এখানে অনেকে তারার বাবকে নিয়ে নেগেটিভ কথা বলছেন যেটা খুব দুঃখজনক। আসলে নিরুপায় না হলে কোন বাবা মা চায় না নিজের সন্তানের কাছে হাত পাততে। উনার মত আরও অনেক অসহায় বাবা মা আছেন যাদের খোঁজ কবর কোন সন্তান নেন না। সেক্ষেত্রে তারা এই বয়সে আমার মাধ্যমে তার পরিবারের চাহিদা কিছুটা হলেও পুরুন করতে পারছে। যদি আমি ওকে না আনতাম আমার এইখানে কাজ আর পড়াশুনার সুযোগ না করে দিতাম তাহলে ও কিন্তু সেটা পারত না। এমন কি কেউ ওকে চিনত না হয়ত ওর অন্য দুই বোনের মত বিয়ে হয়ে যেত। এই ভিডিও এর মুল মেসেজ জীবনে টাকার দরকার আছে হোক সেটা নিজে ভালো থাকার জন্য অথবা প্রিয়জনকে ভালো রাখার জন্য।
সম্পূর্ণ ভিডিও দেখে এরপর মন্তব্য করবেন। আপনার জ্ঞান চক্ষু খোলা থাকলে এই এক ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিও টি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।
সালাম ভাই আপনি একটু কঠোর হোন,ওর বাবা মেয়ের কামাই খাইতে চায়।আপনার বাড়ীতে তারাকে কাজের মেয়ে হিসেবে আনলে ও বোনের মর্যাদা দিয়ে রেখেছেন, কিন্ত তারার বাবা সেই সুযোগের সদ্ব্যবহার করছে।মানুষের প্রতি সদয় হোন ঠিকআছে, কিন্ত চোখকান খোলা রেখে চলেন ।আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করুন।
আজকের ভিডিও দেখে মোটামুটি সবাই এটা বুঝতে পারলাম তারার আপনারা ছাড়া আপন মানুষের সংখ্যা খুবই কম। আপনারা রক্তের কেউ না হয়েও আপনারই ওর আপন। কিন্তু তারা যেন ভবিষ্যতে কোনোদিন এটা ভুলে না যায়। এমন কিছু যেন তারা না করে যেটাতে আপনাদের মান সম্মান চলে যায়। তারা যেন আপনাদের এই ভালোবাসার মান রাখতে পারে। আল্লাহর কাছে এটাই চাওয়া।আল্লাহ আপনাদের ভালো রাখুক।
তারার দাম নেই,,ওর টাকার দাম,,,তারা বুদ্ধিমতী হলে আপনার কাছে থেকে, এখান থেকে বিয়ে বসবে,, এমন পরিবারের কাছে জীবনে ও যাওয়া উচিৎ না,,,মায়া লাগে ওর জন্য,,,শম্পা আপুউউ খুব ই,, আপুর কাছে ই তারা নিরাপদ সবচেয়ে ভালো থাকবে,, 🤲🧡
ভিডিওটি দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারলাম না তারার বাবা চলে যাওয়ার দৃশ্যটা বেদনাদায়ক ছিল কিন্তু শেষের দিকে আপনার আপু যখন টাকা নিয়ে আসছে অত্যন্ত ভালো লেগেছে কিন্তু আপনার শেষ কথাটা হচ্ছিল আমার টাকা দেওয়া লাগবে না এই টাকা দিয়া আপনি আই উন্নতি করেন শুনে অনেক ভালো লেগেছে দোয়া করি মহান আল্লাহ পাক আপনাকে দীর্ঘায়ু কামনা করে পরিবারকে বিপদ আপদ থেকে রক্ষা করে সব সময় এবং আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে মৃত্যুর আগ দিন পর্যন্ত তারা কে আপনি আপনার মায়ের পেটের বোন মনে করে একটা পরিবারের হাতে তুলে দিবেন সে করি হোক ছেলেটা মনের মতো হতে হবে তারা মেয়েটা অনেক সরলআর আপনার কাছে একটা অনুরোধ তার বাবা এই টাকা নিয়ে কোনো বাজি করতেছে নাকি প্রদারকী করেছি দেখে আসবেন আপনি আমি রোজ ডিউটি থেকে এসে আপনার ভিডিওর অপেক্ষায় থাকি আমি আপনার অনেক বড় ফ্যান আমি ডুবাই প্রবাসী
আসসালামুআলাইকুম ভাইয়া । আপনি নিজের থেকে তারার বাবাকে সাহায্য করেছেন ,তারার জমানো টাকা থেকে না!!! এখন চাচার দায়িত্ব হলো সঠিক কাজে লাগানো। পৃথীবির অসহায় হাজারো তারা" যেন আপনার মতো আশ্রিতার আশ্রয় পায়। নিজেকে সাবলম্বী করার সুযোগ পায় ! ধন্যবাদ ।
মাটিতে পড়ে থাকা তাঁরা, এখন আকাশের চাঁদ, তাঁরা খুব ভালো মেয়ে, এরজন্য মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে, আপনার মতো ভালো একজন ভাই পেয়েছে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন
এই মেয়েটা যাদের বাসায় আছে তারা আসলেই অনেক ভালো মনের মানুষ এই যুগে একজন কাজের মেয়েকে স্কুলে পড়ালেখার সুযোগ করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছে আর ওই মেয়েটির বাপ মেয়ের কাছে আসছে টাকার জন্য আর বাবার দায়িত্ব নিজে পালন না করে মেয়ের ঘাড়ে বইসা বইসা খায়😮
ভাই আমি আপনাদের সব ভিডিও দেখি ভাল লাগে কিন্ত আজ আপনি তারার সহজ সরল বাবা কে যে সম্মান দেখালেন তাতে আপনার আর ভাবীর প্রতি সম্মান বেড়ে গেলো আল্লাহ আপনাদের ভাল ও সুস্থ রাখুক।
ভাইয়া আমি জানি আপনি অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। এবং আপনি তারার ভালোই চাইবেন এটাই আমি মনে করি। ভাইয়া তারার কত টাকা আছে বা ওর কি কি গহনা আছে এসব ভিডিওতে না বলাই ভালো হবে বলে আমি মনে করি। আর সব কিছু তারার ভবিষ্যৎতের জন্য রেখে দেন। কারণ আল্লাহ না করুক, তারা কোন বিপদে পড়লে আপনি ছাড়া ওর বাবা, ভাই, বোন কেউ কিন্তু ওকে কোন সাহায্য করবে না।
সত্য কথা বলতে তারা অনেক ভাগ্য বতী যে আপনাদের মত ভাই বোন পায়ছে আপনারা অনেক ভালো মানুষ আপনাদের ভালো মনমানসিকতার জন্য আল্লাহ্ আপনাদের কে আরো ধন সম্পত্তি দিবে ইনশাআল্লাহ
