একদিনে স্বপ্নের পদ্মা সেতু ও টুঙ্গিপাড়া ভ্রমণ | খরচসহ গোপালগঞ্জ জেলার দর্শনীয় স্থান ভ্রমণ গাইড

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2022
  • স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ গাইড || একদিনে পদ্মা সেতু ও টুঙ্গিপাড়া ভ্রমণ || বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স || শেখ রাসেল শিশু পার্ক || জমিদার গিরিশচন্দ্র সেনের বাড়ি ভ্রমণ গাইড|| খরচসহ গোপালগঞ্জ জেলার দর্শনীয় স্থান ভ্রমণ গাইড
    গত ২৬ জুন, ২০২২ আমি গিয়েছিলাম স্বপ্নের পদ্মাসেতু হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া গোপালগঞ্জ।
    ১ দিনেই কিভাবে ঢাকা থেকে গোপালগঞ্জ ঘুরে আসা যায়, তার খরচসহ সব ইনফরমেশন দেয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে।
    ঢাকা থেকে প্রথমে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স তারপরে শেখ রাসেল শিশু পার্কে ঘুরে শেষ বিকেলটা ভাটিয়াপাড়া রেলস্টেশনে ঘুরি, আর এভাবেই ট্যুরের সমাপ্তি ঘটে।
    __________________________________
    খরচের হিসাব (জনপ্রতি):
    গুলিস্তান থেকে টুঙ্গিপাড়া - ৪৩০/-
    সকালের নাস্তা (পরোটা, রোল ও মুরগির মাংস) - ১৫০/-
    পাটগাতি বাজার থেকে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স অটোভাড়া- ১০/-
    শেখ রাসেল শিশু পার্কে প্রবেশমূল্য - ২০/-
    শেখ রাসেল শিশু পার্ক থেকে পাটগাতি বাজার অটোভাড়া- ১০/-
    পাটগাতি বাজার থেকে ঘোনাপাড়া সিএনজি ভাড়া- ২০/-
    ঘোনাপাড়া থেকে কুয়াডাঙ্গা অটোভাড়া- ২৫/-
    কুয়াডাঙ্গা থেকে ভাটিয়াপাড়া বাসভাড়া- ৬০/-
    দুপুরের খাবার ১৫০/
    ভাটিয়াপাড়া থেকে গুলিস্তান ৪৩০/
    --------------------------------------------------------
    মোট - ১৩০৫/-
    #padma_shetu #nadiasmrity #tungipara

ความคิดเห็น • 27

  • @intre262
    @intre262 11 หลายเดือนก่อน

    I love my country India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Netaji Subhash Chandra Bose 🇮🇳

  • @alnahianishaque9403
    @alnahianishaque9403 ปีที่แล้ว

    শহীদ শেখ রাসেল পার্ক টি আসলেই অনেক সুন্দর

  • @tungiparaRashel
    @tungiparaRashel 11 หลายเดือนก่อน

    নাইছ

  • @johnsikder1846
    @johnsikder1846 11 หลายเดือนก่อน

    গোপালগঞ্জ আমার বাড়ি

  • @tonnenurjahanvlogz7872
    @tonnenurjahanvlogz7872 ปีที่แล้ว

    আসসালামুআলাইকুম আপু খুবসুন্দর হয়েছে 👍🎁📌

  • @intre262
    @intre262 11 หลายเดือนก่อน

    Bongobondhu Sheikh Mujibur Rahman is a Father of the nation of the people's Republic of Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤❤❤❤❤❤❤❤❤ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @princeshohag4402
    @princeshohag4402 ปีที่แล้ว +2

    Wow

  • @tasniatabassum0
    @tasniatabassum0 ปีที่แล้ว +2

    nice vlog

  • @Elomelo75
    @Elomelo75 ปีที่แล้ว

    সুন্দর ভিডিও। বাসায় বয়স্ক মা বাবা আর শিশুদের নিয়ে গেলে টুংগী পাড়ায় খাবারের রেস্টুরেন্ট+ ফ্রেশ হওয়ার মত ব্যাবস্থা কি আছে?

  • @nahidniloy14
    @nahidniloy14 ปีที่แล้ว +1

    first comment & best of luck

  • @BestCrrations
    @BestCrrations ปีที่แล้ว +1

    অনেক সুন্দর হয়েছে আপু 👍

  • @arifchowdhury3229
    @arifchowdhury3229 ปีที่แล้ว +1

    টুংগীপাড়া থেকে কবি সুকান্তের বাড়ী গেলে ভাল করতেন। ওখান থেকেও ঢাকার বাস পেতেন।

    • @nadiasmrity8988
      @nadiasmrity8988  ปีที่แล้ว

      সময় ছিল না, তাই যাওয়া হয়নি। একদিনের ট্যুরে আসলে এর থেকে বেশি স্পষ্ট ঘুরে দেখা সম্ভব নয়.. ধন্যবাদ। ❤️

  • @Shirin-pw7ht
    @Shirin-pw7ht ปีที่แล้ว

    আপু মুরুব্বী নিয়ে গেলে সেখানে এক ঘন্টা রেস্ট নেয়ার মত কিছু আছে কি? খরচ কেমন হতে পারে

    • @nadiasmrity8988
      @nadiasmrity8988  ปีที่แล้ว

      রেস্ট করতে হলে আপনাকে পুকুর পাড়ে রেস্ট নিতে হবে অথবা শেখ রাসেল শিশু পার্কে বসে রেস্ট করতে পারেন.. আর ট্যুর খরচ ডেসক্রিপশনে দেয়া আছে, চেক করে নিয়েন। ধন্যবাদ 💙

  • @BestCrrations
    @BestCrrations ปีที่แล้ว +1

    ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে কত সময় লেগেছে?

    • @nadiasmrity8988
      @nadiasmrity8988  ปีที่แล้ว +2

      এমনিতে ৩-৩.৫ ঘন্টা সময় লাগে, তবে আমি পদ্মা সেতু ওপেনিংয়ের প্রথমদিন গিয়েছিলাম এজন্য টোল প্লাজায় অনেক জ্যামের কারণে ৪.৫ ঘন্টা লেগেছিল।

    • @BestCrrations
      @BestCrrations ปีที่แล้ว +1

      @@nadiasmrity8988
      Thanks apu 💗

  • @sabbirjoban8842
    @sabbirjoban8842 ปีที่แล้ว

    দেখে কোন কিছুই তো বুজলাম না

  • @MDIbrahim-lz9vr
    @MDIbrahim-lz9vr ปีที่แล้ว +1

    বঙ্গবন্ধুর সমাধি ও জাদুঘরে প্রবেশমূল্য নেই?

    • @nadiasmrity8988
      @nadiasmrity8988  ปีที่แล้ว +1

      না, কোনো প্রবেশমূল্য নেই..সবার জন্য সম্পূর্ণ ফ্রী... ❤️

    • @MDIbrahim-lz9vr
      @MDIbrahim-lz9vr ปีที่แล้ว +1

      Thanks 💕