস্ক পরে নেবেন। মাস্ক না পড়লে আপনার মাটিতে ছত্রাকনাশক, কীটনাশক থাকবে যেগুলো আপনার শরীরের অনেক ক্ষতি করতে পারে পাশাপাশি এগুলো মেশানোর পর অবশ্যই খুব ভালোভাবে হাত ধুয়ে নেবেন।
নিয়ম ১
১. ভার্মি কম্পোস্ট অথবা গোবর এবং
২. মোটা বালু
আপনি যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে মোটা বালি এবং গোবর সংগ্রহ করবার জন্য আপনার মনে হয়না কোনো টাকা খরচ করতে হবে। আপনি আশে পাশেই এই উপকরন গুলো পেয়ে যাবেন কিন্তু শহরের বাসিন্দা হলে হিসেব আলাদা। তবে এগুলোর সাথে অবশ্যই ছত্রাকনাশক লাগবে কারন, মাটিতে ছত্রাক হওয়া খুব সাধারন একটা ঘটনা। আর ছত্রাক গাছের মূল শত্রু।
গোবর সার যেটা কিনতে আমার খরচ হয়েছে শহরে প্রতি কেজিতে ৮ টাকা। আর এই প্রতি কেজির ৩ ভাগের এক ভাগ আপনি এক কেজি ক্যাকটাস সয়েলে ব্যবহার করবেন মানে এক কেজিতে আপনার খরচ হবে মাত্র আড়াই টাকা। এক cft বা ৪০ কেজি মোটাবালুর বজার মুল্য ৪৫ টাকা প্রায় এবং প্রতি কেজি যদি হিসেব করি তাহলে দেখা যাবে যে এটার মুল্য আসবে দেড় টাকা। তার সাথে একশ টাকায় কেনা ছত্রাক নাশকের প্যাকেট থেকে একটু ছত্রাক নাশক মেশাবেন যেটার দাম ১ টাকারও কম। অতএব ক্যাকটাসের যে একেবারে সস্তামাটি ক্যাকটাস সাকুলেন্টের এটার জন্য আপনাকে প্রতি কেজিতে খরচ করতে হচ্ছে মাত্র ৫ টাকা। এইতো আমার সস্তা ক্যাকটাসের মাটি একেবারেই রেডি। এটা যদি ব্যবহারের আগে ৩০ দিনের মতো একটা জায়গায় রেখে দিয়ে ব্যবহার করেন তাহলে অনেক ভাল।
নিয়ম ২
এবার আমি আপনাদেরকে সাধারন মাটি বানানোর নিয়ম বোঝাবো।
১.ধানের চিটা
২. কিটনাশক ফুরাডান
৩. ছত্রাক নাশক
৪.ইটেরগুড়ো বালি,
৫.কয়লা
৬. ভার্মি কমপোস্ট বা গোবরসার
৭. কোকোপিট
৮. ডিএপি সার বা ড্যাপসার
৯. হারেরগুড়ো
১০.পটাসিয়াম সার
১১. মোটাবালি ইত্যাদি।