তারা যতদিন তার বাবাকে এবং তার পরিবার এবং তার নানির পরিবার চালাতে পারবে ততদিন তারা তাদের চোখে ভালো হয়ে থাকবে তারা মেয়েটা সত্যিই ভাই অনেক অসহায় 😔😔আপনি তারার একটু দেইখা রাইখেন আপনার ভালো কাজের প্রতিদান মানুষ না দিলেও একদিন ঠিকই আল্লাহতালা দিবে 🥰🥰🥰
তারা যখন বলল যে আমি তোমার সাথে চলে যাই তখন তারার বাবার রিয়েকশনটা এমন হবে আমি ভাবতেও পারিনি। আপনারা ছাড়া তারাকে দেখার মত আর কেউ নেই আজকে পুরোপুরি শিওর হয়ে গেলাম।
ভাই আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুক আপনার আম্মা আব্বাকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক আপনার এই মানবতা দেখে মনের থেকে দোয়া আসে আল্লাহ যেন আপনাকে আরো বেশি বেশি দেয়ার তৌফিক দান করে
তোমাদের সম্পর্কে বলার মত কোন ভাষা আমার নাই। যেখানে একটা মেয়েকে তোমরা পালতেছো খাওয়াচ্ছ তার পরিবারকে ও সাহায্য করছো,সেইখানে নিঃসন্দেহে বলা যায় তোমাদের মত ভালো লোকের তুলনা হয় না।বিশেষ করে সম্পাকে ও স্নেহও মায়া, আর দোয়া দিলাম, কারন তার মাঝে কখনো কোনদিন লোভ দেখি নাই যদি লোভ থাকতো তাহলে এতগুলো মানুষকে সে নিজ হাতে সাহায্য করতে পারত না ❤❤❤❤❤তোমাদের আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখুক তোমাদের কর্মের মাধ্যমে 🥰🥰🥰🥰
আসলে পৃথিবীটা স্বার্থের জন্য তৈরি। এখানে টাকা ও ক্ষমতা এ দুটি না থাকলে সে শেষ। এটা আপনি আপনার জীবন থেকে এবং আমরা আমাদের জীবন থেকে হারে হারে উপলব্ধি করতে পেরেছি।
ভাইয়া আমি জানি না।।।। আল্লাহ আপনাকে আর আপুকে কতটা গুণ সম্পুর্ন করে দুনিয়াতে পাঠাইছে।।। আপনার মন যেমন উদার।। আল্লাহ আপনাকে সামথ্য ও দিছে।।।। আপনি আর আপু তারাকে আপনাদের কাছে রেখে দিয়েন।।। তারা আপনাদের কাছে ভালো থাকবে।।। তারাও জীবনে খুব সুখী হোক।৷
আসসালামু আলাইকুম, বল্লে অনেক কিছু বলার আছে তবে বলবো না, শুধু একটা কথা বলি তারার সুকপাল আপনার মত ভাই ও ভাবি পাইছে, এই দুনিয়ায় কত মেয়ে অবহেলিত, কেউ নাই দেখার,আপনি যে ভাবে সাহায্য করতেছেন, অতুলনীয়, আশা করি তারাও আপনাকে,ও ভাবিকে সারা জীবন সম্মান করবে, আপনিও তারার পাশে থাকেন এই দোয়া করি,❤❤❤
@@dilarawahid6575 অবশ্যই হয় ভবিষ্যৎ নষ্ট। যদি সেই টাকা বাবা মা নিয়ে ফুর্তি করে নষ্ট করে। এমন কত দেখেছি ছেলে বিদেশ সব টাকা বাবা মাকে দিয়েছে। বাবা-মা সব টাকা ভেঙ্গে শেষ করে রেখেছে ছেলে যখন আসছে তখন শূন্য। তখন ছেলেটা পথে বসেছে। আর বাবাদের চিন্তা করা উচিত যে আমি নিজে কতটুকু দিতে পারি ছেলেমেয়েকে আর তাদের থেকে সে অনুযায়ী চাওয়া উচিৎ। মেয়েকে নিতে পারবে না কিন্তু মেয়ের টাকা চাই
তারা, তুমি এ লোক কে একদম টাকা দিবে না।তোমার সারাজীবন সামনে রয়েছে।তোমার চিন্তা কর।ওনার দিন শেষ। তোমার জীবনের চিন্তা কর। শুধু মাঝে মাঝে হাত খরচ দিলে দিতে পার এতটুকুই।তোমার জন্যে ওরা ছাড়া কেউ থাকবে না। এখন থেকে জমানোর চিন্তা কর আর ওদের বাড়িতে সম্মানের সহিত থাকবে। কখনো ওদের কে ছেড়ে যেওনা.।নাহয় ঠকবে।পরে কেউ তোমার পাশে থাকবে না। ভালো থাক তোমরা। দোয়া রইলো সবার জন্য। ফী আমানিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে।
সবাই দেখি তারার পখখে কথা বলছে, বাবা বেচারা অসহায় হয়ে মেয়ের কাছে টাকা চাইলো,তারা কেমন কালো মুখ বানালো এটা একজনও বলে না, আজ পরজনতো বাবাকে সন্মান দিয়ে কথা বলতে হয় তাও যানেনা,সালামটা দিলো না বাবাকে,সে তো তার বাবাকে সন্মান করে অল্প কিছু টাকা দিতে পারতো,মুখের উপর না করে দিলো।যানে তো আছে একজন দিলদরিয়া, সালাম ভাই ৫০ হাজার দিলো,তুই নিজের মেয়ে হয়ে কি করলি,ওএখান থেকে কোন শিক্ষায় নিতে পারে নাই, সালাম ভাই, শম্পা আপুর মন অনেক বড়,কিন্তু ওর মন অন্ধকার রয়ে গেলো, বাবাকে খালি হাতে ফিরায়ে দিয়াসো, দোয়াও নিওয়া জানলানা,সুধু নিজের সারথো বোঝ, এই ছাগলকে পুশে কোন লাভ নাই, অকর্মার ঢেঁকি
আজকের ভিডিওটা -২০২৩ সালের সেরা উপহার বলে মনে করি। সালাম সাহেব,যে ভাবে গরীবের উপকারে জিবন পরিচালনা করছেন,তাতে অদূর ভবিষ্যতে আপনি একজন সেরা মানের শ্রেষ্ঠ তো উপাধি পাবেন ইনশাআল্লাহ
Exactly 10minutes er mathay tarar mukhe jei hashita chilo that just broke my heart into pieces. Onek koste se nijer kosto lukanor try korse. 😢 Allah tarake shundor ekta vobisshot dik❤
আমার মনে হয় এতো টাকা দেওয়া ঠিক হয়নায়। তারারও একটা ভবিষ্যৎ আছে। ওর ও জীবনে এগিয়ে যেতে হবে ও অনেক কষ্ট করে বর্তমান যুগে যার টাকা আছে তার সব আছে। তাই তারাকেও বুঝে শুনে চলতে হবে
6:58 it’s totally all your fault , again you promising you will give later on … You’re the reason why everyone thinks they can use you , and actually they’re using you … Stop like that ….
অনেকে ভাবছেন চাচা লোভি স্বার্থপর টাকার জন্য মেয়ের কাছে আসছে, সে ত পরের কাছে আসেনি তার মেয়ের কাছে এসেছে, অসহায় সেই জন্য এসেছে। বাড়িতে ওনার ছেলেরা আছে আজকালের ছেলেরা তো জানেন কি রকম মা-বাবাকে দেখেনা টাকা দেয়না এর জন্যই তো মেয়ের কাছে এসেছে এটা যদি আপনার আমার বেলা হতো তাহলে আপনি এবং আমিও তাই করতাম, বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তারা বাবাকে সাহায্য করার জন্য।্
ভিডিওর মধ্যে আরও মাইক দিয়ে বলবেন যে তারার এত লাখ টাকা আছে। তখন দেখ বেন না আসলেও।। কাছের মানুষ টাকার জন্য ঠিকই আসবে।। আর তারার টাকার ব্যাপারটা ভিডিওর মধ্যে বইলেন না।।
ভাই ভাবি তুমাদেরকে কি কিভাবে ধন্যবাদ দেবো ভাষা নেই তুমরাই সৎ মানুষ তারাত মতো একটু মেয়েকে মাটিতে না আকাশে রাখলেন ভাই ভাবি তুমরা সত্যি ভালো মনের একজন মানুষ তুমাদের জন্য রইলো দোয়া ও ভালোবাসা ❤❤❤❤❤❤❤❤❤doyel Agro❤❤❤❤
আপনার বাড়িতেই কোন কাজ দেন।কাজ করে টাকা জমিয়ে তারপর দোকান করুক তখন দেখবে কত ধানে কত চাল 🤨🤨🤨🤨🤨।ভাই কিছু মনে করবেন না এভাবে লিখলাম বলে। খুব কষ্টে নিজেকে সামলাতে পারলাম না।আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। টাকায় কাঠের পুতুল ও কথা বলে।
ফ্যামিলির ইচ্ছা পূরণ করলে প্রবাসীদের মূল্য আছে ফ্যামিলির ইচ্ছা পূরণ না করতে পারলে তাদের ফ্যামিলির কাছে কোন মূল্য নাই এমনও প্রবাসি আছে এক মাসে ৫০,০০০টাকা পাঠায় কিংবা তার পরের মাসে ১০ হাজার টাকা কম পাঠালে তার ফ্যামিলি থেকে অনেক রকম কথা শুনতে হয় এ দুনিয়া টাকাটাই সব টাকা দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ হায়রে টাকা
ও আল্লাহ তুমি সালাম ভাইয়ের সম্পদ হাজার গুন্ বাড়ায়ে দাও আমার রব। তুমি তাকে এবং তার পরিবার কে তোমার পথে রাখো , অসহায় দরিদ্র মানুষকে আজীবন সাহায্য সহযোগিতা করার শক্তি সামর্থ দাও আমার মালিক । তুমি তার পরিবার কে হেফাজত করো, বিপদ আপদ এবং মানুষের হিংসা বিদ্বেষ থেকে দূরে এবং নিরাপদে রাখো। আমাদেরকেও সালাম ভাইয়ের মতো মানুষ হওয়ার তৌফিক দাও। আমীন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় সালাম ভাই , ইনশাআল্লাহ এদের কে একটু নজরে রাখবেন , আপনার উদার মনের সাহায্য সহযোগিতা যেন উলুবনে মুক্ত ছড়ানো না হয় , এবং আপনার ভালোবাসা মায়া মহব্বত এর সুযোগ যেন কেও না নেই।
ভাই আপনাকে আমার খুব ভাল লাগে আপনি গরীব দুঃখী মানুষকে বিপদে সাহায্য করেন যার কোটি কোটি টাকা আছে সে সাহায্য করতে চায় না আপনার ও আপনার ফ্যামিলির জন্য দোয়া করি আল্লাহ যেন ভালো রাখেন
আসসালামুআলাইকুম ভাই ভাই আপনি তারার জন্য যা করেন একজন মায়ের পেটের আপন ভাই ও তা করেনা বোনদের জন্য কথাটা সত্যি বলছেন তারার ও একটা ভবিষ্যৎ আছে ওর কষ্টের টাকা গুলা কাউকে যেন না দেয় আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাই এভাবেই যেন অসহায় গরীব মানুষের পাশে দাঁড়াতে পারেন আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে নেক হায়াত দান করুক সব সময় সুস্থ রাখুক
সালাম ভাই আপনি এবং আপনার বউ অতেব আমাগো ভাবি দুই জন খুব খুব ভালো মানুষ আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাড়ালা যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন। আমি মালেইশীয়া থেকে
এখানে অনেকে তারার বাবকে নিয়ে নেগেটিভ কথা বলছেন যেটা খুব দুঃখজনক। আসলে নিরুপায় না হলে কোন বাবা মা চায় না নিজের সন্তানের কাছে হাত পাততে। উনার মত আরও অনেক অসহায় বাবা মা আছেন যাদের খোঁজ কবর কোন সন্তান নেন না। সেক্ষেত্রে তারা এই বয়সে আমার মাধ্যমে তার পরিবারের চাহিদা কিছুটা হলেও পুরুন করতে পারছে। যদি আমি ওকে না আনতাম আমার এইখানে কাজ আর পড়াশুনার সুযোগ না করে দিতাম তাহলে ও কিন্তু সেটা পারত না। এমন কি কেউ ওকে চিনত না হয়ত ওর অন্য দুই বোনের মত বিয়ে হয়ে যেত। এই ভিডিও এর মুল মেসেজ জীবনে টাকার দরকার আছে হোক সেটা নিজে ভালো থাকার জন্য অথবা প্রিয়জনকে ভালো রাখার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া
উনি ৫০ বছরে টাকা ফেরত দিলে আমাকে একটু বইলেন🙂আমি আরও ৫০ হাজার টাকা দিমু
অবশ্যই টাকার দরকার আছে
❤
😢😢রাইট
তারা অনেক ভাগ্যবতী কারণ সে আপনার মতো একজন ভাই পেয়েছে,দোয়া করি এই ভাই বোনের বন্ধন যেনো আজীবন টিকে থাকে।
Bilkul Ami o apnar shate ek mot
সম্পূর্ণ ভিডিও দেখে এরপর মন্তব্য করবেন। আপনার জ্ঞান চক্ষু খোলা থাকলে এই এক ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিও টি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।
আপনার ভিডিওর অপেক্ষায় তাকি
ভাই এখন লিচু কোথায় পেল তারার আব্বা। আমার তো দেখেই খাইতে মন চাইছে,৷ প্লিজ প্লিজ বলেন
সালাম ভাই আপনি একটু কঠোর হোন,ওর বাবা মেয়ের কামাই খাইতে চায়।আপনার বাড়ীতে তারাকে কাজের মেয়ে হিসেবে আনলে ও বোনের মর্যাদা দিয়ে রেখেছেন, কিন্ত তারার বাবা সেই সুযোগের সদ্ব্যবহার করছে।মানুষের প্রতি সদয় হোন ঠিকআছে, কিন্ত চোখকান খোলা রেখে চলেন ।আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করুন।
আরো বলেন তারার 5,6 লাখ টাকা আছে 😅। Sure ওর চাচী চাচারা পাঠাইছে টাকার জন্য😅 আরো ভিডিও করে রাষ্ট্র করেন😢
বড় ভাই আপনের ভিডিও সব সময় দেখি। কিন্তু টাকা এমন একটা জিনিস পাগলে ও চিনে বাট টাকা আছে যার সম্মান আছে তার।
সালাম ভাই যেনো গরীবের মাঝে সারা জীবন বেঁচে থাকে আমি দোয়া করি ❤❤❤
আজকের ভিডিও দেখে মোটামুটি সবাই এটা বুঝতে পারলাম তারার আপনারা ছাড়া আপন মানুষের সংখ্যা খুবই কম। আপনারা রক্তের কেউ না হয়েও আপনারই ওর আপন। কিন্তু তারা যেন ভবিষ্যতে কোনোদিন এটা ভুলে না যায়। এমন কিছু যেন তারা না করে যেটাতে আপনাদের মান সম্মান চলে যায়। তারা যেন আপনাদের এই ভালোবাসার মান রাখতে পারে। আল্লাহর কাছে এটাই চাওয়া।আল্লাহ আপনাদের ভালো রাখুক।
তারার দাম নেই,,ওর টাকার দাম,,,তারা বুদ্ধিমতী হলে আপনার কাছে থেকে, এখান থেকে বিয়ে বসবে,, এমন পরিবারের কাছে জীবনে ও যাওয়া উচিৎ না,,,মায়া লাগে ওর জন্য,,,শম্পা আপুউউ খুব ই,, আপুর কাছে ই তারা নিরাপদ সবচেয়ে ভালো থাকবে,, 🤲🧡
Ha thik tai tarar shami shoho shara jibon shompar kache e thakle e t s bhalo thakbe In sha Allah
ভিডিওটি দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারলাম না তারার বাবা চলে যাওয়ার দৃশ্যটা বেদনাদায়ক ছিল কিন্তু শেষের দিকে আপনার আপু যখন টাকা নিয়ে আসছে অত্যন্ত ভালো লেগেছে কিন্তু আপনার শেষ কথাটা হচ্ছিল আমার টাকা দেওয়া লাগবে না এই টাকা দিয়া আপনি আই উন্নতি করেন শুনে অনেক ভালো লেগেছে দোয়া করি মহান আল্লাহ পাক আপনাকে দীর্ঘায়ু কামনা করে পরিবারকে বিপদ আপদ থেকে রক্ষা করে সব সময় এবং আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে মৃত্যুর আগ দিন পর্যন্ত তারা কে আপনি আপনার মায়ের পেটের বোন মনে করে একটা পরিবারের হাতে তুলে দিবেন সে করি হোক ছেলেটা মনের মতো হতে হবে তারা মেয়েটা অনেক সরলআর আপনার কাছে একটা অনুরোধ তার বাবা এই টাকা নিয়ে কোনো বাজি করতেছে নাকি প্রদারকী করেছি দেখে আসবেন আপনি আমি রোজ ডিউটি থেকে এসে আপনার ভিডিওর অপেক্ষায় থাকি আমি আপনার অনেক বড় ফ্যান আমি ডুবাই প্রবাসী
এসব লোকে দোকান করে খেতে পারবেনা এমন কিছু করে দেন টাকা নষ্ট না হয় তারার টাকা নষ্ট কইরেন না
@@shaalom8153 ঠিক
আসসালামুআলাইকুম ভাইয়া ।
আপনি নিজের থেকে তারার বাবাকে সাহায্য করেছেন ,তারার জমানো টাকা থেকে না!!!
এখন চাচার দায়িত্ব হলো সঠিক কাজে লাগানো।
পৃথীবির অসহায় হাজারো তারা" যেন আপনার মতো আশ্রিতার আশ্রয় পায়।
নিজেকে সাবলম্বী করার সুযোগ পায় !
ধন্যবাদ ।
ভাই তারার বাবার কথাগুলো বেশি সুবিধার মনে হলো না,,,
তাঁরার এই হাসির আড়ালে অনেক কষ্ট লুকিয়ে আছে,,, বিশেষ করে তার পরিবারের জন্য ,,,, তারার দাম নাই,, ওর টাকার দাম
❤❤❤❤
মাটিতে পড়ে থাকা তাঁরা, এখন আকাশের চাঁদ, তাঁরা খুব ভালো মেয়ে, এরজন্য মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে, আপনার মতো ভালো একজন ভাই পেয়েছে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন
আপনি অনেক ভালো।।আমার ভাই হবেন
টাকার কাছে সব অসহায়। খুব ভালো লাগলো ভাই আজকের ভিডিও দেখে আপনি কাউকে খালি হাতে ফেরান না।আল্লাহ যেন আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখে এই দোয়া করি।
লাস্টের কাহিনীটা অনেক ভালো লাগছে ভাইয়া অনেক খুশি হয়েছি আমি জানি আপনি কাউকে খালি হাতে ফিরলাম না আল্লাহ আপনাকে অনেক বড় করুক
এই মেয়েটা যাদের বাসায় আছে তারা আসলেই অনেক ভালো মনের মানুষ এই যুগে একজন কাজের মেয়েকে স্কুলে পড়ালেখার সুযোগ করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছে আর ওই মেয়েটির বাপ মেয়ের কাছে আসছে টাকার জন্য আর বাবার দায়িত্ব নিজে পালন না করে মেয়ের ঘাড়ে বইসা বইসা খায়😮
ভাই আমি আপনাদের সব ভিডিও দেখি ভাল লাগে কিন্ত আজ আপনি তারার সহজ সরল বাবা কে যে সম্মান দেখালেন তাতে আপনার আর ভাবীর প্রতি সম্মান বেড়ে গেলো আল্লাহ আপনাদের ভাল ও সুস্থ রাখুক।
ভাই বর্তমানে আপনাদের মতন মানুষ পাওয়া অসম্ভব আপনে এবং বাচ্চার আম্মু দুজনের সরল মনের মানুষ ❤
এইজন্যই আপনাকে ভালো লাগে ভাইজান। " তারা "আপনার মেয়ে-তাকে ভালো একটা ছেলের হাতে তুলে দেওয়ার দৃশ্যটা -মহান আল্লাহ যেন দেখার সুযোগ দেন।
Right
ভাইয়া আমি জানি আপনি অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। এবং আপনি তারার ভালোই চাইবেন এটাই আমি মনে করি। ভাইয়া তারার কত টাকা আছে বা ওর কি কি গহনা আছে এসব ভিডিওতে না বলাই ভালো হবে বলে আমি মনে করি। আর সব কিছু তারার ভবিষ্যৎতের জন্য রেখে দেন। কারণ আল্লাহ না করুক, তারা কোন বিপদে পড়লে আপনি ছাড়া ওর বাবা, ভাই, বোন কেউ কিন্তু ওকে কোন সাহায্য করবে না।
Shajjo korbena ashole thik ta na obosheshe tara shoho shobai shonno hoye jete pare Shonchoyo rakhte hobe abar pita k kicho dile e. Shob shesh hoyna
অনেক খুশি হলাম টাকা টা দেওয়া জন্য অসংখ্য ধন্যবাদ ভাই গরিব মানুষ তারার আব্বু,, এদের হেল্প করলে আল্লাহ আরো দিবে
আমি ত এতদিন ভাবছি তারা শম্পা ভাবীর আপন ছোট বোন।🤲
সত্য কথা বলতে তারা অনেক ভাগ্য বতী যে আপনাদের মত ভাই বোন পায়ছে আপনারা অনেক ভালো মানুষ আপনাদের ভালো মনমানসিকতার জন্য আল্লাহ্ আপনাদের কে আরো ধন সম্পত্তি দিবে ইনশাআল্লাহ
তারা যতদিন তার বাবাকে এবং তার পরিবার এবং তার নানির পরিবার চালাতে পারবে ততদিন তারা তাদের চোখে ভালো হয়ে থাকবে তারা মেয়েটা সত্যিই ভাই অনেক অসহায় 😔😔আপনি তারার একটু দেইখা রাইখেন আপনার ভালো কাজের প্রতিদান মানুষ না দিলেও একদিন ঠিকই আল্লাহতালা দিবে 🥰🥰🥰
হুম😌
বাপ যাখন চাইতেই হবে
Apnar comment valo lagtase ❤
হুম ভাই
আজকের ভিডিও দেখে এটাই বুঝতে পারলাম সার্থ ছাড়া কেউ আপন হয় না
Tik
আজকে আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে আমি মনে করি তারার পরিবারের কোনো সদস্য কে টাকা দেওয়া উচিত না এখনো তারার বাকি জীবনটা পরে আছে।
ঠিক বলেছেন ভাই
তারা ১লাখ টাকা দিয়ে গরু কিনেছে শুনে উনি লোভে টাকা নিতে এসেছে 😢 উনাকে টাকা দেয়া ঠিক হবে না
তারার বাপ একটা টাউট
ঠিক কথাই বলছেন
@@Mdsohag-hm7icএরকম মন্তব্য করা ভাই ভালো না বাবা বাবা হয় একেকজনের চরিত্রে একেক রকম হতেই পারে আশা করি ভাই বুঝতে পেরেছেন❤
নাটক কে হার মানাবে আপনার এই দৃশ্য গুলো দেখলে এটা কিন্তু বাস্তব সত্যি আজকে এটা অনেক কষ্ট পাইছি ভিডিওটা দেখে লাস্টের জিনিসটা দেখে অনেক খুশি হয়েছি
ভাই আপনার জন্য তারা এবং তাদের ফ্যামিলির সবাই ভালো চলে এবং ভালো থাকে আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল সৌদি আরব থেকে
ভাই আপনাকে যত দেখি ততই মুগ্ধ হয়, অসাধারণ।
তারার টাকা দেননি এতে অনেক ধন্যবাদ।আমি আপনার ভিডিও দেখি তারা ও আয়াতের জন্য। তারার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। ভালোবাসা অবিরাম।
তারা ভালো মেয়ে ভাই। ও আপনার কাছে থাকলেই ভালো থাকবে।। সময় হলে ভালো দেখে একটা ছেলের সাথে বিয়ে দিয়েন।
সমায় নয় সময়
ভাইয়া জতটোকো বুজলাম তারার ভবিষ্যৎ জুদি তারার বাবার উপরে ছেরে দিন তাহলে তারার জিবন পুরু অন্দকার কাজেই ওর ভবিষ্যৎ টা আপনারাই দেখে শুনে ছেট করে দিয়েন জাতে সারাটা জিবন সুখে শান্তিতে চলে জেতে পারে। জাক আপনার প্রতি এবং আফনার বাচ্চা বাবির তারার প্রতি রহিল অবিরাম ভালবাশা।❤❤❤❤❤Tnx.
তারা আসলেই বুদ্ধিমতী মেয়ে দোয়াকরি আল্লাহ সহায় হোক।
তারা যখন বলল যে আমি তোমার সাথে চলে যাই তখন তারার বাবার রিয়েকশনটা এমন হবে আমি ভাবতেও পারিনি।
আপনারা ছাড়া তারাকে দেখার মত আর কেউ নেই আজকে পুরোপুরি শিওর হয়ে গেলাম।
Tara jokhon jete jaice uni ney nai,,,kosto laglo
সংসারে অভাব বইলা এই রকম রিএকশন দিয়েছে
অভাব সেটা অন্য জিনিস যারা অভাব নামের ফাঁন্দে পরেছে তারাই শুধু জানে
ঙ,াহঝহধড়ড়ঢ়
@@mdjamirhassanjakir1592 কোনো অভাব নেই তাড়া এখানে থাকলে তাইনে মাস শেষে হাজার হাজার টাকা পায় উনারা টাকার প্রয়োজন তারা না
ভাই আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুক আপনার আম্মা আব্বাকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক আপনার এই মানবতা দেখে মনের থেকে দোয়া আসে আল্লাহ যেন আপনাকে আরো বেশি বেশি দেয়ার তৌফিক দান করে
আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আমাকেও তুমি সন্তান দিয়েছো। এরকম বাপ বানাইয়ো না। আমিন,
দুনিয়াটাই স্বাথপর। দিতে পারলে ভালো না পারলেই খারাপ। সেটা হোক মা বাবা বা অন্য কেউ 😢
আমি নিজের দিয়ে পুরোমান
আলহামদুলিল্লাহ, আমি অবাক হয়ে যায়।সম্পা আপু, ও ভাইয়ার, তারার পতি ভালোবাসা দেখে, আল্লাহ, সম্পা আপুকে উত্তম পতিদান দান করো।
জগৎ সংসার খুবই কঠিন তারার সুন্দর জীবন কামনা করি 😢😢😢
তারা বোন তুমি সালাম ভাইয়া আর সম্পা আপু সাথে থেকো কোথাও যেয়ো না,,??❤❤❤
ভাই আসলেই আপনি একটা ভালো মায়ের সন্তান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন
ভাই বাস্তবতা যে আসলে কঠিন এটা আপনার ভিডিও দেখে আবার শিক্ষা পাইলাম এবং বুঝতে পারলাম।
মানুষ দেখছি কিন্তূ সালাম ভাইরে আল্লাহ যে কি দিয়া বানাইছে। আমার মাথা নষ্ট ,,,,,,।
তোমাদের সম্পর্কে বলার মত কোন ভাষা আমার নাই। যেখানে একটা মেয়েকে তোমরা পালতেছো খাওয়াচ্ছ তার পরিবারকে ও সাহায্য করছো,সেইখানে নিঃসন্দেহে বলা যায় তোমাদের মত ভালো লোকের তুলনা হয় না।বিশেষ করে সম্পাকে ও স্নেহও মায়া, আর দোয়া দিলাম, কারন তার মাঝে কখনো কোনদিন লোভ দেখি নাই যদি লোভ থাকতো তাহলে এতগুলো মানুষকে সে নিজ হাতে সাহায্য করতে পারত না ❤❤❤❤❤তোমাদের আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখুক তোমাদের কর্মের মাধ্যমে 🥰🥰🥰🥰
তবে পরিবার থেকে তারা চলে যাবে শুনে আসলে অনেক কষ্ট লাগে😢
সালাম ভাই একটা কথা বলি রাগ করবেন না। গতকাল ভিডিওতে তারার ৫/৬ লাখ টাকার মালিক সেটা বলছেন তাই তারার পরিবারের লোভ বেড়ে গেছে। পরিবার টি খুব লোভী।
হুম
রাইট
R8
একদম ঠিক
তারার টাকা কাউকে দেওয়া যাবে না,এটা কখনও করা যাবেনা ভাই,এটা খুবই ভুল সিদ্ধান্ত।
টাকা না থাকলে কেউ ফিরেও তাকায় না ।আর টাকা থাকলে সবার কাছে চোখের মণি হয়ে যায় ।
একদম রাইট কথা
তারাকে তার বাবা যতটুকু ভালোবাসে।তার থেকে বেশি ভালোবাসে আয়াতের মা বাবা😊
❤❤❤
Right bro
টাকা না পেয়ে যখন উনি ফিরে যাচ্ছিলেন, তখন আমার মনটা অনেক খারাপ হচ্ছিলো,
শেষের দৃশ্যটি দেখে আবার অনেক ভালো লাগলো 🤲
সব বাবারাই চায় সন্তান ভালো থাকুক কিন্তু পারে না টাকার কাছে হেরে যায় 😢😢😢
Raight
Right
Taka ta Diya thik hoilo na tar bap ke dekhe Sarto por Mone hoilo
যে বাবার টাকা নাই সেই বাবার সন্তান জন্ম দেওয়ার দরকার কি?
@@user-jg7ew9mt9ranolapni khawan naki? Apnr eto chinta keno?
আসলে পৃথিবীটা স্বার্থের জন্য তৈরি। এখানে টাকা ও ক্ষমতা এ দুটি না থাকলে সে শেষ। এটা আপনি আপনার জীবন থেকে এবং আমরা আমাদের জীবন থেকে হারে হারে উপলব্ধি করতে পেরেছি।
আজ কাল সার্থ ছারা দুনিয়া চলে না 💔আর তার প্রমান এই ভিডিও দোয়া করি আল্লাহ যেনো আমাদের সবাইকে মাফ করেন "আমিন" 💔💔💔
প্রতিটা বাবা মার আশা থাকে ভালো কিছু ওনার কথা শুনে কি বলবো ভাষা খুজে পাচ্ছি না। আল্লাহ সবাইকে ভাল রাখুক আমিন।
তারার হাসিটা খুব সুন্দর । আমি তারার অনেক বড় ফ্যান। 🖤❤️🥀🥰🥰🇮🇳
এই ভিডিও থেকে বহোত কিছু শিখ লাম ❤❤❤ আপনাদের জন্য ভালোবাসা আর দোয়া রইলো😊
ভোল বল্ললে কমা করবেন, আপনি আগের ভিডিওতে বলেচিলেন তারা পাচঁ লক্ষ টাকার মালিক তাই উনি মেয়ের কাছে আসচে এক লক্ষ টাকা নিতে।
Tik
একদম ঠিক
তারার বাবাকে দেখে সুবিধার মনে হলো না দেখি শেষ পর্যন্ত কি হয়। ভাই আপডেট জানায়েন তারার বাবা টাকা গুলা নিয়ে কি করে
এই যুগে আপনার মতো মানুষ আছে ভাবতেও অবাক লাগে।আমাদের জন্য দোয়া কইরেন যেন আপনার মতো হতে পারি
তারা সাথে আমার জিবন কিছু জিনিস মিল আছে।
ভাইয়া আমি জানি না।।।।
আল্লাহ আপনাকে আর আপুকে কতটা গুণ সম্পুর্ন করে দুনিয়াতে পাঠাইছে।।।
আপনার মন যেমন উদার।। আল্লাহ আপনাকে সামথ্য ও দিছে।।।।
আপনি আর আপু তারাকে আপনাদের কাছে রেখে দিয়েন।।।
তারা আপনাদের কাছে ভালো থাকবে।।।
তারাও জীবনে খুব সুখী হোক।৷
আসসালামু আলাইকুম, বল্লে অনেক কিছু বলার আছে তবে বলবো না, শুধু একটা কথা বলি তারার সুকপাল আপনার মত ভাই ও ভাবি পাইছে, এই দুনিয়ায় কত মেয়ে অবহেলিত, কেউ নাই দেখার,আপনি যে ভাবে সাহায্য করতেছেন, অতুলনীয়, আশা করি তারাও আপনাকে,ও ভাবিকে সারা জীবন সম্মান করবে, আপনিও তারার পাশে থাকেন এই দোয়া করি,❤❤❤
কোনদিন ভাবি নাই এই মেয়ে আপনাদের পরিবারের কেউ না
আমি খুবই আশ্চর্য হলাম
আপনাকে অসংখ্য ধন্যবাদ
তারার সঞ্জয় গুলো এভাবে দিয়েন না।
তারর একটা ভবিষ্যৎ আছে,
❤❤
Raight 100%
Baba ma k , kicho dile kono shontan kokhono bhobishshot shunno hoyna In sha Allah
A ta tarar taka na
@@dilarawahid6575 অবশ্যই হয় ভবিষ্যৎ নষ্ট। যদি সেই টাকা বাবা মা নিয়ে ফুর্তি করে নষ্ট করে। এমন কত দেখেছি ছেলে বিদেশ সব টাকা বাবা মাকে দিয়েছে। বাবা-মা সব টাকা ভেঙ্গে শেষ করে রেখেছে ছেলে যখন আসছে তখন শূন্য। তখন ছেলেটা পথে বসেছে। আর বাবাদের চিন্তা করা উচিত যে আমি নিজে কতটুকু দিতে পারি ছেলেমেয়েকে আর তাদের থেকে সে অনুযায়ী চাওয়া উচিৎ। মেয়েকে নিতে পারবে না কিন্তু মেয়ের টাকা চাই
তারা, তুমি এ লোক কে একদম টাকা দিবে না।তোমার সারাজীবন সামনে রয়েছে।তোমার চিন্তা কর।ওনার দিন শেষ। তোমার জীবনের চিন্তা কর। শুধু মাঝে মাঝে হাত খরচ দিলে দিতে পার এতটুকুই।তোমার জন্যে ওরা ছাড়া কেউ থাকবে না। এখন থেকে জমানোর চিন্তা কর আর ওদের বাড়িতে সম্মানের সহিত থাকবে। কখনো ওদের কে ছেড়ে যেওনা.।নাহয় ঠকবে।পরে কেউ তোমার পাশে থাকবে না। ভালো থাক তোমরা। দোয়া রইলো সবার জন্য। ফী আমানিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে।
সবাই দেখি তারার পখখে কথা বলছে, বাবা বেচারা অসহায় হয়ে মেয়ের কাছে টাকা চাইলো,তারা কেমন কালো মুখ বানালো এটা একজনও বলে না, আজ পরজনতো বাবাকে সন্মান দিয়ে কথা বলতে হয় তাও যানেনা,সালামটা দিলো না বাবাকে,সে তো তার বাবাকে সন্মান করে অল্প কিছু টাকা দিতে পারতো,মুখের উপর না করে দিলো।যানে তো আছে একজন দিলদরিয়া, সালাম ভাই ৫০ হাজার দিলো,তুই নিজের মেয়ে হয়ে কি করলি,ওএখান থেকে কোন শিক্ষায় নিতে পারে নাই, সালাম ভাই, শম্পা আপুর মন অনেক বড়,কিন্তু ওর মন অন্ধকার রয়ে গেলো, বাবাকে খালি হাতে ফিরায়ে দিয়াসো, দোয়াও নিওয়া জানলানা,সুধু নিজের সারথো বোঝ, এই ছাগলকে পুশে কোন লাভ নাই, অকর্মার ঢেঁকি
আজকের ভিডিওটা -২০২৩ সালের সেরা উপহার বলে মনে করি। সালাম সাহেব,যে ভাবে গরীবের উপকারে জিবন পরিচালনা করছেন,তাতে অদূর ভবিষ্যতে আপনি একজন সেরা মানের শ্রেষ্ঠ তো উপাধি পাবেন ইনশাআল্লাহ
ভাই আপনের মতো মানুষ পতি টি ঘরে ঘরে থাকলে আজ আমাদের দেশটা অনেক উন্নতি হতো ❤❤❤❤❤❤❤
ভিডিওটা দেখে প্রথমে খারাপ লাগতেছিলো কিন্তু শেষে মনটা ভরে গেছে ভাই ধন্যবাদ ভাই গরিবের পাশে দারানোর জন্য।
❤❤❤❤
একদম সত্যি কথা। দুনিয়াতে টাকায় মনে হয় সবকিছু। মানুষ মানুষকে চিনেনা টাকা চেনে।। আপনাদের জন্য অনেক দোয়া শুভকামনা।
এটাই বাস্তব। কেকা মিয়া অনেক কষ্ট করছে জিবনে।
সালাম ভাই আসসালামু আলাইকুম, আপনি একটি লকি আপনার জন্য দোয়া রইল অনেক অনেক আল্লাহ যেন আপনাকে অনেক অনেক মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দেন
Exactly 10minutes er mathay tarar mukhe jei hashita chilo that just broke my heart into pieces. Onek koste se nijer kosto lukanor try korse. 😢 Allah tarake shundor ekta vobisshot dik❤
সন্তানের কাছে বাবা মায়ের চাওয়া থাকতেই পারে। তবে তারার ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে।টাকা থাকলে দাম আছে আর না থাকলে তখন পরিবারের রূপ দেখা যায়।
আমার মনে হয় এতো টাকা দেওয়া ঠিক হয়নায়। তারারও একটা ভবিষ্যৎ আছে। ওর ও জীবনে এগিয়ে যেতে হবে ও অনেক কষ্ট করে বর্তমান যুগে যার টাকা আছে তার সব আছে। তাই তারাকেও বুঝে শুনে চলতে হবে
6:58 it’s totally all your fault , again you promising you will give later on …
You’re the reason why everyone thinks they can use you , and actually they’re using you …
Stop like that ….
ভাই আমি এতোদিন ভাবছিলাম তারা আপনার ছোট বোন।আপনি আসোলেই ভালো মনের মানুষ ❤❤❤
অনেকে ভাবছেন চাচা লোভি স্বার্থপর টাকার জন্য মেয়ের কাছে আসছে, সে ত পরের কাছে আসেনি তার মেয়ের কাছে এসেছে, অসহায় সেই জন্য এসেছে। বাড়িতে ওনার ছেলেরা আছে আজকালের ছেলেরা তো জানেন কি রকম মা-বাবাকে দেখেনা টাকা দেয়না এর জন্যই তো মেয়ের কাছে এসেছে এটা যদি আপনার আমার বেলা হতো তাহলে আপনি এবং আমিও তাই করতাম, বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তারা বাবাকে সাহায্য করার জন্য।্
ভাই এর আগের ভিডিওতে তারার জমানো টাকার কথা বলাটা ঠিক হয় নি সম্ভাবত,তারপরও তারার ভালো আপনিই ভালো বুঝেন।
একদম ঠিক
আল্লাহ যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করেন আপনার পরিবারের সদস্যদের সবাই কে যেন আল্লাহ দিনের প্রতি অবিচল রাখে আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া
বাই আপনি একটি ভুল করছেন সে ভুলটা হলো একদিন আগে আপনি বলছিলেন তারা অনেক টাকার মালিক আছে তাই শুনে ওর বাবা আসছে টাকার জন্য
Yes right
@@bidhandeb9872হুম
100%Right
ওর কথা তার হাসি আচার ব্যবহার সবকিছুই ভালো লাগে অনেক ❤❤
আমি এতদিন জানতাম তারা আপনার আপন বোন
সত্যি ভাই আপনি অনেক ভালো মানুষ কারণ নিজের বোনের মতো কাছে রাখছেন দোয়া রইল আপনাদের সবার প্রতি (টাঙ্গাইল থেকে বলছি)
বাবা মায়ের নিঃস্বার্থ ভালো বাসা কোনো সময় টাকার কাছে হেরে যায়। এই পৃথিবীতে কেউ কাউকে নিঃস্বার্থে ভালো বাসে না। এইটাই বাস্তব
ভাই এবং ভাবি দুজনের মনটা অনেক বড় দোয়া ও ভালোবাসা রইলো
ভিডিওর মধ্যে আরও মাইক দিয়ে বলবেন যে তারার এত লাখ টাকা আছে। তখন দেখ বেন না আসলেও।। কাছের মানুষ টাকার জন্য ঠিকই আসবে।। আর তারার টাকার ব্যাপারটা ভিডিওর মধ্যে বইলেন না।।
আমার মনের কথাটা বলছেন
হুম অন্য ভিডিও তে বলেছিল তারার ৫ লাখ টাকা আছে।
ভাই টাকাটা কিন্তু তারা দেয় নাই অকে।।। ভাই দিছে কোনো সাথ্র সারা,,,,
কেন জানি চোখের পানি এমনেই চলে আসলো, লাভ ইউ বাবা
ভাই ভাবি তুমাদেরকে কি কিভাবে ধন্যবাদ দেবো ভাষা নেই তুমরাই সৎ মানুষ তারাত মতো একটু মেয়েকে মাটিতে না আকাশে রাখলেন ভাই ভাবি তুমরা সত্যি ভালো মনের একজন মানুষ তুমাদের জন্য রইলো দোয়া ও ভালোবাসা ❤❤❤❤❤❤❤❤❤doyel Agro❤❤❤❤
কিউট
hmmmm
আপনার বাড়িতেই কোন কাজ দেন।কাজ করে টাকা জমিয়ে তারপর দোকান করুক তখন দেখবে কত ধানে কত চাল 🤨🤨🤨🤨🤨।ভাই কিছু মনে করবেন না এভাবে লিখলাম বলে। খুব কষ্টে নিজেকে সামলাতে পারলাম না।আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। টাকায় কাঠের পুতুল ও কথা বলে।
তারার বাবার অনেক লোভ😇😇😇😇
তারার বাবা মানুষ টা তেমন ভালো না,
হুম
এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে।🤔🤔
😢😢😢 টাকায় সবকিছু এই দুনিয়াতে টাকা আছে তার সব আছে তার টাকা নেই যার কিছু নেই তার 😢😢
ফ্যামিলির ইচ্ছা পূরণ করলে প্রবাসীদের মূল্য আছে ফ্যামিলির ইচ্ছা পূরণ না করতে পারলে তাদের ফ্যামিলির কাছে কোন মূল্য নাই এমনও প্রবাসি আছে এক মাসে ৫০,০০০টাকা পাঠায় কিংবা তার পরের মাসে ১০ হাজার টাকা কম পাঠালে তার ফ্যামিলি থেকে অনেক রকম কথা শুনতে হয় এ দুনিয়া টাকাটাই সব টাকা দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ হায়রে টাকা
ও আল্লাহ তুমি সালাম ভাইয়ের সম্পদ হাজার গুন্ বাড়ায়ে দাও আমার রব। তুমি তাকে এবং তার পরিবার কে তোমার পথে রাখো , অসহায় দরিদ্র মানুষকে আজীবন সাহায্য সহযোগিতা করার শক্তি সামর্থ দাও আমার মালিক । তুমি তার পরিবার কে হেফাজত করো, বিপদ আপদ এবং মানুষের হিংসা বিদ্বেষ থেকে দূরে এবং নিরাপদে রাখো। আমাদেরকেও সালাম ভাইয়ের মতো মানুষ হওয়ার তৌফিক দাও। আমীন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় সালাম ভাই , ইনশাআল্লাহ এদের কে একটু নজরে রাখবেন , আপনার উদার মনের সাহায্য সহযোগিতা যেন উলুবনে মুক্ত ছড়ানো না হয় , এবং আপনার ভালোবাসা মায়া মহব্বত এর সুযোগ যেন কেও না নেই।
@@মানবতাজিন্দাবাদ ভালো। তো আপনি এই পর্দাহীন মেয়েদের দেখতে এখানে কেন। আপনি তাদের কবরে যাবেননা , তারা আপনার কবরে যাবেনা।
এমন ভাই সবার ভাগ্যে জোটে না।
Tik bolchen bhai
Akdom thik bolechen ❤
Tara apnar kache thakbe bhai I'm from India love u my sister Tara🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇧🇩
ভাই আমি যদি আপনার মতো লোক পেতাম আমার জীবনটা ধন্য হতো।❤❤❤❤❤ভাই আপনার ভিডিও দেখে ভালোই লাগে।
ভাই আপনাকে আমার খুব ভাল লাগে আপনি গরীব দুঃখী মানুষকে বিপদে সাহায্য করেন যার কোটি কোটি টাকা আছে সে সাহায্য করতে চায় না আপনার ও আপনার ফ্যামিলির জন্য দোয়া করি আল্লাহ যেন ভালো রাখেন
তারার বাবর কথার স্টাইল দেখে আমার আসান আলী ভাদাইমার কথা মনে😅😅 পড়েছে
ভোগে নয় দানে যে আনন্দ তা টাকা দিতে যেয়ে শম্পা আপুর হাসিতে ফুটে উঠেছে... তারাও খুশি ..
বাবার মুখে অপার্থিব খুশি .... ❤
আলহামদুলিল্লাহ .....
আসসালামুআলাইকুম ভাই ভাই আপনি তারার জন্য যা করেন একজন মায়ের পেটের আপন ভাই ও তা করেনা বোনদের জন্য কথাটা সত্যি বলছেন তারার ও একটা ভবিষ্যৎ আছে ওর কষ্টের টাকা গুলা কাউকে যেন না দেয় আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাই এভাবেই যেন অসহায় গরীব মানুষের পাশে দাঁড়াতে পারেন আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে নেক হায়াত দান করুক সব সময় সুস্থ রাখুক
টাকার কাছে আপন মানুষ পর হয়ে যায় ভাই আপনি ছাড়া তারার দেখার মতন কেউ নেই ❤❤❤❤
Sotti Tara valo Moner manush dowa kore 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
সত্যি বলছেন আমি এটা অনেক ভালো করে বুঝতে
আমার মা মারা গেছে আজ নয়দিন 😭😭সবাই দোয়া করবেন
Q
🤲🤲💚💚💚💚🖤🖤🖤🤲🤲🥰🥰😢😢
Allah Jannatul Ferdous nosib koruk unak ❤
Inshallah 😢
@@nazninkhatun8895 ❣️
সালাম ভাই আপনি এবং আপনার বউ অতেব আমাগো ভাবি দুই জন খুব খুব ভালো মানুষ আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাড়ালা যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন। আমি মালেইশীয়া থেকে
মানুষ জন্মগতভাবেই স্বার্থপর ।তারার বাবার আচরণে এই বিষয়টা আরো একবার প্রমাণিত হলো।
এমন একটি মেয়ে প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়া প্রয়োজন যাতে সে অসহায় বাবার পাশে দাঁড়াতে পারে, দোয়া ও ভালবাসা রইল আল্লাহ যেন তোমাকে আরো ভালো রাখে